Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

सुदंरबन में पर्यटकों ने Royal Bengal Tiger देखा, पर्यटन मौसम से उम्मीदें बढ़ीं

PSPrasenjit Sardar
Nov 06, 2025 10:20:58
Baruipur, West Bengal
পর্যটকদের কাছে ধরা দিল সুন্দরবনের বাঘ মামা। সুন্দরবন :- উত্তরের মৃদু হিমেল বাতাস বইতে শুরু করেছে। শীতের শুরু! শীতের শুরুতেই ভ্রমণ পিপাসু মানুষজন সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছেন। বিশেষ করে ভ্রমণপিপাসু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তথা রয়্যাল বেঙ্গলের আবাসভূমি সুন্দরবন। প্রতি বছরই দেশ–বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের আনাগোনা হয়ে থাকে শীতের মরশুমে। এছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের অপার প্রাকৃতিক সৌন্দর্য। অন্যান্য বছর পর্যটন মরশুমের শুরুতে বাঘ দেখা গেলেও চলতি বছর প্রথম পর্যটন মরশুমের শুরুতেই বাঘ দেখতে পেলেন একদল পর্যটক। শুধুমাত্র দেখা নয়, দৃশ্যটি প্রায় ৪৫ সেকেন্ড ধরে মোবাইলে বন্দি করেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘোষা–চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর এলাকার একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। পর্যটক দলটি জলযানে চেপে যখন সুন্দরবনের কলস দ্বীপের কাছাকাছি ভ্রমণ করছিলেন, সেই সময় নদীর পাড়ে একটি বাঘকে বিচরণ করতে দেখেন। পর্যটক দলের সদস্যারা তৎক্ষণাৎ মোবাইলে বন্দি করেন রয়্যাল বেঙ্গলকে। নদীর পাড়ে প্রায় ৪৫ সেকেন্ড ঘোরাফেরা করার পর গভীর জঙ্গলে চলে যায়। অন্যদিকে, শীতের শুরুতেই সুন্দরবনে বাঘ দেখতে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সুন্দরবন ভ্রমণে অতিরিক্ত পর্যটকের সমাগম হবে。
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Nov 06, 2025 12:50:42
Siliguri, West Bengal:শিলিগুড়িতে অনিয়মের এস আই আর পর্ব,কথাও রাস্তায় আবার কোথাও সরকারি প্রাইমারি স্কুলে বসে কাজ করছেন বি এল ওরা। রাজ্য জুড়ে চলছে এস আই আর প্রক্রিয়া। কমিশনের নির্দেশ অনুযায়ী বি এল ওদের (BLO) ভোটার তালিকা সংশোধনের কাজে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেওয়া, ফর্ম পূরণে সাহায্য করা ও প্রয়োজনীয় তথ্য বোঝানো বাধ্যতামূলক। কিন্তু শিলিগুড়িতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল, শহরের একাধিক জায়গায় রাস্তায় টেবিল পেতে বসে পড়েছেন একাধিক বি এল ও। কেউ রাস্তায় বসে ভোটারদের হাতে ফর্ম বিলি করছেন, আবার কেউ সরকারি স্কুলের ভেতরে বসেই এস আই আরের কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তায় বসে থাকা এক বি এল ও-র দাবি, “সকালে বাড়ি গিয়েছিলাম, লোকজন নিজেরাই এখানে চলে এসেছে, তাই এখানে বসেই ফর্ম দিচ্ছি।” অন্যদিকে, সরকারি স্কুল প্রাঙ্গণে বসে কাজ করা এক বি এল ও প্রথমে নিজেকে সংবাদমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দেন, পরে খবর প্রকাশ আটকানোর নানা চেষ্টা করেন। যদিও তাঁর উপস্থিতিতেই এক বি এল এ মোবাইলে ছবি দেখিয়ে প্রমাণ দেন— সেখানেই চলছে এস আই আরের কাজ। ভোটাররাও স্বীকার করেন, তাঁরা ওই স্থান থেকেই ফর্ম সংগ্রহ করেছেন। স্থানীয় রাজনৈতিক দলের এক বি এল এ জানান, “বি এল ও সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার জন্য, কিন্তু তিনি তা মানছেন না।” সব মিলিয়ে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে কমিশনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাধিক এলাকায় চলছে এস আই আর পর্ব। প্রশ্ন উঠছে নজরদারির ঘাটতি নিয়েও。
0
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 12:50:24
Mal Bazar, West Bengal:*জমির পাট্টার দাবিতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘিরে বিক্ষোভ চা- শ্রমিকদের।* জমির পাট্টার দাবিতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও বিক্ষোভ চা শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনে। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনের শ্রমিকরা মালবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও করেন। জমির পাট্টার দাবিতে আন্দোলনরত হন চা শ্রমিকরা। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই রানীচিড়া চা বাগান এলাকায় বসবাসকারী শ্রমিকদের একাংশের হাতে রাজ্য সরকারের উদ্যোগে জমির পাট্টা প্রদান করা হয়েছে। কিন্তু চা বাগানের বালাবাড়ি ডিভিশন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এখনও পর্যন্ত জমির পাট্টা মেলেনি। জমির পাট্টা না মেলায় ওই এলাকার বাসিন্দা তথা চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে এদিন মালবাজার শহরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস ঘেরাও করে আন্দোলনরত হন। বিগত সময়ে পাট্টার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও দাবী চা শ্রমিকদের। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আন্দোলন চলাকালীন অবস্থায় সেখানে উপস্থিত হন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিও। আন্দোলনকারীদের সাথে কথা বলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ব্লক আধিকারিক প্রীতি লামা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ১১ নভেম্বর থেকে এলাকায় জমির সার্ভের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মালবাজার ব্লকের পাট্টা বিলির ক্ষেত্রে রানিচিরা চা বাগানের বালाबাড়ি ডিভিশনকে অগ্রাধিকার দেবার কথাও ঘোষণা করা হয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে। এরপরই আন্দোলন থেকে সরে দাঁড়ান চা শ্রমিকরা। আন্দোলনকারী চা শ্রমিক রীনা খাখা, কপিল টুডু প্রমূখ বলেন, জমির পাট্টার দাবিতে এদিনের এই বিক্ষোভ আন্দোলন। বাগানের একটি অংশের শ্রমিকরা পাট্টা পেলেও আমাদের জমির পাট্টা এখনো অধরা। জমির পাট্টার বিষয়ে প্রশাসনিক আশ্বাস মিলেছে।........ এদিনের আন্দোলন প্রসঙ্গে মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন, দপ্তরে এসে দেখতে পাই রানিচিরা চা বাগানের শ্রমিকরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। পাট্টা প্রদানের বিষয়ে দপ্তরের আধিকারীকে সঙ্গে নিয়ে চা শ্রমিকদের সাথে কথা হয়েছে। এলাকা সার্ভের কাজ দ্রুত শুরু হবে।....... প্রসঙ্গত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় সার্ভের কাজ চলছে। রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনেও সার্ভের কাজ শুরু হবে। চা শ্রমিকরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখাতে আসলে সেখানে মালবাজার থানার তরফে আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বাইট ১) রীনা খাখা, শ্রমিক。 ২)সুশীল কুমার প্রসাদ, সহ সভাপতি মাল পঞ্চায়েত সমিতির। ৩)কপিল টুডু, শ্রমিক 0611ZG_MAL_SHROMIK_BIKHOB_R
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 06, 2025 12:42:51
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর: ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে কুশমন্ডির এক কিশোরী মৃত্যু হয়েছে মালদা জেলা হাসপাতালে আর এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার দুপুরে রোগী কল্যাণ সমিতির মিটিং করে গঙ্গারামপুর হাসপাতালে টেকনিশিয়ান মেডিক্যাল অফিসার সহ মোট চারজনকে হাসপাতালে দায়িত্ব থেকে সরিয়ে দিল রোগী কল্যাণ সমিতি। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস মন্ত্রী বিপ্লব মিত্রসহ রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা বিভিন্ন আধিকারিকরা। বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল রোগী মৃত্যু, অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন না থাকার ফলে রোগী মৃত্যু, চিকিৎসার গাফিলতি, রোগীদের সাথে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক ঘটনায় জর্জরিত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল যা নিয়ে ক্ষোভে ফুঁসছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা। এভাবেও রোগীদের ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা স্বাস্থ্যদপ্তর। বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস, নবনিযুক্ত ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্যদপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এক রোগী। এই ঘটনার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে নড়ে চড়ে বসে জেলাস্বাস্থ্য দপ্তর। এই ঘটনার জেরে ইতিমধ্যে হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে। পাশে তিনgesund স্বাস্থ্যকর্মীকে ক্লোজ করা হয়েছে বলে খবর। এদিকে রোগীদের যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেইসঙ্গেই আগামীতে যাতে এই ধরনের ভুল ত্রুটি না হয় এবং যে পরিকাঠামো রয়েছে তাতে যাতে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া যায়, সেই নির্দেশই দিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র।
4
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 12:42:32
Chinsurah, West Bengal:রোহিঙ্গাদের বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এত বড় বড় মিছিল চলছে,বললেন লকেট চট্টোপাধ্যায়। শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক মিটিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেনদার যাদব।লকেট চট্টোপাধ্যায়। সেখানেই লকেট বলেন,আমরা বলেছি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা এলে ভারতবর্ষে নাগরিকত্ব দেয়া হবে।সংখ্যাগুরুরা কেন আসবে।আমাদের দেশের কথা ভাবুন একবার এখানে ১৪০ কোটি মানুষ এখানে সংখ্যা গুরুরা কি অবস্থায় আছে।সেই কারণেই কেন্দ্র সরকার যখন নিয়ম করছে তখন বাধা দেওয়া হচ্ছে,তারমানে ডাল মে কুছ কালা হ্যায়।সেই জন্যই একটা ভুল ন্যারেটিভ সেট করে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এত বড় বড় মিছিল চলছে।হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে। এস আই আর এর কাজ করতে যাওয়া বি এল ও দের ভয় দেখানো হচ্ছে।যেমন নির্বাচনের সময় করে পোলিং এজেন্ট এর ভয় দেখায় প্রিসাইডিং অফিসার কে ভয় দেখায়।সব দলের বি এল এ থাকবে সেখানে শুধু তৃণমূলের বি এল এ ঘুরছে।হাতে পতাকা নিয়ে।
1
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 06, 2025 12:41:23
Asansol, West Bengal:ছবিটা দেখলে মনে হবে কোনো রেশন দোকানে উপভোক্তারা রেশন সামগ্রী নিচ্ছেন। কিন্ত বাস্তবে তা না। SIR এর ফর্ম নিজের বাড়ি থেকে বিলি করছেন বিএলও। এই দৃশ্য দেখা গেল আসানসোল উত্তর বিধানসভার 210 নম্বর বুথে। নির্বাচনের নির্দেশ SIR এ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে নিজের বাড়ি থেকেই এনোমারেশন ফ্রম বিলি করছেন বিএলও দিলীপ কুমার ধানী। যদিও বিএলওর সাফাই এই বুথে নাকি 2900 ভোটার রয়েছেন তাই আশেপাশের মানুষদের বাড়ি থেকেই এনোমারেশন ফ্রম বিলি করা হচ্ছে এবং বাকি ফ্রম বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হবে। আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গালের ঘটনা। বিজেপি নেত্রী তথা পুরনিগমের বিরোধী দলের নেত্রী চৈতালি তেওয়ারির ওয়ার্ডের এই ঘটনা নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছে বলে জানা গেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে জেলা শাসক এস পোন্নমবলম বলেন বি.এল.ও দের বাড়িতে বাড়ি যেতে হবে।
1
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 12:40:09
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সুন্দরবনে আবারও রয়্যাল বেঙ্গল টাইগার ক্যামেরাবন্দি, উচ্ছ্বসিত পর্যটক ও ব্যবসায়ীরা আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে। গত ৪ নভেম্বর কুলতলী থানার কৈখালী ঘাট থেকে ধোসা চন্দনেশ্বর এলাকায় বেড়াতে যান ২৪ জনের একটি পর্যটক দল, এমবি মা মঙ্গলচণ্ডী নৌকায় করে। মঙ্গলবার কৈ Kiesখালী ফিরার পথে বিশালক্ষী খালের ধারে হঠাৎই চোখে পড়ে বাঘ। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। পর্যটকদের তোলা ছবিতে স্পষ্ট দেখা যায় জঙ্গলের প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এক বিশাল রয়েল বেঙ্গল টাইগার। চলতি মৌসুমের শুরুতেই টানা বাঘ দর্শনের ঘটনায় উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীদেরাও আশাবাদী—এবছর রেকর্ড সংখ্যক পর্যটক ভিড় জমাবেন বাঘ দেখার আশায়।
4
comment0
Report
2I24ghanta IT
Nov 06, 2025 12:32:58
Kolkata, West Bengal:
5
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 06, 2025 12:31:44
3
comment0
Report
SMsoma maity
Nov 06, 2025 11:15:49
Murshidabad, West Bengal:এসআইআর আতঙ্কে বলি! বহরমপুরের বস্তিতে চাঞ্চল্য কান্দির পর এবার বহরমপুর! এসআইআর আতঙ্কে আত্মহত্যা এক ব্যক্তির! ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে। মৃতের নাম তারক সাহা। বহরমপুরেই মশলা মুড়ি বিক্রি করতেন তিনি। মৃতের স্ত্রী পিয়া সাহা জানিয়েছেন, ২০০২ এর ভোটার লিস্টে নাম নিয়ে, এসআইআর এর নথিপত্র জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ক দিন ধরেই। এদিন বেলা ১২ টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ। ঘটনা জানাজানি হয়। ছুছে আসেন প্রতিবেশীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। তারক সাহার মৃত্যুর ঘটনায় উৎকণ্ঠায় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। এসআইআর আতঙ্কেই মানসিক অবসাদে এই ঘটনা বলেই দাবি করেছেন তিনি。
4
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 11:15:29
Chinsurah, West Bengal:মরার উপর খাঁড়ার ঘা! এসআইআر আবহে উচ্ছেদের নোটিশ রেলের。 হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পরেছেন।একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা অন্য দিকে ঘরবাড়ি থাকবে কিনা。 হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় ত্রিশ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ব বঙ্গের মানুষজন।রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল。সেই খালের পারে একদিকে রেল লাইন এক দিকে ধান্য গবেষনা কেন্দ্রের পাঁচিল।সেই খানেই কোনো ভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু।এখন অনেক বাড়ি পাকা হয়েছে。 মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশের।যারা মতুয়া সম্প্রদায়ের。 সেই পল্লী বাসীর অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই।এসআইআর এ তাদের নি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে।তাতে সেই চিন্তা দ্বিগুন হয়েছে。 অনেক কষ্টে করা বাড়িঘর ছেরে তারা যাবেন কোথায়? উত্তর অজানা。 বাসিন্দারা চাইছেন তাদের পুর্নবাসন দেওয়া হোক。 স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন।কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন,কেন্দ্র সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বাঙালি বিরোধী।তাই একদিকে যখন এস আই আর চলছে মানুষ বিভ্রান্ত কি করবে কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে।সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল।আমরা এই মানুষদের পাশে আছি প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে।পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না。 বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে।সেখানে ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে।এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে তার জন্য রেলের লাইন বাড়বে।তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে।তারা ভোটের রাজনীতি করছে।এস আই আর নিউ মানুষকে ভুল বোঝাচ্ছে তারা।কোন বৈধ ভোটারের নাম এসআইআর এ কাটা যাবেনা。
4
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 11:15:09
Howrah, West Bengal:বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএ রা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইল এর পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৩,৯৪ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হই হই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ বিএলও রা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলও রা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠনপাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাওসার অভিযোগ করেন বিএলও রা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএ রা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন। যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলও রা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না ? তাদের উচিত বিএলএ দের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎাচামেচি শুরু করে।এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলও র দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলও রা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।তবে সুরজ আলি নামে তৃণমূলের এক বি এল এ জানান অনেকে সকালে কাজে বেরিয়ে যায়।তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি .সেরকম কেউ এসে অনুরোধ করলে কয়েকজনকে ফর্ম দেওয়া হয়েছে।আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইট..১..শেখ আব্দুল কাওসার(অভিযোগকারী) ২..পূজা মান্না(বি এল ও) ৩..প্রভাস মাইতি(প্রধান শিক্ষক) ৪..সুরজ আলী(বি এল এ,তৃণমূল)
4
comment0
Report
STSrikanta Thakur
Nov 06, 2025 11:14:50
Dinajpur, Rangpur Division:উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলা ও রক্ষাকারী পূজাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বোল্লায় রক্ষাকালী পুজোর অন্যতম আকর্ষণ কয়েক হাজার মানবকালী পূজা মূল মন্দিরে বড় মূর্তির সাথে মন্দির চত্বরেও ছোট ছোট মূর্তিতে পূজা করেন মানতকারীরা । অন্ততপক্ষে হাজার ডিরেক্ট কালী মূর্তি পুজিতা হল মূল পুজোর দিন আর সেই প্রতিমার চাহিদা মেটাতে নাওয়া-খাওয়া ভুলে আজ একটাই কাজ — কালী প্রতিমা বানানো। দক্ষিণ দিনাজপুরের বোল্লায় শতাব্দী প্রাচীন রক্ষাকallee পুজোকে ঘিরে জেলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই বিখ্যাত রক্ষাকালী পুজো। পুজোর সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও আসাম, বিহার, বাংলাদেশ এমনকি নেপাল থেকেও হাজার হাজার ভক্ত আসেন বোল্লায়। লক্ষ লক্ষ মানুষের সমাগমে জমে ওঠে রক্ষাকালী মাতার পুজো প্রাঙ্গণ।পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হল মানত কালী পুজো। প্রতিবছর হাজার হাজার ভক্ত কালী মাতার কাছে মানত করেন, আর সেই মানতের প্রতিমা তৈরির কাজেই এখন ব্যস্ত বোল্লা ও আশেপাশের এলাকার মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির কাজে দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। এক মৃৎশিল্পী জানান, “প্রতিবছর কয়েক হাজার মানত কালী প্রতিমা তৈরি করতে হয়। তাই পুজোর বেশ কিছুদিন আগেই শুরু হয় কাজ। এখন তো সময়ের অভাবে খাওয়া-দাওয়া ভুলে মাটির কাজেই ডুবে থাকি।” প্রতিমা তৈরিতে শুধু পুরোনো প্রজন্ম নয়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও হাত লাগিয়েছে। পরিবারের সবাই মিলে চলছে কাজের তৎপরতা।বোল্লা রক্ষাকালী মাতার এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। পুজোর দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বেড়ে চলেছে প্রতিমা শিল্পীদের।
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 06, 2025 11:14:31
Jhargram, West Bengal:বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা ধোবাকাচা গ্রাম। বাইকে এক ব্যাগ ভোটার লিষ্ট ফর্ম নিয়ে একা বাড়ি বাড়ি ঘুরছেন বিএলও। সাথে কেউ নেই কেনো জানতে চাইলে তার বক্তব্য তার সাথে কেউ যোগা যোগ করেনি। অথচ তৃনমূলের বিএলএ২ নাম লিষ্ট আছে। অনেক খোঁজ করেও তার সাথে যোগা যোগ করা গেলোনা। তৃনমূল দলিয় তরফেও কেউ মুখ খুলতে নারাজ। অথচ দলের স্পষ্ট নির্দেশ। বিএলও দের সাথে দলের একজন থাকতে হবে। এলাকায় ক্যাম্প অফিস করতে হবে। কিন্তু গোটা বেলপাহাড়ি জুড়ে এমন কোনো চিত্র চোখে পড়লো না। কমিশন সূত্রের খবর, বিএলও–রা যখন ভোটারদের বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যাবেন, তখন প্রতিটি রাজনৈতিক দলের তরফে বিএলএ–২ হিসেবে নিযুত প্রতিনিধিরা তাঁদের সঙ্গে যাবেন এবং ভোটার ও বিএলও–র মধ্যে সমন্বয় সাধন করবেন। কিন্তু ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ভিন্ন চিত্র বিএলও–র সাথে নেই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রাথমিক ভাবে এ ব্যাপারে কোন দল আগ্রহ না–দেখায়, তা হলে তো খুবই মুশকিল। বেলপাহাড়ির বালিচুয়া ও ধোবাকাচা বুথেও একই চিত্র। সকাল থেকে নেই কোনো বুথ লেবেন এজেন্ট। বুথ লেবেল আধিকারিকরা নির্বিঘ্নেই এই কাজ করছেন। তবে олардың সাথে বুথ লেভেল এজেন্টরা থাকলে তাদের কাজ করতে সুবিধা হয়।
4
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 11:14:13
Chinsurah, West Bengal:সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে জুটমিল।মিল কর্তৃপক্ষের এই নোটিশের বিরোধিতা করে বিক্ষোভ পথ অবরোধে শামিল হল শামিকরা।রিক্সার ওয়েলিংটন জুট মিলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব এই আন্দোলনে সামিল হলেন। তাদের দাবি রাজ্যের কোন জুট মিল সপ্তাহে পাঁচ দিন খোলা এই ব্যবস্থা চালু নয়।ছয় দিন মিল খোলা রাখতে হবে।শ্রমিকরা যাতে কাজ পায় তার নিশ্চয়তা দিতে হবে。 সি আই টি ইউ শ্রমিক সংগঠনের নেতা সুমঙ্গল সিং বলেন,আমরা চাইছি প্রশাসনিক হস্তক্ষেপ।কারণ এই জুট মিল কর্তৃপক্ষ কোন চুক্তি মানছে না।জোর জবরদস্তি করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে।যা সুমিত্রা মানবে না。 আইএনটিটিইউসি সংগঠনের নেতা সাবীর আলী বলেন,ভারতবর্ষের প্রথম জুট মিল এই ওয়েলিংটন মিল।একটা আলাদা ঐতিহ্য আছে।মিল কর্তৃপক্ষ বলছে সপ্তাহে পাঁচ দিন মিল চালাবে তাহলে শ্রমিকদের কাজের কি হবে।এমনিতেই জুট মিলে কাজের অনিশ্চয়তা তৈরি হয়েছে।আমরা চাই চুক্তি মেনে মিল চলুক。 দাবি না মানলে ঘেরাও হবে হুশিয়ারি ইউনিয়নের নেতৃত্বের。 জুট মিলে সামনে জিটি রোড অবরোধ হওয়ায় যান চলাচল ব্যাহত হয়。
2
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 11:13:49
Howrah, West Bengal:বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএ রা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইল এর পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৩,৯৪ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হই হই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ বিএলও রা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলও রা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠনপাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাওসার অভিযোগ করেন বিএলও রা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএ রা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন। যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলও রা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না ? তাদের উচিত বিএলএ দের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে।এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলও র দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলও রা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।তবে সুরজ আলি নামে তৃণমূলের এক বি এল এ জানান অনেকে সকালে কাজে বেরিয়ে যায়।তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি ।সেরকম কেউ এসে অনুরোধ করলে কয়েকজনকে ফর্ম দেওয়া হয়েছে।আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইট..১..শেখ আব্দুল কাওসার(অভিযোগকারী) ২..পূজা মান্না(বি এল ও) ৩..প্রভাস মাইতি(প্রধান শিক্ষক) ৪..সুরজ আলী(বি এল এ,তৃণমূল)
4
comment0
Report
Advertisement
Back to top