Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

लकेट चौटर्जी का दावा: रोहिंग्या और घुसपैठियों के लिए बड़ा मार्च, नागरिकता नीति पर सवाल

BSBidhan Sarkar
Nov 06, 2025 12:42:32
Chinsurah, West Bengal
রোহিঙ্গাদের বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এত বড় বড় মিছিল চলছে,বললেন লকেট চট্টোপাধ্যায়। শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক মিটিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেনদার যাদব।লকেট চট্টোপাধ্যায়। সেখানেই লকেট বলেন,আমরা বলেছি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা এলে ভারতবর্ষে নাগরিকত্ব দেয়া হবে।সংখ্যাগুরুরা কেন আসবে।আমাদের দেশের কথা ভাবুন একবার এখানে ১৪০ কোটি মানুষ এখানে সংখ্যা গুরুরা কি অবস্থায় আছে।সেই কারণেই কেন্দ্র সরকার যখন নিয়ম করছে তখন বাধা দেওয়া হচ্ছে,তারমানে ডাল মে কুছ কালা হ্যায়।সেই জন্যই একটা ভুল ন্যারেটিভ সেট করে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এত বড় বড় মিছিল চলছে।হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে। এস আই আর এর কাজ করতে যাওয়া বি এল ও দের ভয় দেখানো হচ্ছে।যেমন নির্বাচনের সময় করে পোলিং এজেন্ট এর ভয় দেখায় প্রিসাইডিং অফিসার কে ভয় দেখায়।সব দলের বি এল এ থাকবে সেখানে শুধু তৃণমূলের বি এল এ ঘুরছে।হাতে পতাকা নিয়ে।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement

2I24ghanta itreporter
Nov 06, 2025 14:37:38
Kolkata, West Bengal:
4
comment0
Report
2I24ghanta itreporter
Nov 06, 2025 14:31:18
Kolkata, West Bengal:
6
comment0
Report
2I24ghanta itreporter
Nov 06, 2025 14:23:28
Kolkata, West Bengal:
6
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 14:01:28
Chinsurah, West Bengal:পনেরো বছর আগে ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিলেন তৃনমূল কর্মি,দোষী সাব্যস্ত আট বাম কর্মি।কাল সাজা ঘোষনা চুঁচুড়া আদালতে। ২০১০ সালের ১৮ মার্চ গুড়াপে খুন হন ছিলেন তৃনমূল কর্মি ক্ষুদিরাম হেমব্রম।সেদিন ছিলো ছেলে সুনীল হেমব্রমের উচ্চমাধ্যমিক পরীক্ষা。 মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম।তারপর আর বাড়ি ফেরেননি।পরদিন নদীর পারে বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার হয় তার。 রাজনৈতিক কারনে তৃনমূল কর্মি ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে নদীর পারে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে。 গুরাপ থানার পুলিশ তদন্তে নেমে দশজন সিপিএম কর্মিকে গ্রেফতার করে।ধৃতদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়。 চুঁচুড়া আদালতে চার্জ শীট জমা দেয় পুলিশ।বারো জন সাক্ষী দেন এই মামলায়।বিচার পর্ব চলার সময় দুই অভিযুক্তের মৃত্যু হয়。 আটজন জামিনে ছাড়া পেয়েছিলেন।আজ তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা。 কাল হবে সাজা ঘোষনা। ক্ষুদিরামের ছেলে সুনীল বলেন,সেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিলো আমার।বাবা কাজ থেকে বাড়ি ফিরে বন্ধু의 বাড়ি গিয়েছিলেন মেয়ের বিয়ের দেখাশোনা ছিলো বলে।সেখান থেকে বাবাকে নিয়ে গিয়ে টাঙি দিয়ে কুপিয়ে খুন করা হয়।দেহ লোপাটের চেষ্টা করা হয়।বাবা তৃনমূল করতেন তাই তাকে খুন করা হয়েছিল।পনেরো বছর পর বিচার পেলাম।অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা মুন্সি সাকোয়াত হোসেন বলেন,নিশংসভাবে খুন করা হয়েছিল ক্ষুদিরাম কে।সে সময় সিপিএমের আমল সবাই প্রচন্ড ভয়ে খाकত।আমরা ওই পরিবারকে পাঁচ বছর অন্য জায়গায় রেখেছিলাম।আজ সেই মামলার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মামলার সরকারি আইনজীবী চন্দী বন্দ্যোপাধ্যায় বলেন,পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর তোমরা সরকারি পক্ষ থেকে বারো জনকে সাক্ষী করেছিলাম।তার মধ্যে আর জি কর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন পোস্ট মর্টেমের চিকিৎসক।তার সাক্ষিতে উঠে আসে ক্ষুদিরামের শরীরে ২১ টি আঘাতের চিহ্ন ছিলো।এই মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হলে যাবজ্জীবন।
9
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Nov 06, 2025 14:00:59
Kolkata, West Bengal:*बंदे मातरम के 150 वर्ष पुर versatility স্মরণে দেশ জুড়ে কাল থেকে ১বছর ব্যাপী চার পর্যায়ে স্মারক কার্যক্রম* সংগীত পরিবেশন এবং গণপাঠ অনুষ্ঠানের আয়োজন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা এবং শিক্ষা কেন্দ্রগুলিতে। গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য পুনর্বিবেচনা করার জন্য। ভারত সরকার বছরভর চারটি পর্যায়ে এটি উদযাপন করবে। কয়েকটি কার্যক্রম নীচে তালিকাভুক্ত করা হল। ৭ নভেম্বর ২০২৫ • দিল্লিতে (ইন্দিরা গান্ধী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠান। • ৭ নভেম্বর তহসিল স্তর পর্যন্ত দেশজুড়ে ব্যাপক জনসাধারণের অংশগ্রহণে ভিআইপি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করা হবে। • বন্দে মাতরমের ইতিহাসের উপর একটি প্রদর্শনী আয়োজন করা হবে এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত করা হবে। • প্রতিটি সরকারী অনুষ্ঠানে ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশের চলচ্চিত্র দেখানো হবে। • অনুষ্ঠানের ছবি এবং ভিডিও প্রচারণার ওয়েবসাইটে আপলোড করা হবে। • জাতীয় পর্যায়ে, এই অনুষ্ঠানে দেশব্যাপী বিশিষ্ট গায়করা বন্দে মাতরমের বিভিন্ন রূপান্তর উপস্থাপন করবেন। বছরব্যাপী কার্যক্রম • অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন এবং এফএম রেডিওতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রচারণা। • পিআইবি দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতে বন্দে মাতরমের উপর প্যানেল আলোচনা এবং সংলাপের আয়োজন করবে। • বিশ্বজুড়ে সমস্ত ভারতীয় মিশন এবং পোস্টে বন্দে মাতরমের চেতনার প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হবে। • বন্দে মাতরমের চেতনার প্রতি নিবেদিত একটি বিশ্বব্যাপী সঙ্গীত উৎসব আয়োজন করা হবে। • বন্দে মাতরম: ধরিত্রী মাতার প্রতি প্রণাম - বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। • মহাসড়কে দেশাত্মবোধক ম্যুরাল তৈরি এবং প্রদর্শন করা হবে। • অডিও বার্তা এবং বিশেষ ঘোষণা করা হবে। রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরে এলইডি ডিসপ্লেটে বন্দে মাতরম সম্পর্কে তথ্য প্রদর্শিত হবে। বিশেষ কার্যক্রম • বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির জিvbনী, স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের ভূমিকা, ভারতের ইতিহাস এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রচারের বিভিন্ন দিক নিয়ে ১ মিনিটের ২৫টি চলচ্চিত্র। দেশপ্রেমের শক্তিকে চ্যানেলাইজ করার জন্য, বন্দে মাতরম অভিযান এবং hর ঘর তিরঙ্গা অভিযান একই সাথে উদযাপিত হবে
7
comment0
Report
ASAyan Sharma
Nov 06, 2025 14:00:33
Kolkata, West Bengal:মহম্মদ সেলিম - sir এর আবহাওয়ায় রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে।স্বাধীনতার পরে এটা একটা বড় লড়াই। মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে।বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার এর তুফান গঞ্জ থেকে ২৯ নভেম্বর শুরু উত্তর বঙ্গ বিভিন্ন জেলা ঘুরে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা শেষে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কামারহাটি তে শেষ ১৭ ডিসেম্বর শেষ। ceo অফিস থেকে বি এল ও পর্যন্ত দখলদারির চেষ্টা বিজেপি ও তৃণমূলের।একটা মিথ্যাচারের বেড়াজাল তৈরি করে,মৃত মানুষ কে রেখে দেওয়া যায় সেই চেষ্টা তৃণমূল ও বিজেপির।মৃত মানুষের ফর্ম ফিলাপ করা হচ্ছে।বি এল ও ফর্ম ছিনতাই করা হচ্ছেঃ সোদপুরে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে।কেন বলা হচ্ছেনা প্রকৃত ভোটার এর নাম রাখুক। মহম্মদ সেলিম - কলকাতা পুরসভা থেকে জন্ম সার্টিফিকেট বিলিতে অনিয়ম,দাবি শুভেন্দু ----- দুর্নীতি হচ্ছে ,ব্যর্থ কলকাতা পুরসভা।তিনি তৃণমূল থেকে বিজেপিতে শুভেন্দু অধিকারী গিয়ে বলল বলে জানতে পারলে। কোচবিহারে বিজেপির বি এল এ কে জুতোর মালা ------ আমরা সিইও কে চিঠি দিয়েছি। সোদপুরে একজন বি এল ও কে বলা হচ্ছে,কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব।তৃণমূল বিরুদ্ধে অভিযোগ।eci ও সিইও মকারী করছে। কয়েকশো অভিযোগ জানিয়েছি। নবদ্বীপে সুকান্ত মজুমদার এর গাড়িতে হামলা ------- যত ভোট আসবে এমন হবে।বিজেপি ও তৃণমূল নাটক করছে। তপসিয়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ,সেকারণে মোট ৬৯৯ জনের মধ্যে ১২০ জনের নাম নেই ----------- বহরমপুরে sir আতঙ্কে আত্মহত্যা, তারক সাহা --------- যেকোন মৃত্যু হলে sir বলা হচ্ছে।যে সরকার কোন মৃত্যুর হিসাব দেয়না।এখন মৃত্যু হলে বলছে sir,pishi ভাইপো বলছে sir। মালদহে তৃণমূল নেতার বাড়ি থেকে sir ফর্ম বিলি,বি এল ও এর দাবি,ফর্ম বিলি নয়,গোছানো হচ্ছিল ------ কেন এটা করা হচ্ছে।পশ্চিমবঙ্গে যে রেজাল্ট হয় কারচুপি আছে।এত ভয় কিসের।মাঝখানে দালাল কেন ?নিরপেক্ষ ভোট চায়না।ত্রুটিমুক্ত ভোট হোক চায়না।সেটিং রাজনীতি। সমব্যথী নিয়ে তালিকা - ডেথ রেজিস্ট্রেশন হয় তো এখন।এত ঢাক ঢোল পেটানোর দরকার কি? মৃত মানুষের ভোট পড়েছে,কেন এই ভোট গুলি আগে বাদ দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়িতে ফর্ম বিলি - রেড রোড কোন রাজনীতিক মিছিল হয়না।কোন এফ আই আর হয়েছে কি ? গোটা sir প্রক্রিয়া নিয়ে নাটক হচ্ছে।উনি বলেছিলেন বেঁচে থাকতে sir করতে দেবনা।এইসব ভাঁওতা।নির্বাচন কমিশন চাইলে ভোটার তালিকা পরিবর্তন করতে পারে।বিহারে কোন বিদেশী পেয়েছে? কসবা - আগুনে পুড়ে গেলে নথি কোথা থেকে পাবে। সিইও কে দেখতে হবে,বিষয়টা।বিভিন্ন বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে । এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় এর ঘটনা ঘটলে কিভাবে পাবে নথি। হাইকোর্টে মামলা - এটা আইনত বিষয়।২০২৪ এর ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।তাহলে এই ভোট কি ভুলে ভরা।তাহলে আপডেট হয়েছে কি?
8
comment0
Report
MMManoranjan Mishra
Nov 06, 2025 13:59:48
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়া শহরে আয়োজিত বিজেপির পরিবর্তন সভায় যোগ দিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহার প্রতিক্রিয়া। ১) জলপাইগুড়িতে তিস্তা বাঁধের ওপর ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল BLOদের ভয় দেখিয়ে তাদের মতো কাজ করাচ্ছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো যে সমস্ত BLOরা নিয়ম বহির্ভুত কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয়। ২) কান্দির পর বহরমপুরে এসআইআরে আতঙ্কে আত্মহত্যা এক ব্যক্তির! এ বিষয়ে রাহুল সিনহা বলেন, SIR আতঙ্কে কেউ মরেনি। তৃণমুলের আতঙ্কে করছে। এর জন্য খুনি তৃণমূল। ৩) কসবা বিধানসভা কেন্দ্রের তপসিয়ার জিজে খান রোডে নথি পুড়ে যাওয়ার কারণ ১২০ জনের কোন নথি নেই। সমস্যায় BLO রাও। এ বিষয়ে রাহুল সিনহা বলেন, নথি কোথাও না কোথাও থাকবে। যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনে আবেদন করার জায়গা আছে। কিন্তু রাস্তার দাঁড়িয়ে SIR এর প্রতিবাদ করা বরদাস্ত করা যায় না।
14
comment0
Report
PCPartha Chowdhury
Nov 06, 2025 13:58:41
Bardhaman, West Bengal:এস আই আর এর আবহে ভিড় বাড়ছে ফোটোকপি করার দোকানে। চলতি কথায়, যাকে জেরক্স বলা হয়। দলে দলে লোকে এসে নথিপত্র জেরক্স কপি করিয়ে নিয়ে যাচ্ছেন। বর্ধমানের কার্জনগেটের কাছে সার দিয়ে গোটাকয়েক ফোটোকপি করার দোকান আছে। আদালত চত্বরে এবং জি টি রোডের উপরে রয়েছে জেরক্সের দোকান।প্রत्यেকেটি দোকানে এখন মরশুমি ব্যস্ততা। জানা গেছে, সকাল ৯ টার আগে দোকান খোলা হচ্ছে। টানা ১২ ঘন্টার বেশি দোকান খুলেও কাজ শেষ হয় না। গত কয়েকদিন রাত দশটায় দোকান বন্ধ করতে হয়েছে। বেশি চালু দোকানগুলিতে তিন চারজনের বেশি কর্মচারী আছেন।তাতেও কাজ সামলানো যাচ্ছে না। এমনই একটা দোকানের মালিক সঞ্জয় ব্যানার্জি জানান, মূলত, ভোটার কার্ড, আধার কার্ড এবং এস আই এর ফর্মের কপি করতে আসছেন ক্রেতারা। এছাড়াও ভোটার লিস্টের কিছু পাতার প্রিন্টও নেওয়া চলছে। এছাড়াও অন্যান্য ডকুমেন্টও কপি করাচছেন কেউ কেউ। অন্যদিকে অবসরপ্রাপ্ত করণিক কিশোর মাকর জানান, মানুষ প্যানিকগ্রস্ত হয়ে দোকানে লাইন দিচ্ছেন। নানা ডকুমেন্টস কপি করাচ্ছেন। তার মতে, এসবের কোনো দরকার নেই। ১২ টি রাজ্যে এস আই আর হচ্ছে। কোথাও এই প্যানিক নেই। বি এল ও বাড়ি বাড়ি যাবেন। তারাই সব বলে দেবেন। আগে থেকে গোছা গোছা নথি জমানোর দরকার নেই। বাইট : ১) সঞ্জয় ব্যানার্জি। ( দোকানদার) ২) কিশোর মাকর (নাগরিক) চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী。
13
comment0
Report
NRNarayan Roy
Nov 06, 2025 12:50:42
Siliguri, West Bengal:শিলিগুড়িতে অনিয়মের এস আই আর পর্ব,কথাও রাস্তায় আবার কোথাও সরকারি প্রাইমারি স্কুলে বসে কাজ করছেন বি এল ওরা। রাজ্য জুড়ে চলছে এস আই আর প্রক্রিয়া। কমিশনের নির্দেশ অনুযায়ী বি এল ওদের (BLO) ভোটার তালিকা সংশোধনের কাজে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেওয়া, ফর্ম পূরণে সাহায্য করা ও প্রয়োজনীয় তথ্য বোঝানো বাধ্যতামূলক। কিন্তু শিলিগুড়িতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল, শহরের একাধিক জায়গায় রাস্তায় টেবিল পেতে বসে পড়েছেন একাধিক বি এল ও। কেউ রাস্তায় বসে ভোটারদের হাতে ফর্ম বিলি করছেন, আবার কেউ সরকারি স্কুলের ভেতরে বসেই এস আই আরের কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তায় বসে থাকা এক বি এল ও-র দাবি, “সকালে বাড়ি গিয়েছিলাম, লোকজন নিজেরাই এখানে চলে এসেছে, তাই এখানে বসেই ফর্ম দিচ্ছি।” অন্যদিকে, সরকারি স্কুল প্রাঙ্গণে বসে কাজ করা এক বি এল ও প্রথমে নিজেকে সংবাদমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দেন, পরে খবর প্রকাশ আটকানোর নানা চেষ্টা করেন। যদিও তাঁর উপস্থিতিতেই এক বি এল এ মোবাইলে ছবি দেখিয়ে প্রমাণ দেন— সেখানেই চলছে এস আই আরের কাজ। ভোটাররাও স্বীকার করেন, তাঁরা ওই স্থান থেকেই ফর্ম সংগ্রহ করেছেন। স্থানীয় রাজনৈতিক দলের এক বি এল এ জানান, “বি এল ও সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার জন্য, কিন্তু তিনি তা মানছেন না।” সব মিলিয়ে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে কমিশনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাধিক এলাকায় চলছে এস আই আর পর্ব। প্রশ্ন উঠছে নজরদারির ঘাটতি নিয়েও。
14
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 12:50:24
Mal Bazar, West Bengal:*জমির পাট্টার দাবিতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘিরে বিক্ষোভ চা- শ্রমিকদের।* জমির পাট্টার দাবিতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও বিক্ষোভ চা শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনে। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনের শ্রমিকরা মালবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘেরাও করেন। জমির পাট্টার দাবিতে আন্দোলনরত হন চা শ্রমিকরা। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই রানীচিড়া চা বাগান এলাকায় বসবাসকারী শ্রমিকদের একাংশের হাতে রাজ্য সরকারের উদ্যোগে জমির পাট্টা প্রদান করা হয়েছে। কিন্তু চা বাগানের বালাবাড়ি ডিভিশন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এখনও পর্যন্ত জমির পাট্টা মেলেনি। জমির পাট্টা না মেলায় ওই এলাকার বাসিন্দা তথা চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে এদিন মালবাজার শহরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস ঘেরাও করে আন্দোলনরত হন। বিগত সময়ে পাট্টার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও দাবী চা শ্রমিকদের। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আন্দোলন চলাকালীন অবস্থায় সেখানে উপস্থিত হন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিও। আন্দোলনকারীদের সাথে কথা বলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ব্লক আধিকারিক প্রীতি লামা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ১১ নভেম্বর থেকে এলাকায় জমির সার্ভের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মালবাজার ব্লকের পাট্টা বিলির ক্ষেত্রে রানিচিরা চা বাগানের বালाबাড়ি ডিভিশনকে অগ্রাধিকার দেবার কথাও ঘোষণা করা হয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে। এরপরই আন্দোলন থেকে সরে দাঁড়ান চা শ্রমিকরা। আন্দোলনকারী চা শ্রমিক রীনা খাখা, কপিল টুডু প্রমূখ বলেন, জমির পাট্টার দাবিতে এদিনের এই বিক্ষোভ আন্দোলন। বাগানের একটি অংশের শ্রমিকরা পাট্টা পেলেও আমাদের জমির পাট্টা এখনো অধরা। জমির পাট্টার বিষয়ে প্রশাসনিক আশ্বাস মিলেছে।........ এদিনের আন্দোলন প্রসঙ্গে মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন, দপ্তরে এসে দেখতে পাই রানিচিরা চা বাগানের শ্রমিকরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। পাট্টা প্রদানের বিষয়ে দপ্তরের আধিকারীকে সঙ্গে নিয়ে চা শ্রমিকদের সাথে কথা হয়েছে। এলাকা সার্ভের কাজ দ্রুত শুরু হবে।....... প্রসঙ্গত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় সার্ভের কাজ চলছে। রানিচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনেও সার্ভের কাজ শুরু হবে। চা শ্রমিকরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখাতে আসলে সেখানে মালবাজার থানার তরফে আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বাইট ১) রীনা খাখা, শ্রমিক。 ২)সুশীল কুমার প্রসাদ, সহ সভাপতি মাল পঞ্চায়েত সমিতির। ৩)কপিল টুডু, শ্রমিক 0611ZG_MAL_SHROMIK_BIKHOB_R
14
comment0
Report
STSrikanta Thakur
Nov 06, 2025 12:42:51
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর: ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে কুশমন্ডির এক কিশোরী মৃত্যু হয়েছে মালদা জেলা হাসপাতালে আর এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার দুপুরে রোগী কল্যাণ সমিতির মিটিং করে গঙ্গারামপুর হাসপাতালে টেকনিশিয়ান মেডিক্যাল অফিসার সহ মোট চারজনকে হাসপাতালে দায়িত্ব থেকে সরিয়ে দিল রোগী কল্যাণ সমিতি। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস মন্ত্রী বিপ্লব মিত্রসহ রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা বিভিন্ন আধিকারিকরা। বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল রোগী মৃত্যু, অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন না থাকার ফলে রোগী মৃত্যু, চিকিৎসার গাফিলতি, রোগীদের সাথে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক ঘটনায় জর্জরিত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল যা নিয়ে ক্ষোভে ফুঁসছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা। এভাবেও রোগীদের ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করল জেলা স্বাস্থ্যদপ্তর। বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস, নবনিযুক্ত ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার কৌশিক চক্রবর্তী সহ স্বাস্থ্যদপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এক রোগী। এই ঘটনার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে নড়ে চড়ে বসে জেলাস্বাস্থ্য দপ্তর। এই ঘটনার জেরে ইতিমধ্যে হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক চক্রবর্তীকে। পাশে তিনgesund স্বাস্থ্যকর্মীকে ক্লোজ করা হয়েছে বলে খবর। এদিকে রোগীদের যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেইসঙ্গেই আগামীতে যাতে এই ধরনের ভুল ত্রুটি না হয় এবং যে পরিকাঠামো রয়েছে তাতে যাতে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া যায়, সেই নির্দেশই দিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র।
13
comment0
Report
Advertisement
Back to top