Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

बड़ा दिन है, संगठन मजबूत बनाओ: फिरदौसी बेगम ने कर्मचारियों के साथ बैठक

TCTathagata Chakraborty
Dec 25, 2025 14:49:59
Rajpur Sonarpur, West Bengal
পিকনিক নয়, সংগঠনই অগ্রাধিকার—বড়দিনে কর্মীদের সঙ্গে বৈঠকে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ—এখন পিকনিকের সময় নয়, সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার সময়। সেই বার্তাকেই গুরুত্ব দিয়ে বড়দিনের দিন উৎসবের আনন্দে না মেকে কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় বসলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। দলের নির্দেশ মেনে এদিন তিনি কর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের বর্তমান কাজকর্ম ও আগামী দিনের রূপরেখা নিয়ে. সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এর শুনানিকে কেন্দ্র করে। বিধায়ক স্পষ্টভাবে জানান,这个 প্রক্রিয়ায় কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, শুনানির সময় কীভাবে দায়িত্বশীল, সংবেদনশীল এবং নিয়ম মেনে কাজ করতে হবে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনও ভুল বা গাফিলতি যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই যে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য, তা বারবার তুলে ধরেন বিধায়ক। এদিনের সভায় ফিরদৌসী বেগম আরও বলেন, শুধু সংগঠনের ভিত মজবুত করলেই চলবে না, প্রতিটি ভোটারের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করাই একজন কর্মীর প্রধান দায়িত্ব। এলাকার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসই দলের সবচেয়ে বড় শক্তি—এই বার্তাও দেন তিনি। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে বিধায়ক বলেন, উৎসব আসবে যাবে, কিন্তু মানুষের কাজ থেমে থাকলে চলবে না। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে, দলীয় নির্দেশ মেনে সকলে মিলেই কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনে কাজ করার আহ্বান জানান তিনি.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Dec 25, 2025 15:31:22
Dinajpur, Rangpur Division:বাংলাদেশে হিন্দু বাঙালি যুবক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত বিক্ষোভ র‍্যালি ও প্রতিবাদ যাত্রার আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার বিকেলে শহরের ব্যস্ত পথ ধরে এই প্রতিবাদ যাত্রা এগোতে থাকতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখযোগ্যভাবে এই প্রতিবাদ যাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতৃত্ব। পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে স্লোগান, প্ল্যাকার্ড ও মিছিলের দৃশ্য। হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সম্পাদক সৌমত্র দে অভিযোগ করেন, “ওপার বাংলায় প্রতিবাদী হিন্দুকে মৌলবাদীরা নৃশংসভাবে খুন করেছে। এপার বাংলায় সমশেরগঞ্জেও একই ছবি দেখা গেছে। আমরা এই হত্যার বিরুদ্ধে সর্বতোভাবে প্রতিবাদ জানাচ্ছি।” ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সংগঠনের বক্তব্য, শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক মহলে এই ঘটনা তুলে ধরতেই এই আন্দোলন।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 14:52:18
Kolkata, West Bengal:সুকান্ত ভাষনেঃ "অটল বাজপেয়ীদের হাতে তৈরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে যদি কেউ খতম করতে পারে, বাজপেয়ীর তৈরি করা বিজেপিই তা পারে, অন্য কেউ নয়"- সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি যখন মমতার মায়ের পায়ে হাত দিয়েছিলেন , ভাবেননি এর দল আমার ২০০ কর্মীকে আগামীতে খুন করবে" - সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি শ্রদ্ধা জানাতে এখানে সরকার পরিবর্তন দরকার, বার্তা সুকান্তের" "আমরা সরকারে এলে আমাদের কোন নেতা যদি পার্থ চট্টোপাধ্যায় হতে চান, প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে বলছি পুলিশ এমন শিক্ষা দেবে, সারাদেশ দেখবে" - আদি বিজেপি কর্মীদের সামনে কড়া বার্তা সুকান্তের শুভেন্দু অধিকারী মঞ্চে ***বিজেপির বরিষ্ঠ নেতা কর্মী সকলের সঙ্গে আমার নাম মুখের পরিচয় আছে কিন্তু তাদের সঙ্গে আমার সকলের আত্মিক সম্পর্ক নেই। আপনারা সকলেই আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন বা কলকাতায় আসতে পারেন। সব সমস্যার সমাধান মনের মিল কাজের দৃঢ়তা লক্ষ্য পূরণ হতে পারে আলোচনার মাধ্যমে। জোট বেশি বার আলোচনা করব চা চক্রে অংশ গ্রহণ করতে পারব তত বেশি শক্তি শালী হব। রাজনীতি বা ভোটে দুদল থাকে। একদল একটি রাজনৈতিক দল পরিবর্তন করেন তার রাজনৈতিকভাবে করার না থাকলে। আরেক দল কোন রাজনৈতিক ক্ষমতার লোভ ত্যাগ করে বা কিছু পাওয়ার লোভ ছেড়ে শুধুমাত্র سیاسی দল পরিবর্তন করে। আমি দ্বিতীয়টি। পাঁচটি দপ্তর ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে এ দলে এসেছি। অমিত শাহ বা অন্য নেতৃত্ব এর আমন্ত্রণ এ এসেছি দলে। আমি আপনাদের লোক। বিজেপি মানে আমি নই আমরা। বাংলা জয় না হলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হয় না। মমতা যাক আমি দলের হয়ে কাজ করব। দল যদি বলে ভোটে লড়বে না লড়ব না শুধু দলের কাজ করব। আদি বিজেপি সম্মেলনে শুভেন্দুর কন্ঠে যেন বারবার শোনা গেল, আমি তোমাদেরই লোক। "আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি, বল কিছু না দিলেও বিজেপিতেই কাজ করব। বিজেপি মানে আমি নয়, আমরা। - শুভেন্দু "দলে তিন ধরনের লোক আসে. আমি তৃতীয় শ্রেণীতে পড়ি - পাঁচ খানা দপ্তর ছেড়ে সব ছেড়ে এসেছি, মমতার বিরুদ্ধে লড়বো বলে" - শুভেন্দু আদি বিজেপি কর্মীদের সম্মেলনে "বিনয়ী বার্তা" শুভেন্দু অধিকারীর "অটল বিহারী বাজপেয়ি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সকলের আমার থেকে বেশি, আপনাদের সামনে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমার বলা মানায় না" - শুভেন্দু "আপনাদের কখনো আমাকে কিছু বলার থাকলে আমাকে ডেকে পাঠাবেন, না হলে আসবেন আমি দেখা করব" - শুভেন্দু শমীকের বক্তব্যের শুরুতেই শুভেন্দুকে সাবধান করে দিলেন, "অনুজো প্রতিম যেন এ ধরনের বক্তব্য আগামীতে আর না দেয়, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন" - শমীক শমীকঃ কে কোন মন্ডলে আছেন, কে কোন দায়িত্বে আছেন বড় কথা নয়। এখন মনে রাখবেন এসআইআরই বিজেপি আর বিজেপিই এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের যা অবস্থা সতর্ক হোন। কর্মী নেতাদের বার্তা শমীকের শমীকঃ কে কোন দায়িত্বে ভুলে যান। কমিটি টমিটি ভুলে যান। প্রার্থী কে হবে ছাড়ুন। যে বসে আছে কলার ধরে টেনে তুলুন। বলুন লড়। না পারলে না আমাকে দে। বসে থাকবেন না। এসআইআর নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন শমীকঃ পদ পাই না পাই, কমিটিতে থাকি না থাকি মরার পর যেন দেহের ওপর বিজেপির পতাকাটা থাকে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 14:51:51
Basirhat, West Bengal:সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বসিরহাট সীমান্ত গুলি তে সেই ভাবে কোন প্রভাব না পড়লেও আগের মতোই বর্ডরে কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী তবে বসিরহাট ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত খুবই কম এই সীমান্ত দিয়ে। ভারত বাংলাদেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য এখনো সচল তবে আগের থেকে কিছুটা কম বলে জানালের এক্সপার্ট ইমপোর্ট ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারনে আতঙ্কিত সীমান্ত লাগোয়া বাসিন্দারা। 1) বাইট - B কৃষ্ণকান্ত ঘোষ ( স্থানীয় বাসিন্দা ) 2) B1 কান্তি লাল দত্ত ( এক্সপার্ট ইমপোর্ট ব্যাবসায়ী ) 3) B2 মহম্মদ আজিজুল ( বাংলাদেশের খুনলার বাসিন্দা ) 4) B3 বাংলাদেশী 5) W - 4 বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 14:51:36
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 14:51:18
Kolkata, West Bengal:ভারত ও বাংলাদেশ সীমান্ত উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত যা ভারত বাংলাদেশ সীমান্তগুলির মধ্যে সবচেয়ে বড়। স্বাভাবিক পরিস্থিতিতে এই পেট্রাপোল বন্দর দিয়ে প্রায় তিন থেকে চার হাজার মানুষ দৈনন্দিন যাতায়াত করে থাকেন কিন্তু বর্তমানের এই উত্তাল পরিস্থিতিতে এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৬০০ থেকে ৭০০ । আমদানি ও রপ্তানির দিক থেকেও এই পেট্রাপোল বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যের দিক থেকে এই পেট্রাপোল বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ , বহু বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহু ব্যবসায়ী এছাড়াও আরো বিভিন্ন মানুষ যারা এই পেট্রাপোল বন্দরকে কেন্দ্র করেই নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। ওপার বাংলার উত্তাল পরিস্থিতি কিছুটা হলেও এপার বাংলায় ছাপ ফেলেছে তা অনস্বীকার্য । ওপার বাংলায় যে সকল নির্মম কর্মকান্ড ঘটে চলেছে তার ফলশ্রুত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চলের বাসিন্দা রা , যথেষ্টই আতঙ্কিত। বর্তমানে ভারত বাংলাদেশ যাতায়াতের ভিসা বন্ধ তবে মেডикেল ভিসা যা চালু রয়েছে ফলোতোই পেট্রাপোল বন্দর হয়ে মানুষ যাতায়াত করলেও তা খুবই কম। এমত অগ্নিগর্ভ পরিস্থিতিতে ব্যতিক্রম নয় উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল । বাকি সকল সীমান্তের মতোই এই পেট্রাপোল সীমান্ততেও বেড়েছে বিএসএফের নজরদারি , রীতিমতো ব্যারিকেড দিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে চলেছেন বিএসএফ কর্মীরা। যে সকল মানুষ এপার বাংলা থেকে ওপার বাংলায় যাচ্ছেন এবং যারা ওপার বাংলা থেকে এপার বাংলাতে আসছে সকলকেই যেতে হচ্ছে কড়া নজরদারির মধ্য দিয়ে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 14:50:14
Kolkata, West Bengal:অগ্নিগর্ভ বাংলাদেশ । থেকে থেকেই উত্তপ্ত হয়ে পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলি। আজ ২৫ শে ডিসেম্বর, বড়দিন, এই বড়দিনে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল এলাকার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সেন্ট জোসেফ চার্চের ছবি পুরোটাই অন্যরকম । বাংলাদেশে উত্তাল পরিস্থিতি দিপুদাসের নির্মম হত্যাকাণ্ড এবং হিন্দুদের ওপর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে পেট্রাপোল সীমান্তে আমরা বারবার দেখেছি বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল । আজ সেই সবকিছু থেকে যেন একদিনের বিরতি নিয়েছে মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে বড়দিনের এই উৎসবে মেতে উঠেছে সীমান্ত লাগোয়া অঞ্চলের বাসিন্দারা। কথায় আছে বাঙালির রক্তে রক্তে উৎসব । আজ ভারত বাংলাদেশের এই টালমাটাল সম্পর্কের মাঝেও সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষ যারা কিনা সাম্প্রতিক নানান ঘটনায় রীতিমতো শঙ্কাগ্রস্থ ছিলেন তারা আজ বড়দিনের উৎসবে মুখরিত হয়ে উঠেছে। এ থেকে বোঝাই যায় পরিস্থিতি যতই কঠিন হোক বাঙালি চিরকাল উৎসবমুখী এবং তারা চিরকাল সম্প্রতি ও ভাতৃত্বের নিদর্শনই দিয়ে গেছে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 12:34:20
Basirhat, West Bengal:সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বসিরহাট সীমান্তগুলিতে সেইভাবে কোনো প্রভাব না পড়লেও আগের মতোই বর্ডরে কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী তবে বসিরহাট ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত খুবই কম এই সীমান্ত দিয়ে। ভারত–বাংলাদেশের মধ্যে আমদানী রপ্তানি বানিজ্য এখনো সচল তবে আগের থেকে কিছুটা কম বলে জানালেন-expert ইমপোর্ট ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারনে আতঙ্কিত সীমান্ত লাগোয়া বাসিন্দারা। 1) বাইট - B কৃষ্ণকান্ত ঘোষ ( স্থানীয় বাসিন্দা ) 2) B1 কান্তি লাল দত্ত ( এক্সপার্ট ইমপোর্ট ব্যাবসায়ী ) 3) B2 মহম্মদ আজিজুল ( বাংলাদেশের খুনলার বাসিন্দা ) 4) B3 বাংলাদেশী 5) W - 4 বিমল বসু বসিরহাট
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 12:33:31
Kolkata, West Bengal:গতকাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, মমতা পন্থী ও সান্তনু পন্থী দুই গোষ্ঠীর মধ্যে রীতিমত খন্ড যুদ্ধের সূত্রপাত হয় ঘটনায় আহত হয় দুই পক্ষই তবে মমতা পন্থী একজন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন আজ এই আহত চিকিৎসাধীন মতুয়া কে, বনগাঁ মহকুমা হাসপাতালে দেখতে এলেন সিপিআইএমের প্রাক্তন সংসদ অলকেশ দাস সহ সিপিএমের প্রতিনিধি দল। এদিন তারা আহত মতুয়াদের সাথে দেখা করেন এবং তাদের পরিবারের লোকের সাথেও কথা বলেন। অলকেশ দাস জানান ঠাকুরবাড়ি ঘিরে যে রাজনীতি চলছে তা বন্ধ করা দরকার। মতুয়ারা নাগরিকত্বের দাবি নিয়ে গিয়েছিলেন কিন্তু তাদের নাগরিকত্ব তো দেওয়া হলই না বরং শারীরিকভাবে আক্রমণ করা হলো। যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য ঘটনা。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 25, 2025 12:04:06
Kolkata, West Bengal:দেশজুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন ব্যবহারে কড়া গাইডলাইন। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এর নির্দেশ। দেশজুড়ে বাড়ছে বয়স্ক রোগীদের সংখ্যা। প্রয়োজন বাড়ছে আইসি ইউ ভেন্টিলেশন সাপোর্ট। ফলে শুধুমাত্র বিল বাড়াতে কোনো দুর্নীতি না করে স্বচ্ছ ভাবে ভেন্টিলেশন যুক্ত আইসি ইউ এবং সি সি ইউ সাপোর্ট দেওয়া হবে। গাইডলাইন এ কি কি নির্দেশ... কেন রোগীকে ভেন্টিলেশনে নেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত কারণ মেডিক্যাল রেকর্ডে উল্লেখ থাকতে হবে। শারীরিক অবস্থা না পর্যালোচনা করেই, অপ্রয়োজনে শুধু চিকিৎসার বিল বাড়াতে ভেন্টিলেশনযুক্ত আইসি ও সি সি ইউ সাপোর্ট এ রোগীকে রাখা যাবে না। রোগীর পরিবারকে না জানিয়ে,ভেন্টিলেশনে দেওয়া যাবে না রোগীকে।রোগী যদি একাকী থাকেন বা কোনো পরিচর্যাকারী না থাকেন, সে ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। ভেন্টিলেটর সাপোর্ট এবং সংশ্লিষ্ট ICU চিকিৎসার দৈনিক খরচ সম্মতির সময়ই পরিচর্যাকারীদের স্পষ্টভাবে জানাতে হবে, যাতে আর্থিক বিষয়ে পূর্ণ স্বচ্ছতা থাকে। আই সি ইউ বেড ও ভেন্টিলেশন এর খরচ আলাদা ভাবে জানাতে হবে,কোন লুকানো খরচ যেন না থাকে ,যেটা পরিবারের উপরে বোঝা হিসাবে চেপে যেতে পারে। প্রত্যেক হাসপাতালে ইউনিফায়েড ভেন্টিলেশনের খরচ রাখা হবে।বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন এর খরচ আলাদা আলাদা কেন হবে। একটি স্ট্যান্ডার্ড রেট চালু করতে হবে।এতে রোগী ও পরিবারের আর্থিক চাপ কমবে ।যাতে কোনো ধরনের বৈষম্য বা অতিরিক্ত আদায়ের সুযোগ না থাকে। নতুন প্রস্তাবে, ভেন্টিলেটর চার্জ কেবলমাত্র তখনই নেওয়া যাবে, যখন যন্ত্রটি সক্রিয়ভাবে রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। দেখা যাবে ১৪ দিনের বেশি সময় ধরে ভেন্টিলেটরে থাকা প্রতিটি রোগীর ক্ষেত্রে হাসপাতালকে মাসিক অভ্যন্তরীণ অডিট করতে হবে। এই অডিটে দীর্ঘমেয়াদি ভেন্টিলেশন চালিয়ে যাওয়ার ক্লিনিক্যাল যৌক্তিকতা রয়েছে কিনা পর্যালোচনা করতে হবে; প্রতিটি হাসপাতালে একটি বহুবিভাগীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে, পরিবারের কাছে আতঙ্ক তৈরি করা যাবে না, চিকিৎসককে আলোচনা করে বুঝিয়ে দিতে হবে গোটা বিষয়টা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকাগুলি কার্যকরভাবে প্রয়োগ করলে রোগী ও তাঁদের পরিবার의 আর্থিক সুরक्षा বাড়বে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় হবে।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top