Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101
दार्जीलिंग में क्रिसमस के मौके पर सर्द मौसम, केक और चाय के साथ पर्यटकों की भीड़
KAKAYESH ANSARI
Dec 25, 2025 15:31:30
Darjeeling, West Bengal
Tourist Crowed In Darjeeling For Christmas They Enjoying The Cold Weather Along With Cake Today the Christmas Eve and the season of Light started and tourist from different part of Country and maximum Bengali Tourist are crowed the Hill. The Mall Area is crowed with the Tourist and Crowed the Bakery Shop. The Weather from today is cold but due to the crowed it is not felling cold. Tourist enjoying the cold along with Cake and Hot Tea. And hopping and praying for the Snowfall. They saying that if the snowfall than it will be lucky and during Christmas snowfall that will be the best thing in their life. Where in compare to last year this year the tourist flow is less but the tourism related person are happy. The Town and Church are decorated with Light from last 22nd Dec by State Govt. Which look very nice
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Dec 25, 2025 17:03:16
Dinajpur, Rangpur Division:বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আশঙ্কা বাড়লেও ইন্দো-বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি আপাতত স্বাভাবিক—এমনটাই চোখে পড়লো গ্রাউন্ড জিরো থেকে। জী ২৪ ঘণ্টার প্রতিনিধি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েত এলাকার মালোন সীমান্তে পৌঁছে দেখেন, কাটাতার থেকে প্রায় ৮০০ মিটার দূরে মালোন মোড়ে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রয়েছে। মালোন মোড়ের ডিমালু বর্মনের চায়ের দোকানে বসে কৃষকরা চা পান করতে করতে আলোচণা করছিলেন বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ড, ওপার বাংলার রাজনৈতিক টানাপোड़েন, এবং নিজেদের ফসল ফলানো, সংসারের খুঁটিনাটি নিয়ে। স্থানীয় কৃষকদের বক্তব্য, কাটাতারের ওপারে যে ভারতীয় ভুখন্ডের কৃষিজমি রয়েছে, সেখানে যাওয়া বা ফসল ফলাতে কোনও বাধা নেই; নির্বিঘ্নেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশের অস্থিরতার প্রভাব এপার বাংলার কৃষিকাজে বা দৈনন্দিন জীবনে নেই বলেই জানিয়েছেন তারা। তবে সীমান্তে সতর্কতা আগের তুলনায় বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ জওয়ানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাদের সীমান্ত এলাকায় কোনও কাজ নেই, তারা কাটাতারের কাছাকাছি গেলেই জবাবদিহির মুখে পড়ছেন। বিনা প্রয়োজনে সীমান্তসংলগ্ন এলাকায় প্রবেশে অনুমতি মিলছে না। বিএসএফের দাবি, উর্ধ্বতন মহলের নির্দেশেই এই কড়া নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে ভারতীয় কৃষকদের জীবন-জীবিকা অক্ষুণ্ণ থাকলেও, ওপার বাংলার সঙ্গে কোনও যোগাযোগ বা অনুপ্রবেশের সম্ভাবনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সীমা সুরক্ষা বল। সীমান্তের প্রতিটি নড়াচড়াায় তাই চোখ-কান খোলা রেখেছে
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 17:03:00
Chinsurah, West Bengal:সিঙ্গুরের বড়া এলাকায় বিজেপির নতুন কার্যালয় উদ্বোধনে আসেন দিলীপ ঘোষ। বাসন্তীতে বোমার আঘাতে জখম শিশু প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিম বাংলা জুরে বোম বন্দুকের আওয়াজ, ছোট ছোট বাচ্চারা আহত হচ্ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে গেছে। কত রকম ক্রাইম হচ্ছে। মুড়ি মুড়কির মত বোমা বস্তা বস্তা বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তৃনমুল নেতার বাথরুমে বোমা, বাড়িতে বোমা কি করে নিষ্কৃতি পাবো। আমারতো মনে হয় ইলেকশনে আরো বাড়বে এটা। পুলিশ এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে কিন্তু দুষ্কৃতকারীদের ঠেকাবে না। তাদের ইলেকশনের ভোট করে দেবে। বাংলাদেশর পরিস্থিতি প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী চুপ থাকেন, উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন। কাটমানি লুট লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিম বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশ সাথে সাথ দেন তাহলে তাকে ভুগতে হবে। ২৭ ডিসেম্বর থেকে এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে সে প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনার পশ্চিমবাংলায় করাকড়ি ভাবে SIR করছে। BLO যদি উল্টোপাল্টা করে থাকে তারা ভুলভাল করে থাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হবে। ১৭ বছর পর খালেদা পুত্র ফিরলেন বাংলাদেশে, বাংলাদেশের কপালে কষ্ট আছে। নিজের দেশের লোক নিজের দেশকে লুট করে পুড়িয়ে দেয়। নিজেদের লোককে খুন করে তো বাইরের লোক কি করবে। খালেদা জিয়ার আমলে কি হয়েছিল আমরা জানি। সেদিকে שוב যাচ্ছে। শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুরের অনুগামীদের মধ্যে হাতাহাতি প্রসঙ্গে বলেন, রাজনীতি নিয়ে পশ্চিমবাংলায় হিংসা নতুন কিছু নয়। মতুয়া সমাজে রাজনীতি বিভাজনের ফলে সেখানেও হিংসা তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে তাদের নিজেদের ভাবা উচিত।।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 25, 2025 15:31:22
Dinajpur, Rangpur Division:বাংলাদেশে হিন্দু বাঙালি যুবক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত বিক্ষোভ র‍্যালি ও প্রতিবাদ যাত্রার আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার বিকেলে শহরের ব্যস্ত পথ ধরে এই প্রতিবাদ যাত্রা এগোতে থাকতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখযোগ্যভাবে এই প্রতিবাদ যাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতৃত্ব। পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে স্লোগান, প্ল্যাকার্ড ও মিছিলের দৃশ্য। হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সম্পাদক সৌমত্র দে অভিযোগ করেন, “ওপার বাংলায় প্রতিবাদী হিন্দুকে মৌলবাদীরা নৃশংসভাবে খুন করেছে। এপার বাংলায় সমশেরগঞ্জেও একই ছবি দেখা গেছে। আমরা এই হত্যার বিরুদ্ধে সর্বতোভাবে প্রতিবাদ জানাচ্ছি।” ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সংগঠনের বক্তব্য, শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক মহলে এই ঘটনা তুলে ধরতেই এই আন্দোলন।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 14:52:18
Kolkata, West Bengal:সুকান্ত ভাষনেঃ "অটল বাজপেয়ীদের হাতে তৈরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে যদি কেউ খতম করতে পারে, বাজপেয়ীর তৈরি করা বিজেপিই তা পারে, অন্য কেউ নয়"- সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি যখন মমতার মায়ের পায়ে হাত দিয়েছিলেন , ভাবেননি এর দল আমার ২০০ কর্মীকে আগামীতে খুন করবে" - সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি শ্রদ্ধা জানাতে এখানে সরকার পরিবর্তন দরকার, বার্তা সুকান্তের" "আমরা সরকারে এলে আমাদের কোন নেতা যদি পার্থ চট্টোপাধ্যায় হতে চান, প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে বলছি পুলিশ এমন শিক্ষা দেবে, সারাদেশ দেখবে" - আদি বিজেপি কর্মীদের সামনে কড়া বার্তা সুকান্তের শুভেন্দু অধিকারী মঞ্চে ***বিজেপির বরিষ্ঠ নেতা কর্মী সকলের সঙ্গে আমার নাম মুখের পরিচয় আছে কিন্তু তাদের সঙ্গে আমার সকলের আত্মিক সম্পর্ক নেই। আপনারা সকলেই আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন বা কলকাতায় আসতে পারেন। সব সমস্যার সমাধান মনের মিল কাজের দৃঢ়তা লক্ষ্য পূরণ হতে পারে আলোচনার মাধ্যমে। জোট বেশি বার আলোচনা করব চা চক্রে অংশ গ্রহণ করতে পারব তত বেশি শক্তি শালী হব। রাজনীতি বা ভোটে দুদল থাকে। একদল একটি রাজনৈতিক দল পরিবর্তন করেন তার রাজনৈতিকভাবে করার না থাকলে। আরেক দল কোন রাজনৈতিক ক্ষমতার লোভ ত্যাগ করে বা কিছু পাওয়ার লোভ ছেড়ে শুধুমাত্র سیاسی দল পরিবর্তন করে। আমি দ্বিতীয়টি। পাঁচটি দপ্তর ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে এ দলে এসেছি। অমিত শাহ বা অন্য নেতৃত্ব এর আমন্ত্রণ এ এসেছি দলে। আমি আপনাদের লোক। বিজেপি মানে আমি নই আমরা। বাংলা জয় না হলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হয় না। মমতা যাক আমি দলের হয়ে কাজ করব। দল যদি বলে ভোটে লড়বে না লড়ব না শুধু দলের কাজ করব। আদি বিজেপি সম্মেলনে শুভেন্দুর কন্ঠে যেন বারবার শোনা গেল, আমি তোমাদেরই লোক। "আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি, বল কিছু না দিলেও বিজেপিতেই কাজ করব। বিজেপি মানে আমি নয়, আমরা। - শুভেন্দু "দলে তিন ধরনের লোক আসে. আমি তৃতীয় শ্রেণীতে পড়ি - পাঁচ খানা দপ্তর ছেড়ে সব ছেড়ে এসেছি, মমতার বিরুদ্ধে লড়বো বলে" - শুভেন্দু আদি বিজেপি কর্মীদের সম্মেলনে "বিনয়ী বার্তা" শুভেন্দু অধিকারীর "অটল বিহারী বাজপেয়ি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সকলের আমার থেকে বেশি, আপনাদের সামনে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমার বলা মানায় না" - শুভেন্দু "আপনাদের কখনো আমাকে কিছু বলার থাকলে আমাকে ডেকে পাঠাবেন, না হলে আসবেন আমি দেখা করব" - শুভেন্দু শমীকের বক্তব্যের শুরুতেই শুভেন্দুকে সাবধান করে দিলেন, "অনুজো প্রতিম যেন এ ধরনের বক্তব্য আগামীতে আর না দেয়, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন" - শমীক শমীকঃ কে কোন মন্ডলে আছেন, কে কোন দায়িত্বে আছেন বড় কথা নয়। এখন মনে রাখবেন এসআইআরই বিজেপি আর বিজেপিই এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের যা অবস্থা সতর্ক হোন। কর্মী নেতাদের বার্তা শমীকের শমীকঃ কে কোন দায়িত্বে ভুলে যান। কমিটি টমিটি ভুলে যান। প্রার্থী কে হবে ছাড়ুন। যে বসে আছে কলার ধরে টেনে তুলুন। বলুন লড়। না পারলে না আমাকে দে। বসে থাকবেন না। এসআইআর নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন শমীকঃ পদ পাই না পাই, কমিটিতে থাকি না থাকি মরার পর যেন দেহের ওপর বিজেপির পতাকাটা থাকে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 14:51:51
Basirhat, West Bengal:সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বসিরহাট সীমান্ত গুলি তে সেই ভাবে কোন প্রভাব না পড়লেও আগের মতোই বর্ডরে কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী তবে বসিরহাট ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত খুবই কম এই সীমান্ত দিয়ে। ভারত বাংলাদেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য এখনো সচল তবে আগের থেকে কিছুটা কম বলে জানালের এক্সপার্ট ইমপোর্ট ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারনে আতঙ্কিত সীমান্ত লাগোয়া বাসিন্দারা। 1) বাইট - B কৃষ্ণকান্ত ঘোষ ( স্থানীয় বাসিন্দা ) 2) B1 কান্তি লাল দত্ত ( এক্সপার্ট ইমপোর্ট ব্যাবসায়ী ) 3) B2 মহম্মদ আজিজুল ( বাংলাদেশের খুনলার বাসিন্দা ) 4) B3 বাংলাদেশী 5) W - 4 বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 14:51:36
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 14:51:18
Kolkata, West Bengal:ভারত ও বাংলাদেশ সীমান্ত উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত যা ভারত বাংলাদেশ সীমান্তগুলির মধ্যে সবচেয়ে বড়। স্বাভাবিক পরিস্থিতিতে এই পেট্রাপোল বন্দর দিয়ে প্রায় তিন থেকে চার হাজার মানুষ দৈনন্দিন যাতায়াত করে থাকেন কিন্তু বর্তমানের এই উত্তাল পরিস্থিতিতে এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৬০০ থেকে ৭০০ । আমদানি ও রপ্তানির দিক থেকেও এই পেট্রাপোল বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যের দিক থেকে এই পেট্রাপোল বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ , বহু বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহু ব্যবসায়ী এছাড়াও আরো বিভিন্ন মানুষ যারা এই পেট্রাপোল বন্দরকে কেন্দ্র করেই নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। ওপার বাংলার উত্তাল পরিস্থিতি কিছুটা হলেও এপার বাংলায় ছাপ ফেলেছে তা অনস্বীকার্য । ওপার বাংলায় যে সকল নির্মম কর্মকান্ড ঘটে চলেছে তার ফলশ্রুত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চলের বাসিন্দা রা , যথেষ্টই আতঙ্কিত। বর্তমানে ভারত বাংলাদেশ যাতায়াতের ভিসা বন্ধ তবে মেডикেল ভিসা যা চালু রয়েছে ফলোতোই পেট্রাপোল বন্দর হয়ে মানুষ যাতায়াত করলেও তা খুবই কম। এমত অগ্নিগর্ভ পরিস্থিতিতে ব্যতিক্রম নয় উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল । বাকি সকল সীমান্তের মতোই এই পেট্রাপোল সীমান্ততেও বেড়েছে বিএসএফের নজরদারি , রীতিমতো ব্যারিকেড দিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে চলেছেন বিএসএফ কর্মীরা। যে সকল মানুষ এপার বাংলা থেকে ওপার বাংলায় যাচ্ছেন এবং যারা ওপার বাংলা থেকে এপার বাংলাতে আসছে সকলকেই যেতে হচ্ছে কড়া নজরদারির মধ্য দিয়ে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 14:50:14
Kolkata, West Bengal:অগ্নিগর্ভ বাংলাদেশ । থেকে থেকেই উত্তপ্ত হয়ে পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলি। আজ ২৫ শে ডিসেম্বর, বড়দিন, এই বড়দিনে ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল এলাকার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সেন্ট জোসেফ চার্চের ছবি পুরোটাই অন্যরকম । বাংলাদেশে উত্তাল পরিস্থিতি দিপুদাসের নির্মম হত্যাকাণ্ড এবং হিন্দুদের ওপর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে পেট্রাপোল সীমান্তে আমরা বারবার দেখেছি বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়েছিল । আজ সেই সবকিছু থেকে যেন একদিনের বিরতি নিয়েছে মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে বড়দিনের এই উৎসবে মেতে উঠেছে সীমান্ত লাগোয়া অঞ্চলের বাসিন্দারা। কথায় আছে বাঙালির রক্তে রক্তে উৎসব । আজ ভারত বাংলাদেশের এই টালমাটাল সম্পর্কের মাঝেও সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষ যারা কিনা সাম্প্রতিক নানান ঘটনায় রীতিমতো শঙ্কাগ্রস্থ ছিলেন তারা আজ বড়দিনের উৎসবে মুখরিত হয়ে উঠেছে। এ থেকে বোঝাই যায় পরিস্থিতি যতই কঠিন হোক বাঙালি চিরকাল উৎসবমুখী এবং তারা চিরকাল সম্প্রতি ও ভাতৃত্বের নিদর্শনই দিয়ে গেছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 25, 2025 14:49:59
Rajpur Sonarpur, West Bengal:পিকনিক নয়, সংগঠনই অগ্রাধিকার—বড়দিনে কর্মীদের সঙ্গে বৈঠকে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ—এখন পিকনিকের সময় নয়, সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার সময়। সেই বার্তাকেই গুরুত্ব দিয়ে বড়দিনের দিন উৎসবের আনন্দে না মেকে কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় বসলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। দলের নির্দেশ মেনে এদিন তিনি কর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের বর্তমান কাজকর্ম ও আগামী দিনের রূপরেখা নিয়ে. সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এর শুনানিকে কেন্দ্র করে। বিধায়ক স্পষ্টভাবে জানান,这个 প্রক্রিয়ায় কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, শুনানির সময় কীভাবে দায়িত্বশীল, সংবেদনশীল এবং নিয়ম মেনে কাজ করতে হবে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনও ভুল বা গাফিলতি যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই যে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য, তা বারবার তুলে ধরেন বিধায়ক। এদিনের সভায় ফিরদৌসী বেগম আরও বলেন, শুধু সংগঠনের ভিত মজবুত করলেই চলবে না, প্রতিটি ভোটারের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করাই একজন কর্মীর প্রধান দায়িত্ব। এলাকার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসই দলের সবচেয়ে বড় শক্তি—এই বার্তাও দেন তিনি। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে বিধায়ক বলেন, উৎসব আসবে যাবে, কিন্তু মানুষের কাজ থেমে থাকলে চলবে না। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে, দলীয় নির্দেশ মেনে সকলে মিলেই কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনে কাজ করার আহ্বান জানান তিনি.
0
comment0
Report
christmas
Advertisement
Back to top