Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

बांगर में राहत सामग्री के दौरान CPIM नेताओं पर हमला; पॉलाश गांगुली घायल

PSPrasenjit Sardar
Oct 13, 2025 01:00:52
Baruipur, West Bengal
ভাঙ্গড়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত একাধিক সিপিএম নেতা কর্মী। গুরুতর জখম হয়েছেন সিপিএম নেতা পলাশ গাঙ্গুলি। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য ত্রাণ সংগ্রহ করতে ভাঙ্গর ২ নম্বর ব্লকের পাকাপোল বাজারে গিয়েছিলেন, এবং সেখানে ত্রাণ সংগ্রহ করার সময় তাদের উপর হামলা করে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বেদারক মারধর করা হয় অভিযোগ ওঠে তৃণমূল নেতা খয়রুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয়েছে সোনারপুর লিভার ফাউন্ডেশন হাসপাতালে সেখানে উপস্থিত হন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 13, 2025 03:47:48
Jalpaiguri, West Bengal:ত্রাণ কাজে জলপাইগুড়ি অভয়া মঞ্চটি ঘুরে ঘুরে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ঔষধ তুলে দিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মন্দোলবাড়ি, কাঠরবাড়ি, টুসিরবাড়ি ও জলদানপাড়া সহ ময়নাগুড়ি ব্লকের আরও কয়েকটি গ্রামে ২৫ জন সদস্য ও ০৬ জন চিকিৎসকের সহায়তায় সারাদিন পরিষেবা প্রদান করছে। ডাঃ সুদীপন মিত্র, ডাঃ নিরঞ্জন হালদার ও ডাঃ অমিত হালদার, ডাঃ কল্যাণ মন্ডল এইشفেলের উপস্থিত ছিলেন। ডাক্তাররা শুধু স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ দেওয়াই নয়, বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী সময়ে কী কী প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা দরকার তা সম্পর্কে সচেতনতা প্রচার চালাচ্ছেন। কিছু বয়স্ক ও শিশুদের মধ্যে বন্যার ট্রমা কাটাতে চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের দূরস্থ এলাকার অসহায় মানুষের পাশেই থাকায় অভয়া মঞ্চের কাজ местানীয় জনগণদের কাছে খুবই প্রণিধানযোগ্য হয়ে উঠেছে। জলপাইগুড়ি অভয়া মঞ্চের তিন আহ্বায়ক দেবপ্রিয়া সেন, শুভঙ্কর সিনহা ও অনন্যা সেন একযোগে বলছেন, আমরা ধারাবাহিক ভাবে বন্যাক্লিষ্ট মানুষের পাশে থাকবো ও আরও বড় উদ্যোগ গ্রহণ করব যাতে এত বিপুল সংখ্যক মানুষের পাশে থাকতে পারি।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 02:15:41
Kolkata, West Bengal:NH 10 *ক্ষয়ক্ষতি মেরামত, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্ষণাবmaintenanceণের কাজের জন্য আজ থেকে ৪ দিন সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ উত্তরবঙ্গের ১০ নম্বর জাতীয় সড়ক।* আজ ১৩ অক্টোবর থেকে বৃহস্পতিবার ১৬ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ধসপ্রবণ এলাকাগুলির মেরামতি ও অন্যান্য কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই চারদিন কালিম্পং, সিকিম ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হবে পর্যটকদের。 কয়েক দিন আগেই গেইলখোলা এলাকায় ‘সিঙ্কহোল’ তৈরি হয়ে সড়কের নীচের স্তর ভেঙে তিস্তায় তলিয়ে যায়। সেই ক্ষত עדיין শুকোয়নি। তার মধ্যেই ফের ধস নামে ২৯ মাইলে। ক্রমাগত বিপর্যস্ত হয়ে পড়ে পুরো রুট। এই সড়কে ভারী পণ্যবাহী এবং অসংখ্য যাত্রীবাহী যান চলাচলে বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে শঙ্কা প্রশাসনের। নিরাপত্তার কথা ভেবেই সড়ক বন্ধের সিদ্ধান্ত বলে দাবি করেছেন নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবম সিং। তবে পর্যটন ব্যবসায়ী এবং পর্যটকদের অভিযোগ বন্ধ রাখার মাত্র ১ দিন আগে পূর্বঘোষণা বা বিকল্প পরিকল্পনা ছাড়াই এমন সিদ্ধান্তে হাজারো পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তি চূড়ান্ত হবে。 শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে যেখানে মাত্র সাড়ে চার ঘণ্টা লাগে, সেখানে now বাগরাকোট লাভা আলগাড়া বা গরुबাথান হয়ে একই দূরত্ব পেরোতে সময় লাগবে ছয় ঘণ্টার বেশি। তিস্তা বাজার, পেশক রোড বা কালীঝোরা ঘুরপথ থাকলেও খাড়া ওঠানামা ভারী যানবাহনের পক্ষে প্রায় অসম্ভব।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 02:15:31
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) ভোরের দিকে জলীয় বাষ্পের পরিমান কমতে শুরু করল দক্ষিণবঙ্গে। চলতি মরশুমে প্রথমবার রবিবার ভোরের কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা নামল ৫০ শতাংশের ঘরে। আপাতত কয়েকদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ এর ঘরে থাকবে। ২) মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া। বাংলায় বর্ষা বিদায় সময়ের অপেক্ষা। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলা থেকে বিদায় নিতে পারে বর্ষা। বৃহস্পতিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়। উত্তরে বর্ষা বিদায় প্রক্রিয়া প্রায় সমাপ্ত। আজ বা কাল আনুষ্ঠানিক ঘোষণা। ৩) সোমবার ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুব হালকা অল্প সময়ের সামান্য বৃষ্টি। ৪) উত্তরবঙ্গে মালদা এবং দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া শুরু। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে পাসিং শাওয়ার বা অল্প সময়ের হালকা বৃষ্টি। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে গোটা উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। ৫) আগামী সোমবার কালীপুজো এবং মঙ্গলবার দীপাবলির দিন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের পরিমান বৃদ্ধি পাবে। ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম। গুমোট অস্বস্তি বাড়তে পারে। বাতাস ভারী থাকায় বাড়তে পারে বায়ু দূষনের সূচক। ৬) রবিবার কলকাতায় অত্যন্ত মনোরম পরিবেশ ছিল। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ভোরের দিকে এই মরশুমে প্রথমবার ৫০ এর ঘরে নেমে এসেছিল। আপাতত কলকাতায় এরকমই আবহাওয়া আরো অন্তত ৪ দিন।
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 13, 2025 01:01:03
Bardhaman, West Bengal:তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের সম্মেলনে বামেদের কর্মচারি সংগঠনের তুলনা টানলেন মন্ত্রী। রবিবার দুপুর থেকে বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রভাবিত সরকারি কর্মচারি সংগঠনের প্রথম জেলা সম্মেলন ছিল বর্ধমানে। ব্যবস্থাপনার ঘাটতি ছিল লক্ষ্যণীয়। দুপুরে সভায় অংশ নেন সংগঠনের রাজ্য নেতা প্রতাপ নায়েক,মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস। ছিলেন রাজ্য ও জেলার কর্মচারী নেতারা। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্য সরকারের প্রকল্পগুলোকে প্রচারে আনার ক্ষেত্রে সক্রিয় হওয়া উচিত। তিনি বলেন, শিক্ষক,কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে ১২ জুলাই কমিটির বড়ো ভূমিকা ছিল বাম আমলে। তারা রাস্তায় দাঁড়িয়ে সরকারের সমর্থনে কথা বলতেন। মন্ত্রী আরো বলেন, অভিজ্ঞতায় দেখেছি অনেক কথা। আপনি ফেডারেশনের নেতা, আপনার ছেলে বিজেপির বুথে এজেন্ট! তিনি বলেন, দাবিদাওয়া না থাকলে সংগঠন থাকবে না। এগিয়ে ভাবতে হবে।শুধু দাবি আদায় নয়। বিভাজন রুখতে,রাজ্যের সাফল্য বা কর্মচারি স্বার্থে নেওয়া ব্যবস্থাগুলোর পক্ষে প্রচারে থাকা বাধ্যতামূলক।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 13, 2025 01:00:18
Kaji Chak, West Bengal:দিবা রাত্রী মাছ ধরা প্রতিযোগিতা হয়ে গেল মেদিনীপুর শহরের পুলিশ লাইন জেল পুকুরে। এই মাছ ধরা প্রতিযোগিতা দেখতে উপচে পড়েছিল ভিড়। প্রতিযোগিতায় অংশ নিতে এন্ট্রি ফি ছিল ১২ হাজার টাকা করে। চারটি বিভাগে মোট ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই মাছ ধরা প্রতিযোগিতায়। শুধু মেদিনীপুর শহর বা জেলা নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় তিনটে প্রাইজ ছিল বড় মাছের উপরে। সর্বোচ্চ ওজনের বড় মাছ যে ধরবে সে হবে প্রথম। যার পুরস্কার মূল্য ১লক্ষ টাকা। এভাবেই যথাসংখ্যা দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার মূল্য ছিল ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা। এরপর যিনি সর্বোচ্চ মাছ ধরেছেন তিনি পুরস্কার মূল্য পাবেন ১৫ হাজার টাকা। এদিন সর্বোচ্চ ১১ কেজি ২৮৫ গ্রামের একটি মাছ তুলে প্রথম হন দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা কৃতার্থ বিশ্বাস। দ্বিতীয় এবং তৃতীয় যিনি হয়েছে তারা সর্বোচ্চ ওজনের একটা মাছ তুলেছেন যথাক্রমে ৪ কেজি ১৭৪ গ্রাম এবং ৩ কেজি ৭১০ গ্রাম। সর্বোচ্চ মোট ৩৫ কেজি মাছ ধরে একজন চতুর্থ পুরস্কার টি পান। মাত্র এক বছর ধরে মাছ ধরার প্রতিযোগিতায় নাম দিয়ে প্রথম হওয়াতে দারুন খুশি হয়েছে বলে জানালেন কৃতার্থ বিশ্বাস। অন্যদিকে মাছ ধরা প্রতিযোগিতায় এমন অভূতপূর্ব সাড়া پেয়ে উদ্যোক্তারা জানালেন, তারা আবার কিছুদিনের মধ্যেই মাছ ধরার প্রতিযোগিতা করবেন এই পুকুরেই।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 12, 2025 18:47:29
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভায় ইআরও নিয়োগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। চিঠিতে ইআরও নিয়োগে শুধুমাত্র সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট/ সাব ডিভিশনাল অফিসার বা এসডিও এবং আরডিও বা রেভিনিউ ডিভিশনাল অফিসার পদমর্যাদা আধিকারিক কে ই আর ও হিসাবে নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ২৯৪ টি বিধানসভায় শুধু মাত্র নির্দিষ্ট পদমর্যাদা আধিকারিকা ছাড়া ইআরও নিয়োগ নয় বলে জানিয়ে দিল কমিশন। চিঠিতে উল্লেখ করে জানানো হল যে কমিশনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই ই আর ও দের নিয়োগ করতে হবে। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে ৬৮ টি বিধানসভা কেন্দ্রের এসডিএম বা এসডিও দের ই আর ও হিসাবে নিয়োগ করা হয়েছে। অথচ ৭৮ টি বিধানসভা কেন্দ্রে অন্যন্য আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। যারা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। তার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ কে চিঠি লিখে এই ৭৮ টি বিধানসভা কেন্দ্রগুলিতে শুধুমাত্র এসডিএম বা এসডিও দের নিয়োগ করতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে লিখা চিঠিতে স্পষ্ট জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গতকালই এই অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে জানিয়েছিলেন। এছাড়া ও চিঠিতে জানানো হয়েছে যে ১৫২ টি বিধানসভা কেন্দ্রে নির্দিষ্ট মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য না রেখেই এসডিএম বা এসডিও রাঙ্কের নিচে থাকার ইআরও করা হয়েছে। যার জন্য রাজ্য সরকার কে জাতীয় নির্বাচন কমিশনের মানদণ্ড মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক কে দ্রুত ইআরও নিয়োগ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ইআরও নিয়োগ করার যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন কে একটি নতুন প্রস্তাব দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে।
4
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 12, 2025 18:47:18
Kolkata, West Bengal:'পাখির চোখ' पश्चिमबंगই, एकसঙ্গে নয় देशজুড়ে ধাপে ধাপে হতে পারে एसआईआर : কমিশন আন্তর্জাতিক সীমান্তবর্তী ভৌগলিক অবস্থান, ভিনরাজ্যে যাওয়া এবং ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক, রাজ্যবাসীর রাজনৈতিক সচেতনতা এবং ভোট রাজনীতির প্রেক্ষিতে রাজনৈতিক বিরোধিতা। এই সবকিছুকেই মাথায় রেখে বিহারের পর এসআইআর চালু করা নিয়ে নির্বাচন কমিশনের পাখির চোখ এখন পশ্চিমবঙ্গই। তবে রাজনৈতিক জটিলতা এড়াতে শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার ছাড়া পশ্চিমবঙ্গসহ দেশের বাকি অংশেও এসআইআর চালু করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গসহ গোটা দেশে একসঙ্গে এসআইআর চালু করা কার্যত সম্ভব নয়। বিহার বাদে দেশের বাকী অংশে একসঙ্গে এসআইআর চালু করতে হলে যে বিপুল পরিকাঠামোর প্রয়োজন তা একপ্রকার নির্বাচন কমিশনের সাধ্যের বাইরে। সেক্ষেত্রে ধাপে ধাপে একাধিক পর্যায়ে দেশজুড়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় কমিশন। সূত্রের খবর, এখনই একসঙ্গে গোটা দেশে নয়, westernbगंवসহ মোটামুটি दसটি রাজ্যে প্রথম পর্যায়ে एकসঙ্গে এসআইआर চালু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। पश्चिमবঙ্গ তো থাকছেই তার সঙ্গে ২০২৬-এ নির্বাচনমুখী আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল ( আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরী) প্রাথমিক টার্গেট হিসেবে রয়েছে কমিশনের ভাবনায়。 তাছাড়া বিভিন্ন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে এমনকি নির্বাচনমুখী রাজ্যগুলিতেও পরিকাঠামোর সুবিধার্থে বিভিন্ন দিনে এসআইআর প্রক্রিয়া শুরুর দিন ধার্য করা হতে পারে বলেও খবর। অবশ্যই সার্বিক পরিকাঠামো ও ক্ষমতার সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মূলত, দেশের জনবহুল মুখ্য শহরগুলি যে রাজ্যে রয়েছে যেখানে জীবিকার সন্ধানে ভিন রাজ্য বা প্রতিবেশী দেশ থেকে মানুষজনের আনাগোনা বেশি হয় সেই রাজ্যগুলোকে এসআইআর তালিকার প্রথম দিকেই রাখতে চায় নির্বাচন কমিশন। অর্থাৎ বিহারের পর এসআইআর চালু করার জন্য কমিশনের প্রথম দশে নির্বাচনমুখী পাঁচ রাজ্য ছাড়াও নজরে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা অথবা দিল্লী (কেন্দ্রশাসিত অঞ্চল)। এমনকি রাজস্থান ও গুজরাট নিয়েও প্রথম দফায় বিবেচনা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর。 আসলে দেশের নাগরিক তথা যোগ্য ভোটার এইরকম একজনও ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন সেদিকেই লক্ষ্য রেখেই দেশজুড়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন आयोगন। সেই লক্ষ্যে কোন ভিনদেশী ভোটার যাতে ভোট দিতে না পারেন অথবা কোন নাগরিকের একাধিক ভোট দেওয়ার সুযোগ না থাকে তা নিশ্চিত করতেই সুচারুভাবে দেশজুড়ে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন। সে কারণেই নিজেদের হাতে থাকা পরিকাঠামোর সার্বিক ও যথোপযুক্ত ব্যবহারের কথা বিচার করে একাধিক পর্যায়ে দেশজুড়ে এসআইআর সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। সেই মোতাবেক গুরুত্বপূর্ণ শহরগুলির কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট রাজ্যগুলোতে আগেই এসআইআর সম্পন্ন করা হতে পারে বলে কমিশনের পদাধিকারীরা জানিয়েছেন。 তবে সব রাজ্যগুলির মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভূটান সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের গুরুত্ব যে সবথেকে বেশি সে কথা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৭ই' মে। অর্থাৎ, তার আগে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে এবং নতুন রাজ্য সরকারকে শপথ গ্রহণ করতে হবে। সেই অর্থে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হলে ফেব্রুয়ারি মাসেরশেষে অথবা মার্চের প্রথম দিকে এররাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই অবস্থায় বিহারের পর পশ্চিমবঙ্গে কবে চালু হবে এসআইআর? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন রাজ্যবাসী। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে এই এরাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। যেহেতু এখনও পর্যন্ত রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়নি এবং তাঁদের নিয়োগ সম্পূর্ণ হয়নি একইসঙ্গে ভোটার ম্যাপিংয়ের কাজও বেশ কিছুটা বাকি তাই চলতি মাসে রাজ্যে এসআইআর-এর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। এসআইআর-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আগে তার প্রস্তুতির সব কাজ সম্পূর্ণ করতে হবে। তা নাহলে কোনওভাবেই বিজ্ঞপ্তি প্রকাশ করা যথার্থ নয় বলে জানিয়েছেন কমিশনের পদাধিকারীরা। কারণ, বিজ্ঞপ্তি একবার প্রকাশ হয়ে গেলে তখন আর বসে থাকা নয়, যেকোনও মূল্যে এসআইআর-এর কাজ শেষ করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। তাই সব দিকে বিবেচনা করে অযথা তাড়াহুড়োর বদলে হিসেব কষেই নির্বাচনমুখী রাজ্যগুলোতে এসআইআর চালু করতে চায় নির্বাচন কমিশন এটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report
ALArup Laha
Oct 12, 2025 18:46:48
Belna, West Bengal:বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা, নিরাপত্তা ব্যবস্থায় উঠছে প্রশ্ন। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল পদপিষ্টের ঘটনা। ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হলেন একাধিক যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন চত্বরে। প্রত্যক্ষদর্শী এক দোকানদার বিকি রাউত জানিয়েছেন, “তখন চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয়ে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয়।” তিনি আরও বলেন, “সিঁড়িটা খুব ছোট, আর একই সময়ে রামপুরহাট ও আসানসোলের প্যাসেঞ্জারসহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায়। সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন。” আহতের স্বামী অরূপ দাস জানান, ওঠানামার হুড়োহুড়িতে পড়ে যাই আমরা। কিছু মানুষ ছিটকে পড়েন। এক মহিলা সাফাইকর্মী জানান, ওই সময় তিনটি ট্রেন এসে পড়ে। অনেকে নামতে চান। ট্রেন ধরবেন। কিছু মানুষ ফেরার তাড়ায় ছিলেন। সিড়িটা ছোট হওয়ায় এমন ঘটে যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল। এদিকে, এই ঘটনাকে ঘিরে ফের উঠছে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন। প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেল प्रशासन জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে। পূর্ব রেলের সিপিআর ও দীপ্তিময় দত্ত জানান, চার নম্বর প্লাটফর্মে ওভারব্রিজ থেকে নামতে গিয়ে ব্যালান্স হারিয়ে পড়ে যান এক মহিলা। তার ফলেই সিড়িতে থাকে অন্যরা ছিটকে যান। রেলের কর্মী ও আর পি এফ দ্রুত ছুটে যায়। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ঘটনায় সাতজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, এরপর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটে নি। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক খোকন দাস জখম যাত্রীদের চিকিৎসা পরিষেবা নিয়ে খোঁজ খবর নিতে।
0
comment0
Report
ALArup Laha
Oct 12, 2025 18:46:34
Belna, West Bengal:বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল পদপিষ্টের ঘটনা। ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন চত্বরে। প্রত্যক্ষদর্শী এক দোকানদার বিকি রাউত জানিয়েছেন, “তখন চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয় নম্বরে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয়।” তিনি আরও বলেন, “সিঁড়িটি খুব ছোট, আর একই সময়ে রামপুরহাট ও আসানসোলের যাত্রীদের ভিড় বেড়ে যায়। সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন।” আহতের স্বামী অরূপ দাস জানিয়েছেন, ওঠানামার হুড়োহুড়িতে পড়ে যাই আমরা। কিছু মানুষ ছিটকে পড়েন। এক মহিলা সাফাইকর্মী জানান, ওই সময় তিনটি ট্রেন এসে পড়ে। অনেকে নামতে চান, ট্রেন ধরবেন—কিছু মানুষ ফিরতে চেয়েছিলেন। সিঁড়ি ছোট হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল। এদিকে, এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী বर्धমান স্টেশন দিয়ে যাতায়াত করেন। সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাবে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেল প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে। পূর্ব রেলের CPR ও দীপ্তিময় দত্ত জানান, চার নম্বর প্লাটফর্মে ওভারব্রিজ থেকে নামতে গিয়ে নারী balance হারিয়ে ফেলেন, যার ফলেই বাকিরা ছিটকে পড়েন। রেলের কর্মী ও RPএফ দ্রুত ছুটে যান। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, এতে সাতজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, এরপর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক খোকন দাস জখম যাত্রীদের চিকিৎসা পরিষেবা নিয়ে খোঁজ খবর নিতে।
0
comment0
Report
Advertisement
Back to top