Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी अभया मंच ने बाढ़ प्रभावित इलाकों में मुफ्त इलाज और दवाएं पहुँचाईं

PDPradyut Das
Oct 13, 2025 03:47:48
Jalpaiguri, West Bengal
ত্রাণ কাজে জলপাইগুড়ি অভয়া মঞ্চটি ঘুরে ঘুরে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ঔষধ তুলে দিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মন্দোলবাড়ি, কাঠরবাড়ি, টুসিরবাড়ি ও জলদানপাড়া সহ ময়নাগুড়ি ব্লকের আরও কয়েকটি গ্রামে ২৫ জন সদস্য ও ০৬ জন চিকিৎসকের সহায়তায় সারাদিন পরিষেবা প্রদান করছে। ডাঃ সুদীপন মিত্র, ডাঃ নিরঞ্জন হালদার ও ডাঃ অমিত হালদার, ডাঃ কল্যাণ মন্ডল এইشفেলের উপস্থিত ছিলেন। ডাক্তাররা শুধু স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ দেওয়াই নয়, বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী সময়ে কী কী প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা দরকার তা সম্পর্কে সচেতনতা প্রচার চালাচ্ছেন। কিছু বয়স্ক ও শিশুদের মধ্যে বন্যার ট্রমা কাটাতে চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের দূরস্থ এলাকার অসহায় মানুষের পাশেই থাকায় অভয়া মঞ্চের কাজ местানীয় জনগণদের কাছে খুবই প্রণিধানযোগ্য হয়ে উঠেছে। জলপাইগুড়ি অভয়া মঞ্চের তিন আহ্বায়ক দেবপ্রিয়া সেন, শুভঙ্কর সিনহা ও অনন্যা সেন একযোগে বলছেন, আমরা ধারাবাহিক ভাবে বন্যাক্লিষ্ট মানুষের পাশে থাকবো ও আরও বড় উদ্যোগ গ্রহণ করব যাতে এত বিপুল সংখ্যক মানুষের পাশে থাকতে পারি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 13, 2025 06:10:30
0
comment0
Report
PDPradyut Das
Oct 13, 2025 06:10:13
Jalpaiguri, West Bengal:মানুষ মানুষের জন্য。 এএক অন্য দৃশ্য ধরা পরল আমাদের камерыায় বন্যায় ভেসে গিয়েছে মাথা গোঁজার ঠাঁই। ফলে সদ্যোজাতকে নিয়ে ফিরতে পারছেন না প্রসূতি। এদিকে, বিপর্যয়ের জেরে ওই প্রসূতির পরিবারের সবকিছু ভেসে যাওয়ায় চাঁদা তুলে মেটানো হল নার্সিংহোমের বিল। এগিয়ে এলেন চিকিৎসক, নার্স ও আয়ারা。 বন্যায় ভেসে গিয়েছে মাথা গোঁজার ঠাঁই। ফলে সদ্যোজাতকে নিয়ে ফিরতে পারছেন না প্রসূতি। এদিকে, বিপর্যয়ের জারে ওই প্রসূতির পরিবারের সবকিছু ভেসে যাওয়ায় চাঁদা তুলে মেটানো হল নার্সিংহোমের বিল। এগিয়ে এলেন চিকিৎসক, নার্স ও আয়ারা। প্রসূতির হাতে তুলে দেওয়া হল কিছুটা অর্থ সাহায্য। তবে পুত্রসন্তানকে নিয়ে ঘরে ফিরতে না পারায় মন খারাপ বিমল রায় ও কল্পনা রায়ের। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানের কাছেও থাকতে পারছেন না ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েতের বেদগাড়া খাটোরবাড়ির বাসিন্দা বিমল। স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে ময়নাগুড়ির টেকাটুলি বাশিলারডাঙা এলকায় এক আত্মীয়ের বাড়িতে রেখে মা-বাবা, ভাই-বোনকে নিয়ে জলঢাকা নদীর বাঁধের উপর ত্রাণশিবিরে পলিথিনের ছাউনির নীচে দিন কাটছে তাঁর। এভাবে কতদিন কাটাতে হবে, জানেন না বিমল। বাড়িতে একটা চিঁড়েমিল ছিল তাঁর। নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে সেটি। ফলে আগামী দিনে কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছেন না বানভাসি এই দম্পতি। আর তাই ঘরে নতুন অতিথি এলেও ভবিষ্যতের কথা ভেবে তাঁদের চোখেমুখে একরাশ অনিশ্চয়তার কালো মেঘ。 গত ৩ অক্টোবর প্রসবযন্ত্রণা ওঠায় কল্পনাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় জলপাইগুড়ির একটি নার্সিংহোমে। ওইদিনই সিজারে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সুখবর মিলতেই পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটে। একে একে নার্সিংহোমে এসে তাঁরা সদ্যোজাতাকে দেখেও যান। পরিবারের খুদে সদস্যকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয় বাড়িতে। কিন্তু এরইমধ্যে আছড়ে পড়ে প্রাকৃতিক বিপর্যয়। একরাতের প্রবল বৃষ্টিতে আগ্রাসী জলঢাকা ছারখার করে দেয় গোটা গ্রাম। আরও অনেকের মতো বিমল ও কল্পনার সংসার মুহূর্তে ভেসে যায়। নিশ্চিহ্ন হয়ে যায় বাড়িঘর। নার্সিংহোমে কল্পনার কাছে দুঃসংবাদ পৌঁছতে সময় লাগেনি। বাড়িঘর নেই, ঘরে যতটুকু টাকাপয়সা ছিল, সেটাও জলের তোড়ে ভেসে গিয়েছে। নার্সিংহোমের বিল মেটানো হবে কীভাবে? দুশ্চিন্তা গ্রাস করে বানভাসি পরিবারটিকে। ঠিক এমন সময় দুর্গত ওই দম্পতির পাশে দাঁড়ান নার্সিংহোমের চিকিৎসক, নার্স ও আয়ারা। তাঁরা চাঁদা তুলে নার্সিংহোমের বিল মেটান। নার্স সান্ত্বনা রায় বলেন, ‘বিপন্ন পরিবারটির পাশে দাঁড়াতে পারলো আমাদের ভালো লাগছে। নার্সিংহোম কর্তৃপক্ষও ওষুধের দামটুকু নিয়ে বাকি প্রায় সবটাই মকুব করে দিয়েছে।’ দুর্গতদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ায় চিকিৎসক, নার্স ও আয়াদের ভূমিকার প্রশংসা করেছেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। ৮ অক্টোবর নার্সিংহোম থেকে ছুটি হয়েছে ওই প্রসূতির। কিন্তু পুত্রসন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পারেননি তিনি। বিমলের ভগ্নিপতি হরেশচন্দ্র রায়ের বাড়িতে সদ্যোজাতকে নিয়ে রয়েছেন কল্পনা। হরেশ বলেন, আমি ক্যুরিয়র বয়ের কাজ করি। বিপর্যয়ের জেরে এখন কাজ নেই বললেই চলে। আমার বাড়িতেই সন্তানকে নিয়ে রয়েছেন কল্পনা। আর বাবা-মা, ভাই-বোনকে নিয়ে বাঁধের উপর ত্রাণশিবিরে পলিথিনের ছাউনির নীচে থাকছেন বিমল। দ্রুত সবকিছু স্বাভাবিক হোক, এটুকুই চাই। কল্পনা বলেন, আমার পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হয়ে খুবই খুশি। কিন্তু দুশ্চিন্তা একটাই, মাথাগোঁজার ঠাঁই হারিয়েছে। ভেসে গিয়েছে চিঁড়েমিলটাও। কোথায় থাকব, কী খাব! রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 06:09:56
Kolkata, West Bengal:চলতি সপ্তাহে শুরু হচ্ছে নিউ গড়িয়া মেট্টো স্টেশন পুনর্নিমাণের কাজ। ৬ থেকে ৭ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। নিউ গড়িয়ায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার আগে এটাই ছিল প্রান্তিক স্টেশন। এখানেই রয়েছে ক্রস ওভার যেখ থেকে মেট্রো ঘোরানো হয়। বর্তমানে ব্রিজি শেষ স্টেশন হলেও, সেখানে ক্রস ওভার নেই। যার ফলে ব্রিজিতে যাত্রীদের নামানোর পরে মেট্রোকে আসতেই হয় নিউ গড়িয়ায়। কর্তৃপক্ষের দাবি, এরফলে নষ্ট হয় সময় এবং মেট্রো চলাচলেও ঘটে বিঘ্ন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে কাজ শুরু হলে প্রথমেই ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম স্টেশনসে ক্রস ওভার ওয়াই লাইন তৈরি করা হবে। এর ফলে মেট্রোর মূল নেটওয়ার্ক থেকে نيو গড়িয়া স্টেশন আপাতত বিচ্ছিন্ন হয়ে যাবে। ১৫ দিনের মধ্যে শেষ হবে ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরির কাজ। এরপর ৭ মাসের লক্ষ্যমাত্রা নিয়ে ভেঙে যাওয়া কবি সুভাষ স্টেশনের কাজ শেষ করার চেষ্টা হবে।
2
comment0
Report
MDMritunjay Das
Oct 13, 2025 06:09:46
Bankura, West Bengal:উত্তর বঙ্গের মতো ঘটনা ঘটতে পারে এখানেও ঠিক এই ভাষাতেই বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জীকে হুঁশিয়ারী দিলেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। দলের বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতপ তিনি বলেন, ওনাকে প্রয়োজনে এলাকার মানুষ পাশে পাননা। ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ কারো কোন শংসাপত্রের দরকার হলে তৃণমূলের প্রতীকে নির্বাচিত রাইপুর, রানীবাঁধ, তালডাংরার বিধায়ক থেকে দলের সাংসদের স্মরণাপন্ন হতে হয়। এই অবস্থায় এখানে বিজেপি বিধায়ক ঝামেলা লাগাতে এলে ডাণ্ডাতে ভালো করে তেল লাগানো আছে বলেও তিনি হুঁশিয়ারী দেন। স্টেজ বক্তব্য: রেজাউল খান (সভাপতি, ইন্দপুর ব্লক তৃণমূল) বাইট: ১) রেজাউল খান (সভাপতি, ইন্দপুর ব্লক তৃণমূল) ২) প্রসেনজিৎ চ্যাটার্জী (সভাপতি, বাঁকুড়া জেলা বিজেপি)
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 13, 2025 06:09:20
Ranaghat, West Bengal:২০১৮ সালের ঘোষিত শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে কালনা যাবার 브িজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ শুরু, বহু প্রতীক্ষিত এই ব্রিজ তৈরির জন্য প্রহর গুনছে দুপারের বাসিন্দারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৬ সালে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের নৌকাডুবির ঘটনার পর রাজ্য সরকার ব্রিজ তৈরি করবার জন্য ঘোষণা করেছিলেন এরপর বহুদিন হয়ে গেলেও ওই ব্রিজের সামান্যতম মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি। নির্বাচননের মুখে দাঁড়িয়ে প্রতিবছর এই ব্রিজ তৈরি করবার বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শান্তিপুরে বিধানসভায় ভোটে জয়লাভ করলে ব্রিজ তৈরি করে দেবেন। অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের কোন কাজ শুরু হয়নি। বর্তমানে আরও একটি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই মাটি পরীক্ষার কাজ শুরু করলো। ২০১৮ সাল থেকে জমি অধিগ্রহণ এর কাজ শুরু হয়, কেউ টাকা পেলেও অনেকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন য যারা এই মুহুর্তে জমির টাকা পাননি তারা বিক্ষোভ দেখান। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত একশ্রেণী মানুষের দাবি, এদিন একে কেন্দ্র করে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য বহু আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও şimdiো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার একশ্রেণি মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ्रहণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনো বঞ্চিত তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের আরো অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণ নিয়ে হয়েছে দালালচক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন। যদিও এই ঘটনায় নতুন করে আবারো বিতর্কে সৃষ্টি হয়, এখন দেখার ব্রিজ তৈরির জমি অধিগ्रहণ টাকার টাকা আদেও কি ফেরত পায় প্রাপকরা, নাকি হবে বঞ্চিত উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুর বিডিও তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিজেপির অবশ্য দাবি এই ব্রিজ আদৌ হবেনা। তৃণমূল বলছে উন্নয়নকে সামনে রেখেই এই কাজ করা হচ্ছে এবং হবে। এই ব্রিজ সম্পন্ন হলে একদিকে যেমন হাওড়া থেকে শান্তিপুর আসা পাশাপাশি শান্তিপুর শহরের সাথে বর্ধমানের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এমনটাই মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ২০১৬ সালের সেই নৌকাডুবির ঘটনা আজও চোখের সামনে ভাসতে দেখেছেন অনেকেই সকলেই চাইছেন অবিলম্বে ব্রিজের কাজ সম্পন্ন হোক ১. বিভাস ঘোষ ব্যবসায়ী 2. সনৎ চক্রবর্তী তৃণমূল নেতা 3. সোমনাথ কর বিজেপি মুখপাত্র রানাঘাট দক্ষিণ 4. সন্দীপ ঘোষ বিডিও শান্তিপুর 5. হরিহর গাঙ্গুলী স্থানীয় বাসিন্দা 6. মানিক সাহা স্থানীয় বাসিন্দা
0
comment0
Report
MDMritunjay Das
Oct 13, 2025 06:08:10
Bankura, West Bengal:জয়পুর ও কোতুলপুরের বিজয়া সম্মেলনে নেতৃত্বদের উদ্দেশে কড়া বার্তা সুব্রত দত্তের, “বেঈমানদের এলাকায় থাকতে দেব না, এবার ভাই ভাই নয়, বলব বাই বাই" বাঁকুড়া জেলার জয়পুর ও কোতুলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন মঞ্চে সংগঠনের ভিত মজবুত করতে কড়া বার্তা দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত। জেলা সভাপতির হলে থেকেই সংগঠনের রাশ টানছেন তিনি। জয়পুর ও কোতুলপুর, দুই ব্লকেই অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন, যেখানে দলের নেতৃত্বদের উদ্দেশে একের পর এক সতর্কবার্তা দেন জেলা সভাপতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত দত্ত ছাড়াও চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জী, শ্রমিক সংগঠনের সভাপতি প্রদীপ চক্রবর্তী, যুব সভাপতি দেবনাথ বাউরি, মহিলা সভানেত্রী সংগীতা মালিক, কোতুলপুরের বিধায়ক খরকালি প্রতিয়ারসহ অন্যান্য নেতৃত্বরা। জয়পুরের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সুব্রত দত্ত সরাসরি বলেন, যে সমস্ত নেতা দলের সঙ্গে বেঈমানি করবে, তাদের আমি এলাকায় থাকতে দেব না। তিনি জয়পুর ব্লকের উত্তর বার ও জগন্নাথপুর অঞ্চল নিয়ে ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী ও কোতুলপুরের বিধায়ককে সতর্ক করে বলেন, এই দুটি অঞ্চল নিয়ে এককভাবে কোনও সিদ্ধান্ত নেবেন না, ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, এই বিষয়ে আমি নিজে বসে সিদ্ধান্ত নেব। তিনি আরও নির্দেশ দেন, জয়পুর ব্লকের গেলিয়া ও হেতিয়া অঞ্চলে যতদিন না নতুন অঞ্চল সভাপতি গঠন হচ্ছে, ততদিন বর্তমান সভাপতিদের কর্মনির্বাহী (কর্মকারী) হিসেবে রেখে পাঁচজনের অন্তর্বর্তী কমিটি গঠন করতে হবে। জেলা সভাপতির সাফ বার্তা,“একক সিদ্ধান্ত নয়, বুথ–অঞ্চল–ব্লক স্তরে যৌথ বৈঠকের মাধ্যমে অঞ্চল সভাপতি নির্বাচিত হবেন, খাতা-কলমে পাঠানো লিস্ট আমি মানব না। অন্যদিকে, কোতুলপুরের বিজয়া সম্মেলন থেকে জেলা সভাপতি বলেন, “অনেক হয়েছে ভাই ভাই, এবার বলব বাই বাই। আমি জেলা সভাপতি হয়ে কারও দাদাগিরি চলতে দেব না। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে দেব না। পদে থেকে দলকে হারালে আগামী দিনে অন্ধকার অপেক্ষা করছে। তিনি আরও যোগ করেন, “একটা পরিবারে দু’দিকে ইঞ্জিন, কেউ অঞ্চল সভাপতি, কেউ আবার প্রধান! বাকিরা কী করবে? এইসব আর চলবে না। কথা না শুনলে ১৪ তারিখে আমি এসে নিজেই কমিটি করে দিয়ে যাব।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত দত্ত বলেন, এটা কোনও হুঁশিয়ারি নয়। তৃণমূল কংগ্ৰেস একটা परिवार। পরিবারের মধ্যে ভুল হলে তা পরিবারের লোকের সামনেই বলা হয়, বাইরের নয়। আজ আমরা বিজয়ার আনন্দ ভাগ করে নিতে এসেছি, পাশাপাশি সংগঠনের ভিত আরও মজবুত করার দিকেও নজর দিচ্ছে। জয়পুর ও কোতুলপুর,দুই জায়গাতেই দলের নেতা,কর্মীদের একত্রিত করে সুব্রত দত্তের স্পষ্ট বার্তা, “আগামী দিনে সংগঠনই বড়, পদ নয়। দলকে জিতিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। *(স্টেজ স্পিচ:- সুব্রত দত্ত জেলা সভাপতি)* *বাইট:-জেলা সভাপতি (সুব্রত দত্ত)*
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 13, 2025 06:07:39
Ranaghat, West Bengal:২০১৮ সালের ঘোষিত শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে কালনা যাবার ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ শুরু, বহু প্রতীক্ষিত এই ব্রিজ তৈরির জন্য প্রহর গুনছে দুপারের বাসিন্দারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৬ সালে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের নৌকাডুবির ঘটনার পর রাজ্য সরকার ব্রিজ তৈরি করবার জন্য ঘোষণা করেছিলেন এরপর বহুদিন হয়ে গেলেও সেই ব্রিজের সামান্যতম মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি। নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রতিবছর এই ব্রিজ তৈরি করবার বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শান্তিপুরে বিধানসভায় ভোটে জয়লাভ করলে ব্রিজ তৈরি করে দেবেন। অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের কোন কাজ শুরু হয়নি। বর্তমানে আরও একটি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই মাটি পরীক্ষার কাজ শুরু করলো। ২০১৮ সাল থেকে জমি অধিগ্রহণ এর কাজ শুরু হয়, কেউ টাকা পেলেও অনেকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বাসিন্দারা এখনো টাকা পাননি তারা বিক্ষোভ দেখান। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত একশ্রেণীর প্রাপক, এদিন একে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার একশ্রেণি মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ्रहণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগ gulিকগুলোকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনো বঞ্চিত তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের আরো অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগহণ নিয়ে হয়েছে দালালচক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন। যদিও এই ঘটনায় নতুন করে আবারো বিতর্কে সৃষ্টি হয়, এখন দেখার ব্রিজ তৈরির জমি অধিগহণের টাকা আদেও কি ফেরত পায় প্রাপকরা, নাকি হবে বঞ্চিত উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুর বিডিও তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিজেপির অবশ্য দাবি এই ব্রিজ আদৌ হবেনা। তৃণমূল বলছে উন্নয়নকে সামনে রেখেই এই কাজ করা হচ্ছে এবং হবে। এই ব্রিজ সম্পন্ন হলে একদিকে যেমন হাওড়া থেকে শান্তিপুর আসা পাশাপাশি শান্তিপুর শহরের সাথে বর্ধমানের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এমনটাই মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ২০১৬ সালের সেই নৌকাডুবির ঘটনা আজও চোখের সামনে ভাসতে দেখেছেন অনেকেই সকলেই চাইছেন অবিলম্বে ব্রীজের কাজ সম্পন্ন হোক
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 13, 2025 06:06:59
Ranaghat, West Bengal:২০১৮ সালের ঘোষিত শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে কালনা যাবার ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ শুরু, বহু প্রতীক্ষিত এই ব্রিজ তৈরির জন্য প্রহর গুনছে দুপারের বাসিন্দারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৬ সালে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের নৌকাডুবির ঘটনার পর রাজ্য সরকার ব্রিজ তৈরি করবার জন্য ঘোষণা করেছিলেন এরপর অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের সামান্যতম মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি। নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রতিবছর এই ব্রিজ তৈরি করবার বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শান্তিপুরে বিধানসভায় ভোটে জয়লাভ করলে ব্রিজ তৈরি করে দেবেন। অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের কোন কাজ শুরু হয়নি। বর্তমানে আরও একটি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই মাটি পরীক্ষার কাজ শুরু করলো। ২০১৮ সাল থেকে জমি অধিগ্রহণ এর কাজ শুরু হয়, কেউ টাকা পেলেও অনেকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বাসিন্দারা এখনো টাকা পাননি তারা বিক্ষোভ দেখান। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত একশ্রেণীর প্রাপক, এদিন একে কেন্দ্র করেই প্রতিবادে সরব হন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার একশ্রেণি মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনো বঞ্চিত তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের আরো অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণ নিয়ে হয়েছে দালালচক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের against ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন। যদিও এই ঘটনায় নতুন করে আবারো বিতর্কে সৃষ্টি হয়, এখন দেখার ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের টাকা আদেও কি ফেরত পায় প্রাপকরা, নাকি হবে বঞ্চিত উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুর বিডিও তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিজেপির অবশ্য দাবি এই ব্রিজ আদৌ হবেনা। তৃণমূল বলছে উন্নয়নকে সামনে রেখেই এই কাজ করা হচ্ছে এবং হবে। এই ব্রিজ সম্পন্ন হলে একদিকে যেমন হাওড়া থেকে শান্তিপুর আসা পাশাপাশি শান্তিপুর শহরের সাথে বর্ধমানের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এমনটাই মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ২০১৬ সালের সেই নৌকাডুবির ঘটনা আজও চোখের সামনে ভাসতে দেখেছেন অনেকেই সকলেই চাইছেন অবিলম্বে ব্রীজের কাজ সম্পন্ন হোক ১. বিভাস ঘোষ ব্যবসায়ী 2. সনৎ চক্রবর্তী তৃণমূল নেতা 3. সোমনাথ কর বিজেপি মুখপাত্র রানাঘাট দক্ষিণ 4. সন্দীপ ঘোষ বিডিও শান্তিপুর 5. হরিহর গাঙ্গুলী স্থানীয় বাসিন্দা 6. মানিক সাহা স্থানীয় বাসিন্দা
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 13, 2025 06:05:12
Ranaghat, West Bengal:২০১৮ সালের ঘোষিত শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে কালনা যাবার ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ শুরু, বহু প্রতীক্ষিত এই ব্রিজ তৈরির জন্য প্রহর গুনছে দুপারের বাসিন্দারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৬ সালে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের নৌকাডুবির ঘটনার পর রাজ্য সরকার ব্রিজ তৈরি করবার জন্য ঘোষণা করেছিলেন এরপর অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের সামান্যতম মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি। নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রতিবছর এই ব্রিজ তৈরি করবার বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শান্তিপুরে বিধানসভায় ভোটে জয়লাভ করলে ব্রিজ তৈরি করে দেবেন। অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের কোন কাজ শুরু হয়নি। বর্তমানে আরও একটি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই মাটি পরীক্ষার কাজ শুরু করলো। ২০১৮ সাল থেকে জমি অধিগ্রহণ এর কাজ শুরু হয়, কেউ টাকা পেলেও অনেকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বাসিন্দারা এখনো টাকা পাননি তারা বিক্ষোভ দেখান। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত একশ্রেণীর প্রাপক, এদিন একে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার একশ্রেণি মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনও বঞ্চিত তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের আরো অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণ নিয়ে হয়েছে দালালচক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন। যদিও এই ঘটনায় নতুন করে আবারো বিতর্কে সৃষ্টি হয়, এখন দেখার ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের টাকা আদেও কি ফেরত পায় প্রাপকরা, নাকি হবে বঞ্চিত উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুর বিডিও তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিজেপির অবশ্য দাবি এই ব্রিজ আদৌ হবেনা। তৃণমূল বলছে উন্নয়নকে সামনে রেখেই এই কাজ করা হচ্ছে এবং হবে। এই ব্রিজ সম্পন্ন হলে একদিকে যেমন হাওড়া থেকে শান্তিপুর আসা পাশাপাশি শান্তিপুর শহরের সাথে বর্ধমানের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এমনটাই মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ২০১৬ সালের সেই নৌকাডুবির ঘটনা আজও চোখের সামনে ভাসতে দেখেছেন অনেকেই সকলেই চাইছেন অবিলম্বে ব্রীজের কাজ সম্পন্ন হোক ১. বিভাস ঘোষ ব্যবসায়ী 2. সনৎ চক্রবর্তী তৃণমূল নেতা 3. সোমনাথ কর বিজেপি মুখপাত্র রানাঘাট দক্ষিণ 4. সন্দীপ ঘোষ বিডিও শান্তিপুর 5. হরিহর গাঙ্গুলী স্থানীয় বাসিন্দা 6. মানিক সাহা স্থানীয় বাসিন্দা
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 13, 2025 06:04:19
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সাত বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায় ৷ এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রসময় সরদারকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ ৷ পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে নির্যাতিতা নাবালিকা খেলা করছিল ৷ সেইসময় তাকে বাড়িতে ডাকে প্রতিবেশী দাদু ৷ একা পেয়েই তাকে যৌন নির্যাতন করে ৷ এই घटना যাতে সে কাউকে না বলে তারজন্য তাকে ভয়ও দেখানো হয় ৷ কিন্তু ঘটনার পর থেকে তার নানানরকমের শারীরিক সমস্যা দেখা দেয় ৷ বিষয়টি প্রথমে সে তার ঠাকুমা ও মাকে জানায় ৷ পরিবারের পক্ষ থেকে ঘটনার পরেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে রসময় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইতিমধ্যে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ আদালতে তার গোপন জবানবন্দীরও আবেদন জানিয়েছেন পুলিশ ৷ অন্যদিকে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ ৷
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 13, 2025 06:04:05
Ranaghat, West Bengal:২০১৮ সালের ঘোষিত শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে কালনা যাবার ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ শুরু, বহু প্রতীক্ষিত এই ব্রিজ তৈরির জন্য প্রহর গুনছে দুপারের বাসিন্দারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০১৬ সালে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের নৌকাডুবির ঘটনার পর রাজ্য সরকার ব্রিজ তৈরি করবার জন্য ঘোষণা করেছিলেন এরপর অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের সামান্যতম মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি। নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রতিবছর এই ব্রিজ তৈরি বর বিতর্ক তৈরি হয়। সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শান্তিপুরে বিধানসভায় ভোটে জয়লাভ করলে ব্রিজ তৈরি করে দেবেন। অনেকদিন হয়ে গেলেও সেই ব্রিজের কোন কাজ শুরু হয়নি। বর্তমানে আরও একটি নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই মাটি পরীক্ষার কাজ শুরু করলো। ২০১৮ সাল থেকে জমি অধিগ্রহণ এর কাজ শুরু হয়, কেউ টাকা পেলেও অনেকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বাসিন্দারা এখনো টাকা পাননি তারা বিক্ষোভ দেখান। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত একশ্রেণীর প্রাপক, এদিন একে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হন স্থানীয়রা। নদียার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার একশ্রেণি মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনো বঞ্চিত তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের আরো অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণ নিয়ে হয়েছে দালালচক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন। যদিও এই ঘটনায় নতুন করে আবারো বিতর্কে সৃষ্টি হয়, এখন দেখার ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের টাকা আদেও কি ফেরত পায় প্রাপকরা, নাকি হবে বঞ্চিত উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুর বিডিও তিনি জানান তার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিজেপির অবশ্য দাবি এই ব্রিজ আদৌ হবেনা। তৃণমূল বলছে উন্নয়নকে সামনে রেখেই এই কাজ করা হচ্ছে এবং হবে। এই ব্রিজ সম্পন্ন হলে একদিকে যেমন হাওড়া থেকে শান্তিপুর আসা পাশাপাশি শান্তিপুর শহরের সাথে বর্ধমানের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এমনটাই মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ২০১৬ সালের সেই নৌকাডুবির ঘটনা আজও চোখের সামনে ভাসতে দেখেছেন অনেকেই সকলেই চাইছেন অবিলম্বে ব্রীজের কাজ সম্পন্ন হোক
0
comment0
Report
NRNarayan Roy
Oct 13, 2025 04:47:20
0
comment0
Report
NRNarayan Roy
Oct 13, 2025 04:47:02
Siliguri, West Bengal:*প্রবল বর্ষণের ফলে নদীতে তলিয়ে গেল হস্তিসাবো* *নকশালবাড়ির মেচি নদীর স্রোতে তলিয়ে গেল এক হস্তিশাবক। এদিন নদী পারাপার করছিল ৩০টি হাতির একটি দল। যার থেকে একটি হস্তিশাবক দলছুট হয়। নকশালবাড়ির ঝাপুজোতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগ ও স্থানীয়রা। জানা গিয়েছে নেপাল থেকে ভারতের কলাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করছিল ৩০টি হাতির একটি দল। অচমকা নদীর জল স্তর বেড়ে যাওয়া তলিয়ে যায় একটি হস্তিশাবক। প্রায় কয়েকশো মিটার দূরে কোনও মত হস্তিশাবক নদী ডাঙ্গিয়ে কৃষি জমিতে ঢুকে পড়ে। যা স্থানীয়দের নজর পড়তেই বরফকর্মীদের সহযোগিতায় পানীয় ও বনকর্মীরা উদ্ধার কাজ শুরু করে।*
0
comment0
Report
Advertisement
Back to top