Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

आदि तृणमूल नेता जाहांगिर खान पर ऑक्सीजन का सवाल: 26 के चुनाव में सियासी टकराव

PSPrasenjit Sardar
Nov 01, 2025 02:52:21
Baruipur, West Bengal
২৬ এর আগে আদি তৃণমূল নেতা কর্মীদের কাছে কি জাহাঙ্গীর খা নতুন অক্সিজেন? দক্ষিণ ২৪ পরগনা জুড়ে প্রশ্নটা ঘোরাঘুরি করছে তৃণমূলের অন্দরে। তিনি নিজেকে দাবি করেছিলেন দক্ষিণ ২৪ পরগনা একাধিক লোকসভার দায়িত্ব তিনি পেয়েছে। দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর দেখা যায় কখনো বারাইপুর বিধানসভার একাধিক জায়গা বাসন্তী বিধানসভা ও রাজনৈতিক সভা তিনি করছেন। বিশেষ করে আদি তৃণমূল কর্মীদেরকে দেখা যাচ্ছে তার রাজনৈতিক সভায়। তেমনি বাসন্তী বিধান সভাতে SIR এর নিয়ে প্রতিবাদ সভা করতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে শওকত মোল্লার বিধান সভা থেকে তৃণমূল নেতা কর্মীরা ও ক্যানিং পশ্চিম বিধানসভা নেতা কর্মীরা দলে দলে মিছিল করে তার সাথে দেখা করতে আসেন কয়েকশো তৃণমূল সমর্থতা। কিন্তু জাহাঙ্গীর খান গাড়ি থেকে না নেমে গাড়ির মধ্যে থেকে হাত নাড়িয়ে দিয়ে চলে যান। তৃণমূল কর্মীরা জানান দাদা তোমার সাথে আমরা আছি। আদি তৃণমূলের নেতৃত্বরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা দলের সৈনিক। কিন্তু পুরাতন তৃণমূল কর্মীদেরকে কোন গুরুত্ব নেই আজ। এখন জাহাঙ্গীর খান দায়িত্বে তাই ২৬ এর ভোটে আমরা দিদির হয়ে লড়াই করতে চাই। তাহলে কি সওকাত মোল্লা এর সাথে তৃণমূলে একাংশ দূরত্ব বজায় ছিল। যেমন ভাঙড়ে কাইজার আহমেদ, আরাবুল ইসলামের মতো । নতুন করে জাহাঙ্গীর খান দায়িত্ব নিয়ে কি অক্সিজেন দিতে চাইছেন তৃণমূল কর্মীদের। সেটাই এখন প্রশ্ন। ২৬ এর ভোটে কি তাহলে সওকাত মোল্লা ভার্সেস জাহাঙ্গীর খানের লড়াই। অনেকগুলো প্রশ্ন দক্ষিণ 24 পরগনা জুরে শাসকদলের মধ্যে ঘুরছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 01, 2025 06:31:59
Kaji Chak, West Bengal:দাসপুরের চাইপাট এলাকায় পিস্তল নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার ৭, আটক করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক। দাসপুর পুলিশের বড় সাফল্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর 2 নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী, সেই খবর পুলিশ পাওয়ার পরেই দাসপুর পুলিশ পুরো টিম আকারে দুষ্কৃতকারীদেরকে ঘিরে নেই , ঘটনার স্থান থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ, দুষ্কৃতিকারীদের কাছ থেকে উদ্ধার হয় একটি শর্ট গান ও একাধিক গুলি ও একাধিক অস্ত্র, চাইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুদ করা আছে আর সেই পাইপি ডাকিতি করার উদ্দেশ্য নিয়ে আসে এই দুষ্কৃতীরা, একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক আটক করেছে দাসপুর থানার পুলিশ , পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে অনেকেই। দুষ্কৃতকারীর নাম, ইসরাফিল হক বাড়ি মুর্শিদাবাদ, মতিন শেখ বাড়ি মুর্শিদাবাদ, মোহাম্মদ গুড্ড বাড়ি বিহার, কার্তিক বাছার বাড়ি ডানকুনি, বাচ্চু সিং বাড়ি হুগলি, শরিফুল শেখ বাড়ি মুর্শিদাবাদ, মাসাদুল হক, বাড়ি মুর্শিদাবাদ।
0
comment0
Report
ABArup Basak
Nov 01, 2025 05:35:29
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 01, 2025 05:34:07
Baruipur, West Bengal:রক্ত দেবো, কলিজা, দেবো, প্রাণ দেবো। তবু বিজেপির কাছে নাগরত্ত্ব বিসর্জন দেব না। আগে অমিত শাহ, প্রধানমন্ত্রী নির্বাচন অফিসারদের পরিচয় দেখব তাদের বাপ ঠাকুরদা দের তাদের পরিচয় দেখব। যদি না দেখাতে পারে তাদের গাছের গায়ে বেধে প্রতিবাদ করব। বিজেপিকে কেউ ভয় পাবেন না আমরা বিজেপি পিছনে ফেলে কোমর‌ে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাব। হুংকার শ্যামল মন্ডলের। SIR প্রতিবাদ সভা থেকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাছাড়া যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা আসবে তাদের সমস্ত খবর আমরা নেব। যদি ভুলভাল হয় লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল সারা জেলাতেও হবে আমরা তাদের গাছের গায়ে বেঁধে রাখবো। বেঁধে রেখে প্রতিবাদ জানাবো। আগে তাদের পরিচয় দেখবো তারপর আমাদের পরিচয়। আমরা হাজার বছর আগে ছিলাম আমরা আগামী দিনও থাকবো, যুগ যুগ থাকবো এই পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে থাকবো। দুদিন সরকার গড়ে বড্ড চালাকি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত স্যার ভারতবর্ষটা কি এদের বাপের জায়গা । বাপের জমিদারি। সব এদের শেষ হয়ে যাবে। এদের বিরুদ্ধে সব রাজি আছে তো। আপনারা কেউ ভয় পাবেন না বিজেপিকে আমরা পিছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাব। কেউ কিছু করতে পারবেনা। ভোটার লিস্ট থেকে যদি কারোর নাম বাদ যায় তাহলে দেখবেন খেলা শুরু হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ মানুষকে নিয়ে কেন্দ্রের নির্বাচন অফিস ঘেরাও করবে। কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিস ও কেন্দ্রীয় নির্বাচন অফিস মিছিল করে প্রতিবাদ করবো। রক্ত দেবো কলিজা দেবো প্রাণ দেব তবু বিজেপির কাছে আমরা এই নাগোরত্ব বিসর্জন দেবনা দেবনা দেবনা পরিষ্কার করে বলতে চাই। বাসন্তীতে SIR নিয়ে প্রতিবাদ সভা থেকে বিধায়ক শ্যামল হুংকার দেন। মঞ্চে তখন উপস্থিত সাংসদ প্রতিমা মন্ডল, জাহাঙ্গীর খানের মতো নেতৃত্বরা। যা রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তী জুড়ে। কেন্দ্রে একটা জুমলা পার্টীর রাজত্ব চলছে। দুই যাদুকর নরেন্দ্র মোদী আর অমিত শাহ।রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। ওঁদের পরিচয় আগে দেখাতে হবে। তা না হলে SIR যাঁরা Hehe আসবেন তাঁদের কে Wayne গায়ে বেঁধে রাখা হবে । এমনই হুঙ্কার দিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 01, 2025 05:33:47
Baruipur, West Bengal:রক্ত দেবো, কলিজা, দেবো, প্রাণ দেবো। তবু বিজেপির কাছে নাগরত্ত्व বিসর্জন দেব না। আগে অমিত শাহ, প্রধানমন্ত্রী নির্বাচন অফিসারদের পরিচয় দেখব তাদের বাপ ঠাকুরদা দের তাদের পরিচয় দেখব। যদি না দেখাতে পারে তাদের গাছের গায়ে বেধে প্রতিবাদ করব। বিজেপিকে কেউ ভয় পাবেন না আমরা বিজেপি পিছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতেই রাস্তা দিয়ে নিয়ে যাব। হুংকার শ্যামল মন্ডলের। SIR প্রতিবাদ সভা থেকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাছাড়া যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা আসবে তাদের সমস্ত খবর আমরা নেব। যদি ভুলভাল হয় লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল সারা জেলাতেও হবে আমরা তাদের গাছের গায়ে বেঁধে রাখবো। বেঁধে রেখে প্রতিবাদ জানাবো। আগে তাদের পরিচয় দেখবো তারপর আমাদের পরিচয়। আমরা হাজার বছর আগে ছিলাম আমরা আগামী দিনও থাকবো, যুগ যুগ থাকবো এই পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে থাকবো। দুদিন সরকার গড়ে বড্ড চালাকি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত স্যার ভারতবর্ষটা কি এদের বাপের জায়গা । বাপের জমিদারি। সব এদের শেষ হয়ে যাবে। এদের বিরুদ্ধে সব রাজি আছে তো। আপনারা কেউ ভয় পাবেন না বিজেপিকে আমরা পিছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাব। কেউ কিছু করতে পারবেনা। ভোটার লিস্ট থেকে যদি কারোর নাম বাদ যায় তাহলে দেখবেন খেলা শুরু হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ মানুষকে নিয়ে কেন্দ্রের নির্বাচন অফিস ঘেরাও করবে। কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিস ও কেন্দ্রীয় নির্বাচন অফিস মিছিল করে প্রতিবাদ করবো। রক্ত দেবো কলিজা দেবো প্রাণ দেব তবু বিজেপির কাছে আমরা এই নাগোরত্ব বিসর্জন দেবনা দেবনা দেবনা পরিষ্কার করে বলতে চাই। বাসন্তীতে SIR নিয়ে প্রতিবাদ সভা থেকে বিধায়ক শ্যামল হুংকার দেন। মঞ্চে তখন উপস্থিত সাংসদ প্রতিমা মন্ডল, জাহাঙ্গীর খানের মতো নেতৃত্বরা। যা রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তী জুড়ে। কেন্দ্র্রে একটা জুমলা পার্টীর রাজত্ব চলছে। দুই যাদুকর নরেন্দ্র মোদী আর অমিত শাহ।রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। ওঁদের পরিচয় আগে দেখাতে হবে। তা না হলে SIR যাঁরা Hehe আসবেন তাঁদের কে Wayne গায়ে বেঁধে রাখা হবে । এমনই হুঙ্কার দিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 01, 2025 05:16:13
Kolkata, West Bengal:BLO TRAINING *আজ বেলা ১১ টায় শুরু হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও-দের প্রশিক্ষণ।* এরপর আগামী মঙ্গলবার ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ করতে হবে এনিউমারেটর হিসেবে ৷ প্রশিক্ষণের জন্য বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে ৷ সেই বিভাজনের ভিত্তিতে সারা রাজ্যে একেকটি ভেন্যুতে চলবে প্রশিক্ষণ ৷ ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, যাদবপুর মেটিয়াবুরুজ বেহালা পূর্ব বেহালা পশ্চিম সহ দক্ষিণ কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির প্রশিক্ষণ হচ্ছে নজরুল মঞ্চে, প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ভাগ করে এই প্রশিক্ষণ পর্ব চলবে। *পৌঁছে ভিজ্যুয়াল পাঠাব প্রভাত*
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 01, 2025 04:49:17
Asansol, West Bengal:*রানীগঞ্জে তেল মিলে ফরচুন তেলের টিনে ভেজাল! পুলিশ ও কোম্পানির যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১০২ টিন তেল* আসানসোলের রানীগঞ্জে ফের ভেজাল তেল কাণ্ডে চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত এক তেল মিলে অভিযানে নেমে ১০২ টিন ফরচুন কোম্পানির নামে ভেজাল ভোজ্য তেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিল ফরচুনের মূল সংস্থা আদানি উইলমার গ্রুপের লিগ্যাল সেল ও রানীগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার পর থেকে মিল মালিক পলাতক। জানা গিয়েছে, ফরচুন (আদানি উইলমার গ্রুপ) সংস্থার লিগ্যাল সেল শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশের সহায়তায় গির্জা পাড়ার মোদী ওয়েল মিল নামে একটি কারখানায় হানা দেয়। সেখানে কোম্পানির ফরচুন ব্র্যান্ডের নামাঙ্কিত টিনে স্থানীয় তেল ভরে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযানের সময় মিলে বিপুল পরিমাণে তেল ভর্তি টিন উদ্ধার হয়। মোট ১০২ টিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে অভিযানের আগেই মিল মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফরচুন কোম্পানির লিগ্যাল সেলের আধিকারিকদের দাবি — “দুটি আলাদা ফরচুন ব্র্যান্ডের টিন ব্যবহার করে তার মধ্যেই ভেজাল তেল ভরে বাজারে বিক্রি করা হচ্ছিল। অনেকেই তা আসল ফরচুন তেল ভেবে ক্রয় করছিলেন। এটি সম্পূর্ণ বেআইনি ও গ্রাহক প্রতারণার শামিল।” স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ থানা এলাকায় এর আগেও ভেজাল তেল সহ একাধিক কারবার ধরা পড়েছে, কিন্তু কয়েকদিন পরই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ফলে সাধারণ মানুষ এখনো এই ধরনের নকল ও ক্ষতিকর তেল খেতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষের দাবি পুলিশ ও প্রশাসন এই সব বিষয়ে নজর না দিলে আখেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেনসিক টিম। উদ্ধারকৃত তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় পর্যায়ে একটি সংঘবদ্ধ চক্র এই কাজে জড়িত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে তেল মিল থেকে প্রচুর পরিমাণে ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। রানীগঞ্জের গির্জা পাড়ায় ধৃত এই ঘটনার পর ফের উঠে এসেছে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন। প্রশাসনের কড়া নজরদারি না বাড়ালে সাধারণ মানুষকে নকল ও বিষাক্ত তেলের ঝুঁকির মুখে পড়তে হবে বলেই মনে করছে স্থানীয়রা。 0111ZG_ASN_BHEJAL_OIL BYTES
0
comment0
Report
ABArup Basak
Nov 01, 2025 04:48:03
Mal Bazar, West Bengal:উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, তিস্তা পাড়ে সচেতনতা কর্মসূচি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের... আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তর। এই কারণে নদীপারের এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার রাতে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গজলডোবা তিস্তা নদী সংলগ্ন ১০ নম্বর ও ১২ নম্বর বস্তি এলাকায় সচেতন করা হয় গ্রামবাসিদের। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তোছরুল হক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বলেন, “আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাতে আরও বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে শনিবারও। তিস্তাসহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। তাই গ্রামের মানুষকে আমরা সতর্ক করছি, যেন কেউ রাতে নদীর ধারে না থাকে। প্রয়োজনে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে।” প্রশাসনের তরফেও নদীপারের গ্রামগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজন হলে ত্রাণ শিবির খোলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 04:47:53
Jalpaiguri, West Bengal:মুরগী খেয়ে ভাতঘুম দেওয়ার সময় উদ্ধার আটক ফুটের অজগর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাধারী গ্রাম পঞ্চায়ेतের মহারাজঘাট এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী বাবুর মুরগীর খোয়ারে ভোর রাতে ঢুকে পড়ে দীর্ঘ প্রায় আট ফুটের অজগর সাপ। গৌতম বাবু মুরগীর খামারে গিয়ে দেখেন চারটি মুরগী গায়েব। মাচার নীচে শুয়ে আছেন বিশাল অজগর সাপ। অজগরের পেট ফোলা দেখে বাড়ির মালিক বুঝতে পারেন সাপটি আস্ত চারটি মুরগী সাবার করে ভাতঘুম দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ফোন করেন বন বিভাগের কর্মীদের। বনদপ্তরের কর্মীদের সাড়া না পেয়ে পরবর্তীতে খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে। খবর পেয়েই গ্রীন জলপাইগুড়ি রেসকিউ টিমের সদস্য অংকুর দাস, অজয় ঝা ও স্বরুপ বসাক ছুটে যান জলপাইগুড়ি শহর থেকে অদূরে টাকিমারী মহারাজঘাট গৌতম চক্রবর্তীর বাড়িতে। উদ্ধার করেন আট ফুট লম্বা একটি বার্মিজ পাইথন। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, মহারাজঘাট এলাকা থেকে একটি আট ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছি। সাপটা সুস্থ আছে। জলপাইগুড়ি ফেরার পথে গৌরীকন বিট অফিসে হস্তান্তর করা হয়েছে। গৌতম চক্রবর্তীর বাড়ি ফরেস্ট লাগোয়া হওয়ার কারনে মাঝেেমধ্যেই ঐ বাড়িতে অজগর সহ বিভিন্ন সাপ ঢুকে পড়ে। ওনাদের বাড়িতে গত তিন বছরে চারটি অজগর উদ্ধার হয়েছে। জঙ্গলের সাপ জঙ্গলে রাখার জন্য বন বিভাগের একটু নজরদারি দরকার। ওদের পর্যাপ্ত খাবারের সংস্থান যাতে জঙ্গলেই থাকে, তার ব্যবস্থা করা উচিত।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 01, 2025 04:19:08
Purulia, West Bengal:পুরুলিয়া : এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মহিলাদের। ঘটনা পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামের । গত কয়েকদিন ধরেই গ্রামের মহিলারা মদ বিক্রির বন্ধের দাবি জানিয়ে এলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ । গতকাল শুক্রবার বিকেলে বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়কের উপর কুশলডি মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঘমুণ্ডি থানার পুলিশ। মহিলাদের অভিযোগ, এলাকাজুড়ে রমরমিয়ে চলছে মদ বিক্রির ব্যবসা । যত্রতত্র বসছে মদের ঠেক । যুব সমাজ, প্রাপ্ত বয়স্ক পুরুষ থেকে বৃদ্ধ সকলেই মদের প্রতি আসক্ত হচ্ছে । মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন পুরুষেরা। প্রতি বাড়িতে পারিবারিক ঝামেলাও হচ্ছে । মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে । এরই প্রতিবাদে মদ বিক্রি বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা । পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলারা । এরপরই গ্রামের মদ বিক্রির ঠেক গুলিতে হানা দেয় পুলিশ। মদ বিক্রেতাদের বিরুদ্ধে আইানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান মহিলারা। সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশियারি দিয়েছেন মহিলারা । বাইট: ১) পূর্ণিমা মাহাতো (বিক্ষোভকারী মহিলা) ২) শকুন্তলা মাহাতো (বিক্ষোভকারী মহিলা)
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 01, 2025 03:51:58
Baruipur, West Bengal:26 এর আগে আদি তৃণমূল নেতা কর্মীদের কাছে কি জাহাঙ্গীর খান নতুন অক্সিজেন? দক্ষিণ ২৪ পরগনা জুড়ে প্রশ্নটা ঘোরাঘুরি করছে তৃণমূলের অন্দরে। তিনি নিজেকে দাবি করেছিলেন দক্ষিণ ২৪ পরগনা একাধিক লোকসভার দায়িত্ব তিনি পেয়েছে। দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর দেখা যায় কখনো বারাইপুর বিধানসভার একাধিক জায়গা বাসন্তী বিধানসভা ও রাজনৈতিক সভা তিনি করছেন। বিশেষ করে আদি তৃণমূল কর্মীদেরকে দেখা যাচ্ছে তার রাজনৈতিক সভায়। তেমনি বাসন্তী বিধান সভাতে SIR এর নিয়ে প্রতিবাদ সভা করতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে শওকত মোল্লার বিধান সভা থেকে তৃণমূল নেতা কর্মীরা ও ক্যানিং পশ্চিম বিধানসভা নেতা কর্মীরা দলে দলে মিছিল করে তার সাথে দেখা করতে আসেন কয়েকশো তৃণমূল সমর্থতা। কিন্তু জাহাঙ্গীর খান গাড়ি থেকে না নেমে গাড়ির মধ্যে থেকে হাত নাড়িয়ে দিয়ে চলে যান। তৃণমূল কর্মীরা জানান দাদা তোমার সাথে আমরা আছি। আদি তৃণমূলের নেতৃত্বরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা দলের সৈনিক। কিন্তু পুরাতন তৃণমূল কর্মীদেরকে কোন গুরুত্ব নেই আজ। এখন জাহাঙ্গীর খান দায়িত্বে তাই ২৬ এর ভোটে আমরা দিদির হয়ে লড়াই করতে চাই। তাহলে কি সওকাত মোল্লার সাথে তৃণমূলে একাংশ দূরত্ব বজায় ছিল। যেমন ভাঙড়ে কাইজার আহমেদ, আরাবুল ইসলামের মতো । নতুন করে জাহাঙ্গীর খান দায়িত্ব নিয়ে কি অক্সিজেন দিতে চাইছেন তৃণমূল কর্মীদের। সেটাই এখন প্রশ্ন। ২৬ এর ভোটে কি তাহলে সওকাত মোল্লা ভার্সেস জাহাঙ্গীর খানের লড়াই। অনেকগুলো প্রশ্ন দক্ষিণ 24 পরগনা জুরে শাসকদলের মধ্যে ঘুরছে। তবে বিজেপির তরফ থেকে দাবি করা হয় মুখ্যমন্ত্রী এই সমস্ত জাহাঙ্গীর খাঁ শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে রাজ্যে শাসন শোষণ ও সন্ত্রাস চালাচ্ছেন। তবে এসব বিষয় তাদের কোন মাথা ব্যাথা নেই।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 01, 2025 03:51:41
Baruipur, West Bengal:২৬ এর আগে আদি তৃণমূল নেতা কর্মীদের কাছে কি জাহাঙ্গীর খা নতুন অক্সিজেন? দক্ষিণ ২৪ পরগনা জুড়ে প্রশ্নটা ঘোরাঘুরি করছে তৃণমূলের অন্দরে। তিনি নিজেকে দাবি করেছিলেন দক্ষিণ ২৪ পরগনা একাধিক লোকসভার দায়িত্ব তিনি পেয়েছে। দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর দেখা যায় কখনো বারাইপুর বিধানসভার একাধিক জায়গা বাসন্তী বিধানসভা ও রাজনৈতিক সভা তিনি করছেন। বিশেষ করে আদি তৃণমূল কর্মীদেরকে দেখা যাচ্ছে তার রাজনৈতিক সভায়। তেমনি বাসন্তী বিধান সভাতে SIR এর নিয়ে প্রতিবাদ সভা করতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে শওকত মোল্লার বিধান সভা থেকে তৃণমূল নেতা কর্মীরা ও ক্যানিং পশ্চিম বিধানসভা নেতা কর্মীরা দলে দলে মিছিল করে তার সাথে দেখা করতে আসেন কয়েকশো তৃণমূল সমর্থতা। কিন্তু জাহাঙ্গীর খান গাড়ি থেকে না নেমে গাড়ির মধ্যে থেকে হাত নাড়িয়ে দিয়ে চলে যান। তৃণমূল কর্মীরা জানান দাদা তোমার সাথে আমরা আছি। আদি তৃণমূলের নেতৃত্বরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা দলের সৈনিক। কিন্তু পুরাতন তৃণমূল কর্মীদেরকে কোন গুরুত্ব নেই আজ। এখন জাহանգীর খান দায়িত্বে তাই ২৬ এর ভোটে আমরা দিদির হয়ে লড়াই করতে চাই। তাহলে কি সওকাত মোল্লার সাথে তৃণমূলে একাংশ দূরত্ব বজায় ছিল। যেমন ভাঙড়ে কাইজার আহমেদ, আরাবুল ইসলামের মতো । নতুন করে জাহাঙ্গীর খান দায়িত্ব নিয়ে কি অক্সিজেন দিতে চাইছেন তৃণমূল কর্মীদের। সেটাই এখন প্রশ্ন। ২৬ এর ভোটে কি তাহলে সওকাত মোল্লা ভার্সেস জাহাঙ্গীর খানের লড়াই। অনেকগুলো প্রশ্ন দক্ষিণ 24 পরগনা জুরে শাসকদলের মধ্যে ঘুরছে। তবে বিজেপির তরফ থেকে দাবি করা হয় মুখ্যমন্ত্রী এই সমস্ত জাহাঙ্গীর খাঁ শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে রাজ্যে শাসন শোষণ ও সন্ত্রাস চালাচ্ছেন। তবে এসব বিষয় তাদের কোন মাথা ব্যাথা নেই।
0
comment0
Report
PDPradyut Das
Nov 01, 2025 03:51:28
Jalpaiguri, West Bengal:পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে কালিঝোরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে। আজ সকালেও ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় ৮০০ কিউমেক। উত্তরে দুর্যোগ।সকাল থেকে মেঘলা আকাশ। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত।শীতের আমেজ। গত ৫ই অক্টোবর জলপাইগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা ধুপগুড়ি বানারহাটের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই ফের ঘূর্ণিঝড় মন্থার প্রভাব উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা。 ইতিমধ্যেই জেলা প্রশাসন ব্লক প্রশাসনিক তরফ থেকে ধুপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশ এবং প্রশাসনের কর্তারা মানুষজনকে বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেকোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সর্বতোভাবেই সচেতন। বিভিন্ন জায়গায় पुलिस এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতায় মাইকিং প্রচার শুরু করেছেন। বেশ কয়েকটি স্কুলে বহু মানুষজনকে প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। সমস্ত ভাবেই পুলিশ প্রশাসন পাশে রয়েছেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ধুপগুড়ি জেলা বিভিন্ন area's বিধায়ক রা এবং বিডিও, এসডিও, আইসি, এসডিপিও সহ বহু মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একদিকে ত্রিপল বিতরণ অপরদিকে শুকনো খাবার সহ রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে দুস্ত মানুষ মানুষের পাশে। জলপাইগুড়ি পুরসভা সহ বিভিন্ন পৌরসভা এবং মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু করা হয়েছে হেল্প লাইন নাম্বার। জেলা জুড়ে ২৫০ জন সিভিল ডিফেন্স কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জলপাইগুড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে খোলা রয়েছে ফ্লাড কন্ট্রোল রুম। জেলা নদী গুলোর বিভিন্ন তথ্য এই কন্ট্রোল রুম থেকেই সরবরাহ করা হচ্ছে。
0
comment0
Report
NHNantu Hazra
Nov 01, 2025 03:51:13
Salt Lake City, Utah:Dilip Ghosh Reaction on several issue at ecopark. দিলীপ ঘোষ ইকোপার্ক * পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের রায় ছিল দশমীর এক মাসের মধ্যে অনুদানের টাকা ব্যবহারের (ইউটিলাইজেশন সার্টিফিকেট) জমা দিতে হবে। ৩০ অক্টোবর পর্যন্ত কলকাতা পুলিশের কাছে প্রায় ৩ হাজার অনুদানপ্রাপ্ত পুজোর মধ্যে মাত্র ৬০০ সার্টিফিকেট জমা পড়েছে। কেন পুজো কমিটিগুলোর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এত ঢিলেঢালা মনোভাব? *বিহারে এনডিএ-র নির্বাচনি ইস্তেহার। এনডিএ-র ইস্তেহারে সীতা মন্দির! ১ কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি। তীব্র কটাক্ষ কংগ্রেসের। *দলীয় সভা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। *পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বিএলও-র রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি। অভিযোগ, সুতাহাটার জয়নগর এলাকার ১০৭ নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। *উৎসবের মরশুমে রাজ্যে ডেঙ্গির চোখ রাঙানি বর্ষার পরেও রেহাই নেই। চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০০। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ৬ জেলা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় ডেঙ্গির গ্রাফ উর্ধ্বমুখী। এরই মাঝে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে শিশু মৃত্যু। সাধারণের মনে ধরাচ্ছে আতঙ্ক। গায়ে আগুন লাগিয়ে সুইসাইড ব্যারাকপুরে। ১৫ বছর ধরে বাবার বাড়ি যেতে দেওয়া হয়নি ওই গৃহবধুকে। বীরভূম ইলামবাজারে ৯৫ সালের বৃদ্ধের আত্মহত্যা- -- শারীরীক যন্ত্রনা থেকে বলে নাতির দাবি---  দুটো ঘটনাতেই SIR  ও NRC র কারণে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে  রাজ্যের শাসক দল। এই ভাবে কি SIR রোখা যাবে ?  আজকের বৈঠকে অভিষেক দাবি করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বিপদে পড়বেন এসআইআর নিয়ে। তাদের পাশে থাকার নির্দেশ তৃণমূল কর্মীদের। ভারতের জন্য বিপদ বাড়াচ্ছে যে বাংলাদেশ। বাংলাদেশে সরকারিভাবে খোলা হচ্ছে ISI দপ্তর.
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 01, 2025 03:50:48
Kolkata, West Bengal:নতুন মাসের শুরুতে নতুন कुछ গুরুত্বপূর্ণ আপডেট ব্যাঙ্কিংয়ে নতুন নিয়ম ১ নভেম্বর থেকে ব্যাঙ্ক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি (নমিনি) রাখতেপারবেন। এর আগে এই সংখ্যা সর্বোচ্চ একজন বা দু’জন পর্যন্ত সীমিত ছিল। মনোনয়ন যোগদান অর্থাৎ অ্যাডিশন প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাড়াতাড়ি টাকা বা সম্পত্তি তুলতে পারেন। এছাড়া ক্রেডিট কার্ড পেমেন্টে কিছু নতুন চার্জ আরোপ করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা ১,০০০ টাকার বেশি ওয়ালেট টপ-আপের ক্ষেত্রে ১% সার্ভিস ফি দিতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নতুন ফি কাঠামো জানার জন্য নিজ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে। আধার আপডেটের সুবিধা UIDAI জানিয়েছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। এই প্রক্রিয়ায় আর কোনও প্রমাণপত্র আপলোড করতে হবে না। তবে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ বা চোখের স্ক্যান) আপডেট করতে হলে আধার সেন্টারে যেতে হবে। নতুন ফি ধার্য করা হয়েছে, নন-বায়োমেট্রিক আপডেটের জন্য ৭৫ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা। পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে গুরুত্বপূর্ণ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ রূপান্তরের শেষ তারিখও বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। GST ব্যবস্থায় সরলীকরণ আজ থেকে জিএসটি কাঠামোও পরিবর্তিত হচ্ছে। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া এয়া থেকে সরলীকরণ বা সহজ করা হয়েছে। প্রধান দুটি কর স্ল্যাব হবে ৫% ও ১৮%, আর লাক্সারি ও সিন পণ্যের ক্ষেত্রে করের হার ৪০% ধার্য করা হয়েছে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে কর ব্যবস্থা আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসাবান্ধব হবে।
0
comment0
Report
Advertisement
Back to top