Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया का छात्र वास्कर दास इंडिगो के लिए कॉमर्शियल पायलट बन गया—जिले का गर्व

MMManoranjan Mishra
Oct 26, 2025 02:47:19
Purulia, West Bengal
পুরুলিয়া : পুরুলিয়ার মুখ উজ্জ্বল করলো পুরুলিয়া মফস্বল থানার চকঝরিয়া গ্রামের ছেলে পুরুলিয়া সৈনিক স্কুলের ছাত্র ভাস্কর দাস । আন্তর্জাতিক স্তরের ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থায় কমার্শিয়াল পাইলট হিসেবে জেলার প্রথম যুবক হিসেবে কাজে যোগ দিতে চলেছেন ভাস্কর । পুরুলিয়া সৈনিক স্কুল থেকে পঠনপাঠন শুরু ভাস্করের। ছোট থেকেই মেধা হিসেবে সকলের নজর কেড়েছে সে । তারপর দিল্লীতে কোচিং নেওয়া। সেখানে ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাউথ আফ্রিকায় ট্রেনিং প্রিয়ডে গ্র্যাজুয়েশন ডিগ্রীর জন্য পাড়ি দেওয়া। অবশেষে কমার্শিয়াল পাইলট হিসেবে ডিগ্রী অর্জন করলো ভাস্কর । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবক আজ আন্তর্জাতিক বিমান সংস্থার পাইলট । গত শুক্রবার গ্র্যাজুয়েশন ডিগ্রী পায়ে সে । আগামী দু মাসের মধ্যেই ফিরবেন নিজ ভূমিতে। এই খবর পেয়ে খুশির আমেজ দেখা দিয়েছে ভাস্করের পরিবার সহ গোটা এলাকায় । পড়াশোনা ছাড়াও ক্রিকেট, ফুটবল, ছবি আঁকার প্রতি টান রয়েছে তার । দেশী চালের ভাত বা গমের রুটি, ডাল, সবজি খেতে পছন্দ করে । ছোট থেকেই খাবারের পাতে মাছ মাংসের প্রতি আকৃষ্ট নেই বললেই চলে । দশম শ্রেণীতেই সে নির্ধারণ করে কমার্শিয়াল ফ্লাইটের পাইলট হওয়ার । দ্বাদশ শ্রেণী পাশ করে কোচিং নেন দিল্লীতে। সেখানে ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থায় সিলেকশন হয়। পরে ট্রেনিংয়ের জন্য পাড়ি দেয় সাউথ আফ্রিকায়। ভাস্করের বাবা কৈলাস দাস বলেন, ছেলে ছোট থেকেই মেধাবী । মধ্যবিত্ত পরিবারে সংসার চালিয়ে দুই ছেলের পড়াশুনার খরচ সবই একা হাতে বহন করতে হয়েছে । বড়ো ছেলে আজ নিজের মেধার পরিচয় দিয়েছে । এটা আমাদের এবং জেলাবাসীর হিসেবে খুবই গর্বের বিষয় । ভাস্করের মা পম্পা দাস বলেন, আমি গ্রামীণ সরকারি স্কুলে পড়াশোনা করেছিলাম কিন্তু ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছে ছিল ভালো ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে । তাই তাকে ভর্তি করানো হয় সৈনিক স্কুলে । ছেলে নিজের যোগ্যতায় আজ পাইলট হিসেবে যোগ দেবে সত্যিই এটা শুনে খুব খুশি । ছোট থেকেই নিরামিষ সাদা মাটা খাওয়া পছন্দ, পড়াশোনা ছাড়াও প্রতিটি খেলায় সে ছিল পারদর্শী। ছেলে বাড়ি ফিরলে নিজের হাতে ওর পছন্দ মতো খাবার খাওয়াবো । বাইট: ১) ভাস্কর দাস (পাইলট) ১) কৈলাস দাস (ভাস্করণের বাবা ) ২) পম্পা দাস (ভাস্করের মা )
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Oct 26, 2025 08:48:34
Baruipur, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা এবার কি জাহাঙ্গীর ভার্সেস শওকত মোল্লার লড়াই ? তৃণমূলের মধ্যে কি এবার গোষ্ঠী কোন্দলের আশঙ্কা ২৬ এর ভোটের আগে ? ২৬ এর ভোটকে সামনে রেখে দল কে শক্তিশালী করতে চাইছে কালীঘাট । দক্ষিণ ২৪ পরগনা যুব ও মাদার সবাইকে নিয়ে কি পথ চলতে চাইছে তৃণমূল সুপ্রিমো। তাই জন্য কি দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সৈনিক শওকত মোল্লাকে ক্ষমতা কমিয়ে জাহাঙ্গীর খানকে দায়িত্ব বেশি দেওয়ার কি সেই উদাহরণ। তিনি কি যুব ও মাদার সবাইকে নিয়ে পথ চলতে পারেন। দলকে আরো শক্তিশালী করতে পারেন? তাই জন্য কি দল দক্ষিণ 24 পরগনা জাহাঙ্গীরকে বেছে নিলো। এর ফলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়তে পারে সবটাই এখন প্রশ্ন। পাশাপাশি কালীঘাট থেকে সেই বার্তা না আসলে অফিশিয়াল ভাবে জাহাঙ্গীর খান কিন্তু প্রকাশ্যে নিজের দায়িত্ব পাওয়া নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন। তবে সদ্য তারই ইঙ্গিত পাওয়া গেল ভাঙরে। জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের এক অংশ। যারা শওকত মোল্লা থেকে অনেকটা দূরে ছিলেন এতদিন। সেই তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুরাগীরা রাতেই বাজি ফোটান ও মিষ্টিমুখ করে। তারই মধ্যে কাইজার আহমেদ এর পার্টি অফিস ভাঙচুর চালানো হয়। কারা ভাঙচুর চালিয়েছে সেটাও পরিষ্কার না পুলিশ তদন্ত করছে । তাহলে প্রকাশ্য কি সেই গোষ্ঠী কোন্দল সামনে আসছে। সেই ঘটনায় ঘটক পুকুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিকে ঘটকপুকুরে তৃণমূলের এক কার্যালয়ে রাতে শওকত মোল্লা কর্মীদের নিয়ে আর পাঁচটা দিনের মত বৈঠক করেন। সূত্রে জানা যায় শওকত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিষয় নিয়ে কথা হয়। শওকাত মোল্লা যেমনি দায়িত্ব ছিল তেমনই সেই পদেই তিনি আছেন বলে জানা যায়। নিজের বিধানসভা ক্যানিং পূর্ব ছাড়াও ভাঙ্গর মথুরাপুর, গোসোবা, কুলতলি বাসন্তী, ক্যানিং একাধিক বিধান সভার দায়িত্বে শাওকত মোল্লা ছিলেন। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা বা লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করতেন জানা যায়। এবারে কি সেই দায়িত্ব কমিয়ে জাহাঙ্গীর খানকে দায়িত্ব দিলন অভিষেক বন্দ্যোপাধ্যায়,ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা সেই দায়িত্ব পেয়েছেন জানান জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর খাঁ দক্ষিণ ২৪ পরগনা জেলারপূর্ত কর্মদক্ষ দায়িত্বে। তবে অফিসিয়াল ভাবে নতুন এই দায়িত্ব ঘোষণা হয়নি এখনো পর্যন্ত। তবে এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের মধ্যে জল্পনা শুরু হয়েছে বলে জানা যায়। বিশেষ করে তার মধ্যে ভাঙড় বিধানসভায়।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 26, 2025 08:01:06
Kolkata, West Bengal:গতকাল শনিবার সকালে দেগঙ্গা বাজারে একটি ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বাবলু কর্মকারের মৃতদেহ উদ্ধার করেছিল দেগঙ্গা থানার পুলিশ। মৃত ব্যক্তির শরীরে ছিল একাধিক যায়গায় ধারালো অস্ত্রের কোপ, বিছানায় মশারিতে ছোপ ছোপ রক্তের দাগ। খুনের অভিযোগে পুলিশ বাবলুর বন্ধু গোপাল পাল নামে এক যুবককে প্রথমে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়,গুপাল ও মৃত বাবলু একসাথে মদ্যপান করেছিল এবং মদ্যপানের আসরে টাকা পয়সা লেনদেন নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং গোপাল হাতের কাছে থাকা সবজি টাকা ছুরি দিয়ে শরীরের একাধিক যায়গায় কোপ মারে। গতকাল সকালে রক্তাক্ত অবস্থায় মৃত্যু বাবলু কর্মকারের মৃতদেহ উদ্ধার করেছিল দেগঙ্গা থানার পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে খুনের কথা অস্বীকার করেছেন ধৃত গোপাল পাল। দেগঙ্গা থানার পুলিশ ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন जानিয়ে ধৃত যুবকে বারাসত আদালতে পাঠিয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 08:00:51
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির ব্যবসায়ী বাঙালি ক্রেতাকে বাংলাদেশে বলে বিপাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাঙালিকে বাংলাদেশি বলার প্রতিবাদে বাংলার পক্ষ থেকে প্রতিবাদ। ঘটনায় হৈচৈ জলপাইগুড়ি তে। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় একটি দোকানে ক্রেতা গিয়েছিলেন জিনিস কিনতে। সাথে স্ত্রী সন্তানও ছিল। অভিযোগ এমন সময় দরকষাকষির সময় ক্রেতাকে বাংলাদেশী বলেন বিক্রেতা বলে অভিযোগ। এরপর বিষয়টি বাংলা পক্ষকে জানাল সেই ক্রেতা। অবশেষে বাংলা পক্ষের তরফে দিনবাজারের সেই দোকানে যান সেই ক্রেতা ও বাংলার পক্ষের সকল সদস্যরা। শেষে ক্ষমা চান সেই বিক্রেতা। বাংলার পক্ষ থেকে বলা হয় বাঙ্গালীকে বাংলাদেশী বললে তাকেই বা়ংলা ছাড়তে হবে।
0
comment0
Report
ABArup Basak
Oct 26, 2025 08:00:31
Mal Bazar, West Bengal:সাপ্তাহিক হাট ও দৈনন্দিন বাজারে জমে উঠলো ছটের বাজার। মালবাজার মহকুমায় জমে উঠলো ছট পূজার বাজার। রবিবার সকাল থেকে মালবাজার শহরের সাপ্তাহিক হাট ও দৈনন্দিন বাজারে ছট পূজার বাজারে উপচে পড়লো ক্রেতাদের ভীড়। দৈনন্দিন বাজারে ফল ব্যাবসায়ীরা তাদের দোকান পসার সাজিয়ে বসেন। চলে বেচাকিনি। ছট পূজা উপলক্ষ্যে প্রচুর ফলের আমদানি থাকায় ফলের দাম অনেকটাই নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিন শহরের বাজার গুলিতে আপেল ৮০-১০০ টাকা কিলো, নারকেল-৮০-১০০ টাকা গোটা, আখ -৩০ টাকা, মৌসুম্বি -৪০-৫০ টাকা কিলো, জল সিঙ্গারা -১৪০ টাকা কিলো, শসা -৩০ টাকা কিলো, কলার কাঁদি -৩০০-৫০০ টাকা, কলার ডজন প্রতি ৩০-৪০ টাকা, দামে বিক্রি হয়েছে। অন্যদিকে সবজির বাজারও এদিন জমে ওঠে। সবজির দামও ছিলো কিছুটা বেশি। ফুলকপি ৭০ টাকা কেজি, বাধাকপি ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, ছিম ১২০ কেজি, লাউ ৫০ টাকা পিস। ফল ব্যাবসায়ী সিকান্দার রায়, অজয় মাহাতো প্রমুখ জানালেন, ছট পূজা উপলক্ষে বাজার ভোরে প্রচুর ফলের আমদানি হওয়ায় ফলের দাম কিছুটা কমেছে। দাম কম থাকায় ক্রেতারা ফল কিনছেন। ছট পূজা উপলক্ষে মাল শহরের পাঁচটি ছটঘাট সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন ছট ব্রতীরা। প্রশাসনের তরফেও ছটঘাট গুলিতে বাড়তি নজরদারীর বন্দোবস্ত করা হয়েছে। মালবাজার শহরের মহाकাল পাড়ায় পঞ্চরতন সুলভ চেতন ছটঘাট, মশলা পট্টি ছটঘাট, ক্ষুদিরাম পল্লী ছট ঘাট, সূর্যসেন কলোনী ছটঘাট, শঙ্খনি ঝোরা ছট ঘাটে সোমবার বিকালে ও মঙ্গলবার ভোরে ছটব্রতীরা ছট পূজায় অংশগ্রহণ করবেন। রবিবার অনুষ্ঠিত হবে খরনা উৎসব। খরনা উৎসবের মধ্য দিয়েই ছট উৎসবের মূল পূজার আয়োজন পর্ব শুরু হবে বলেও মত ছটব্রতীরা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 07:35:37
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে বিজেপি নেতা কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন সকাল ১১ টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকায় বিজেপি নেতাকর্মীরা নরেন্দ্র মোদিজির মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জেলা জুড়েই এদিনের এই অনুষ্ঠানে বিজেপি নেতাকর্মীরা মন কি বাত অনুষ্ঠাননার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজির বক্তব্য শোনেন। নরেন্দ্র মোদিজির মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে विभिन्न কথা আগামীতে বিজেপি নেতাকর্মীদের কাজে উৎসাহিত করবে বলে উদ্যোক্তারা জানান। ২৬শে অক্টোবর, সকাল ১১টায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির ১২৭তম মন কি বাত অনুষ্ঠান বিভিন্ন জায়গায় সাথে জলপাইগুড়িতেও অংশগ্রহণ করেন বিজেপি নেতৃত্বগণ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 26, 2025 07:35:15
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরে কাস্টমস অফিসারের উপর হামলা, গ্রেফতার এক অটোচালক সোনারপুরে কাস্টমস বিভাগের এক অফিসারের উপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজিজুল গাজী, বাড়ি পোলঘাট এলাকায়। জানা_Gিয়েছে, শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে সোনারপুর মেগাসিটি এলাকার বাসিন্দা ওই কাস্টমস অফিসার প্রদীপ কুমারের সঙ্গে এক অটো চালকের বচসা বাঁধে। অভিযোগ, তর্কাতর্কি চলাকালীন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই স্থান ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ বাদেই ওই অটো চালক আরও কয়েকজনকে নিয়ে ফেরেন ঘটনাস্থলে এবং প্রদীপবাবুর উপর চড়াও হন বলে অভিযোগ। বেধড়ক মারধরে আহত হন তিনি। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাস্টমস অফিসার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং আজিজুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে জানা_gিয়েছে, হামলায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তাঁ들의 চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 26, 2025 07:21:49
Kaji Chak, West Bengal:বনদপ্তরের অনুমতি ছাড়া একাধিক গাছ কেটে ফেলারের অভিযোগ উঠল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ বাজেয়াপ্ত করে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই মামলা রুজু করে। এমনই ঘটনা ঘটেছে মেদনীপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড নজরগঞ্জ এলাকায়। এই ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা দে-র স্বামী বরুণ বিকাশ দে’র বিরুদ্ধে অভিযোগ বনদপ্তরের কাছে কোন অনুমতি না নিয়ে ওই এলাকায় থাকা একাধিক গাছ তিনি কেটে ফেলেছেন। বরুণ বাবুর বক্তব্য, গাছগুলি থাকার জন্য পৌরসভার লাগানো আলো রাস্তায় পড়ছিল না। তাছাড়াও ইলেকট্রিক তারের উপরে গাছের ডাল লেগে রয়েছে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এলাকার মানুষেরাই তাকে বলেছিলেন এই সমস্যার কথা। তাই তিনি গাছগুলিকে কাটার ব্যবস্থা করেছিলেন। আর কাঠগুলিকে জ্বালানির জন্য দেওয়া হতো তারা মা এর মন্দিরে। তবে তিনি স্বীকার করে নেন কোন অনুমতি ছাড়াই গাছগুলিকে কেটেছেন। বনদপ্তরের আধিকারিক মলয় কুমার নন্দী জানান, এই নিয়ে মামলা রুজু করা হয়েছে। গাছ কাটার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 26, 2025 07:21:31
Kolkata, West Bengal:ঝাড়খণ্ডে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে মজুদ থাকা রক্তের ইউনিটে এইচআইভি ভাইরাসের উপস্থিতি। চাইবাসা সদর হাসপাতালের ঘটনা। এই সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে ৫ জন শিশুকে পাঁচ ইউনিট রক্ত দেওয়া হয়। এদের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত। এই শিশুদের ব্লাড টেস্ট করতে এইচ আই ভি পজিটিভ ধরা পড়ে।এই পাঁচ জন শিশুর শারীরিক অবস্থা আশঙ্খা জনক。 ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলার বাসিন্দা পাঁচ জন শিশু। এই ঘটনার সামনে আসতেই তড়িঘড়ি ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে শুরু হয়েছে তদন্ত। পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাইবাসা সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আর কোনো শিশুকে রক্ত দেওয়া হয়েছে কিনা খোঁজ শুরু হয়েছে॥
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 26, 2025 07:04:35
Baruipur, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা এবার কি জাহাঙ্গীর ভার্সেস শওকত মোল্লার লড়াই ? তৃণমূলের মধ্যে কি এবার গোষ্ঠী কোন্দলের আশঙ্কা ২৬ এর ভোটের আগে ? ২৬ এর ভোটকে সামনে রেখে দল কে শক্তিশালী করতে চাইছে কালীঘাট । দক্ষিণ ২৪ পরগনা যুব ও মাদার সবাইকে নিয়ে কি পথ চলতে চাইছে তৃণমূল সুপ্রিমো। তাই জন্য কি দক্ষিণ ২৪ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সৈনিক শওকত মোল্লাকে ক্ষমতা কমিয়ে জাহাঙ্গীর খানকে দায়িত্ব বেশি দেওয়ার কি সেই উদাহরণ। তিনি কি যুব ও মাদার সবাইকে নিয়ে পথ চলতে পারেন। দলকে আরো শক্তিশালী করতে পারেন? তাই জন্য কি দল দক্ষিণ 24 পরগনা জাহাঙ্গীরকে বেছে নিলো। এর ফলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়তে পারে সবটাই এখন প্রশ্ন। পাশাপাশি কালীঘাট থেকে সেই বার্তা না আসলেও অফিশিয়াল ভাবে জাহাঙ্গীর খান কিন্তু প্রকাশ্যে নিজের দায়িত্ব পাওয়া নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন। তবে সদ্য তারই ইঙ্গিত পাওয়া গেল ভাঙরে। জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের একাংশ। যারা শওকত মোল্লা থেকে অনেকটা দূরে ছিলেন এতদিন। সেই তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুগামীরা রাতেই বাজি ফোটান ও মিষ্টিমুখ করে। তারই মধ্যে কাইজার আহমেদ এর পার্টি অফিস ভাঙচুর চালানো হয়। কারা ভাঙচুর চালিয়েছে সেটাও পরিষ্কার না পুলিশ তদন্ত করছে । তাহলে প্রকাশ্য কি সেই গোষ্ঠী কোন্দল সামনে আসছে। সেই ঘটনায় ঘটক পুকুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিকে ঘটকপুকুরে তৃণমূলের এক কার্যালয়ে রাতে শওকত মোল্লা কর্মীদের নিয়ে আর পাঁচটা দিনের মত বৈঠক করেন। সূত্রে জানা যায় শওকত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিষয় নিয়ে কথা হয়। শওকাত মোল্লা যেমনি দায়িত্ব ছিল তেমনই সেই পদেই তিনি আছেন বলে জানা যায়। নিজের বিধানসভা ক্যানিং পূর্ব ছাড়াও ভাঙ্গর মথুরাপুর, গোসোবা, কুলতলি বাসন্তী, ক্যানিং একাধিক বিধান সভার দায়িত্বে শওকত মোল্লা ছিলেন। পঞ্চায়েত ভোট হোক বা বিধান সভা বা লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করতেন জানা যায়। এবারে কি সেই দায়িত্ব কমিয়ে জাহাঙ্গীর খানকে দায়িত্ব দিলন অভিষেক বন্দ্যোপাধ্যায়,ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা সেই দায়িত্ব পেয়েছেন জানান জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর খাঁ দক্ষিণ ২৪ পরগনা জেলারপূর্ত কর্মদক্ষ দায়িত্বে। তবে অফিসিয়াল ভাবে নতুন এই দায়িত্ব ঘোষণা হয়নি এখনো পর্যন্ত। তবে এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের মধ্যে জল্পনা শুরু হয়েছে বলে জানা যায়। বিশেষ করে তার মধ্যে ভাঙ্গড় বিধানসভায়।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 26, 2025 07:04:22
Baruipur, West Bengal:दक्षिण 24 परगना এবার क्या जাহांगिर बनाम शौकत मोल्ला की लड़ाई? तृणমূল के भीतर क्या इस बार गुटबंदी के आसार 26 के वोट के पहले? 26 के वोट को देखते हुए दल को मजबूत करने के लिए कालIGHat (कालीघाट) काम कर रहा है. दक्षिण ২৪ পরগনা যুব व मादर सभी को लेकर क्या रास्ता अपनाने चला रही त्रिणमूल सुप्रीमो. इसके लिए क्या दक्षिण ২৪ परगना अभिषेक बनर्जी एक सैनिक शौकत मोल्ला को पद घटाकर जाहांगिर खान को अधिक जिम्मेदारी देने का संकेत? वह क्या युवक व मातर सभी के साथ मिलकर काम कर पाएंगे? क्या दल दक्षिण 24 परगना में जाहांगिर को चुनेगा? इसके बाद गुटबंदी बढ़ने की संभावना सबके सामने है. वहीं जाहांगिर खान के पदभार मिलने के बाद भी बांगड़ से संदेश नहीं आया, लेकिन आधिकारिक तौर पर उन्होंने अपने दायित्व लेने को लेकर अपने कर्मियों से कहा. पर अभी हाल में विभाजन में संकेत मिला. जाहांगिर खान पदभार पाने के बाद दक्षिण चब्बिश परगना भीख में खुशी मनाने लगे एकাংশ ने. जो शौकत मोल्ला से दूर थे, उनके समर्थक रातों-रात बाजी लगा कर मिठाई बाँटते हैं. इसी दौरान काज़र अहमद के कार्यालय पर तोड़फोड़ भी हुआ. किसने किया ये अभी स्पष्ट नहीं, पुलिस जांच कर रही है. फैसले किसके पक्ष में यह स्पष्ट नहीं. घटना स्थल पर बड़ा पुलिस बल तैनात किया गया. इसके बाद घटनाक्रम में शौकत मोल्ला अपने कर्मियों के साथ बैठक करते दिखे. सूत्रों के अनुसार शौकत मोल्लाAbhishek Banerjee के साथ मामले पर चर्चा करते दिखे; शौकत मोल्ला जैसी-जैसी जिम्मेदारी थी, वैसी ही भूमिका निभाते दिखते हैं. अपने विधानसभा कनिंग पूर्व के साथ-साथ भांगर मथुरापूर, गोसोबा, कुलतली, বাসंती आदि जगहों पर भी जिम्मेदारी बताई गई है. पचास वोट हों या विधान सभा या लोकसभा, अभिषेक बनर्जी सेना की तरह जिम्मेदारी लेते रहे. क्या इस बार वह जिम्मेदारी जाहांगिर खान के हाथ में दे देंगे? आधिकारिक तौर पर नया दायित्व अभी घोषित नहीं हुआ है. इस पर दक्षिण २४ परगना तृणमूल के भीतर नेताओं के बीच चर्चा तेज है, खासकर भांगर विधानसभा में.
0
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 06:48:53
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে শুরু হতে চলেছে উত্তরবঙ্গ গোল্ড কাপ, উপস্থিত Indian Football Academy এর সহ সভাপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি উদ্যোক্তাদের। কটাক্ষ বিজেপির। ৮ নভেম্বর থেকে ফের বড় ফুটবলের আসর বসছে জলপাইগুড়িতে। শুরু হচ্ছে উত্তরবঙ্গ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৌরভ পাল, ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের সভাপতি শক্তিব্রত দাশগুপ্ত, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জলপাইগুড়ি ফুটবল আকাদেমির সহ সভাপতি সৌমিক মজুমদার ও সম্পাদক অতীন্দ্র বিকাশ রায়। এছাড়া ছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল ও মাহিন্দ্রা ইউনাইটেডের ফুটবলার মনজিৎ সিং সহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানান, জলপাইগুড়ি ফুটবল আকাদেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ গোল্ড কাপ। এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জলপাইগুড়ির ইউরোপীয়ান ক্লাবে। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। খেলা হবে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে。
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top