Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

दেগंगा बाजार में बाबलु कर्माकर हत्या: दोस्त गोपाल पाल गिरफ्तार, अदालत में 7 दिन की पुलिस हिरासत

MMManoj Mondal
Oct 26, 2025 08:01:06
Kolkata, West Bengal
গতকাল শনিবার সকালে দেগঙ্গা বাজারে একটি ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বাবলু কর্মকারের মৃতদেহ উদ্ধার করেছিল দেগঙ্গা থানার পুলিশ। মৃত ব্যক্তির শরীরে ছিল একাধিক যায়গায় ধারালো অস্ত্রের কোপ, বিছানায় মশারিতে ছোপ ছোপ রক্তের দাগ। খুনের অভিযোগে পুলিশ বাবলুর বন্ধু গোপাল পাল নামে এক যুবককে প্রথমে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়,গুপাল ও মৃত বাবলু একসাথে মদ্যপান করেছিল এবং মদ্যপানের আসরে টাকা পয়সা লেনদেন নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং গোপাল হাতের কাছে থাকা সবজি টাকা ছুরি দিয়ে শরীরের একাধিক যায়গায় কোপ মারে। গতকাল সকালে রক্তাক্ত অবস্থায় মৃত্যু বাবলু কর্মকারের মৃতদেহ উদ্ধার করেছিল দেগঙ্গা থানার পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে খুনের কথা অস্বীকার করেছেন ধৃত গোপাল পাল। দেগঙ্গা থানার পুলিশ ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন जानিয়ে ধৃত যুবকে বারাসত আদালতে পাঠিয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Oct 26, 2025 11:20:16
Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নিয়ে লাগাতার মন্তব্য। ভারতীয় মুসলমানরা ভালো, বাংলাদেশী এবং রোহিঙ্গাদের তাড়াতে হবে, এমন মন্তব্য। তার পরই শুভেন্দুর খাস তালুক খেজুরির দুখীর বাড়ি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তৃণমূলের সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলী! আরো ৬০টি পরিবার তার হাত ধরে যোগদান করতে চলেছে। শুভেন্দুর জেলা থেকে সংখ্যালঘুদের যোগদানের শুরু এবার সর্বত্র যোগদান পালা চলবে। দাবি বিজেপির। খেজুরী এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য! শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পরেই নতুন রাজনৈতিক হাওয়া বইল খেজুরীতে। খেজুরী বিধানসভার খেজুরী ১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ও ১০১ নং মোক্তব বুথের বুথ সভাপতি শেখ আবেদ আলী আজ বিজেপিতে যোগ দিলেন দুখীর বাড়ির কাছেই, যাকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে এলাকায়। খেজুরী বিধায়ক শান্তনু প্রামানিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি, মন্ডল সভাপতি রবীন মান্না, সাধারণ সম্পাদক সৈকত জানা, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলি সহ একাধিক বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শেখ আবেদ আলী যোগ দেন বিজেপিতে। বিধায়ক শান্তনু প্রামানিক দলের পতাকা তুলে দিয়ে শেখ আবেদ আলীকে স্বাগত জানান। আবেদ আলী বলেন, “তৃণমূলের দুর্নীতি ও ভণ্ডামিতে বিরক্ত হয়ে বিজেপিতে যোগদান করেছি। আমার সঙ্গে আরও ৬০টি পরিবার শীঘ্রই বিজেপিতে আসবে।” বিধায়ক শান্তনু প্রামানিক বলেন, “তৃণমূলের অরাজকতা ও মিথ্যা সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবেদ আলীর মতো নেতারা এখন বিজেপিতে আসছেন।” অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, “ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন আবেদ আলী, এতে দলের কোনও ক্ষতি হবে না।” এই যোগদানকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলির বক্তব্য, “তৃণমূল সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে আটকে রেখেছিল, এখন মানুষ ভুল বোঝানো বুঝতে পেরেছে। বিজেপির আহ্বানেই সেই ভয় কাটিয়ে বিজেপির পথে হাঁটছে।” বাইট: শেখ আবেদ আলী – দল পরিবর্তনকারী নেতা শান্তনু প্রামানিক – বিধায়ক, খেজুরী বিধানসভা শেখ তৈমুর আলি – সভাপতি, কাঁথি সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চা, বিজেপি।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 11:19:57
Barrackpore, Kolkata, West Bengal:*পানিহাটি দক্ষিণ পানশিলায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে রাস্তায় শুয়ে মারধরের ভিডিও ভাইরাল,আক্রান্ত কোলকাতা পুলিশের পার্কস্ট্রীট থানার অফিসারের পরিবার* পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকায় কালীপুজোর বিসর্জনকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলো।।মহিলাদের মধ্যে চুল টানাটানি থেকে শুরু করে চড় থাপ্পর রাস্তায় শুয়ে মারধোর চলল একে অপরের মধ্যে।।ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।।ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসলে তাদের সাথেও বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও মহিলারা। *তবে ক্ষোদ কোলকাতা পুলিশ অফিসারের পরিবার বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে। আক্রান্তরা সবাই পার্ক স্ট্রীট থানারের অফিসারের স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্য।* বাইটঃ- সুস্মিতা চৌধুরী সাহা( আক্রান্ত মহিলা) বাইটঃ- আক্রান্ত পুলিশ অফিসারের মেয়ে 261025 BKP KHARDAH 2C TE
3
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 11:19:43
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকায় কালীপুজোর বিসর্জনকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলো।। মহিলাদের মধ্যে চুল টানাটানি থেকে শুরু করে চড় থাপ্পর রাস্তায় শুয়ে মারধোর চলল একে অপরের মধ্যে।। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসলে তাদের সাথেও বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও মহিলারা। তবে ক্ষোদ কোলকাতা পুলিশ অফিসারের পরিবার বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে। আক্রান্তরা সবাই পার্ক স্ট্রীট থানার অফিসারের স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্য।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 10:46:13
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 10:36:03
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 26, 2025 10:04:51
Ranaghat, West Bengal:পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি আহত এক। এদিন ঘটনাটি ঘটে নদী আর চাকদহ বনগাঁ রোডে। সূত্রের খবর চাকদা বনগাঁ রোড এর উপর বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুই ব্যক্তি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তি এবং আহত অবস্থায় আরেক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে চাকদহ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদহ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতনকে পাঠায় এবং আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যদিও ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনার গোটা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 26, 2025 10:03:52
Kolkata, West Bengal:shamik maan ki baat
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 26, 2025 10:03:07
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 10:02:49
Howrah, West Bengal:রক্তদান শিবির নিয়ে বাঁকড়ায় রাজনৈতিক চাপানউতোর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে সোমবার বাঁকড়া নয়াবাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর আসার কথা আছে। এই ব্যাপারে স্থানীয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে আইএসএফ এর পক্ষ থেকে অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু রবিবার সকালে ডেকরেটর কর্মীরা যখন রক্তদান শিবিরের জন্য প্যান্ডেল তৈরি করছিল সেই সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্টেজ এবং প্যান্ডেল তৈরি করতে বাধা দেওয়া হয়ে বলে আইএসএফ এর অভিযোগ। স্থানীয় এক আইএসএফ নেতা বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশে পুলিশ তাদের রক্তদান শিবিরে বাধা দিচ্ছে। যদিও এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। আসলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তাই যেভাবে হোক তারা অনুষ্ঠান বানচাল করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের ডোমজুড় ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন তৃণমূল দল কখনো প্রশাসনকে নির্দেশ দেয় না। প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে। কি কারনে প্রশাসন অনুমতি দেয়নি তা তারা জানেন না। এদিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই জমিতে যে রক্তদান শিবির হওয়ার কথা সেই জমির মালিক পুলিশের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন। তাই পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তবে তারা যদি কারো ব্যক্তিগত জমিতে শিবির করে সেক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করবে না.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 10:02:30
Howrah, West Bengal:রক্তদান শিবির নিয়ে বাঁকড়ায় রাজনৈতিক চাপানউতোর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে সোমবার বাঁকড়া নয়াবাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর আসার কথা আছে। এই ব্যাপারে স্থানীয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে আইএসএফ এর পক্ষ থেকে অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু রবিবার সকালে ডেকরেটর কর্মীরা যখন রক্তদান শিবিরের জন্য প্যান্ডেল তৈরি করছিল তখন ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্টেজ এবং প্যান্ডেল তৈরি করতে বাধা দেওয়া হয়েছে বলে আইএসএফ এর অভিযোগ। স্থানীয় এক আইএসএফ নেতা বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশে পুলিশ তাদের রক্তদান শিবিরে বাধা দিচ্ছে। যদিও এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। আসলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তাই যেভাবে হোক তারা অনুষ্ঠান বানচাল করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের ডোমজুড় ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন তৃণমূল দল কখনো প্রশাসনকে নির্দেশ দেয় না। প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে। কি কারনে প্রশাসন অনুমতি দেয়নি তা তারা জানেন না। এদিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই জমিতে যে রক্তদান শিবির হওয়ার কথা সে জমির মালিক.police লিখিত আপত্তি জানিয়েছেন। তাই পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তবে তারা যদি কারো ব্যক্তিগত জমিতে শিবির করে সেক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করবে না।
0
comment0
Report
ABArup Basak
Oct 26, 2025 10:02:15
Mal Bazar, West Bengal:টোটোর চোরাই ব্যাটারিসহ গ্রেপ্তার ৬, মাল কেনার দায়ে গ্রেপ্তার আরও ২... মালবাজারের ইদানীং চুরির ঘটনা বেরেই চলেছে। বিশেষ করে রাতের অন্ধকারে বহু টোটোর ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এবার টোটোর চোরাই ব্যাটারি সহ ৬ জনকে গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ। সেই সাথে চোরাই ব্যাটারি কেনারের অপরাধে গ্রেপ্তার আরও ২ জন। রবিবার পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে চোরাইমাল সহ ৮ জনকে সামনে আনা হয়। জানাগেছে, গত কয়েক মাস ধরে মালবাজার শহরের ৮, ১০,১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে টোটোর মুল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছিলো। থানায় অভিযোগ হচ্ছিল।এনিয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মালবাজার থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের সুত্র ধরে আরও ২ জনকে গ্রেপ্তার করে যারা চোরাই ব্যাটারি কিনেছিল। পুলিশ সুত্রে জানাগেছে, মোট ৮টি ব্যাটারি, ১টি টোটোর চাকা ও ১টি মোটোর উদ্ধার হয়েছে। ধৃতদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে。
0
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 09:20:56
Belna, West Bengal:বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা নিয়ে নিরাপত্তা এখনও বহাল রয়েছে রেলের পরীক্ষামূলকভাবে চালু হওয়া একাধিক নিয়ম। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছেন জিআরপি ও আরপিএফ। যাত্রীরা বলেন, “রেলের এই তৎপরতা আমাদের খুবই ভালো লাগে। কিন্তু, যদি আগে থেকে দেখা যেত, তাহলে দুর্ঘটনা এড়ানো যেত।” যাত্রী ভিড় নিয়ন্ত্রনের জন্য প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে মাইকিং হচ্ছে নিয়মিত এবং অতিরিক্ত রেলপুলিশ মোতায়েন রয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বর্ধমান–হাওড়া কর্ড লোকাল ছাড়বে ৩ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–হাওড়া মেন লাইন লোকাল ৪ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–আসানসোল ও বর্ধমান–রামপুরহাট লোকাল ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–কাটোয়া লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রনের জন্য নির্দিষ্ট ফুটওভারব্রিজ দিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে; ওভারব্রিজে দাঁড়ানো নিষিদ্ধ এবং প্রতিটি প্ল্যাটফর্ম ও ব্রিজে স্পেশাল টিম মোতায়েন রয়েছে, যারা মাইকিং করে যাত্রীদের প্ল্যাটফর্ম ও সিঁড়ি ব্যবহারে দিক-নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি স্টেশনের প্রতিটি অংশে নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি। উল্লেখ্য, ১২ অক্টোবর সন্ধ্যায় ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজে ওঠার সিঁড়িতে পদপিষ্ট হয়ে বহু যাত্রী জখম হন ও পরে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে রেলের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। যাত্রীদের দাবি, রেলের নজরদারি ও যাত্রী নিয়ন্ত্রণে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 26, 2025 09:20:25
Purulia, West Bengal:পুরুলিয়া : সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাড়া (মোষের) লড়াইয়ের আয়োজন পুরুলিয়া মফস্বল থানার মনিপুর গ্রামে । প্রাণের ঝুঁকি নিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে আয়োজন হলো কাড়া লড়াইয়ের । জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাড়া নিয়ে হাজির হয়েছিলেন মালিকেরা । সেখানে আখাড়াতে নিজেদের কাড়া নিয়ে লড়াইয়ের ময়দানে সামিল করেন । এর আগে জেলার বিভিন্ন প্রান্তে কাড়া লড়াইয়ের আয়োজনে প্রাণ গিয়েছে একাধিক মানুষের । প্রশ্ন উঠছে যেখানে কাড়া লড়াই আইনি ভাবে নিষিদ্ধ রয়েছে সেখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে আয়োজন হলো মারণ লড়াইয়ের ? যদিও এবিষয়ে কাড়া লড়াই আয়োজকরা মুখে কুলুপ এঁটেছেন।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top