Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाइगुड़ी के बीडीओ प्रशांत बर्मन पर मीडिया की भूमिका को लेकर बयान

PDPradyut Das
Nov 09, 2025 05:02:15
Jalpaiguri, West Bengal
রাজু ঢালী চালক সহ তুফান থাপা দুজন গ্রেপ্তারের পর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি। রাজু ঢালী এবং তুফান থাপা কি আপনার ঘনিষ্ঠ এই প্রসঙ্গে তিনি বলেন, সংবাদমাধ্যম এই কথা বলছে, কিন্তু আমি ব্লকের বিডিও হিসেবে কাজ করছি। আমার কাছে সমস্ত জনগণ আমার ঘনিষ্ঠ। তিনি বলেন আমি শুক্রবারও এই কথা বলেছিলাম সংবাদমাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে তাহলে সমাজের পক্ষে ক্ষতি। দেশের আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে এবং সর্বোচ্চ কোর্ট রয়েছে। আমি মনে করি বিচার বিভাগের যে তদন্ত গুলো হচ্ছে সেটা নিয়ে সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে বিচার দেখিয়ে দেয় অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস। সংবাদ মাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই। সবাই সমান না তবে কিছু কিছু ব্যক্তি এবং সাংবাদিক আছেন যারা পারলে নিজেই জাজমেন্ট দিয়ে দেন। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন বলছি এটা ষড়যন্ত্র আমাকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চলছে।
12
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Nov 09, 2025 07:18:49
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার: ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান इस्तीफे নিয়ে রাজনৈতিক গুঞ্জন ফালাকাটা জুড়ে। বিরোধী বিজেপি বিধায়ক বলেন বখড়ার হিসাব মেলেনি তাই রাজ্য নেতৃত্ব পদত্যাগ করিয়েছেন। ফালাকাটা ত্র_nমুল কংগ্রেসের ব্লক সভাপতি রাজু মিশ্র বলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বদলের বিষয়ে রাজ্য নেতৃত্ব আমাদের কোন মতামত নেয়নি, সুতরাং কারা পরবর্তী পদাধীকারি হবেন তা দলই ঠিক করবেন। দলের নির্দেশে পদত্যাগ করেছি কাউন্সিলার হিসাবে যতটুকু কাজ করার করতে হবে। ক্ষোভের সুর রয়েছে একদা ফালাকাটার বিধায়ক প্রয়াত অনিল অধিকারীর ছেলে জয়ন্ত অধিকারীর গলায়। কতদিন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান বিহীন হয়ে থাকে সেই প্রশ্নই ঘুরছে সদ্য পুরবাসির কাছে। ( 1) জয়ন্ত অধিকারী - পদত্যাগী ভাইস চেয়ারম্যান। 2) দীপক বর্মন - বিজেপি বিধায়ক। 3) রাজু মিশ্র - তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 09, 2025 07:18:34
Kaji Chak, West Bengal:সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার বিক্রি হচ্ছে চড়া দামে,প্রিন্ট রেটের থেকে বস্তায় ৩০০/ ৪০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা, দেওয়া হচ্ছে না পাকা রশিদ,আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, জমিতে পাকা ধান কেটে চলছে আলু লাগানোর কাজ। আলু চাষের জন্য অধিক পরিমাণে প্রয়োজন রাসায়নিক সারের। সরকারি ভর্তুকি দেওয়ার রাসায়নিক সার কৃষকদের কিনতে হচ্ছে চড়া দামে, অসাধু ব্যবসায়ীরা গুদামে রাসায়নিক সার মজুত রেখে চড়া দামে বিক্রি করছেন, দিচ্ছেন ন پাকা रशीद। রাসায়নিক সারের বস্তার গায়ে পিন্ট রেট দেখে কেন সার কিনছেন না কৃষকেরা! কৃষকদের দাবি তারা লেখাপড়া জানেন না রাসায়নিক সারের প্যাকেটের গায়ে লেখা দাম না দেখেই তারা বেশি দামে কিনে নিচ্ছেন সার। প্রতিবছর আলু চাষের সময় রাসায়নিক সারের কালবাজারি হয়, কৃষি দপ্তর অভিযান চালিয়ে রাসায়নিক সারের কালোবাজারি আটকাতে এলাকায় এলাকায় অভিযান চালায় কিন্তু আবারো চড়া দামে সার বিক্রি করেন ব্যবসায়ীরা আর ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। কৃষকদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে কবে কৃষি দপ্তর অভিযান চালাবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 09, 2025 07:06:24
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীতে ফের রদবদল, ৭ দিনে দ্বিতীয় পরিবর্তন – রাজনীতির তাপ বেড়েছে শহরে মাত্র seven দিনের ব্যবধানে ফের রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীতে রদবদল। এই সময়ের মধ্যে এটি দ্বিতীয়বার প্রশাসনিক পরিবর্তন। তবে নামের তালিকায় অপরিবর্তিত একমাত্র ব্যক্তি রয়ে গেছেন – সন্দীপ বিশ্বাস। তিনি আগের মতোই এবারও পৌর প্রশাসকের দায়িত্বে বহাল। এই পরিবর্তনের পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জ পৌরসভা ও এলাকার বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে, তা নতুন করে আরও স্পষ্ট হলো বলে মনে করছে বিরোধীরা। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। এমনকি দুর্গাপূজার কার্নিবালের মূল মঞ্চে শহরের বিধায়কের উপস্থিতি না থাকার কথা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে প্রশাসক মণ্ডলীতে পুনরায় পরিবর্তন এনে প্রশাসনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপি নেতা বিশ্বেরজিৎ লাহিড়ী‍ কটাক্ষ করে বলেন, রায়গঞ্জে পুর পরিষেবা বেহাল, অথচ প্রশাসন খেলছে ‘প্রশাসক পরিবর্তনের খেলা’। নাগরিকেরা পরিষেবা চায়, নির্বাচন চায়। কিন্তু বিধায়কের সঙ্গে সেটিং করেই একই মুখ আবার চেয়ারে বসানো হলো। বলি দেওয়া হলো কয়েকজনকে। অন্যদিকে কংগ্রেস নেতা তুষার গুহ বলেন, এভাবে পরিবর্তন করে পরিষেবার উন্নতি হবে না। মানুষ পরিষেবা চায়, প্রশাসক বনাম বিধায়কের টুর্নামেন্ট নয়। দু’বার প্রশাসক জিতেছেন, এখন রায়গঞ্জের মানুষ তৃতীয় টুর্নামেন্টের অপেক্ষায়। তবে শাসক শিবির বিষয়টিকে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সদ্য প্রশাসক পদ থেকে বাদ যাওয়া উপ-পৌর প্রশাসক ও তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার জানান, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। আমাদের দল সরকারের সময়ে প্রশাসন ও দল চালাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিবর্তন আনে। এতে বিজেপি বা বিরোধীদের মাথাব্যথার কিছু নেই। প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসের স্থায়িত্ব এবং প্রশাসক মণ্ডলীর বারংবার রদবদল ঘিরে শহরে এখন আলোচনাটুঙ্গে. রায়গঞ্জের নাগরিকেরা বলছেন, রাজনীতি- পালাবদলের এই টানাপোড়েনে যেন হারিয়ে যাচ্ছে পৌর পরিষেবার মূল প্রশ্ন—নাগরিক সুবিধা ও উন্নয়ন।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 09, 2025 07:06:08
Jhargram, West Bengal:পাকা ধান ভর্তি মাঠে। যেকোনো সময় হাতি এসে তা খেয়ে নিতে পারে। হাতে কাটলে সময় লাগবে তাই হাতির ভয়ে মেশিন দিয়ে তাড়াতাড়ি ধান কাটছে। তাতেও নিস্তার নেই। ট্রাক্টারে জমা করা ধান ই খেতে শুরু করলো রামলাল। ফলে চরম সমস্যায় চাষি রা। ঝাড়গ্রামের সাঁকরাইলের বাকড়াতে হাতির তাণ্ডব। জমিতে পাকা ধান সেই ধান কেটে বাড়ি আনাতে সময় লাগবে বলে মেশিন দিয়ে তাড়াতাড়ি ধান কেটে বাড়ির পথে রওনা দেওয়ার সময় পথে বাঁধা দল ছুট দাঁতাল হাতি। খাবারের সন্ধানে কখন ধান বোঝাই ট্রাক্টরের উপর হামলা কখনো চাষের জমিতে দাপিয়ে বেড়ানো খাবারের সন্ধানে। যা দেখে রীতিমত সকলে আতঙ্কে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তরে কর্মীরা।
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 09, 2025 07:05:58
Bardhaman, West Bengal:কালান্তক কেউটে সাপের সাথে লড়াই করে জয়ী হয়েছিল ড্যানি। আজ সে তেরোটা বাচ্চার মা। ড্যানি থাকে পূর্ব বর্ধমানের কোনাকৃষ্ণপুর গ্রামে। তার সাথে থাকে আরও কয়েকটি কুকুর। প্রায় বিরল ক্যানكورসো প্রজাতির মেয়ে কুকুর ড্যানি। সেদিনের ঘটনা ছিল শিউরে ওঠার মত। এক প্রেগন্যান্ট ক্যান করসো কুকুর, সাপের ছোবল, আর পশুচিকিৎসকের লড়াই — কোজাগরী পূর্ণিমার আলোয় ঘটেছিল এক রোমাঞ্চকর গল্প। পূর্ব বর্ধমান জেলার কোনাকৃষ্ণপুর গ্রামের এক শান্ত পাড়ায় কোজাগরীর রাতে যখন বাড়ির বারান্দায় ধূপ-ধুনো জ্বলছে, চারদিকে শোনা যাচ্ছে ঘণ্টাধ্বনি আর “ওম জয় মা লক্ষ্মী” — ঠিক তখনই উঠোনের অন্ধকারে নড়ে উঠল কিছু একটা। ওই বাড়িতে আছে নানা প্রজাতির আটটি কুকুর। দুই প্রবীণ মানুষ আর তাদের কেয়ারগিভার থাকেন ওই বাড়িতে।বাড়ির অন্য সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে বাইরে থাকেন। সেদিন ঘরে ঢুকে পড়েছিল একটি কেউটে সাপ। আর সেই মুহূর্তেই, পরিবারের প্রিয় কুকুর ‘ড্যানি’, এক Cane Corso প্রজাতির সাহসিনী মা (১ মাসের গর্ভবতী), ছুটে যায় সামনে।গর্ভে তখন এক মাসের সন্তান।তবু মাতৃত্ব বা ভয় কোনোটা তাকে থামাতে পারেনি। এক ঝটকায় সে মুখে তুলে নেয় সাপটিকে —পর মুহূর্তে ছোবল খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে। রাত তখন প্রায় সাড়ে আটটা। ড্যানিকে তড়িঘড়ি তুলে নিয়ে যাওয়া হয় বর্ধমানের ঘোরদৌড় চটির একটি বেসরকারি পশু চিকিৎসা কেন্দ্রে।সেখানে ডিউটিতে ছিলেন ডাঃ জাহাঙ্গীর খান, পশুচিকিৎসক হিসাবে, অবস্থা বেগতিক হওয়ায় বিশেষ অনুরোধে আনা হয় প্রাণী চিকিৎসক ডাঃ পার্থ সরকারকে। যিনি আগেও সর্পদষ্ট কিছু প্রাণীকে মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছেন। এবছরই চন্দ্রবোড়া, গোখরো,কেউটে সাপের দ্বারা আক্রান্ত বেশ কয়েকটি কুকুর প্রাণ ফিরে পেয়েছে ডা: পার্থ সরকারের সঠিক সিদ্ধান্ত আর তৎপরতায়।সেদিনও তাই হয়েছিল। এরপর চলেছিল এক টানা যুদ্ধ। চিকিৎসায় রেসপন্স করে ড্যানি। তার শরীরে কেউটের বিষ ছড়িয়ে পড়েছিল। তাই অ্যান্টিভেনম সহ অন্যান্য ওষুধ দ্রুত প্রয়োগ করা হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ড্যানি। একটা বড় সমস্যা ছিল। ড্যানি নিজেই গর্ভবতী ছিল। তাই চাপও ছিল। কিন্তু এই সারমেয়র অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে সব কিছু। একমাস পেরিয়ে এ সপ্তাহেই মা হয়েছে ড্যানি। এক, দুটো নয়, সে এখন তেরোটি সন্তানের গরবিনী মা। বাড়ির অভিভাবিকা প্রণতি সরকার জানান, 'ড্যানি খুব সাহসী মেয়ে। স্বাভাবিকভাবেই ও বাচ্চাদের নিয়ে ভাল আছে। এই কৃতিত্ব আমি চিকিৎসককেই দেব।' অন্যদিকে ডা: পার্থ সরকার জানান, সাপের কামড় থেকে ড্যানিকে বাঁচানো গিয়েছিল। সে গর্ভবতী থাকায় সব দিকে খেয়াল রাখা হয়েছিল। এখন সে স্বাভাবিকভাবেই ১৩ টি বাচ্চার জন্ম দিয়েছে। তিনি জানান, সাধারণত ৮-৯ টি বাচ্চার জন্ম দেয় এই প্রজাতির কুকুর। এবারের ১৩ টিই সুস্থ আছে। তবে সাপের কামড় খেয়ে বেঁচে উঠে স্বাভাবিকভাবেই এতগুলি বাচ্চার জন্ম সত্যিই রেয়ার। বাইট : ১) প্রণতি সরকার ( বাড়ির সদস্য) ২) ডা: পার্থ সরকার ( চিকিৎসক)
0
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 07:05:33
Jalpaiguri, West Bengal:ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে আর ইন্ডিয়া ইন্টার সাঁই ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত রয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ‌ সুরেশ‌ বাবু। এছাড়া উপস্থিত রয়েছেন অল‌ ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। প্রতিযোগিতার প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে আর সি ত্রিবান্দ্রম‌ ও ক্যালকাটা আর সি (বি) দলের মধ্যে। ২-০ গোলে জয়ী হয়েছে আর সি ত্রিবান্দ্রম‌ দল। দ্বিতীয় ম্যাচে ইম্ফলের‌ মুখোমুখি হয়েছিল গৌহাটি। ৩-১ গোলে জয়ী হয়েছে ইম্ফল দল। জলপাইগুড়ি সাই ট্রেনিং সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় স্তরের একটি ফুটবল দল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
0
comment0
Report
EGE GOPI
Nov 09, 2025 07:05:14
0
comment0
Report
EGE GOPI
Nov 09, 2025 07:04:58
0
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 06:31:09
Jalpaiguri, West Bengal:এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়ে বাংলার সরকারকে কটাক্ষ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। আজ সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারে যাওয়ার পথে জলপাইগুড়ির গোশালা মোড়ে বিজেপি কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। সেখানেই প্রশ্নের উত্তরে বিপ্লব দেব কটাক্ষ করে বলেন, এরপর তো কারও জ্বর হলেও বলবে এসআইআর আতঙ্কে জ্বর হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি। বলেন, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে রয়েছেন। কারণ, তাঁর হাতে ইস্যু নেই। আমি সংগঠনের কাজে ব্যস্ত। এসআইআর নিয়ে মাথাব্যথা নেই। ওটা নির্বাচন কমিশনের কাজ।
4
comment0
Report
CDChittaranjan Das
Nov 09, 2025 06:16:40
Durgapur, West Bengal:চায়ের চুমুক দিয়ে বসে আড্ডা। রাজনীতি, সমাজ, নেতা-নেত্রী নিয়ে প্রতিদিনের তর্ক-বিতর্কে মুখর থাকে দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ে বয়স্কদের । কিন্তু বছরের একদিন সন্ধ্যায় সেই সমালোচকরা চায়ের কাপে চুমুক না দিয়ে হাতে নেন জীবনের অমৃত দান রক্তদান। দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ে কমল কানন চায়ের আড্ডার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবির যেন হয়ে উঠেছিল উৎসবের মঞ্চ। শনিবার সন্ধ্যায় হাসি, গল্প, সঙ্গীত আর মানবতার সুরে মুখর হয়ে উঠেছিল এলাকা। শুধু আড্ডার নিয়মিত সদস্যরাই নয়, তাদের পরিবারও আজ এই মানবিক অনুষ্ঠানের অংশীদার। কেউ রক্ত দিচ্ছেন, কেউ উৎসাহ দিচ্ছেন, কেউ সঙ্গীতে প্রাণ ঢেলে দিচ্ছেন একসুরে গেয়ে উঠেছে সবাই, “চায়ের আড্ডা আজ মানবতার আড্ডা।” ৩০ জণ দক্ষতা রক্তদান করেন। দুর্গাপুরের একটি হাসপাতাল রক্ত সংগ্রহ করে। চায়ের দোকানের মালিক কমল চন্দ্র ঘোষ বলেন, “আমরা প্রতিদিন সমাজ নিয়ে আলোচনা করি, কিন্তু আজ সমাজের জন্য কিছু করে দেখানোর দিন।” এক কাপ চা, একটুখানি গল্প, আর একফোঁটা রক্ত, এই তিনে মিলেই এবিএল মোড়ে গড়ে উঠল বিপদে পড়া মানুষকে বাঁচানোর অঙ্গীকার。
3
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 09, 2025 06:15:51
Kalna, West Bengal:SIR আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়া এলাকার এক ব্যক্তি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। এসআইআর ২০০২ সালের তালিকায় নাম নেই তার, একই সাথে তার বাবা-মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি। সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয়ে যায়। কোনক্রমে একজনের সহযোগিতায় ঐদিন বাড়ি ফেরেন তিনি, তারপরের দিনই ভর্তি হন কালনা হসপিটালে। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো তাকে পুরোপুরি মাস দেড়েকের জন্য বেড রেস্ট বলে চিকিৎসকরা। এরপরই ওই ব্যক্তির মেয়ে এবং স্থানীয় area's কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েলকে সাথে নিয়ে কালনা এক নম্বর ব্লক বিডিও অফিসের দারস্ত হয় শনিবার বিকালে। এসআইআর আতঙ্কে বাবার স্ট্রোক হয়েছে, একমাত্র রোজগারে তিনিই, সরকারি সাহায্যে আবেদন জানিয়েছে তার মেয়ে। অসুস্থ ওই ব্যক্তি তিনি বলেন ছোটবেলায় বাবা-মা মারা যায় বাড়ির মেয়েদের কি হবে? এই নিয়ে চিন্তা গ্রস্ত হয়ে পড়েছিলাম যার কারণেই এই অসুস্থতা, বর্তমানে শয়্যাশায়ী তিনি। তার স্ত্রীও এদিন সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
5
comment0
Report
KMKIRAN MANNA
Nov 09, 2025 06:15:21
Dihierench, West Bengal:ছেলের আকস্মিক মৃত্যুর শোকে মায়ের দোতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা —মা ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ কোলাঘাটের রাইন গ্রাম পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা। কলেজ পড়ুয়া শুভাদ্রি বৈদ্য (২১) হঠাৎ সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। শুভাদ্রির বাবা রমেশ বৈদ্য জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত। রবিবার ছেলের দেহ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নামে পরিবারে। নিথর দেহ দেখে রাতে মা মানসী বৈদ্য বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দেন। তাঁকেও মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।একই দিনে মা-ছেলের মৃত্যুতে স্তব্ধ রাইন গ্রাম।
6
comment0
Report
Advertisement
Back to top