Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया शहर में आग सुरक्षा खामियों पर टास्क फोर्स की जांच, नोटिस जारी

MMManoranjan Mishra
Dec 24, 2025 03:49:31
Purulia, West Bengal
पुरুলিয়া : পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই পুরুলিয়া শহরের বুকে রমরমিয়ে চলছে শপিং মল থেকে শুরু করে নামিদামি কোম্পানির স্টোরগুলি । অভিযানে বেরিয়ে হতবাক টাস্ক ফোর্সের আধিকারিকরা । রাজ্য সরকারের নির্দেশে পুরুলিয়া জেলার বিভিন্ন শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, বহুতল আবাসনের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন করা হয় । এই টাস্ক ফোর্সে রয়েছে দমকল বিভাগ, পুলিশ, বিদুৎ বিভাগ, পূর্ত দপ্তর (বিদুৎ), পৌরসভা বা স্থানীয় পঞ্চায়েত । প্রথমদিন হোটেল, রেস্তোরাঁ এবং পরদিন পুরুলিয়া শহর জুড়ে শপিং মল এবং স্টোরগুলিতে হানা দেন তারা । বেশিরভাগ ক্ষেত্রেই অগ্নি নির্বাপন ব্যবস্থায় খামতি রয়েছে বলে জানান টাস্ক ফোর্সের আধিকারিকরা । পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, আপৎকালীন ব্যবস্থায় সাধারণ মানুষের হোটেল বা রেস্তোরার বাইরে যাওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে কিনা, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে কিনা, হোটেল বা রেস্তোরার অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুমোদন রয়েছে কিনা সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তারা। সমস্ত বিষয় খতিয়ে দেখে হোটেলগুলির তালিকা তৈরি করে অগ্নি নির্বাপন ব্যবস্থা করার সময়সীমা বেঁধে নোটিশ করা হয় । ত্রুটি না মেটালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন আধিকারিকরা । বাইট: ১) গৌতম লায়েক (ওসি, পুরুলিয়া দমকল কেন্দ্র) ২) কল্যাণ বসু (শপিং মলের ম্যানেজার) ৩) পবিত্র মুখার্জী (শপিং মলের ম্যানেজার) ৪) সৌরভ মাহাতো (হোটেল মালিক)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 24, 2025 09:43:25
Howrah, West Bengal:বাংলাদেশ ইস্যুতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড।হাওড়া ব্রিজের কাছে পুলিশের দাদা তুমূল ঝামলা। বাংলাদেশ ইস্যুতে আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলো বিজেপি কর্মী সমর্থকরা।উত্তর হাওড়ার গোলমোহর ময়দান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল।হাওড়া ব্রিজ অবরোধ করে প্রতিবাদ করার পরিকল্পনা থাকলেও ব্রিজের কিছুটা আগে লোহার ব্যারিকেড করে দেয় পুলিশ।সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।অনেকে ব্যারিকেড টপকে ব্রীজের কাছে চলে যায়।শুরু হয় হয় পুলিশের সাথে তুমুল ঝামেলা ধস্তাধস্তি।রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখায় কর্মীরা।এরজেরে যানজট শুরু হয় রাস্তায়।বিজেপি নেতৃত্বের অভিযোগ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে।দিপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে অথচ অপরাধীরা গ্রেফতার হয়নি।অবিলম্বে মহ ইউনিসের পদত্যাগ করে উচিত।আজ কুশপুতুল দাহ করা হয় ইউনিসের।নেতৃত্বের আরো দাবী এরাজ্যকে তারা বাংলাদেশ হতে দেবে না।আজকের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন।যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে。
0
comment0
Report
ABArup Basak
Dec 24, 2025 09:43:00
Mal Bazar, West Bengal:*বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ওদলাবাড়িতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ ও মিছিল...* বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বুধবার মাল ব্লকের ওদলাবাড়িতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মাল ব্লকের আশা কর্মীরা একত্রিত হয়ে ওদলাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জমায়েত হন। এরপর স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের পর আশা কর্মীরা একটি বিরাট মিছিল সংগঠিত করে ওদলাবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হন। মাল ব্লকের আশা কর্মী সংগঠনের সভাপতি যশোদা রায় জানান, “মঙ্গলবার থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে। গতকাল থেকে আমরা দাবিদাওয়া নিয়ে কর্মবিরতিতে রয়েছি। বুধবার ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে জমােক্ত হয়ে আমরা আমাদের দাবির কথা তুলে ধরেছি। আমাদের একাধিক দাবি রয়েছে। সেগুলি পূরণ হলেই আমরা কাজে যোগ দেব।” আশা কর্মীদের প্রধান দাবিগুলি হল— ১) রাজ্য সরকারকে আশা কর্মীদের ন্যূনতম ১৫,০০০ টাকা ফিক্সড বেতন চালু করতে হবে। ২) আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। ৩) কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৪) বকেয়া থাকা বিভিন্ন ভাতার দ্রুত পরিশোধ করতে হবে। ৫) আশা কর্মীদের পিএফ ও গ্র্যাচুইটি প্রদান করতে হবে। আশা কর্মীদের আরও বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। মোবাইল ফোন কেনার জন্য সরকার টাকা দিলেও তার সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা পালন করা কার্যত অসম্ভব বলে তাঁদের দাবি। আশা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাঁদের দাবি মানা না হলে আন্দোলন ও ধর্মঘট আরও জোরদার করা হবে এবং কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। বাইট ১) মাল ব্লকের আশা কর্মী সংগঠনের সভাপতি যশোদা রায়। ২) আশা কর্মি ইলাবতি গুপ্তা。
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 24, 2025 09:42:43
Durgapur, West Bengal:*বেতন বৃদ্ধি সহ কয়েক দফা দাবিকে সামনে রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের*। কাঁকসা ব্লকে ১৫০ জনেরও বেশি আশা কর্মী রয়েছেন। যারা করোনা অতিমারি সময়েও পরিষেবা দিয়েছিলেন। সমস্ত সরকারি অনুষ্ঠান থেকে বিভিন্ন সরকারি ক্যাম্প। সব জায়গায় তারা পরিষেবা দিয়ে আসছেন। কিন্তু যে বেতনে তাদের কাজ করানো হয়। সেই বেতনে তাদের সংসার চলে না। তাই ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের দাবি সহ, অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে ২৩ তারিখ থেকে কর্ম বিরতির ডাক দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের আশা কর্মীরা। বুধবার প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিয়ে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। সেখান থেকে মিছিল করে হাসপাতালের گেটের বাইরে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় শতাধিক আশা কর্মী। বিক্ষোভের জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের আশ্বাস দিলে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা। আশা কর্মী অনিমা গুহ জানিয়েছেন, করোনা হোক বা যে কোনো সময় তাদের সব কাজে ব্যবহার করা হয়। কখনো তারা কাজ বন্ধ করেন না। কিন্তু যে বেতনে তাদেরকে কাজ করানো হয়। সেই বেতনে তাদের সংসার চলে না। তাই ন্যূনতম বেতনের দাবি জানিয়ে তারা এর আগেও একাধিকবার আন্দোলন করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয়েছে। যতদিন না প্রশাসন তাদের দাবি পূরণ করছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 24, 2025 09:42:29
Bankura, West Bengal:পেশাগত দাবিকে সামনে রেখে এবার রাজ্যব্যাপি 'লাগাতার কর্মবিরতি'র ডাক দিলেন আশা কর্মীরা। বুধবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা ইন্দাস বাজারে মিছিল করে স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে পৌঁছে সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি 'কর্মবিরতি'তে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে বলা হয়েছে, বিগত চার মাস ইনসেনটিভ বন্ধ, মাত্র পাঁচ হাজার টাকায় আর যাই হোক সংসার চলেনা। সরকারী আধিকাদিকদের কাছে বিষয়টি বললেও সদুত্তর মেলেনা। এই অবস্থায় ন্যুনতম ১৫ হাজার টাকা মজুরি, সমস্ত বকেয়া ইনসেনটিভ এককালীন প্রদান ও কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবিতে রাজ্য ব্যাপি কর্মবিরতি পালন করছেন বলে তারা জানান।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 24, 2025 09:42:08
0
comment0
Report
MMManoj Mondal
Dec 24, 2025 09:07:35
Kolkata, West Bengal:তুয়াদের নাগরিকত্ব ইস্যুতে বনগাঁর পথসভা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যের প্রতিবাদে ঠাকুর বাড়িতেই প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। চূড়ান্ত খসড়া তালিকা থেকে একজন মতুয়ার নাম কাটা গেলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি ও দিয়েছেন সংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কাজটাই শুধু বাকি রয়েছে প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। মতুয়া ভোট কাছে টানতে ২০১৯ সালে সি এ এ আইন কার্যকরী হয়। কিন্তু এই ছয় বছরে নাগরিকত্ব পেয়েছেন,এমন মতুয়াদের সংখ্যার সঠিক তথ্য নেই। ফলে ভারতের নাগরিকত্ব পেতে সংশয়েই ছিলেন মতুয়ারা। অথচ একের পর নির্বাচনে মতুয়া গড় থেকে মতুয়ারা বিজেপিকে উজার করে ভোট দিয়েছিলেন। বনগাঁ উত্তর,দক্ষিণ,বাগদা এবং গাইঘাটা কেন্দ্রে গড়ে ৪০ শতাংশ মতুয়াদের বসবাস। তাঁরাই এই কেন্দ্রে জয়,পরাজয়ে নির্ণায়ক। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় বিজেপির পক্ষে মোহভঙ্গ হয়েছে মতুয়াদের একটা বড় অংশের। বনগাঁ পুরসভা এবং পরবর্তীতে বাগদা উপনির্বাচনে তৃণমূলের জয় মতুয়াদের মোহভঙ্গের জন্যই এটা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। এবার SIR প্রক্রিয়া শুরু হতেই ঠাকুর বাড়িতে ক্যাম্প বসিয়েছিল শান্তনু ঠাকুর। তাঁর আশ্বাসে দেদার ভিড় জমিয়েছিলেন মতুয়ারা।কিন্তু আবেদনের পড়েও নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত থাকতেই হয়েছে তাদের।এরমধ্যে কমিশনের খসড়া তালিকায় মতুয়া গড় থেকে ১ লক্ষ ৩৪ হাজার ৭৬২ জন ভোটারকে শুনানিতে হাজির হতে হবে।এরমধ্যে ১ লক্ষ ২০ হাজার হল মতুয়া।হিয়ারিংয়ে কমিশনের নির্ধারিত ১২ টি তথ্যের কোনোটাই মতুয়াদের কাছে না থাকায় আতঙ্কে পড়েছেন তাঁরা।এই পরিস্থিতিতে মতুয়া গড়ে এসে প্রধানমন্ত্রী মতুয়াদের জন্য কোন কথা না বলায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে মতুয়াদের。 এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে মঙ্গলবার বনগাঁর গাড়াপোতা এলাকার পথসভা থেকে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে শান্তনু ঠাকুরের বক্তব্য আরও বিতর্ক বাড়িয়েছে।মতুয়াদের মধ্যে আতঙ্ক,আশঙ্কা আরও চেপে বসেছে। শান্তনু ঠাকুর বলেছিলেন,৫০ লক্ষ রোহিঙ্গা,মুসলমানের নাম যদি বাদ যায়,সেখানে ১ লক্ষ মতুয়াদের নাম বাদ গেলেও মতুয়াদের সহ্য করে নেওয়া উচীয়িত। বুধবার প্রতিবাদ সভার ডাক দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃনমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন,প্রধানমন্ত্রীর এখন একটা কাজই বাকি রয়েছে।সেটা ১৪ ফেব্রুয়ারির পর মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো।শান্তনু ঠাকুরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন,বুধবার দুপুর দুটোয় ঠাকুর বাড়িতে সমস্ত মতুয়া জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন। তৃনমূল পন্থী মতুয়া দীপক হালদার, ভোলা রায় বলেন,৫০ লক্ষ রোহিঙ্গা,মুসলমানের নাম বাদ গেছে এই তথ্য শান্তনু ঠাকুর কোথাও পেলেন? ১ লক্ষ ২০ হাজার মতুয়া হিয়ারিংয়ে যেতে হবে বলে এমনিতেই আতঙ্কে রয়েছেন। তার ওপর শান্তনু ঠাকুর বলে হ্যাঁ,তাদের সহ্য করতে।এর প্রতিবাদ আমরা ঠাকুরবাড়িতে গিয়ে দেখাব。
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 24, 2025 09:06:34
Howrah, West Bengal:উলুবেড়িয়া এস আই আর এর খসড়া তালিকা পরই৷ শুনানির পর্যায় বাড়ি বাড়ি Blo রা পৌঁছে দিচ্ছেন শুনানির নোটিশ এস আই আর এর খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পরও৷ এবারে শুনানির পর্যায় বাড়ি বাড়ি Blo রা পৌঁছে দিচ্ছেন শুনানির নোটিশ কবে কোথায় যেতে হবে? কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে সমস্ত কিছুই বলে দেয়া হচ্ছে নোটিশ পাওয়া মানুষদের ৷ পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশমতো তাদের ছবি তুলে নির্বাচন কমিশনের যে ফরমাট রয়েছে সেখানে তা মোবাইলে আপলোড করে দেয়া হচ্ছে৷ শুনানির নির্দিষ্ট সময় তারিখ কোথায় হবে সমস্ত কিছুই এইসব মানুষদের জানিয়ে দেয়া হচ্ছে ৷এভাবেই চলছে শুনানিিতে যাওয়ার জন্য চিঠি বা নোটিশ বিলি চলছে উলুবেড়িয়া ২৭ নম্বর ওয়ার্ডের উলুবেড়িয়া পূর্ব বিধানসভার ১৭৬ নম্বরে ২০৭ নম্বর বুথে৷
0
comment0
Report
ABArup Basak
Dec 24, 2025 08:49:14
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের মূর্তি তার নিস্তব্ধ আরণ্যক সৌন্দর্য দিয়েই বরাবর পর্যটকদের আকর্ষণ করে। কাছেই গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি, টোটোপাড়া। মূর্তি নদী, জঙ্গল আর বন্যপ্রাণীর টানেই প্রতিবছর শীতের মরশুমে এখানে ভিড় জমান পর্যটকদের। এই সময়টার দিকেই তাকিয়ে থাকেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। কিন্তু এবছর ছবিটা একেবারেই আলাদা। বড়দিনের মরশুম ঘনিয়ে এলেও মূর্তি সহ আশপাশের পর্যটন এলাকাগুলোয় তেমন পর্যটকের দেখা নেই। ফলে মনখারাপ ব্যাবসায়ী মহলের। চিন্তার ভাঁজ স্পষ্ট তাঁদের কপালে। কেন এবছর ডুয়ার্স জুড়ে পর্যটকের সংখ্যা কম—তা নিয়ে ধন্দে স্থানীয় ব্যবসায়ীরা। তবে পর্যটক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কিছু সম্ভাব্য কারণ। উত্তরেবঙ্গে কিছুদিন আগেই ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেকের মনে এখনও আশঙ্কা কাজ করছে—বন্যার পর আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য আদৌ ফিরে এসেছে কি না। যদিও কলকাতা থেকে আসা পর্যটক তপতী দত্ত জানান, মূর্তির নৈসর্গিক দৃশ্য তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মতে, পরিকাঠামোগত উন্নয়ন দরকার কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন, তবে সাম্প্রতিক এসআইআর সংক্রান্ত কাজের ব্যস্ততা এবং তার পরোক্ষ প্রভাবও পর্যটক কম হওয়ার একটি কারণ হতে পারে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী সুজিতা রায় আক্ষেপের সুরে বলেন, “এখনও সেভাবে লোকজন আসছে না।” তবে তবুও তিনি ও অন্যান্য ব্যবসায়ীরা আশাবাদী—শিগগিরই মূর্তির এই মনখারাপ কাটবে। হোমস্টে মালিক চিত্তরঞ্জন চৌধুরীর কথায়, “প্রতিবছর এই সময় আমার হোমস্টেতে পা রাখার জায়গা থাকে না। আর এবার প্রায় সব ঘরই ফাঁকা। কেন পর্যটক আসছে না বুঝতে পারছি না। ব্যবসা খুব খারাপ যাচ্ছে। এখন শুধু ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা।” সব মিলিয়ে, ডুয়ার্সের পর্যটন মানচিত্রে এবছর মূর্তির ছবি বেশ কিছুটা ফিকে। এখন দেখার—আসন্ন দিনে পর্যটকের আগমনে ফের চেনা ছন্দে ফিরতে পারে কি না এই পর্যটন কেন্দ্র। বাইট ১) পর্যটক তৃদ্বীপ দত্ত ২) পর্যটক তপতী দত্ত ৩) ব্যবসায়ী সুজিতা রায় ৪) হোমস্টে মালিক চিত্তরঞ্জন চৌধুরী 2412ZG_MAL_DOOARS_PARJOTAN_R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 24, 2025 08:48:40
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে সরকারি ক্যানেল ডिपার্টমেন্টের জমি দখল করে একের পর এক বেআইনি কংক্রিটের নির্মাণ গড়ে ওঠার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাংড়ারের ভোজেরহাট থেকে বামনঘাটা পর্যন্ত বাসন্তী হাইওয়ের পাশে থাকা সরকারি ক্যানেল দপ্তরের জমি দখল করে দোকানঘর ও স্থায়ী নির্মাণ তৈরী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, তৃণমূল নেতাদের মদতে এবং প্রশাসনের একাংশের নীরব সমর্থনে এই বেআইনি নির্মাণ চলছে। ভোজেরহাট থেকে শুরু করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত লেদার কমপ্লেক্স তিন নম্বর গেটের সামনে ও কাঁটাতলা থেকে বামনঘাটা এলাকায় বাসন্তী হাইওয়ের ধারে সরকারি জমিতে এভাবেই দিনের পর দিন গড়ে উঠছে কংক্রিটের কাঠামো, অথচ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএসএফ সভাপতি আব্দুল মালেকম মোল্লা বলেন, “সরকারি সম্পত্তিকে তৃণমূল নেতারা নিজেদের সম্পত্তি মনে করছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের একাংশ এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছে। তৃণমূল নেতাদের মদতেই এই নির্মাণ চলছে। আমরা আবার বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনে আন্দোলনে নামব।” অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অবনী মণ্ডল অভিযোগ করে বলেন, “ভাঙ্গড়ের ক্যানেল ডিপার্টমেন্টের জমি বিক্রি করে তৃণমূল নেতারা বেআইনি নির্মাণ করাচ্ছে। প্রশাসন ও শাসক দলের যোগসাজশেই এই দখলদারি চলছে।” যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মদক্ষ তথা তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তিনি বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে কেউ যদি ক্যানেল ডিপার্টমেন্টের জমিতে বেআইনি নির্মাণ করে থাকে, তাহলে অবশ্যই খোঁজ নিয়ে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” এখন দেখার বিষয়, সরকারি জমি দখলের এই অভিযোগে প্রশাসন আদৌ কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না, নাকি আগের মতোই নীরবতায় ঢেকে যাবে গোটা বিষয়টি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 24, 2025 08:48:22
Howrah, West Bengal:ডোমজুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ।প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি।ডোমজুর থানার সামনে বিক্ষোভ।এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোরাইকে গ্রেফতার করেছে পুলিশ।আজ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জুতো নিয়ে চড়াও হয় বিজেপি কর্মীরা।বিজেপি নেতা গোবিন্দ হাজরা বলেন শাসক দলের নির্দেশে এরকম একটা নক্কারজনক ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিলো।তারা চাইছেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি।যাতে এধরনের অপরাধ করতে মানুষ ভয় পায়।ওই নাবালিকার সুচিকিৎসার দাবী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।এধরনের অপরাধকে তৃণমূল কোনোদিন প্রশ্রয় দেয়না。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 24, 2025 08:23:16
0
comment0
Report
AMAshok Manna
Dec 24, 2025 08:22:59
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সংগঠিত হল আজ।এলাকার বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রীরা হাতে পোস্টার নিয়ে একটি বর্ণাঢ্য পথযাত্রা করেন এবং দূর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটিকা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সৈয়দ রেজাউল কবির , মহেশতলা থানার আইসি তাপস সিংহ, জিনজিরা তদন্ত কেন্দ্রের ওসি সুজন সাহা এছাড়াও অন্যান্য অফিসাররা। মহেশতলা থানার আইসি তাপস সিংহ বার্তা দেন দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি তেমনি জন মানুষের সচেতনতা প্রয়োজন এর পাশাপাশি আগামী বড়দিন এবং নববর্ষের দিন দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানান। এসডিপিও সৈয়দ রেজাউল কবির জানান রাজ্য সরকার পক্ষ থেকে সারা বছর পশ্চিমবঙ্গে প্রতিটি থানায় এই অনুষ্ঠান করা হয় উদ্দেশ্য মানুষকে সচেতন করা পথ দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণ না যায় এর পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বার্তাও দেন তিনি।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 24, 2025 08:22:10
Kaji Chak, West Bengal:মাঠে খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১ অভিভাবক সহ ৫জন ছাত্র। বর্তমানে জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানেও চলছিল সদর আর আর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। সেই সময় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষिका নিয়ে প্রায় ৩০০ জনের বেশি মাঠে ছিল। এবং এই মাঠের পাশেই রয়েছে ডি আই অফিস। সেই অফিসের মধ্যেই একটি গাছেঁ বাসা বেঁধেছিল মৌচাকে। সেই মৌচাকে হঠাৎই চিলের আক্রমণ, মুহূর্তের মধ্যে দলে দলে মৌমাছির দল গোটা মাঠ ছেয়ে যায়। মাঠের মধ্যে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করছে। দৌড়াদৌড়ি শুরু করে দেয় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা। অনেকেই মৌমাছির আক্রমণের শিকার হয়। এর মধ্যে গুরুতর ও অসুস্থ একজন অভিভাবক ও পাঁচজন ছাত্রকে চিকিৎসা করাতে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচ জন ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো, অসুস্থ অভিভাবক এখনও ভর্তি হাসপাতালে। খবর পেয়ে মাঠে গিয়ে পরিস্থিতি দেখতে যান স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পারিষদ সৌরভ বসু। তিনি জানিয়েছেন যেহেতু এটা খেলার মাঠ তাই প্রত্যেকদিন প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করে। এখানে মৌচাক থাকলে আবারও এই রকম ঘটনা ঘটতে পারে। তাই ডি আই অফিসের সাথে কথা বলে দমকলের সাহায্যে ওই মৌচাকটি ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top