Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

पश्चिम बंगाल आशा कर्मी यूनियन के बिक्षোভ में वेतन, मान्यता और क्षतिपूर्ति की मांग

ABArup Basak
Dec 24, 2025 09:43:00
Mal Bazar, West Bengal
*বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ওদলাবাড়িতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ ও মিছিল...* বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বুধবার মাল ব্লকের ওদলাবাড়িতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মাল ব্লকের আশা কর্মীরা একত্রিত হয়ে ওদলাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জমায়েত হন। এরপর স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের পর আশা কর্মীরা একটি বিরাট মিছিল সংগঠিত করে ওদলাবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হন। মাল ব্লকের আশা কর্মী সংগঠনের সভাপতি যশোদা রায় জানান, “মঙ্গলবার থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে। গতকাল থেকে আমরা দাবিদাওয়া নিয়ে কর্মবিরতিতে রয়েছি। বুধবার ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে জমােক্ত হয়ে আমরা আমাদের দাবির কথা তুলে ধরেছি। আমাদের একাধিক দাবি রয়েছে। সেগুলি পূরণ হলেই আমরা কাজে যোগ দেব।” আশা কর্মীদের প্রধান দাবিগুলি হল— ১) রাজ্য সরকারকে আশা কর্মীদের ন্যূনতম ১৫,০০০ টাকা ফিক্সড বেতন চালু করতে হবে। ২) আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। ৩) কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৪) বকেয়া থাকা বিভিন্ন ভাতার দ্রুত পরিশোধ করতে হবে। ৫) আশা কর্মীদের পিএফ ও গ্র্যাচুইটি প্রদান করতে হবে। আশা কর্মীদের আরও বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। মোবাইল ফোন কেনার জন্য সরকার টাকা দিলেও তার সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা পালন করা কার্যত অসম্ভব বলে তাঁদের দাবি। আশা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাঁদের দাবি মানা না হলে আন্দোলন ও ধর্মঘট আরও জোরদার করা হবে এবং কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। বাইট ১) মাল ব্লকের আশা কর্মী সংগঠনের সভাপতি যশোদা রায়। ২) আশা কর্মি ইলাবতি গুপ্তা。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Dec 24, 2025 11:22:47
Dihierench, West Bengal:बड़दिन और वर्षबरण के अवसर पर दीघा में लाखों पर्यटक जुटने वाले हैं। होटलियर्स एसोसिएशन के अध्यक्ष सुशांत पाठर ने कहा कि आंकड़ों के अनुसार उत्सव के मौसम में पर्यटक संख्या कई गुना बढ़ने की संभावना है। हालांकि वही स्तर की उम्मीद थी। लोग फोन पर बुकिंग के लिए संपर्क कर रहे हैं। भीड़ संभालने और यातायात मुक्त रखने के लिए पूर्व मेदिनीपुर जिला पुलिस ने विशेष ट्रैफिक प्लान तैयार किया है। मंगलवार तामलुक के निमतौड़ी पुलिस लाइन के कॉन्फ्रेंस रूम में पत्रकार वार्ता के दौरान यह जानकारी दी गई: वरिष्ठ पुलिस अधीक्षक मितुन कुमार डे और अतिरिक्त पुलिस अधीक्षक (कटхи) आतिश विश्वास ने। वरिष्ठ पुलिस अधीक्षक मितुन कुमार डे ने कहा कि बड़दिन और वर्षबरण के अवसर पर दीघा के आगंतुक पर्यटकों की सुरक्षा और सुचारु ट्रैफिक व्यवस्था सुनिश्चित करने के लिए कई कदम उठाए गए हैं और उन्हें प्रभावी बनाने के लिए संबंधित अधिकारियों को निर्देश दिए गए हैं। अतिरिक्त पुलिस अधीक्षक आतिश विश्वास ने बताया कि 24 और 25 दिसंबर और 30 और 31 दिसंबर दीघा के प्रवेशद्वार से कोई टोटो प्रवेश नहीं कर पाएगा। पर्यटक-वाहन बस और अन्य गाड़ियाँ बाईपास रास्ते का उपयोग करेंगी। दीघा में कुल सात निर्धारित पार्किंग पॉइंट बनाए गए हैं, वहीं पर पर्यटक अपनी गाड़ियाँ खड़ी करेंगे। इसके अलावा उत्सव के दिनों में कहीं भी अशांति नहीं हो, इस दिशा में खास निगरानी रहेगी। समुद्र स्नान के समय दुर्घटना से बचाने के लिए स्पीडबोट और वॉच टॉवर से निगरानी रखी जाएगी। इस बार झाऊवन और समुद्र तट के साथ नया आकर्षण जगन्नाथ धाम जुड़ने के कारण पिकनिक और दर्शनों की भीड़ दीघा के समुद्री शहर में बढ़ने की संभावना है। इसी के लिए पहले से सतर्क सुरक्षा और ट्रैफिक व्यवस्था की रूपरेखा जिला पुलिस ने बना ली है।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 24, 2025 11:22:04
Howrah, West Bengal:দ্বিতীয় দিনেও অব্যাহত পৌর স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি। আজ তাঁরা ইনসেনটিভ ফর্ম জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন হাওড়া পুরসভায়। মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা, সরকারি স্বীকৃতি, বকেয়া ইনসেনটিভ মেটানোর সাথে নিয়মিত ইনসেনটিভ প্রদান সহ অন্যান্য দাবিতে গতকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু हो এই স্বাস্থ্যকর্মীদের। আজও হাওড়া কর্পোরেশনে পৌর অস্থয় স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রакচুয়াল) ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। তাঁদের দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেলে পৌর ও নগরায়ন দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির সপক্ষে কথা বলতে চাইলেও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মুখ্যমন্ত্রী বা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এমনটাই অভিযোগ। এমনকি তাঁদের দাবিও মানা হয়নি বলে অভিযোগ জানান । তিনি আরও বলেন, এই স্বাস্থ্য কর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের দাবির প্রতি উদাসীন সরকার।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 24, 2025 10:57:01
Kalna, West Bengal:আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত মিনিমাম পারিশ্রমিক ন্যূনতম ১৫০০০ টাকা, ইন্সেন্টিভ সহ ১ বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে- ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ আশা কর্মী यूनियन এ آئی ইউ টি ইউ সি উদ্যোগে কালনা কাটোয়া STKK রোডের উপর কালনা হসপিটালের সামনে প্রায় কুড়ি মিনিট পথ অবরোধে শামিল হন তারা। এই কর্মসূচির পর কালনা হসপিটাল থেকে একটি মিছিল করে এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল করে তারা। পথ অবরোধের ছেড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে যাই কয়েকটি রুগী, পরে রুগীর সেই গাড়িকে ছেঁড়ে দেওয়া হয়,পরবর্তী সময় পথ অবরোধ তুলে দেয়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 24, 2025 10:56:24
Jalpaiguri, West Bengal:ভারত-বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধ্যায় সচেতন হিন্দু সমাজের ডাকে আজ সচেতন হিন্দু সমাজের বিক্ষোভ মিছিল। বাংলাদেশে দীপু দাস কে জেহাদি দ্ধারা হত্যার প্রতিবাদে চ্যাংড়াবান্ধ্যায় সচেতন হিন্দু সমাজের ডাকে আজ সচেতন হিন্দু সমাজের বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন দধিরাম রায়, সঞ্জীত কুমার রায়,বিমল রায়, শ্যামল চন্দ্র বর্মন, সুনির্মল গুহ,যতুল বর্মন, মানিক অধিকারী, ধ্রুবজ্যোতি বর্মন,ভক্ত রায়,শুভময় ঘোষ,রবি শীল শর্মা সহ একাধিক নেতৃত্ব। সীমান্তে বিএসএফ ,পুলিশ ও কাস্টমের কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল, সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে বাংলাদেশের উপদেষ্টা প্রধান মহঃ ইউনিসের কুশ পুতুল দাহ করা হলো, দধিরাম রায় বললেন মহঃ ইউনিস কে শুধরে যাওয়ার হুংকার দেন কি বললেন দধিরাম রায় শুনে নেন。 রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 24, 2025 10:41:32
Durgapur, West Bengal:প্রাইভেট টিউশনে পড়া বলতে পারে নি ৭ বছরের শিশু, তার পরিবর্তে গৃহশিক্ষকের মার ভিডিও ভাইরাল, সেই ভিডিও দেখে এলাকার পঞ্চায়েত উপপ্রধান থেকে নেটিজেনদের ধিক্কার, শাস্তির দাবি। গত সোমবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার জামবাদ মাঝি পাড়ার বাসিন্দা রবি মাঝির ৭ বছরের সন্তান গৃহ শিক্ষক ঐ গ্রামের আর এক ছাত্র বাসুদেব করের বাড়িতে পড়াতে এসেছিল। চন্দন মাঝিকে পড়া মুখস্ত বলতে বললে সে না পাড়ায় হাত দুটো ধরে নিয়ে চর থাপ্পড় শুধু নয় পিঠের পিছনে মারতে থাকে নির্মমভাবে। তাতেও শান্তি না হলে হাত দুটো ধরে তুলে ফেলে দেয়। সেই ছবি আর এক ছাত্র তুলে ভিডিও ভাইরাল করে দেয়। ব্যাস তারপর থেকেই উধাও গৃহশিক্ষক। এর আগেও মারধর করেছে বলে অভিযোগ শিশুর বাবার। বহুলা পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং এর বক্তব্য, এই গৃহশিক্ষকের কঠোর শাস্তি দেওয়া হোক। অষ্টম শ্রেণির যে ছাত্র ছবি তুলেছে বাসুদেব করের বক্তব্য, পড়াশোনা না করলেই এইভাবেই মারধর করে। জানা आ, এই শিশুর বাবা রবি মাঝি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 24, 2025 10:41:18
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 24, 2025 10:40:40
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 24, 2025 10:20:16
Dinajpur, Rangpur Division:হিলি, ২৪ ডিসেম্বর: লোকালয় থেকে একটু দূরে নির্জন মাঠ থেকে উদ্ধার আদিবাসী বৃদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। বুধবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হিলি থানার জামালপুর পঞ্চায়েতের গাড়না গ্রামে৷ শিয়ালের হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অনুমান মানুষের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গাড়না গ্রামের বাসিন্দা জোৎস্না কিস্কু(৫৫)। স্বামী কয়েকবছর আগে মারা গিয়েছে। দুই ছেলে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। গতকাল রাতে গাড়না বাজার থেকে ওই বৃদ্ধাকে বাড়ির দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়দের নজরে এসেছিলেন। তারপরেই বুধবার বৃদ্ধার বাড়ি থেকে কিছুটা দূরে কৃষিজমিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে নজরে আসে। তারপরেই হিলি থানায় খবর দেন বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনা প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা উত্তম বর্মণ বলেন, “কৃষিজমিতে প্রতিবেশিকে বৃদ্ধ মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার মাথা, কান খুবলে খেয়েছে শিয়াল বলে মনে হচ্ছে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটেছে। সন্তানেরা বাইরে রাজ্যে কাজ করে। বাড়িতে কেউ নেই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে মৃত্যুর বিষয়টি সামনে নিয়ে আসুক।” এপ্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যু কারণ জানা যায়নি। তবে অ্যানিম্যাল বইটে মৃত্যু হয়ে থাকতে বলে অনুমান করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত করা হবে। পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে。”
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 24, 2025 10:19:54
Jhargram, West Bengal:নেশা Vs ফুটবল। নেশা মুক্ত সমাজ গড়তে খেলাধুলা কে নেশায় পরিনত করার ডাক। নেশা থেকে প্রজন্ম কে বাঁচাতে রাজ্য সরকারের খেলা কে হাতিয়ার করার উদ্যোগে এলাকায় যথেষ্টা সাড়া পড়েছে। নেশা মুক্তি, সচেতনতা র লক্ষ্যে জলার আট টি ব্লকের মহিলা ফুটবলার দের নিয়ে এক নকআউট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। কুমুদ কুমারী হাইস্কুল মাঠে এই টুর্নামেন্ট এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানলে উপস্থিত ছিলেন ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত, জেলা শাসক ডা: আকাঙ্খা ভাষ্কর (আইএএস), সভাধিপতি সহ একাধিক সরকারি আধিকারিক। ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত বলেন সুস্থ সমাজ গঠনের জন্য রাজ্য সরকার সবরকম পরিকল্পনা করছে। আজকের অনুষ্ঠান তারি অঙ্গ। খেলাধুলা শারিরিক এবং মানষিক গঠনের মূল হাতিয়ার তাই খেলাধুলায় নেশা করলে অন্য খরাপ নেশা থেকে সহজেই নিজেকে মুক্ত রাখা যায়। মহিলা ফুটবল কে কেন্দ্র করে উদ্দিপনা ছিলো চোখে পড়ার মতো।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 24, 2025 10:19:19
Kalna, West Bengal:মুঠো ফোনের দৌলতে হাতের মুঠোয় দুনিয়া, মোবাইল ভুদ নতুন প্রজন্ম, তাঁদের বই মুখি করতে শুরু হয়েগেলো কালনায় পঞ্চতম বই মেলা, শুরুতেই বেশ কিছুটা সফল মেলার আয়েজকরা, বইয়ের স্টলে ভীড় জমাচ্ছে ছোটরা, অত্যাধুনিক মোবাইলে গেম, রীলস, A I ভিডিও থেকে শুরু করে কত না কি দেখা করাযায়,দিনকে দিন সেই মোবাইলে হারিয়ে যাচ্ছে আমাদের বাড়ির শৈশব, বইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে এতদিনে আমাদের হাতের বাইরে যেতে চলেছে নতুন প্রজন্ম, কচিকাচা ও বড়োদের বই মুখি করতে আজ থেকে চার বছর আগে পথ চলা শুরু করেছিল কালনা বই মেলা কমিটি, পঞ্চম বছরে তার কিছুটা সাফল্য পেতে শুরু করেছে তারা, মেলা শুরুতেই বইয়ের স্টলে ভীড় জমাচ্ছে ছোটরা, এই মেলায় ভুতের গল্প, গোয়েন্দা গিরি সহ নানা রহস্য জনক গল্পের বইয়ের চাহিদা তুঙ্গে, কচি কাচাদের দাবি বইয়ের বিকল্প আর কিছুই নয়,
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 24, 2025 10:19:00
Durgapur, West Bengal:২০০২ সালে নাম থাকার পরেও SIR এ নাম নেই ,ডাকা হয়েছে শুনানিতে। তাই আতঙ্কে এবং কনকনে ঠান্ডায় কাঁপছে ৭৯ বছরের বৃদ্ধা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার মলানদিঘী এলাকার স্যার লিস্টে নাম না থাকায় ক্ষোভ বাড়ছে পরিবারের লোকজনের। মলানদিঘীর ২২১ নং বুথের ভোটার পুষ্পলতা কেশ। তিনি শিশির কেশের স্ত্রী। প্রথম থেকেই এই area's স্থায়ী বাসিন্দা। স্বামী শিশির কেসের দাবি, "সব জায়গাতেই নাম আছে আমার স্ত्रীর। কিন্তু তারপরেও শুনানির বিজ্ঞপ্তি এসেছে। আমার স্ত্রী অসুস্থ। পায়ে ব্যথা, কানেও কম শোনেন। নির্বাচন কমিশন বিপাকে ফেলতে চাইছে তাদেরকে। কিভাবে যাবেন এখন ভেবে কুল পাচ্ছেন না। শেষ পর্যন্ত আমাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে।" পুষ্পলতা কেশ বলেন, "ভয় লাগছে। আমি ওষুধ খেয়ে কোনরকমে বেঁচে আছি। তারপর আবার আমাকে এত দূরে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমি এখন কি করব খুঁজে পাচ্ছি না।" বুথ লেভেল এজেন্ট অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু পুষ্পলতা কেস কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অসুস্থ মানুষদের এভাবে বিপাকে ফেলছে নির্বাচন কমিশন। আমরা মানুষের পাশে আছি। যাদের নাম নেই তাদের যেমন ফর্ম ৬ পূরণ করাচ্ছি , তেমনি যাদেরকে নিতে ডাকা হচ্ছে তাদেরও পাশে রয়েছি." যদিও এ বিষয়ে কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা বলেন, "যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সকলের নাম আসবে অবশ্যই। শুনানিতে ডাকা হচ্ছে কারণ কিন্তু ২০০২ এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু কোনো নথি জমা দেওয়া ছিল না। সেইজন্য ডাকা হচ্ছে। যদি কারোর বয়স বেশি হয় আসতে না পারেন তাহলে নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশিকা মত কাজ করা হবে। তবে আতঙ্কের কোনো কারণ নেই।”
0
comment0
Report
TDTapan Deb
Dec 24, 2025 10:18:35
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == অসম - বাংলা সীমান্তের বারোবিশার বিভিন্ন এলাকায় গরু - মহিষ মজুত করে পারে তা পাচার করা হচ্ছে। এমনি অভিযোগ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওয়ের । তিনি বলেন বিভিন্ন সংস্হার নাম করে অবৈধ উপায়ে সীমান্ত এলাকায় গরু - মহিষ মজুত করা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে স্হানীয় পঞ্চায়েত শাসকদলের নেতাদের বলেও কাজ হচ্ছে না। এর পেছনে শাসকদলের নেতাদের হাত রয়েছে। পাল্টা তৃনমুল কংগ্রেসের নেতা সৌরভ চক্রবর্তী বলেন অসমেই যদি পাচার হয় সেখানেতো বিজেপি সরকারে রয়েছে। কী ভাবে সেখানে গরু পাচার হয়ে যাচ্ছে। ২৬ এর নির্বাচনের আগে সীমান্তের এই শহরে গরু মহিষ নিয়ে রাজনৈতিক তরজায় সরগরম হয়ে উঠছে。
0
comment0
Report
PDPradyut Das
Dec 24, 2025 10:18:10
Jalpaiguri, West Bengal:दार्जीलिंग के ग्लेनारिज बार बंद के मामले में सम͟यिक राहत प्राप्त हुई है। आज शाम 5 बजे से 12 जनवरी तक बार চালू रखने के निर्देश दिए गए हैं। बड़ा दिन के मौके पर ग्लेनरिज बार के लिए यह राहत दी गई है। आज अर्थात् बुधवार को कोलकाता उच्च न्यायालय की जलपाईगुड़ी সার্কिट बेंच के न्यायमूर्ति अमृता सिन्हा की एकल न्यायपीठ ने 5 बजे से 12 जनवरी तक बार चालू रखने का निर्देश दिया। हालांकि मामला आगामी 5 जनवरी को फिर से सब-सेक्शन/ circle में सुना जाएगा। आबकारी नियमों का पालन न करने के आरोप में पिछले 4 दिसंबर को आबकारी विभाग ने ग्लेनारिज बार की लाइसेंस स्क्रीन/सस्पेंड कर दी थी। 8 दिसंबर को बार को सील कर दिया गया था। इसके बाद बार प्रशासन की ओर से अदालत में मामला दर्ज किया गया। इस मामले की सुनवाई में अदालत ने 12 जनवरी तक ग्लेनारिज बार के संचालन को जारी रखने का निर्देश दिया है, जिसे मामले के पक्षकारों के वकील आचा आचार्य ने सूचित किया।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top