Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पूरुलिया में अज्ञात गाड़ी की टक्कर से युवक की मौत, सड़क जाम

MMManoranjan Mishra
Nov 11, 2025 03:47:41
Purulia, West Bengal
পুরুলিয়া : অজ্ঞাত পরিচিত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু । পথ অবরোধ করে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতার। সোমবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার নিতুড়িয়া থানার ইনানপুর গ্রামের অদূরে । প্রায় ২৮ বছর বয়সী মৃত যুবকের নাম পানু বাউরি । বাড়ি নিতুড়িয়া থানার দীঘা গ্রামে । ঘটনার পর পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক গাড়ি বাজেয়াপ্ত এবং ক্ষতিপূরণের দাবি জানায় এলাকাবাসীরা । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Nov 11, 2025 05:37:59
Jhargram, West Bengal:লাল গড়ে ধরম পুর 6 নং অঞ্চলে চাঁদাবিলা গ্রামে পানিয় জলের দাবিতে পথ অবরোধ। সকাল থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে অবরোধ। ১০টায় এলাকার প্রধান মানুষের কাছে গিয়ে তাদের আস্বস্ত করলে শেষে অবরোধ তুলতে রাজি হয় গ্রামবাসী। চাঁদা বিলা গ্রামে গত কয়েক মাস ধরে পানীয় জলের সংকট। কারন গ্রামে বসানো সাবমার্সেবল মাপ্প টি খারাপ হয়ে গেছে। এর আগে দুবার খারপ হয়। গ্রামবাসী রা নিজের চঁদা তুলে পাম্পটি মেরামত করে। কিন্তু ফের খারাপ হওয়ায় এবার পাম্পটি বদলাতে হবে। বারবার প্রশাসন কে বলেও কোনো লাভ হয়নি। আার পাম্প পাল্টানোর টাকা গ্রামবাসী দের নেই। ফলে বাধ্য হয়ে আজ সকালে তারা অবরোধ শুরু করে। দূর্ঘ অবরোধ এর জেরে সমস্যায় পড়েন এলাকার মানুষ জন। বাস গাড়ি আটকে যায়। শেষে বেলা ১০ টা নাগাদ প্রধান প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী রা অবরোধ তুলে নিতে রাজি হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পাম্প ঠিক মা হলে ফের অবরোধ এর হুশিয়ারি।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 05:09:43
Dihierench, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশ থোড়াই কেয়ার! নির্দেশ অমান্য করে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এসআইআর ফর্ম বিলি অব্যাহত পাঁশকুড়াতে। বিজেপির বি এল এ টু ভয়ে ভিড়তে পারছে না বি এল ওর কাছে। পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে এক জায়গায় ক্যাম্প বসিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলএ। শাসক দলের পঞ্চায়েত সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে চলছে ফরম বিলির কাজ। কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কথা থাকলেও এখানে টেবিল-চেয়ার পেতে লাইন দিয়ে ফর্ম নিচ্ছেন সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই কাজ। বিজেপির বিএলএ-২ দাবি করেছেন, শাসকদল তৃণমূলের উপস্থিতিতে তিনি নিরাপত্তার অভাবে ক্যাম্পে যেতে পারেননি। বিএলওর দাবি, ইন্টারনেট সমস্যার কারণে বাধ্য হয়ে এক জায়গায় ক্যাম্প করতে হয়েছে। বাইট ১)শেখ সেলিম। গ্রামবাসী। ১:৩৮ সেঃ। ২)আনোয়ার আলী।গ্রামবাসী। ২৭ সেঃ ৩)শ্যামল সেনাপতি বি এল ও। ৪:১৫ সেঃ। ৪)তারকনাথ ব্যানার্জি। বিজেপি মন্ডল সভাপতি। ১:৫১ সেঃ ৫)শেখ মিজানুর রহমান তৃণমূলের বিএলএ টু। তৃণমূল পঞ্চায়েত সদস্য。
0
comment0
Report
NRNarayan Roy
Nov 11, 2025 05:09:08
Siliguri, West Bengal:দিল্লির বিস্ফোরণ শিলিগুড়ি মহাকুমার চেকপোষ্ট গুলিতে রাতভোর চলল বিশেষ তল্লাশি। দিল্লিতে বিস্ফোরণ তার জেরেই শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জ চেকপষ্ট সহ হাইরোড গুলোতে চলল পুলিশের বিশেষ তল্লাশি। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ এসডিপিও নকশালবাড়ি ও মহকুমর সমস্ত পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবিন প্রকাশ বলেন, এটা আমাদের রুটিন নাকা তল্লাশি। পাশাপাশি তিনি জানান,দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে এর কারণে আমাদের আরো বেশি তৎপরতা বেড়েছে। শুধুমাত্র এই জায়গায় নয়, সীমান্ত যে সমস্ত এলাকার রয়েছে খড়িবাড়ি, নকশাল বাড়ি, ঘোষপুকুর এলাকাতে নাকা তল্লাশি চলছে। আর এই নাকা তল্লাশি লাগাতার চলতেই থাকবে।
0
comment0
Report
ABArup Basak
Nov 11, 2025 05:08:49
Mal Bazar, West Bengal:ডামডিমে ফের লোকালয়ের হাতি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা... আবারও ডামডিম এলাকায় দেখা গেল সেই হাতিটিকে, যে কয়েক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় লোকালয়ে চলে এসেছিল। মঙ্গলবার সকালে ডামডিম সেনা ছাউনি সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে MPP3 বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে গুম্ফা সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে ঢুকিয়ে দেন। উল্লেখ্য তারঘেরা রেঞ্জের MMP3 বন কর্মিরা রাতদিন এই হাতিটির পর্যবেক্ষণ করে চলেছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এলাকায় বনকর্মীরা মোতায়ন রয়েছেন, যাতে হাতিটি লোকালয়ে ঢুকে বিপত্তি না ঘটায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ রাস্তায় হাতিটি চলে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে গরুবাথানের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে অসুস্থ হয়ে এই হাতিটি লোকালয়ে চলে আসে। এরপর ডামডিম, সাইলি, রানিচিরা ও চেল নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকে। বন দপ্তর কর্তৃপক্ষ হাতিটির চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ফিরিয়ে দেয়। কিন্তু সম্প্রতি আবারও হাতিটি ডামডিম গুম্ফা সংলগ্ন ঝোপে আশ্রয় নিয়েছে এবং মাঝেমধ্যেই লোকালয়ের দিকে চলে আসে। স্থানীয়দের ধারণা, হাতির দল হয়ে ربما একে নিজেদের সঙ্গে নিচ্ছে না, সেই কারণেই এটি একা ঘুরে বেড়াচ্ছে। বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, হাতিটির আচরণ ও চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 11, 2025 03:47:55
Purulia, West Bengal:পুরুলিয়া: বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে দেখা গেলো শ্লথ ভল্লুকের ছবি । পুরো দস্তুর কালো লোমশ শ্লথ ভল্লুকের ভিডিও ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায় । প্রায় তিন বছর আগে কোটশিলা বনাঞ্চলে ভল্লুকের উপস্থিতির টের পায় বন বিভাগ । একাধিক জায়গায় উদ্ধার হয় ভল্লুকের পায়ের ছাপ । এবার সেই ভল্লুকের উপস্থিতিতে শিলমোহর দিল বন দপ্তর । একটি বা দুটি নয় চার থেকে পাঁচটি ভল্লুক রয়েছে ওই এলাকায় বলে দাবি বন দপ্তরের । পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিল সংস্থার যৌথ প্রকল্পে বন্যপ্রাণ উপস্থিতি নিয়ে পুরুলিয়ার একাধিক বনাঞ্চলে পাতা হয়েছে ট্র্যাপ ক্যামেরায় । কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে পাতা ক্যামেরায় পূর্ণবয়স্ক ভল্লুকের ছবি ধরা পড়ে। এর আগেও একই জঙ্গলে ধরা পড়ে চিতাবাঘের ছবি, বন বিড়াল, হানি বেজার, প্যাংগোলিন, বন ময়ূর সহ একাধিক বনপ্রানের ছবি । বন দপ্তর এবং হিল সংস্থার কর্তৃপক্ষের দাবি, পুরুলিয়ার বিভিন্ন জঙ্গল বন্যপ্রাণীর উপযুক্ত স্থান হিসেবে পরিণত। তাই বন্য জীবজন্তুর ঠিকানা হয়ে উঠেছে পুরুলিয়ার জঙ্গল গুলি।
0
comment0
Report
PDPradyut Das
Nov 11, 2025 03:47:15
Jalpaiguri, West Bengal:স্কুলের মধ্যেই প্রধান शिक्षিকাকে কান ধরে ওঠবস করাচ্ছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা বর্তমানে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সিসি টিভির ফুটেজ দিয়ে এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ওই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার কথা বলা হলেও সংবাদে বলা হয়েছে ভিডিও যাচাই করেছে ২৪ ঘণ্টা। ঘটনার জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের। এআই দিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে সৈকতের দাবি। স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাসের অবশ্য দাবি, ওই ফুটেজ সত্য। বিষয়টি ডি আইয়ের মাধ্যমে রাজ্যের শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনও সুরাহা হয়নি। সেকারণে আইনের দ্বারস্থ হয়েছেন। ঘটনার আসরে নেমেছে জেলা বিজেপি। এই ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 11, 2025 03:46:51
Baruipur, West Bengal:বারুইপুরে কাঠের ফার্নিচারে বিধ্বংসী আগুন, রাতভর লড়াইয়ের পরও জ্বলছে আগুন বারুইপুর থানার অন্তর্গত বংশী বটতলা বাইপাস লাগোয়া একটি কাঠের ফার্নিচারে শনিবার গভীর রাতে লাগে বিধ্বংসী আগুন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত পৌনে চারটে নাগাদ হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি প্রথমে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে দ্রুত বারুইপুর থানায় খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘন্টাখানেক চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ নেভানো যায়নি এখনো। ফার্নিচারটি ছিল এক বিহারি ব্যবসায়ীর মালিকানাধীন। জানা গিয়েছে, বর্তমানে ওই ব্যবসায়ী ও তাঁর কর্মীরা বিহারে গিয়েছেন ভোট দিতে, ফলে ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলেন না। তাই কোনো হতাহতের খবর মেলেনি। সকালে বাইপাসের ধারে হাঁটতে বেরোনো পথচারীরা আগুনে পুড়ে যাওয়া কাঠ ও ছাইয়ের স্তূপ দেখতে পান। তাদের অনেকে মনে করছেন, এত বড় আগুন নেভাতে আরও একটি ফায়ার ব্রিগেডের গাড়ি থাকলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেত। এক স্থানীয় বাসিন্দার কথায়, “আগুনটা খুব তীব্র ছিল, একটা মেশিনে কুলোবে না ভেবেছিলাম। অন্তত আরেকটা গাড়ি এলে আরও কিছু মাল বাঁচানো যেত।” দমকল সূত্রে জানা গেছে, কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল পর্যন্তও আগুন সম্পূর্ণ নেভানো যায়নি, ফায়ার কর্মীরা সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 11, 2025 03:46:36
Ranaghat, West Bengal:আজ থেকে চালু হলো ১২ নম্বর জাতীয় সড়কের রাস্তা পারাপারের জন্য নতুন কাটআউট ফুলিয়াপাড়ায় আজ থেকে চালু হলো তারকদাস বন্দ্যোপাধ্যায় ও বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে ১২ নম্বর জাতীয় সড়কের নতুন পারাপারের কাটআউট। ফুলিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পূর্ববর্তী কাটআউটটি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, জাতীয় সড়কের সম্প্রসারণের পর ফুলিয়াপাড়ায় তৈরি পুরনো কাটআউটে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। কয়েক মাস আগে সেখানে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদ বিকল্প ব্যবস্থার দাবি জানান। তাদের অভিযোগ ছিল, ফুলিয়াপাড়া এলাকায় আপ ও ডাউন লেন সমান্তরাল না হওয়ায় পারাপারের সময় ঝুঁকি বেড়ে যায়। প্রশাসনের উদ্যোগে ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পরামর্শে অবশেষে প্রায় ১০০ মিটার দূরে নতুন সমান্তরাল স্থানে কাটআউট তৈরি করা হয়েছে। আজ সেই নতুন কাটআউটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমারের উপস্থিতিতে। তিনি জানান, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ ও যানবাহনের ক্ষেত্রে তাদের নিজেদের সুরক্ষার কথা ভেবে, সাবধানে রাস্তা পারাপারের পরামর্শ দেন
0
comment0
Report
Advertisement
Back to top