Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

दीघा में सुरक्षा कड़ी, संयुक्त नाका चेकिंग जारी

KMKIRAN MANNA
Nov 11, 2025 01:03:46
Dihierench, West Bengal
Security tightened across Digha, joint naka checking underway
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 11, 2025 01:03:34
0
comment0
Report
SMSubhasis Mandal
Nov 11, 2025 01:02:56
0
comment0
Report
EGE GOPI
Nov 11, 2025 01:02:38
Kharagpur, West Bengal:লালকেল্লায় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাায় নড়াচড়া শুরু হয়েছে। তারই জেরে দক্ষিণ পূর্ব রেলওয়ে জারি করেছে হাই এলার্ট। বিশেষ নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেশন ও জংশনগুলিতে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনেও রেল পুলিশ, জিআরপি ও আরপিএফ মিলিতভাবে শুরু করেছে কড়া তল্লাশি। রেল সূত্রে জানা গেছে, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, ওভারব্রিজ, ওয়েটিং হল, লাগেজ এরিয়া এবং পার্সেল জোনে চলছে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের বিশেষ অভিযান। সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, লাগেজ স্ক্যানিং বাড়ানো হয়েছে দ্বিগুণভাবে। রেলের তরফে জানানো হয়েছে “যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য। নির্দেশ পাওয়ার পরই আমরা বাড়তি ফোর্স মোতায়েন করেছি। কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।” রেলপথে ভিড় বেশি হওয়ার কারণে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে, এমনকি প্ল্যাটফর্মে নন-কমিউটার প্রবেশেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। রেলওয়ের তরফে যাত্রীদের উদ্দেশে অনুরোধ— স্টেশন ও ট্রেনে কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তি চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। দেশজুড়ে সতর্কতা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রেলের তরফে জানানো হয়েছে, পাশাপাশি কড়া নিরাপত্তা আরোও জোরদার করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ。
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 11, 2025 01:01:57
Asansol, West Bengal:আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৮৭ নম্বর ওয়ার্ডের ডামরা এলাকায় সোমবার দেখা গেল এক অন্য রকম দৃশ্য। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই স্থানীয় মানুষজন তাকে ঘিরে ধরেন। কেউ মিষ্টি হাতে এগিয়ে আসেন, কেউ বার প্রশ্নে ভরিয়ে দেন বিধায়ককে। স্থানীয় যুবকদের একটি অংশ অগ্নিমিত্রাকে মিষ্টি অফার করে বলেন— “দিদি, আগে কখনো আপনাকে দেখিনি, আপনার অফিস কোথায়? ভোটের আগে এসেছেন নাকি?” একের পরে এক প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়েন বিধায়ক। তবে শান্তভাবেই তিনি উত্তর দেন, “আমার পার্টির কার্যকর্তারা সারাক্ষণ এলাকায় থাকেন, আমিও বহুবার এসেছি। আমার অফিস কোথায়, তা সবাই জানে।” এরপর তিনি এলাকাটি ছেড়ে চলে যান। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “শুধু অগ্নিমিত্রা পাল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজে পান না। তাই আজ মানুষ মিষ্টি খাইয়ে তাদের মিষ্টি কথা শোনাতে চাইছে।” এর জবাবে অগ্নিমিত্রা পাল তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, “তৃণমূল কংগ্রেস সবসময়ই আক্রমণ করে — শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে আমাকেও ছাড়ে না। আমাদের কর্মীদের ওপরেও হামলা চালায়। কিন্তু এসব সত্ত্বেও বিজেপি সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাবে।” ডামরার মিষ্টি-মুহূর্ত তাই এখন রাজনীতির তেতো বিতর্কে রূপ নিয়েছে — একদিকে মানুষের প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক পাল্টা-পাল্টি বক্তব্য।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 10, 2025 17:46:18
Siliguri, West Bengal:মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকা ঘাটের কাছে কাউয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করল প্রচুর মানুষ। হাতে গ্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাউয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা। জানাজায় , শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে। তাদেরাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার আগে সেই পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কনভয় ঢোকার কিছু সময় আগের এই ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে সেখান থেকে বেশ কয়েক জন মহিলা কে আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 10, 2025 17:45:59
Siliguri, West Bengal:*দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রেলস্টেশনে চলছে স্নিফার ডগ সহ নাকা চেকিং।* দিল্লির লালকেল্লা এ ভয়াবহ বিস্ফোরণ মৃতের সংখ্যা বহু। কার্যত গোটা দেশজুড়ে চলছে হাই এলার্ট। শিলিগুড়ি চিকেন নেক কডিডোর অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এনজেপি। এই এনজেপি স্টেশনে বাড়ানো হলো নিরাপত্তা। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ ও বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। যাত্রীদের ব্যাগ খুলে দেখা হচ্ছে কি রয়েছে ব্যাগে। পাশাপাশি প্লাটফর্মে ইতি-উতি ছড়িয়ে থাকা সমস্ত ডাস্টবিন সহ সমস্ত জিনিস পরীক্ষা করানো হচ্ছে স্লিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে। এককথায় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এনজিপি স্টেশন চত্বর।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 10, 2025 17:45:42
Kaji Chak, West Bengal:दिल्ली তে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে মৃত একাধিক। এই ঘটনার জেরে দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সেই মতন আজ রাত্রে মেদিনীপুর স্টেশনের আরপিএফ কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে স্টেশনের মধ্যে থাকা ডাস্টবিন, রেল যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ এবং স্টেশনের বাইরে পার্কিং করে রাখা গাড়িগুলিতে চেকিং সহ তল্লাশি অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় দিল্লির ঘটনার পর সতর্ক রয়েছে রেল পুলিশও। রেল পুলিশের আধিকারিকpraseni ji t karanjayi জানিয়েছেন, উপর থেকে নির্দেশ রয়েছে মেদিনীপুর স্টেশনে কড়া নজরদারি চালানোর জন্য। সেই মতো মেটাল ডিটেক্টর এবং বোম্ব ডিটেক্টর দিয়ে স্টেশনের মধ্যে এবং স্টেশনের বাইরের চত্বরের বাইরে চেকিং করা হয়েছে। উপর থেকে নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত এই তল্লাশি অভিযান এবং চেকিং চলবে বলেও জানিয়েছেন তারা।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 10, 2025 15:45:59
Kolkata, West Bengal:# এস আই আর আতঙ্কে আত্মহত্যা চেষ্টা, আজ দুপুর একটা নাগাদ মৃত্যু এসএসকেএমএ হুগলির এক গৃহবধুর। গত ৭ই নভেম্বর নিজের ছয় বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কীটনাশক খেয়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন তারা। প্রথমে ধনিয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। এখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের। আজ দুপুর একটা নাগাদ মৃত্যু হয় গৃহবধূ আশা সোরেন এর। আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার কন্যা সন্তানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকেও আইসিউতে রাখা হয়েছে, ডায়ালাইসিস হচ্ছে তার। মৃতার বাবা জানান, এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে তার। আগামীকাল এসএসকেএম হাসপাতালে ময়না তদন্ত হবে তার।
0
comment0
Report
Advertisement
Back to top