Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में कोहरे के बीच ठंड, तापमान करीब 12°C; लोग आग तापकर गर्मी कर रहे

MMManoranjan Mishra
Dec 20, 2025 03:16:34
Purulia, West Bengal
পুরুলিয়া : ঘন কুয়াশায় ঢেকেছে রাস্তাঘাট। কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । জেলার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রীর কাছাকাছতে। ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন সাধারণ মানুষ । দৃশ্যমান্যতা কম থাকায় ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন চালকরা। গরম কাপড় গায়ে জড়িয়ে নিত্যপ্রয়োজনীয় কাজে বাইরে বেরোচ্ছেন জেলাবাসী । শীতের আমেজ উপভোগ করতে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থান গুলোতে নেমেছে পর্যটকদের ঢল ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Dec 20, 2025 03:48:07
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 20, 2025 03:47:56
Arambag, West Bengal:আরামবাগঃ২০ ডিসেম্বর --------------------------------------------- পাড়ায় সমাধানে কাজ শেষ হয়ে গেলেও একই রাস্তার শিলান্যাস ও নতুন টেন্ডার হল পথশ্রী প্রকল্পে। এতেই দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলের পাশাপাশি খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ শাসक দলের কার্যক্রমীরা। খানাকুলের কামদেবপুর থেকে সিপাইপাড়া ৪০০ মিটার রাস্তা ঘিরে এমনই বিতর্কে শোরগোল। দীর্ঘদিনের দাবি মেনে পাড়ায় সমাধানে সম্পূর্ণ হয়েছে রাস্তার কাজ। আবার একই রাস্তার পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পে ভার্চুয়াল শিলান্যাস করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। খোদ ব্লক অফিসের গেটে রাস্তার নাম দিয়ে পড়েছে একাধিক বড় হোর্ডিং। এমনকী সেই রাস্তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন। সমাজে নজিরবিহীন অভিযোগ উঠল খানাকুল-১ ব্লকের ধরমপুর এলাকায়। জানা গেছে, বিজেপি পরিচালিত খানাকুল-২ পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর মসজিদতলা থেকে সিপাইপাড়া ৪০০ মিটার দীর্ঘ রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে бেহাল ছিল। কয়েকমাস আগে ही পাড়ায় সমাধানে রাস্তা সংস্কারের আবেদন জমা পড়ে। খানাকুল-১ ব্লক থেকে সেই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তিনদিন আগেই রাস্তার কাজ শেষ হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। তবে কাজের খতিয়ান সংক্রান্ত বোর্ড সেখানে নেই। অথচ একই রাস্তার পথশ্রী প্রকল্পে শিলান্যাসের পর টেন্ডারও হয়ে গেছে। টাকা আত্মসাতের জন্যই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের একাংশ। ঘটনায় তৃণমূলকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস। যদিও ব্লক প্রশাসনের দাবি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এছাড়া রাস্তার কাজ শেষের পর কেন খতিয়ানের বোর্ড লাগানো হয়নি, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খানাকুল-১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।তবে রাজনৈতিক তরজা করতে ছাড়েনি কোন দলই।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 20, 2025 03:47:31
Kaji Chak, West Bengal:মেদিনীপুর হাসপাতাল রোডে যত্রতত্র পার্কিং রুখতে অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মারুতি ভ্যানকে স্পট ফাইন করা হয়। পাশাপাশি যে সমস্ত অ্যাম্বুলেন্স গুলি দাঁড়িয়ে ছিল তাদের চালকদের মোবাইল নম্বর নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে যেন রাস্তার ধারে কোনভাবেই অ্যাম্বুলেন্স না রাখে। উল্লেখ্য, মেদিনীপুর শহরের গান্ধী মোড় থেকে বটতলার চক যাওয়ার রাস্তার ওপরেই পড়ে একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অন্যদিকে হাসপাতাল। আর এই গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশেই রয়েছে একাধিক দোকান। এরপর এই রাস্তার ধারেই যত্রতত্র পার্কিং করে রাখা থাকে একাধিক অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট মারুতি ভ্যান। ফলে নিত্যদিন যানজট লেগেই থাকতো। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে রোগী নিয়ে আসতে হলে রীতিমত বেগ পেতে হতো। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যাতে পরিষ্কার রাখতে এবং যানজট মুক্ত হয় সেই কারণের জন্যই ট্রাফিক পুলিশের এই অভিযান। শুধু একদিন নয়, এরকম ধারাবাহিকভাবেই অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 20, 2025 03:47:05
Rajpur Sonarpur, West Bengal:অমিত মালব্যের মন্তব্যে নিরাপত্তা ও সম্প্রীতি বিঘ্নের অভিযোগ, নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ তৃণমূলের ভিন রাষ্ট্রে ঘটে যাওয়া এক নক্কারজনক ঘটনা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হতে পারে—এই অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল মুখ্যপত্র তন্ময় ঘোষ。 তৃণমূল নেতার অভিযোগ, ওই মন্তব্যের জেরে সমাজে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতায় থাকা সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে。 এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 20, 2025 02:50:09
Barrackpore, Kolkata, West Bengal:জীবিত মানুষকেও মেরে ফেললেন স্যার। থুরি এস, আই, আর । সকাল থেকেই কর্মকার বাড়ির সামনে এলাকার বাসিন্দারা আসতে শুরু করেছেন। এই বাড়ি র কর্তা সোমেশ্বর কর্মকারের মৃত্যু হয়েছে।এমন একটা কথা রটে গিয়ে ছে গ্রামে। অবশ্য সত্যি সত্যি তার মৃত্যু হয়নি এস আই আর তাকে মেরেছে। দিব্বি ঘুরে বেরান মানুষ টিকে খাতায় কলমে মেরে ফেলেছে। অর্থাৎ তিনি এসআইয়ের জন্য ফরম ফিলাপ করেছেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম আছে। ২০২৪ সালের নৈহাটির উপ নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। এ হ্যানো এক মানুষকে এক্কেবারে মৃত বলে ঘোষণা, নির্বাচন কমিশনের। সোমেশ্বর কর্মকারের দাবি নির্বাচন কমিশন যখন তাকে মৃত বলে ঘোষণা করেছেন তাহলে তার শসান খরচাদিক আর তার পরিবারের দায়িত্ব নিক নির্বাচন কমিশন তাহলে তিনি মরতে রাজি। এলাকার বাসিন্দাও হতবাক কর্মকার বাড়ি এই অঞ্চলে বহু পুরনো বাড়ি বলেই পরিচিত। নতুন যে অন্য কোন দেশ থেকে এসেছেন এমনটাও নয় তাদের পাঁচ পুরুষের বাস। হেনু মানুষ মৃত। তারাও ভেবে উঠতে পারছেন না। তার থেকে বড় কথা সকাল থেকে তাকে দেখতেও পারছিলেন না এলাকার বাসিন্দারা চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারপর শোনা গেল তুমি গঙ্গার ঘাটে গিয়েছেন স্নান করতে। পেশায় সোনার রুপোর কারিগর। পাঁচ পুরুষের ব্যবসা আর সেটাই তিনি বাড়িতে করে চলেন। কি করবেন বুঝেই উঠতে পারছেন না। নৈহাটির বিধায়ক সনৎ দে বলছেন সব বিজেপির চক্রান্ত ইচ্ছাকৃতভাবে তাদের অর্থাৎ তৃণমূলের সমর্থকদের নাম বাদ দিচ্ছে বিজেপির প্ররোচনায়।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:49:41
Kolkata, West Bengal:অগ্নিগর্ভ বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন ঘোষণ country's interim government প্রধান মহম্মদ ইউনূসের। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে হাদির দেহ। শনিবার দুপুর ২টোয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা সম্পন্ন হবে। এর পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে হাদিকে। পরিবারের অনুরোধ মেনেই নজরুলের পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্ত। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এর নেত্রী ফতিমা তসনিম জুমা জানিয়েছেন পরিবারের অনুরোধ মেনে নজরুলের পাশে সমাধাস্থ করা হচ্ছে হাদিকে। গত ১২ ডিসেম্বর সেন্ট্রাল ঢাকায় রিকশায় চেপে নির্বাচনী প্রচার চালানোর সময়, হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর মাথায় গুলি লাগে তাঁর। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। পরিস্থিতির অবনতি হলে সিঙ্গাপুরের এভার কেয়ার সুপার স্পেশালিটি হাসপাতালে এয়ার অ্যাম্বুল্যান্স করে স্থানांतরিত করা হয় হাদিকে। পরশু বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ সেখানেই মারা যান তিনি। আর তাঁর মৃত্যুকে ঘিরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 20, 2025 02:49:29
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরের চুরি ছিনতাই থেকে অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন যাতে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিল বিজেপির একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইতের নেতৃত্বে এই প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের শঙ্কর বলেন, মেদিনীপুর শহরে একের পর এক চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে। যত্রতত্র গজিয়ে উঠেছে মদ গাঁজার ঠেক। রাত্রি আটটার পর সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না। বাইক রাইডাররা স্পিডে গাড়ি চালাচ্ছে মানুষকে ধাক্কা মারছে। শহর জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পুরো ঘটনা লিখিত আকারে জানানো হয়েছে জেলা পুলিশ সুপারকে। পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন তারা যে অভিযোগগুলো করেছেন সেগুলির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:48:58
Kolkata, West Bengal:TATA MARATHON আসন্ন টাটা স্টিল কলকাতা ম্যারাথন ২০২৫ উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর রবিবার কলকাতার ট্রাফিক ব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তন ও বিধিনিষেধ জারি করা হয়েছে। আপনার সুবিধার জন্য বিজ্ঞপ্তির মূল অংশগুলো নিচে বাংলায় দেওয়া হলো: গুরুত্বপূর্ণ সময় ও প্রধান বিধি * ম্যারাথনের তারিখ: ২১শে ডিসেম্বর, ২০২৫ (রবিবার)。 * পণ্যবাহী গাড়ি: ওইদিন ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডের মতো প্রধান রাস্তাগ Guerrimentাল মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। * ট্রাম পরিষেবা: সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ সহ একাধিক রুটে ট্রাম বন্ধ থাকবে。 রাস্তা বন্ধ ও যান চলাচল নিয়ন্ত্রণ ১. সম্পূর্ণ বন্ধ রাস্তা (ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত) ম্যারাথনের জন্য এই রাস্তাগুলি সাধারণ যানবাহনের জন্য বন্ধ থাকবে: * রেড রোড (২০ ডিসেম্বর রাত ১১টায় থেকে বন্ধ হয়ে যাবে). * মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোড। * ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। * এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত)। ২. নিয়ন্ত্রিত বা ডাইভার্ট করা রাস্তা (ভোর ৪টা থেকে) * গড়িয়াহাট ফ্লাইওভার: ফ্লাইওভারের পূর্ব দিকের অংশ দিয়ে উত্তরমুখী যান চলবে এবং নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলবে। * বালিগঞ্জ সার্কুলার রোড: পূর্বমুখী গাড়িগুলিকে রিচি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। * শরৎ বোস রোড: দক্ষিণমুখী গাড়িগুলি দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হতে পারে। * এস পি মুখার্জি রোড: দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে পূর্ব দিকে ঘোরিয়ে দেওয়া হবে। ৩. বাস ও মিনিবাসের রুট পরিবর্তন * বেহালা রুটের বাস: টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যাতায়াত করবে। * হাওড়াগামী বাস: এজেসি বোস রোড থেকে এস.এন ব্যানার্জি রোড বা পার্ক সার্কাস ৭ পয়েন্ট হয়ে যেতে পারে। * প্রিন্স আনোয়ার শাহ রোড: এই অঞ্চলের উত্তরমুখী বাসগুলিকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বিকল্প রাস্তার পরামর্শ গাড়ি চালকদের অনুরোধ জানানো হয়েছে তারা যেন ম্যারাথনের সময় (সকাল ৫টা থেকে দুপুর ১টা) নিচের রাস্তাগুলো এড়িয়ে চলেন বা বিকল্প হিসেবে ব্যবহার করেন: * পশ্চিমমুখী যাত্রার জন্য সোয়াইনহো স্ট্রিট বা বন্ডেল রোড হয়ে গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করুন。 * গড়িয়াহাট রোডের পশ্চিম দিকটি দৌড়ের (Race) জন্য সংরক্ষিত থাকবে, তাই যাতায়াতের জন্য পূর্ব দিক ব্যবহার করতে হবে。 সতর্কবার্তা: ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী যেকোনো সময় পরিস্থিতি বুঝে আরও কিছু রাস্তা বন্ধ বা ঘোরানো হতে পারে। ম্যারাথন শেষ হওয়ার সাথে সাথেই ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হবে。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:31:21
Kolkata, West Bengal:TRIPURA *চলতি বছরের জুলাই মাসে লং মার্চের নামে কয়েক হাজার বাংলাদেশি প্রায় পৌঁছে গেছিল বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে। এবারও সেভেন সিস্টার দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বারবার। এই অবস্থায় ত্রিপুরা সীমান্তে শুক্রবার বিকেলে অত্যন্ত গুরুত্বপুর্ণ পর্যালোচনা সফর পূর্বാഞ্চলীয় সেনা কর্তার।* দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার বিকেলে নিরাপত্তা খতিয়ে দেখলেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। তাঁর সঙ্গে ছিলেন একাধিক শীর্ষ সেনা আধিকারিক। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা খতিয়ে দেখলেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। তাঁর সঙ্গে ছিলেন একাধিক শীর্ষ সেনা আধিকারিক। সীমান্তে নজরদারি, অপারেশনাল প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেনা সূত্রে খবর, বেলোনিয়া সীমান্তে নজরদারি ব্যবস্থা, সেনা মোতায়েন এবং আপদকালীন প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন সেনাকর্তারা। সীমান্তে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সেনার তরফে জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এই বার্তাই দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের এই সফরের মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রকের এই তৎপরতার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিএসএফ কে কড়া সতর্কতা অবলম্বন করতে নির্দেশ পাঠানো হয়েছে.
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:31:09
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:16:01
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) টানা দুদিন ১৭ ছুঁই ছুঁই রাতের পারদ কাল রাতে সামান্য কমে ১৬ ডিগ্রি। পাহাড়ে পারদ ৭ বা ৮ এর ঘরে। বড়দিনের আগে ফের সামান্য পারদ পতনের ইঙ্গিত। স্বাভাবিকের ওপরে চলে যাওয়া তাপমাত্রা ফিরবে স্বাভাবিকের ঘরে। চলতি year's বাকি দিনগুলোয় জাঁকিয়ে শীতের সম্ভবনা আর নেই। রাতে ভোরে শীতের পরশ। সকালের দিকে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে শীতের অনুভূতি গায়েব। জাঁকিয়ে শীতের অপেক্ষা ২০২৬ এর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের। ২) রাজ্যের জেলায় জেলায় কুয়াশার সতর্কতা। পার্বত্য এবং উপকূলের জেলায় ঘন কুয়াশা। পশ্চিমাঞ্চলের জেলায় মাঝারি কুয়াশা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরের দিকে ফাঁকা জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা। পার্বত্য জেলা বাদে কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা নেই। ৩) উত্তর পশ্চিম ভারতে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু কাশ্মীর উপত্যকা থেকে নেপাল পর্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্ত। ইরান সংলগ্ন আরব সাগর এলাকায় দ্বিতীয় ঘূর্ণাবর্তে শীতের উৎসমুখে বাধা। ৪) পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪, উত্তরের সমতলে ১০ থেকে ১২ এবং উপকূল এলাকায় ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী ৭২ ঘণ্টার রাতের তাপমাত্রা। ৫) বড়দিনের আগেই ফের সামান্য হলেও বাড়বে শীতের আমেজ। জাঁকিয়ে শীত জানুয়ারির আগে নয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন থেকে ফেব্রুয়ারি মাসের গোড়া পর্যন্ত আরেকটি শীতের স্পেল আসতে চলেছে বলে পূর্বাভাস। ৬) ঘন কুয়াশার লাল সতর্কতা উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজ্যে। ডেন্স ফগ অ্যালার্ট রাজধানী দিল্লিতে। ওড়িশা রাজস্থান হিমাচল এবং উত্তরাখণ্ড রাজ্যেও কুয়াশার দাপট। উত্তর পূর্বের রাজ্যে ভোরের দিকে ঘন কুয়াশা।
0
comment0
Report
PDPradyut Das
Dec 20, 2025 01:30:57
Jalpaiguri, West Bengal:উত্তরের শাসক-বিরোধী দলের মধ্যে ভাঙ্গা-গড়ার খেলা অব্যাহত। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে বিজেপিতে ভাঙন। কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে শক্তি বাড়লো বিজেপির। কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আবার কোথাও বিজেপি থেকে তৃণমূলে। ২০২৬ এর ভোটের প্রাক্কালে উত্তরে রাজনৈতিক দলেরগুলোর মধ্যে ভাঙা-গড়ার খেলা অব্যাহত। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লক এর বারঘোরিয়া অঞ্চলের দাম বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রায় ২০ টি পরিবার তৃণমূল কংগ্রেস এ জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট মহুয়া গোঁপ এর হাত ধরে যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টিতে একনিষ্ঠ কর্মী অরুণ সরকার এতদিন পার্টিতে থেকেও সেখানে কিছু পায়নি বা এলাকার কোন উন্নয়ন হননি বলে অভিযোগ। আর সে কারণে শাসক দলে আসলেন তিনি, এখানে এসেই শাসকদলের উন্নয়নের কথা তুলে ধরলেন। গতকালেই তৃণমূলের একাধিক টোটো ভারতীয় জনতা পার্টি মাগুর মাটিতে জয়েন করেছেন। তার পাল্টা শাসক দল জবাব দিল। এক কথায় ভাঙ্গা গড়ার খেলা শুরু হয়ে গিয়েছে শাসক থেকে বিরোধীদল। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়। এবং ধুপগুড়ির গ্রামীণ সভাপতি মলয় রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর তার সাথে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং ওরফে গুড্ডু এই সভাতে অঞ্চল সভাপতি প্রতাপ মজুমদার ও প্রধান উপপ্রধান খনেন্দ্র রায় প্রধান ও আবু তাহের সহ আনেকে। অপরদিকে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকে বক্সিজঙ্গল অঞ্চলের ১০১ নং বুথে তৃনমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন প্রায় ১০০ টি ভোটার। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় , মেখলিগঞ্জ মন্ডল 3 নং মন্ডলের সভাপতি পীযুষ কান্তি রায় , সাধারণ সম্পাদক নির্মল রায় ও সুখলাল মন্ডল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কো কনভেনার বিমল রায় , জেলা কমিটির সদস্য দীনবন্ধু রায় মহাশয়, বক্সিগঞ্জ অঞ্চলের কনভেনার পরিতোষ বর্মন,মন্ডল আইটি সেল ইনচার্জ নিবারণ রায়,কো ইনচার্জ অর্নব কুমার রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 20, 2025 01:02:03
Baruipur, West Bengal:কেওড়াতলা শ্মশানে মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে দুই পাড়ার কয়েকজন যুবকের মধ্যে বচসা পরে মারামারি। কয়েকজন আহত ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শ্মশানে মৃতদেহ দাহ করার সময় শ্মশানের মধ্যে বাইক রাখা কে কেন্দ্র করে দুই পাড়ার কয়েকজন যুবকের মধ্যে বচসা থেকে , মারামারিতে পৌছায়। বেশ কয়েকজন আহত হয় ঘটনায় বলে জানা যায়। এরপর মেয়রের বাড়ির মোরের সামনে এক পক্ষ পথ অবরোধ বিক্ষোভ দেখায় কিছুখন। অন্যদিকে শ্মশান পাড়ার মোড়ে আরেক পক্ষ শ্মশান মোড়ের বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চেতলা থানার পুলিশ।বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় রাতে।তবে মেয়র এর বাড়ির সামনে এমন ঘটনা ঘটলেও মেয়র কে দেখা যায়নি।
0
comment0
Report
Advertisement
Back to top