Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

Medinipur Hospital Road में अवैध पार्किंग रोकने के लिए ट्रैफिक पुलिस का अभियान

CDChampak Dutta
Dec 20, 2025 03:47:31
Kaji Chak, West Bengal
মেদিনীপুর হাসপাতাল রোডে যত্রতত্র পার্কিং রুখতে অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মারুতি ভ্যানকে স্পট ফাইন করা হয়। পাশাপাশি যে সমস্ত অ্যাম্বুলেন্স গুলি দাঁড়িয়ে ছিল তাদের চালকদের মোবাইল নম্বর নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে যেন রাস্তার ধারে কোনভাবেই অ্যাম্বুলেন্স না রাখে। উল্লেখ্য, মেদিনীপুর শহরের গান্ধী মোড় থেকে বটতলার চক যাওয়ার রাস্তার ওপরেই পড়ে একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অন্যদিকে হাসপাতাল। আর এই গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশেই রয়েছে একাধিক দোকান। এরপর এই রাস্তার ধারেই যত্রতত্র পার্কিং করে রাখা থাকে একাধিক অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট মারুতি ভ্যান। ফলে নিত্যদিন যানজট লেগেই থাকতো। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে রোগী নিয়ে আসতে হলে রীতিমত বেগ পেতে হতো। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যাতে পরিষ্কার রাখতে এবং যানজট মুক্ত হয় সেই কারণের জন্যই ট্রাফিক পুলিশের এই অভিযান। শুধু একদিন নয়, এরকম ধারাবাহিকভাবেই অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement

SMsoma maity
Dec 20, 2025 05:18:28
Murshidabad, West Bengal:
0
comment0
Report
PDPradyut Das
Dec 20, 2025 05:18:17
Jalpaiguri, West Bengal:ধুপগুড়িতে দিব্যি হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছেন। জ়ীবিত ভোটারকে ‘মৃত’ ঘোষণা! এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তৃণমূলের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এমন এক ঘটনা সামনে এল, যা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল। খসড়া ভোটার তালিকায় জীবিত নাগরিককে ‘মৃত’ বলে চিহ্নিত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার কেন্দ্রে রয়েছে ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দ লাল রাম, যিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত থাকা সত্ত্বেও খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ও বিভ্রান্তিতে পড়েছে পরিবারটি। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং স্পষ্ট বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাড়্য বলেছেন এসআইআর হোক, তবে তা সঠিক ও স্বচ্ছভাবে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হচ্ছে। এভাবে ভোটার তালিকা সংশোধন হলে গণতন্ত্রের ওপর প্রশ্ন উঠবে। অন্যদিকে বিজেপি বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয়। টাউন মন্ডল সভাপতি পাপাই মন্ডল বলেছেন, এতে ভয়ের কোনো কারণ নেই, হয়তো কারও অনিচ্ছাকৃত ভুলে এ অর্থ হয়েছে। সংশোধনের জন্য এক মাস সময় আছে, ঠিক হয়ে যাবে। জীবিত নন্দ লাল রাম বলেছেন, আমি বিএলও-র কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, তবু মৃত দেখানো হলো কেন বুঝতে পারছি না। পুরো বিষয়টি ভোটার তালিকা নিয়ে সামান্য গাফিলতিও মানুষের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তৃণমূল দাবি করেছে অবিলম্বে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে ভুল সংশোধন করতে হবে যাতে আর জীবিত নাগরিককে মৃত হিসেবে দেখা না হয়। মহকুমা শাসক শ্রদ্ধা শুব্বা বলেছেন, বিষয়টি নজরে এসেছে এবং বিএল ও লিখিত আকারে জানানো হয়েছে। SDO ধুপগুড়ি বিস্তারিত খতিয়ে দেখা হবে ও ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন।
0
comment0
Report
TDTapan Deb
Dec 20, 2025 05:16:15
Alipurduar, West Bengal:अलीपुरद्वार के चाय बगान के प्रशासनिक पदों पर अब महिलाएं कदम रख रही हैं; 2026 तक यह परंपरा बदलेगी। इस बार चाय बगान में मैनेजर, असिस्टेंट मैनेजर, पब्लिक रिलेशन ऑफिसर आदि कई पदों पर महिलाएं होंगी। चाय बगान में पहले से ही महिलाएं पाटा-बना करती थीं, लेकिन अब कार्य-पर्यवेक्षण भी महिलाएं करेंगी। अलिपुरद्वारा महिला महाविद्यालय और स्थानीय मदराडबरी चाय बगान के सहयोग से टी मैनेजमेंट कोर्स शुरू किया जा रहा है; इस छह महीने के पाठ्यक्रम में चार महीने थ्योरी और दो महीने प्रैक्टिकल सिखाए जाएंगे। कॉलेज के अध्यक्ष अमिताभ रॉय ने कहा कि 100% नौकरी के अवसर सुनिश्चित किए जाएंगे। मदराडबरी चाय बगान के मुख्य व्यवस्थापक चिन्मय धोर ने बताया कि उत्तर बंगाल विश्वविद्यालय में टी मैनेजमेंट कोर्स अब शायद ही महिलाओं की भागीदारी के बराबर रहता है, यहाँ महिलाओं की भागीदारी पर जोर है। कॉलेज के गवर्नरबोर्ड के अध्यक्ष और अलिपुरद्वार के विधायक सुमन कंजीलाल ने कहा कि यह कोर्स शुरू होने से दुयार्स के शिक्षित महिलाओं के लिए बड़े रोजगार के अवसर बनेंगे।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 20, 2025 05:16:01
Dihierench, West Bengal:শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের শক্তি প্রদর্শন, ভোটাধিকার ও এসআইআর চক্রান্ত রুখতে উন্নয়নের পাঁচালীর রেলিও সভা। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কাঁঠিতে ভোটাধিকার ও এসআইআর চক্রান্ত রুখতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, উন্নয়নের পাঁচালীর রেলি অনুষ্ঠিত হলো। প্রায় তিন হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত হয় উন্নয়নের পাঁচালীর রেলি ও সভা। ১৫ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী গান ও ট্যাবলোর সূচনা করেন কাঁথির দাপুটে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা নেতা মামুদ হোসেন সহ জেলার একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব。 সভা মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল ১৬টি আসনের মধ্যে ৯টি দখল করেছিল তৃণমূল কংগ্রেস আসন্ন ২৬ এর নির্বাচনে এবার ১৬টি আসন দখলের লড়াইয়ের ডাক দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে দিয়ে গোটা শহর পরিক্রমা করবে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো। অন্যদিকে, বিজেপির কাঁথি নগর উন্নয়ন নেতা ও কাউন্সিলর সুশীল দাস তৃণমূলকে કটाक्ष করে বলেন, এসব কর্মসূচির বদলে আগে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের গদি বাঁচানো উচিত। তাঁর অভিযোগ, তৃণমূল পরিচালিত পৌরসভায় ব্যাপক অনুন্নয়নের জেরে পুরো নগর উন্নয়ন দপ্তর বোর্ড অফ কাউন্সিলর সহ পৌরপ্রধানকে শোকজ নোটিস দিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ইতিমধ্যেই একাধিক তৃণমূল কাউন্সিলর বিজেপি কাউন্সিলরদের বোর্ড গঠনের প্রস্তাব দিচ্ছেন। বাইট: ১)সুশীল দাস, বিজেপি নেতা ও কাউন্সিলর。 ২)তরুণ জানা, তৃণমূল জেলা নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ。
0
comment0
Report
ABArup Basak
Dec 20, 2025 05:15:41
Mal Bazar, West Bengal:প্রকাশ্য দিনের বেলায় জনবহুল এলাকায় এক মহিলার সোনার অলংকার নিয়ে পালানোর ঘটনা ঘটলো মালবазар শহরে. মালবাজার শহরের সুভাষ মোড় থেকে ঘড়ি মোর পর্যন্ত এক ব্যস্ততম রাস্তা স্টেশন রোড । শহরের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। রাস্তা দু'ধারে সারি সারি দোকান রয়েছে। সব সময় মানুষজনের চলাফেরা লেগেই থাকে। এহেন ব্যস্ততম রাস্তায় সকালে এক মহিলাকে কথার অযুহাতে, গলার অলংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলো। জানা গেছে, মানসী গুপ্তা নামের ওই মহিলার স্থানীয় স্টেশন রোড এলাকায় একটি টেলারিং এর দোকান রয়েছে। সকাল নাগাদ ওই মহিলা দোকান খুলতে দোকানের দিকে আসছিলেন। সেই সময় দুইজন লোক তার পথ আটকে আলাপচারিতা শুরু করেন। মহিলার সময় খারাপ যাচ্ছে বলে সংবেদনশীল কথাবার্তা বলতে থাকেন। কথাবার্তার মাঝে মহিলা সম্মোহিত হয়ে পড়েন। সেই সুযোগে ওই দুই ব্যক্তি মহিলার শরীরে থাকা সোনার অলংকার হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়। মহিলার সম্বিত ফিরতেই তিনি চিৎকার চেচামেচি করে কান্নাকাটি শুরু করেন। সেই দেখে আশেপাশে দোকানি ও পথ চলতে মানুষ ভিড় করেন। মহিলা তার সঙ্গে তা যা ঘটেছিলো বলতে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই মহিলা থানায় অভিযোগ জানান। কিন্তু, ওই দুই হরনকারীকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় এইরকম ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইট ১) মানসী গুপ্তা (ওই মহিলা) ২) প্রতিবেশি মহিলা।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 20, 2025 03:48:07
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 20, 2025 03:47:56
Arambag, West Bengal:আরামবাগঃ২০ ডিসেম্বর --------------------------------------------- পাড়ায় সমাধানে কাজ শেষ হয়ে গেলেও একই রাস্তার শিলান্যাস ও নতুন টেন্ডার হল পথশ্রী প্রকল্পে। এতেই দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলের পাশাপাশি খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ শাসक দলের কার্যক্রমীরা। খানাকুলের কামদেবপুর থেকে সিপাইপাড়া ৪০০ মিটার রাস্তা ঘিরে এমনই বিতর্কে শোরগোল। দীর্ঘদিনের দাবি মেনে পাড়ায় সমাধানে সম্পূর্ণ হয়েছে রাস্তার কাজ। আবার একই রাস্তার পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পে ভার্চুয়াল শিলান্যাস করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। খোদ ব্লক অফিসের গেটে রাস্তার নাম দিয়ে পড়েছে একাধিক বড় হোর্ডিং। এমনকী সেই রাস্তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন। সমাজে নজিরবিহীন অভিযোগ উঠল খানাকুল-১ ব্লকের ধরমপুর এলাকায়। জানা গেছে, বিজেপি পরিচালিত খানাকুল-২ পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর মসজিদতলা থেকে সিপাইপাড়া ৪০০ মিটার দীর্ঘ রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে бেহাল ছিল। কয়েকমাস আগে ही পাড়ায় সমাধানে রাস্তা সংস্কারের আবেদন জমা পড়ে। খানাকুল-১ ব্লক থেকে সেই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তিনদিন আগেই রাস্তার কাজ শেষ হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। তবে কাজের খতিয়ান সংক্রান্ত বোর্ড সেখানে নেই। অথচ একই রাস্তার পথশ্রী প্রকল্পে শিলান্যাসের পর টেন্ডারও হয়ে গেছে। টাকা আত্মসাতের জন্যই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের একাংশ। ঘটনায় তৃণমূলকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস। যদিও ব্লক প্রশাসনের দাবি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এছাড়া রাস্তার কাজ শেষের পর কেন খতিয়ানের বোর্ড লাগানো হয়নি, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খানাকুল-১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।তবে রাজনৈতিক তরজা করতে ছাড়েনি কোন দলই।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 20, 2025 03:47:05
Rajpur Sonarpur, West Bengal:অমিত মালব্যের মন্তব্যে নিরাপত্তা ও সম্প্রীতি বিঘ্নের অভিযোগ, নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ তৃণমূলের ভিন রাষ্ট্রে ঘটে যাওয়া এক নক্কারজনক ঘটনা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হতে পারে—এই অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল মুখ্যপত্র তন্ময় ঘোষ。 তৃণমূল নেতার অভিযোগ, ওই মন্তব্যের জেরে সমাজে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতায় থাকা সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে。 এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 20, 2025 02:50:09
Barrackpore, Kolkata, West Bengal:জীবিত মানুষকেও মেরে ফেললেন স্যার। থুরি এস, আই, আর । সকাল থেকেই কর্মকার বাড়ির সামনে এলাকার বাসিন্দারা আসতে শুরু করেছেন। এই বাড়ি র কর্তা সোমেশ্বর কর্মকারের মৃত্যু হয়েছে।এমন একটা কথা রটে গিয়ে ছে গ্রামে। অবশ্য সত্যি সত্যি তার মৃত্যু হয়নি এস আই আর তাকে মেরেছে। দিব্বি ঘুরে বেরান মানুষ টিকে খাতায় কলমে মেরে ফেলেছে। অর্থাৎ তিনি এসআইয়ের জন্য ফরম ফিলাপ করেছেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম আছে। ২০২৪ সালের নৈহাটির উপ নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। এ হ্যানো এক মানুষকে এক্কেবারে মৃত বলে ঘোষণা, নির্বাচন কমিশনের। সোমেশ্বর কর্মকারের দাবি নির্বাচন কমিশন যখন তাকে মৃত বলে ঘোষণা করেছেন তাহলে তার শসান খরচাদিক আর তার পরিবারের দায়িত্ব নিক নির্বাচন কমিশন তাহলে তিনি মরতে রাজি। এলাকার বাসিন্দাও হতবাক কর্মকার বাড়ি এই অঞ্চলে বহু পুরনো বাড়ি বলেই পরিচিত। নতুন যে অন্য কোন দেশ থেকে এসেছেন এমনটাও নয় তাদের পাঁচ পুরুষের বাস। হেনু মানুষ মৃত। তারাও ভেবে উঠতে পারছেন না। তার থেকে বড় কথা সকাল থেকে তাকে দেখতেও পারছিলেন না এলাকার বাসিন্দারা চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারপর শোনা গেল তুমি গঙ্গার ঘাটে গিয়েছেন স্নান করতে। পেশায় সোনার রুপোর কারিগর। পাঁচ পুরুষের ব্যবসা আর সেটাই তিনি বাড়িতে করে চলেন। কি করবেন বুঝেই উঠতে পারছেন না। নৈহাটির বিধায়ক সনৎ দে বলছেন সব বিজেপির চক্রান্ত ইচ্ছাকৃতভাবে তাদের অর্থাৎ তৃণমূলের সমর্থকদের নাম বাদ দিচ্ছে বিজেপির প্ররোচনায়।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 20, 2025 02:49:41
Kolkata, West Bengal:অগ্নিগর্ভ বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন ঘোষণ country's interim government প্রধান মহম্মদ ইউনূসের। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে হাদির দেহ। শনিবার দুপুর ২টোয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা সম্পন্ন হবে। এর পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে হাদিকে। পরিবারের অনুরোধ মেনেই নজরুলের পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্ত। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এর নেত্রী ফতিমা তসনিম জুমা জানিয়েছেন পরিবারের অনুরোধ মেনে নজরুলের পাশে সমাধাস্থ করা হচ্ছে হাদিকে। গত ১২ ডিসেম্বর সেন্ট্রাল ঢাকায় রিকশায় চেপে নির্বাচনী প্রচার চালানোর সময়, হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর মাথায় গুলি লাগে তাঁর। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। পরিস্থিতির অবনতি হলে সিঙ্গাপুরের এভার কেয়ার সুপার স্পেশালিটি হাসপাতালে এয়ার অ্যাম্বুল্যান্স করে স্থানांतরিত করা হয় হাদিকে। পরশু বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ সেখানেই মারা যান তিনি। আর তাঁর মৃত্যুকে ঘিরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 20, 2025 02:49:29
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরের চুরি ছিনতাই থেকে অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন যাতে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিল বিজেপির একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইতের নেতৃত্বে এই প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের শঙ্কর বলেন, মেদিনীপুর শহরে একের পর এক চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে। যত্রতত্র গজিয়ে উঠেছে মদ গাঁজার ঠেক। রাত্রি আটটার পর সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না। বাইক রাইডাররা স্পিডে গাড়ি চালাচ্ছে মানুষকে ধাক্কা মারছে। শহর জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পুরো ঘটনা লিখিত আকারে জানানো হয়েছে জেলা পুলিশ সুপারকে। পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন তারা যে অভিযোগগুলো করেছেন সেগুলির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।
0
comment0
Report
Advertisement
Back to top