Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में अंडे के दाम बढ़े, सब्जी और मांस की कीमतें भी बढ़ीं

MMManoranjan Mishra
Dec 11, 2025 04:00:29
Purulia, West Bengal
পুরুলিয়া : বেড়েছে ডিমের দাম । শীতের মরশুমে পুরুলিয়ার বাজারজাত শাক সবজির দাম ঊর্ধ্বমুখী। মাছ ও মাংসের দামও রয়েছে উচ্চ । শাকসবজি এবং ডিমের দাম বাড়ায় আইসিডিএস সেন্টার চালাতে হিমসিম খাচ্ছেন কর্মীরা । পুরুলিয়ায় ডিমের দাম বেড়ে হয়েছে ৭ টাকা ৫০ পয়সা । খুচরা দোকানে সেই ডিম বিক্রি হচ্ছে ৮ টাকায় । সেক্ষেত্রে আইসিডিএস সেন্টারে সপ্তাহে তিনদিন ডিমের জন্য বরাদ্দ থাকে ৬ টাকা ৫০ পয়সা । তার উপর রয়েছে জ্বালানির খরচ । সপ্তাহে তিনদিন শুধু ভাত আর ডিম এবং বাকি তিনদিন খিচুড়ি সঙ্গে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে গর্ভবতী মা এবং শিশুদের । পুরুলিয়ার বাজারে লাউ, কুমড়ো, শিম, গাজর, বিলাতি, ঝিঙে, কাল্লা, বেগুন, ভেন্ডী, কাঁচালঙ্কা, পালংশাক থেকে শুরু করে আদা, রসুন, পিয়াঁজের দাম বেড়েছে । ক্রেতারা জানাচ্ছেন, সাধারণ শীতের সময়ে শাক সবজির দাম কম থাকে । কিন্তু এবছর পুরুলিয়ার বাজারে সবজির দাম বেশি রয়েছে। ডিমের দাম বেড়েছে, মাছ ও মাংসের দামও বেশি রয়েছে । আইসিডিএস কর্মীরা বলছেন, সেন্টারের খাবার করার যা বরাদ্দ রয়েছে তার থেকে বেশি খরচ পড়ছে । নিজের খরচে জ্বালানি কিনতে হচ্ছে । এভাবে সেন্টার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Dec 11, 2025 05:31:48
Belna, West Bengal:ভুত খুঁজতে ফের সক্রিয় কমিশন। বুধবার রাতে হঠাৎই বর্ধমান জেলাশাসকের দপ্তরে হাজির হলেন স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা। তিনি বর্ধমান ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ৫ জন স্পেশাল রোল অবজারভারদের মধ্যে একজন। দুই বর্ধমান হুগলি ও বীরভূম মোট ৪ জেলাসের স্পেশাল রোল অবজারভারের দ্বায়িত্ব সামলাচ্ছেন তিনি। এসআইআর-এর ফর্ম সংগ্রহ থেকে ডিজিটাইজেশনের কাজে খসড়া ভোটার তালিকা বেরোনোর আগে যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর রাখতে তড়িঘড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন কৃষ্ণকুমার নিরালা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি এই বৈঠকে শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম-এর দল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ঘন্টার মতো রুদ্রতার বৈঠক শেষে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা কিছু বলতে না চাইলে বিরোধীরা একযোগে জেলা প্রশাসন ও শাসকদলকে একহাত নিয়েছে। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা-দাবি করেন, “এখন পর্যন্ত জেলায় ২ লক্ষ ৮ হাজার ৪৬৪ জন ভুতূড়ে ভোটারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৯৮ হাজার ৯৪৩ জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে এমন রয়েছেন ৭৪ হাজার ৫৭৭ জন। অন্যদিকে, নিখোঁজ ভোটারের সংখ্যা ২৮ হাজার ১৩৩ জন। এছাড়াও অন্যান্য ৮১৪ জন।” অন্যদিকে সিপিএম নেতা অপূর্ব চ্যাটার্জী-র অভিযোগ, “শাসকদলের পৃষ্ঠপোষক একটি সংস্থাকে দিয়ে (আইপ্যাক) ভোটার তালিকায় নথিভুক্ত করার কাজ করা হচ্ছে।” শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা বাগবুল ইসলাম বলেন, “বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। তিনি উল্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর দোষ চাপান এবং বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে।” বাইট ১।অভিজিৎ তা(সভাপতি, বিজেপি जिला), ২। অপূর্‌ব চট্টোপাধ্যায় (সিপিএম নেতা), ৩।বাগবুল ইসলাম (তৃণমূল নেতা) ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরুপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 11, 2025 05:01:36
Rajpur Sonarpur, West Bengal:৪০ বছরের অপেক্ষার অবসান—ইট পড়তেই উচ্ছ্বাসে ফটে পড়ল কুলতলির গোপালগঞ্জের বাসিন্দারা কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন জেটি সংলগ্ন রাস্তা তৈরি শুরু হতেই আনন্দে আত্মহারা স্থানীয় বাসিন্দারা। প্রায় ৪০–৪৫ বছর ধরে ওই এলাকায় কার্যত কোনও পাকা রাস্তা ছিল না। বসবাস শুরু করার পর থেকে আজ পর্যন্ত মাটির রাস্তাতেই যাতায়াত করেছে মানুষ। বর্ষাকালে সেই দুরবস্থা চরমে পৌঁছাত। হাঁটু–কাদা ডিঙিয়ে যাতায়াত, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে মরিয়া লড়াই, এমনকি কারও মৃত্যু হলে দাহ–ক্রিয়ার ক্ষেত্রেও পড়তে হত চরম সমস্যায়। এলাকায় কোনও গাড়ি ঢুকতে না পারায় কিছুটা দূর পর্যন্ত হাঁটতে হতো, তারপর ইঞ্জিন ভ্যান বা অন্য যান ধরতে পারতেন মানুষজন। ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ—সকলের জীবনই ছিল দুর্ভোগে ভরা। গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছনো ছিল সবচেয়ে কঠিন কাজ। অনেক সময় দেরির কারণে বিপদের আশঙ্কা তৈরি হত। বারবার বিভিন্ন দফতর, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দরবার করেও এতদিন কোনও সুরাহা মেলেনি। অবশেষে এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই খুশির হাওয়া। ইট বিছানোর কাজ শুরু হওয়া মাত্রই চতুর্দিকে উৎসবের আবহ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়েদের আশা—এই রাস্তা তৈরি হলে বদলে যাবে জীবনের গতি, মিলবে স্বস্তি ও নিরাপত্তা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি করা হচ্ছে এই রাস্তা ৷ আরিফ হোসেন খান স্থানীয় বাসিন্দা সরাফ মীর, স্থানীয় বাসিন্দা সাহানা বিবি, স্থানীয় বাসিন্দা রাকিয়া মোল্লা, স্থানীয় বাসিন্দা গনেশ মন্ডল, বিধায়ক
0
comment0
Report
BBBimal Basu
Dec 11, 2025 04:49:56
Basirhat, West Bengal:হासनাবাদের বজ্রপোতা গ্রাম থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমানে গুলি উদ্ধারের পাশাপাশি এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিসের কাছে খবর আসে হাসনাবাদের মুরারীশাহ পঞ্চায়েতের বজ্রপোতা গ্রামে এক ব্যাক্তির বাড়িতে গুলি বন্দুক মজুত আছে এই খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। ওই সময়ে বাড়িতে ছিল এলাকার ত্রাস কিসমত দফাদার নামে এক দুষ্কৃতী। জিঞ্জাসাবাদের সময়ে কিসমত স্বীকার করে যে ঘরে তার কাছে প্রচুর পরিমানে গুলি ও রিভালবার রাখা আছে তখন পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে ১৫০টি গুলি, ১টি সেভেন এম এম রিভালবার উদ্ধার হয়। কোন কারনে এতো গুলি, রিভালবার কোথা থেকে এবং কি কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখতে দুষ্কৃতীকে নিজেদের হেপাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 11, 2025 04:49:36
Howrah, West Bengal:বেলুড় মঠে শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি উৎসব পালন। চিরাচরিত প্রথা মেনে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার ১৭৩ তম জন্ম তিথি উৎসব পালিত হচ্ছে। ভোর ৪.৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর পর্যায়ক্রমে হবে বেদ পাঠ, স্তব গান,ভজন, বিশেষ পূজা ও হোম। সকাল আটটা থেকে অস্থায়ী ভাবে নির্মিত সভা মণ্ডপে শুরু হয় মায়ের কথা পাঠ, পদাবলী কীর্তন,ভজন সহ নানা অনুষ্ঠান। দুপুর তিনটেয় হবে ধর্মসভা। সকাল ১১ টা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হবে। সন্ধ্যায় সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই দূরদূরান্তে থেকে হাজির হয়েছে অসংখ্য ভক্ত এবং দর্শক। মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে ভক্ত সম্মেলন।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 11, 2025 04:48:55
Barrackpore, Kolkata, West Bengal:*ফের বালি মাফিয়াদের দৌরত্ম ব্যারাকপুর ধোবী ঘাটে,দিনে-দুপুরে গঙ্গার বালি চুরি করছে খোদ প্রশাসনের নাকের ডগায়!! ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ প্রশাসন কে দায়ী করে চিঠি পাঠালেন সরাস্ট্র মন্ত্রক এবং পোর্ট্ট্রাস্টে,ক্ষুদ্ধ স্থানিয় তৃনমুল নেতা ও,প্রশাসন এবং শাসক দলের উপর ক্ষোভ উগড়ে দিলেন CPIM নেত্রি গার্গী চট্টোপাধ্যায় ও, এই ঘটনায় মুখে কুলুপ এটেছেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড ও ফের গঙ্গার থেকে বালি চুরী।তবে এবার বালি মাফিয়াদের বালি চুরি ব্যারাকপুর ধোবি ঘাট থেকে। গঙ্গার নৌকার মধ্যে মটর পাম্প বসিয়ে পাইপ দিয়ে চলছে বালি চুরীর কাজ। আর এই গঙ্গার বালি চুরি হচ্ছে খোদ প্রশাসনের নাকের ডগাতেই। কি করে বালি মাফিয়াদের এতো সাহস পেল?? প্রশ্ন অনেকেরই। ব্যারাকপুর গঙ্গার যে স্থান থেকে বালি চুরী হচ্ছে দিনে দুপুরে সেখান থেকে ঢিল ছোড়া দুরত্বে মহকুমা শাসকের বাংলো, ব্যারাকপুর পুলিশ কমিশনারের বাংলো,সেনাবাহিনীর অফিসারদের বাংলো এবং অফিস। আর তার কাছ থেকে চুরি হয়ে বে-আইনি ভাবে গঙ্গার বালি।চুপ ব্যারাকপুর থানা ও。 প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এর তীর প্রশাসনের দিকে। ব্যারাকপুর সেনা ছাউনি থাকা সত্ত্বেও এবং ক্যান্টনমেন্ট বোর্ডের চোখে ধুলো দিয়ে কিভাবে এই বালি চুরি হচ্ছে প্রশ্ন তুললেন অর্জুন সিং। পুলিশ কেন চুপ? প্রাক্তন সাংসদ এর।তৃনমুলের কোন নেতা এর পিছনে আছে তা তদন্ত করে দেখতে ডিফেন্স মিনিস্টার এবং পোর্ট্ট্রাস্ট কে চিঠি দিয়ে জানিয়েছেন অর্জুন সিং। সড়াসড়ি পুলিশের মদতেই এই বালি চুরি হচ্ছে অভিযোগ প্রাক্তন সাংসদ এর。 বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর) তবে CPIM এর রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায় ও তৃনমুল এবং পুলিশের দিকে আংগুল তুলেছেন। বাইটঃ- গার্গী চট্টোপাধ্যায় ( CPIM নেত্রী) তবে তৃনমুলের নোয়াপাড়া বিধান সভার INTTUC প্রেসিডেন্ট কাশিনাথ সাউ এই বালি তোলার কথা স্বিকার করে নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা র এর কড়া নির্দেশ এইরকম বে-আইনি ভাবে বালি তোলা যাবে না!! এতে গংগার ভাংগন বাড়বে।হুশিয়ারি দেওয়া হয়েছে বালি মাফিয়াদের।কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন তৃনমুল নেতা কাশিনাথ সাহা。 বাইটঃ- কাশিনাথ সাহা( তৃনমুল নেতা) তবে মুখে কুলুপ এটেছেন কেন্টনমেন্ট বোর্ড।ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন ও। 111225 BKP BALI CHURI 2C TE
0
comment0
Report
MDMritunjay Das
Dec 11, 2025 04:48:34
Bankura, West Bengal:জয়রামবাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে মা সারদার পবিত্র জন্ম তিথি বাঁকুড়ার জয়রামবাটিতে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে মা সারদার ১৭৩ তম জন্মতিথি। সকাল থেকে পুজো পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাতৃ মন্দিরে পালিত হচ্ছে দিনটি। পবিত্র এই দিনে মা সারদার জন্মস্থান থেকে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃ মন্দিরে। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহন করেন মা সারদা। অল্প বয়সেই কামারপুকুরের রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তাঁর জীবনের একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতেই। সেই জয়রামবাটিতেই পরবর্তীতে মাতৃ মন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা সারদার জন্ম তিথি পালনের রেওয়াজ শুরু হয়। চলতি বছর তিথি ধরে আজ maternalমন্দিরে আয়োজিত হয় মা সারাদার ১৭৩ তম জন্মজয়ন্তী উৎসব। মা এর জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃমন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। আজ ভোরে মঙ্গলারতি ও বিশেষ পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয়। সকালে মাতৃমন্দিরের মহারাজ, পূণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাতফেরি হয়। সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয় জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের তা শেষ হয় মাতৃমন্দিরে। এরপর দিনভর বেদপাঠ, স্তবগান, ভক্তিগীতি, মাতৃ সঙ্গীত, বিশেষ পুজো, ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে। সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। মা সারদার জন্মতিথি উপলক্ষে গতবছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা সারদা মেলা। মা এর জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত ও পূণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো, পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি ঢুঁ দিচ্ছেন মেলা প্রাঙ্গনেও।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 11, 2025 04:21:12
Durgapur, West Bengal:*শীতের রাতে শহরে ঘুরে ঘুরে গরিব-দুঃখীদের কম্বল বিতরণ মহকুমা শাসকের। মানবিকতার মুখ শহরের প্রশাসনিক কর্তার। বুধবার ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শীতের রাতে কম্বল বিতরণ মহকুমা শাসকের। শিল্পাঞ্চল দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস শীতের রাতে বেরিয়ে পড়লেন শহরের বিভিন্ন প্রান্তে দুর্গাপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে শুরু করে মন্দির সন্নিকটে শহরের গরীব দুঃখীদের কম্বল বিতরণ করলেন। প্রায় শ'খানেক গরিব দুঃখীদের ঘুরে ঘুরে কম্বল বিতরণ করা হয়, সাথে পরনের জামা ও শাড়ি তুলে দেওয়া হয়। শহরের প্রশাসনিক কর্তার মানবিকতার মুখ দেখা গেল শিল্পাঞ্চল দুর্গাপুরে ।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 11, 2025 04:20:53
Salt Lake City, Utah:Bholanath Ghosh's accident, Dilip Ghosh's reaction on multiple issues including Humayun's candidacy against Mamata Subvendu. ভোলানাথ ঘোষের দুর্ঘটনা, মমতা শুভেন্দুর বিরুধ্যে প্রার্থী দেবেন হুমায়ুন সহ একাধিক ইস্যুতে দিলীপ ঘোষের রিয়্যাকশন। দিলীপ ঘোষ ইকো পার্ক মমতা এবং শুভেন্দু দুজনের বিরুদ্ধেই প্রার্থী দেবেন হুমায়ুন হুমায়ুন কবীরের 'বাবরি'র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। জনস্বার্থ মামলা হাইকোর্টে। জেলা প্রশাসনে অনুমতি ছাড়া বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আদালতে যাওয়ার পথে শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী দুর্ঘটনার কবলে। এটা কি নিজে কি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলের অস্থায়ী শিক্ষাকর্মীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁ বাগদায়। ১১ ডিসেম্বর বিজেপির সভার অনুমোদন。
0
comment0
Report
ABArup Basak
Dec 11, 2025 04:20:19
Mal Bazar, West Bengal:কাঠামবাড়ি থেকে ওদলাবাড়ি সংযোগ রাজ্য সড়কে ফের দেখা মিলল সেই অসুস্থ হাতিটির। ওদলাবাড়ির কাছে তারঘেরার জঙ্গল সংলগ্ন বন দপ্তরের চেকপোস্ট এর কাছে হঠাৎই রাস্তার ওপর উঠে দাঁড়ায় বিশাল গজরাজ। প্রায় ৩০ মিনিট বেশি সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল।স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে নদীর ধারে ও বিভিন্ন চা-বাগানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল এই অসুস্থ হাতিটিকে। এদিন সকালে আচমকাই সে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। গাড়িচালকরা দূর থেকেই থমকে যান। স্থানীয় গাড়িচালক দীপেন পাল বলেন, “হঠাৎ দেখি রাস্তার মোড়ে দূরে দাঁড়িয়ে আছে বিশাল গজরাজ। আমরা সবই গাড়ি থামিয়ে দিই। পরে বনদফতর কর্মীরা এসে অনেক চেষ্টা করে হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তারঘেরার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে সফল হন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। অসুস্থ হাতিটি আপাতত জঙ্গলের ভেতরেই রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 11, 2025 03:16:48
Baruipur, West Bengal:ঝড়খালিতে ইঞ্জিন ভ্যান উল্টে গুরুতর জখम ২মহিলা পর্যটক ক্যানিং - মোটর চালিত ইঞ্জিন ভ্যানে চেপে একদল পর্যটক সুন্দরবনের ঝড়খালিতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় মোটর চালিত ইঞ্জিন ভ্যান উল্টে জখম হলেন একাধিক জন। জখমদের মধ্যে দুই মহিলা পর্যটকের অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি ঘটেছে ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত সমবায় মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন রাতে একদল পর্যটক ঝড়খালি থেকে ইঞ্জিন ভ্যানে চেপে ফিরছিলেন। সেই সনয় সমবায় মোড় সংলগ্ন এলাকায় আচমকা ইঞ্জিন ভ্যান উল্টে গেলে জখম হয় একাধিক। জখমদের মধ্যে রিভানা সরকার ও সাহানারা সেখ গুরুতর জখম হয়।জখম দুই মহিলাকে অন্যান্যরা উদ্ধার করেন। স্থানীয় বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে ওই দুই মহিলা পর্যটক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সুত্রের খবর ঝড়খালি বাস ষ্ট্যান্ড থেকে ঝড়খালি জেটীঘাট পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরপুর। সেই কারণেই এমন দু্র্ঘটনা ঘটেছে。
0
comment0
Report
Advertisement
Back to top