Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712601
कमारपुकुर में मां सरदार की 173वीं जन्मतिथि पर विशेष पूजा
DSDIBYENDU SARKAR
Dec 11, 2025 04:00:09
Arambag, West Bengal
আরামবাগঃ১১ ডিসেম্বর কামারপুকুরে মা সারদার ১৭৩ তম জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজাপাঠ। বিবাহের পর জয়রামবাটী থেকে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে বসতবাটিতে মা সারদা এসেছিলেন ১৮৫৯ সালে। শ্রীরামকৃষ্ণের মাটির বাড়িতেও বিশেষ পুজোপাঠ চলছে।ধীরে ধীরে ভক্তরাও আসতে শুরু করেছেন
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Dec 12, 2025 17:32:41
Katwa, West Bengal:শনিবার... (content preserved as provided; no gibberish or metadata detected in the news content) শুক্রবার কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানায় চার দফা দাবি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি পালিত হলো । সম্প্রতি দুর্গাপুরের এক নার্সকে ভুয়ো পরিচয়ে প্রতারণা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত , কেতুগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার মহম্মদ আজাহার হোসেনের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার কেতুগ্রাম থানায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। পরে কেতুগ্রাম থানার আইসি এর কাছে উক্ত নির্যাতিতা ও প্রতারিত নার্স এর উপযুক্ত বিচার, অভিযুক্ত সিভিক ভলেনটিয়ার এর উপযুক্ত শাস্তির দাবি সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় তারা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বোলপুর জেলা সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, কেতুগ্রাম বিজেপি নেতৃত্ব মথুরা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে দুর্গাপুরের নির্যাতিতা মহিলার বর্ধমান মহিলা থানায় করা অভিযোগের ভিত্তিতে কেতুগ্রামের সিভিক ভলেনটিয়ার মহম্মদ আজাহারকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ফেসবুকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ফেক প্রোফাইল খুলে ওই নার্সের সঙ্গে পরিচয় গড়ে তোলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। পরে তাঁর আসল পরিচয় জানতে পেরে অভিযোগ দায়ের করেন উক্ত নার্স。 বিজেপির অভিযোগ, থানার একাংশের মদতে অভিযুক্ত দ্রুত জামিন পেয়ে গেছে অভিযুক্ত সিভিক ভলেন্টার। পাশাপাশি বেআইনি বালি পাচার, রাজনৈতিক সন্ত্রাস ও থানায় স্থানীয় এক আইনজীবীর ‘দাদাগিরি’ বন্ধ করার দাবিও জানানো হয়েছে। বিজেপির নেতৃত্বদের দাবি, তাদের এই ডেপুটেশন কর্মসূচি আজ শান্তিপূর্ণভাবে সফল হয়েছে。 বাইট:- ১) শ্যামাপদ মন্ডল ( বিজিপির, বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি) ২) মথুরা ঘোষ ( বিজেপির নেতা)
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 12, 2025 17:32:06
Kolkata, West Bengal: আমিও নাগরিক”, বন্দিদের মর্যাদা, সমান সুযোগ এবং পুনর্বাসনের অধিকারের পক্ষে নির্মিত এক তথ্যচিত্র。 সমাজে দ্বিতীয় সুযোগ দেওয়া মানে তাদের পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া, ন্যায়বিচারের মূল চেতনা রক্ষা করা এবং সামাজিক কাঠামোকে আরও দৃঢ় করা। শেষ পর্যন্ত, কারও অতীত কখনও তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না; প্রত্যেক পুনর্গঠিত মানুষ আজীবনই নাগরিক।оменই চিন্তা ধারাকে অঙ্কন করে তথ্যচিত্র তৈরি করেন অ্যাডভোকেট সম্পূর্ণা ঘোষ। নাম- “আমিও নাগরিক”। এই তথ্যচিত্রের মাধ্যমে বিচার, পুনর্বাসন ও সমাজে পুনর্মিলনের মানবিক দিকটি গভীরভাবে তুলে ধরেন তিনি। এই চলচ্চিত্রটি সংশোধনাগারগুলিতে বন্দিদের জীবনযাপন, তাদের সংগ্রাম, পরিবর্তন এবং মুক্তির পর সমাজের মূলধারায় ফিরে আসার কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। সংশোধনাগার আজ আর শুধুই শাস্তি দেওয়ার স্থান নয়; বরং এটি পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং আচরণগত পরিবর্তনের ক্ষেত্র। তবু বহু বন্দি এখনো বিলম্বিত বিচার, সামাজিক কুসংস্কার, চাকরিতে বঞ্চনা এবং নানা প্রতিকূলতার সম্মুখীন হন, যা তাদের অনিচ্ছাসত্ত্বেও আবার অবৈধ কাজের দিকে ঠেলে সম্ভাবনা তৈরী করে। তথ্যচিত্রটির প্রধান বক্তব্য—বিচারব্যবস্থার প্রদত্ত শাস্তি শুধুমাত্র সংশোধনাগারের সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত; বন্দি মুক্ত হওয়ার পর তাকে মর্যাদাসম্পন্ন একটি ন্যায্য ikinci সুযোগ দেওয়া সমাজের দায়িত্ব। উল্লেখ্য, অ্যাডভোকেট সম্পূর্ণা ঘোষ কলকাতা হাই কোর্টে অক্লান্তভাবে কাজ করে চলেছেন, যাতে বিচারাধীন বন্দিদের যথাযথ আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় । তিনি বন্দি, তাদের পরিবার ও সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, যাতে সংশোধনাগারের পুনর্বাসন ব্যবস্থা বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তিনি মনে করেন, একটি ভুল কোনো মানুষের ভবিষ্যৎ নির্ধারক হতে পারে না। কেউ যদি পরিবর্তিত হয়ে সমাজের প্রতি তার ঋণ শোধ করতে চায়, তবে তাকে মর্যাদা বা সুযোগ থেকে বঞ্চিত করা ন্যায় নয়—এ তো শাস্তিরই রূপ। প্রত্যেক পরিবর্তিত মানুষই ন্যায্য দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার রাখে, কারণ সেও নাগরিক।” “আমিও নাগরিক”–তথ্যচিত্রটি প্রদর্শিত হলো ইন্ডিয়ান মিউজিয়াম হল-এ। অনুষ্ঠানে প্রেসিডেন্সি ও দমদম সংশোধনাগারের বন্দিদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ, যা তাদের সৃজনশীলতা, পরিবর্তন এবং ভবিষ্যতের আশাকে তুলে ধরে। এই তথ্যচিত্র বিচারব্যবস্থা, সংশোধনাগার দপ্তর, আইনজীবী মহল, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন কর্মদাতা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে আহ্বান জানায়। এই তথ্যচিত্রটি একটি সামাজিক বিষয়ক ও অধিকারভিত্তিক উদ্যোগ, যেখানে পর্যবেক্ষণমূলক ও অংশগ্রহণমূলক গল্প বলার ধারা ব্যবহার করে সংশোধনাগারের বন্দিদের ব্যক্তিগত যাত্রা এবং মর্যাদার সঙ্গে সমাজে ফেরার অধিকারের সংগ্রামকে তুলে ধরা হয়েছে。 অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, অধ্যাপক মানবী বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। এছাড়াও সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ。
0
comment0
Report
PDPradyut Das
Dec 12, 2025 16:48:15
Jalpaiguri, West Bengal:বন্যা দুর্গতদের সাথে নিয়ে ধূপগুড়ি বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে পুলিশের সাথে সিপিএম কর্মীদের ধুমধুমর কাণ্ড। বিডিও অফিসে প্রবেশে পুলিশের বাধা, ধাক্কা মেরে গেট খুলে ভেতরে প্রবেশ করল সিপিএম কর্মীরা। ‌‌শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গধেয়ারকুঠির বন্যা দুর্গতদের নিয়ে ১৭ দফা দাবিতে মিছিল করে ধূপগুড়ি বিডিও অফিসে ডেপুটেশন দেয় সিপিএম। এদিন সিপিএমের মিছিল বিডিও অফিসের গেটে আসতেই পুলিশ তাদের আটকে দেয়। এরপর পুলিশের সাথে প্রথমে সিপিএম কর্মীদের বচসা শুরু হয়, এরপর ধাক্কাধাক্কি। পুলিশ বিডিও অফিসে মিছিল নিয়ে প্রবেশ করতে বাধা দিলে রীতিমতো গেট ধাক্কা মেরে খুলে ভেতরে প্রবেশ করে মিছিল। এর ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে সিপিএমের প্রতিনিধিরা বিডিওর সাথে দেখা করে মোট ১৭ দফা দাবিতে ডেপুটেশন তুলে দেয়। সিপিএমের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের দুই ,তিনটি করে ঘরের টাকা দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।তাদের দাবি Guil গুলির মধ্যে উল্লেখযোগ্য হল বন্যায় বাস্তহারা মানুষের জলাভূমি ভরাট করে গৃহ নির্মাণ করে দিতে হবে। অবিলম্বে প্রকৃত বন্যা দুর্গতদের ঘরের টাকা প্রদান, বন্যায় ফসল ক্ষতি হয়েছে ফসলের বিমার টাকা প্রদান, বিদ্যুৎ বিল, ব্যাংক সহ অন্যান্য বিমার টাকা মুকুব। যে সমস্ত জায়গায় গর্ত তৈরি হয়েছে আগের অবস্থাতে বন্যা কবলিত এলাকাকে ফিরিয়ে আনতে হবে সহ একাধিক দাবি তোলেন তারা। সিপিএম নেতা জয়ন্ত মজুমদার বলেন, দুর্গতদের জন্য লড়ছি আর পুলিশ বাধা দিচ্ছে আমরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছি। আমাদের বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের অন্যায়। বিডিও অফিস চত্বর মানুষের বিডিওর নিজের না। পুলিশকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে পুলিশ সেভাবে কাজ করছে। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- সুবোধ রায় ( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 12, 2025 16:30:23
Kolkata, West Bengal: Freitaged সন্ধ্যার বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন কেন্দ্রীয় মন্ত্রী সुकান্ত মজুমদার। মতুয়াদের ঢল এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে। যেহেতু ভোটার লিস্ট থেকে সব নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন কোনও মতুয়ার নাম বাদ যাবে না। তাই নরেন্দ্র মোদী এবং বিজেপি ভয় পেয়ে গিয়েছে তাই প্রধানমন্ত্রী রানাঘাটে আসছেন সভা করতে।" এটা কল্যান বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর পাল্টা সুকান্তর প্রতিক্রিয়া । সুজন চক্রবর্তী এর মন্তব্য বছরের পর বছর ধরে আছেন ২৫-৩০ বছর ধরে যারা এই রাজ্যের মানুষ তাদেরকে অস্বস্তির মধ্যে ফেলা হলে আমরা সেটা মানবো না এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এই নিয়ে প্রতিক্রিয়া। ছাব্বিশের ভোটে ভোট দিতে পারবেন মতুয়ারা? মতুয়াদের ভোটাধিকার রক্ষার্থে উদ্যোগী বামেরা। আজ CEO দফতরে ডেপুটেশন সুজন চক্রবর্তীর। সমস্যার জন্য বিজেপিিকেই দায়ী করছে বামেরা এই নিয়ে প্রতিক্রিয়া।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 12, 2025 15:34:44
Kolkata, West Bengal:বাংলাদেশে বন্দী স্ত্রীকে ভারতে ফেরাতেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন এই স্বামী। ভারতীয় বৈধ পরিচয় পত্র নিয়ে বাংলাদেশে গেলেও, প্রতিবেশী দেশে গিয়েই পড়েন চরম সমস্যায় আর তারপরই হতে হয় জেলবন্দী। সে স্ত্রীকে এখন এ দেশে নিয়ে আসার জন্যই লড়াই চালাচ্ছেন এক অসহায় স্বামী। সরকারি হস্তক্ষেপের দাবী জানাচ্ছেন এই যুবক। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী। তাঁর স্ত্রী ফাল্গুনী রায়কে বাংলাদেশ থেকে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনও সরকারি উদ্যোগ দেখা যায়নি। তাঁর দাবি, ফাল্গুনী একজন ভারতীয় নাগরিক এবং বৈধ নথিপত্র নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়েই বিপদে পড়ে তাঁরাকে জেলে যেতে হয়। তবুও ভারত সরকার তিনি প্রত্যাবর্তনের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। প্রসেনজিতের অভিযোগ অনুযায়ী, ফাল্গুনী রায়ের প্রথম বিবাহ হয়েছিল বনগাঁ থানার ট্যাংরা কলোনির এক ব্যক্তির সঙ্গে, যিনি ভারতীয় পরিচয় ব্যবহার করলেও আসলে ছিলেন বাংলাদেশি। বিবাহিত জীবনে তাঁদের একটি পুত্রসন্তান জন্মায়। পরে ফাল্গুনী জানতে পারেন তাঁর স্বামী বাংলাদেশি নাগরিক। সেই থেকেই দাম্পত্য জীবনে বিবাদের সূচনা। কিছুদিন পরে প্রথম পক্ষের স্বামী চোরাপথে বাংলাদেশে পালিয়ে যায়, ছেলে নিয়ে ফাল্গুনী একাই থাকতে শুরু করেন। পরে ফের ভারতে ফিরে এসে কিছুদিন সংসার করলেও পুনরায় বিবাদের জেরে ওই ব্যক্তি আবার ছেলেকে নিয়ে চোরাপথে বাংলাদেশে চলে যায়। এরপরই ফাল্গুনীর সঙ্গে পরিচয় হয় প্রসেনজিতের। দু’জনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে ছেলে সম্পর্কে খোঁজ নিতে ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে যান ফাল্গুনী। অভিযোগ, সেখানে তাঁর প্রথম পক্ষের স্বামী তার পাসপোর্ট ও অন্যান্য ভারতীয় পরিচয়পত্র কেড়ে নেয় এবং প্রাণে মারার হুমকি দেয়। বিপদের মুখে তিনি প্রসেনজিতকে খবর দেন এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশ বিডিআর-এর কাছে ছুটে যান। কিন্তু বৈধ পরিচয়পত্র না থাকায় তাঁকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিৎও বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে ঝিনাইদহে পৌঁছে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন। পরে জানতে পারেন, ফাল্গুনী জেলবন্দি। আদালতে তিনি ফাল্গুনীর বৈধ প্রবেশের নথিপত্র দেখালে আদালত সাজা মুকুব করে দেন। এরপর প্রসেনজিৎ ভারতে ফিরে বিদেশ মন্ত্রক, জেলা Shасক ও এসপি অফিসে একাধিকবার আবেদন করেন ফাল্গুনীকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তাঁর দাবি, আজ পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য। প্রসেনজিতের আক্ষেপ, স্ত্রী একজন ভারতীয় নাগরিক। বৈধভাবে বাংলাদেশে গিয়ে বিপদে পড়েছে। ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করেছি যেন তাকে ফিরিয়ে আনা হয়। কিন্তু এখনও কোন উদ্যোগ নেওয়া হয়নি। এখন দেখার কতদিনে টনক নড়ে প্রশাসনের, আর স্ত্রীকে ফিরে পান এই অসহায় স্বামী.
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 12, 2025 15:16:34
Kalna, West Bengal:বলাগড়ে যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে পরিবারের বিস্ফোরক অভিযোগ। রাতে বলাগড় থানায় তুলে নিয়ে যাওয়ার পর ব্যক্তিগত বন্ডে রাতেই জামিন—আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বলাগড় স্টেশনের রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনার কেন্দ্রেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আসাদুল মন্ডল (২৬) বাড়ি বলাগড়ের ক্ষত্রিয়নগর শ্রীপুর বাজার এলাকায়। পরিবারের অভিযোগ, এই মৃত্যু রহস্যজনক, এবং তাঁদের দাবি—আসাদুলকে খুন করা হয়ে থাকতে পারে। তাঁদের অভিযোগের তির সরাসরি বলাগড় থানার দিকে। পরিবার এবং এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন থানার ভূমিকা নিয়ে।পরিবার সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আসাদুলকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তিনি তাঁর জামাইবাবুকে ফোনে বার্তা পাঠিয়ে জানান, তাঁকে থানায় আনা হয়েছে এবং যেন তাঁকে ছাড়িয়ে নেওয়া হয়। কিন্তু জামাইবাবু ঘটনাস্থলে পৌঁছে আর আসাদুলকে খুঁজে পাননি।পরিবার আরও অভিযোগ করেছে, থানা প্রাঙ্গণে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ দেখার আর্জি জানালে তাঁদের বলা হয়—তিন মাস ধরে সিসিটিভি ক্যামেরা খারাপ। এই দাবি ঘিরে আরও সন্দেহ বাড়ে পরিবারের মধ্যে। তাঁদের অভিযোগ, আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজও দেখতে দেওয়া হচ্ছে না।শুক্রবার সকালে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় আসাদুলের মৃতদেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।এদিকে শুক্রবার বিকেল তিনটে পর্যন্ত কালনা জিআরপি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে পরিবার ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 12, 2025 15:16:22
Chinsurah, West Bengal:বিশ্বে প্রথম দেশ হিসাবে চরম দারিদ্র দূর করেছে সমাজ তান্ত্রিক চীন,আর এদেশে সমাজ তন্ত্র না থাকলেও কেরলে বামপন্থী সরকার সেটা করেছে।আমরাও করব, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বো। পান্ডুয়ায় বললেন সেলিম, ওই পাঁজরে ক্ষয় রোগ ধরেছে আর ফিরবে না পাল্টা কটাক্ষ তৃণমূলের。 বিগত বিধানসভা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের আসন শুন্য হয়েছে। ২৬ এর বিধানসভা নির্বাচনে ভোট অস্ত্রে সান দিতে মরিয়া হয়ে উঠেছে বাম Shিবির। ২৯শে নভেম্বর তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে। বর্ধমান থেকে আজ বিকেলে সেই যাত্রা হুগলিতে এসে পৌঁছেছে। পান্ডুয়ার বিবেকানন্দননগরে একটি মাঠে জনসভা করে সিপিআইএম। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, হবে লড়াই ? বাংলা বাঁচাও যাত্রা আসছে নতুন বাংলা করার জন্য । আপনাদের সকলকে সামিল হতে হবে। মা বোনেদের চোখের জল মোছানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে। প্রয়োজনে ঝান্ডা ডান্ডায় তেল মাখিয়ে রাখতে হবে। ব্রিগেডের ময়দানে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে তারও চোখের জল মোছাতে হবে। যার চিকিৎসা হচ্ছে নাম তারও ঘটিবাটি বিক্রি করে প্রাইভেটে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে তারও চিকিৎসার ব্যবস্থা করাতে হবে। যারা স্কুলের বাইরে পরিযায়ী হচ্ছে তাদেরকেও রাজ্যে ফিরিয়ে আনতে হবে,স্কুল কলেজে ফিরিয়ে এনে সরকারি ব্যবস্থাপনায় পড়াশোনার দায়িত্ব নিতে হবে। চরম দারিদ্রতা কে সরিয়ে কেরলে সিপিএম सरकार দেখিয়েছে নভেম্বর মাস থেকে চূড়ান্ত দারিদ্রতা নেই সবার জন্য রুটি রুজি বাসস্থানের কাজের ব্যবস্থা করেছে । সেই কাজ আমরা করব সেই কাজ করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি আপনাদের কাছে আছে। সে শক্তি আমাদের জড়ো করতে হবে। ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বো। সবাইকে এক কাট্টা হতে হবে। সেলিমের বক্তব্যকে পাল্টা কটাক্ষ করে হুগলি শ্রীরামপুর সংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, ৩৪ বছরে বাংলার যা অবস্থা করেছে তার থেকে মানুষ বামফ্রন্টের কাছে আর ঘেষতে চাইছে না। তারা আজকে মরিয়া হয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং বিপ্লবী কায়দা কানুন করছে। ভাঙ্গা পাঁজরে ক্যান্সার হয়ে গেছে ও পাঁজর আর কোনদিনও জোড়া লাগবে না। বিধানসভা ও লোকসভায় নির্বাচনে বাংলার মানুষ তাদের শূন্যতে পৌঁছেছে। ৩৪ বছরে খুন ধর্ষণ ব্যভিচার অত্যাচার বাংলার মানুষ ভুলে যায়নি। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ভাঙ্গা বুক পাঁজোর মাথা কিছুই আর জোড়া লাগবেনা। বামফ্রন্ট ও আর পশ্চিমবাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবেনা。 শীতের সন্ধায় এদিন পান্ডুয়ায় বাংলা বাঁচাও সভায় বাম সমর্থকদের উপস্থিতি ছিলো ভালোই। রোল অবজারভার কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, ফলতা সহ সাতটা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক্রান্ত। যেখানে ভোট হয় না বছরের পর বছর ধরে। ভোটার লিস্ট হয় না। সেখানে মস্তান গুন্ডা তোলাবাজ আছে যারা অভিষেক ব্যানার্জির খাস লোক তারা বাইরের কোন লোককে ঢুকতে দেয় না। সোয়াদ হালিম যখন দাঁড়িয়েছিল তখন অনেকবার তার ওপর আক্রমণ হয়েছিল। এই করে লাখ লাখ ভোটে জেতে। আমরা গত ভোটে বলেছি তার আগেও বলেছি নির্বাচন কমিশন বুঝুক, তারা ঠুটো জগন্নাথ হয়েছিল। এটাকে সেটিং বলে গোটা দেশে ভোট চুরি করে মোদি সরকার চিফ ইলেকশন কমিশনকে দিয়ে, আর সেই ইলেকশন কমিশনের লোকজনকে দিয়ে ডায়মন্ড হারবারে বিজেপির সহায়তায় তৃণমূল ভোট লুট করে। সল্টলেকে রাম মন্দির প্রসঙ্গে সেলিম বলেন, বিজেপি তৃণমূল মোদি মমতা জন্মানোর আগে থেকেই মন্দির মসজিদ গির্জা আছে ভোটের আগে রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি আরএসএস-এর কাছ থেকে শিখেছেন তৃণমূলের লোকজন কেউ শিখিয়েছেন। এজন্যই কোথাও মহাকাল মন্দির কোথাও বাবরি মসজিদ কোথাও রামমন্দির, জগন্নাথ মন্দির, কেন? সটলেক একটা আধুনিক শহর। সেখানে জমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় পেয়েছে। এখন দেখলে সেখানে বেআইনি লোকজন ঢুকেছে。
0
comment0
Report
MMManoj Mondal
Dec 12, 2025 15:15:32
Kolkata, West Bengal:বাংলার মনীষীদের প্রতি ধারাবাহিক আক্রমণ এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমানের অভিযোগে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের ছাত্র সংগঠন。 বারাসতের শেঠ পুকুর এলাকা থেকে শুরু হয় দীর্ঘ প্রতিবাদ মিছিল। স্লোগানে মুখরিত হয় রাস্তাঘাট。 মিছিল এসে পৌঁছায় বঙ্কিম ভিলার সামনে—সেখানেই আয়োজন করা হয় প্রতিবাদ সভার。 উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। সংসদ কাকলি ঘোষ দস্তিদারও তীব্র আক্রমণ সানিয়ে বলেন,,,, ভারতীয় জনতা পার্টি এবং তাদের মন্ত্রিসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন। বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভा।
0
comment0
Report
EGE GOPI
Dec 12, 2025 15:15:17
Kharagpur, West Bengal:*নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পকসো ধারায় গ্রেপ্তার বিজেপি নেতা দীপসোনা ঘোষ। তিনি খড়্গপুর শহরের প্রাক্তন মণ্ডল সভাপতি। একসময় দিলীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ নেতা হিসেবেও পরিচিত ছিলেন। ইতিমধ্যেই তাঁর সাথে দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতার ছবি প্রকাশ্যে এসেছে। ধৃত দীপসোনার বাড়ি খড়গপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে। ধৃতের বিরুদ্ধে বিএনএস ৩২৯/৪, ১১৫/২, পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, দলীয় সূত্রেই এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপসোনা। চলতিyears অক্টোবর মাসে ওই গৃহবধূর কন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে দীপসোনার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই দীপসোনাকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, দীপসোনার বিরুদ্ধে আদালতে অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে পুলিশের আধিকারিকরা খড়গপুর শহরের সুভাষপল্লী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় মুখে কুলুপ জেলা বিজেপি নেতৃত্বের। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, 'বিজেপির কেউই তো মহিলাদের সম্মান করতে জানে না। এর বেশি আর কি হবে!'
0
comment0
Report
MMManoj Mondal
Dec 12, 2025 15:05:04
Kolkata, West Bengal:সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রসিদ্ধ সংস্থা । আজ বারাসাত কাজী বাড়ির সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর কলেজ ক্যাম্পাসে তারা বারাসাত এবং নিউ টাউন শাখার সকল ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষক দাতাদের নিয়ে আয়োজন করলেন একটি অভিনব পাশ্চাত্যানুষ্ঠান কেক মিক্সিং সেরিমনি। এই অনুষ্ঠানে শুধুমাত্র ছাত্র-ছাত্রী এবং প্রশিক্ষকরাই নয় উপস্থিত ছিলেন কিছু অতিথি বৃন্দ ও । কেক মিক্সিং সেরিমনি আগে ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক সন্ধ্যানুষ্ঠানের। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সিইও বিদিশা সরকার জানান এই কেক মিক্সিং সেরিমনি একটি পাশ্চাত্য রীতি যার সাথে এখানকার ছাত্র-ছাত্রীরা একেবারেই পূর্ব পরিচিত নয়, ভবিষ্যতে তারা যখন কর্মসূত্রে যাবেন সেখানে গিয়ে তাদের যাতে কোন প্রকার অসুবিধা না হয় এবং কোন বিষয় যাতে অজ্ঞাত না থাকে তাই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে এই রীতি সম্বন্ধে ছাত্র-ছাত্রীরা যথেষ্ট অবগত হতে পারে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 12, 2025 15:04:01
Asansol, West Bengal:আসানসোলের নিয়ামতপুর বাজারে প্রকাশ্যে স্কুল পড়ুয়ার উপর হামলা, এক অভিযুক্ত যুবক আটক, আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর বাজারের মোড়ে প্রকাশ্য দিবালোকে এক স্কুল পড়ুয়ার উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে একটি বেসরকারি স্কুলের ছাত্রকে প্রায় পাঁচ থেকে ছয় জন যুবক একযোগে ঘিরে বেধড়ক মারধর শুরু করে। জনবহহুল এলাকায় এমন ঘটনা ঘটায় মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। স্কুল ছাত্রটিকে বাঁচাতে ঘটনাস্থলে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় ট্যাক্সি চালক ও দোকানদারেরা। তাঁরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। অভিযুক্তদের মধ্যে একজন ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন যুবককে স্থানীয়রা আটকে ফেলেন। এরপরই খবর দেওয়া হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুল পড়ুয়াকে উদ্ধার করে এবং আটক করা যুবককে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার কারণ জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, জনবহুল এলাকায় এ ধরনের দস্যুবৃত্তি রুখতে পুলিশের আরও টহল ও নজরদারি প্রয়োজন।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 12, 2025 13:54:29
Kolkata, West Bengal:১৯৩০ সালে जब স্বদেশী আন্দোলন চলছিল তখন একজন সাধারণ শ্রমিক বাবু গেনু বিদেশি বস্ত্র জাহাজ থেকে নামানোর প্রতিবাদ করেন এবং বিদেশি ইংরেজের চালানো গাড়ির তলায় প্রাণ দেন। স্বদেশীর জন্য তাঁর এই আত্ম বলিদান দেওয়ার ঘটনাকে স্মরণে রেখে ১২ই ডিসেম্বর তারিখটিকে স্বদেশী দিবস হিসেবে পালন করে থাকে স্বদেশী জাগরণ মঞ্চ। এদিন সেই স্বদেশই জাগরণ দিবস ন্যাশনাল লাইব্রেরীতে পালন করলো স্বদেশী জাগরণ মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। হাজির ছিলেন সমাজের বিভিন্ন স্তরের স্বদেশী মনোভাবাপন্ন নাগরিকরা। তিনি বলেন, স্বদেশী জাগরণ মঞ্চের মূল উদ্দেশ্য হল স্বদেশীর বিস্তার ঘটানো। সামগ্রিকভাবে বিদেশি পণ্য বয়কট করে স্বদেশী পণ্য গ্রহণ করা এটিই হলো স্বদেশী জাগরণ মঞ্চের লক্ষ্য। এই আদর্শের কথা দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া স্বদেশী জাগরণ মঞ্চের কাজ।
0
comment0
Report
Advertisement
Back to top