Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पूरुलिया के पर्यटन स्थलों पर क्रिसमस उत्सव की धूम

MMManoranjan Mishra
Dec 25, 2025 02:47:29
Purulia, West Bengal
পুরুলিয়া : বড়দিনের উৎসবে জমজमাট পুরুলিয়ার বিভিন্ন পর্যটন স্থলগুলি । সকাল থেকে পর্যটকদের ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চন্ডি পাহাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটনস্থলগুলি । চলছে চড়ুইভাতির আয়োজন । কনকনে শীতের আমেজের মধ্য দিয়ে পুরুলিয়ার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন আট থেকে আসি সকলেই। ফি বছরের মত এবছরও জেলা ছড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও প্রচুর পর্যটক এসেছেন পুরুলায় । পর্যটকদের আগমনে ফুলেফেঁপে উঠেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসা। পাহাড় থেকে সমতলের প্রায় প্রত্যেকটি হোটেল বুকিং ফুল । রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়া অযোধ্যা পাহাড় পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে । অযোধ্যা পাহাড়ের পাখি পাহাড়, লহরিয়া মন্দির, আপার, লোয়ার ড্যাম্প, বামনি ফলস, টুরগা ফলস, মুরগুমা, উসুলডুংরি সহ বিভিন্ন পর্যটন স্থান গুলিতে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা । একদিকে বড়দিনের উৎসব অন্যদিকে অযোধ্যা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা, খাওয়া দাওয়া সবে মিলিয়ে বেজায় খুশি সকলেই।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 25, 2025 04:38:01
Jalpaiguri, West Bengal:চিকেন নেক শিলিগুড়ি করিডর পুরোপুরি সুরক্ষিত, সীমান্ত অঞ্চলের ভারতীয় বাসিন্দাদেরও দুশ্চিন্তার কোনও কারণ নেই। মোদি সরকার দেশের স্বার্থে যেমন শক্তিশালী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে, তেমনই সীমান্তকেও শক্তিশালী করে রেখেছে। সুতরাং সীমান্ত এলাকার বাসিন্দাদের অহেতুক ভয় পাওয়ার কারণ নেই বলে জানালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। একইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পীড়াদায়ক বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক ভারতীয়র এখনও নাড়ির টান রয়ে গিয়েছে। বাংলাদেশকে কখনও আমরা শত্রু দেশ বলে মনে করি না। কিন্তু মৌলবাদের নামে বাংলাদেশে যা চলছে তা মোটেই মেনে নেওয়া যায় না। আমাদের বিশ্বাস মোদি সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে。
0
comment0
Report
ABArup Basak
Dec 25, 2025 04:37:08
Mal Bazar, West Bengal:বড়দিনে সেজে উঠেছে মালবাজার শহরের আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চ। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ডুয়ার্সের মালবাজার শহরের আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চের চতুর্দিকে সাজে উঠেছে। ক্রিসমাস মানেই নতুন ইংরেজি বর্ষ অর্থাৎ 2026 আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু বড়দিন কি? কেনই বা আরম্বরের সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে পালন করেন? বাইবেল অনুযায়ী, প্রভু যীশুর জন্ম তারিখের কোন উল্লেখ নেই। কিছু ঐতিহাসিকদের মতে বেথলেহেম শহরে মা মেরীর কোলে জন্ম নিয়েছিল প্রভু যীশু। যীশুকে ঈশ্বরের প্রেরিত দূত বা ঈশ্বরের পুত্র বলে অভিহিত করা হয়। কারণ তার আবির্ভাব ঘটেছিল মানুষ ও ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগাতে। হিংসা মুছেই পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হতে। প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যু কয়েকশো বছর পর থেকে ২৫ ডিসেম্বর সারম্বরে পালন করা হয়। ঐতিহাসিকদের মতে যীশুর জন্মের আগে থেকেই রোমে খ্রিস্টান সম্রাটের আমলে প্রথম ২৫ ডিসেম্বর দিনটিকে পালন করা হতো। পরবর্তীকালে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে যীশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। আর তবে থেকেই সারমম্বরে পালিত হয়ে আসছে এই দিনটি। ডুয়ার্সের মালবাজার শহরের পানোয়ার বস্তি এলাকায় অবস্থিত আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে প্রভু যীশুর জন্মদিন উদযাপনের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনেরা। শুধু যে মালবাজার শহর তা কিন্তু নয় পার্শ্ববর্তী চা বাগান ও কৃষি বলয়ে অবস্থিত বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বী মানুষজন সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন শহরের এই চার্চ এ। চার্চ কর্তৃপক্ষের তরফে সাজিয়ে তোলা হয় সমগ্র এলাকা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রতিবছর শহরের এই ক্যাথলিক চার্চে বহু মানুষের সমাগম হয়। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মানুষজনের ভিড় জমে চার্চ এলাকায়। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বড়দিনের বড়দিনের রাত। ইতিমধ্যেই সমগ্র এলাকা সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে রাত থেকে। প্রভু যীশুর বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে চার্চের মূল কেন্দ্রে। আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে সন্ধ্যা থেকেই ক্যান্ডেল জ্বালিয়ে মূল প্রার্থনার কার্যক্রম শুরু হয়। ফাদার অশাল্ড খালকো জানালেন, "প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ঈশ্বরের পুত্র প্রভু যীশুর জন্মদিন উদযাপন করা হয়। বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বহু মানুষের সমাগম ঘটবে চার্চ এলাকায়। চার্চ কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে বাড়তি প্রস্তুতি গ্রহণ করা হয়। সমস্ত মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানানো হয়। এদিন সকাল থেকে মানুষজন ভির করছে বিভিন্ন গির্জায়। অন্যদিকে মালবাজার পৌরসভার উদ্যোগে শহরের ঘড়ি মোড় ও স্টেশন রোড চত্বর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। রংবেরঙের আলোর ছটা ও সান্টাক্লজ, ট্রি সহযোগে সমগ্র এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে সেলফি জোন। আর সবকিছুকে মিলিয়ে বড়দিন উৎসব পালন করছে বহু মানুষ। বাইট ১) ফাদার অশাল্ড খালকো। 2512ZG_MAL_X-MAS_R
0
comment0
Report
PDPradyut Das
Dec 25, 2025 04:36:47
Jalpaiguri, West Bengal:ঘন কুয়াশার চাদরে মোরা গোটা জলপাইগুড়ি। কনকনে শীতে ঠান্ডায় জুবু-থুবু জেলা বাসি। আজ বড়দিন উপলক্ষে পিকনিকের আমেজ জেলা জুড়েই। ঠান্ডা উপেক্ষা করেই বড়দিনের আমেজে জলপাইগুড়িবাসী। পিকনিকের আসর। বৃহস্পতিবার সাধারণত জঙ্গলে সাফারি বন্ধ থাকে। কিন্তু আজ বড়দিন হওয়ায় তা খোলা রাখা হয়েছে। সকাল থেকেই জেলার পর্যটনকেন্দ্র ও পিকনিক স্পটগুলিতে ভিড় জমতে শুরু করেছে। গজলডোবায় পর্যটকদের জন্য তিস্তায় নৌকা বিহারের ব্যবস্থা রাখা হয়েছে। জলপাইগুড়িতে বাহারি প্রজাপতি, কার্টুন ও রঙিন ছাতায় সাজিয়ে তোলা হয়েছে বন দপ্তরের পরিচালনাধীন তিস্তা উদ্যান। জলপাইগুড়ি জেলার সমস্ত পিকনিক স্পটকে প্লাস্টিক ফ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা স্পারে পিকনিকের আসর জমেছে। দূষণ রুখতে এই জায়গাটিকে গ্রিন পিকনিক জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। পিকনিকের পাশাপাশি গির্জা ও পার্কগুলিতেও ভিড় জমছে। রঙিন আলোর মালায় সাজানো হয়েছে চার্চগুলি। রাস্তাঘাটও সেজেছে বাহারি আলোয়। শহরজুড়ে উৎসবের আবহ। ফেস্টিভ মুডে মেতে উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 04:36:32
Chinsurah, West Bengal:নির্বাচন আসছে তাই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি বাড়ছে।অথচ গবীর মানুষদের জন্য কেউ নেই। যারা হিন্দু মুসলমান করবে দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখুন,বক্তব্য পীরজাদা ত্বহা সিদ্দিকির। ফুরফুরার উজলপুকুর ধারে যাযাবরদের শীতে কম্বল বিতরন করেন পীরজাদা ত্বহা সিদ্দিকি। মাঠে ধান জমির পাশে এই প্রচন্ড শীতে বানজারাদের পরিবার ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকছে।মাঠে রান্না করে খাচ্ছে।সেখানে পীরজাদা গিয়ে দেখেন,মুরগীর ছাঁট নাড়িভুড়ি পা যে গুলো ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে এসে রান্না করছে তারা। পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,এই সব গরীব মানুষের পাশে দাঁড়ান।তার মানব সেবায় একটি সংগঠন আছে।ফুরফুরা দরবার সরিফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশান নামে সেই সংগঠনের মাধ্যমে গবীর মানুষদের পাশে থাকেন পীরজাদা। সামনে ভোট আসছে আর রাজনীতির লোকেরা মন্দির মসজিদ নিয়ে ব্যবসা করছে, ছেলে খেলা করছে।হিন্দু মুসলিম সম্প্রদায়의 সম্প্রীতি বজায় রাখার আবেদনের পাশাপাশি যারা দুই ধর্মের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 25, 2025 04:36:12
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 25, 2025 04:35:10
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 25, 2025 04:17:25
Dihierench, West Bengal:ঘন কুয়াশায় দীঘাগামী উইঙ্গার ও দাঁড়িয়ে থাকা বাসের দুর্ঘটনা, ৯ পর্যটক আহত—৩ জন আশঙ্কাজনক ঘন কুয়াশার জেরে দীঘা যাওয়ার পথে পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি টুরিস্ট বাসের পেছনে সজোরে ধাক্কা মারে ১৪ সিটার একটি উইঙ্গার গাড়ি। দুর্ঘটনায় প্রায় ৯ জন দীঘাগামী পর্যটক আহত হন, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে, অত্যধিক কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টুরিস্ট বাসটি দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত উইঙ্গার গাড়িটি কলকাতার সিথির মোড় থেকে দীঘার উদ্দেশে রওনা দিয়েছিল খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্তলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় উইঙ্গার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, পাশাপাশি দাঁড়িয়ে থাকা বাসটিও ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি ঘটে দীঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার দইসাইতে
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 25, 2025 04:15:17
Jhargram, West Bengal:পর্যটকদের ঢল নেমেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। বর্ষশেষে রীতি মতো উপচে পড়া ভিড় জেলার ট্যুরিস্ট স্পটগুলিতে। অবস্থা এখন এমনই যে, রাত কাটানোর মতো হোটেলের ঘর বা লজ কিংবা হোম স্টে কিছুই মিলছে না, বুকিং না করে চলে আসা পর্যটকদের। শুধু তাই নয়, রোজই ঘর বুকিং এর জন্যে ফোন আসছে দূর-দুরান্ত থেকে। শীত সকালে শাল-পিয়াশাল-কেন্দুর জঙ্গললে পা রাখলে মিলবে আলো-আঁধারের খেলা। যার মায়ায় মজে আট থেকে আশি। তাছাড়া জেলার ডাঙ্গা-ডহর-ডুংরিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক, প্রাকৃতিক,ধরমীয় আর নৈস্বর্গিক নিদর্শন। যেগুলি ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয় নিমেষে। উপরি পাওনা ঝর্ণার কলতান, আর সুবর্ণরেখা-ডুলং-তারাফেনি নদী। চলতি বছর ভিনরাজ্য থেকেও ঝাড়গ্রামে আসছেন অসংখ্য পর্যটক。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 25, 2025 03:45:16
Kolkata, West Bengal:BANGLADESH বুধবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর মগবাজার এলাকায় একটি ফ্লাইওভারে হামলাকারীদের বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে。 মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনের ফ্লাইওভারের নীচে বিস্ফোরণটি ঘটে, যেখানে অনেকেই প্রায়শই যাতায়াত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরকটি ফ্লাইওভারের উপর থেকে ছুঁড়ে মারা হয়েছিল এবং মাটিতে বিস্ফোরিত হয়, যার ফলে নিহত ব্যক্তি গুরুতর আহত হন, যার স্বজনরা 'সিয়াম' নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ঘটনার পরপরই স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। বিস্ফোরক ওই ডিভাইসটি ছুঁড়ে মারার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়.
0
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 25, 2025 03:45:08
0
comment0
Report
ASAyan Sharma
Dec 25, 2025 03:30:10
Kolkata, West Bengal:# ডাক্তার শান্তনু সেনের বিদেশী ডিগ্রি বিতর্কে এবার আসরে রয়েল কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জেনস অফ গ্লাসগো। ডিগ্রি প্রধানকারী সংস্থা এফআরসিএস গ্লাসগো এর রেজিস্টার এর তরফে থেকে, মেইল শান্তনু সেন কে。 # মেইলে জানানো হয়েছে,২০১৯ সালে এই frcs গ্লাসগো এই ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়েছিল।তিনি পরীক্ষা দিয়ে এই যোগ্যতা অর্জন করেছিলেন。 # সূত্রে খবর এই সমস্ত তথ্য ডাক্তার শান্তনু সেনের তরফ থেকে রাজ্যের মেডিকেল কাউন্সিলে জমা করবেন তিনি。 # প্রসঙ্গত,এই frcs গ্লাসগো ডিগ্রি টিকে ভুয়ো বলে দাবী করেছিল রাজ্যের মেডিকেল কাউন্সিল।এমনকি রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করাহয়।কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই নির্দেশ বাতিল করে তদন্ত প্রক্রিয়া চালাতে নির্দেশ দেওয়া হয়.
0
comment0
Report
christmas
Advertisement
Back to top