Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

बसंती में बम विस्फोट: चौथी कक्षा का छात्र गंभीर रूप से घायल

PSPrasenjit Sardar
Dec 25, 2025 04:36:12
Baruipur, West Bengal
বাসন্তিতে বোমা বিস্ফোরণ গুরুতর আহত চতুর্থ শ্রেণীর বালক। দুটো চোখ সহ একটি হাত নষ্ট হয়ছে বলে জানা যায়। আহত কলকাতা পিজারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় বাসন্তী আমঝাড়া খড়ি মাছি এলাকায় আনার শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। সে সময় পাশের বাড়ির চতুর্থ শ্রেণীর এক বালক খেলাধুলা করছিল। গুরুতরভাবে সে জখম হয়। দুটো চোখ এবং একটি হাত নষ্ট হয় বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তড়িঘড়ি কলকাতা পিজারি হাসপাতালে চিকিৎসার জন্য । অনার শেখ পলাতক। ঘটনা স্থলে বাসন্তী থানার পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Dec 25, 2025 06:19:26
Barrackpore, Kolkata, West Bengal:নৈহাটি উৎসবে এসে সুব্রত বস্কির একটা কথা আর তাতেই হাজার ও প্রশ্নের জন্ম দিল। পার্থ জীবনে এমন ভুল না করে সাংসদ পদ ছেরে বিধায়ক পদের জন্য চেষ্টা করেন। পার্থ কে অনুরোধ করবো এই সাংসদ হিসেবে ই থাকতে হবে। কারন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে ভারত বর্ষে নতুন দিগন্ত তৈরি হবে ।কারন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকার ভেঙে দেবে।আর এতে পার্থ ভৌমিকের বড় অবদান থাকবে। আর এই কথাতেই নতুন প্রশ্নের জন্ম দিল তা হলে কি পার্থ ভৌমিক বিধানসভা ভোটে দারাতে চাইছেন। সাংসদ হিসেবে তিনি क्या আর থাকতে চাই ছेन না। কেন সুব্রত বস্কি কে কেন এই কথা বলতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছিল পার্থ ভৌমিক আবার নৈহাটি থেকে বিধানসভায় দারাচ্ছে। সেই গুঞ্জন কেই যেন উস্কে দিল। 251225_BKP_SUBRATA_BOSKI 2C TE
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 25, 2025 06:00:20
Katwa, West Bengal:নিখোঁজ BLO, গত দুদিন ধরে মিলছেনা খোঁজ। বাড়িতেই পড়ে রয়েছে BLO পরিচয় পত্র, বিভিণ্ন SIR সঞ্চিত কাগজপত্র। SIR প্রক্রিয়ার জনশুনানির আগে BLO র নিখোঁজ হওয়ার এলাকায় শোরগোল। খোঁজে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ঘটনায় বাড়ছে রহস্য। কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিত কুমার মন্ডল। তিনি পেশায় শিক্ষক। কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। অমিত কুমার মন্ডল কাটোয়া বিধানসভার 23 নম্বর বুথের BLO দ্বায়ীত্বে রয়েছেন। পরিবারে দাবী গত মঙ্গলবার বেলা 10টা নাগাদ বাজার থেকে বাড়ী এসে মোটরবাইক রেখে BLO মিটিং আছে বলে বেরিয়ে যান। বিকাল পেরিয়ে যাওয়ার পর তাকে ফোন করেও যোগাযোগ করতে পারে না পরিবার। খোজ শুরু হতেই বাড়িতেই পাওয়া যায় অমিত কুমার মন্ডলের মোবাইল, BLO পরিচয় পত্র ও SIR সংক্রান্ত কাগজপত্র। পরিবার থেকে খোঁজা হয় বিভিন্ন জায়গায়, আত্মীয়দের বাড়িতে। ওই দিনই রাতে কাটোয়া থানায় মিসিং ডায়েরী করা হয় পরিবারের তরফে। তিন দিন হতে চললেও এখনো কোনো খোঁজ নেই। সঠিক কি কারণে BLO অমিত কুমার মন্ডল নিখোঁজ তা নিয়ে বাড়ছে রহস্য। কারণ অজানা। তবে এই মুহূর্ত দুশ্চিন্তায় দিন কাটছে সকলের। তবে BLO দ্বায়িত্ব পেয়ে চাপে ছিলেন অমিত কুমার মন্ডল জানাচ্ছে তার পরিবার। অন্য দিকে অমিত কুমার মন্ডলের 23 নম্বর বুথে 641 জন ভোটার রয়েছে। জনশুনানির জন্য 33 জন ভোটারের নোটিশ বিলি করেছেন তিনি। মাত্র দুদিন পর থেকেই জণশুনানি শুরু হবে। BLO অমিত কুমার মন্ডলের উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু তার আগেই তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিড়ম্বনায় প্রশাসন। এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা শাসক অনির্বান বসু ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া না দিলেও মৌখিক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। কাটোয়ায় BLO নিখোঁज হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি জেলা নেত্রী সীমা ভট্টাচার্য্য বলেন, এই ঘটনায় আমরা চিন্তিত নই। হতে পারে শাসক দলের চাপে অনেক নাম শুনানিতে ডাক করিয়েছে ওই BLO সেইজন্যেই এখন গা ঢাকা দিচ্ছে। কাটোয়ার প্রশাসন সিসিটিভি ক্যামেরা নিয়ে এতো বড়াই করে তাহলে তারা খুঁজে বের করুক। অন্যদিকে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বলেন, নির্বাচন কমিশনের চাপে BLO রা দিশেহারা হয়ে পড়ছে। এই খবর শুনে আমরাও খুব উদ্বিগ্ন। আমরাও আমাদের মতো করে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং প্রশাসনকেও অনুরোধ করব তাকে যত দ্রুত সম্ভব খুঁজেabre করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। মূলত এটা নির্বাচন কমিশনের চাপেরই ফল। বাইট ১) রীনা মন্ডল (Nikhoj BLO এর স্ত্রী) ২) অভিজিত মন্ডল (Nikhoj BLO এর ভাই) ৩) আলো মন্ডল (Nikhoj BLO এর মা) ৪) সীমা ভট্টাচার্য (BJP কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি) ৫) রবীন্দ্রনাথ চ্যাটার্জী (Purb Bardhaman জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি) ৬) পিটুসি
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 25, 2025 05:48:40
Durgapur, West Bengal:বড়দিনের সকালে একেবারে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল দুর্গাপুরে। সান্তা ক্লজের পোশাক পড়ে , কোনও রকম প্রচার বা আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন রাজ্যের বয়জেষ্ঠ্য মন্ত্রী প্রদীপ মজুমদার। সকাল হতেই তিনি পৌঁছে যান দুর্গাপুরের তালতলা বস্তিতে। তারপরেই দুর্গাপুরের কনিষ্ক মাঠে পৌঁছে গেলেন তিনি। কাঁধে ঝোলা, মুখে আন্তরিক হাসি, যেন রূপকথার গল্পের সেই পরিচিত শান্তা ক্লোজই। মন্ত্রী পরিচয় আড়াল করে তিনি একে একে শিশুদের হাতে তুলে দেন খেলনা, চকোলেট, খাবার আর নানা উপহার। হঠাৎ এমন উপহার পেয়ে খুদেরা আনন্দে আত্মহারা কারও চোখে বিস্ময়, কারও মুখে হাসি, আবার কেউ কেউ খুশিতে চিৎকার করে ওঠে। বড়দিনের সকালে তালতলা বস্তির অলিগলিতে ছড়িয়ে পড়ে উৎসবের রোশনাই, ভালোবাসার উষ্ণতা। এই মানবিক উদ্যোগ শুধু উপহার বিলির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শিশুদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, তাদের পড়াশোনা ও স্বপ্নের কথা শোনেন। বড়দিনের দিনে তাঁর এই নীরব উপস্থিতি যেন মনে করিয়ে দেয় উৎসবের আসল মানে শুধু আলো-সাজে নয়, মানুষের পাশে দাঁড়ানোতেই।বৃহস্পতিবার বড়দিনে প্রদীপ মজুমদারের এই শান্ত, নিঃশব্দ উদ্যোগ দুর্গাপুরবাসীর কাছে হয়ে উঠল এক আলাদা বার্তা—সহানুভূতি আর ভালোবাসাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 25, 2025 05:46:20
Jainagar, Bihar: নতুন রাস্তার কাজে একের পর এক গাছ কাটা নিয়ে ক্ষোভ, প্রতিবাদে সরব বিরোধীরা রাস্তা সংস্কারের নামে নির্বিচারে একের পর এক মোটা গাছ কেটে ফেলার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল জয়নগর ১ নম্বর ব্লকের খাকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মনসাতলা থেকে গোয়ালবেরিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা তৈরির কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা তৈরির জন্য ওই এলাকায় বহু বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এত সংখ্যক গাছ না কেটেও রাস্তা সংস্কার করা জেত; তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও পরিবেশ রক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। কেন গাছ বাঁচানোর চেষ্টা করা হলো না, তা নিয়ে সরব হয়েছে তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন দপ্তরের অর্থে পঞ্চায়েতের মাধ্যমে এই রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, রাস্তা তৈরির জন্য কিছু গাছ কাটা হয়েছে ঠিকই, তবে কাজ শেষ হলে রাস্তার ধারে নতুন করে বৃক্ষরোপণ করা হবে। এদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ কাটার ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানো হচ্ছে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 25, 2025 05:32:38
0
comment0
Report
PDPradyut Das
Dec 25, 2025 04:38:01
Jalpaiguri, West Bengal:চিকেন নেক শিলিগুড়ি করিডর পুরোপুরি সুরক্ষিত, সীমান্ত অঞ্চলের ভারতীয় বাসিন্দাদেরও দুশ্চিন্তার কোনও কারণ নেই। মোদি সরকার দেশের স্বার্থে যেমন শক্তিশালী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে, তেমনই সীমান্তকেও শক্তিশালী করে রেখেছে। সুতরাং সীমান্ত এলাকার বাসিন্দাদের অহেতুক ভয় পাওয়ার কারণ নেই বলে জানালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। একইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পীড়াদায়ক বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক ভারতীয়র এখনও নাড়ির টান রয়ে গিয়েছে। বাংলাদেশকে কখনও আমরা শত্রু দেশ বলে মনে করি না। কিন্তু মৌলবাদের নামে বাংলাদেশে যা চলছে তা মোটেই মেনে নেওয়া যায় না। আমাদের বিশ্বাস মোদি সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে。
0
comment0
Report
ABArup Basak
Dec 25, 2025 04:37:08
Mal Bazar, West Bengal:বড়দিনে সেজে উঠেছে মালবাজার শহরের আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চ। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ডুয়ার্সের মালবাজার শহরের আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চের চতুর্দিকে সাজে উঠেছে। ক্রিসমাস মানেই নতুন ইংরেজি বর্ষ অর্থাৎ 2026 আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু বড়দিন কি? কেনই বা আরম্বরের সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে পালন করেন? বাইবেল অনুযায়ী, প্রভু যীশুর জন্ম তারিখের কোন উল্লেখ নেই। কিছু ঐতিহাসিকদের মতে বেথলেহেম শহরে মা মেরীর কোলে জন্ম নিয়েছিল প্রভু যীশু। যীশুকে ঈশ্বরের প্রেরিত দূত বা ঈশ্বরের পুত্র বলে অভিহিত করা হয়। কারণ তার আবির্ভাব ঘটেছিল মানুষ ও ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগাতে। হিংসা মুছেই পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হতে। প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যু কয়েকশো বছর পর থেকে ২৫ ডিসেম্বর সারম্বরে পালন করা হয়। ঐতিহাসিকদের মতে যীশুর জন্মের আগে থেকেই রোমে খ্রিস্টান সম্রাটের আমলে প্রথম ২৫ ডিসেম্বর দিনটিকে পালন করা হতো। পরবর্তীকালে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে যীশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। আর তবে থেকেই সারমম্বরে পালিত হয়ে আসছে এই দিনটি। ডুয়ার্সের মালবাজার শহরের পানোয়ার বস্তি এলাকায় অবস্থিত আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে প্রভু যীশুর জন্মদিন উদযাপনের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনেরা। শুধু যে মালবাজার শহর তা কিন্তু নয় পার্শ্ববর্তী চা বাগান ও কৃষি বলয়ে অবস্থিত বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বী মানুষজন সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন শহরের এই চার্চ এ। চার্চ কর্তৃপক্ষের তরফে সাজিয়ে তোলা হয় সমগ্র এলাকা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রতিবছর শহরের এই ক্যাথলিক চার্চে বহু মানুষের সমাগম হয়। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মানুষজনের ভিড় জমে চার্চ এলাকায়। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বড়দিনের বড়দিনের রাত। ইতিমধ্যেই সমগ্র এলাকা সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে রাত থেকে। প্রভু যীশুর বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে চার্চের মূল কেন্দ্রে। আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে সন্ধ্যা থেকেই ক্যান্ডেল জ্বালিয়ে মূল প্রার্থনার কার্যক্রম শুরু হয়। ফাদার অশাল্ড খালকো জানালেন, "প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ঈশ্বরের পুত্র প্রভু যীশুর জন্মদিন উদযাপন করা হয়। বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বহু মানুষের সমাগম ঘটবে চার্চ এলাকায়। চার্চ কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে বাড়তি প্রস্তুতি গ্রহণ করা হয়। সমস্ত মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানানো হয়। এদিন সকাল থেকে মানুষজন ভির করছে বিভিন্ন গির্জায়। অন্যদিকে মালবাজার পৌরসভার উদ্যোগে শহরের ঘড়ি মোড় ও স্টেশন রোড চত্বর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। রংবেরঙের আলোর ছটা ও সান্টাক্লজ, ট্রি সহযোগে সমগ্র এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে সেলফি জোন। আর সবকিছুকে মিলিয়ে বড়দিন উৎসব পালন করছে বহু মানুষ। বাইট ১) ফাদার অশাল্ড খালকো। 2512ZG_MAL_X-MAS_R
0
comment0
Report
PDPradyut Das
Dec 25, 2025 04:36:47
Jalpaiguri, West Bengal:ঘন কুয়াশার চাদরে মোরা গোটা জলপাইগুড়ি। কনকনে শীতে ঠান্ডায় জুবু-থুবু জেলা বাসি। আজ বড়দিন উপলক্ষে পিকনিকের আমেজ জেলা জুড়েই। ঠান্ডা উপেক্ষা করেই বড়দিনের আমেজে জলপাইগুড়িবাসী। পিকনিকের আসর। বৃহস্পতিবার সাধারণত জঙ্গলে সাফারি বন্ধ থাকে। কিন্তু আজ বড়দিন হওয়ায় তা খোলা রাখা হয়েছে। সকাল থেকেই জেলার পর্যটনকেন্দ্র ও পিকনিক স্পটগুলিতে ভিড় জমতে শুরু করেছে। গজলডোবায় পর্যটকদের জন্য তিস্তায় নৌকা বিহারের ব্যবস্থা রাখা হয়েছে। জলপাইগুড়িতে বাহারি প্রজাপতি, কার্টুন ও রঙিন ছাতায় সাজিয়ে তোলা হয়েছে বন দপ্তরের পরিচালনাধীন তিস্তা উদ্যান। জলপাইগুড়ি জেলার সমস্ত পিকনিক স্পটকে প্লাস্টিক ফ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা স্পারে পিকনিকের আসর জমেছে। দূষণ রুখতে এই জায়গাটিকে গ্রিন পিকনিক জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। পিকনিকের পাশাপাশি গির্জা ও পার্কগুলিতেও ভিড় জমছে। রঙিন আলোর মালায় সাজানো হয়েছে চার্চগুলি। রাস্তাঘাটও সেজেছে বাহারি আলোয়। শহরজুড়ে উৎসবের আবহ। ফেস্টিভ মুডে মেতে উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 04:36:32
Chinsurah, West Bengal:নির্বাচন আসছে তাই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি বাড়ছে।অথচ গবীর মানুষদের জন্য কেউ নেই। যারা হিন্দু মুসলমান করবে দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখুন,বক্তব্য পীরজাদা ত্বহা সিদ্দিকির। ফুরফুরার উজলপুকুর ধারে যাযাবরদের শীতে কম্বল বিতরন করেন পীরজাদা ত্বহা সিদ্দিকি। মাঠে ধান জমির পাশে এই প্রচন্ড শীতে বানজারাদের পরিবার ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকছে।মাঠে রান্না করে খাচ্ছে।সেখানে পীরজাদা গিয়ে দেখেন,মুরগীর ছাঁট নাড়িভুড়ি পা যে গুলো ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে এসে রান্না করছে তারা। পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,এই সব গরীব মানুষের পাশে দাঁড়ান।তার মানব সেবায় একটি সংগঠন আছে।ফুরফুরা দরবার সরিফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশান নামে সেই সংগঠনের মাধ্যমে গবীর মানুষদের পাশে থাকেন পীরজাদা। সামনে ভোট আসছে আর রাজনীতির লোকেরা মন্দির মসজিদ নিয়ে ব্যবসা করছে, ছেলে খেলা করছে।হিন্দু মুসলিম সম্প্রদায়의 সম্প্রীতি বজায় রাখার আবেদনের পাশাপাশি যারা দুই ধর্মের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top