Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

तृणमूल नेता को हत्या की धमकी, जिला अध्यक्ष Sujit Roy पर आरोप

KMKIRAN MANNA
Oct 11, 2025 13:43:57
Dihierench, West Bengal
দলেরই নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি,তৃণমূলের রাজ্য নেতাকে খুনের হুমকি দিলেন জেলা সভাপতি,কুরবান শার মতো খুন হয়ে যেতে পারি আতঙ্কিত রাজ্য নেতা বিগত বেশ কয়েকমাস যাবত দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতি।যার কারণে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছিল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।এবার মুখ খোলায় পার্থসারথি মাইতিকে খুনের হুমকি দিলেন তৃণমূলেরই জেলা সভাপতি সুজিত রায়।অন্তত এমনটাই অভিযোগ পার্থসারথির।আর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছে তিনি।ইতিমধ্যেই রাজ্য সভাপতি সায়নি ঘোষ সহ জেলা পুলিশ সুপার ও অভিষেক ব্যানার্জির দপ্তরে ইমেইল এ জানিয়েছেন তিনি।পার্থসারথি বলেন এই জেলা সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি anti social, তিনি আতঙ্কিত গত 2019 সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল, তার মতন দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি এমনটাই আশঙ্কা করছেন তিনি।তবে তিনি মমতা ব্যানার্জীকে দেখে দল করেছেন,তাই আপাতত তিনি দল ছাড়ছেন না।যদিও পুরো ব্যাপার নিয়ে কটাক্ষ বিজেপির,বিজেপির দাবি কাক কাকের মাংস খায়না।এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছেন,এবার নিজের দলের লোকদের খুনের হুমকি দিচ্ছে,চোরদের সাথে থাকছেন কেনো?সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি,তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের জেলা সভাপতিকে সুজিত রায়ের তরফে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Oct 12, 2025 02:15:25
Kolkata, West Bengal:দুর্ভোগের শিকার ।তারই প্রভাব দক্ষিণবঙ্গেও আর কয়েকদিন মাত্র বাকি শ্যামা পূজা। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বজবজ বেশ কিছু ওয়ার্ডের মানুষজন এই কালী পূজার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে কয়েক লক্ষ শ্রমিক ও তাদের পরিবার । সারা বছরের পরিশ্রম এই ১৫-২০ দিনের মহেশতলা লুঙ্গি বাজির বাজার নির্ভর করেই বাজি প্রস্তুত কারক কিংবা পাইকারি বিক্রেতা কিংবা খুচরো বিক্রেতা প্রত্যেকের জীবন নির্ভর করে অর্থাৎ যারা বাজি তৈরি করে তাদের এই সারা বছরে যে পরিশ্রম তার অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর। এ বৎস অধিক পরিমাণ বৃষ্টির কারণে যথেষ্ট পরিমাণ ক্ষতির শিকার হতে হয়েছে। মাত্র কয়েক দিন বাকি অথচ এই আতশবাজি বিক্রি একদম নেই বললেই চলে । পাইকারি বাজারের অবস্থা আশঙ্কাজনক কারণ বাজিই নিয়ে যাওয়ার জন্য শুকনো আবহার প্রয়োজন। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বা যাবে এমনটাই দাবি বিক্রেতা ও ক্রেতাদের।uperদিকে বাজি প্রস্তুত করার পর সেগুলো রোদে শুকাতে হয় কিন্তু রোদ না পাওয়ার কারণে বাজি শুকনো করা অসম্ভব হয়ে পড়েছে যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজি রেডি করা অসম্ভব হয়ে পড়েছে বাজি প্রস্তুতকারক নির্দিষ্ট সময়ের মধ্যে বাজিই প্রস্তুত করা যাচ্ছে না অপরদিকে শব্দবাজির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার কারণে অনেকটাই বিক্রয় কমে গেছে। অন্যদিকে এই আতশবাজির উপর নির্ভর করেই খুচরা দোকানদার পাইকারি দোকানদার প্রত্যেকের সংসার চলে । এবছর অধিক বৃষ্টির কারণে সেভাবে পাইকারি বাজার সুবিধা করে উঠতে পারেনি। প্রস্তুতকারকরা অপরদিকে খুচরা ব্যবসায়ীদেরও সেভাবে বিক্রয় করা সম্ভব হচ্ছে না অথচ প্রচুর পরিমাণ শ্রমিক ও অর্থ ব্যয় করে এভাবে কি সুবিধা করতে পারবে বাজির বাজার তাই দুচোখে তাকিয়ে শ্যামা পূজার দিকে কি হবে এ বছরে বাজি ব্যবসা।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 12, 2025 01:18:13
4
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 12, 2025 01:17:59
3
comment0
Report
NHNantu Hazra
Oct 11, 2025 18:31:04
Salt Lake City, Utah:Bike driver beating up and breaking his mobile phone. Ato driver and one passenger detain bidhan nagar south police station. फের অটো চালক ও অটো যাত্রীদের দাদাগিরি।বাইক চালককে মারধর ও তার মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ চালক ও এক যাত্রীকে আটক করেছে।বাইক আরোহী একজন বি কম ওনার্স এর ছাত্র। পুলিশ সূত্রে খবর......      এফডি ব্লক থেকে লাবনী আইল্যান্ড এর দিকে যাচ্ছিলো বাইক আরোহী। তার পিছনে ছিল একটি অটো। কিছু দূর যাওয়ার পর অভিযোগ অটো চালক বাইক আরোহীকে চেপে দেয়। তার প্রতিবাদ করে বাইক আরোহী। তখন অটো চালক অটো থেকে নেমে বাইক আরোহীকে ধরে গালিগালাজ করতে থাকে, সঙ্গে যাত্রীদের মধ্যে কয়েকজন মিলে ও অটো চালক মারধর করে বলে অভিযোগ। এর পর তার মোবাইল ও ভেঙে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ অটো চালক ও এক যাত্রীকে আটক করেছে।
5
comment0
Report
NHNantu Hazra
Oct 11, 2025 18:30:43
Salt Lake City, Utah:ED has conducted a search operation at 13 places around Kolkata in the Municipality Recruitment Scam of West Bengal. During the searches, various incriminating documents including property documents, digital devices and unexplained cash amounting to Rs. 45 Lakh have been seized. পৌরসভা নিয়োগ দুর্নীতিতে ইডির তল্লাসিতে উদ্ধার ৪৫ লাখ টাকা,সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস। ইডি ১০.১০.২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ কেলেঙ্কারিতে কলকাতা এবং এর আশেপাশের ১৩টি স্থানে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় পশ্চিমবঙ্গের বিধায়ক এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিস এবং তার সংস্থাগুলির অফিস অন্তর্ভুক্ত ছিল। তল্লাশির সময়, সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস এবং ৪৫ লক্ষ টাকার অব্যক্ত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি জব্দ করা হয়েছে।
5
comment0
Report
PDPradyut Das
Oct 11, 2025 18:18:33
Jalpaiguri, West Bengal:ধন্যি মেয়েদের অধ্যাবসায়। বন্যায় সব ভেসে গিয়েছে। ঘরদোর নিশ্চিহ্ন। দু একটা বই যা বাঁচাতে পেরেছে, তা নিয়েই বাঁধের উপর ত্রাণ শিবিরে পলিথিনের ছাউনির নীচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা শিক্ষিকা। সামনেই পরীক্ষা। তাই জল থেকে যতটুকુ বাঁচাতে পেরেছে, সেটা দিয়েই ভাগাভাগি করে পড়া চলছে। বন্যার জলে সবকিছুই ভেসে গেছে কিভাবে পড়াশোনা করবো আগামী মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই নিয়েই চিন্তা এলাকার ছাত্র,ছাত্রীদের。 গত পাঁচই অক্টোবর শনিবার ভোর বেলায় জলঢাকা নদীর বাঁধ ভাঙে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা সেই বিধ্বস্ত বন্যায় ঘরবাড়ি সহ বাড়ির আসবাবপত্র, থালা বাসন, টাকা পয়সা কাগজপত্র, বইপত্র সহ সকল জিনিস বন্যায় ভেসে গেছে, ঠাই হয়েছে বাঁধের উপরে পলিথিন দেওয়া তাবুতে, কিন্তু এত দুর্যোগ তাও কিন্তু মনোবল হারায়নি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা এলাকার খাটোর বাড়ি সহ বিভিন্ন অঞ্চলের আগামী মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীরা মনোবল হারায়নি। তারা একে অপরের রা একই বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে। কারণ সামনেই তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাকি আছে মাত্র এক মাসের মতন। তাই তারা মনোবল না হারিয়ে তারা সকলেই একে অপরের বই দিয়ে পড়াশোনা করছেন। যাতে করে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো ফল করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে, ভালো রেজাল্ট করে, তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে সেই জন্যই এই অবস্থাতেও বিভিন্ন তাবুগুলিতে লক্ষ্য করা যায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মগ্ন। তাদের স্বপ্ন অনেক তাদের লক্ষ্য অনেক, তারা ভালো রেজাল্ট করে কেউ বা ইঞ্জিনিয়ারিং কেউবা মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। এলাকার চাঁরের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুল সহ আশেপাশের অনেক স্কুলের ছাত্র-ছাত্রী আছে যারা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের পাশে দাঁড়িয়েছে স্কুল শিক্ষক, সহ প্রশাসনিক কর্তারা এবং এলাকাবাসীরা, তাদের এই পড়াশুনার আগ্রহের ব্যাপারে কুর্নিশ জানিয়েছেন স্কুল শিক্ষিকা সহ প্রশাসনিক কর্তারা। শুধু মাধ্যমিক ছাত্র-ছাত্রী নয়, অনেক কিছু ক্লাস এবং নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের বইপত্র ভেসে গেছে বন্যার জলে , এ ব্যাপারে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যাদের বইপত্র হারিয়ে গেছে তাদেরকে নতুন বই পত্র দেওয়া হবে।, তাছাড়াও এলাকার পঞ্চায়েত এবং প্রধানকে বিষয়টি জানাতে হবে। যাতে করে তারা নতুন বই পায়।যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বইপত্র জলে ভেসে গেছে, তাদেরকে প্রশাসনিক স্তরে নতুন বই পত্র দেওয়ার হবে বলে সূত্রের খবর জানা যায়। এই ধরনের একটি চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এ ব্যাপারে কে কি বলল শুনে নেওয়া যাক। বাইট---মনোজ রায়---ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। বাইট---সুবল ঘোষ---ময়নাগুড়ি থানার আই সি। বাইট---অভিভাবক। বাইট---ছাত্র-ছাত্রী।
4
comment0
Report
PDPradyut Das
Oct 11, 2025 18:18:13
Jalpaiguri, West Bengal:ধন্যি মেয়েদের অধ্যাবসায়। বন্যায় সব ভেসে গিয়েছে। ঘরদোর নিশ্চিহ্ন। দু একটা বই যা বাঁচাতে পেরেছে, তা নিয়েই বাঁধের উপর ত্রাণ শিবিরে পলিথিনের ছাউনির নীচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। কেউ হতে চায় ডাক্তার, কেউবা শিক্ষিকা। সামনেই পরীক্ষা। তাই জল থেকে যতটুকু বাঁচাতে পেরেছে, সেটা দিয়েই ভাগাভাগি করে পড়া চলছে। বন্যার জলে সবকিছুই ভেসে গেছে কিভাবে পড়াশোনা করবে আগামী মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই নিয়েই চিন্তা এলাকACL ছাত্র,ছাত্রীদের। গত পাঁচই অক্টোবর শনিবার ভোর বেলায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যার রূপ নেয় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা সেই বিধ্বস্ত বন্যায় ঘরবাড়ি সহ বাড়ির আসবাবপত্র, থালা বাসন, টাকা পয়সা কাগজপত্র, বইপত্র সহ সকল জিনিস বন্যায় ভেসে গেছে, ঠাই হয়েছে বাঁধের উপরে পলিথিন দেওয়া তাবুতে, কিন্তু এত দুর্যোগ তাও কিন্তু মনোবল হারায়নি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা এলাকার খাটোর বাড়ি সহ বিভিন্ন অঞ্চলের আগামী মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীরা মনোবল হারায়নি। তারা একে অন্যের রা একই বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে। কারণ সামনেই তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাকি আছে মাত্র এক মাসের মতন। তাই তারা মনোবল না হারিয়ে তারা সকলেই একে অপরের বই দিয়ে পড়াশোনা করছেন। যাতে করে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো ফল করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে, ভালো রেজাল্ট করে, তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে সেই জন্যই এই অবস্থাতেও বিভিন্ন তাবুগুলিতে লক্ষ্য করা যায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মগ্ন। তাদের স্বপ্ন অনেক তাদের লক্ষ্য மிகவும், তারা ভালো রেজাল্ট করে কেউবা ইঞ্জিনিয়ারিং কেউবা মেডিকেল লাইন ধরে ডাক্তার হতে চায়। এলাকায় চাঁরের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুলসহ আশেপাশের অনেক স্কুলের ছাত্র-ছাত্রী আছে যারা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের পাশে দাঁড়িয়েছে স্কুল শিক্ষিকা, সহ প্রশাসনিক কর্তারা এবং এলাকাবাসীরা, তাদের এই পড়াশুনার আগ্রহের ব্যাপারে কুর্নিশ জানিয়েছেন স্কুল শিক্ষিকা সহ প্রশাসনিক কর্তারা। শুধু মাধ্যমিক ছাত্র-ছাত্রী নয়, অনেক কিছু ক্লাস এবং নিচু ক্লাশের ছাত্র-ছাত্রীদের বইপত্র ভেসে গেছে বন্যার জলে , এ ব্যাপারে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যাদের বইপত্র হারিয়ে গেছে তাদেরকে নতুন বই পত্র দেওয়া হবে।, তাছাড়াও এলাকার পঞ্চায়েত এবং প্রধানকে বিষয়টি জানাতে হবে। যাতে করে তারা নতুন বই পায়। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বইপত্র জলে ভেসে গেছে, তাদেরকে প্রশাসনিক স্তরে নতুন বই পত্র দেওয়ার হবে বলে সূত্রের খবর জানা যায়। এ ধরনেরই একটি চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এ ব্যাপারে কে কি বলল শুনে নেওয়া যাক। বাইট—মনোজ রায়—ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। বাইট—সুবল ঘোষ—ময়নাগুড়ি থানা আই সি। বাইট—অভিভাবক। বাইট—ছাত্র-ছাত্রী। রিপোর্ট ;- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
SCSandip Chowdhury
Oct 11, 2025 18:17:52
Katwa, West Bengal:কেতুগ্রামের পর কাটোয়া ১ ব্লকের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখিতে এসে সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিলেন.... ক)রাজনীতিতে খেলা-মেলা ঠিক নয়,খেলা-মেলা করলে পলিটিএক্সে ক্ষতি হবে এগুলো বন্ধ করার নিদান দিয়েছেন সাংসদ সৌगत রায়।সৌগত বাবুর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন,সৌগতদা কী বলেছেন,কোন প্রেক্ষিতে বলেছেন জানিনা। তবে এটুকু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস সচেতন রাজনৈতিক দল,সক্রিয় কর্মীদের নিয়ে একটি রাজিনীতি করা দল। কিন্তু রাজনীতি মানে শুধু ভোটের রাজিনীতি নয়, জনসংযোগ মানে শুধু নির্বাচনী মিটিং মিছিল নয়। সারা বছর মানুষের পাশে নানান পেশার মানুষকে নিয়ে বিভিন্ন ভাবে থাকতে হবে। মেলা খেলা করা যাবে না এটা ঠিক নয়। আপনি সারা বছর মানুষের সঙ্গে মিশলেন না,শুধু ভোটের সময় ভোট চাইতে গেলেন এটা ঠিক নয়। মানুষের আপদে বিপদে থাকতে হবে আবার মেলা খেলা করতে হবে। খ) দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীরা শকুনের রাজনীতি করছে। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটা খারাপ ঘটনা। দু:খজনক লজ্জাজনক। পুলিশ তার তদন্ত করছে। কী হয়েছিল সেটা তদন্তে উঠে আসবে। বিজেপি Shাসিত রাজ্যে রোজ এমন খারাপ ঘটছে।আমরা চাই একটাও খারাপ ঘটনা এই বাংলায় না ঘটুক। গ) বীরভূমের সোনালি বিবিকে বাংলাদেশী বলে বাংলাদেশে পুশব্যাক করেছিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এখন বাংলাদেশের আদালতের রায় তাকে ভারত ফের‍ত নিতে হবে সে ভারতীয়। বিজেপির এই বাংলা বিরোধিতা মানুষ বুঝেছে। ঘ) মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মালক্ষীর সঙ্গে তুলনা করেন কুণাল ঘোষ। সাংবাদিকদের এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,মুখ্যমন্ত্রীকে মালক্ষী কেন মাদুর্গার সঙ্গেও তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে ডেভলপমমেন্ট, সম্প্রীতি সমৃদ্ধি শান্তি তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে তুলনা করা হয়েছে। বাইট:১) কুণাল ঘোষ, রাজ্য মুখপাত্র, তৃণমূল কংগ্রেস।
0
comment0
Report
PDPradyut Das
Oct 11, 2025 18:16:17
Jalpaiguri, West Bengal:ধন্যি মেয়েদের অধ্যাবসায়। বন্যায় সব ভেসে গিয়েছে। ঘরদোর নিশ্চিহ্ন। দু একটা বই যা বাঁচাতে পেরেছে, তা নিয়েই বাঁধের উপর ত্রাণ shিবিরে পলিথিনের ছাউনির নীচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাধ্যমिक পরীক্ষার্থীরা। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা শিক্ষিকা। সামনেই পরীক্ষা। তাই জল থেকে যতটুকু বাঁচাতে পেরেছে, সেটা দিয়েই ভাগাভাগি করে পড়া চলছে। বন্যার জলে সবকিছুই ভেসে গেছে কিভাবে পড়াশোনা করবে আগামী মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই নিয়েই চিন্তা এলাকার ছাত্র,ছাত্রীদের。 গত পাঁচই অক্টোবর শনিবার ভোর বেলায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যার রুপ নেয় ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। সেই বিধ্বস্ত বন্যায় ঘরবাড়ি সহ বাড়ির আসবাবপত্র, থালা বাসন, টাকা পয়সা কাগজপত্র, বইপত্র সহ সকল জিনিস বন্যায় ভেসে গেছে, ঠাই হয়েছে বাঁধের উপরে তাবুতে, কিন্তু এত দুর্যোগ তাও কিন্তু মনোবল হারায়নি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা এলাকার খাটোর বাড়ি সহ বিভিন্ন অঞ্চলের আগামী মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীরা মনোবল হারায়নি। তারা একে অপরের রা একই বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে। কারণ সামনেই তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাকি আছে মাত্র এক মাসের মতন। তাই তারা মনোবল না হারিয়ে তারা সকলেই একে অপরের বই দিয়ে পড়াশোনা করছেন। যাতে করে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো ফল করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে, ভালো রেজাল্ট করে, তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে সেই জন্যই এই অবস্থাতেও বিভিন্ন তাবুগুলিতে লক্ষ্য করা যায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মগ্ন। তাদের স্বপ্ন অনেক তাদের লক্ষ্য অনেক, তারা ভালো রেজাল্ট করে কেউ বা ইঞ্জিনিয়ারিং কেউবা মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। এলাকার চাঁরের বাড়ি নগেন্দ্রনাথ হাই স্কুল সহ আশেপাশের অনেক স্কুলের ছাত্র-ছাত্রী আছে যারা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের পাশে দাঁড়িয়েছে স্কুল শিক্ষক, সহ প্রশাসনিক কর্তারা এবং এলাকাবাসীরা, তাদের এই পড়াশুনার আগ্রহের ব্যাপারে কুর্নিশ জানিয়েছেন স্কুল শিক্ষিকা সহ প্রশাসনিক কর্তারা। শুধু মাধ্যমিক ছাত্র-ছাত্রী নয়, অনেক কিছু ক্লাস এবং নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের বইপত্র ভেসে গেছে বন্যার জলে , এ ব্যাপারে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন যাদের বইপত্র হারিয়ে গেছে তাদেরকে নতুন বই পত্র দেওয়া হবে।, তাছাড়াও এলাকার পঞ্চায়েত এবং প্রধানকে বিষয়টি জানাতে হবে। যাতে করে তারা নতুন বই পায়।যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বইপত্র জলে ভেসে গেছে, তাদেরকে প্রশাসনিক স্তরে নতুন বই পত্র দেওয়ার হবে বলে সূত্রের খবর জানা যায়। একমাত্র একটি চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ল। এ ব্যাপারে কে কি বলল শুনে নেওয়া যাক। বাইট---মনোজ রায়---ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। বাইট---সুবল ঘোষ---ময়নাগুড়ি থানার আই সি। বাইট---অভিভাবক। বাইট---ছাত্র-ছাত্রী। রিপোর্ট ;- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AMAshok Manna
Oct 11, 2025 15:47:35
Kolkata, West Bengal:মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে আবারো পথ দুর্ঘটনা মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে তারাতলা দিক থেকে মহেশতলা দিকে আসছিল সম্পত্তির উড়ালপুলের উপর দিয়ে ঠিক পুরাতন ডাকঘরের কাছে চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সম্প্রীতি উড়ালপুলের গার্ড ওয়ালে সজরে ধাক্কা মারে এরপর গাড়িটি ১০০ মিটার দূরে ঘোসরাতে ঘোসরাতে যায় গাড়িটির দুটি চাকা খুলে যায় এবং সামনের অংশ ভেঙে দুমড়ে মুজরে যায়। অল্পের জন্য রক্ষা পেল গাড়ি চালকসহ অন্যরা। গাড়ি চালক অল্পবিস্তর আরও তো হয় তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে গাড়ি টিকে উদ্ধার করে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 11, 2025 15:21:23
Bardhaman, West Bengal:দুর্গাপুর এবং আসানসোলে এখন সমাজবiroprодীদের দাপাদাপি চলছে। কারখানা বন্ধ হচ্ছে, মাফিয়াদের দাপাদাপি, এবং পুলিশ প্রশাসন সারেন্ডার করে দিয়েছে, ফলত যা হবার তাই হচ্ছে। দুর্গাপুর শিল্পের এলাকা। বাইরে থেকে বহু স্কুল কলেজের পড়ুয়া পড়তে আসে। তার মানে পরিস্কার বোঝা যাচ্ছে নিরাপত্তায় কতটা ফাঁক। শনিবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষে ইনকিলাব যাত্রায় যোগ দিতে এসে এই মন্তব্য করেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ আইয়ের ডাকে শনিবার খন্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম থেকে শুরু হয় ইনকিলাব যাত্রা। শনিবার ইনকিলাব যাত্রার র‍্যালি খন্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম থেকে শুরু হয়ে বর্ধমানের তেলিপুকুর এলাকায় শেষ হবে। আগামীকাল আবার এই ইনকিলাব যাত্রা তেলিপুকুর থেকে শুরু হয়ে বर्धমান স্টেশন চত্ত্বর পর্যন্ত যাবে। সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের থাকার কথা আছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 11, 2025 15:21:00
Howrah, West Bengal:কালীপুজোর আগে বাজি করতে গিয়ে অগ্নিদগ্ধ এক যুবক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে হাওড়ার রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনে। পুলিশ সূত্রে খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি বাড়ির গ্যারেজে আতসবাজি তৈরি করছিল আকাশ হেলা(৩৫) নামে এক যুবক। সেই সময় হঠাৎই আগুন লেগে যায়। যত বাজি মজুদ ছিল তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই ঘটনার গুরুতর জখম হয়েছে ওই যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top