Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

घाटाल में 39वां पश्चिम मेदिनीपुर जिला सम्मेलन: मास्टर प्लान लागू करने और रेलवे लाइन निर्माण की मांग

CDChampak Dutta
Oct 12, 2025 01:18:13
Kaji Chak, West Bengal
سারা ভারত কৃষক সভার ৩৯ তম পশ্চিম মেদিনীپور জেলা সম্মেলন হচ্ছে ঘাটালে। সম্মেলন উপলক্ষ্যে ঘাটাল কুশপাতা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে ঘাটাল হাসপাতাল মোড় হয়ে কলেজ মোড়ে শেষ হয়। ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে শহীদ বেদীতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্বরা । ১১- ১২ ই অক্টোবর এই দুদিন ব্যাপী এই সম্মেলন চলবে ঘাটালে। এই সম্মেলন থেকে দাবি তোলা হয় দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে হবে। পাশাপাশি পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা রোড ভায়া ঘাটাল রেললাইন নির্মাণ করতে হবে।
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 12, 2025 05:15:40
Jalpaiguri, West Bengal:২০২৬ বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই দলবদলের পালা উত্তরবঙ্গে। উত্তরে শক্তি বাড়ল বিজেপির। মেখলিগঞ্জ বিধানসভার দেওয়ানগঞ্জ অঞ্চলের ১৫৮ নং বুথে তৃনমূল কংগ্রেস ছেড়ে বেশ কয়েকটি পরিবার বিজেপি দলে যোগদান করলেন বলে দাবি জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। ১৩ একটি পরিবারের হাতে বিজেপি পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূল দল থেকে বিজেপিতে যোগদান বলে বিজেপির দাবি। এতে তৃণমূলের কোন অসুবিধা হবে না বলে বক্তব্য তৃণমূল নেতৃত্বের। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় , মেখলিগঞ্জ বিধানসভার কো কনভেনার বিমল রায় , মেখলিগঞ্জ ৪ নং মন্ডলের সভাপতি শঙ্কর বর্মন , জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি ভুপেন্দ্র নাথ রায়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ৪ নং মন্ডলের সাধারণ সম্পাদক বিপ্লব রায়,সহ সভাপতি মলয়ক্রান্তি ঘোষ, আইটি সেল ইনচার্জ অরুণ শাঁ, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য প্রসন্ন কুমার রায়,বিজেপি নেতা সিটু বর্মন, সুন্দর মন রায়,যুব মোর্চার নেতা বিকাশ বর্মন সহ অন্যান্য নের্তৃত্ববৃন্দ।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 12, 2025 05:01:12
Barrackpore, Kolkata, West Bengal:কামারহাটি পুরসভা ১০ নং ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত ৩০ জন। এলাকায় আতংক। কামাহাটি পৌরসভার ২৭ নম্বর হরিচরণ চ্যাটার্জি ট্রিট,যদুনাথ এম এম ফিডার রোড ও জয় কিষান রোড গোটা অঞ্চল জুড়ে গোটা ৩০ জন জন্ডিস এ আক্রান্ত। এলাকার মানুষজন জন্ডিসের ভয়ে ভীত। পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতন শিবির করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক area's বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাংক দেওয়া হয়েছে। এলাকা মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই পৌরসভার ট্যাঙ্ক জলে দুর্গন্ধ। এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ অভিযোগ আক্রান্ত পরিবারদের। পৌরসভার পক্ষ থেকে area's জল পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। গোটা অঞ্চলে ছোট শিশু থেকে সব বয়সী সকলেই জন্ডিসে আক্রান্ত। কিন্তু এলাকার মানুষের জল নিয়ে আতংক সৃষ্টি হয়েছে। এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা है নাকি? এখন সেটাই দেখার বিষয়
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 12, 2025 05:00:41
0
comment0
Report
ABArup Basak
Oct 12, 2025 04:19:38
Mal Bazar, West Bengal:জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচানোর বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মালবাজার মহকুমার নাগরাকাটার বামনডাঙ্গা গ্রামের যুবক ধানি মাহালি। গত রবিবার প্রবল জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন জিতনি মাংকিমুন্ডা ও তাঁর ছোট ছেলে যোশেফ। কোনওরকমে একটি বাঁশঝাড়ে আটকে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন তারা, কিন্তু চারপাশে ভয়ংকর স্রোত, সাহায্যের কোনও উপায় ছিল না। ঠিক তখনই এগিয়ে আসেন ধানি মাহালি। সাহসিকতার পরিচয় দিয়ে তিনি দড়ি দিয়ে নিজেকে বেঁধে, একপ্রান্ত গ্রামবাসীর হাতে দিয়ে জল ঠেলে পৌঁছে যান মা ও ছেলের কাছে। এরপর একে একে দু’জনকেই পিঠে করে এনে নিরাপদ স্থানে পৌঁছে দেন। ধানি গ্রামের মানুকে জানিয়েছে, “চোখের সামনে কাউকে মারা যেতে দেখতে পারিনি, তাই ঝাঁপ দিয়েছিলাম।” জিতনির কথায়,ধানি মাহালি আমাদের কাছে ঈশ্বরের রূপ, গ্রামের বাসিন্দা মোসাহার আলী বলেন, এই বন্যার পর সবাই এগিয়ে আসছে। কেউ নদীতে নেমে মানুষের প্রান বাচাচ্ছে আবার প্রতিনিয়ত ত্রান সামগ্রী দিয়ে সবাই সাহায্যে হাত বারিয়ে দিচ্ছে।
4
comment0
Report
STSrikanta Thakur
Oct 12, 2025 04:19:10
Dinajpur, Rangpur Division:বৃষ্টির জমা জল উঠে এসেছে , ড্রেন থেকে রাস্তায়, সমস্যায় বালুরঘাট পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা। আর এই জ্বল যন্ত্রণাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বালুরঘাট পৌর সভা এলাকার ৯, ১০, ২৫, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির জমা জল সম্পূর্ণভাবে নেমে যায়নি। যার ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমেছে। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে রাস্তার পাশে থাকা পৌরসভার ড্রেনের জল দীর্ঘ প্রায় একমাস ধরে রাস্তার উপর দিয়ে বইছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যায় তৈরি হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। বেড়েছে মশা মাছির উপদ্রব স্থানীয় প্রায় প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের অভিযোগ স্থানীয় কাউন্সিলর কে বা পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা সুপারভাইজার কে জানিও কোন লাভ হয়নি। দুর্গা পূজার সময়ে ও পরবর্তী সময়ে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল নতুন করে সমস্যা বাড়িয়েছে। এই সমস্ত ওয়ার্ডে জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বালুরঘাট পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে গত শনিবার সাধারণ বাসিন্দাদের সাথে কথা বলেন স্থানীয় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অন্যদিকে শহরের মধ্যে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের জল জমে থাকা ওয়ার্ডে পরিদর্শনে যান তৃণমূলের নেতা ও বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। স্বাভাবিকভাবেই দুই নেতাকে হাতের কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন ও তাদের যন্ত্রণার কথা জানান। অশোক লাহিড়ি স্পষ্ট জানিয়ে দেন জল জমা সমস্যা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা তার নেই। কারণ যে টাকা তিনি পান সেই টাকা দিয়ে এত বড় কাজ করা সম্ভব নয়। জল জমা হওয়া বা জল বার করার দায় এবং দায়িত্ব সবটাই পৌরসভার এবং পৌরসভার সঠিক পরিকল্পনা না থাকার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। অন্যদিকে নয় নম্বর ওয়ার্ডে পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি অবশ্য বিভিন্ন ওয়ার্ডের সুপারভাইজারদের ডেকে সঙ্গে সঙ্গে পৌরসভার পাম্প মেশিন নিয়ে এসে জল তুলে ফেললের নির্দেশ দেন। কাজ শুরু হয় দ্রুত। স্থানীয় বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় কথা জানিও এতদিন কেন উদ্যোগ নিলোনা পৌরসভা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এক দিকে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র অন্যদিকে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী জল নিয়ে দরজা তুঙ্গে উঠেছে। বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী যখন পৌরসভার নিষ্ক্রিয়তা ও ভুল পরিকল্পনার কথা তুলে দোষারোপ করছেন তখনই রাজনীতি করছেন বিজেপি বিধায়ক বলে কটাক্ষ করছেন চেয়ারম্যান অশোক মিত্র। তার বক্তব্য আগামী ২৬ বছরে বিধানসভা ভোট তার আগে হঠাৎ করেই রাজনীতি করার জন্যই মাঠে নেমেছেন বিধায়ক। তিনি তার চার বছরে বালুরঘাট পৌরসভার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বা কি পরিকল্পনা করেছেন তা খতিয়ে দেখা উচিত বরং তিনি এই চার বছরে পৌরসভা বা পৌর নাগরিকদের কথা ভাবেননি। এখন এই ধরনের কথা রাজনীতি ছাড়া আর কিছু নয়। অশোক লাহিড়ী অবশ্য his এই পরিদর্শনকে রাজনৈতিক পরিদর্শন বলতে নারাজ। তিনি বলেছেন সমগ্র তৃণমূল দল যখনি কোন বিপর্যয় হয় তখনই তারা অন্য কারো দোষ খুঁজে পায়। এবং সেখানে অন্যদের রাজনীতি দেখতে পায়। এলাকা পরিদর্শন করে আমার মনে হয়েছে পৌরসভার পরিকল্পনাতেই ভুল রয়েছে। এবং নিত্য দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। যে কারণে এই সমস্যা। বিধায়কের তহবিল থেকে এই সমস্যার সমাধান করা যাবে না পৌরসভা এবং নগর উন্নয়ন দপ্তরকেই এর দায়িত্ব নিতে হবে। এবং জল জমে থাকার দায় সম্পূর্ণভাবে পৌরসভার আমি আমার বিধানসভা এলাকা পরিদর্শন করতে গেছি সেখানে রাজনীতির কোন বিষয় নেই।
0
comment0
Report
PDPradyut Das
Oct 12, 2025 04:18:53
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে বন্যা দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এরই সাথে জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষা নুরজাহান বেগম ত্রাণ সামগ্রী বিতরণে। প্রাণ সামগ্রী নিয়ে দল মত নির্বিশেষে বহু মানুষ মানুষের পাশে। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বন্যায় বিধ্বস্ত সাধারণ মানুষের পাশে。 জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা র অন্তর্গত আমগুড়ি অঞ্চলে বন্যা কবলিত area's থেকে একজন মা জলপাইগুড়ি জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষা নুরজাহান বেগম ত্রাণ নিয়ে পৌঁছনোর পরেই নুরজাহান বেগম মহাশয়ার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।
0
comment0
Report
ABArup Basak
Oct 12, 2025 03:50:21
Mal Bazar, West Bengal:নাগরাকাটা ব্লকের গঠিয়া নদীর উপরে সেতু সংস্কারের কাজ নিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলারা। গঠিয়া নদীর ওপর টানাটানি সেতুর এপ্রোচ রোড তৈরি করার সময়, গভীর রাতে ধসে পড়े বালির বস্তার গাডোয়াল।বরাত জরে প্রাণে বাঁচে শ্রমিকেরা । নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় গঠিয়া নদীর ওপরে থাকা এই সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বামনডাঙ্গা, টন্ডু, খেরকাটা বস্তির সঙ্গে।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল কাজ। সিমেন্টের বস্তায় বালি মাটি ভরে প্রাথমিকভাবে সংস্কারের কাজ শুরু করতেই ঘটে গেল বিপত্তি। বালির বস্তা ধসে পড়ে প্রাণে বেঁচে যায় শ্রমিকেরা। এরপর বিক্ষোভ দেখায় বামন ডাঙ্গা এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি ভালো ইঞ্জিনিয়ারদের দিয়ে এই অ্যাপ্রোচ রোড ঠিক করা হক। পাশাপাশি দ্রুত যাতে এই কাজ শেষ হয়। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য লতিপুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে গ্রামবাসিদের বুঝিয়ে শান্ত করেন। তিনি জানান জলের স্তর নামতেই কিছু বালির বস্তা ধসে যায়। এক দুদিনের মধ্যে যাতে সেতুটি যাতে খোলা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। এরপরই শান্ত হয় গ্রামের মানুষ। বাইট ১) গ্রামের মহিলা। ২) পঞ্চায়েত সদস্য লতিপুল ইসলাম
0
comment0
Report
AMAshok Manna
Oct 12, 2025 02:15:25
Kolkata, West Bengal:দুর্ভোগের শিকার ।তারই প্রভাব দক্ষিণবঙ্গেও আর কয়েকদিন মাত্র বাকি শ্যামা পূজা। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বজবজ বেশ কিছু ওয়ার্ডের মানুষজন এই কালী পূজার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে কয়েক লক্ষ শ্রমিক ও তাদের পরিবার । সারা বছরের পরিশ্রম এই ১৫-২০ দিনের মহেশতলা লুঙ্গি বাজির বাজার নির্ভর করেই বাজি প্রস্তুত কারক কিংবা পাইকারি বিক্রেতা কিংবা খুচরো বিক্রেতা প্রত্যেকের জীবন নির্ভর করে অর্থাৎ যারা বাজি তৈরি করে তাদের এই সারা বছরে যে পরিশ্রম তার অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর। এ বৎস অধিক পরিমাণ বৃষ্টির কারণে যথেষ্ট পরিমাণ ক্ষতির শিকার হতে হয়েছে। মাত্র কয়েক দিন বাকি অথচ এই আতশবাজি বিক্রি একদম নেই বললেই চলে । পাইকারি বাজারের অবস্থা আশঙ্কাজনক কারণ বাজিই নিয়ে যাওয়ার জন্য শুকনো আবহার প্রয়োজন। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বা যাবে এমনটাই দাবি বিক্রেতা ও ক্রেতাদের।uperদিকে বাজি প্রস্তুত করার পর সেগুলো রোদে শুকাতে হয় কিন্তু রোদ না পাওয়ার কারণে বাজি শুকনো করা অসম্ভব হয়ে পড়েছে যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজি রেডি করা অসম্ভব হয়ে পড়েছে বাজি প্রস্তুতকারক নির্দিষ্ট সময়ের মধ্যে বাজিই প্রস্তুত করা যাচ্ছে না অপরদিকে শব্দবাজির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার কারণে অনেকটাই বিক্রয় কমে গেছে। অন্যদিকে এই আতশবাজির উপর নির্ভর করেই খুচরা দোকানদার পাইকারি দোকানদার প্রত্যেকের সংসার চলে । এবছর অধিক বৃষ্টির কারণে সেভাবে পাইকারি বাজার সুবিধা করে উঠতে পারেনি। প্রস্তুতকারকরা অপরদিকে খুচরা ব্যবসায়ীদেরও সেভাবে বিক্রয় করা সম্ভব হচ্ছে না অথচ প্রচুর পরিমাণ শ্রমিক ও অর্থ ব্যয় করে এভাবে কি সুবিধা করতে পারবে বাজির বাজার তাই দুচোখে তাকিয়ে শ্যামা পূজার দিকে কি হবে এ বছরে বাজি ব্যবসা।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 12, 2025 01:17:59
6
comment0
Report
NHNantu Hazra
Oct 11, 2025 18:31:04
Salt Lake City, Utah:Bike driver beating up and breaking his mobile phone. Ato driver and one passenger detain bidhan nagar south police station. फের অটো চালক ও অটো যাত্রীদের দাদাগিরি।বাইক চালককে মারধর ও তার মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ চালক ও এক যাত্রীকে আটক করেছে।বাইক আরোহী একজন বি কম ওনার্স এর ছাত্র। পুলিশ সূত্রে খবর......      এফডি ব্লক থেকে লাবনী আইল্যান্ড এর দিকে যাচ্ছিলো বাইক আরোহী। তার পিছনে ছিল একটি অটো। কিছু দূর যাওয়ার পর অভিযোগ অটো চালক বাইক আরোহীকে চেপে দেয়। তার প্রতিবাদ করে বাইক আরোহী। তখন অটো চালক অটো থেকে নেমে বাইক আরোহীকে ধরে গালিগালাজ করতে থাকে, সঙ্গে যাত্রীদের মধ্যে কয়েকজন মিলে ও অটো চালক মারধর করে বলে অভিযোগ। এর পর তার মোবাইল ও ভেঙে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ অটো চালক ও এক যাত্রীকে আটক করেছে।
7
comment0
Report
NHNantu Hazra
Oct 11, 2025 18:30:43
Salt Lake City, Utah:ED has conducted a search operation at 13 places around Kolkata in the Municipality Recruitment Scam of West Bengal. During the searches, various incriminating documents including property documents, digital devices and unexplained cash amounting to Rs. 45 Lakh have been seized. পৌরসভা নিয়োগ দুর্নীতিতে ইডির তল্লাসিতে উদ্ধার ৪৫ লাখ টাকা,সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস। ইডি ১০.১০.২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ কেলেঙ্কারিতে কলকাতা এবং এর আশেপাশের ১৩টি স্থানে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় পশ্চিমবঙ্গের বিধায়ক এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিস এবং তার সংস্থাগুলির অফিস অন্তর্ভুক্ত ছিল। তল্লাশির সময়, সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস এবং ৪৫ লক্ষ টাকার অব্যক্ত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি জব্দ করা হয়েছে।
5
comment0
Report
Advertisement
Back to top