Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

हुगली में करोड़ों के सोना-नगद के मामले में सेक सात्तर गिरफ्तार, বাংলাদেশी होने की आशंका

KMKIRAN MANNA
Nov 18, 2025 08:49:33
Dihierench, West Bengal
কোটি টাকার সোনাও নগদ গ্রামবাসীদের কাছ থেকে হাতিয়ে উধাও হওয়া স্বর্ণ ব্যবসায়ী সেক সাত্তার, হুগলি থেকে গ্রেপ্তার করল এগরা পুলিশ। অভিযুক্ত বাংলাদেশী কিনা খতিয়ে দেখছে পুলিশ। এগরা ১ ব্লকের জেড়থান এলাকার স্বর্ণ ব্যবসায়ী সেক সাত্তার কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে নিখোঁজ হয়ে যান। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিশ্বাস অর্জন করে পুরোনো সোনা নিয়ে নতুন গয়না বানানোর নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ। চার দিন আগে হঠাৎ উধাও হওয়ার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়ায়। তাঁর আধার কার্ডে হুগলির ঠিকানা থাকলেও অনেকে সন্দেহ করছেন তিনি বাংলাদেশি নাগরিক। গতকাল হুগলি থেকে সেক সাত্তারকে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিশ。
140
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:47:39
Howrah, West Bengal:পজিটিভ স্টোরি..... শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস।অপরাধ দমনের পাশাপাশি পুলিশের এই সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো。 বারান্দায় রূদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ।মহিলা থানা의 এক চিলতে বারান্দা।স在那里 প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,كارোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর Gঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের 많은 এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা।
17
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:47:24
Howrah, West Bengal:শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ। মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস। অপরাধ দমনের পাশাপাশি পুলিশের এই সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো। বারান্দায় রোদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ।মহিলা থানা এক চিলতে বারান্দা।সেখানে প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,কারোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকদের শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানা।এই থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের অনেক এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা। বাইট..১..রাজু ২..রাধা ৩..করন (ছাত্র,ছাত্রী) ৪..কাকলী ঘোষ(ইন্সপেক্টর,হাওড়া মহিলা থানা) 1811zg_hwh_teach_r
117
comment0
Report
RDRaktima das
Nov 18, 2025 09:36:04
Kolkata, West Bengal:SIR আবহে এবার দিন প্রতি গড়ে দ্বিগুণ বার্থ সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এতদিন পর্যন্ত কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে প্রতিদিন ১৫০ টি করে জন্ম সংসাপত্র বিলি করা হত। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৩০০ করা হল। অর্থাৎ এখন থেকে প্রতিদিন ৩০০ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে। SIR কে কেন্দ্র করে ভয়ের আবহাও তৈরি হতেই, পরিস্থিতির গুরুত্ব বুঝে মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছিলেন নাগরিকদের। এরপরেই এই সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। প্রসঙ্গত, SIR ইস্যুতে নাগরিকত্বের যে যে প্রমাণ দেখা হচ্ছে, তার মধ্যে অন্যতম বার্থ সার্টিফিকেট। কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে একমাত্র পুরনো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে, ছিড়ে গেলে, অথবা পুরনো হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে বসলে তখন নতুন করে নথি দেখিয়ে বার্থ সার্টিফিকেট তুলতে হয় নাগরিকদের। SIR আতঙ্কে কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে বার্থ সার্টিফিকেট নেওয়ার হিরিক বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছিলেন মেয়র। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকেই ৯ হাজার ৮২৩ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধুমাত্র পুজোর আগে, অর্থাৎ ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই ১ হাজার ২৯৫ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, হেডকোয়ার্টার থেকে। পুজোর পর পুরসভা খুলতেই, বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন আরো বাড়ছিল。
76
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:35:46
Howrah, West Bengal:পজিটিভ স্টোরি..... শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস।অপরাধ দমনের পাশাপাশি পুলিশের这个 সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো。 বারান্দায় রোদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ。মহিলা থানার এক চিলতে বারান্দা।সেখানে প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,কারোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানা।এই থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের অনেক এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা।
21
comment0
Report
CDChittaranjan Das
Nov 18, 2025 09:35:00
Durgapur, West Bengal:এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহকুমা শাসক, রাজ্যের ব্যতিক্রমি চিত্র শিল্পাঞ্চলে। এসআইআর শুরুর পর থেকে বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল। বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়া. আবার মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম দেওয়ার বিস্তর অভিযোগ উঠছিল। তারপরেই অনলাইন ফর্ম পূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। অনলাইন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন মহকুমা শাসক খোদ নিজে। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে টেবিল পেতে বসলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। প্রশাসনিক কর্তাকে দেখে পথ চলতি মানুষরাও ভিড় জমালেন। তারপর বোঝালেন অনলাইন ফর্ম পূরণে কতটা সুবিধা। ভুল কম হবে, নথি কম লাগবে, বাড়িতে বসে বা দেশের যেকোন প্রান্তে বসে করা যাবে। চিকিৎসক থেকে ব্যবসায়ী বা সাধারণ মানুষ সকলেই মহকুমা শাসকের কাছে বসে করলেন ফর্ম পূরণ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা পরিমল আগস্তী বলেন, "এইরকম মহকুমা শাসক দেখা যায় না। আমাদের গর্ব হচ্ছে। যারা বুঝতে পারছে না এনুমারেশন ফর্ম পূরণ কিভাবে করতে হয়, তাদেরকেও মাস্টার মশাই এর মতো বুঝিয়ে দিচ্ছেন।" মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "আমরা নিজের ফর্ম নিজে পূরণ করার কথা জানাচ্ছি। বিএলওদের উপর চাপ যেমন কমবে, তেমনি সকলের সুবিধা হবে। আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করার চেষ্টা করছি।"
39
comment0
Report
SCSandip Chowdhury
Nov 18, 2025 09:34:39
Katwa, West Bengal:সন্দীপ ঘোষ চৌধুরী,কাটোয়া,পূর্ব বর্ধমান, মুড়ির নাড়ু,চকলেট ছিটিয়ে কাটোয়ার কার্তিক পুজো উদযাপন করল মহিলা থেকে গৃহবধুরা। Prাচীন প্রথা অনুসারে কয়েকশ নাড়ু বাড়ির ছাদ থেকে ছিটিয়ে দেওয়া হয়। সেই নাড়ু কুড়ানোর জন্য অপেক্ষায় থাকেন দর্শনার্থী থেকে এলাকার বাসিন্দারা। খাদ্যবস্তুর ভোগে সন্তুষ্ট। কাটোয়ার সাতভাই কার্তিক পুজোর উদযাপনে অভিনব রীতি বাংলার অন্যকোথাও নেই বললেই চলে। সন্তান কামনায় কার্তিকের কাছে মানদ করার পরে মনস্কামনা পূরণ হলে মুড়ির নাড়ু ছিটানো একটা প্রথা এখানে আছে। পুজোয় মুড়ির নাড়ুর সঙ্গে চকলেট দেওয়া হয়। পুজোর সময় অনেক পরিবার সাতভাই কার্তিকের সামনে খেলনা, ঝুমঝুমি পর্যন্ত উৎসর্গ করে থাকেন। কাটোয়ায় প্রধানত কার্তিক গৃহস্থের দেবতা ছিলেন। উনবিংশ শতকের শেষদিকে গেরস্তের কার্তিক ব্যবসাদারদের হাত ধরে সর্বজনীন রূপে পুজো পেতে শুরু করে। কাটোয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাধাবল্লভ খাঁয়ের হাতধরে তাঁতিপাড়ায় সাতভাই কার্তিকের পথচলা শুরু হয়। সন্তানহীনা খাঁ পরিবারের এক গৃহবধূ স্বপ্নাদিষ্ট হয়েছিলেন বলেই এই পুজো রাধাবল্লভ খাঁ পত্তন করেছিলেন।কালের গ্রাসে পড়ে বাপ-ঠাকুরদার প্রতিষ্ঠিত কার্তিক বারোয়ারি হয়ে পুজো পেলেও আচার নিয়ম প্রথা সবই অটুট আছে। সন্তান কামনা বা সন্তান রক্ষায় সাতভাই কার্তিক দেবতার কাছে অনেকে মানদ করে থাকেন। মনস্কামনা বা ইচ্ছা পূরণ হলে মুড়ির নাড়ু, চকলেট, ঝুমঝুমি,খেলনা দেওয়ার শতাব্দীপ্রাচীন রীতি আজও চলে আসছে। আজ সেই বিরল উৎসব দেখতে গৃহবধূরা ভিড় জমান।
76
comment0
Report
NRNarayan Roy
Nov 18, 2025 09:34:16
73
comment0
Report
PDPradyut Das
Nov 18, 2025 09:33:56
Jalpaiguri, West Bengal:এসআইআর আতঙ্কে আত্মঘাতীদের সন্তানদের রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হল। আজ জলপাইগুড়িতে ডেপুটি লেবার কমিশনারের সঙ্গে দেখা করেন মৃত কমলা রায় ও নরেদ্রনাথ রায়ের ছেলেরা। তাঁদের শ্রম দপ্তরে নিয়ে আসেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি সদর ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র। তিনি বলেন, মৃত কমলা রায় ও নরেন্দ্রনাথের ছেলেরা অসংগঠিত শ্রমিক। আমাদের সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁদের পাশে থাকার কথা জানান। সেইমতো শ্রম দপ্তরের মাধ্যমে তাঁদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পে যুক্ত করার উদ্যোগ নেওয়া হল。
96
comment0
Report
BBBimal Basu
Nov 18, 2025 08:49:14
Basirhat, West Bengal:উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের এক মহিলার সঙ্গে সম্পর্ক পাতিয়ে তার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। পুলিস সূত্রে জানাযায় হাসনাবাদে বাড়ি অভিজিত মণ্ডল নামে এক যুবক হিঙ্গলগঞ্জে বাড়ি এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে তার আপত্তিকর ছবি তুলে সোশ্যালমিডিয়ায় ছেড়ে দেয়। গত ১৮ ই সেক্টেম্বরে মহিলার পরিবার যুবক অভিজিত মণ্ডলের নামে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিস। ইতিমধ্যেই ঐযুবক এলাকা ছেড়ে পালায়। দুমাস পর মোবাইলের সূত্র ধরে তামিলনাড়ু থেকে যুবককে গ্রেফতার পরে হিংগলগঞ্জ থানার পুলিস। এদিকে ঘটনার পর থেকে ঐ মহিলা নিখোঁজ এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। পুলিস অভিযুক্ত যুবকে পুলিসি হেপাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিস।
41
comment0
Report
ABArup Basak
Nov 18, 2025 08:48:21
Mal Bazar, West Bengal:উত্তরবঙ্গজুড়ে কমলালেবুর রমরমা, বাজার কাঁপাচ্ছে পাহাড়ের কমলা... উত্তরবঙ্গের হাওয়ায় শীতের প্রথম ছোঁয়া মিলতেই বাজারে শুরু হয়েছে কমলালেবুর মৌসুমী উৎসব। মালবাজার, চালসা, ওদলাবাড়ি থেকে শুরু করে ডুয়ার্সের ছোট-বড় হাট—সব জায়গার ফলের দোকান এখন কমলালেবুর রঙে রঙিন। শীতের আগমন বার্তা যেন সবচেয়ে আগে নিয়ে আসে দার্জিলিং, ভুটান ও কালিম্পং জেলার পাহাড়ি অঞ্চলে জন্মানো কমলা। এFcn মধ্যে সবচেয়ে নজর কাড়ছে কালিম্পং জেলার বিখ্যাত বিন্দু, গরুবাথানের এলাকার কমলালেবু। আকারে তুলনামূলক ছোট হলেও স্বাদে এ ফলের পরিচয় আলাদা—টক আর মিষ্টির এক অনন্য মিশেল। এইespecial স্বাদের কারণেই প্রতি বছর শীতের শুরুতেই বিন্দুর কমলালেবু ঘিরে বাজারে দেখা যায় বাড়তি উত্তেজনা। ক্রেতাদের অনেকে জানান, “খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই যে গন্ধ ছড়ায়, তা যেন শীতের সকালকে আরও উপভোগ্য করে তোলে।” পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, এ বছর পাহাড়ের কমলালেবুর উৎপাদন ভালো হওয়ার ফলে দ্রুত বাজারে সরবরাহ বাড়ছে। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি কমলা ৮ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে এসে সেই দাম বেড়ে দাঁড়াচ্ছে ১০ থেকে ১২ টাকা। তবে দাম কম হলেও চাহিদা এতটাই বেশি যে সকালে আনা কমলা দুপুরের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। একজন পাইকারি ব্যবসায়ীর কথায়, “যতটা আনি, তার দেড়গুণ বিক্রি হয়ে যায়। মানুষ শীতের শুরুতেই এই কমলালেবু খেতে চাইছে।” প্রতিটি বাজারেই কমলালেবুর স্তূপ নজর কাড়ছে। চালসা ও ওদলাবাড়ির বিক্রেতারা জানান, শীত পুরোপুরি নামার আগে কমলা বিক্রি বাজারে এক নতুন গতি এনেছে। অনেক ক্রেতা প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার দূরের জেলাতেও পাঠাচ্ছেন উপহার হিসেবে। কমলালেবুর মৌসুম শুরু হলেও সামনে আরও বাড়বে সরবরাহ—এমনটাই আশা ফলচাষীদের। পাহাড়ি অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গেই ফলের রং, গন্ধ ও স্বাদ আরও উন্নত হয়। ফলে ডিসেম্বর-জানুয়ারিতে বাজারে মিলতে পারে আরও বেশি মানসম্পন্ন কমলা। উত্তরবঙ্গের মানুষের কাছে শীত মানেই কমলালেবুর মৌসুম। সেই আনন্দেই বাজারে এখন ক্রেতা-বিক্রেতা সকলের মুখে হাসি।
142
comment0
Report
STSrikanta Thakur
Nov 18, 2025 08:03:18
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বালুরঘাট স্টেশন সংলগ্ন লিপ এগ্রি লজিস্টিকের গোডাউনের সামনে কৃষকদের বিক্ষোভ বালুরঘাট: তপন ব্লকের কাটনা মৌজায় লিপ এগ্রি লজিস্টিক প্রাইভেট লিমিটেডের Goiডাউন নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকেরা। দুই বছর আগে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই গোডাউন의 কাজ শুরু হয়। জমি অধিগ্রহণের সময় কোম্পানির পক্ষ থেকে কৃষকদের প্রতিশ্রুति দেওয়া হয়েছিল बाजारদরের পাঁচ গুণ বেশি দামে জমি কেনা হবে এবং প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির একটিও রক্ষা করেনি সংস্থা। জমির সম্পূর্ণ টাকা এখনও পাননি অনেকে। যাদের চাকরি দেওয়া হয়েছে, তারা অভিযোগ করেছেন গত তিন মাস ২১ দিন ধরে কোনও বেতন পাচ্ছেন না। ফলে আর্থিক অনটন চরমে পৌঁছেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে পরিচালিত হয় লিভ এগ্রি লজিস্টিকের এই গোডাউন। কিন্তু সংস্থার দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ কৃষকেরা মঙ্গলবার সকাল থেকে গোডাউনের গেটের সামনে বিক্ষোভে সামিল হন。 বিক্ষোভকারীদের দাবি— - প্রতিশ্রুতির অনুযায়ী দ্রুত জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। - যাদের চাকরি দেওয়া হয়েছে, তাদের চাকরি ৬০ বছর পর্যন্ত স্থায়ী করতে হবে। - যে পরিমাণ জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী সমস্ত জমি কিনে যথাযথ দাম দিতে হবে। - কৃষকদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বাইট ১/ সুশীল লাকড়া জমিদাতা ২/ রূম্পা ওড়াও জমিদাতা ৩/অপূর্ব দাস জমিদাতা কৃষক 1811ZG_SDIN_AGITATION
196
comment0
Report
CDChampak Dutta
Nov 18, 2025 08:02:56
Kaji Chak, West Bengal:*কয়েক দশক ধরে কংক্রিটের ভাঙ্গা সেতু,তারউপর পাটাতন বিছিয়েই চলছে ৫-৬ টি গ্রামের বাসিন্দা ও পন্যবাহী গাড়ির ঝুঁকির পারাপার।এলাকার গুরুত্বপূর্ণ সেতু মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন।বিজেপি দাবি করছে তৃণমূল সরকারের আমলে কাজ হবে না,তাই ২০২৬ সালে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে এই সেতু মেরামত করবে।গ্রাম পঞ্চায়েতের দাবি,নতুন ব্রীজ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল,দ্রুত কাজ হবে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুর। কয়েকদশক ধরে সেতুটি বেহাল অবস্থায় রয়েছে,সেতুর মাঝে বড়ো গর্ত দেখা দিয়েছিল।কংক্রিট সেতুর উপর গর্ত থাকায় দূর্গতনা এড়াতে কাঠের পাটাতন বিছিয়ে তারউপর চলছে ঝুঁকির যাতায়াত।সেই কাঠের পাটাতনও কয়েকদিন আগে ভাঙে যায়।বেহাল অবস্থা সেতুর বাকি অংশও।এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকা একমাত্র যাতায়াতের রাস্তা তার উপরে সেতুটি বেহলা হলেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।এর ফলে ভাঙাচোরা সেতুর উপর পাটাতন বিছিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত একাধিক বার ঘটছে দূর্ভটনা।দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন।চাষের মরসুমে গাড়ি কৃষি সামগ্রী নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের।তবে এবিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ২৬ শে নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু তৈরি করবে।আর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দ্রুত মেরামত করা হবে তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
137
comment0
Report
Advertisement
Back to top