Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103

Memari voters list missing names: election turmoil sparks dispute

PCPartha Chowdhury
Nov 13, 2025 15:03:39
Bardhaman, West Bengal
রাজনৈতিক চাপান উতর থাকলেও ভোটাররা কিন্তু এখনো ভয়ে ভয়ে আছেন। নাম না থাকলে কী হবে জানা নেই তাদের。 পোর্টালে নাম না থাকায় আতঙ্কে ভোটাররা। এই নিয়ে জোরদার রাজনৈতিক তর্জা শাসক ও বিরোধীদের মধ্যে। ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির। ২০০২-এ ভোট দিয়েছেন,নিজেদের কাছ থাকা পুরানো ভোটার লিস্টে নামও আছে কিন্তু বর্তমানে ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত ২০০২ সালের ভোটার তালিকাতে সেই সমস্ত নাম না থাকায় একপ্রকার আতঙ্ক গ্রাস করেছে মেমারীর দুর্গাডাঙ্গার বেশ কয়েকটি পরিবারকে। ভোটার লিস্ট সংক্রান্ত ত্রুটির কথা এবং একইসাথে দ্রুত সুরাহার দাবী জানিয়ে ইতিমধ্যেই বিডিও-র দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা。 জানা গেছে,২০০২ সাল অনুযায়ী ২৭৫ মেমারী বিধানসভার ২২২ নাম বুথে পুরানো লিস্ট অনুযায়ী ৬৯৩ জনের নাম থাকলেও বর্তমানে সেই তালিকায় ৬৭২ জনের নাম আছে অথ্যাৎ প্রায় ২১ জন ভোটারের নাম লিস্ট থেকে একপ্রকার বাদ হয়ে গেছে।যার ফলে সমস্যায় পড়েছেন এই সমস্ত ভোটাররা।২০২৫-এর ভোটার তালিকা অনুযায়ী বিএলও-র পক্ষ থেকে এনুমারেশন फর্ম দেয়া হলেও অনেকেই নথি ও তথ্যের অভাবে সেই ফর্ম ফিলাপ করতে পারছেন না। ভোটার সুমিত্রা শর্মা ও উত্তম সিং জানান, ভোট দিয়েছি,কিন্তু নাম নেই। তাই চিন্তায় আছি। সুপারভাইজার শিবশঙ্কর ভট্টাচার্য জানান, এই নিয়ে কতৃপক্ষের কাছে জানান হয়েছে। যেমন নির্দেশ আসবে কাজ হবে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল।তৃ ণমূলের অভিযোগ,বিজেপি চক্রান্ত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবী জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের। এভাবে বিভিন্ন বুথে নাম বাদ দিয়ে কৃতিত্ব নিতে চায়। বিজেপি নেতা ডা: শান্তরূপ জানান, যদি কারো নাম হার্ড কপিতে থাকে,চিন্তার কিছু নেই। তৃণমূল অশিক্ষিতের দল বলে এসব অভিযোগ করে। বাইট : ১) নির্বাচক ২) ওয়াক থ্রু। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
128
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 13, 2025 15:20:00
Howrah, West Bengal:জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি। দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তারা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে দিতে চাইছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান। যদিও বিজেপি থেকে টিকিট পাননি।পরে আবার তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করলেও দলের কিছু নেতা কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়ার নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।যা দলের একাংশ ভালো চোখে দেখছে না।তবে আজকের পুলিশে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেই সেটা এখন দেখার।মাসুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধীতা করছে。 দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী জানিয়েছেন, মাসুদ আলম খানকে কেন দল এখনো গ্রহণ করছে না তিনি নিজেও জানেন, একসময় তিনি কি করেছেন তা সবাই জানে।
179
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 13, 2025 15:19:35
Kalna, West Bengal:কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অসুস্থ কালনার BLO, নির্বাচনী প্রস্তুতির অতিরিক্ত চাপ যেন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। বৃহস্পতিবার এমনই এক দৃষ্টান্ত দেখা গেল কালনার ১ নম্বর ব্লক অফিসে, যেখানে মোবাইলে ফর্ম আপলোডের প্রশিক্ষণ চলাকালীন এত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয়, এই নিয়ে শিক্ষকদের সাথে প্রশিক্ষকদের বাগবিতণ্ডা শুরু হয়, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা BLO। জানা গেছে, অসুস্থ শিক্ষিকার নাম রিঙ্কু মজুমদার, তিনি কালনা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় এক স্কুলের শিক্ষিকা। আজ দুপুরে কালনা এক নম্বর ব্লক অফিসে নির্বাচনী দপ্তরের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোด করার প্রশিক্ষণ চলছিল। সেই সময় আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আরো জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি স্কুলের শিক্ষকদের ওপর SIR কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি ভোট সংক্রান্ত নথি বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। প্রতিদিন কত শতাংশ ফর্ম বিলি বা আপলোড সম্পন্ন হলো, তা নিয়ে নিয়মিত জবাবদিহি করতে হচ্ছে তাঁদের। এই অতিরিক্ত মানসিক চাপ ও বিডি অফিসে প্রশিক্ষকদের সাথে শিক্ষকদের বাক-বিতণ্ডার কারণেই রিঙ্কু মজুমদারের অসুস্থতার কারণ বলে মনে করছেন সহকর্মীরা। হাসপাতালে উপস্থিত এক শিক্ষিকা জানান, আমাদের অনেকেই এখন ওষুধ খেয়ে কাজ করছি। স্কুলের কাজের পাশাপাশি BLO-র দায়িত্ব পালন করা দিন দিন অসম্ভব হয়ে উঠছে। এত চাপের মধ্যে শারীরিক ও মানসিকভাবে আমরা ভীষণ কষ্টে আছি。
149
comment0
Report
MMManoj Mondal
Nov 13, 2025 15:03:08
Kolkata, West Bengal:সম্প্রতি দলের নির্দেশে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নির্দেশ থাকলেও পদত্যাগ করেননি গোপাল শেঠ। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদত্যাগ করার জন্য সময় সীমা বেধে দেওয়া হয়েছে। বনগাঁ পৌরসভার এমন অস্থির পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে পৌরসভার ঠিকাকর্মীরা নিজেদের বকেয়া টাকার প্রদানের দাবিতে পৌরসভার সামনেই অবস্থান বিক্ষোভে বসলেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের বকেয়া টাকা তারা পাননি। বর্তমান পৌর প্রধান গোপাল শেঠ কে বারংবার জানানো সত্বেও প্রতিশ্রুতি মিললেও মেলেনি বকেয়া টাকা। পৌরসভার তরফেও কোন সদতত্তর পাওয়া যায়নি। তাদের বকেয়া টাকা যতক্ষণ না পরিশোধ করা হবে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালাবেন বলে জানিয়েছেন তারা। ঠিকাদারদের দাবি বর্তমান পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের খবর পেতে দুশ্চিন্তায় পড়েছেন তারা চেয়ারম্যান পরিবর্তন হয়ে যাওয়ার পর তারা কার কাছে যাবেন। এ বিষয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরা জানিয়েছেন পৌরসভার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে আলোচনা করা হবে। অন্যদিকে এ বিষয়ে কটাক্ষ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, তিনি বলেন এই সরকার সাধারণ মানুষের টাকা খেয়ে বসে আছে কিভাবে ঠিকাদারদের টাকা দেবে। রাজ্যের কোথাও ঠিকাদাররা টাকা পাবে না।
147
comment0
Report
PDPradyut Das
Nov 13, 2025 15:02:34
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গ গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমি ফাইনালে দলসিং পাড়া ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনালে উঠল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ যৌথ পরিচালিত উত্তরবঙ্গ গোল্ডকাপ 2025 ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব বনাম আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল একাডেমি খেলার ফলাফল কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব জয়ী হয়. কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব 2 ( গোল করেন পূজন সুব্বা এক গোল ও প্রণеш প্রধান এক গোল ) আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল একাডেমি -1 গোল করেন বিকি থাপা ম্যান অফ দ্য ম্যাচ পূজন সুব্বা (কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব)
117
comment0
Report
PDPradyut Das
Nov 13, 2025 15:02:14
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গ গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমি ফাইনালে দলসিং पাড়া ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে फাইনালে উঠল शिलिगুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেডමි ও इন্ডিয়ान স্পोर्टস গ্রুপ যৌথ পরিচালিত উত্তরবঙ্গ গোল্ডকাপ 2025 ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব বনাম আলিপুরদুয়ার দলসিং पাড়া ফুটবল অ্যাকাডেমি। খেলার ফলাফল: কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব জয়ী হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব 2 গোল করেন পূজন সুব্বা এবং প্রণেশ প্রধান। আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল অ্যাকাডেমি 1 গোল করেন বিকি থাপা। ম্যান অফ দ্য ম্যাচ: পূজন সুব্বা (কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব)। রিপোর্ট — প্রদ্যুত দাস (জলপাইগুড়ি)
146
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 15:01:49
Howrah, West Bengal:জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি। দক্ষিণ হাওড়ার નাজিরগঞ্জ의 লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় trাস ছড়াতে চাইছেন ماسুদ আলم খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার کرتے গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্র চলছে।এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান।যদিও বিজেপি থেকে টিকিট পাননি।পরে আবার তৃণমূলে যোগ দেবার চেষ্টা করলেও দলের কিছু নেতা কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়া নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।যারা দলের একাংশ ভালো চোখে দেখছে না।তবে আজকের পুলিশে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেয় সেটা এখন দেখার। ماسুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধীতা করছে。 এদিকে দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী জানিয়েছেন, ماسود আলম খানেরе কেন দল এখনো গ্রহণ করছে না তিনি নিজেই জানেন, একসময় তিনি কি করেছেন তা সবাই জানে। বাইট..১..সাবিয়া খাতুন ২.. (অভিযোগকারী) ৩..মাসুদ আলম খান(অভিযুক্ত) ৪..ওয়ाकথ্রু
160
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 15:01:32
Howrah, West Bengal:জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি。 দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তারা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস ছড়াতে চাইছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্র চলছে এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান। যদিও বিজেপি থেকে টিকিট পাননি। পরে আবার তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করলেও দলের কিছু নেতা-কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়ার নেতা–মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, যা দলের একাংশ ভালো চোখে দেখছে না। তবে আজকের 경찰ে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা এখন দেখার। মাসুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধিতা করছে।
175
comment0
Report
NHNantu Hazra
Nov 13, 2025 15:01:01
Salt Lake City, Utah:Another arrested in connection with the murder of a gold merchant. Cooch Behar Block 2 president Sajal Sarkar arrested. Today, when he was brought to the Bidhan Nagar Sub-Divisional Court. স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার আরো এক। গ্রেফতার কোচবিহার ব্লক ২ এর সভাপতি সজল সরকার। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সজল আইনজীবী :নিজম মেনে গ্রেপ্তার নয় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিয়ম মেনে হয়নি, পরিবারকে জানানো হয় নি, থানায় ইন্টিমেশন দেওয়া হয় নি, ট্রাঞ্জিট কেন নেওয়া হলো না। সরকারি আইনজীবী: লোকাল থানাকে জানানো আছে। রাজের মধ্যে ট্রানজিট লাগে না ২৪ ঘন্টার মধ্যে কোর্টে তোলা হয়েছে। সরকারি আইনজীবী: দুজন হেফাজতে আছে। রাজু ঢালীর মোবাইলে ভিডিও করেছিলো মারধরের সময় সেখানে সজল ছিলো।টাওয়ার লোকেশন ও পাওয়া গেছে।পুনরর্নিমান এর বিষয় আছে ১৪ দিন চাইছি।গাড়িটার ও খোঁজ করতে হবে। বিচারক সব শুনে ১০ দিনের হেপাজতের নির্দেশ দেয়।
222
comment0
Report
NHNantu Hazra
Nov 13, 2025 15:00:42
Salt Lake City, Utah:Zee 24 Ghanta has received sensational information about the murder of a gold merchant. Rajganj's BDO Prashant Barman is involved in this incident. Although the electricity bill of that house shows the name of Prashant Burman. স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চঞ্চল্যকর তথ্য হাতে পেলো জি ২৪ ঘন্টা।এই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জ এর বিডিও প্রশান্ত বর্মনের।নিউটাউন এর যে বাড়িতে পিটিয়ে খুনের ঘটনা সেই বাড়ি তার নয় বলে দাবী করেন প্রশান্ত বর্মন। যদিও ওই বাড়ির ইলেকট্রিক বিলে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনের নাম জলজল করছে। নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছে। পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন এই প্রশান্ত বর্মন সহ অন্যান্যদের বিরুদ্ধে। নিউটাউনে প্রশান্ত বর্মনের বাড়িতেই গোটা ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও বিডিও প্রশান্ত বর্মনের দাবি তার নিউটাউনে কোন ফ্লাট নেই। তবে নিউটাউনের এবি ব্লকের ৬৭ নম্বর যে বাড়ি, সেই বাড়ির ইলেকট্রিক বিল জি ২৪ ঘন্টার হাতে। সেখানে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনের নাম জ্বলজ্বল করছে। যদি বাড়ি তার না হয় তাহলে ইলেকট্রিক বিল তার নামে কেন?
171
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 14:47:04
Howrah, West Bengal: জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি। দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় त्रास ছড়াতে চাইছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান।যদিও বিজেপি থেকে টিকিট পাননি।পরে আবার তৃণমূলে যোগ দিতে চাওয়ার চেষ্টা করলেও দলের কিছু নেতা কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়ার নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।যা দলের একাংশ ভালো চোখে দেখছে না।তবে আজকের পুলিশে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেই সেটা এখন দেখার।মাসুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধীতা করছে। এদিকে দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী জানিয়েছেন, মাসুদ আলম খানকে কেন দল এখনো গ্রহণ করছে না তিনি নিজেও জানেন, একসময় তিনি কি করেছেন তা সবাই জানে。
61
comment0
Report
ASAyan Sharma
Nov 13, 2025 13:45:53
Kolkata, West Bengal:ডেঙ্গির পাশাপাশি, দাপট দেখাচ্ছে ম্যালেরিয়া। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে কেন্দ্রের ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল কে পাঠানো রিপোর্টে বিস্ফোরক পরিসংখ্যান। ২০২১ থেকে ২০২৫ সালে,ম্যালেরিয়া আক্রান্ত এর নিরিখে বিভিন্ন জেলাকে পিছনে ফেলে ফাস্ট বয় কলকাতা। চলতি year's সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১২ হাজার হাজার পার করেছে। আক্রান্ত এর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১৮ জন।যার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়া তে আক্রান্ত 1818 জন। 2021 সালে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত এর সংখ্যা 28987।যার মধ্যে কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত ২১ হাজার ২৯০ জন। প্রথম স্থানে কলকাতা。 2022 সালে সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 40 হাজার ৩৮ জন।কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত 27209 জন।প্রথম স্থানে কলকাতা。 2023 সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 24551 । যার মধ্যে 16919 জন কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত । প্রথম স্থানে কলকাতা。 2024 সালে সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 20830। যার মধ্যে কলকাতা তে 10 হাজার 171 জন। প্রথম স্থানে কলকাতা।
139
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 13:31:45
Baruipur, West Bengal:к্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা। দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার ককা জয়নাল গাজীর পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোड़ শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
117
comment0
Report
Advertisement
Back to top