Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

बांग्लादेशी युवक ने पिता बनकर भारत के पहचान पत्र बनवाए, चुनाव आयोग में शिकायत

PSPrasenjit Sardar
Nov 13, 2025 13:31:45
Baruipur, West Bengal
к্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা। দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার ককা জয়নাল গাজীর পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোड़ শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
115
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Nov 13, 2025 15:01:01
Salt Lake City, Utah:Another arrested in connection with the murder of a gold merchant. Cooch Behar Block 2 president Sajal Sarkar arrested. Today, when he was brought to the Bidhan Nagar Sub-Divisional Court. স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার আরো এক। গ্রেফতার কোচবিহার ব্লক ২ এর সভাপতি সজল সরকার। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সজল আইনজীবী :নিজম মেনে গ্রেপ্তার নয় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিয়ম মেনে হয়নি, পরিবারকে জানানো হয় নি, থানায় ইন্টিমেশন দেওয়া হয় নি, ট্রাঞ্জিট কেন নেওয়া হলো না। সরকারি আইনজীবী: লোকাল থানাকে জানানো আছে। রাজের মধ্যে ট্রানজিট লাগে না ২৪ ঘন্টার মধ্যে কোর্টে তোলা হয়েছে। সরকারি আইনজীবী: দুজন হেফাজতে আছে। রাজু ঢালীর মোবাইলে ভিডিও করেছিলো মারধরের সময় সেখানে সজল ছিলো।টাওয়ার লোকেশন ও পাওয়া গেছে।পুনরর্নিমান এর বিষয় আছে ১৪ দিন চাইছি।গাড়িটার ও খোঁজ করতে হবে। বিচারক সব শুনে ১০ দিনের হেপাজতের নির্দেশ দেয়।
0
comment0
Report
NHNantu Hazra
Nov 13, 2025 15:00:42
Salt Lake City, Utah:Zee 24 Ghanta has received sensational information about the murder of a gold merchant. Rajganj's BDO Prashant Barman is involved in this incident. Although the electricity bill of that house shows the name of Prashant Burman. স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চঞ্চল্যকর তথ্য হাতে পেলো জি ২৪ ঘন্টা।এই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জ এর বিডিও প্রশান্ত বর্মনের।নিউটাউন এর যে বাড়িতে পিটিয়ে খুনের ঘটনা সেই বাড়ি তার নয় বলে দাবী করেন প্রশান্ত বর্মন। যদিও ওই বাড়ির ইলেকট্রিক বিলে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনের নাম জলজল করছে। নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছে। পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন এই প্রশান্ত বর্মন সহ অন্যান্যদের বিরুদ্ধে। নিউটাউনে প্রশান্ত বর্মনের বাড়িতেই গোটা ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও বিডিও প্রশান্ত বর্মনের দাবি তার নিউটাউনে কোন ফ্লাট নেই। তবে নিউটাউনের এবি ব্লকের ৬৭ নম্বর যে বাড়ি, সেই বাড়ির ইলেকট্রিক বিল জি ২৪ ঘন্টার হাতে। সেখানে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনের নাম জ্বলজ্বল করছে। যদি বাড়ি তার না হয় তাহলে ইলেকট্রিক বিল তার নামে কেন?
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 14:47:04
Howrah, West Bengal: জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি। দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় त्रास ছড়াতে চাইছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান।যদিও বিজেপি থেকে টিকিট পাননি।পরে আবার তৃণমূলে যোগ দিতে চাওয়ার চেষ্টা করলেও দলের কিছু নেতা কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়ার নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।যা দলের একাংশ ভালো চোখে দেখছে না।তবে আজকের পুলিশে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেই সেটা এখন দেখার।মাসুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধীতা করছে। এদিকে দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী জানিয়েছেন, মাসুদ আলম খানকে কেন দল এখনো গ্রহণ করছে না তিনি নিজেও জানেন, একসময় তিনি কি করেছেন তা সবাই জানে。
15
comment0
Report
ASAyan Sharma
Nov 13, 2025 13:45:53
Kolkata, West Bengal:ডেঙ্গির পাশাপাশি, দাপট দেখাচ্ছে ম্যালেরিয়া। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে কেন্দ্রের ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল কে পাঠানো রিপোর্টে বিস্ফোরক পরিসংখ্যান। ২০২১ থেকে ২০২৫ সালে,ম্যালেরিয়া আক্রান্ত এর নিরিখে বিভিন্ন জেলাকে পিছনে ফেলে ফাস্ট বয় কলকাতা। চলতি year's সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১২ হাজার হাজার পার করেছে। আক্রান্ত এর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১৮ জন।যার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়া তে আক্রান্ত 1818 জন। 2021 সালে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত এর সংখ্যা 28987।যার মধ্যে কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত ২১ হাজার ২৯০ জন। প্রথম স্থানে কলকাতা。 2022 সালে সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 40 হাজার ৩৮ জন।কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত 27209 জন।প্রথম স্থানে কলকাতা。 2023 সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 24551 । যার মধ্যে 16919 জন কলকাতা তে ম্যালেরিয়া আক্রান্ত । প্রথম স্থানে কলকাতা。 2024 সালে সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত এর সংখ্যা 20830। যার মধ্যে কলকাতা তে 10 হাজার 171 জন। প্রথম স্থানে কলকাতা।
115
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 13:31:28
Baruipur, West Bengal:ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেয়ে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা。 দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিক গাজি।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দপ্তরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি।
126
comment0
Report
SCSandip Chowdhury
Nov 13, 2025 12:41:03
Katwa, West Bengal:কাটোয়া পুরসভায় দায়িত্বের পালাবদল বিদায়ী প্রধান সমীর কুমার সাহা, দায়িত্বভার নিলেন শুভ্রা রায় রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে কাটোয়া পুরসভায় প্রশাসনিক দায়িত্বে এল পরিবর্তন। বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক বৈঠকে বিদায়ী পুরপ্রধান সমীর কুমার সাহা দায়িত্বভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিযুক্ত ১৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্য শুভ্রা রায়ের হাতে তুলে দেন। পুরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কার্যকরী আধিকারিক চঞ্চল মণ্ডল সহ পুরসভার একাধিক পুরসদস্য। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে পুর প্রশাসনে শুরু হলো নতুন অধ্যায়। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে গত ৪ নভেম্বর কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা এবং উপপুরপ্রধান লখিন্দর মণ্ডল মহকুমা Shাসকের হাতে তাঁদের ইস্তফাপত্র জমা দেন। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফে নতুন অস্থায়ী পুরপ্রধান হিসেবে শুভ্রা রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত পুরপ্রধান শুভ্রা রায় দায়িত্ব গ্রহণের পর বলেন পুরবাসীর স্বার্থে স্বচ্ছ ও গতিময় প্রশাসনই হবে আমার মূল লক্ষ্য। অন্যদিকে বিদায়ী পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন যতদিন দায়িত্বে ছিলাম, মানুষের সেবাায় কাজ করেছি। এখন নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাই। পুরসভার সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী পুরপ্রধান হিসেবে শুভ্রা রায় প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম সামলাবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুরসভার যাবতীয় দায়িত্ব তাঁর হাতেই থাকবে。
10
comment0
Report
STSrikanta Thakur
Nov 13, 2025 12:40:29
Dinajpur, Rangpur Division:রাজ্য সরকার রাজ্যের সমস্ত টোটো চালক এবং টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতে চলেছে এবং এই উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা হতেই এবার সরকার নির্ধারিত ফি মুকুব সহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক পরিবহন দফতরে স্মারকলিপি প্রদান করল দক্ষিণ দিনাজপুর জেলা সিআইটিইউ সংগঠন। বামপন্থী এই সংগঠনের নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে টোটো চালকদের নিয়ে একটি মিছিলের আয়োজন করেন; মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে তারা টোটো চালকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের যে সাত দফা দাবি স্বপক্ষে তারা রাখেন। জেলা সিআইটিইউ সম্পাদক গৌতম গোস্বামী জানিয়েছেন এই মুহূর্তে জেলায় যত টোটো রয়েছে তা একটি বড় অংশের মানুষের জীবন জীবিকার বিষয়ে হয়ে উঠেছে, এবং দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে টোটো। জেলার প্রচুর সংখ্যক বেকার যাদের সামনে অন্য কর্মসংস্থানের সুযোগ নেই তারা টোটো চালিয়ে কোনো রকমে দিনযাপন করছেন। এখন তাদের রেজিস্ট্রেশনের নাম করে যে টাকা নেওয়া হচ্ছে তা অনৈতিক। দুই বছরে জন্য এই টাকা বলা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াতে হবে এবং যারা শারীরিকভাবে অক্ষম ও মহিলা টোটো চালক রয়েছেন তাদের কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া যাবে না।
73
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 12:40:05
Baruipur, West Bengal:ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়_pত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল_gazi।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা। দিল্লিতে সালেমা_gazi_SalemA_Salami সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমা_gazi_SalemA_Salami সম্পর্ক_bhoj নিয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল_gazi_পরিচয়_patra ভাঁড়েy তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে_pore প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল_gaziই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
13
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 13, 2025 12:39:40
Baruipur, West Bengal:ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে,প্রশাসনের কাছে অভিযোগ দায়ের。 বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশী হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সুफ़িক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা。 "দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিকের।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সুফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে 자신의 ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সুফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় 시작 হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সুফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি。
34
comment0
Report
PMProsenjit Malakar
Nov 13, 2025 12:38:18
Nijuri, West Bengal:বোলপুরের ভোট সুরক্ষা সভা ঘিরে অনুব্রত মণ্ডল। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “ভয়ের কিছু নেই, আমাদের লোকেরা আছে ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। কারণ বর্তমানে দেশের ১২টি রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া— যেখানে দলীয় প্রভাবের কোনও সুযোগ নেই বলেই দাবি কমিশনের। অনুব্রত এদিন আরও বলেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না।” তিনি উল্লেখ করেন, আসামে এনআরসি-র সময় অধিকাংশ বাদ পড়া মানুষ হিন্দু, তাই বিভ্রান্তিতে না পড়ার বার্তাও দেন ভোটারদের। বিজেপি এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছে। বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রশ্ন তোলেন— “কিভাবে কোনও দলের লোক ভোটার লিস্টে নাম তুলতে পারে? এটিই প্রমাণ করছে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ সত্য।” এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি নির্বাচন কমিশনে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছেন। এই পটভূমিতেই অনুব্রত মণ্ডলের মন্তব্য আরও বিতর্ক বাড়িয়েছে।
47
comment0
Report
MMManoj Mondal
Nov 13, 2025 12:37:39
Kolkata, West Bengal:उत्तर ২৪ পরগনার বনগাঁর ঠাকুরনগরে নবম দিনে মতুয়াদের অনশন মঞ্চ । অসুস্থ ১৫ জন । মমতা বালা ঠাকুর অনশনকারীদের পাশে বসিয়ে অধীর বললেন আম গাছ খেজুর গাছের তলায় অনশন করে কোন লাভ হয় না এই বাড়ির একজন দিদি তৃণমূলের সাংসদ অন্যজন বিজেপির সাংসদ আবার কেউ বিধায়ক আমি কংগ্রেসের হয়ে এখানে ধান্দাবাজি রাজনীতি করতে আসিনি। মতুয়াদের কথা ভাবুন একসঙ্গে মিলে চলুন দিল্লী যন্তর মন্তরে অনশন করি, সামনে পয়লা ডিসেম্বর শীতकालীন অধিবেশন সেখানে কেন্দ্রকে চাপ দিন আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দেব না যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ নাগরিক যতক্ষণ না পাব দরকার হলে কেন্দ্রীয় চাপ দিতে হবে অর্ডিন্যান্স জারি করার জন্য আইন আনতে হবে সবাই মিলে ভোট বয়কটের ডাক দিন। দেখবেন আন্দোলনের সামনে বাধ্য হবে কেন্দ্র অর্ডিন্যান্স করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করছেন আপনাদের কেন্দ্রকে কিছু বলছেন না এখানে জাহাজ প্রতিমন্ত্রী রয়েছে তিনি কেন্দ্রের সরকারের ক্যাবিনেট মন্ত্রী রাজনৈতিক রঙ ভুলে যান মতুয়াদের সম্মান মর্যাদা রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করুন দরকার হলে এতে আমরা দিল্লিতে অনশন মঞ্চ তৈরি করার সব রকম ব্যবস্থা করে দেব এখানে এইসব করে কোন লাভ হবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব অসুস্থ হয়ে পড়বেন নির্বাচন কমিশন থেকে জেলাশাসক কেউ আসবে না। অনশন তুলে নিন করতে হলে জায়গা মতো করুন দেশের রাজধানী দিল্লিতে গিয়ে করুন। তৃণমূল বিজেপি কংগ্রেস সব রাজনৈতিক দল ভুলে যান। দরকার হলে ভোট বয়কটের ডাক দিন।
7
comment0
Report
Advertisement
Back to top