Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

पूर्वस्तळी में देर रात दो दुकानों से लाखों की चोरी; CCTV में चार चोर

SRSanjoy Rajbanshi
Dec 04, 2025 10:47:36
Kalna, West Bengal
শীত কে হাতিয়ার করে গভীর রাতে ভয়াবহ চুরি পূর্বস্থলী থানা এলাকায়। একই রাতের মধ্যে দুটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোরেরা, ঘটনার সিসিটিভি ফুটে সামনে এসেছে এদিন বৃহস্পতিবার সকালে। জানা গিয়েছে তেলেনিওপাড়া বাজার এলাকার একটি ইলেকট্রিকের সরঞ্জামের দোকানে তালা ভেঙে চুরি করে নিয়ে চম্পট চোরেরা, এদিন বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে পুরো বিষয়টি নজরে পড়ে দোকান মালিক ও কর্মচারীদের। জানা গিয়েছে মানিকচন্দ্র দাস নামে ওই ব্যক্তির দোকান থেকে একটি নামি কোম্পানির প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে চলে যায়। অন্যদিকে কিছুটা দূরেই বৈদ্যপুর এলাকার জয়ন্ত দেবনাথ নামের এক ব্যক্তির মুদিখানার দোকানে সেখান থেকেও বিভিন্ন খাদ্য সামগ্রী, ও কয়েন নিয়ে চম্পট দেয় চোরেরা। ওই দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে চারজন চোরেদের একটি দল সাটারের লক ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছেন তারা। ঘটনার পর এদিন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। তাদেরাও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Dec 04, 2025 10:50:43
Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়, বহরমপুর মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। ৬ ডিসেম্বর 33 বছর ধরে পালন করে আসছি। সবধরনের মানুষকে নিয়ে করি। ধূলিয়ানে একটা ঘটনা ঘটেছিল। আমি কথা বলে ব্যবস্থা নিয়েছিলাম। সংখ্যাগুরুরা সংখ্যালঘুকে রক্ষা করবে। এটাই রীতি। সব ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যারা আজ সাম্প্রদায়িকতার হলি খেলছেন তাদের বলি সতর্ক থাকবেন। কয়েকদিন আগে দেখলাম রাজ্য সভাতে নোটিস দেওয়া হয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন। মুর্শিদাবাদ এর সাগরদীঘিতে 650 মেগায়া ট সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছি। খরচ হয়েছে 4567 কোটির বেশি। 16 লাখ 70 হাজার পরিবার বিদ্যুৎ হবে। 26 হাজার কর্মসংস্থান। 12116 বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গেছে। ভাঙনে। এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল। ফরাক্কার জল যখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন চুক্তি হয়েছিল, বাংলাকে 700 কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে ড্রেজিং করা হবে। আজও হয়নি। কেন্দ্রীয় টাকা সব বন্ধ। এই জেলায় 900 কোটি খরচ করে 189 টি প্রকল্পের কাজ হয়েছে। 136 কোটি টাকা ব্যয়ে 17 টি স্কিম চালু হয়েছে, নদী ভাঙনে এলাকায় খরচ।কি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবেন আরো 16 লক্ষ পরিববার রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই, ত্রিপুরা, নাগাল্যান্ড, মনিপুরে কেন এস আই আর হবে না? আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। মানুষের অধিকার কেড়ে নিলে মানব না । মানব না । মানব না। সোনালী বিবি: গর্ভবতী মাকে ছাড়ল নক্সজন। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। কান খুলে শুনে নাও যারা নির্বাচনের সময় ব্ল্যাকমেল করে তাদের বলবেন এখন জীবন বাঁচাবার সময়। রক্ষা করার সময়। ওয়াকফ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিধানসভায় আমরা কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আইন পাশ করেছি। আমরা কোনো আইন করিনি। হিজাব পড়লে বলে। গুরুদরায়ী গেলে তো বলে না। হিন্দুদের পুজোতে মাথায় কাপড় দিতে হয়। আদিবাসীদের কাছে গেলে তাদের কাপড় পরি। গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে ধর্মীয় স্থান দখল করা হচ্ছে। মিথ্যে কথা। সব ধর্মেই কিছু গদ্দার থাকে। বিশ্বাস করবেন না। বিজেপির টাকা খেয়ে অনেক কিছু বলে। বিজেপি প্রচার চালাচ্ছে স্বাস্থ্য বিমা নাকি ওরা দিচ্ছে। আমাদের রাজ্য থেকে 20 হাজার কোটি জি এস টি টাকা কেটেছে। এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে অপপ্রচার করবে।বিভ্রান্ত করবে। আপনারা সহজ সরল বুদ্ধিমান মানুষ। আমার গলা কেটে দিলেও বাংলায় ডিটেনশন ক্যাম্প করবনা। বিজেপি ভালো করে জেনে রাখো। ভিতরে ভিতরে আমাদের কারো কারো সাথে যোগাযোগ রাখবে ফান্ডিং করবে। দাঙ্গা বাধানোর চেষ্টা করবে ওসব হবে না। নির্বাচনের দুমাস আগে বিজেপির পাল্লায় পড়ে এসব বলে। একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নইলে বাকি ধান পচে যায়। কিছু পোকামাকড় থাকে। সেগুলি সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজ করবো। আমি দাড়িয়ে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রাইনা ভাই ভাই। নির্দলদের ভোট দেবেন না। এস আই আর না করতে দিলে নির্বাচন না করে রাষ্ট্রপতি শাসন করত। অমিত শাহ আমরা অত বোকা নয়। আমরা করব লড়ব জিতব। আপনারা নিশ্চিতে থাকুন আপনাদের কেউ বিতাড়িত করতে পারবে না। বর্ডার থেকে কাউকে করলে ফিরিয়ে আনব ছিলাম আছি থাকব সবাইকে নিয়ে বাঁচবো। শান্তির সঙ্গে থাকবো। যারা ছাড়ে ছাড়ুক আমি ছাড়বো না। কারো অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের বিপদ হয়।
52
comment0
Report
NRNarayan Roy
Dec 04, 2025 10:49:57
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে ভুয়ো এনআইএ অফিসার চক্রে আরও এক গ্রেফতার* ভুয়ো এনআইএ অফিসার সেজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা সংঘবদ্ধ প্রতারণা চক্রের চতুর্থ সদস্যকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। ধৃতের নাম মিথলেস কুমার সিংহ, বাড়ি শিলিগুড়ি শিবমন্দির এলাকায়। নিজেকে ‘রিটায়ার্ড এনআইএ ভলান্টিয়ার অফিসার’ পরিচয় দিয়ে সে দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছিল বলে অভিযোগ। পূর্ববর্তী গ্রেফতারের সূত্র ধরেই মিলল মিথলেসের হদিশ । গত ২২ নভেম্বর চটহাটের বাসিন্দা রাহুল ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে, কয়েকজন ব্যক্তি এনআইএ অফিসার পরিচয়ে তাঁকে গ্রেফতার করার ভয় দেখিয়ে টাকা আদায় করছে। অভিযোগের ভিত্তিতে ডিডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হলে ওই রাতেই এহসান আহমেদ, রেহান বাবর ও মানিক রায় নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ২৩ নভেম্বর তিনজনকে আদালতে পেশ করে রিমান্ডে নেয় তারা। জেরার সময়েই উঠে আসে চতুর্থ অভিযুক্ত মিথলেস কুমার সিংহের নাম। এরপর থেকে সে একাধিকবার পুলিশের হাত থেকে পালিয়ে যায় বলেও জানা যায়। গতকাল রাতের অভিযানে গ্রেফতার ‘ভুয়ো অফিসার’ গতকাল গোপন সূত্রে খবর মেলে মিথলেস নিজের বাড়ি শিবমন্দিরে ফিরেছে। খবর পেয়েই ডিডি ও এসওজি যৌথভাবে রাতে তার বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার এনআইএ জ্যাকেট, সন্দেহভাজন বিএসএফ পরিচয়পত্র সহ গ্রেফতারের সময় মিথলেসের গায়ে এনআইএ-র লোগো লাগানো জ্যাকেট পাওয়া যায়। এছাড়াও তার কাছ থেকে বিএসএফ-এর একটি সন্দেহভাজন পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ। জেরায় সে নিজেকে কখনও রিটায়ার্ড এনআইএ অফিসার, কখনও রিটায়ার্ড বিএসএফ কর্মী এবং কখনও তার বাবাকে বিএসএফে চাকরি করেন বলেও দাবি করেছে, যা পুলিশকে আরও সন্দিহান করেছে। আজ מিথলেস কুমার সিংহকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ডিডি জানিয়েছে, পুরো প্রতারণা চক্রটি বড়সড় নেটওয়ার্কের অংশ হতে পারে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ভবিষ্যতে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ডিডি।
93
comment0
Report
ABArup Basak
Dec 04, 2025 10:49:41
Mal Bazar, West Bengal:ডিমে সরকারি বরাদ্দ সারে ছয় টাকা, বাজারে ৮ টাকা! সংকটে মিড ডে মিল । খুচরো বাজারে ডিমের দাম বেড়ে আট টাকায় পৌঁছতেই মিড-ডে মিল নিয়ে বাড়ছে চিন্তা। সরকারী বরাদ্দ যেখানে মাত্র সাড়ে ছ’টাকা, সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম দিয়ে খাবার জোগানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বাজারদর অনুযায়ী ডিমের মূল্য নির্ধারণের দাবি জানিয়ে মালবাজার আইসিডিএস দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপারস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন দুপুরে শহরের ১০ নাম্বার ওয়ার্ডে অবস্থিত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস) কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সদস্যরা বাজারদর অনুযায়ী ডিমের মূল্য নির্ধারণ এবং मायেদের পুষ্টি বিকাশের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। প্রসঙ্গত সংগঠনের সম্পাদিকা নবনীতা মজুমদার জানান, বাজারের ডিম আট টাকা হলেও সরকারি বরাদ্দ সাড়ে ছয় টাকা। কিভাবে ডিম কিনব? বিষয়টি আধিকারিকদের কাছে তুলে ধরেছি। প্রসঙ্গত অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিমের দাম বাজারে বৃদ্ধি পাওয়ায় তার ক্রয় করতে সমস্যায় পড়তে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকরা ডিম না মিললে অভিযোগ করছেন। সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। ডেপুটেশন প্রসঙ্গে আইসিডিএস মালবাজার ব্লক আধিকারিক সায়ক দাস জানিয়েছেন, বাজারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। উনারা এ দিনও দাবি জানিয়েছেন ডিমের সরকারি বরাদ্দ বৃদ্ধির। বিষয়টি ঊর্ধ্বতনে মহলে পুনরায় জানানো হবে।অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে অনিশ্চয়তা দানা বেঁধেছে। রাজ্য সরকারের তরফে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর কাজের সুবিধার্থে নিজস্ব একাউন্টে ১০০০০ টাকা করে অর্থ প্রদান করলেও ফোন কেনার ক্ষেত্রে আরোপিত শর্ত বাস্তবে পালন করা অসম্ভব। নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট প্রযুক্তিগত মান বজায় রেখে ফোন বাজারে পাওয়া যাচ্ছে না বলে দাবী অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়টিও তুলে ধরা হয় সংগঠনের তরফে। প্রসঙ্গত সংগঠনের সাধারণ সম্পাদিকা নবনীতা মজুমদার জানিয়েছেন, মোবাইল ফোন কেনার বিষয়ে কিছু নির্দেশিকা এসেছে। বিষয়টি নিয়ে নভেম্বর মাস শেষ হলেও এখনো কোনো পদক্ষেপ সরকারি স্তরে গৃহীত হয়নি। মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের তরফে সায়ক দাস জানিয়েছেন, ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সমাধান হবে। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা উপস্থিত হন।
69
comment0
Report
BBBimal Basu
Dec 04, 2025 08:52:44
Basirhat, West Bengal:অস্ত্র কেনাবেচা ও জাল টাকা চক্রের পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিস উদ্ধার একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট ও ১৫ হাজার টাকার ভারতীয় জাল টাকা। ও একটি বিলাসবহুল চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাতে বসিরহাট থানার গোটাারা গ্রাম পঞ্চায়েতের শশিনা বাজার সংলগ্ন এলাকায় একটি বিলাসবহুল গাড়ি নিয়ে জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী গোপন সূত্রে সেই খবর গিয়ে পৌঁছায় বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে। তার নির্দেশে পুলিস গিয়ে দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। ধৃতরা হলেন দীপক শীল, সুবীর দে, হাফিজুর রহমান, আমিরুল রহমান ও মোকসেদ আলী সরদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি সেট ও ১৫ হাজার টাকার ভারতীয় জাল টাকা। ধৃতদের আজ বৃহস্পতিবার সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
145
comment0
Report
STSrikanta Thakur
Dec 04, 2025 08:51:05
Dinajpur, Rangpur Division:বালুরঘাট হাসপাতালে এগোচ্ছে ক্রিটিকাল কেয়ার ব্লকের কাজ, মিলতে চলেছে ৫০ বেডের বিনামূল্যের চিকিৎসা পরিষেবা। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় বালুরঘাট জেলা হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ব্লকের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হাসপাতাল সূত্রে জানা_gিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে কাজ শুরু হয়েছিল। ৫০ বেডের অতি আধুনিক এই ব্লকে চরম সংকটজনক রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে। যে কোনও বিভাগের রোগীই এক ছাদের তলায় সমস্ত রকম চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা পাবেন। হাসপাতাল সূত্রে আরও খবর, এই মুহূর্তে ৯০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতেই নতুন ভবন হাসপাতালের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করতেই ব্লকটি হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।এর আগে বালুরঘাট হাসপাতালে ২৪ বেডের আইসিইউ পরিষেবা চালু রয়েছে, যার সম্পূর্ণ চিকিৎসাই বিনামূল্যে করা হয়। নতুন ৫০ বেডের ক্রিটিকাল কেয়ার ব্লক চালু হলে বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে। প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে তা নিঃসন্দেহে বাড়তি পাওনা বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, কারণ বহু বছর ধরেই জেলায় স্বাস্থ্য পরিকাঠামো সীমিত ছিল। তবে পরিকাঠামো তৈরি হলেও চিকিৎসক সংকটের প্রশ্ন তুলেছে বিজেপি। হাসপাতাল সুত্রের খবর বর্তমানে জেলা হাসপাতালে মোট চিকিৎসক সংখ্যা ৫০। বন্ডে ডাক্তারি পরিষেবায় যোগ দিতে এসেছিলেন আরও ১৮ জন চিকিৎসক— কিন্তু তাদের মধ্যে ১০ জন ইতিমধ্যে চলে গিয়েছেন। এখন রয়েছেন মাত্র ৮ জন। ফলে হাসপাতালের মোট চিকিৎসক সংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। অন্যদিকে নতুন ব্লক চালু করতে গেলে অন্তত ১২০ থেকে ১৫০ জন নতুন চিকিৎসাকর্মী ও ডাক্তার প্রয়োজন— যা এই মুহূর্তে নেই।এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, “চিকিৎসক নেই— অথচ নতুন ভবন নির্মাণ দেখিয়ে উন্নয়নের প্রচার চলেছে।” পাল্টা তৃণমূলের বক্তব্য, “পরিকাঠামো তৈরি হয়েছে মানেই চিকিৎসকের ব্যবস্থাও হবে। সাধারণ মানুষের জন্য পরিষেবা বাড়ছে— অথচ বিজেপি অযথা রাজনীতি করছে।”সব মিলিয়ে, ক্রিটিকাল কেয়ার ব্লকের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন নজর কাজ সম্পূর্ণ হওয়ার সময় এবং নতুন চিকিৎসক ও কর্মীবাহিনী নিয়োগের ওপর। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের আশা নতুনভাবে গড়ে ওঠা এই পরিকাঠামো চালু হলে হাসপাতালে আর ভিড় জমা বড় শহরের দিকে ছুটতে হবে না।
135
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 04, 2025 08:50:22
Kolkata, West Bengal:উত্তর প্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় মৃত্যু বেলঘড়িয়ার চিকিৎসক পড়ুয়ার। উত্তর প্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বেলঘড়িয়া পূব পাড়ার বাসিন্দা চিকিৎসক পড়ুয়ার। চার চিকিৎসক মিলে হাসপাতাল থেকে বেরিয়েছিল। সেই সময় পথ দুর্ঘটনায় চার চিকিৎসকের মৃত্যু হয়। তার মধ্যে বেলঘড়িয়ার বাসিন্দা অর্নব চক্রবর্তীও ছিল। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্নব।ঘটানার খবরে পরিবার এবং এলাকার সবাই বাকরুদ্ধ। শোকাচন্ন গোটা পূব পাড়া। জুন মাসে তার কোর্স শেষ হওয়ার কথা ছিল। তাই ধীরে ধীরে সমস্ত বই পত্র ফেরৎ পাঠাচ্ছিল। ছেলে ফিরে থাকবে বলে বাড়িতে ঘর বানাছিলেন অর্নবের বাবা অরুন চক্রবর্তী। কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবেই মারা যাবে তা কেউ ভেবে উঠতে পারছেন না।
210
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 08:50:01
Salt Lake City, Utah:Salt Lake Shaishali Bhavan Abhiyan by Promotional Supervisor Candidate Anganwari Workers. Vikas Bhavan से Shaishali Bhavan तक मार्च कर deputation WCD & SW Director के पास जमा किया गया. विषय: महामान्य हाई कोर्ट के निर्देशानुसार Promotional Supervisor परीक्षार्थियों की 50% वैकेंसी तेजी से भर्तीकृत हो। Notification no1128-SW/O/3E-16/15 के अनुसार उनके फॉर्म भरने के छह वर्ष और इंटरव्यू देने के दो वर्ष पूरे हो चुके हैं, फिर भी नौकरी नहीं मिली। 2025 जनवरी 24 के हाई कोर्ट के आदेश के अनुसार 1713 वैकेंसी निर्धारित थीं, पर 2025 दिसंबर में भी 1152 सुपरीवाइजर अभ्यार्थी के नियुक्ति नहीं हुई। उनका आयु 50 पार हो चुकी है। अब भी यदि पद खाली रहते हैं तो पात्र होने के बावजूद नियुक्ति नहीं होगी। अगले एक सप्ताह के भीतर प्रमोशन का अधिकार प्राप्त कराने की मांग की गई।
127
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 04, 2025 08:49:23
Howrah, West Bengal:শীতের রাতে হাওড়ার বাঁকড়া এলাকায় একটি মার্কেট সংলগ্ন এটিএম কাউন্টারে আগুন। ভোররাতে আগুন জ্বলতে দেখা যায়। এ টি এম থেকে টাকা লুঠ করতে এসে দুষ্কৃতিদের গ্যাস কাটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা নাকি অন্যভাবে এই আগ fires লাগে তা খতিয়ে দেখতে পুলিশ। এটিএম মেশিনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এটিএম এর দরজা খোলা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বের হতে দেখলে বাঁকড়া पुलिस ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নেভায়। পুলিশ সূত্রে জানা গেছে এটিএম থেকে টাকা লুট হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এটিএম কাউন্টারের এবং এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন ওই এটিএম কাউন্টারে কোনো নিরাপত্তা কর্মী ছিল না।
107
comment0
Report
MMManoranjan Mishra
Dec 04, 2025 08:49:02
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে সরব হলেন ইন্টার্নরা । রোগীদের সমস্যার কথা ভেবে আপাতত বহির্বিভাগ চিকিৎসার কক্ষগুলি তালাবন্ধ রেখে বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করছেন ইন্টার্নরা । একইসঙ্গে ৯৪ জন ইন্টার্ন বহির্বিভাগের বাইরে অবস্থান প্রতিবাদে সামিল হয়েছেন । দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে আগামীকাল থেকে বহির্বিভাগ (OPD) পরিষেবা সম্পূর্ন বন্ধ করার হুশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা । পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দু ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ইন্টার্নদের এবং চিকিৎসকদের । রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে সামিল হলেন ইন্টার্নরা । অবস্থান প্রতিবাদ জানানোর পাশাপাশি রোগীদের কথা ভেবে আজ বহির্বিভাগ বিল্ডিংয়ের বাইরে টেবিল চেয়ার পেতে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন ইন্টার্নরা । শীঘ্রই সমস্যা সমাধানের সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে আগামীকাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা । যদিও বিষয়টি নিয়ে আলোচনা বসে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল의 MSVP ডা. সুকমল বিষয়ী । বাইট: ১) অরিত্র মুন্সি (ইন্টার্ন) ২) পিয়ালি (ইন্টার্ন) ৩) খেদন প্রামাণিক (রোগী) ৪) সুকমল বিষয়ী (MSVP, পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল)
89
comment0
Report
KMKIRAN MANNA
Dec 04, 2025 08:32:37
Dihierench, West Bengal:*তালসারী সমুদ্রতটে প্রায় ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর! দেখতে পর্যটক- স্থানীয়দের ভিড়।* ওড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে এল এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি জালে ওঠে। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি। পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয়। তারপরই দৈত্যকার হাঙ্গর দেখে সকলে হতবাক। ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোবাইল-এ ছবি-ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। মৎস্য দফতরের আধিকারিকরা পৌঁছে মাছটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে বিরল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
175
comment0
Report
NHNantu Hazra
Dec 04, 2025 07:56:36
Salt Lake City, Utah:2022 Tate Pass (D, EL, ED) Loco Motor Disability (LD) Adhikar Sangamri Mancha gathered at Bikash Bhavan with multiple demands. Nausad Siddiqui attended their movement. ২০২২ টেট পাস (D,  EL, ED) লোকো মোটর ডিসেবিলিটি (LD) অধিকার সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনে জাময়েত। তাদের পাশে নাওসাদ সিদ্দিকী। রিজারবেশনে কারচুপির অভিযোগ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রাথীদের।২০২২ টেট উত্তীর্ণ বিশেষ ভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়ে আই এস এফ নেতা নৌওসাদ সিদ্দিকী মন্ত্রী শশী পাঁজার দ্বারস্থ।রিজারবেশন এ কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর সাথে দেখা করতে বিকাশ ভবনে এলেন তিনি। জানাও হবে তাদের নানা দাবী ও। ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B. ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS স্ট্যাটাস, সোর্টিফিকেট - PH সার্টিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্র(candidateতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিযোগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে.
142
comment0
Report
NRNarayan Roy
Dec 04, 2025 07:56:19
Siliguri, West Bengal:बागडोगरा हवाई अड्डे से बैंगलोर जाने वाले यात्रियों को लगातार दो दिन विमान के रद्द होने से भारी कठिनाइयों का सामना करना पड़ा। इंडिगो की निर्धारित उड़ान कल दोपहर 12:30 बजे उड़ान भरने वाली थी, लेकिन बोर्डिंग पूरी होने के बाद उड़ान रद्द कर दी गई। फिर यात्रियों को आज के नए तारीख पर टिकट दिया गया, लेकिन सुबह ही एयरपोर्ट पर पहुँचने पर उन्हें पता चला कि आज की उड़ान भी रद्द है। खुषाह यात्रियों के अनुसार कुछ को चिकित्सा के लिए तो कुछ को जरूरी नौकरी के इंटरव्यू के लिए बैंगलोर जाना था, पर दो दिनों तक उड़ान रद्द रहने से वे फँस गए। यात्रियों का आरोप है कि रिफंड लेने पर भी बड़ेCancellation चार्ज काट लिए जाते हैं। हवाई अड्डा अधिकारियों की तरफ से उड़ान रद्द होने के बारे में कोई स्पष्ट टिप्पणी नहीं मिली।
101
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 04, 2025 07:55:57
Asansol, West Bengal:বালির ডাম্পারের সামনে বিক্ষোভ চলাকালীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছলেই পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ও বিজেপির কর্মী ও সমর্থকরা এই বিক্ষোভে সামিল হয়। পরে পুলিশ সমস্ত বিষয়টা তদন্ত করে দেখার আশ্বাস দেন। অগ্নিমিত্রা পাল নদীর ধারে দাঁড়িয়ে থাকা বড় বড় 18 টি বালি ভর্তি ডাম্পার এর নম্বর নিয়ে পুলিশকে জানায়। অগ্নিমাত্রার দাবি দামোদর নদীর গর্ভে যে ওয়াটার পাম্প হাউস গুলো রয়েছে সেগুলি বিপদজনক অবস্থায় হয়ে গিয়েছে। এইভাবে অবৈধ বালি তোলার জন্য ইতিমধ্যেই পি এইচ ই র একটি ওয়াটার পাম্প হাউস নদী গর্ভে পড়ে গেছে। প্রায় ৫১ টি গ্রাম জল পাচ্ছে না। এখন অবশিষ্ট পাম্প হাউস গুলো যদি না বাঁচে তাহলে গোটা আসানসোল শিল্পাঞ্চল পানীয় জল সংকটে ভুগবে। সেই জন্য তিনি পুলিশ ও রাজ্য প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার আহবান জানান এবং আন্দোলন করার হুমকিও দেন。
96
comment0
Report
Advertisement
Back to top