Back
पूर्व बर्धমান में तृणमूल गुटद्वंद्व से हिंसा, आUSHग्र्राम में बमबारी से तनाव
PCPartha Chowdhury
Dec 26, 2025 13:20:51
Bardhaman, West Bengal
তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণার পরেই আউশগ্রামে গোষ্ঠী সংঘর্ষ, হামলা ও বোমাবাজির অভিযোগ। তীব্র প্রতিক্রিয়া বিজেপির। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণার পরেই गোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বर्धমান জেলার,আউশগ্রামের উক্তা গ্রাম। শাসকদলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির উপর হামলা, গাড়ি ও বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা גিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় আউশগ্রামের বেরেণ্ডা গ্রামের বাসিন্দা সফিকুল আলম মণ্ডলকে জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশের পর উক্তা ও পিচকুড়ি গ্রামের একাংশ তৃণমূল কর্মী-সমর্থক সফিকুল আলম মণ্ডলকে সম্বর্ধনা জানান। পরে কালীদহ বাজার এলাকায় একটি মিছিলও অনুষ্ঠিত হয়। অভিযোগ, সম্বর্ধনা ও মিছিল শেষ করে বাড়ি ফেরার পরই সফিকুল আলম মণ্ডলের অনুগামী কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ি ও বাড়িতে। পাশাপাশি এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে বলে স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ, কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়েছে। গাড়ি ও বাড়িতে ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার ফোনে জানান, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি"। অন্যদিকে হামলার অভিযোগ উঠেছে ওই গ্রামের পঞ্চায়েত সদস্যা শেখ আজিফুন্নেসার বাড়িতে। তিনি ও তার স্বামী সাজিদূর রহমান শেখের অভিযোগ, পঞ্চায়েত সদস্য ve কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি নিয়ম মেনে কাজ করে আসছেন। অন্যদিকে অঞ্চল সভাপতি আমদুল হক মল্লিক ওরফে চঞ্চল মল্লিকের গোষ্ঠী তোলাবাজির চেষ্টা করে থাকে। তাদের মতে রাজি না হওয়াতেই গত রাতে তাদের বাড়ি হামলা হয়। বেশ কয়েকজন হামলাকারী ছিল দলে। হুমকি, ভীতি প্রদর্শন করার পাশাপাশি বাড়িতে বোমা ছোড়া হয়। বোমা ছোড়া হয় গ্রামেও। তার এই ঘটনায় আতঙ্কিত। নিরাপত্তার অভাব বোধ করছেন। এইসব ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। বিজেপি নেতৃত্বের তরফে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজ গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, পূর্ব বর্ধমান জেলায় সম্প্রতি যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে নাম অন্তর্ভুক্ত করার জন্য দলের উচ্চ নেতৃত্বকে মোটা অংকের অর্থ প্রদান করতে হয়। তবে শুধুমাত্র অর্থ দিলেই যে সকলের নাম কমিটিতে স্থান পায়, এমন নয় বলেও তিনি দাবি করেন। ফলে যাঁরা অর্থ দেওয়ার পরেও কমিটিতে জায়গা পাননি, তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। আউশগ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় সেই ক্ষোভই প্রকাশ্যে উঠে এসেছে বলে বিজেপির তরফে জানানো হয়। শান্তরূপ দে আরও বলেন, তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল নয়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সমাজসেবা ও মানুষের কল্যাণে কাজ করা। অথচ শাসকদলের অন্দরে একে অপরের বিরুদ্ধে আক্রমণ, হিংসা ও সংঘর্ষ সেই রাজনৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। দলের অভ্যন্তরীণ কোন্দলই আজ জনজীবনে প্রভাব ফেলছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি করছে বলে তাঁর অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদলের এই অন্তর্দ্বন্দ্ব বাংলার মানুষের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাধিপতি দেবু টুডু জানান, দলে শৃঙ্খলাই বড় কথা। গতকাল দল এবং শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। তারপর কী হয়েছে আমার জানা নেই। তবে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, দলের সিদ্ধান্ত না মানে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowDec 26, 2025 14:16:310
Report
MMManoj Mondal
FollowDec 26, 2025 14:16:140
Report
KBKamalakshya Bhattacharjee
FollowDec 26, 2025 14:15:46Kolkata, West Bengal:বেকবাগান মোড়ে আর গার্ডরেলের সাধারণ ব্যারিকেড নয়। লৌহপ্রাচীর গড়ছে পুলিস। বাধা হচ্ছে শেকল দিয়ে।
0
Report
PCPrabir Chakraborty
FollowDec 26, 2025 14:15:340
Report
DSDIBYENDU SARKAR
FollowDec 26, 2025 14:15:220
Report
RDRaktima das
FollowDec 26, 2025 13:22:050
Report
KMKIRAN MANNA
FollowDec 26, 2025 13:17:140
Report
BSBhabananda Singha
FollowDec 26, 2025 12:10:100
Report
PDPradyut Das
FollowDec 26, 2025 12:09:580
Report
DGDebabrata Ghosh
FollowDec 26, 2025 12:09:430
Report
MMManoranjan Mishra
FollowDec 26, 2025 12:05:320
Report
PDPradyut Das
FollowDec 26, 2025 12:03:110
Report
DGDebabrata Ghosh
FollowDec 26, 2025 11:58:340
Report
NRNarayan Roy
FollowDec 26, 2025 11:58:180
Report