Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

फिर राज्य में BLO मौत पर राजनीतिक हलचल, परिजन कुछ बताने को तैयार नहीं

BSBhabananda Singha
Dec 26, 2025 12:10:10
Dinajpur, Rangpur Division
फेर राज্যে एक BLO र मृत्यु। मृतদেহ ইসলামপুরের পুলিশ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। BLO র নাম বিপিন টপ্পো, বয়েস আনুমানিক ৪৫ বছর, বাড়ি চোপড়ার দেবীঝোড়ায়। পেশা প্রাথমিকের শিক্ষক৷ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে BLO র পরিবার কিছু কথা বলতে চায়নি, কথা বলেনি প্রশাসনও। যদিও মৃত BLO র এক বন্ধু জানিয়েছে তার মানসিক সমস্যা ছিল, কাজের চাপে মৃত্যু হয়েছে তার। অপর দিকে স্থানীয় সুত্রে জানা গেছে আত্মঘাতী হয়েছে ওই BLO, তবে কিভাবে আত্মঘাতী হয়েছে সে সে বিষয়েও কোনও তথ্য পাওয়া যায় নি। তবে ফের রাজ্যে এক BLO র মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 26, 2025 14:16:31
Chinsurah, West Bengal:তৃনমূল বিজেপিকে হটাতে বাম কংগ্রেসের সঙ্গে জোট আলোচনা চলছে।তবে দ্রুত সেই আলোচনা শেষ করতে হবে।কারন মানুষের মাইন্ড সেটআপ প্রয়োজন। হুমায়ুন কবিরের দল সবে জন্মেছে কদিন হাঁটাচলা করুক。 বললেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি。 ভাঙর বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি আজ ফুরফুরায় বলেন, হুমায়ুন কবির এখনো অফিসিয়ালি যোগাযোগ করেননি,হুমায়ুন কবির ঠিক করে দেবে আইএসএফ কোথায় কটা সিট দেবে এটা হতে পারেনা。 আইএসএফ ২১ শে তৈরী হয়েছে এখন যথেষ্ট গ্রহনযোগ্যতা বাড়িয়েছে。 আমরা কংগ্রেস এবং বাম দলগুলোর সঙ্গে আলোচনা করছি।বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য।কিন্তু এই আলোচনাটা দ্রুত মিটিয়ে নেওয়া দরকার।অন্যথায় বিজেপি এবং তৃণমূলকে পরাস্থ করার জন্য মানুষের যে মাইন্ড সেটআপ দরকার সেটায় বাধা পাবে।যদি এখনই মানুষকে সেই সেই বিকল্প দিতে না পারি তাহলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়বে।আর যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা করতে চাই সেটা হবে না。 হুমায়ুন কবির কি করবেন সেটা অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।সকালে প্রার্থীর নাম ঘোষণা করলেন বিকেলে বাতিল করে দিলেন।আমার দল সাড়ে চার বছর হয়ে গেছে।কবির হয়তো কুড়ি বছর রাজনীতি করছেন।আমি তৃণমূলের বিরুদ্ধে আছি উনি তৃণমূলের ছিলেন এই কদিন তৃণমূলের বিরুদ্ধে বলছেন।এ তো সবে তার দল জন্মগ্রহণ করেছে ক'দিন হাঁটাচলা করুক。
0
comment0
Report
MMManoj Mondal
Dec 26, 2025 14:16:14
Kolkata, West Bengal:সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে বিজেপি বিধায়ক অসীম সরকার এমনই অভিযোগে এনে মিছিল করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো মুসলিম ঐক্য মঞ্চ। শুক্রবার বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল জয়ন্তীপুর থেকে পোস্টার , প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করে কয়েকশ মানুষ। এই বিক্ষোভ মিছিল উপলক্ষে প্রচুর পুলিশ ও বিএসএফ মোতায়েন ছিল ।বিক্ষোভকারীরা বলেন বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে এসে অসীম সরকার ধর্মগ্রন্থ কোরান নিয়ে কুরুচি কর মন্তব্য করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে। পাশাপাশি আন্দোলনকারীরা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার আমার সমর্থন করিনা ।বাংলাদেশ সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দুপারের বাংলাতেই সংখ্যালঘুরা ভালো থাকুক। সম্প্রীতি থাক। প্রসঙ্গত বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসকে হত্যার প্রতিবাদে হিন্দু সনাতনীদের একটি প্রতিবাদ মিছিল হয়েছিল পেট্রাপোল বন্দরে সেই মিছিলে যোগদান করেছিল বিজেপি বিধায়ক অসীম সরকার। এবং সেখান থেকেই তিনি কোরান সম্পর্কে কিছু মন্তব্য করেন।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 26, 2025 14:15:34
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 26, 2025 14:15:22
Arambag, West Bengal:আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগের বাসুদেবপুর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদার। আরামবাগের চার বিধায়ক আরামবাগ শহরের পরিবর্তন সংকল্পযাত্রায় পা মেলান। আরামবাগের হাসপাতাল মোড় থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে আক্রমণ করেন। এদিকে সংকল্প যাত্রা শেষ হবার পর আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা নিমতলার মঞ্চে সুকান্ত বাবু বক্তব্য রাখার পর সাংবাদিক দের প্রশ্নের মুখোমুখি হন।তিনি প্রশ্নের মাধ্যমে তৃণমূল কে কড়া ভাষায় আক্রমণ করেন।এসআই আর নিয়েও এক বিএল ও এর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন,এখন তো ওনাদের কাজ শেষ। প্রসঙ্গ ক্রমে তিনি বাংলাদেশের হিন্দু মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন।আবার মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বেফাঁস মন্তব্যে তিনি বলেন,উনি সব জানেন।মুখ ফসকে বলে ফেলেছেন।তার পর জিব কেটেছেন।ঐ নামে যে একজন মন্ত্রী আছে আমি নিজেও জানি না।নামও শুনি নি।মাইক্রো অবজারভার এ তাকে ডাকা হবে কি না সেই নিয়ে তিনি বলেন,এটা নির্বাচন কমিশনের বিষয়। আমার না。
0
comment0
Report
RDRaktima das
Dec 26, 2025 13:22:05
Kolkata, West Bengal:বছরের শেষ পাঁচদিন জাঁকিয়ে শীতের আমেজ বঙ্গ জুড়ে। বছর বিদায়ের সঙ্গেই কিছুটা কমবে শীতের দাপট। ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রীর ঘরে থাকার সম্ভাবনা। যা স্বাভাবিকের তুলনায় কম। তবে ১ জানুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকি থাকবে। একইসঙ্গে নিউ ইয়ারে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। তবে হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও, নতুন বছরের সঙ্গে শীতের বিদায় এমনটা নয়। নিউ ইয়ারের প্রথম এক দু সপ্তাহ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও, জানুয়ারির মাঝামাঝি ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী কম। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি পারদ পতন হয়েছে বীরভূমে। আজ বীরভূমের তাপমাত্রা ৮.০ ডিগ্রী সেলসিয়াস। ৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কলকাতা তুলনায় ৩ থেকে ৪° তাপমাত্রা কম থাকবে। আগামী দুদিন সকালে ঘন কুয়াশা। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী কদিন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের মতো একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। আজ দার্জিলিং এর তাপমাত্রা ৪ ডিগ্রী সেলসিয়াস, কালিম্পং এর তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। একইভাবে উত্তরবঙ্গের নিচের জেলাগুলির তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। নিউ ইয়ারে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
0
comment0
Report
PCPartha Chowdhury
Dec 26, 2025 13:20:51
Bardhaman, West Bengal:তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণার পরেই আউশগ্রামে গোষ্ঠী সংঘর্ষ, হামলা ও বোমাবাজির অভিযোগ। তীব্র প্রতিক্রিয়া বিজেপির। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণার পরেই गোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বर्धমান জেলার,আউশগ্রামের উক্তা গ্রাম। শাসকদলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির উপর হামলা, গাড়ি ও বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা גিয়েছে, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় আউশগ্রামের বেরেণ্ডা গ্রামের বাসিন্দা সফিকুল আলম মণ্ডলকে জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশের পর উক্তা ও পিচকুড়ি গ্রামের একাংশ তৃণমূল কর্মী-সমর্থক সফিকুল আলম মণ্ডলকে সম্বর্ধনা জানান। পরে কালীদহ বাজার এলাকায় একটি মিছিলও অনুষ্ঠিত হয়। অভিযোগ, সম্বর্ধনা ও মিছিল শেষ করে বাড়ি ফেরার পরই সফিকুল আলম মণ্ডলের অনুগামী কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ি ও বাড়িতে। পাশাপাশি এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে বলে স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ, কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়েছে। গাড়ি ও বাড়িতে ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার ফোনে জানান, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি"। অন্যদিকে হামলার অভিযোগ উঠেছে ওই গ্রামের পঞ্চায়েত সদস্যা শেখ আজিফুন্নেসার বাড়িতে। তিনি ও তার স্বামী সাজিদূর রহমান শেখের অভিযোগ, পঞ্চায়েত সদস্য ve কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি নিয়ম মেনে কাজ করে আসছেন। অন্যদিকে অঞ্চল সভাপতি আমদুল হক মল্লিক ওরফে চঞ্চল মল্লিকের গোষ্ঠী তোলাবাজির চেষ্টা করে থাকে। তাদের মতে রাজি না হওয়াতেই গত রাতে তাদের বাড়ি হামলা হয়। বেশ কয়েকজন হামলাকারী ছিল দলে। হুমকি, ভীতি প্রদর্শন করার পাশাপাশি বাড়িতে বোমা ছোড়া হয়। বোমা ছোড়া হয় গ্রামেও। তার এই ঘটনায় আতঙ্কিত। নিরাপত্তার অভাব বোধ করছেন। এইসব ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। বিজেপি নেতৃত্বের তরফে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজ গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, পূর্ব বর্ধমান জেলায় সম্প্রতি যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে নাম অন্তর্ভুক্ত করার জন্য দলের উচ্চ নেতৃত্বকে মোটা অংকের অর্থ প্রদান করতে হয়। তবে শুধুমাত্র অর্থ দিলেই যে সকলের নাম কমিটিতে স্থান পায়, এমন নয় বলেও তিনি দাবি করেন। ফলে যাঁরা অর্থ দেওয়ার পরেও কমিটিতে জায়গা পাননি, তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। আউশগ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় সেই ক্ষোভই প্রকাশ্যে উঠে এসেছে বলে বিজেপির তরফে জানানো হয়। শান্তরূপ দে আরও বলেন, তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল নয়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সমাজসেবা ও মানুষের কল্যাণে কাজ করা। অথচ শাসকদলের অন্দরে একে অপরের বিরুদ্ধে আক্রমণ, হিংসা ও সংঘর্ষ সেই রাজনৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। দলের অভ্যন্তরীণ কোন্দলই আজ জনজীবনে প্রভাব ফেলছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি করছে বলে তাঁর অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদলের এই অন্তর্দ্বন্দ্ব বাংলার মানুষের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাধিপতি দেবু টুডু জানান, দলে শৃঙ্খলাই বড় কথা। গতকাল দল এবং শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। তারপর কী হয়েছে আমার জানা নেই। তবে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, দলের সিদ্ধান্ত না মানে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 26, 2025 13:17:14
Dihierench, West Bengal:বর্ষবিদায়–বর্ষবরণে পর্যটক ঢল সামলাতে দিঘায় জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে পর্যটকের ঢল নামতে চলেছে দিঘারের বুকে। নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরনো বছরকে বিদায় জানাতে প্রতিবছরের মতো এবারও দিঘায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগমের সম্ভাবনা রয়েছে। এই ভিড় সামাল দিতে এবং পর্যটকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর। পর্যটকদেরা দিঘায় অবস্থানকালে কোনো ধরনের সমস্যায় পড়লে—হোক তা নিরাপত্তা, যানজট, হয়রানি বা অন্য যেকোনো জরুরি বিষয়—সরাসরি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ বা তথ্য জানাতে পারবেন। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন ও পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে দিঘা জুড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। সমুদ্র সৈকত, হোটেল এলাকা, পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কড়া নজরদারি থাকবে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি পর্যটকদেরা। তাঁদের আশা, হোয়াটসঅ্যাপ হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সহযোগিতা পাওয়া গেলে দিঘায় নববর্ষ উদযাপন আরও নিরাপদ ও আনন্দময় হয়ে উঠবে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 12:09:58
Jalpaiguri, West Bengal:বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে। সাথে শহর জুড়é ধিক্কার মিছিল। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ সমাজ পাড়া মোড়ে কর্ম বিরতি পালন করছেন। ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। মূলত তাদের দাবি স্বাস্থ্য কর্মীদের মতো তাদের স্বীকৃতি দেয়া। আশা কর্মীদের দিতে হবে নূন্যতম ১৫ হাজার বেতন, ইন্সেন্টিভ বন্ধ করে তাদের স্থায়ী বেতন তৈরি করতে হবে, মোবাইল রিচার্জের টাকা আরোও বাড়াতে হবে,,, মাতৃকালীন ছুটির দিন সংখ্যা বাড়াতে হবে, সহ আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে কর্মবিরতির সাথে সাথে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এদিন জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়ে আশা কর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ প্রদর্শন করার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের এই মিছিলটি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 26, 2025 12:09:43
Howrah, West Bengal:সিএমওএইচ হাওড়া অফিস ঘেরাও আশা কর্মীদের।ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন, বকেয়া ইনসেনটিভ প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান সহ অন্যান্য দাবিতে বিগত চারদিন ধরে কর্ম আশা কর্মীরা। এ কদিন আশা কর্মীরা পথে নেমে তাঁদের দাবির সপক্ষে আন্দোলন চালাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে প্রায় সাড়ে তিনজাজার আশা কর্মী হাওড়া সি এম ও এইচ দপ্তরের সামনে হাজির হন। সেখানে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 26, 2025 12:05:32
Purulia, West Bengal:পুরুলিয়া: হাতির হানায় এক মহিলার মৃত্যু, আহত আরও এক মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদা থানার ডাকায় গ্রামে। মৃত মহিলার নাম বাসোবালা গোপ (৬২)। আতঙ্কে গ্রামবাসীরা। জানা যায়, গ্রামের পাঁচজন মহিলা খামার জঙ্গল জমিতে গবাদি পশুর খাদ্য সংগ্রহ ও শুকনো কাঠ কুড়োতে যান। সেই সময় আচমকাই একটি হাতির মুখোমুখি হয়ে পড়েন তাঁরা। বিপদের আঁচ পেয়ে চারজন মহিলা দৌড়ে পালাতে সক্ষম হলেও সামনে থাকা বাসোবালা গোপকে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পালাতে গিয়ে আহত হন অপর মহিলা সরলা শিকারি। খবর পেয়ে গ্রামবাসীরা এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনास्थলে পৌঁছান। দেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে ক্ষতিপूरণের দাবি জানানো হয়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 12:03:11
Jalpaiguri, West Bengal:ক্রিসমাস কার্নিভাল রেলি জলপাইগুড়িতে। শোভাযাত্রায় পা মেলালেন জেলাশাসক, সভাধিপতি, মহকুমা শাসক বিধায়ক। রঙিন এই উৎসবে জমজমা শহর জলপাইগুড়ি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বড় দিন উদযাপন জলপাইগুড়ি প্রশাসনের。 শুক্রবার দুপুরে বিভিন্ন চার্চের সদস্য , বিধায়ক ,জেলা শাসক, সভাধিপতি সহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারী আধিকারিক, পৌর সভার প্রতিনিধি ,কর্মী এবং স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরে। এই প্রসঙ্গে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমুল বিধায়ক খগেশ্বর রায় বলেছেন, গত কাল ২৫ সে ডিসেম্বর ছিলো, আজ রাজ্যে government's পর্যটন দফতরের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের আয়োজনে একটি সভা যাত্রার মধ্যে দিয়ে আমরা এই বিশেষ দিনটিকে উদযাপন করছি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 26, 2025 11:58:34
Howrah, West Bengal:সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নবান্নের কাছে মন্দিরতলায় আজ আসেন তিনি।আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন তিনি।বলেন নবান্নর কাছে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ২২শে ডিসেম্বর।অথচ নিজেকে মানবিক বলে দাবী করা মুখ্যমন্ত্রী একবার সময় দিলেন না আলোচনা করার।যেকোনো বিপর্যয়ে এইসব কর্মীদের অবদান অনস্বীকার্য।তিনি বলেন বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গ তুলবেন।লড়াই করবেন এদের দাবী নিয়ে।মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবি সহ পেনশন ও ই এস আই চালু করার দাবি তুলে ধরবেন।মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন ২০২৬ এর নির্বাচনের জনগন বুঝিয়ে দেবে।আন্দোলনকারী নেতা প্রসেনজিৎ বসাক নিশ্চিত করেছেন তারা নবান্নে গিয়ে স্পেশ্যাল সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছেন।তাদের দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। বাইট..১..শুভেন্দু অধিকারী(বিরোধী দলনেতা) ২..প্রসেনজিৎ বসাক(আন্দোলনকারী)
0
comment0
Report
NRNarayan Roy
Dec 26, 2025 11:58:18
Siliguri, West Bengal:*শিলিগুড়ির হোটেল গুলোতে পড়ল পোস্টার , বাংলাদেশীদের জন্য বন্ধ হল হোটেলের দরজা* বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শহরের হোটেল গুলোতে পড়ল পোস্টার। হোটেলের বাইরে বড় বড় অক্ষরে লেখা থাকছে "বাংলাদেশীদের প্রবেশ নিষেধ"। ২০২৪ সালে বাংলাদেশের অস্থিরতার পর থেকেই একের পর এক আন্দোলন হয়েছে এপ্রান্তেও। ২০২৪ সালের নভেম্বর মাসেই শিলিগুড়ির হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় তাদের অ্যাসোসিয়েশনের আওয়াতাধীন হোটেল গুলোতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষেধ থাকবে৷ যদিওবা মানবিক কারনে সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেন। চিকিৎসা সংক্রান্ত একাধিক কারনে বাংলাদেশের বহু মানুষ ভারতে আসে। চিকিৎসা এবং শিক্ষার কারনে তারা তাদের হোটেল বাংলাদেশীদের ভাড়া দিত। কিন্তু বর্তমান পরিস্থিতির পর সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল হোটেল অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে শহরের একাধিক হোটেলে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে লাগানো হল পোস্টার৷ অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন৷ শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান , " একদিকে যেমন ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অন্যদিকে আমরা অ্যাসোসিয়েশন গতভাবে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলাম। অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৮০টি হোটেল রয়েছে সেই সব হোটেলেই এই নিয়ম জারি থাকবে। মাঝে চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে খানিকটা ছাড় দিলেও এবার পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল।" হোটেল মালিক সৌমেন সাহা জানান , "সকলে মিলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি৷ এটার প্রয়োজন ছিল। বাংলাদেশ যেভাবে অত্যাচারকে প্রশয় দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত।"
0
comment0
Report
Advertisement
Back to top