Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

धূপगुड़ी में जीवित मतदाता को मृत घोषित: SIR गड़बड़ी पर राजनीतिक उन्माद

PDPradyut Das
Dec 20, 2025 05:18:17
Jalpaiguri, West Bengal
ধুপগুড়িতে দিব্যি হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছেন। জ়ীবিত ভোটারকে ‘মৃত’ ঘোষণা! এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তৃণমূলের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এমন এক ঘটনা সামনে এল, যা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল। খসড়া ভোটার তালিকায় জীবিত নাগরিককে ‘মৃত’ বলে চিহ্নিত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার কেন্দ্রে রয়েছে ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দ লাল রাম, যিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত থাকা সত্ত্বেও খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ও বিভ্রান্তিতে পড়েছে পরিবারটি। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং স্পষ্ট বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাড়্য বলেছেন এসআইআর হোক, তবে তা সঠিক ও স্বচ্ছভাবে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হচ্ছে। এভাবে ভোটার তালিকা সংশোধন হলে গণতন্ত্রের ওপর প্রশ্ন উঠবে। অন্যদিকে বিজেপি বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয়। টাউন মন্ডল সভাপতি পাপাই মন্ডল বলেছেন, এতে ভয়ের কোনো কারণ নেই, হয়তো কারও অনিচ্ছাকৃত ভুলে এ অর্থ হয়েছে। সংশোধনের জন্য এক মাস সময় আছে, ঠিক হয়ে যাবে। জীবিত নন্দ লাল রাম বলেছেন, আমি বিএলও-র কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, তবু মৃত দেখানো হলো কেন বুঝতে পারছি না। পুরো বিষয়টি ভোটার তালিকা নিয়ে সামান্য গাফিলতিও মানুষের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তৃণমূল দাবি করেছে অবিলম্বে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে ভুল সংশোধন করতে হবে যাতে আর জীবিত নাগরিককে মৃত হিসেবে দেখা না হয়। মহকুমা শাসক শ্রদ্ধা শুব্বা বলেছেন, বিষয়টি নজরে এসেছে এবং বিএল ও লিখিত আকারে জানানো হয়েছে। SDO ধুপগুড়ি বিস্তারিত খতিয়ে দেখা হবে ও ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Dec 20, 2025 06:37:02
Salt Lake City, Utah:2022 Tate Pass (D.EL.ED) Locomotor Disability job aspirants sit under open sky in winter night in protest. It is alleged that the police did not allow any encampment. Their position has been protesting since last Monday with multiple demands. শীতের রাতে খোলা আকাশের নিচে বসে প্রতিবাদে ২০২২ টেট পাস (D.EL.ED) লোকোমোটর ডিসেবিলিটি চাকরি প্রার্থীরা। পুলিশ কোনো ছাউনি করতে দেয় নি বলে অভিযোগ। গত सोमवार থেকে একাধিক দাবী নিয়ে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫-এ রোস্টার সংশোধন ও প্রকৃত PH প্রার্থীদের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সোমবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে চাকরি প্রার্থীরা। অভিযোগ..... ২০১৯ সাল থেকে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় লোকোমোটর প্রতিবন্ধী (LD) প্রার্থীদের মধ্যে শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত (SC) প্রার্থীরাই সংরক্ষণ পাচ্ছেন। General, OBC-A, OBC-B8 3 ST সম্প্রদায়ের LD প্রার্থীরা ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন। এটি RPWD Act, 2016-এর পরিপন্থী, কারণ এই আইনে কোথাও জাতিগতভাবে সংরক্ষণ বিভাজনের কথা নেই। প্রতিবন্ধী সংরক্ষণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমানভাবে দেওয়ার কথা থাকলেও বাস্তবে লোকোমোটর ক্যাটাগরিতে বৈষম্য বজায় রয়েছে। সরকারের চাকরির নতুন ও পুরনো ১০০-পয়েন্ট রোস্টারে ৩২ নম্বর পয়েন্টটি শুধুমাত্র SC লোকোমোটর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকায় General, OBC ও ST LD প্রার্থীরা কোনো সুযোগ পাচ্ছেন না। অন্যান্য প্রতিবন্ধী ক্যাটাগরিতে সকল সম্প্রদায়ই সংরক্ষণ পাচ্ছে, কিন্তু LD ক্যাটাগরিতে শুধু SC-দের সীমাবদ্ধ রাখা হয়েছিল-যা সম্পূর্ণ বৈষম্যমুলক।বহুবার সমাজকল্যাণ দপ্তর এবং শ্রমদপ্তরে গিয়ে বিষয়টি জানানো হয়েছে, গেজেট সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। শ্রমদপ্তর বারবার আনলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু আশ্বাস দিয়ে সময় পার করে দেওয়া হয়েছে। ফলে বছরের পর বছর সরকারি চাকরির প্রতিটি পরীক্ষায় তারা বঞ্চিত হয়েই চলেছে, এছাড়াও নতুন Model 100-Point Roster No. Labr/110-Emp/EC/1M-01/2025 (13.06.2025)-এ একই অসঙ্গতি বিদ্যমান, যা অবিলম্বে সংশোধন করা অত্যন্ত প্রযোজন। andongোলনকারীদের দাবি সমূহ হলো.... 1. লেবার ডিপার্টমেন্ট কর্তৃক 08/07/2019 তারিখে জারি করা 280-EMP অর্ডারটি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ এটি বর্তমান সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং প্রকৃত প্রতিবন্ধী প্রার্থীদের বঞ্চিত করছে। 2. মডেল 100 পয়েন্ট রোস্টায় (2025)-এ গুরুতর ভুল ও অসঙ্গতি রয়েছে। এটি অবিলম্বে সংশোধন করতে হবে। 3. ১০০ সয়েন্ট রোস্টার প্রকৃত অর্থে হরাইজন্টাল হওয়ার কথা, যা সকল কাস্টে সমানভাবে বিতরণ হওয়ার কথা।কিন্তু ভুলভাবে এটিকে ভার্টিকাল করে দেওয়ার ফলে শুধুমাত্র SC-Locomotor Disability ক্যাটেগরি সংরক্ষণ পেয়েছে, কিন্তু General, OBC-A, OBC-B, ST-কেউই সংরক্ষণ পায়নি। এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি নিয়োগে ভারতীয় সংবিধানের Article 14, 15(1), 16(1), 16(4) এবং RPwD Act, 2016-এর Section 34 স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। 4. ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য দাবি: A. প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যেকোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন। B.ইন্টারভিউর আগে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধকতা যাচাই করতে হবে। C. রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে-সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিদেট প্রকৃতপক্ষে ভুয়ো (FAKE)। তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামুলক করতে হবে। D. মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ FAKE প্রতিবন্ধী প্রমাণিত হয়, তবে তার - TET PASS সার্টিফিকেট, - PH সার্টিফিকেট, - D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট, - ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীতা অবিলম্বে বাতিল করতে হবে। E. 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মতোই, চলতি 2025 সালের নিয়োগেও সকল প্রকৃত (orginal) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে। F. আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম-তাদের যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে。
0
comment0
Report
ABArup Basak
Dec 20, 2025 06:18:22
Mal Bazar, West Bengal:*মালবাজার বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় দুই যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য।* ভাড়াটে দুই তরুণের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার শহরে। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় জয়প্রকাশ পন্ডিতের বাড়ির একটি ঘর থেকে দুই তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই দুই তরুণ তিন দিন আগেই বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মৃত দুই তরুণের নাম সঞ্জীব বর্মন (২০) এবং অনুপ রায়(২১)। সঞ্জীবের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ছোট শালকুমার গ্রামে। অপরদিকে অনুপ মেডলি থানার ধুপঝোরার বাসিন্দা বলে জানা গেছে, খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সঞ্জীব বর্মন চলতি মাসের ১৫ তারিখ থেকেই নিখোঁজ ছিলেন। নিখোঁজ সংক্রান্ত বিষয়ে ফালাকাটা থানায় একটি অভিযোগ দায়েরও করা হয়েছিল। মোবাইল টাওয়ার লোকেশন সূত্র ধরে ফালাকাটা থানার পুলিশ মাল বাজার এলাকায় তার অবস্থানের হদিস পায়। ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই মালবাজার হাসপাতালে পৌঁছায় অনুপের পরিবার। অনুপের বাবা কথা বলার মত অবস্থায় ছিলেন না। প্রতিবেশী বিটেন রায় বলেন, মৃত যুবক বাড়িতে জানায় একটি মন্দিরে পুরোহিতের কাজে যুক্ত রয়েছেন।..... শুক্রবার রাতে দুই তরুণকে ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। একই দড়িতে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালবাজার থানা সূত্রে জানা গেছে দুই তরুনের মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
0
comment0
Report

SMsoma maity
Dec 20, 2025 05:18:28
Murshidabad, West Bengal:
0
comment0
Report
TDTapan Deb
Dec 20, 2025 05:16:15
Alipurduar, West Bengal:अलीपुरद्वार के चाय बगान के प्रशासनिक पदों पर अब महिलाएं कदम रख रही हैं; 2026 तक यह परंपरा बदलेगी। इस बार चाय बगान में मैनेजर, असिस्टेंट मैनेजर, पब्लिक रिलेशन ऑफिसर आदि कई पदों पर महिलाएं होंगी। चाय बगान में पहले से ही महिलाएं पाटा-बना करती थीं, लेकिन अब कार्य-पर्यवेक्षण भी महिलाएं करेंगी। अलिपुरद्वारा महिला महाविद्यालय और स्थानीय मदराडबरी चाय बगान के सहयोग से टी मैनेजमेंट कोर्स शुरू किया जा रहा है; इस छह महीने के पाठ्यक्रम में चार महीने थ्योरी और दो महीने प्रैक्टिकल सिखाए जाएंगे। कॉलेज के अध्यक्ष अमिताभ रॉय ने कहा कि 100% नौकरी के अवसर सुनिश्चित किए जाएंगे। मदराडबरी चाय बगान के मुख्य व्यवस्थापक चिन्मय धोर ने बताया कि उत्तर बंगाल विश्वविद्यालय में टी मैनेजमेंट कोर्स अब शायद ही महिलाओं की भागीदारी के बराबर रहता है, यहाँ महिलाओं की भागीदारी पर जोर है। कॉलेज के गवर्नरबोर्ड के अध्यक्ष और अलिपुरद्वार के विधायक सुमन कंजीलाल ने कहा कि यह कोर्स शुरू होने से दुयार्स के शिक्षित महिलाओं के लिए बड़े रोजगार के अवसर बनेंगे।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 20, 2025 05:16:01
Dihierench, West Bengal:শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের শক্তি প্রদর্শন, ভোটাধিকার ও এসআইআর চক্রান্ত রুখতে উন্নয়নের পাঁচালীর রেলিও সভা। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কাঁঠিতে ভোটাধিকার ও এসআইআর চক্রান্ত রুখতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, উন্নয়নের পাঁচালীর রেলি অনুষ্ঠিত হলো। প্রায় তিন হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত হয় উন্নয়নের পাঁচালীর রেলি ও সভা। ১৫ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী গান ও ট্যাবলোর সূচনা করেন কাঁথির দাপুটে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা নেতা মামুদ হোসেন সহ জেলার একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব。 সভা মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল ১৬টি আসনের মধ্যে ৯টি দখল করেছিল তৃণমূল কংগ্রেস আসন্ন ২৬ এর নির্বাচনে এবার ১৬টি আসন দখলের লড়াইয়ের ডাক দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে দিয়ে গোটা শহর পরিক্রমা করবে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো। অন্যদিকে, বিজেপির কাঁথি নগর উন্নয়ন নেতা ও কাউন্সিলর সুশীল দাস তৃণমূলকে કটाक्ष করে বলেন, এসব কর্মসূচির বদলে আগে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের গদি বাঁচানো উচিত। তাঁর অভিযোগ, তৃণমূল পরিচালিত পৌরসভায় ব্যাপক অনুন্নয়নের জেরে পুরো নগর উন্নয়ন দপ্তর বোর্ড অফ কাউন্সিলর সহ পৌরপ্রধানকে শোকজ নোটিস দিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ইতিমধ্যেই একাধিক তৃণমূল কাউন্সিলর বিজেপি কাউন্সিলরদের বোর্ড গঠনের প্রস্তাব দিচ্ছেন। বাইট: ১)সুশীল দাস, বিজেপি নেতা ও কাউন্সিলর。 ২)তরুণ জানা, তৃণমূল জেলা নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ。
0
comment0
Report
ABArup Basak
Dec 20, 2025 05:15:41
Mal Bazar, West Bengal:প্রকাশ্য দিনের বেলায় জনবহুল এলাকায় এক মহিলার সোনার অলংকার নিয়ে পালানোর ঘটনা ঘটলো মালবазар শহরে. মালবাজার শহরের সুভাষ মোড় থেকে ঘড়ি মোর পর্যন্ত এক ব্যস্ততম রাস্তা স্টেশন রোড । শহরের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। রাস্তা দু'ধারে সারি সারি দোকান রয়েছে। সব সময় মানুষজনের চলাফেরা লেগেই থাকে। এহেন ব্যস্ততম রাস্তায় সকালে এক মহিলাকে কথার অযুহাতে, গলার অলংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলো। জানা গেছে, মানসী গুপ্তা নামের ওই মহিলার স্থানীয় স্টেশন রোড এলাকায় একটি টেলারিং এর দোকান রয়েছে। সকাল নাগাদ ওই মহিলা দোকান খুলতে দোকানের দিকে আসছিলেন। সেই সময় দুইজন লোক তার পথ আটকে আলাপচারিতা শুরু করেন। মহিলার সময় খারাপ যাচ্ছে বলে সংবেদনশীল কথাবার্তা বলতে থাকেন। কথাবার্তার মাঝে মহিলা সম্মোহিত হয়ে পড়েন। সেই সুযোগে ওই দুই ব্যক্তি মহিলার শরীরে থাকা সোনার অলংকার হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়। মহিলার সম্বিত ফিরতেই তিনি চিৎকার চেচামেচি করে কান্নাকাটি শুরু করেন। সেই দেখে আশেপাশে দোকানি ও পথ চলতে মানুষ ভিড় করেন। মহিলা তার সঙ্গে তা যা ঘটেছিলো বলতে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই মহিলা থানায় অভিযোগ জানান। কিন্তু, ওই দুই হরনকারীকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় এইরকম ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইট ১) মানসী গুপ্তা (ওই মহিলা) ২) প্রতিবেশি মহিলা।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 20, 2025 03:48:07
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 20, 2025 03:47:56
Arambag, West Bengal:আরামবাগঃ২০ ডিসেম্বর --------------------------------------------- পাড়ায় সমাধানে কাজ শেষ হয়ে গেলেও একই রাস্তার শিলান্যাস ও নতুন টেন্ডার হল পথশ্রী প্রকল্পে। এতেই দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলের পাশাপাশি খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ শাসक দলের কার্যক্রমীরা। খানাকুলের কামদেবপুর থেকে সিপাইপাড়া ৪০০ মিটার রাস্তা ঘিরে এমনই বিতর্কে শোরগোল। দীর্ঘদিনের দাবি মেনে পাড়ায় সমাধানে সম্পূর্ণ হয়েছে রাস্তার কাজ। আবার একই রাস্তার পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পে ভার্চুয়াল শিলান্যাস করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। খোদ ব্লক অফিসের গেটে রাস্তার নাম দিয়ে পড়েছে একাধিক বড় হোর্ডিং। এমনকী সেই রাস্তার টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন। সমাজে নজিরবিহীন অভিযোগ উঠল খানাকুল-১ ব্লকের ধরমপুর এলাকায়। জানা গেছে, বিজেপি পরিচালিত খানাকুল-২ পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুর মসজিদতলা থেকে সিপাইপাড়া ৪০০ মিটার দীর্ঘ রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে бেহাল ছিল। কয়েকমাস আগে ही পাড়ায় সমাধানে রাস্তা সংস্কারের আবেদন জমা পড়ে। খানাকুল-১ ব্লক থেকে সেই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তিনদিন আগেই রাস্তার কাজ শেষ হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। তবে কাজের খতিয়ান সংক্রান্ত বোর্ড সেখানে নেই। অথচ একই রাস্তার পথশ্রী প্রকল্পে শিলান্যাসের পর টেন্ডারও হয়ে গেছে। টাকা আত্মসাতের জন্যই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের একাংশ। ঘটনায় তৃণমূলকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস। যদিও ব্লক প্রশাসনের দাবি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এছাড়া রাস্তার কাজ শেষের পর কেন খতিয়ানের বোর্ড লাগানো হয়নি, তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খানাকুল-১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।তবে রাজনৈতিক তরজা করতে ছাড়েনি কোন দলই।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 20, 2025 03:47:31
Kaji Chak, West Bengal:মেদিনীপুর হাসপাতাল রোডে যত্রতত্র পার্কিং রুখতে অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের ওসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মারুতি ভ্যানকে স্পট ফাইন করা হয়। পাশাপাশি যে সমস্ত অ্যাম্বুলেন্স গুলি দাঁড়িয়ে ছিল তাদের চালকদের মোবাইল নম্বর নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে যেন রাস্তার ধারে কোনভাবেই অ্যাম্বুলেন্স না রাখে। উল্লেখ্য, মেদিনীপুর শহরের গান্ধী মোড় থেকে বটতলার চক যাওয়ার রাস্তার ওপরেই পড়ে একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও অন্যদিকে হাসপাতাল। আর এই গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশেই রয়েছে একাধিক দোকান। এরপর এই রাস্তার ধারেই যত্রতত্র পার্কিং করে রাখা থাকে একাধিক অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট মারুতি ভ্যান। ফলে নিত্যদিন যানজট লেগেই থাকতো। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে রোগী নিয়ে আসতে হলে রীতিমত বেগ পেতে হতো। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যাতে পরিষ্কার রাখতে এবং যানজট মুক্ত হয় সেই কারণের জন্যই ট্রাফিক পুলিশের এই অভিযান। শুধু একদিন নয়, এরকম ধারাবাহিকভাবেই অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 20, 2025 03:47:05
Rajpur Sonarpur, West Bengal:অমিত মালব্যের মন্তব্যে নিরাপত্তা ও সম্প্রীতি বিঘ্নের অভিযোগ, নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ তৃণমূলের ভিন রাষ্ট্রে ঘটে যাওয়া এক নক্কারজনক ঘটনা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হতে পারে—এই অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল মুখ্যপত্র তন্ময় ঘোষ。 তৃণমূল নেতার অভিযোগ, ওই মন্তব্যের জেরে সমাজে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতায় থাকা সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে。 এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।
0
comment0
Report
Advertisement
Back to top