Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

मेदिनिपुर शहर में पंप तार चोरी: जल सप्लाई ठप, वार्ड 5 और 25 सबसे प्रभावित

CDChampak Dutta
Dec 08, 2025 04:49:58
Kaji Chak, West Bengal
কিছুতেই থামানো যাচ্ছে না চুরি। দিনের পর দিন এক শ্রেণীর দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে পাম্পের তার। ফলে জল সরবরাহের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে পরিষেবা। মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় মেদিনীপুর পৌরসভার রয়েছে পঁচিশটি জলের পাম্প। বর্তমানে চালু রয়েছে ১৭ টি পাম্প। সেখান থেকেই জল সরবরাহ করা হয় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে সেই পাম্পগুলোতে লাগানো থাকা তার кেটে চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এর ফলে পাম্প না চলার জন্য জল সরবরাহের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ৫ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এর আগেও একাধিকবার তার চুরির ঘটনা ঘটেছিল। তখন মাটির নিচ থেকে তার কেটে নিয়ে চলে যাচ্ছিল দুষ্কৃতীরা। পরে পৌরসভার নজরদারি এবং पुलिसি অভিযানের পর কিছুটা কমেছিল দুষ্কৃতীদের দৌরাত্ম। বর্তমানে মাটির নিচ থেকে না নিয়ে পাম্পের মুখেই লাগানো থাকা খোলা অংশের তারগুলো кেটে নিয়ে চলে যাচ্ছে তারা। সোমবার সকালেও একই ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালী বন্দ্যোপাধ্যায়। তিনি দুষ্কৃতিকারীদের আবেদন করেন চুরি না করে খেটে খাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী রেশনের চাল থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সবই দিচ্ছেন, মানুষের খাওয়ার কোন অসুবিধা নেই। এর বাদে যেটুকু রোজগারের দরকার সেটা খেটে রোজগার করুক এইভাবে জলের পাম্প লাইনের তার কেটে শহরবাসীকে অসুবিদায় ফেলা ঠিক নয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 08, 2025 07:35:37
Jalpaiguri, West Bengal:গত তিন বছরেরও বেশি সময় ধরে রাস্তা বেহাল। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় দুটি হাইস্কুলের পড়ুয়ারা। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। কঙ্কালসার রাস্তা দিয়ে হাটে পণ্য নিয়ে যেতে গিয়ে যার পর নাই সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। বারবার রাস্তাটি সংস্কারের আবেদন জানানো হলেও আজও তা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ির মোহিতনগর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, মোহিতনগর থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত প্রায় দুকিমি রাস্তার হাল খুবই খারাপ। রাস্তাটি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ পঞ্চায়েতের অধীন। বাসিন্দাদের ক্ষোভ, পঞ্চায়েতকে বহুবার রাস্তা সারানোর কথা বলা হলেও গা করেনি। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্পিতা চৌধুরী। আমি তো রাস্তাটি নিয়ে লাগাতার বলেই চলেছি। মানুষজনের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার ঘুম ছুটেছে। কিন্তু রাস্তা সংস্কারের টাকা না এলে কী করব। যদিও ওই পঞ্চায়েত সদস্যের দাবি, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানানো আছে। তবে বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তাটি সংস্কার না হয়, সেক্ষেত্রে এটি যে এলাকায় ভোটার ইস্যু হয়ে দাঁড়াবে তা সাফ জানিয়ে দিয়েছেন মোহিতনগরের বাসিন্দারা।
53
comment0
Report
AMAshok Manna
Dec 08, 2025 07:35:16
Kolkata, West Bengal:মহেশতলা রবীন্দ্রনগর থানার অন্তর্গত কানখুলি 8 নম্বর ওয়ার্ডে পীরডাঙ্গা খালে শেখ সিরাজুল (33/34) নাম এক ব্যক্তি পড়ে যান সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে পড়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী জানান পোলের ওপর বসেছিলেন হঠাৎ খালে পড়ে যায়। এরপর পানীয় মানুষজনকে ডেকে নিয়ে আসে ঘটনা স্থলে এলাকার মানুষরা অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাননি ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ উপস্থিত হয়েছে খালের মধ্যে খোঁজাখুঁজি চলছে প্রায় দু'ঘণ্টা হয়ে গেলেও উক্ত ব্যক্তিকে এখন উদ্ধার করতে পারেনি। তবে এই শেখ সিরাজুল একজন সাফাই কর্মী ছিল। সকাল ছয়টা নাগাদ ঘর থেকে বের হয় তা নিয়ে মানুষের অভিযোগ শেখ সিরাজুলকে স্থানীয় মানুষের প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় তার দেহকে উদ্ধার করে
72
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 08, 2025 07:34:20
Jhargram, West Bengal:শীত যত বারছে ততই বারছে খেজুরের গুড়ের স্বাদ আর গন্ধ। আর সাধারন মানুষ থেকে পর্যটক সকলেই ভিড় জমাচ্ছে শিউলিদের কাছে। এবার শীত শুরু হয়েছে বহু আগে। তাই শিউলিদের আগমন ও এবার অনেকটাই আগে। শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাবে পৌষ-পার্বণের প্রস্তুতি। পিঠেপুলির সেই চিরচেনা স্বাদকে আরও মোহময়ী করে তুলতে চাই টাটকা খেজুর গুড়। আর এই গড় তৈরির কাজকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন বাইরের জেলা থেকে আসা শিউলিরা। ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিনের কাজ। গাছ বেয়ে ওঠা, বেঁধে রাখা প্লাস্টিকের কলসিতে জমা হওয়া রস নামানো—সবই চলে দ্রুততার সঙ্গে। এরপর সেই রসই বড় বড় কড়াইতে জ্বাল দিয়ে তৈরি করা হয় টাটকা খেজুর গুড়। ফুটতে থাকা রসের মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। শীতের সকালের হিমেল হাওয়ার সাথে মিশে সেই গন্ধ যেন আলাদা এক উৎসবের আমেজ তৈরি করে। প্রতিবছর ঝাড়গ্রামের সাঁকারাইলের ধানঘোরি-সহ বিভিন্ন এলাকায় এই শিউলিরা এসে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তাঁরা জানান, বছরের অন্যান্য সময়ে যাই হোক, শীতের মরসুমটাই তাঁদের মূল রোজগারের সময়। খেজুর রস থেকে তৈরি এই খাঁটি গুড়ের চাহিদাও চোখে পড়ার মতো। পার্শ্ববর্তী জেলা ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসেন গরম গুড়, পাটালি কিংবা নলেন গুড় কিনতে। এই গুড় দিয়েই তৈরি হয় বিভিন্ন পিঠেপুলির পাশাপাশি নানা ধরনের মিষ্টিও। পৌষ-পার্বণের রসে ভেজা দিনগুলোকে আরও উপভোগ্য করে তোলে এই খাঁটি, তাজা খেজুর গুড়। শিউলিরা জানান, “বছরভর অপেক্ষা করি শীতের জন্য। এই সময়ই আমাদের পরিবারের মুখে হাসি ফোটে, আর এই গুড়েই এলাকার মানুষকে খুশি করতে পারি.” প্রতিদিন ই একটু করে তাপমাত্রার পারদ কমছে ঝাড়গ্রামে। প্রচন্ড ঠান্ডায় খেজুর গুড় তৈরির ধোঁয়া আর তার সুবাসই যেন শীতের আসল বার্তা বয়ে আনছে।
21
comment0
Report
TDTapan Deb
Dec 08, 2025 07:33:58
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার के बिरपाड़ায় राजबंसী समुदाय के लोगों की संस्कृति संरक्षित रखने के लिए राजबंसী कल्चरल अकादमी बनाई है। राजबंसী डेवेलपमेंट एंड कल्चर Board के तत्वावधान में यह अकादमी बनाई गई। स्थानीय মানিক দास इस अकादमी के लिए জমিদान করেছেন সেই बाम आ민्ले। अकादमी थे مگر वह उपयोग उपयुक्त नहीं था। বর্তমান सरकार এগিয়ে এসে नया করে এর পথ চলা शुरू করল। বোর্ড के सदस्य পিয়ुष রায় বলেছেন হারিয়ে যেতে বসেছিল রাজबংশी कistus সংস্কৃতি তা دوبارہ তুলে ধরার জন্যই এর পথ চলা। ভোট के বাক্স میں उसका कितना प्रभाव पड़ेगा তা भविष्य बताएगा। आज दोपहर को कুচবিহार से রাজ্যের मुख्यमंत्री इसका औपचारिक उद्घाटन करेंगे বলে प्रशासन সূত্রে बताया गया है।
21
comment0
Report
BBBimal Basu
Dec 08, 2025 07:33:33
76
comment0
Report
PDPradyut Das
Dec 08, 2025 06:46:20
Jalpaiguri, West Bengal:বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোতলা বাড়ি ভস্মীভূত জলপাইগুড়ি জেলার বানারহাটে তরুণ সংঘের পাশে ক্লাব রোড এলাকায় চাঞ্চল্য । স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির ভিতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে। একটি কাঠের তৈরি দোতলা বাড়িটি মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়。 খবর পেয়ে বীরপাড়ার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি থেকে বানারহাট তরুণ সংঘ رক্ষা পায়। যদি অগ্নিকাণ্ডের ঘটনার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় বানারহাট থানার পুলিশ তবে রবিবার রাতের ঘটনা কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তা খতিয়ে দেখছে বানারহাট থানার পুলিশ ও দমকল কর্মীরা。
108
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 08, 2025 05:47:03
Kolkata, West Bengal:বাংলার রাজনীতি কি এখন ধর্মময়? আর তার জাঁতাকলে ধন্দে সিপিএম? সম্প্রতি ধর্ম বাংলার রাজনীতিতে মূল ইস্যু।। শুধু রুজি, রুটির কথার পাশাপাশি ধর্ম নিয়ে উন্মাদনা স্পষ্ট। সেই জায়গায় সিপিএম এর অবস্থান? হাল খুঁজতে কখনো এস আই আর প্রসঙ্গে তরুণ সিপিএম নেতার পোষ্টে হিন্দু উদ্বাস্ত শব্দের ঠাঁই মিলেছে।। সুভাষ চক্রবর্তীর লাইনকেই এই সময় তাই সঠিক বলে মনে করছেন সিপিএম এর একটা অংশ। সিপিএম নেতাদের অবশ্য প্রকাশ্যে দাবি তারা, মূল ইস্যু গুলো থেকে নজর গোড়ানো হোক চান না। বাংলা বাঁচাও যাত্রা কে সামনে রেখে একাধিক ইস্যু কে সামনেও আনছেন তারা। এবার আরো জোরদার ভাবে নিজেদের বার্তা পৌছে দেওয়ার নির্দেশ। শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া তেও লাগাতার ক্যাম্পেন?
146
comment0
Report
CDChampak Dutta
Dec 08, 2025 05:46:35
Kaji Chak, West Bengal:রাতের অন্ধকারে পরপর তিনটি ধানের গাদায় আগুন লাগালো দুষ্কৃতীরা। এমনই অভিযোগ কৃষকদের, সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামের ঘটনা। শোলা গ্রামের বাসিন্দা তাপস দাস, দেবীপ্রসাদ দাস, মনসা দাস। এই সমস্ত কৃষকেরা খামারে মাঠের ধান এনে মজুত করে রেখেছিল, সেই ধানে কাল রাত নাগাদ দেখতে পাশ দাউ দাউ করে আগুন জ্বলছে দ্রুত স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি,খবর দেয়া হয় দমকল ও পুলিশে । ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষকেরা চাইছে পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক। চরম দুশ্চিন্তায় পড়েছে অসহায় কৃষক পরিবার গুলি আগামী দিন কিভাবে তাদের সংসার চলবে।
150
comment0
Report
MMManoranjan Mishra
Dec 08, 2025 03:45:36
Purulia, West Bengal:পুরুলিয়া : শীতের মরশুমে পুরুলিয়ার বিভিন্ন পর্যটনস্থানগুলোতে পর্যটকদের সঙ্গে সঙ্গে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরাও । মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা পরিযায়ী পাখি দর্শন । জেলার বিভিন্ন পর্যটন স্থান থেকে শুরু করে বিভিন্ন জলাশয়গুলোতে রেড ক্রাস্টেড পচার, গার্ডওয়াল, নর্দান সিলভার, সানবার্ড, ফিঞ্চ, বুশচ্যাট, লাফিংথ্রাস, গ্রিন সান, গ্যাড ওয়াল, কমন টেল, পিনটেল, পারপেল মুহরানের, ইন্ডিয়ান সেগ, ইন্ডিয়ান মহুরান, অ্যানয়ের মতো পরিযায়ী পাখিদের আগমনে ঘটতে শুরু করেছে। সাইবেরিয়া, চিন, রাশিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ ভিন দেশের পরিযায়ী পাখিদের আনাগোনায় সেজে উঠেছে জেলার পর্যটন স্থানগুলি । তবে পর্যটন স্থানগুলিতে বড়বড় হোটেল রেস্তোরাঁ, রং বেরঙের লাইট, গাড়ির আওয়াজ, জল দূষণের কারণে পরিযায়ী পাখিদের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে । পরিযায়ী থাকার পাখিদের পরিবেশ নষ্ট হওয়ায় বহু পাখি মুখ ফেরাচ্ছে পুরুলিয়া থেকে । সেই সমস্ত পরিযায়ী এবং দেশীয় রং বেরঙের পাখিদের কথা ভেবে পরিবেশ বান্ধব পাখির বাসা বানানোর পদক্ষেপ নিলো পুরুলিয়া বন বিভাগ। অযোধ্যা, মাঠা , ঝালদা সহ বিভিন্ন পর্যটনস্থানে গাছের ডালে ডালে পরিবেশ বান্ধব পাখির বাসা তৈরি করা হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে । এছাড়াও জেলার বিভিন্ন জলাশয় গুলোতে যাতে পরিযায়ী পাখিরা শান্তিতে বিচরণ করতে পারে তার জন্য পর্যটকদের মধ্যে সচেতনতার প্রচার চালানো হচ্ছে । জোরে মাইক না বাজানো, পাখিদের পরিবেশকে স্বচ্ছ রাখার বার্তা দেওয়া হচ্ছে বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে। বাইট : ১) অঞ্জন গুহ (DFO, পুরুলিয়া বনবিভাগ) ২) মানসী হাসদা (পর্যটক)
122
comment0
Report
BMBiswajit Mitra
Dec 08, 2025 03:18:19
Ranaghat, West Bengal:CAA তে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার ৭ দিনের মধ্যে তৃণমূলে যোগ দান ভারতীয় নাগরিকত্ব পেতে নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকারের শরণাপন্ন হন নদীয়া জেলার চাকদা পুরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকর কুমার রায়। আইন সংক্রান্ত কাদের সঙ্গে যুক্ত তিনি। বিজেপি বিধায়ক অসীম সরকারের হাত ধরেই CAA তে আবেদন করেন তিনি। এমন বহু মানুষ ভারতীয় নাগরিকত্ব পেতে CAA তে আবেদন করেছেন। কিন্তু তিনি প্রথম ব্যক্তি চাকদা থেকে CAA তে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তার সাত দিন কাটতে না কাটতেই রবিবার তৃণমূলে যোগদান করলেন তিনি। অপরিকল্পিত SIR - এর প্রতিবাদে, বাংলার ভোট রক্ষার স্বার্থে রবিবার সন্ধ্যায় চাকদা রেল স্টেশন সংলগ্ন রথতলা LIC অফিসের সামনে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তার এবং তার সঙ্গে আরো পাঁচ বিজেপি কর্মীর হাতে তুলে দেন তৃণমূল নেতৃত্বরা।
113
comment0
Report
MMManoranjan Mishra
Dec 08, 2025 02:48:04
Purulia, West Bengal:পুরুলিয়া : আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক পেট্রোল পাম্পের মালিক । ধৃতের নাম আতাহার হুসেন । বাড়ি হুড়া থানার হিজুলি গ্রামে । ধৃতের কাছ থেকে চিনে তৈরি একটি অত্যাধুনিক আটোমেটিক পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয় । গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে আতাহার হুসেন নামে ব্যক্তিটি আগ্নেয়াস্ত্র নিয়ে দলদলির দিকে রওনা দিয়েছে । শনিবার রাত্রে হুড়া থানার হিজুলি -দলদলি রাস্তায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ । সেখানে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয় । সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । পরদিন ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক । কি উদ্দেশ্যে কোথা থেকে পিস্তল রেখেছিল ওই ব্যক্তি তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
93
comment0
Report
Advertisement
Back to top