Back
केशपुर विधायक श्यूली साहा के भाषण पर विपक्षी पार्टियों पर हमला, चुनावी जंग तेज
CDChampak Dutta
Oct 20, 2025 00:45:37
Kaji Chak, West Bengal
Sir করতে গেলে ধোলাই হবে পেটাই হবে বিজেপি সিপিএমকে একযোগে আক্রমণ কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার। বিজয়া সম্মিলনীর সভাতে এমন বক্তব্য রাখার পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কেশপুরের যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি যৌথ উদ্যোগে ডাকা বিজয়া সম্মিলনিতে বিধায়ক শিউলি সাহা থাকলেও দেখা যায়নি কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজাকে। এই নিয়ে দেখা দেয় বিতর্ক। মন্ত্রী তথা বিধায়ক শিউলি সাহার বক্তব্য, আমি জানিনা তিনি আসেন নি কেন। আমি যতটুকু যুব সভাপতি এবং শাখা সংগঠনের নেতাদের কাছ থেকে জেনেছি প্রত্যেকে ওনাকে ফোন করেছেন এবং উনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুদিন আগে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আগের দিন উনি ফোন করেছিলেন আমি বলেছিলাম আমি আসবো এবং আমি এসেছিলাম। সেরকমভাবে রবিবার শাখা সংগঠন ডেকেছিল আমি এসেছি উনি কেন আসেননি জানিনা কাজ হয়তো আছে। নাম না করে ব্লক সভাপতি কে উদ্দেশ্য করে শিউলি বলেন, উনি আবার নতুন করে বড় দায়িত্ব পেয়েছেন, হয়তো কাজ অনেক আছে তাই হয়তো আটকে গেছে কোথাও। কটাক্ষ করে বলেন, যারা কিছু দলের জন্য স্যাক্রিফাইস করেনি এই দলের জন্য ঘরছাড়া হয়নি, এই দলের জন্য কেস খায়নি, এই দলের জন্য তারা কোথাও অত্যাচারিত হয়নি। তারা যখন কিছু পেয়ে যায় তখন তারা নিজেকে বস বলে মনে করে। পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে মোক্ষম জবাব দেওয়ার জন্য কেশপুরের মানুষ তৈরি রয়েছে। একটা চক্রান্ত সিপিএম করছে একুশের ভোটে সিপিএম চক্রান্ত করে ভোটটা কনভার্ট করে দিয়েছিল বিজেপিতে। সিপিএম আবার ফিরে দাড়াতে চাইছে। এছাড়াও কিছু মানুষ আছে যারা দলে আছে দলে থাকেন কাজ করে বলে দেখান তারা কাজ করেন না দলের বিরোধিতাই করেন তারাও কিছুটা একুশের ভোটে পিছন থেকে চুরি মেরেছে। কিন্তু ২৬ এর ভোটে তারা যদি মনে করে থাকবে দলে আর সিপিএম এর সঙ্গে অন্ধকারে বৈঠক করে জামশেদ ভবন খুলে আবার চক্রান্ত করব কেশপুরকে রক্তাক্ত করার ঘরছাড়া করার, সেটা আমরা হতে দেব না। প্রতিরোধও করবো প্রতিবাদ করব সেই প্রতিরোধ বা প্রতিবাদের ভাষাটা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতিতে templates-এ থেমে থাকবে না। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা আরো বলেন, ২৬ শে বিধানসভা ভোটে একলক্ষর বেশি ভোটে আবারো জিততে হবে আর যারা পিছন থেকে মনে করবেন ছোবল মারবো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। একসময় সিপিএমের নেতা বর্তমানে বিজেপির নেতা তন্ময় ঘোষ কে আক্রমণ করে বলেন যে আপনি একসময় সিপিএম করতেন সেই সময় আমাদের লোকজনের উপর অত্যাচার করেছেন। সিপিএমের দুর্দিনের সময় আপনি বিজেপিতে চলে গিয়ে লুটে-পুটে খাওয়ার চেষ্টা করছেন। এখন আমাদের দিকে হাত বাড়াচ্ছেন, শুনে রাখুন এই শিউলিরা কখনো কোন কিছুতে বিক্রি হয় না। তৃণমূল কংগ্রেস করেছি করব আগামী দিনে নেত্রীর ছায়ার পেছনে থেকে একজন ছোট্ট সৈনিকের মত কাজ করে যাবো । কারণ এটাই আমার শিক্ষা। বাংলা কে কলুষিত করতে গেলে ধোলাই হবে পেটাই হবে সিপিএম তোমায় ছাড়বোনা বিজেপি তোমায় ছাড়বো না যতই তুমি এসআইআর কর । শিউলি সাহার বক্তব্য প্রসঙ্গে কেশপুরের বিজেপি নেতা তথা জেলা বিজেপির সহ-সভাপতি তামনয় ঘোষ বলেন, কেশপুরের মানুষ জানে কাট মানি আর লুট নিয়ে কেশপুরের নেতারা দ্বিধা বিভক্ত। যখন জনভিত্তি জনসমর্থন হারায় তখন ধোলাই হবে পেটাই হবে এমন ব্যক্তি কুৎসা করেন। আমরা ব্যক্তি কুৎসা পছন্দ করি না। আমি বলব কেশপুরের পুলিশ যদি নিরপেক্ষ থাকে আগামী বিধানসভা নির্বাচনে যদি শিউলি দেবী প্রার্থী হন তাহলে উনি তৃতীয় স্থান অধিকার করবেন। আমি বলব ধোলাই হবে পেটাই হবে এইসব কথাবার্তা না বলে উনি বরং নজর দেন উনার সভাতে কেন ব্লক সভাপতি উপস্থিত নেই। কেন সভাতে উপস্থিত ছিলেন না এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা কোন মন্তব্য করতে চাননি। অন্যদিকে জেলা সিপিএমের সম্পাদক বিজয় পাল বলেন, ওরা তো কেশপুর লাইন চালু করেছিল সেই লাইন তো বেলাইন করে দিয়েছিল মানুষ। ২০০০ সাল থেকে গ্রামের মানুষ কোনদিন বন্দুক দেখেনি ওরাই বন্দুক দেখিয়ে গ্রাম দখলের রাজনীতি করেছিল। নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলি দখল করেছিল। মানুষ জাগছে ও তাদের পতন অনিবার্য। ও들의 পতন আমাদের নেতৃত্বে লাল ঝাণ্ডার নেতৃত্বেই বামপন্থীরা ওদের পতন ঘটাবেই।
13
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowOct 20, 2025 14:34:121
Report
BSBidhan Sarkar
FollowOct 20, 2025 14:33:53Chinsurah, West Bengal:সিঙ্গুর ডাকাত কালীমন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়।
2
Report
PDPradyut Das
FollowOct 20, 2025 14:33:334
Report
BMBiswajit Mitra
FollowOct 20, 2025 14:32:09Ranaghat, West Bengal:আড়ংঘাটা গোল্ডেন টাচ ক্লাব এবার তাদের পুজো ১৪তম বর্ষে পদার্পণ করল। মন্ডপ তৈরি করা হয়েছে কাল্পনিক স্বপ্নপুরী এর আদলে।
0
Report
KMKIRAN MANNA
FollowOct 20, 2025 14:31:520
Report
BMBiswajit Mitra
FollowOct 20, 2025 13:15:12Ranaghat, West Bengal:পিয়াসী ক্লাব, এবার তাদের পুজো ষাটতম বর্ষে পদার্পণ করল তাদের এবারের পূজোর থিম হারিয়ে যাওয়া শৈশব।
0
Report
BMBiswajit Mitra
FollowOct 20, 2025 12:48:23Ranaghat, West Bengal:পিয়াসী ক্লাব, এবার তাদের পুজো ষাটতম বর্ষে পদার্পণ করল তাদের এবারের পূজোর থিম হারিয়ে যাওয়া শৈশব।
3
Report
BMBiswajit Mitra
FollowOct 20, 2025 12:48:16Ranaghat, West Bengal:আড়ংঘাটা ইয়াংস্টার ক্লাব এবার তাদের পুজো 26 তম বর্ষে পদার্পণ করল। প্রতিমা এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি
থিম - এক টুকরো রাজস্থান
4
Report
KMKIRAN MANNA
FollowOct 20, 2025 12:47:485
Report
ALArup Laha
FollowOct 20, 2025 12:01:471
Report
PDPradyut Das
FollowOct 20, 2025 12:01:263
Report
ALArup Laha
FollowOct 20, 2025 11:47:002
Report
ABArup Basak
FollowOct 20, 2025 11:46:432
Report
MMManoj Mondal
FollowOct 20, 2025 11:46:282
Report
PDPradyut Das
FollowOct 20, 2025 11:46:100
Report