Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

सिलीगुड़ी की दुर्गा पूजा का भव्य उद्घाटन गौतम देब और बुलूचिक बरैक ने किया

ABArup Basak
Oct 20, 2025 14:34:12
Mal Bazar, West Bengal
*বিগ বাজেটের পুজো উদ্বোধন হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মন্ত্রী-বুলুচিকের হাত দিয়ে... ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় কালিপুজো ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াই। দক্ষিন ভারতে গিয়ে তিরুপতি বালাজি মন্দির দর্শন করার সৌভাগ্য যাদের এখনও হয় নি,তারা আশাহত হবেন না।খানিকটা 'দুধের স্বাদ ঘোলে মেটানোর' মতোই আসন্ন শ্যামাপুজোয় তিরুপতি বালাজি মন্দির দর্শনের সুযোগ করে দিয়েছে ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজো কমিটি। নেতাজী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর এবারে ৪৮ তম বর্ষ।বিগ বাজেটের পুজো আয়োজনের মাধ্যমে গত কয়েকবছর ধরেই জেলার অন্যতম সেরা শ্যামাপুজো আয়োজকদের মধ্যে অন্যতম সুভাষপল্লি সর্বজনীন। পুজো কমিটির মূল কর্নধার ও সভাপতি তমাল ঘোষ ও তার বিশ্বস্ত সহযোগী সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন," তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে ৭০ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া বিশাল মন্ডপ তৈরি হয়েছে।কোচবিহারের ডেকোরেটর লক্ষন বর্মনের নেতৃত্বে ২০ জন মন্ডপ নির্মান শিল্পী কাজ করছেন." সুপারির খোল,চোঁচা,হোগলাপাতা,বাঁশ,বাতা এবং ওদলাবাড়ি নামের উৎপত্তি যে গাছ থেকে সেই ওদাল গাছের ফল ব্যবহার করে মন্ডপের ভেতর ও বাইরের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।একেবারে নিখুঁত ও দৃষ্টিনন্দন কারুকাজে খচিত মন্ডপটি ১৫০ টি পালকো লাইটের আলোয় স্বর্ণালি রঙে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে বড়ো চমক।মন্ডপের সামনের পূর্ত সড়ক জুড়ে ৯ টি আলোকতোড়ন তৈরি করা হয়েছে। সাস্তার ধারে রয়েছে ১৬ টি কল্কাও। চন্দননগরের কারিগর শ্রীকান্ত কুর্মির নেতৃত্বে আলোর কারসাজিতে পথের পাঁচালির সেই ট্রেন ছোটার মুহুর্ত যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অক্টোপাস,ময়ূরপঙ্খী জাহাজও দেখা যাচ্ছে তোড়নগুলোতে।শ্রীকান্ত কুর্মি বলেন,'এতদিন ধরে আমরা বোর্ডের ওপর ছোট ছোট বাল্ব জ্বেলে আলোর কারসাজি দেখে এসেছি। এবারই প্রথম আমরা বোর্ডের বদলে জানালায় ব্যবহৃত নেটের ওপর ফিতে লাইটের উজ্জ্বল আলো দিয়ে কাজ করছি।আশা করছি দর্শনার্থীদের আনন্দ দিতে পারবো।' পুজো কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন,প্রতিবছর ডুয়ার্স ও জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা আমাদের মন্ডপে আসেন,এবারও আমরা দর্শনার্থীদের আনন্দ দিতে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুস্থদের নতুন বস্ত্র বিতরন,ভুরিভोजन সহ সামাজিক কর্মসূচির সমস্ত আয়োজন করেছি।একইসাথে প্রাকৃতিক দুর্যোগগে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের হাতে যতটা সম্ভব ত্রান সামগ্রী পাঠানোর কাজও গত কয়েকদিন ধরে নাগাড়ে চলছে বলে জানিয়েছেন তমাল।বিগ বাজেটের এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর মূর্তি।এবারও শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীর তৈরি দেবী প্রতিমা দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি ক্লাব কর্তাদের। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এই পুজোর অনেক নামডাক আছে। দুরদুরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসে। সত্যি খুব সুন্দর পুজো এবং আলোক সজ্জা। শান্তিমত যাতে সকলের পুজো কাটে সেটাই পার্থনা করি। বাইট ১) গৌতম দেব মেয়র শিলিগুড়ি। ২) বুলুচিক বড়াইক মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর।
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Oct 20, 2025 17:46:25
Chinsurah, West Bengal:চন্দননগর বড়বাজারে আবাসনে আগুন। আবાસনের একটি ফ্ল্যাটে পুজোর মোমবাতি থেকে আগুন লাগে।ধোঁয়া দেখা যায় বাইরে থেকে।আবাসিক বৃদ্ধ চিৎকার করতে থাকেন উপর থেকে বাঁচাও বাঁচাও করে।স্থানীয় এক ব্যাক্তি গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন。 খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আসে।আগুন ছড়িয়ে পরেনি।তাই আবাসনের অন্য ফ্ল্যাটের কোনো ক্ষতি হয়নি।তবে ধোঁয়ায় বৃদ্ধ অসুস্থ হয়ে পরেন。 খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সাউ。 তিনি জানান,তিনতলার ফ্ল্যাটে বৃদ্ধ একাই ছিলেন।হঠাৎ চিৎকার শুনে একজন গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। Derrি হলে বিপদ হতে পারত।বাকি কাজ পরে দমকল করে。 অন্যদিকে আরো একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে。 চন্দনগর তালপুকুর ধারে দুটি ঘুমটি ঘর আগুনে ভষ্মিভূত হয়。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 20, 2025 17:45:58
Chinsurah, West Bengal:হিন্দমোটর যাত্রিক ক্লাবের ৫৬ তম বর্ষে এই বছরের ভাবনা নতুন ধানের উৎসব। নতুন ধানের উৎসব মূলত নতুন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত প্রথম অন্ন উৎসর্গ ও গ্রহণের মাধ্যমে পালিত একটি ঐতির্যবাহী বাঙালি উৎসব। নতুন ধানের উৎসবে নতুন অন্য উৎসর্গ করে প্রকৃতি ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সমস্ত কিছুই তোলা হয়েছে এবারের এই ভাবনার মধ্যে দিয়ে।ধান रোপন করা থেকে চাল বার করে আর সঞ্চয় করা এবং কে নিবেদন করা সবকিছুই রয়েছে এই মন্ডপের মধ্যে। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। মা বিরাজমান পদ্মের ওপরে মায়ের কোলে রয়েছেন মহাদেব。 নানা সামাজিক কাজে প্রতি বছর নিজেদের জরিয়ে রাখে যাত্রিক ক্লাব。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 20, 2025 17:45:16
Chinsurah, West Bengal:বুক চিরে রক্তদেন ভক্তরা, তালতাল সোনা রুপোর অলংকারে সাজেন পান্ডুয়ার মণ্ডলাইয়ের পথের মা। দীপান্বিতা অমাবস্যায় পান্ডুয়ার মন্ডলাই পথের মা কালী পুজো হয়। আনুমানিক ৪০০ বছর আগে পুজো শুরু হয়েছিল বলে মনে করা হলেও সঠিকভাবে দেবীর প্রতিষ্ঠা কবে হয় তা এলাকার সকলেরই অজানা। জানা যায় , পান্ডুয়ার মন্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা মন্ডলাই এর উপর দিয়ে বয়ে যেত নদী। সেই নদীর তীরেই ছিল শ্মশান ।কথিত আছে সেই শ্মশান ছিল তন্ত্রসাধকদের পীঠস্থান ।সেখানেই এক তন্ত্রসাধকের হাত ধরে এই কালীপুজোর শুরু হয় বলে লোকশ্রুতি রয়েছে। জনশ্রুতি আছে, ওই কাপালি এক রাতের মধ্যে দির্ঘাঙ্গি কালীমূর্তি তৈরির পর পুজো করতেন। সেই রাতেই বিসর্জন দিতেন। সবটাই করতেন লোক চক্ষুর আড়ালে। তবে হঠাৎ এক বছর এক গৃহী লোক কাপালিকের এই ক্রিয়াকলাপ দেখে ফেলে। তারপর তার হাতেই পুজোর সমস্ত কিছু সমর্পণ করে নিজে অন্তর্হিত হয়ে যান কাপালিক। সেই সময় থেকেই তিনি পুজো করতেন। কালক্রমে সেই মূর্তি শ্মশান থেকে রাস্তার ধারে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে এটি চলে আসে বারোয়ারী পুজো কমিটির হাতে। পথের পাশে বারবার এই পুজো হয়ে আসায় এই কালির নাম পথের মা। দীপান্বিতা অমাবস্যায় এখানে কালীপুজো হয়। প্রতিবছর এখানে ছাগ বলি হয়। মানসিক করা বহু মানুষ দন্ডি কাটেন ।মানসিক করা অনেকেই মাকে নিজের বুক চিরে রক্ত প্রদান করে। গ্রামের প্রচুর মানুষ আসেন এই পূজোতে। পুজো কমিটির সভাপতি শুভঙ্কর নন্দী বলেন, কাপালির দ্বারা প্রতিষ্ঠিত এই পুজো । আগে শ্মশানকালি রূপে পুজা হতো। কবে থেকে এই পুজো শুরু তা অনেকের কাছেই অজানা। কোন এক কপালিক এক রাতের মধ্যেই মূর্তি নির্মাণ করে পুজো করে ।সেই রাতে প্রতিমা বিসর্জন দেন। সেই দৃশ্য দেখে ফেলেন এলাকার এক ব্রাহ্মণ। এরপর ওনার হাতেই এই পুজোর দায়িত্ব তুলে দিয়ে কাপালিক চলে যান। সেই থেকেই গ্রামবাসীরা এই পুজো করে আসছে। এখানে মাকে কুড়ি ভড়ি সোনা ও ৫০ ভরি রুপোর অলংকারে সাজানো হয়। তবে এখানে ছাগ ও ছাঁচি কুমড়ো বলি প্রথা রয়েছে। বিসর্জনের দিন মাকে গাড়িতে করে স্থানীয় একটি পুকুরে বিসর্জন করা হয়。
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 20, 2025 17:20:42
Bardhaman, West Bengal:পুজোর আগে স্মার্টফোন লাভ মা কালীর। সোমবার সন্ধ্যায় বীরহাটা বড় কালী মন্দিরে এক ভক্ত মায়ের জন্য অ্যান্ড্রয়েড স্মারפון তুলে দিলেন প্রধান পুরোহিতের হাতে। তিনি জানালেন, আধুনিক যুগে মায়ের একটা ফোন হলে ভাল হয়। তাই তার দোকানের মালিক এটি পাঠিয়েছেন। এদিকে বিকেল থেকেই বিরাট ভিড় বীরহাটা বড় কালীমায়ের মন্দিরে। জি টি রোডের পাশে হওয়ায় এই মন্দিরের আকর্ষণ বিরাট। ভক্তরা সবাই মায়ের কাছে তাদের পুজো পৌঁছেন। ব্যস্ত পুরোহিত ও নিরাপত্তারক্ষীরা৷ প্রধান পুরোহিত দেবাশিস মুখোপাধ্যায় জানান, এই মন্দির কয়েক শতকের পুরনো। ২০০৪ সালে এখানে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠিত হয়। বাইট : ১) দেবাশিস মুখোপাধ্যায় ( প্রধান পুরোহিত) ২) সুব্রত দাস (ভক্ত / স্মার্টফোন) ৩) স্বরূপা দে (ভক্ত) ৪) ওয়াক থ্রু। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 17:17:46
0
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 17:17:30
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top