Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

केशपुर में श्यूली साहा के भाषण के बाद माहौल गरम, विपक्ष पर तीखे निशाने

CDChampak Dutta
Oct 20, 2025 00:45:55
Kaji Chak, West Bengal
Sir করতে গেলে ধোলাই হবে পেটাই হবে বিজেপি সিপিএমকে একযোগে আক্রমण কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার।বিজয়া সম্মিলনীর সভাতে এমন বক্তব্য রাখার পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কেশপুরের যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি যৌথ উদ্যোগে ডাকা বিজয়া সম্মিলনিতে বিধায়ক শিউলি সাহা থাকলেও দেখা যায়নি কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজাকে। এই নিয়ে দেখা দেয় বিতর্ক। মন্ত্রী তথা বিধায়ক শিউলি সাহার বক্তব্য,আমি জানিনা তিনি আসেন নি কেন। আমি যতটুকু যুব সভাপতি এবং শাখা সংগঠনের নেতাদের কাছ থেকে জেনেছি প্রত্যেকে ওনাকে ফোন করেছেন এবং উনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুদিন আগে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আগের দিন উনি ফোন করেছিলেন আমি বলেছিলাম আমি আসবো এবং আমি এসেছিলাম। সেরকমভাবে রবিবার শাখা সংগঠন ডেকেছিল আমি এসেছি উনি কেন আসেননি জানিনা কাজ হয়তো আছে। নাম না করে ব্লক সভাপতি কে উদ্দেশ্য করে SHUIli বলেন, উনি আবার নতুন করে বড় দায়িত্ব পেয়েছেন, হয়তো কাজ অনেক আছে তাই হয়তো আটকে গেছে কোথাও। কটাক্ষ করে বলেন, যারা কিছু দলের জন্য স্যাক্রিফাইস করেনি এই দলের জন্য ঘরছাড়া হয়নি, এই দলের জন্য কেস খায়নি, এই দলের জন্য তারা কোথাও অত্যাচারিত হয়নি। তারা যখন কিছু পেয়ে যায় তখন তারা নিজেকে বস বলে মনে করে। পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে মোক্ষম জবাব দেওয়ার জন্য কেশপুরের মানুষ তৈরি রয়েছে। একটা চক্রান্ত সিপিএম করছে একুশের ভোটে সিপিএম চক্রান্ত করে ভোটটা কনভার্ট করে দিয়েছিল বিজেপিতে। সিপিএম আবার ফিরে দাড়াতে চাইছে। এছাড়াও কিছু মানুষ আছে যারা দলে আছে দলে থাকেন কাজ করে বলে দেখান তারা কাজ করেন না দল의 বিরোধিতাই করেন তারাও কিছুটা একুশের ভোটে পিছন থেকে চুরি মেরেছে। কিন্তু ২৬ এর ভোটে তারা যদি মনে করে থাকবে দলে আর সিপিএম এর সঙ্গে অন্ধকারে বৈঠক করে জামশেদ ভবন খুলে আবার চক্রান্ত করব কেশপুরকে রক্তাক্ত করার ঘরছাড়া করার, সেটা আমরা হতে দেব না। প্রতিরোধও করবো প্রতিবাদ করব সেই প্রতিরোধ বা প্রতিবাদের ভাষাটা রবীন্দ্রগীতি বা নজরুলগীতি মধ্যে থেমে থাকবে না। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা আরো বলেন, ২৬ শে বিধানসভা ভোটে একলক্ষর বেশি ভোটে আবারো জিততে হবে আর যারা পিছন থেকে মনে করবেন ছোবল মারবো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। একসময় সিপিএমের নেতা বর্তমানে বিজেপির নেতা তন্ময় ঘোষ কে আক্রমণ করে বলেন আপনি একসময় সিপিএম করতেন সেই সময় আমাদের লোকজনের উপর অত্যাচার করেছেন। সিপিএমের দুর্দিনের সময় আপনি বিজেপিতে চলে গিয়ে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছেন। এখন আমাদের দিকে হাত বাড়াচ্ছেন, শুনে রাখুন এই শিউলিরা কখনো কোন কিছুতে বিক্রি হয় না। তৃণমূল কংগ্রেস করেছি করব আগামী দিনে নেত্রীর ছায়ার পেছনে থেকে একজন ছোট্ট সৈনিকের মত কাজ করে যাবো । কারণ এটাই আমার শিক্ষা। বাংলা কে কলুষিত করতে গেলে ধোলাই হবে পেটাই হবে সিপিএম তোমায় ছাড়বোনা বিজেপি তোমায় ছাড়বো না যতই তুমি এসআইআর কর । শিউলি সাহার বক্তব্য প্রসঙ্গে কেশপুরের বিজেপি নেতা তথা জেলা বিজেপির সহ-সভাপতি তন্ময় ঘোষ বলেন,কেশপুরের মানুষ জানে কাট মানি আর লুট নিয়ে কেশপুরের নেতারা দ্বিধা বিভক্ত। যখন জনভিত্তি জনসমর্থন হারায় তখন ধোলাই হবে পেটাই হবে এমন ব্যক্তি কুৎসা করেন। আমরা ব্যক্তি কুৎসা পছন্দ করি না। আমি বলব কেশপুরের পুলিশ যদি নিরপেক্ষ থাকে আগামী বিধানসভা নির্বাচনেও শিউলি দেবী প্রার্থী হন তাহলে উনি তৃতীয় স্থান অধিকার করবেন। আমি বলব ধোলাই হবে পেটাই হবে এইসব কথাবার্তা না বলে উনি বরং নজর দেন উনার সভাতে কেন ব্লক সভাপতি উপস্থিত নেই। কেন সভাতে উপস্থিত ছিলেন না এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা কোন মন্তব্য করতে চাননি। অন্যদিকে জেলা সিপিএমের সম্পাদক বিজয় পাল বলেন, ওরা তো কেশপুর লাইন চালু করেছিল সেই লাইন তো বেলাইন করে দিয়েছিল মানুষ। ২০০০ সাল থেকে গ্রামের মানুষ কোনদিন বন্দুক দেখেনি ওরাই বন্দুক দেখিয়ে গ্রাম দখলের রাজনীতি করেছিল। নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলি দখল করেছিল। মানুষ জাগছে ওদের পতন অনিবার্য। ওদের পতন আমাদের নেতৃত্বে লাল ঝাণ্ডার নেতৃত্বেই বামপন্থীরা ওদের পতন ঘটাবেই।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 20, 2025 14:34:12
Mal Bazar, West Bengal:*বিগ বাজেটের পুজো উদ্বোধন হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মন্ত্রী-বুলুচিকের হাত দিয়ে... ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় কালিপুজো ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াই। দক্ষিন ভারতে গিয়ে তিরুপতি বালাজি মন্দির দর্শন করার সৌভাগ্য যাদের এখনও হয় নি,তারা আশাহত হবেন না।খানিকটা 'দুধের স্বাদ ঘোলে মেটানোর' মতোই আসন্ন শ্যামাপুজোয় তিরুপতি বালাজি মন্দির দর্শনের সুযোগ করে দিয়েছে ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজো কমিটি। নেতাজী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর এবারে ৪৮ তম বর্ষ।বিগ বাজেটের পুজো আয়োজনের মাধ্যমে গত কয়েকবছর ধরেই জেলার অন্যতম সেরা শ্যামাপুজো আয়োজকদের মধ্যে অন্যতম সুভাষপল্লি সর্বজনীন। পুজো কমিটির মূল কর্নধার ও সভাপতি তমাল ঘোষ ও তার বিশ্বস্ত সহযোগী সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন," তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে ৭০ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া বিশাল মন্ডপ তৈরি হয়েছে।কোচবিহারের ডেকোরেটর লক্ষন বর্মনের নেতৃত্বে ২০ জন মন্ডপ নির্মান শিল্পী কাজ করছেন." সুপারির খোল,চোঁচা,হোগলাপাতা,বাঁশ,বাতা এবং ওদলাবাড়ি নামের উৎপত্তি যে গাছ থেকে সেই ওদাল গাছের ফল ব্যবহার করে মন্ডপের ভেতর ও বাইরের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।একেবারে নিখুঁত ও দৃষ্টিনন্দন কারুকাজে খচিত মন্ডপটি ১৫০ টি পালকো লাইটের আলোয় স্বর্ণালি রঙে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে বড়ো চমক।মন্ডপের সামনের পূর্ত সড়ক জুড়ে ৯ টি আলোকতোড়ন তৈরি করা হয়েছে। সাস্তার ধারে রয়েছে ১৬ টি কল্কাও। চন্দননগরের কারিগর শ্রীকান্ত কুর্মির নেতৃত্বে আলোর কারসাজিতে পথের পাঁচালির সেই ট্রেন ছোটার মুহুর্ত যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অক্টোপাস,ময়ূরপঙ্খী জাহাজও দেখা যাচ্ছে তোড়নগুলোতে।শ্রীকান্ত কুর্মি বলেন,'এতদিন ধরে আমরা বোর্ডের ওপর ছোট ছোট বাল্ব জ্বেলে আলোর কারসাজি দেখে এসেছি। এবারই প্রথম আমরা বোর্ডের বদলে জানালায় ব্যবহৃত নেটের ওপর ফিতে লাইটের উজ্জ্বল আলো দিয়ে কাজ করছি।আশা করছি দর্শনার্থীদের আনন্দ দিতে পারবো।' পুজো কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন,প্রতিবছর ডুয়ার্স ও জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা আমাদের মন্ডপে আসেন,এবারও আমরা দর্শনার্থীদের আনন্দ দিতে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুস্থদের নতুন বস্ত্র বিতরন,ভুরিভोजन সহ সামাজিক কর্মসূচির সমস্ত আয়োজন করেছি।একইসাথে প্রাকৃতিক দুর্যোগগে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের হাতে যতটা সম্ভব ত্রান সামগ্রী পাঠানোর কাজও গত কয়েকদিন ধরে নাগাড়ে চলছে বলে জানিয়েছেন তমাল।বিগ বাজেটের এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর মূর্তি।এবারও শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীর তৈরি দেবী প্রতিমা দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি ক্লাব কর্তাদের। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এই পুজোর অনেক নামডাক আছে। দুরদুরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসে। সত্যি খুব সুন্দর পুজো এবং আলোক সজ্জা। শান্তিমত যাতে সকলের পুজো কাটে সেটাই পার্থনা করি। বাইট ১) গৌতম দেব মেয়র শিলিগুড়ি। ২) বুলুচিক বড়াইক মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর।
1
comment0
Report
ALArup Laha
Oct 20, 2025 12:01:47
Belna, West Bengal:ছেলের হাতে বাবা খুন।নৃশংসভাবে বাবাকে পিটিয়ে খুনের ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াইয়ের রায়পাড়া। মৃতের নাম বিপত্তারণ রায়(৫৫)। জানা গেছে, রবিবার সন্ধ্যা ছ”টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার উপর নৃশংসভাবে হামলা চালায় অভিযুক্ত প্রদীপ রায়। প্রদীপ রায় দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা-মাকে প্রায়শই মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাথাড়িভাবে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিপত্তারণ রায়। প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই রাত একটা নাগাদ মৃত্যু হয় বিপত্তারণ রায়ের। অভিযুক্ত প্রদীপ রায়-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বামী খুনে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত প্রদীপের মা। বাইট ১। মৃতের স্ত্রী, বাইট ২। রাধাকান্ত মণ্ডল (স্থানীয়)। 201025ZG_BWN_KHUN অরূপ লাহার রিপোর্ট।
1
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 12:01:26
Jalpaiguri, West Bengal:दीपावली में घर लौट नहीं पाए बाढ़ से प्रभावित कई परिवार। बुनियादी सुविधाओं के अभाव में चीत्कार की आहट के बीच दीपावली की रोशनी उनकी पहुंच से दूर रही। बांधों के तOverlay पर पानी के तेज प्रवाह से बांधी गई कच्ची झोपड़ियों पर रातें बितानी पड़ रही हैं, मयनागुड़ी, धूमगुड़ी, क्रांति और नागराकाटा के कई परिवारों ने पानी में डूबे घरों के आस-पासBAN के बदले प्रकृतिवादी अभी भी आश्रय के लिए तड़प रहे हैं। राहत शिविरों में कम से कम खाना और पानी की व्यवस्था जारी है, जबकि कुछ राहत समूहों ने स्थानीय राशन वितरण और स्वास्थ्य जाँच शुरू कर दी है। स्थानीय प्रशासन ने कहा है कि बाढ़ग्रस्त इलाकों में पुनर्निर्माण तेज किया जाएगा, घरों के मरम्मत और सड़क-चौड़ी करने के लिए आर्थ मूविंग जैसी सुविधाएं दी जा रही हैं। जलঢा और धूपगुड़ी ब्लॉकों में भी क्षति की मात्रा अधिक है, और दर्जनों गाँव अभी भी राहत शिविरों में होटल/आश्रय के रूप में हैं, ताकि तात्कालिक राहत मिल सके। नाव-यात्रा निष्क्रिय रहने के कारण अब लोग घर लौटने की तैयारी कर रहे हैं, जल धीरे-धीरे घटने लगी है।
3
comment0
Report
ALArup Laha
Oct 20, 2025 11:47:00
Belna, West Bengal:গত ১২ অক্টোবর বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল এক রেল যাত্রীর। মৃত যাত্রীর নাম অপর্ণা মণ্ডল(৫০)। বাড়ি হুগলী জেলার উত্তরপাড়ার হরিসভার ২ নম্বর বাকলায়। দুর্ঘটনার পর থেকে অপর্ণা মণ্ডল ভর্তি ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার দিন সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজের আই সি ইউ-তে ভর্তি থাকা অবস্থায় সোমবার সকাল সাতটা নাগাদ তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আর কেউ ভর্তি নেই হাসপাতলে। সবার ছুটি হয়ে গিয়েছে। মৃতার ভাইপো বাপন মণ্ডল জানতে, অপর্ণা মণ্ডল বর্ধমান শহরের নীলপুরে এক আত্মীয়র বাড়ি এসেছিলেন। উত্তরপাড়া ফেরার জন্য বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে সিঁড়িতে পদপৃষ্ঠ হয়। ১২ অক্টোবর রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের সিঁড়িতে। ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হন একাধিক যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন চত্বরে। যাত্রীরা পদপৃষ্ঠ হবার সময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয়ে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, একজন যাত্রী মারা গেছে হাসপাতালে শুনেছি।
2
comment0
Report
ABArup Basak
Oct 20, 2025 11:46:43
Mal Bazar, West Bengal:গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটার পানঝোরা বস্তিতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কাঞ্চা তামাং (৬১)। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় দু’টো নাগাদ চাপরামারি জঙ্গল থেকে একটি বন্যহাতি বেরিয়ে এসে সোজা ঢুকে পড়ে কাঞ্চা তামাং-এর ধানক্ষেতে। হাতিটিকে তাড়াতে এলাকার আরও কিছু মানুষজনের সঙ্গে তিনিও এগিয়ে যান। কিন্তু আচমকাই হাতিটি তাদের দিকে তেড়ে আসে। বাকি সবাই পালিয়ে গেলেও কাঞ্চা তামাং পালাতে পারেননি। হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এলাকায় হাতি চলাচল ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় নাগরাকাটা পুলিশ。
2
comment0
Report
MMManoj Mondal
Oct 20, 2025 11:46:28
Kolkata, West Bengal:নিউ বারাকপুর দক্ষিণ কোদালিয়া সার্বজনীন শ্যামা পূজা কমিটি এ বছর পা দিল তাদের ১৪তম বর্ষে। এবারের থিমের নাম “অনুভূতি”, যেখানে মণ্ডপজুড়ে ধরা পড়েছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া স্পর্শ ও আবেগের গল্প। মাটি, খড়, কাঠের পেটি, বস্তা, গামছা – এইসব সাধারণ উপকরণ দিয়ে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ও মূর্তি। কৃত্রিম চাকচিক্য নয়, বরং মাটির গন্ধ, শ্রমজীবী মানুষের পরিশ্রম, আর সহজ জীবনের অনুভবকেই তুলে ধরা হয়েছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায়। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন ফিরে যাবেন এক সরল, মাটির টানে ভরা বাংলার গ্রামীণ জীবনে, যেখানে প্রতিটি জিনিসের সঙ্গে মিশে আছে মানুষের হৃদয়ের উষ্ণতা।
2
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 11:46:10
Jalpaiguri, West Bengal:2C 2010ZG_JAL_HOME_R1 R & R1 বলে বাইট, ভিসুয়াল,, ২সি তে স্টোরি。 ওরাও মেতে উঠেছে আলোর উৎসবে। জলপাইগুড়ির বিভিন্ন হোমের ছেলে-মেয়েরা মাতোয়ারা আলোর উৎসবে। দীপাবলীর উৎসবে মাততে নিজেরাই মোমবাতি ও প্রদীপ তৈরি করল জলপাইগুড়ির কোরক হোমের শিশু ও কিশোররা। আজ সকাল থেকে তারা হোমের ভিতর নিজেরাই আলপনা দিচ্ছে। সন্ধ্যায় নিজেদের হাতে তৈরি প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজাবে বলে জানিয়েছেন ওই সরকারি হোমের তর্কে জানা যায় আগামী কাল, মঙ্গলবার হোমের আবাসিকদের কালী ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে। প্রতি বছরের মতো এবারও কোরক হোমে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির অনুভব ও 최근লয় হোমের মেয়েরা কোর ছক হোমে এসে এখানকার ছেলেদের ফোঁটা দেবে। বোন ও দিদিদের হাতে উপহার তুলে দিতে কোরক হোমের ছেলেরা এখন হস্তশিল্পে মেতে উঠেছে。 চারদিকে যখন দীপাবলির আলোয় রোশনাই, তখন সেই আলোয় উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোরক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স,Aanoyarরা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই। কালীপুজোয় পাহাড় বানানোর রেওয়াজ রয়েছে তিস্তাপাড়ের শহর জলপাইগুড়িতে। Samevat ‘অনুভব’-এর মেয়েরাও পাহাড় বানিয়েছে হোমের অন্দরে। হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, সোমমবার রাতে কালীপুজো মণ্ডপে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েদের। আরব বুধবার রাতে প্যান্ডেল হপিংয়ে যাবে ওরা। কোরক হোমের ছেলেদের ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হবে আজ, মঙ্গলবার। দীপাবলি উৎসবে মেতে ওঠার পাশাপাশি দু’টি হোমেই এখন ভাইফোঁটার প্রস্তুতি চলছে জোরকদমে। কোরক হোমের তরফে হোমের কাউন্সিলর বলেন, বিভিন্ন হোম ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানকার ছেলেদের ফোঁটা দিতে আসবে মেয়েরা। সেইসব বোন-দিদিদের হাতে উপহার তুলে দিতে এখানকার আবাসিকরা নিজেরাই নানা সামগ্রী বানাচ্ছে। কেউ ছবি আঁকছে। উপহার হিসেবে দিদি বা বোনকে তুলে দেবে সেটাই। কেউ আবার তুলো দিয়ে বানাচ্ছে পাখির বাসা। কেউ তৈরি করছে গ্রিটিংস। তবে এবার পাহাড় বানাতে না পারার আক্ষেপ ঘুচছে না কোরক হোমের ছেলেদের。 রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top