Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

डायाग्नोस्टिक सेंटर के विज्ञापन में इलाज पर उपहार का प्रलोभन, स्वास्थ्य विभाग कार्रवाई

EGE GOPI
Dec 23, 2025 17:31:12
Kharagpur, West Bengal
রুগী পাঠালেই মিলবে স্কুটার, ফ্রিজ, স্মার্টফোন সবংয়ের ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক,চক্রান্তের স্বীকার দাবী মালিকের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ। এর সঙ্গে অন্যান্য পরিষেবা ও উপহার তো আছেই। রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে ডাক্তারবাবুদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একটি ডায়াগনস্টিক সেন্টার। ওই সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিল জেলা স্বাস্থ্য দপ্তর。 যমুনা ডায়াগনস্টিক প্যাথলজি অ্যান্ড পলিক্লিনিক’ নামে ডায়াগনস্টিক সেন্টারটি সবংয়ের তেমাথানি এলাকায় অবস্থিত। 'ডাক্তারবাবুদের পরিষেবায়' একাধিক 'উপহার' ঘোষণা করে স্বাস্থ্য দপ্তরের কোপে সবংয়ের এই সেন্টার। বিজ্ঞাপন দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টার প্রচার চালাচ্ছে বলে অভিযোগ পৌঁছয় স্বাস্থ্য দপ্তরে。 বিজ্ঞাপনে লেখা রয়েছে, বছরে ৫০ হাজার টাকার ব্যবসা দিলে স্মার্টফোন, ১ লক্ষ টাকার ব্যবসা দিলে ফাইভ স্টার ফ্রিজ, ২ লক্ষ টাকার ব্যবসা দিলে ইলেকট্রিক স্কুটার আর ২৫ হাজার টাকার ব্যবসা দিলে ভ্রমণের সুযোগ। তবে, কত টাকার ব্যবসা দিচ্ছেন বা কতজন রোগীকে পাঠাচ্ছেন সেই হিসেব ডাক্তারবাবুকেই রাখতে হবে। দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে এমনই বিজ্ঞাপনী প্রচার চালিয়ে ওই সেন্টারটি ব্যবসা করছিল বলে অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দপ্তরে। তার পরেই ওই সংস্থাকে কড়া চিঠি পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা করলে বা অবিলম্বে এই ধরনের বেআইনি কাজ বন্ধ না করলে, স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ করবে বলে চিঠিতে জানানো হয়েছে。 জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, ‘ওই সেন্টারকে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি তদন্ত করে দেখবে। স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা বরদাস্ত করা হবে না।’
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SBSoumen Bhattachrya
Dec 23, 2025 18:31:08
Kolkata, West Bengal:বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ। চাকরিপ্রার্থীদের দাবি, অবস্থানরত চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনের সামনে থেকে তুলে দেওয়ার জন্য রীতিমতো চড়াও হয় বিধান নগর পুলিশ। লাথি এবং কিল চড় মারা হয় পাশাপাশি প্রস্তাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। গত ন'দিন ধরে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থানের বসেছিলেন বিশেষভাবে সক্ষম বেস কয়েকজন চাকরিপ্রার্থী। ২০১৯ এর পর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ হয়নি। অবিলম্বে নিয়োগের দাবিাতে গত ১৫ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে ছিলেন এই চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাদেরকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।
0
comment0
Report
EGE GOPI
Dec 23, 2025 18:30:56
Kharagpur, West Bengal:শো-কজের উত্তর প্রস্তুত...সবাই মিলে ভালো পরিষেবা দেব', বোর্ড মিটিং শেষে জানালেন খড়্গপুরের পুরপ্রধান পানীয় জল, আলো, নিকাশি সহ সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত খড়্গপুর শহরবাসী। মাস পিটিশন জমা পড়ার পর তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভাকে শো-কজ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। শো-কজের উত্তর দেওয়ার জন্য পুরসভার সকল কাউন্সিলরদের নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। বৈঠক শেষে সন্ধ্যা নাগাদ তিনি জানান, 'আবর্জনা, আলো ও পানীয় জল- যে তিনটি বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা যে উত্তর পাঠাব, তাতে একজন (বিজেপি কাউন্সিলর) ছাড়া বাকিরা সবাই সম্মতি দিয়েছেন এবং স্বাক্ষর করেছেন।' পুরপ্রধান এও বলেন, 'আবর্জনা এখন নিয়মিত তোলা হচ্ছে। আমরা সেই আবর্জনা হিরাডিহিতে ডাম্পিং গ্রাউন্ডে ফেলি। পানীয় জলের একটা সমস্যা সেই ২০১৮ সাল থেকেই ছিল। কালো জল বেরোয় মাঝেমধ্যেই। সেই সমস্যাও অনেকটাই সমাধান করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার সমস্ত ট্যাঙ্কগলি পরিস্কার করা হয়েছে। আর আলোর জন্য দায়ী ওয়েবেল নামক সংস্থাটি। সাত বছরের জন্য (২০২২ সাল থেকে) ওদের সাথে চুক্তি হয়েছিল। কিন্তু, ওরা আলো লাগানোর পরই খারাপ হয়ে যাচ্ছে। দায় coming পড়ছে আমাদের উপর। তাই ওদের সঙ্গে আমরা চুক্তি ভঙ্গ করব। আমরা নিজেরাই এবার থেকে আলো লাগাব। আর নিকাশির যে সমস্যা আছে, তা মূলত রেলের জন্যই।' প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর খড়্গপুর পুরসভার বিরুদ্ধে পানীয় জল, আবর্জনা ও নিকাশি এবং আলোর সমস্যা সহ পুর-পরিষেবা সংক্রান্ত একটি 'মাস পিটিশন' (গণ-দরখাস্ত) জমা পড়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। আর তারপরই দপ্তরের তরফে গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) শো-কজ করা হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়্গপুর পুরসভাকে। সাত দিনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হয়। শনিবার (২০ ডিসেম্বর) পুরপ্রধান কল্যাণী ঘোষ জানিয়েছিলেন, পুরসভার ৩৫ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করে এর জবাব দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে সেই বৈঠক অনুষ্ঠিত হয় খড়্গপুর পুরসভার সভাগৃহে। চেয়ারম্যান কল্যাণী ঘোষ সহ উপস্থিত ছিলেন ৩২ জন কাউন্সিলর। জরুরি কারণে শহরের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না তৃণমূলের দুই কাউন্সিলর নমিতা চৌধুরী এবং রাজু গুপ্ত। এছাড়াও, উপস্থিত ছিলেন না বিজেপি কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তিনিও মেইল করে অনুপস্থিতির বিষয়টি জানিয়েছেন। তবে, বিজেপির অপর এক কাউন্সিলর অভিষেক আগরওয়াল বৈঠকে উপস্থিত থাকলেও, শো-কজের উত্তরের যে বয়ান লেখা হয়েছে তাতে স্বাক্ষর করতে রাজি হননি। বাকিরা সকলেই স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন পুরপ্রধান। তিনি এও জানিয়েছেন, 'বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্যাগুলি আছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে সেগুলি দ্রুত কাটিয়ে উঠবো।' খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস কাউন্সিলর বিষ্ণুবাহাদুর কামি (মধু কামি) বলেন, 'কিছু সমস্যা তো ছিলোই। সেজন্যই অভিযোগ জমা পড়েছিল। তবে কে বা কারা অভিযোগ জানিয়েছিল, আমরাও তা জানতাম না। যাইহোক, এদিনের বৈঠকে সমস্যাগুলি কাটিয়ে উঠে ভালোভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি।' যদিও, বিজেপি।কাউন্সিলর অভিষেক আগরওয়াল বলেন, '২০১৩ সাল থেকে তো তৃণমulen এই খড়্গপুর পুরসবা চালাচ্ছে। কখনও বোর্ডের মাধ্যমে, কখনও প্রশাসক বসিয়ে। তা সত্ত্বেও পরিষেবার অভাব! পানীয় জলটাই শহরবাসী ঠিকঠাক পাচ্ছেন না। এতদিনে টनক নড়ল রাজ্য সরকারের? তাই এই বিষয়টিকে ভোটের আগে নাটক বলেই আমার মনে হয়েছে। তাই আমি এদিনের বৈঠকে উপস্থিত থাকলেও, শো-কজের জবাবে স্বাক্ষর করিনি।'
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 17:01:09
Chinsurah, West Bengal:বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে সাত বছর আগে স্ত্রী ও নাবালক সন্তানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে বাবা,জেঠু ও জেঠিমা কে ১০ বছরের কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল চুঁচুড়া আদালত।মঙ্গলবার চুঁচুড়া আদালতের বিচারক পীযুষ কান্তি রায় দোষীদের সাজা ঘোষণা করেন। সাজা প্রাপ্তরা হলেন দীপক মণ্ডল,ধর্মরাজ মণ্ডল ও চন্দনা মণ্ডল। আদালত সূত্রে খবর ২০১৫ সালে মগড়া থানার বাসিন্দা দীপক মণ্ডলের সঙ্গে পাণ্ডুয়ার বৈঁচির বেবি মন্ডলের বিয়ে হয়।বিয়ের পর তাদের দুই সন্তান ও হয়। কিন্তু তারমধ্যেই বেবি জানতে পারে মেজ জায়ের সঙ্গে দীপকের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সেই নিয়েই অশান্তির জেরে বেবি কে শ্বশুরবাড়িতে মারধর করে।তারপরেই দুর্গাপুজোর সপ্তমীর দিন নাবালক দুই সন্তান কে নিয়ে গায়ে আগুন দেয় বেবি।স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়।কিন্তু সেখানে বেবি ও এক সন্তানের মৃত্যু হয়।একজন বেঁচে যায়।ওই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ বিষয়ে চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মামলায় মোট ২৫ জন স্বাক্ষী দিয়েছে।খুবই মর্মান্তিক ঘটনা।আদালত ন্যায় বিচার পেয়েছে।পুলিশ ও আদালত দারুন কাজ করেছে।মেয়ের হত্যার বিচার পেয়ে খুশি মৃতার পরিবার।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 17:00:54
Chinsurah, West Bengal:উচ্ছেদ করতে এসে পিছু হঠল রেল।হাওড়া বর্ধমান মেন শাখার বৈঁচি স্টেশন এর পাশে রেলের জায়গায় 130 টি পরিবারের বাস।কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় উচ্ছেদের।সময় চেয়ে বাসিন্দারা রেলের কাছে আবেদন করে।এরপর আজ স্থানীয় জেলা পরিষদের সদস্য মানষ মজুমদার স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ধরনা অবস্থান শুরু করে।রেলের পক্ষ থেকে জেসিবি মেশিন নিয়ে আসা হয় বস্তি ভেঙে ফেলার জন্য।কিন্তু বাসিন্দাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় ওই মেশিন। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পান্ডুয়া থানার পুলিশ পৌঁছায়।জিআরপি আরপিএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে বাসিন্দাদের সঙ্গে কথা বলে।বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য কিছুদিন সময় দিতে হবে।এরপর লিখিত আবেদনের ভিত্তিতে দুমাস সময় দেওয়া হয় বাসিন্দাদের।আপাতত উচ্ছেদ স্থগিত রাখে রেল。
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 16:32:37
Chinsurah, West Bengal:চন্দননগরে সুজন চক্রবর্তী, তৃনমূলের নেতারাই উস্কেছিল লগ্নজিতার মত যারা আরজি করের প্রতিবাদ করেছিল তাদের স্টেজ দেওয়া যাবে না। তাই তৃনমূলের নেতারা এমন সাহস পায়। আজকে পল্লব কীর্তনীয়ার ঘোষিত কর্মসূচীতে বাধা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আসলে বিজেপি এবং আরএসএস যেমন করে কন্ঠ রোধ করতে চায়। আমাদের রাজ্যের সরকার এবং শাসক দল গণতন্ত্রের কন্ঠ রোধ করতে চায় মুক্ত মনের স্বাধীনতার। কখনো মেনে নেওয়া যায় না। মৌলবাদ যখন প্রশ্রয় পায় তখন তার ভয়াবহ চেহারাটা কি হয় সেটা বাংলাদেশে দেখছি। ভারত সরকার এবং রাজ্যে তারা কি পদক্ষেপ না সেদিকে তাকিয়ে আছে সবাই। আর এই ঘটনা বিক্ষোভ হওয়া স্বাভাবিক বামপন্থীদেরাও বিক্ষোভ করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষের কি হবে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কাজ ভবিষ্যৎ এই সবটা সরে গিয়ে মন্দির মসজিদ চলছে। যেমন আরএসএসের রাজনীতি এটা সরাসরি বিজেপি করে আর এখানে ঘুরিয়ে পেঁচিয়ে করে তৃণমূল। তাহলে সেই রাজনীতির আবহাওয়াটা পশ্চিমবঙ্গে বাড়ছে এটা খুব দুর্ভাগ্যের। হুমায়ুন কোভিদ বলছে মসজিদ জাকির হোসেন বলছে মন্দির। মোটামুটি কথা মানুষের জীবন জীবিকা এসব বাদ। হরগোবিন্দ এবং চন্দন দাস নিশংস খুন হয়েছিল। পশ্চিমবঙ্গের সরকার দায়িত্ব পালন করতে পারেনি তাদের নিরাপত্তার। এটা পরিষ্কার। এই ধরনের ঘটনা ঘটলো কেন কাদের উস্কানিতে হলো। যারা অপরাধী অভিযুক্ত তারা শাস্তি পাবেন।
0
comment0
Report
BBBimal Basu
Dec 23, 2025 16:17:38
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 23, 2025 15:55:11
Kolkata, West Bengal:সুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স দ্বিতীয় পর্ব হর গোবিন্দ দাস এর স্ত্রী ও চন্দন দাস এর মা পারুল দাস , পরিবারের সদস্য উপস্থিত আছেন আমার সঙ্গে । আমরা এই রায়ে খুশি নই। যারা পশু কাটার যন্ত্র দিয়ে যারা বাড়ির ভিতর ঢুকে কুপিয়ে খুন করলো তাদের ফাঁসি চেয়েছিল গোটা ভারত বাসী গোটা পরিবার। এই রায় এর বিরুদ্ধে পরিবার যাবে উচ্চ আদালতে । আমরা ব্যবস্থা করব হাই কোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী দিয়ে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই জন্য। ফাঁসি কিভাবে হলো না এই কেসের । এই হত্যা লীলা ঘটানোর জন্য যারা দায়ী প্রথম যারা এসেছিল খুন করতে তাদের তিনজনকে পরিবারের তরফে চিহ্নিত করে দেওয়া হয়েছিল । এই পরিবারকে আসামি তিনজন আগে থেকেই টার্গেট করে রেখেছিল জমি সংক্রান্ত বিষয়ে । পুলিশ সিট সবাইকে একই দোষে দোষী দেখিয়েছিল । লক্ষ্য উদ্দেশ্য একটাই বাড়িতে ভাত খেতেন বদলে জেলে খাবেন । এদের বাঁচিয়ে রাখা পুলিশ এর লক্ষ্য । এই পরিবারের মত নেওয়ার জন্য আইনজীবী জয়ন্ত নারায়ন চৌধুরী ইতিমধ্যেই পাশে থাকার জন্য জানিয়েছেন। রায় নিয়ে পারুল দাস বলছেন আমি এদের ফাঁসি চাইছি ।
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 23, 2025 15:54:26
Nijuri, West Bengal:আজ থেকে শুরু হল শান্তিনিকেতন পৌষ মেলা। শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৫ সালের পৌষ মেলা ও পৌষ উৎসব। বুধবার সকাল সাড়ে সাতটায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। এই উপাসনায় সংগীত পরিবেশন করেন বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকারা। ভোর থেকেই সাদা পোশাকে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী ও আধিকারিকরা ছাতিমতলায় উপস্থিত হয়ে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপাসনা পর্বে শান্তিনিকেতনের ঐতিহ্য, ব্রাহ্ম ভাবধারা ও পৌষ উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিক ও বহু বিশিষ্ট ব্যক্তি। এবারের পৌষ মেলা ছয় দিনের। ২৮ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। পৌষ মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শান্তিনিকেতনে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। উৎসবের আবহে সাজানো শান্তিনিকেতন এখন কবিগুরুর চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 23, 2025 15:53:40
Asansol, West Bengal:কারখানায় নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যু। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধসল মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানাতে মঙ্গলবার নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শ্রমিক মারা গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচজন শ্রমিক এসবেস্টার বসানোর কাজ করছিলেন। তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন, বাইরে থেকে চুক্তি ভিত্তিতে এই কাজ করতে এসেছিলেন। মঙ্গলবার কাজ চলাকালীন হঠাৎ এসবেস্টার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত দুই শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের পরিচয় ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২) হিসেবে জানা গেছে। দু’জনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণ এর দাবিতে বিক্ষোভ হয়, তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। জানা গেছে, বুধবার কারখানার মালিকের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে এক কর্মী মহম্মদ খলিল জানান, দুর্ঘটনার সময় মোট পাঁচজন শ্রমিক এসবেস্টার বসানোর কাজে নিযুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যে এসবেস্টার সরবরাহ করেছিল তা নিম্নমানের হওয়ায় হঠাৎ ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি。
0
comment0
Report
christmas
Advertisement
Back to top