Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

तीस्ता नदी में राफ्टिंग प्रशिक्षण के दौरान सेना के जवान की दुखद मौत

KAKAYESH ANSARI
Dec 23, 2025 15:54:13
Darjeeling, West Bengal
Indian Army Soldier Dies in Teesta River During Rafting Training Accident In Rangpoo (Sikkim) An Indian Army soldier lost his life during a rafting training exercise in the Teesta River in Rangpoo (Sikkim). The annual training was underway from Bardang to Rangpo Mining when a raft capsized beneath a bridge near Rangpo Mining, sweeping one soldier away. The accident reportedly occurred after the raft struck exposed iron debris from a bridge damaged in the 2023 floods. A rescue operation was immediately launched by the Army, with a team led by noted rescuer Pravin Khaling Rai. The body was later recovered and identified as Lance Naik Rajasekhar of the 191 Artillery Regiment. Post-mortem will ascertain the exact cause of death.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Dec 23, 2025 17:31:12
Kharagpur, West Bengal:রুগী পাঠালেই মিলবে স্কুটার, ফ্রিজ, স্মার্টফোন সবংয়ের ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক,চক্রান্তের স্বীকার দাবী মালিকের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ। এর সঙ্গে অন্যান্য পরিষেবা ও উপহার তো আছেই। রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে ডাক্তারবাবুদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একটি ডায়াগনস্টিক সেন্টার। ওই সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিল জেলা স্বাস্থ্য দপ্তর。 যমুনা ডায়াগনস্টিক প্যাথলজি অ্যান্ড পলিক্লিনিক’ নামে ডায়াগনস্টিক সেন্টারটি সবংয়ের তেমাথানি এলাকায় অবস্থিত। 'ডাক্তারবাবুদের পরিষেবায়' একাধিক 'উপহার' ঘোষণা করে স্বাস্থ্য দপ্তরের কোপে সবংয়ের এই সেন্টার। বিজ্ঞাপন দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টার প্রচার চালাচ্ছে বলে অভিযোগ পৌঁছয় স্বাস্থ্য দপ্তরে。 বিজ্ঞাপনে লেখা রয়েছে, বছরে ৫০ হাজার টাকার ব্যবসা দিলে স্মার্টফোন, ১ লক্ষ টাকার ব্যবসা দিলে ফাইভ স্টার ফ্রিজ, ২ লক্ষ টাকার ব্যবসা দিলে ইলেকট্রিক স্কুটার আর ২৫ হাজার টাকার ব্যবসা দিলে ভ্রমণের সুযোগ। তবে, কত টাকার ব্যবসা দিচ্ছেন বা কতজন রোগীকে পাঠাচ্ছেন সেই হিসেব ডাক্তারবাবুকেই রাখতে হবে। দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে এমনই বিজ্ঞাপনী প্রচার চালিয়ে ওই সেন্টারটি ব্যবসা করছিল বলে অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দপ্তরে। তার পরেই ওই সংস্থাকে কড়া চিঠি পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা করলে বা অবিলম্বে এই ধরনের বেআইনি কাজ বন্ধ না করলে, স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ করবে বলে চিঠিতে জানানো হয়েছে。 জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, ‘ওই সেন্টারকে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি তদন্ত করে দেখবে। স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা বরদাস্ত করা হবে না।’
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 17:01:09
Chinsurah, West Bengal:বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে সাত বছর আগে স্ত্রী ও নাবালক সন্তানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে বাবা,জেঠু ও জেঠিমা কে ১০ বছরের কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল চুঁচুড়া আদালত।মঙ্গলবার চুঁচুড়া আদালতের বিচারক পীযুষ কান্তি রায় দোষীদের সাজা ঘোষণা করেন। সাজা প্রাপ্তরা হলেন দীপক মণ্ডল,ধর্মরাজ মণ্ডল ও চন্দনা মণ্ডল। আদালত সূত্রে খবর ২০১৫ সালে মগড়া থানার বাসিন্দা দীপক মণ্ডলের সঙ্গে পাণ্ডুয়ার বৈঁচির বেবি মন্ডলের বিয়ে হয়।বিয়ের পর তাদের দুই সন্তান ও হয়। কিন্তু তারমধ্যেই বেবি জানতে পারে মেজ জায়ের সঙ্গে দীপকের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সেই নিয়েই অশান্তির জেরে বেবি কে শ্বশুরবাড়িতে মারধর করে।তারপরেই দুর্গাপুজোর সপ্তমীর দিন নাবালক দুই সন্তান কে নিয়ে গায়ে আগুন দেয় বেবি।স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়।কিন্তু সেখানে বেবি ও এক সন্তানের মৃত্যু হয়।একজন বেঁচে যায়।ওই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ বিষয়ে চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মামলায় মোট ২৫ জন স্বাক্ষী দিয়েছে।খুবই মর্মান্তিক ঘটনা।আদালত ন্যায় বিচার পেয়েছে।পুলিশ ও আদালত দারুন কাজ করেছে।মেয়ের হত্যার বিচার পেয়ে খুশি মৃতার পরিবার।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 17:00:54
Chinsurah, West Bengal:উচ্ছেদ করতে এসে পিছু হঠল রেল।হাওড়া বর্ধমান মেন শাখার বৈঁচি স্টেশন এর পাশে রেলের জায়গায় 130 টি পরিবারের বাস।কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় উচ্ছেদের।সময় চেয়ে বাসিন্দারা রেলের কাছে আবেদন করে।এরপর আজ স্থানীয় জেলা পরিষদের সদস্য মানষ মজুমদার স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে ধরনা অবস্থান শুরু করে।রেলের পক্ষ থেকে জেসিবি মেশিন নিয়ে আসা হয় বস্তি ভেঙে ফেলার জন্য।কিন্তু বাসিন্দাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় ওই মেশিন। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পান্ডুয়া থানার পুলিশ পৌঁছায়।জিআরপি আরপিএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে বাসিন্দাদের সঙ্গে কথা বলে।বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছেন তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য কিছুদিন সময় দিতে হবে।এরপর লিখিত আবেদনের ভিত্তিতে দুমাস সময় দেওয়া হয় বাসিন্দাদের।আপাতত উচ্ছেদ স্থগিত রাখে রেল。
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 16:32:37
Chinsurah, West Bengal:চন্দননগরে সুজন চক্রবর্তী, তৃনমূলের নেতারাই উস্কেছিল লগ্নজিতার মত যারা আরজি করের প্রতিবাদ করেছিল তাদের স্টেজ দেওয়া যাবে না। তাই তৃনমূলের নেতারা এমন সাহস পায়। আজকে পল্লব কীর্তনীয়ার ঘোষিত কর্মসূচীতে বাধা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আসলে বিজেপি এবং আরএসএস যেমন করে কন্ঠ রোধ করতে চায়। আমাদের রাজ্যের সরকার এবং শাসক দল গণতন্ত্রের কন্ঠ রোধ করতে চায় মুক্ত মনের স্বাধীনতার। কখনো মেনে নেওয়া যায় না। মৌলবাদ যখন প্রশ্রয় পায় তখন তার ভয়াবহ চেহারাটা কি হয় সেটা বাংলাদেশে দেখছি। ভারত সরকার এবং রাজ্যে তারা কি পদক্ষেপ না সেদিকে তাকিয়ে আছে সবাই। আর এই ঘটনা বিক্ষোভ হওয়া স্বাভাবিক বামপন্থীদেরাও বিক্ষোভ করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষের কি হবে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কাজ ভবিষ্যৎ এই সবটা সরে গিয়ে মন্দির মসজিদ চলছে। যেমন আরএসএসের রাজনীতি এটা সরাসরি বিজেপি করে আর এখানে ঘুরিয়ে পেঁচিয়ে করে তৃণমূল। তাহলে সেই রাজনীতির আবহাওয়াটা পশ্চিমবঙ্গে বাড়ছে এটা খুব দুর্ভাগ্যের। হুমায়ুন কোভিদ বলছে মসজিদ জাকির হোসেন বলছে মন্দির। মোটামুটি কথা মানুষের জীবন জীবিকা এসব বাদ। হরগোবিন্দ এবং চন্দন দাস নিশংস খুন হয়েছিল। পশ্চিমবঙ্গের সরকার দায়িত্ব পালন করতে পারেনি তাদের নিরাপত্তার। এটা পরিষ্কার। এই ধরনের ঘটনা ঘটলো কেন কাদের উস্কানিতে হলো। যারা অপরাধী অভিযুক্ত তারা শাস্তি পাবেন।
0
comment0
Report
BBBimal Basu
Dec 23, 2025 16:17:38
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 23, 2025 15:55:11
Kolkata, West Bengal:সুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স দ্বিতীয় পর্ব হর গোবিন্দ দাস এর স্ত্রী ও চন্দন দাস এর মা পারুল দাস , পরিবারের সদস্য উপস্থিত আছেন আমার সঙ্গে । আমরা এই রায়ে খুশি নই। যারা পশু কাটার যন্ত্র দিয়ে যারা বাড়ির ভিতর ঢুকে কুপিয়ে খুন করলো তাদের ফাঁসি চেয়েছিল গোটা ভারত বাসী গোটা পরিবার। এই রায় এর বিরুদ্ধে পরিবার যাবে উচ্চ আদালতে । আমরা ব্যবস্থা করব হাই কোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী দিয়ে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই জন্য। ফাঁসি কিভাবে হলো না এই কেসের । এই হত্যা লীলা ঘটানোর জন্য যারা দায়ী প্রথম যারা এসেছিল খুন করতে তাদের তিনজনকে পরিবারের তরফে চিহ্নিত করে দেওয়া হয়েছিল । এই পরিবারকে আসামি তিনজন আগে থেকেই টার্গেট করে রেখেছিল জমি সংক্রান্ত বিষয়ে । পুলিশ সিট সবাইকে একই দোষে দোষী দেখিয়েছিল । লক্ষ্য উদ্দেশ্য একটাই বাড়িতে ভাত খেতেন বদলে জেলে খাবেন । এদের বাঁচিয়ে রাখা পুলিশ এর লক্ষ্য । এই পরিবারের মত নেওয়ার জন্য আইনজীবী জয়ন্ত নারায়ন চৌধুরী ইতিমধ্যেই পাশে থাকার জন্য জানিয়েছেন। রায় নিয়ে পারুল দাস বলছেন আমি এদের ফাঁসি চাইছি ।
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 23, 2025 15:54:26
Nijuri, West Bengal:আজ থেকে শুরু হল শান্তিনিকেতন পৌষ মেলা। শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৫ সালের পৌষ মেলা ও পৌষ উৎসব। বুধবার সকাল সাড়ে সাতটায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয়। এই উপাসনায় সংগীত পরিবেশন করেন বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকারা। ভোর থেকেই সাদা পোশাকে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী ও আধিকারিকরা ছাতিমতলায় উপস্থিত হয়ে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপাসনা পর্বে শান্তিনিকেতনের ঐতিহ্য, ব্রাহ্ম ভাবধারা ও পৌষ উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিক ও বহু বিশিষ্ট ব্যক্তি। এবারের পৌষ মেলা ছয় দিনের। ২৮ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। পৌষ মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শান্তিনিকেতনে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। উৎসবের আবহে সাজানো শান্তিনিকেতন এখন কবিগুরুর চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 23, 2025 15:53:40
Asansol, West Bengal:কারখানায় নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যু। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধসল মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানাতে মঙ্গলবার নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শ্রমিক মারা গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচজন শ্রমিক এসবেস্টার বসানোর কাজ করছিলেন। তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন, বাইরে থেকে চুক্তি ভিত্তিতে এই কাজ করতে এসেছিলেন। মঙ্গলবার কাজ চলাকালীন হঠাৎ এসবেস্টার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত দুই শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের পরিচয় ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২) হিসেবে জানা গেছে। দু’জনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা। ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণ এর দাবিতে বিক্ষোভ হয়, তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। জানা গেছে, বুধবার কারখানার মালিকের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে এক কর্মী মহম্মদ খলিল জানান, দুর্ঘটনার সময় মোট পাঁচজন শ্রমিক এসবেস্টার বসানোর কাজে নিযুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যে এসবেস্টার সরবরাহ করেছিল তা নিম্নমানের হওয়ায় হঠাৎ ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি。
0
comment0
Report
NHNantu Hazra
Dec 23, 2025 14:19:53
Salt Lake City, Utah:Today Bidhan Nagar MP MLA came to the court BJP leader Nishit Pramnik. During the 2018 panchayat election, he came in the case of the murder of Trinamool leader Abu Mia in Gital Dahe of Sitai Assembly. আজ বিধান নগর এমপি এম এল এ কোর্টে আসেন বিজেপি নেতা নিশ্চিত প্রামাণিক।২০১৮ পঞ্চায়েত নির্বাচনের সময়ে সিতাই বিধানসভায় গীতাল দহে তৃণমূল নেতা আবু মিয়া খুনের ঘটনায় আসেন তিনি। এই প্রসঙ্গে নিশীথ বলেন.... একটা পুরনো কেস ছিল যেটা একেবারে ভিত্তিহীন কেস একটা রাজনৈতিক চক্রান্ত দিনহাটা কোর্টে এই কেসটা চলছিল। আজকে এই কোর্টে ডেট ছিল। ন nex t এর থেকে যেদিন তার ডেট থাকবে সেদিন কেই তাকে আসতে হবে। একেবারেই ভিত্তিহীন কেস আবু মার্ডার কেসে। যে কেসে সর্বশেষ নাম আমার রয়েছে প্রথমে যে চারসিট ছিল সেখানে আমার নাম ছিল না পরবর্তীতে পুলিশ প্রোপাগান্ডা করে আমার নাম ঢুকিয়েছে একেবারে মিথ্যা। এবং যে ধারায় দেওয়া হয়েছে সেই ধারায় আজ পর্যন্ত ভারতবর্ষের কারোর সাজা হয়েছে না। ********রাজগঞ্জ এর বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করলো হাই কোর্ট। প্রশান্ত বর্মনের যে বিষয়টা রয়েছে সেটা আপনারাও দেখছেন আমরাও দেখছি নিশ্চিত ভাবে ভারতবর্ষের আইন ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। উচ্চ আদালত যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাই। নিশ্চিতভাবে যেকোন কেসে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, সেখানে কে মন্ত্রী,কে এমএলএ, কে এমপি কে ব্যুরোকাস্ট সেটা দেখার বিষয় নয় আইন আইনের কাজ করে যাবে এখনো পর্যন্ত আমাদের আইনের উপর বিশ্বাস রেখে নির্দিষ্ট ডেটে কোর্টে আসতে হয়। একইভাবে যারা ব্যুরোকাস্ট রয়েছে তাদেরকে যাবো। পশ্চিমবঙ্গের সরকারি একজন ব্যুরোকাস্ট বলে আইনকে কিনে নেবে এটা হতে পারে না নিশ্চিতভাবে ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস আছে উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই। এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই বিষয়ে কিছু বলা উচিত নয় তবুও বলবো যে দোষী , আমরা যা দেখতে পারছি চোখে আইন ও সেটাকে দেখতে পারবে এবং সেই ফুটেজ থেকে শুরু করে বাদবাকি যে তথ্য প্রমাণ গুলো আছে সেগুলোকে খতিয়ে দেখে নিশ্চিত ভাবে যে দোষী তার সাজা হবে এটাই আমাদের কাম্য। ********হুমায়ন কবিরের নতুন দল কতটা প্রভাব ফেলবে ? এগুলো সবকিছুই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি, হুমায়ুন কবীরের জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকেই, সাধারণভাবে তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত যে প্ল্যানিং মাস্টার প্ল্যান এসব কিছুর পেছনে তৃণমূল রয়েছে তো স্বাভাবিকভাবেই হুমায়ুন কোভিদ এবং তৃণমূল কংগ্রেসকে আলাদাভাবে দেখছি না আমাদের কাছে হুমায়ুন যা তৃণমূল ও তাই। দিতে পারবে, বিজেপির সুবিধা তখনই হবে যখন একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হবে, বিজিবি সুবিধে তখনই হবে যখন মানুষ নির্ভয়ে বুথ কেন্দ্রে পৌঁছতে পারবে বিজেপি কোন রাজনৈতিক দলকে ভয় পায় না পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে কোনভাবেই দাঁড়াতে পারবে না। তৃণমূল কংগ্রেসে এখন যারা রয়েছে তারা স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজস্ব দোকান খুলে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে রয়েছে। এরা তো একই কয়েনের এপিঠ ওপিট হুমায়ুন যা বলছে মমতা ও তাই বলছে এমন ভাব দেখাচ্ছেন যেন নিজেরাই নিজেদের চেনেন না। কিন্তু এরা একই কয়েনের এপিট ওপিট। বহু নতুন দল তৈরি হয়েছে নির্বাচনের আগে তৈরি হয় নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে এই নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণ করবার অধিকার আছে আমরা স্বাগত জানাই۔
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 23, 2025 14:19:35
Chinsurah, West Bengal:তারকেশ্বরের সমবায় নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই! সমবায় নির্বাচনের মনোনয়ন পত্র তোলা ও জমা কে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ফের টিকিট পেলে তৃণমূলের লোকেরাই হারিয়ে দেবে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়কে বিস্ফোরক তৃণমূল পঞ্চায়েত সদস্য。 তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গিয়েছিল তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা স্টেশন পট্টি সমবায় সমিতির নির্বাচন।প্রায় মাস দশেক আগে এক তরফা নির্বাচন করে বোর্ড গঠন করেন বিধায়ক রামেন্দু সিংহরায় ঘনিষ্ঠরা।সেই সময় মনোয়ন পর্ব সমবায়ের অনেক দূরে করা হয়েছিল এই অভিযোগে আদালতের দ্বারস্ত হয় রামেন্দু সিংরায় বিরুদ্ধ গোষ্ঠী。 এর পরই আদালতের নির্দেশে বিশাল পুলিশি বাহিনী মোতায়েন করে এবং সমবায় সমিতির ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করে আজ মনোয়ন পর্বের প্রক্রিয়া শুরু হয় দুপুর ১২ টা থেকে。 আজ তৃণমূলের দুই গোষ্ঠীই মনোয়ন পত্র তোলা এবং জমা দেওয়ার কর্মসূচিতে অংশ গ্রহন করে。 রামেন্দু সিংরায়ের বিরূদ্ধ গোষ্ঠী বলে পরিচিত তারকেশ্বর নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সাইদুল বলেন, বিধায়ক এলাকায় বিজেপিকে গোষ্ঠী তৈরি করে রেখেছে।বিজেপি কে নিয়েই বোর্ড গঠন করেছিল।আজ আবার আদালতের রায়ে ভোট পর্ব শুরু হয়েছে।তাদের পক্ষ থেকে ১১ জনের বেশি মনোনয়ন জমা দেন।তবে বিধায়ক রামেন্দু সিংহরায় আবার বিধান সভায় টিকিট পেলে তৃণমূল কর্মীরা বুঝিয়ে দেবে।তৃণমল ই ওকে হারিয়ে দেবে。 পাল্টা রামেন্দু সিংরায় গোষ্ঠীর মনোনয়ন জমা দেন ১১ জন প্রার্থী।প্রাক্তন সমবায় সমিতির সভাপতি তথা রামেন্দু সিংরায় গোষ্ঠীর সদস্য মুন্সি হাফিজুল বলেন, ওরা তৃণমূলের কেউ নয়।আমরা বোর্ড গঠন করেছিলাম তার পরও ওরা আদালতে গিয়ে পুনরায় ভোট করাচ্ছে。 তৃণমূলেরactorতারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংরায় বলেন, তৃণমূলের তরফ থেকে ১১ জন মনোনয়ন জমা দিয়েছে বাকি কারা জমা দিয়েছে সে বিষয়ে কিছু মন্তব্য করবো না। যে বা যারা বিধায়কের বিরুদ্ধে কথা বলছে মানুষ তার উত্তর দেবে।দলের বিরুদ্ধে গিয়ে কেউ দল বিরোধী কাজ করলে দলীয় নেতৃত্ব কে জানানো হবে。 আদালতের নির্দেশে আজ কাল নমিনেশন জমা ও তোলার দিন ধার্য করে ১৮ ই জানুয়ারি ভোটের দিন ধার্য করেছে আদালত।৯ টি আসন প্রতিদ্বন্দ্বীতা হবে পরিচালনা সমিতির বোর্ড গঠনে, ভোটার সংখ্যা ৮৯৬ জন。
0
comment0
Report
christmas
Advertisement
Back to top