Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

खड़गपुर स्टेशन पर जीआरपी सुरक्षा कड़ी, तीनस्तरीय सुरक्षा व्यवस्था लागू

EGE GOPI
Jan 22, 2026 14:30:39
Kharagpur, West Bengal
খড়্গপুর স্টেশনে যাত্রী সুরক্ষায় জিআরপির কড়া নজরদারি, চালু তিনস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা খড়্গপুর: যাত্রী স্বার্থ ও সুরক্ষা বলয়কে অটুট রাখতে খড়্গपूर রেলওয়ে স্টেশনকে জিআরপি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্ল্যাটফর্মে বাড়ানো হয়েছে জিআরপির উপস্থিতি। চলছে কড়া নজরদারি, ব্যাগ চেকিং ও মেটাল ডিটেক্টর সার্চিং এর পাশাপাশি বোম স্কোয়াড ও ডগ স্নিফার দিয়ে চললো তল্লাশি!!!যাত্রীদের পাশাপাশি ট্রেনের কামরাগুলিতেও চলছে তল্লাশি অভিযান। স্টেশন চত্বরে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জিআরপি বাহিনী। ব্যাগ স্ক্যানিং, মেটাল ডিটেক্টর গেট এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে যাত্রীদের চেকিং করা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে স্টেশনেই। জিআরপি সূত্রে জানা গেছে, আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং স্টেশন ও স্টেশন চত্বরকে নিরাপদ রাখতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। বাড়তি ভিড়ের সময় বিশেষ নজরদারি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। নিরাপত্তার এই কড়াকড়িতে যাত্রী মহলেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, কোনো পরিস্থিতিকে গুরুত্বের বাইরে রাখা হবে না।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Jan 22, 2026 16:07:13
Chinsurah, West Bengal:সাতশ বছরের প্রাচীন মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্ক,চুঁচুড়া ষন্ডেশ্বরতলায় বন দপ্তর গিয়ে বলল জরিমানা হবে।বিজেপি করল গাছ বাঁচানোর আবেদন,তৃনমূল বলল ওরা সবেতেই রাজনীতি খোঁজে。 চুঁচুড়া গঙ্গার পারে ষন্ডেশ্বর মন্দিরের পাশে একটি সাতশ বছরের প্রাচীন মেহগনি গাছ রয়েছে।গাজনের সময় হর পার্বতীর বিয়ে হয় এই গাছের তলায়।এই গাছকেও পুজো করা হয়।স্থানীয়রা লীলাবতী।সেই গাছের সঙ্গে স্থানীয়দের আগেব জরিত。 গাছের মোটা মোটা ডাল কাটা হচ্ছে জানতে পেরে বিজেপির একটি দল সেখানে হাজির হয়।খবর পেয়ে বন দপ্তর পৌঁছায়。 বিজেপি নেতা সুবীর নাগ বলেন,গাছটিকে কেন্দ্র করে মানুষের আবেগ জড়িত রয়েছে।প্রাচীন এই গাছটিকে কেটে ধ্বংস করা হচ্ছে।প্রাচীন চুঁচুড়া শহরের ষন্ডেশ্বর মন্দিরের একটি পরিচিতিও এই গাছ।আমরা বনদপ্তরের সময় কথা বলেছি।এভাবে কোন গাছ কাটা যায় না তারা বলেছেন।মন্দির কমিটি সঠিক অনুমতি নিতে নয়নি।স্থানীয় কাউন্সিলর জন প্রতিনিধিদের কাছ থেকে অনুমতি নিয়েছেন।তারা তো অনুমতি দেওয়ার কেউ নন।তাই আমরা গাছ কাটা বন্ধ রাখতে বলেছি。 গাছটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই আবেদন আমরা বনদপ্তরের কাছে করেছি。 মন্দির কমিটির কোষাধক্ষ্য সুশান্ত রায় চৌধুরী বলেন, গাছটা প্রাচীন তাই ভিতরে ফোঁপড়া হয়ে গেছে অনেক জায়গায় হঠাৎ করে ডাল ভেঙে পরছে।অনেক মানুষের বিপদ হতে পারে এই কথা চিন্তা করেই গাছ কাটা হচ্ছে।গাছ নাCutলে বড় বিপদ ঘটতে পারে।গাছ কাটার জন্য তৃনমূল কাউন্সির ভাইস চেয়ারম্যানকে আমরা জানিয়েছি。 চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ওই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা বলেন,মন্দির কমিটি আমাকে জানিয়েছিল।বিগত দিনের যে ঝড় হয়েছে তাতে গাছেরঐ লোকটার নাম কি মন্দির কমিটি ডাল ভেঙে পড়ে।ওই গাছের ডাল কাটার জন্য হয়তো বনদপ্তরে কোন অনুমতি নেওয়া হয়নি।কিন্তু মানুষের কথা ভেবে আমরা বলেছিলাম।বিজেপি সব জিনিসে রাজনীতি করে。 বনদপ্তরের আধিকারিক প্রদীপ কুমার পারুই বলেন,যে কোন গাছ কাটতে গেলেই বনদপ্তর এর নিয়ম মানতে হয়।গাছ ছাঁটার জন্য বনদপ্তর একটা অনুমতি দেয় কিন্তু তার একটা নির্দিষ্ট মাপ আছে।এই নিয়মটা ওনাদের জানিয়ে দেওয়া হয়েছে।আমরা ছবি তুলে নিয়ে গেলাম।আমাদের সিডিউল বুক আছে সেটার রেঞ্জার সাহেব দেখে ঠিক করবেন জরিমানার বিষয়ে。
0
comment0
Report
CDChampak Dutta
Jan 22, 2026 16:06:50
Kaji Chak, West Bengal:গতকাল আশা কর্মীদের মারধর, হেনস্থা এবং SIR এর হেয়ারিংয়ে বিডিও অফিসে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ তুলে ঘাটালে মিছিল করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। গতকাল আশা কর্মীদের মারধর হেনস্তা, গ্রেফতারের প্রতিবাদে এবং SIR হেয়ারিংয়ের জন্য বিডিও অফিসে ডাটা অপারেটার না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করছো কেন? মমতা ব্যানার্জির জবাব দাও। এমনই অভিযোগ তুলে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে মিছিল করে ঘাটালের ঘড়ি মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। এদের দাবি কেন আশা কর্মীদের উপর পুলিশি হেনস্থা অত্যাচার করা হলো মুখ্যমন্ত্রী জবাব দাও।
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 16:05:54
:ইন্দুবালা দাস গ্রেফতার হতেই বিস্ফোরক বাম নেতৃত্ব, নন্দীগ্রামের আন্দোলনকে ‘বাম বিরোধী চক্রান্ত’ বললেন পরিতোষ মণ্ডল। যা নিয়ে ফের রাজনৈতিক জল্পনা তুঙ্গে। যদিও শুভেন্দু অধিকারী এই গ্রেফতার নিয়ে অন্য কথা বলছেন। নন্দীগ্রামের ২০০৭ সালের আলোচিত গ্যাংরেপ মামলাকে ফের মিথ্যে মামলা বলে দাবি করল বামফ্রন্ট। সিআইডির হাতে মামলার মূল সাক্ষী ইন্দুবলা দাস গ্রেফতার হওয়ার পর এই মন্তব্য করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ মণ্ডল। তিনি বলেন, ওই সময় আমরা বারেবারে বলেছিলাম-বিজেপি, তৃণমূল ও মাওবাদী সব অসুভ শক্তি এক হয়ে সিপিআইএমের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। শয়ে শয়ে মিথ্যে মামলার মধ্যে এটিও একটি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাজানো মামলার সত্যতা সময়ের সঙ্গে প্রকাশ্যে এসেছে। এখন দেখা যাচ্ছে যারা বামেদের বিরুদ্ধে ছিলেন তারা অর্থাৎ তৃণমূল বিজেপি এখন দলাদলির মাঝখানে একে অপরের দিকে দোষ ছুড়তে শুরু করেছেন। যা বামেদের প্রতিবাদ যে তখন সঠিক ছিল প্রমাণ তা এখন প্রমাণ পাচ্ছে। এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল নন্দীগ্রামে। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন হিন্দু দાસ তাকে আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি আশা করি উনি বেল পেয়ে যাবেন। উনি আমাদের লোক আমাদের সাথেই থাকবেন। যারা প্রেস মিট করেছিল মূর্খগুলো নন্দীগ্রাম আন্দোলন কি জিনিস জানে না।। সাক্ষী না দেওয়ার জন্য ওয়ারেন্ট হয়েছিল সব ঠিক হয়ে যাবে। বাইট পরিতোষ মন্ডল জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিপিআইএম। বাইট শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 22, 2026 16:05:13
Kolkata, West Bengal:২০-৬-২০২৪ এর নির্বাচনের আগে চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়কে হাতিয়ার করে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে "চাকরি চায় বাংলা" নামে নতুন কর্মসূচির আয়োজন করা হলো। আগামী দশ দিন ধরে গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি মাধ্যমে একটি পোস্টকার্ড তৈরি করা হয়েছে। পোস্ট কার্ডে মুখ্যমন্ত্রীর নামে নবান্নের ঠিকানা দেওয়া রয়েছে। এইরকম ১০ লক্ষ পোস্ট কার্ড ছাপানো হয়েছে। গোটা রাজ্য ব্যাপী বিজেপির যুব মোর্চার কর্মীরা যুবক যুবতীদের কাছে পৌঁছাবেন এবং তাদেরকে সই করিয়ে নবান্নের ঠিকানায় এই পোস্ট কার্ড পাঠানো হবে। এদিন ন্যাশনাল লাইব্রেরীতে এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 22, 2026 16:04:06
Salt Lake City, Utah:Connectec - UEM Technical Bonza - 2026 was held at UEM (University of Engineering and Management) Newtown Campus. Around 600 students from Class 8 to Class 12 participated in this programme. কানেকটেক - ইউইএম টেকনিক্যাল বোনজা - ২০২৬ অনুষ্ঠিত হলো UEM (ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট) নিউটাউন ক্যাম্পাসে।প্রায় ৬০০ স্টুডেন্ট ক্লাস ৮ থেকে ক্লাস ১২ পর্যন্ত এই প্রোগ্রামে অংশগ্রহণ করে।৪০ টির ও বেশি স্কুল অংশগ্রহণ করে। এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরেন। দেশের শীর্ষস্থানীয় জাতীয় স্তরের প্রযুক্তিগত বোনানজা - কানেকটেক - যা প্রকৌশল ও ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় (ইউইএম), কলকাতার দ্বারা আয়োজিত সমগ্র ভারত জুড়ে প্রযুক্তিগত প্রতিযোগিতায় সর্বাধিক অংশগ্রহণ করে। জানুয়ারী ২০২৬-এ UEM কলকাতা ক্যাম্পাসে অনুষ্ঠিত হল। প্রতিযোগিতাটি রাজ্য জুড়ে বিভিন্ন স্কুল ছাত্রদের বিভিন্ন প্রযুক্তিগত প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে এবং সেরা পারফরম্যান্স সহ স্কুলগুলির জন্য চ্যাম্পিয়নস ও রানার্স-আপ ট্রফি জেতার সাথে বিভিন্ন পুরস্কার (আর্থিক পুরস্কার এবং ট্রফি) থাকছে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন শ্রী সব্যসাচী চক্রবর্তী, প্রখ্যাত ভারতীয় অভিনেতা থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে তার বিশিষ্ট কাজের জন্য বিখ্যাত। এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। , মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সজল দাশগুপ্ত, UEM, কলকাতা, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. বিশ্বজয় চ্যাটার্জি, UEM, জয়পুর, মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সত্যজিৎ চক্রবর্তী, UEM, কলকাতা | জয়পুর, এবং শিল্পের অনেক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 22, 2026 15:00:46
0
comment0
Report
CDChampak Dutta
Jan 22, 2026 13:46:48
:লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ ভৌমিক! সরকারি মেলায় গান করতে এসে হেনস্তার মুখে সংগীত শিল্পী। "আর কত শিল্পীর অপমান দেখবে বাংলা?" সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে প্রশ্ন বিজেপির। মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজमेंट ইউনিটের আয়োজিত সেই মেলাতেই গীতাঞ্জলি মুক্তমঞ্চে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংগীত শিল্পী স্নিগ্ধজিত ভৌমিক। নিজের গান পরিবেশন করতে করতেই মঞ্চএর নিচে নেমে ফ্যানদের সাথে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ সেই সময় কেউ একজন ধাক্কা মেরে তাকে মঞ্চে ফেরত যেতে বলে। আর এতেই বেজায় ক্ষুব্ধ হন স্নিগ্ধজিৎ। মঞ্চে ফেরত এসে এই গোটা ঘটনার কড়া নিন্দাও করতে শোনা যায় স্নিগ্ধজিৎ কে। সেই ভিডিও ভাইরাল। ভাইরাল ভিডিও পোস্ট করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপির প্রশ্ন, এই রাজ্যে কি আদেও নিরাপদ শিল্পীরা। যদিও শাসক দল তৃণমূলের দাবি, স্নিগ্ধজিতের নিরাপত্তা জনিত কারণে তাকে সরিয়ে দেওয়া হতে পারে মঞ্চের নিচে থেকে। শিল্পীর হেনস্তাকেও সমর্থন করে না বলেও দাবি করেছেন তারা। রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, মেদিনীপুরে সংগীত শিল্পীকে হেনস্থার অভিযোগ কে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
0
comment0
Report
PDPradyut Das
Jan 22, 2026 13:22:32
Jalpaiguri, West Bengal:আশা কর্মীদের ওপর পুলিশের অভব্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদে আশা কর্মীরা জলপাইগুড়ি কোتوয়ালি থানায় বিক্ষোভে শামিল। আশা কর্মীদের ওপর পুলিশের অভব্য আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বামপন্থী আশা কর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্তব্যরত অবস্থায় আশা কর্মীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়। এদিন থানার সামনে জড়ো হয়ে তাঁরা স্লোগান দেন এবং ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি, আশা কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি ওঠে।
0
comment0
Report
CDChittaranjan Das
Jan 22, 2026 12:47:58
Durgapur, West Bengal:বকেয়া মজুরির দাবিতে উত্তাল কারখানা চত্বর। বুধবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার জাঠগড়িয়া পেপার মিলের gate-র সামনে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভে ফেটে পড়े শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে প্রতিবাদ, যার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। এদিন সকাল থেকেই একাধিক শ্রমিক কারখানার প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, প্রায় আড়াই মাস ধরে তাঁদের মজুরি দেওয়া হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি ঠিকাদার বদল হওয়ায় কোনও পূর্ব নোটিস ছাড়াই তাঁদের কাজ থেকেও বসিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা, এমনই অভিযোগ শ্রমিকদের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ন্যায্য দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান। শ্রমিক সংগঠনের এই আশ্বাসে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিক্ষোভকারী শ্রমিক সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত তাঁদের বকেয়া মজুরি মেটানো না হলে এবং পুনরায় কাজে ফেরানোর ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মা মাটি মানুষের সরকার শ্রমিকদের পাশে আছে। সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। তারপরেও যদি আড়াই মাস ধরে মজুরি না দেওয়া হয় শ্রমিকদের তাহলে তো সমস্যা হবেই। তবে কেন দেওয়া হচ্ছে না মজুরি সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি। যদিও এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চায় নি কারখানা কর্তৃপক্ষ।
0
comment0
Report
BBBimal Basu
Jan 22, 2026 12:33:52
Basirhat, West Bengal:আশা কর্মীদের হেনস্থা ও আটকে রাখার ঘটনার প্রতিবাদ জানাতে মিনাখাঁয় আশা কর্মীরা বিক্ষোভ। গতকাল একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান ডাক দেওয়া হয়েছিল আশা কর্মীদের। সেই স্বাস্থ্য ভবন অভিযানে যাতে আশা কর্মীরা যেতে না পারে তার জন্য মিনাখাঁও আশাকর্মীদের কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার বাধা দেয়া হয়; তাদের দীর্ঘক্ষণ থানায় আটকে রাখা হয়। পাশাপাশি যে সব আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিল তাদেরকে নানান রকম ভাবে হেনস্তা করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে থানার সামনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ জানায় আশাকর্মীরা।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 22, 2026 12:33:29
Salt Lake City, Utah: The tension surrounding the Asha workers' raid on the health building, the police started arresting them before they entered the health building. আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, স্বাস্থ্য ভবনে ঢোকার আগেই পুলিশ ধরপাকড় শুরু করে। আশা কর্মীদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৫০০০ টাকা, ***ইন্সেন্টিভ সহ সমস্ত বকেয়া প্রদান ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ, ***সরকারি ছুটি যেগুলো আছে সেই ছুটি দিতে হবে। ***কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। এই দাবী নিয়ে তাদের স্বাস্থ্য আধিকারিকদের সাথে বৈঠক হওয়ার কথা। কিন্তু তার আগেই দেখা যায় বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য ভবন ঘিরে ফেলে। এর পর আশা কর্মীরা আসতে শুরু করলেই তাদের আটক করা হয়।
0
comment0
Report
STSrikanta Thakur
Jan 22, 2026 12:32:14
Dinajpur, Rangpur Division:বুনিয়াদপুরে ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর: জেলা সফরের প্রথম দিনেই বুনিয়াদপুরে রাজনৈতিক আক্রমণে ঝাঁঝ বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। বুনিয়াদপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’য় প্রকাশ্য সমাবেশে তিনি আগামী বিধানসভা নির্বাচনে হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। সমাবেশ থেকে হরিরামপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সুকান্ত। খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন কাটিং লিফলেট আকারে ছাপিয়ে বিজেপির তরফে চার্জশিট প্রকাশ করা হয়। রেল প্রকল্প ও রেলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম ইস্যু হবে বলেও জানান তিনি। রাজ্য monarch মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “অগ্নিকন্যা থেকে এখন তিনি ঘুগনি কন্যায় রূপান্তরিত হয়েছে।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “একমাত্র বিজেপিই পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করাতে।” তাঁর দাবি, ইডির ভয়ে অভিষেক কলকাতা ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও সুকান্ত মজুমদার বলেন, এসআইআর প্রক্রিয়া পিছিয়ে গেলে রাজ্যে ভোট প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে। এমনকি প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সভা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়。
0
comment0
Report
BSBhabananda Singha
Jan 22, 2026 12:31:00
Dinajpur, Rangpur Division:২২ জানুয়ারি স্ত্রীর SIR হেয়ারিং নোটিশ পাওয়ার পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী চান্দু সরকার। ভিন রাজ্যের শ্রমিক চান্দুর বয়স আনুমানিক ৫১। বাড়ি ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের মুরালি পুকুর গ্রাম। স্ত্রী জিন্নাতুন বিবির SIR হেয়ারিং নোটিশ পাওয়ায় বৃহস্পতিবার হেয়ারিং যাওয়ার কথা ইটাহার হাই স্কুলের ক্যাম্পে। ইতি মধ্যে সকাল থেকে চান্দু government কে বাড়িতে না দেখতে পাওয়ায় বাড়ি থেকে ডিল ছোরা দুরত্বে বাগানে চান্দু সরকারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদার দাবি SIR-এ স্ত্রীর নোটিশ পাওয়ায় ভাই আতঙ্কে আত্মহত্যা করেছে। মৃত্যুর ঘটনার পর ইটাহার হাইস্কুলে হেয়ারিং ক্যাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। ভাংচুর চালানো হয় চেয়ার টেবিলে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় হেয়ারিং। ঘটনাস্থলে আসেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, সহ জেলায় উচ্চ পর্যায়ের অফিসারসহ বিশাল পুলিশ বাহিনি। এদিন মৃত দেহ নিয়ে সাধারণ মানুষ ইটাহারের চৌরাস্তায় ১২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। সামিল হন বিধায়ক মোশারফ হোসেনও। সবমিলিয়ে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক ও ইটাহার হাইস্কুলে হেয়ারিং ক্যাম্প চালু হয়। বিধায়ক মোশারফ হোসেন এই বিষয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে দোষারোপ করেন। অন্য দিকে মৃতের কাকার দাবি তৃণমূল ও বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রান করছে।
0
comment0
Report
Advertisement
Back to top