Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

घाटाल मास्टर प्लान के तहत शिलाबती नदी के पूर्व तट पर कंक्रीट जलघेरी बांध बनेंगे

CDChampak Dutta
Nov 10, 2025 04:18:42
Kaji Chak, West Bengal
ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল পৌর এলাকা থেকে হরিশপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার শিলাবতী নদীর পূর্ব পাড়ে তৈরি হবে কংক্রিটের জলঝ 거รี่ বাঁধ। বন্যার সময় এই বাঁধের ফলে উপকৃত হবে ঘাটালের ৮১ মৌজা ও দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। সেই বাঁধের হরিসিংহপুর, প্রতাপপুর সহ হরিশপুর খেয়াঘাট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সেচ দপ্তরের আধিকারিক উত্তম হাজরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শংকর দোলাই, ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর সহ প্রশাসনের আধিকারিকরা।
11
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Nov 10, 2025 05:34:42
Ranaghat, West Bengal:স্যারের আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটে নদীয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম পরিবারের কারোর নাম নেই সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন বর্তমানে এলাকায় সবজির ব্যবসা করতেন এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপাড় সেখানেই আতঙ্কে ছিলেন তিনি। ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন বর্তমানে তার দুই সন্তান রয়েছে। বিএলও তার বাড়িতে এস আই আর এর ফরম দেওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকেন তার কি হবে এর পরই আজ সকালে মারা যান তিনি। এস আই আর এর কারণেই মারা যান বলে পরিবার সূত্রে দাবি। এলাকায় শোকের ছায়া
2
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 05:33:39
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সম্প্রতি পড়ে গিয়ে কোমড়ে চোট পেয়ে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ। এখনও কোমরে বেল্ট পরা থাকলেও হাসপাতাল থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন সাংসদ। আজ ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দিতে এসে সাংসদ বলেন, জলপাইগুড়ি মেডিকেলে অনেক ভালো ভালো চিকিৎসক এসেছেন। আগে জলপাইগুড়ি সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ উঠত। এখন সেই অভিযোগ অনেক কমে গিয়েছে। রেফারও কমেছে। তবে মেডিকেলের পূর্ণাঙ্গ পরিষেবা পেতে যে পরিকাঠামো দরকার, তার এখনও কিছুটা খামতি রয়েছে। সম্পূর্ণ পরিকাঠামো গড়ে তুলতে আরও কিছুটা সময় লাগবে।
1
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 10, 2025 05:33:21
Kolkata, West Bengal:২৬ এর নির্বাচনে এবার বিজেপির ভরসা ভিন্ন রাজ্যের সংগঠক। এক দু জন নয় এরাজ্যে আসছেন ভিন রাজ্যের ১২ জন সাংগঠনিক সাধারণ সম্পাদক পরিকল্পনা দিল্লির। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফে বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে সারা রাজ্যে ১২ টা বিশেষ কার্যালয় ও যোগাযোগ কেন্দ্র তৈরি করা হবে। মূলত জেলায় জেলায় কেন্দ্রীয় নেতারা যখন যাবেন তখন এই কার্যালয়ে হবে বৈঠক। এই বারটি বিশেষ কার্যালয়ে বা যোগাযোগ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ভিন রাজ্য থেকে আসা ১২ জন সাংগঠনিক সাধারণ সম্পাদক। লোকসভা কেন্দ্র ভাগ করে সেগুলির দায়িত্ব দেওয়া হবে ভিন রাজ্যের সংগঠকদের… সূত্রের খবর উত্তরাখণ্ড দিল্লি মহারাষ্ট্র ঝাড়খণ্ড গুজরাট ত্রিপুরা
2
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 10, 2025 05:16:41
4
comment0
Report
ASAyan Sharma
Nov 10, 2025 04:49:01
7
comment0
Report
MDMritunjay Das
Nov 10, 2025 04:48:51
Bankura, West Bengal:SIR সহায়তা কেন্দ্রে গিয়ে ছেলেদের ডান্ডা এবং মেয়েদের ঝাঁটা ও বঁটি দিয়ে ভোট কেন্দ্র আগলানোর নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের,বিধায়কের জামানত বাজেয়াপ্ত হবে কটাক্ষ তৃণমূলের চলছে নির্বাচন কমিশনের প্রক্রিয়া এস آئی আর। এই এস.আই.আর নিয়ে দিকে দিকে অনেক বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ফর্ম বিলি তো কোথাও বি.এল.ও দের শাসকদলের কর্মীদের চমকানি ধমকানি。 প্রসঙ্গত বাঁকুড়া ১নং ব্লকের অন্তর্গত ঝরিয়া গ্রামে একটি এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির ৪ নম্বর মণ্ডলের তরফ থেকে।সেখানে গিয়ে উপস্থিত হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেই সহায়তা কেন্দ্রে এনুমারেশন ফিলাপ করার পাশাপাশি,গ্রামের মহিলা ও পুরুষদের উদ্দেশ্যে দিলেন নিদান। বিধায়ক বলেন 'ভোটের দিনে যদি কোন তৃণমূলের ভূত ভোট লুট করতে আসে ছেলেরা মোটা ডান্ডা ও মেয়েরা ঝাঁটা এবং আঁশবোটি নিয়ে তা প্রতিহত করবেন'। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তার নিজের বক্তব্যেই অনড় থাকেন। বিজেপি বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল শিবির, তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী ব্যানার্জি জানান, বিজেপি দলের এটাই কালচার তাই গ্রামের মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলছে। বিগত ভোট গুলোতে বিজেপি গোহারা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে আর খুঁজে পাওয়া যাবে না。 বিষয় যাই হোক না কেন নির্বাচন কমিশনের سرا পশ্চিমবঙ্গ ব্যাপী এই এস.আই.আরের প্রক্রিয়া শুরু থেকেই উত্তপ্ত। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে রাজনৈতিক উত্তাপ আরো কতটা বৃদ্ধি পায় সেটাই এখন দেখার বিষয়。 স্টেজ স্পিচ:- নীলাদ্রিশেখর দানা (বিজেপি বিধায়ক, বাঁকুড়া) বাইট:- ১)নীলাদ্রি শেখর দানা (বিজেপি বিধায়ক,বাঁকুড়া) ২)শিবাজী ব্যানার্জি (তৃণমূল শহর সভাপতি, বাঁকুড়া)
10
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 04:45:43
9
comment0
Report
ABArup Basak
Nov 10, 2025 04:45:29
Mal Bazar, West Bengal:মালবাজার মহকুমার মেটেলি ব্লকে ফের হাতির উপদ্রব। ধান পাকতে শুরু করায় প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির পাল। রাতে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মার্করাপাড়া এলাকায় ধানক্ষেতে তাণ্ডব চালায় একদল হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানঝোড়া জঙ্গল থেকে হাতির একটি পাল বেরিয়ে এসে উত্তর ধূপঝোড়ার ধানখেতে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ ধরে খেতে ঘুরে ঘুরে ধান খায় হাতিরা। এরপর এলাকার কৃষকরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে খবর যায় বন দপ্তরে। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে আবার জঙ্গলে ফেরায়। কৃষকদের দাবি,প্রায়ই হাতির দল ধানখেতে ঢুকে পড়ছে। ফলে প্রচুর ক্ষতি হচ্ছে। সরকার যদি ক্ষতিপূরণ দেয়, তাহলে কিছুটা স্বস্তি পাবো।” খুনিয়া বন দপ্তর সুত্রে জানা গেছে “রাতেই হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে。”
7
comment0
Report
MMManoranjan Mishra
Nov 10, 2025 04:45:12
Purulia, West Bengal:পুরুলিয়া : তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে BLO হিসেবে নিয়োগ করায় বিতর্ক তৈরি হয় পুরুলিয়ার বরাবাজার ব্লকের তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের ৯১ নম্বর বুথে । অভিযোগ, বান্দোয়ান বিধানসভার বরাবাজার ব্লকের ধডাঙ্গা গ্রামের বাসিন্দা তথা গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক বাউরিলাল মুর্মু। তিনিই আবার তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর তাকেই দেওয়া হয়েছিলো BLO এর দায়িত্ব। ঘটনা জানাজানি হতেই বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের খবর পেয়েই BLO তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাউরিলাল মুর্মু লিখিত আবেদন জানিয়ে সেই দায়িত্ব থেকে সরে আসেন। বাইট : ১) নিশাপ্রতি মাহাতো (স্থানীয় বিজেপি নেতা) ২) বাউরীলাল মুর্মু ( তৃণমূল পঞ্চায়েত সদস্য) ৩) রাজীব লোচন সরেন (তৃণমূল বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি)
9
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 04:18:56
13
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 02:03:53
14
comment0
Report
CDChampak Dutta
Nov 10, 2025 01:02:35
Kaji Chak, West Bengal:আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো এবং ই রিক্সা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। কোনটি টোটো এবং কোনটি ই- রিকশা সেটা নেই ধন্দ্বে পড়েছিল টোটো চালকদের। সমস্যায় পড়েছিল রেজিস্টেশন করাতে। এবার সেইসব টোটো চালকদের শঙ্কা দূর করতে মেদিনীপুর শহর ই-রিক্সা অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে মেদিনীপুর শহরের টোটো চালকদেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল রবিবার রাত্রে বিদ্যাসাগর হলে। সেখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় কোনটাকে টোটো বলা হচ্ছে আর কোনটাকে ই রিকশা বলা হচ্ছে। সেই সঙ্গে আবেদন করা হয় যাতে সবাই ৩০ শে নভেম্বরের মধ্যে তাদের টোটো এবং ই রিক্সা যেন রেজিস্ট্রেশন করিয়ে নেয়। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে একটা আলোচনা চলছে যাতে insurance করার জন্য যেন ছয় মাস সময় দেওয়া হয়। কারণ ইন্সুরেন্স করতে গেলে একটি মোটা অংকের টাকা দিতে হবে যা টোটো চালকদের পক্ষে একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে সবাইকে ইন্সুরেন্স করার জন্য আবেদন রাখা হয়েছে তার কারণ যেহেতু যাত্রীবাহী টোটো, কোন দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে উপকৃত হবে টোটো চালকরাই। এদিন আলোচনা সভায় ছিলেন ইউনিয়নের সভাপতি সুমন আঁশ ছাড়াও ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলি পার্থ ঘনা সহ অন্যান্যরা।
14
comment0
Report
Advertisement
Back to top