Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
BJP अब 12 अन्य राज्यों के संगठन सचिवों के साथ चुनावी रणनीति मजबूत करेगी
MCMoumita Chakraborty
Nov 10, 2025 05:33:21
Kolkata, West Bengal
২৬ এর নির্বাচনে এবার বিজেপির ভরসা ভিন্ন রাজ্যের সংগঠক। এক দু জন নয় এরাজ্যে আসছেন ভিন রাজ্যের ১২ জন সাংগঠনিক সাধারণ সম্পাদক পরিকল্পনা দিল্লির। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফে বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে সারা রাজ্যে ১২ টা বিশেষ কার্যালয় ও যোগাযোগ কেন্দ্র তৈরি করা হবে। মূলত জেলায় জেলায় কেন্দ্রীয় নেতারা যখন যাবেন তখন এই কার্যালয়ে হবে বৈঠক। এই বারটি বিশেষ কার্যালয়ে বা যোগাযোগ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ভিন রাজ্য থেকে আসা ১২ জন সাংগঠনিক সাধারণ সম্পাদক। লোকসভা কেন্দ্র ভাগ করে সেগুলির দায়িত্ব দেওয়া হবে ভিন রাজ্যের সংগঠকদের… সূত্রের খবর উত্তরাখণ্ড দিল্লি মহারাষ্ট্র ঝাড়খণ্ড গুজরাট ত্রিপুরা
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Nov 10, 2025 07:05:46
Mal Bazar, West Bengal:এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় নেবে”—চালসায় মন্তব্য বিপ্লব দেবের... পশ্চিমবঙ্গে মানুষ তৃণমূল কংগ্রেসের শাসন থেকে মুক্তি চাইছে— এমনই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্বাচন কমিশনারের ভূমিকা নিতে চাইছেন, অথচ আইনশৃঙ্খলা বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রবিবার রাতে কোচবিহার থেকে চালসার এক বিলাসবহুল হোটেলে রাত্রিযাপন করেন বিপ্লব দেব। সোমবার সকালে মাটিয়ালি ব্লকের বিজেপি কর্মীরা সেখানে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান। সংবर्धনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেঙ্গরা, প্রাক্তন বিধায়ক সুক্রা মুন্ডা, বিজেপির জেলা কমিটি সদস্য মজনুল হক, মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, নাগরাকাটা বিধানসভার কো–কনভেনার দীপঙ্কর ধর সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। বিপ্লব দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘মা মাটি মানুষের সরকার’-এর মুখ্যমন্ত্রী বলে দাবি করলেও, মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ। পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের হাওয়া বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী দিনে এখানে বিজেপি সরকার গঠিত হবে।” এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতৃত্বের সঙ্গে রাজ্যের সাংগঠনিক বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। সোমবার জলপাইগুড়ি জেলায় তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। বাইট ১) ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। ২) বিজেপির জেলা কমিটির সদস্য মজনুল হক।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 10, 2025 07:05:20
Kolkata, West Bengal:राजनीतिक विरोधिता সত্বেও এসআইआरे ১২ নির্বাচনমুখী রাজ্যের মধ্যে 'সেরা পারফর্মার' পশ্চিমবঙ্গ। রাজনৈতিক সংঘাত সর্বাধিক হলেও এসআইআর সংশ্লিষ্ট সামগ্রিক কাজসহ এনুমারেশন ফর্ম বিতরণের ক্ষেত্রে নির্বাচনমুখী ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 'সেরা পারফর্মার' পশ্চিমবঙ্গ। সম্প্রতি তিনদিনের উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর সংশ্লিষ্ট কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। এবার ১২ রাজ্যের তুল্যমূল্য চিত্র প্রকাশ করে সেই সাফল্যকে স্বীকৃতি দিল নির্বাচন কমিশন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে সাড়ে ৪ কোটির বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ১২ নির্বাচনমুখী রাজ্যে এনুমারেশন ফর্ম বিতরণের ক্ষেত্রে রাজ্যগুলির গড় শতাংশের বিচারে অঙ্গরাজ্য হিসেবে গোয়ার পরে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে জনসংখ্যার নিরিখে এবং রাজনৈতিক উন্মাদনায় পশ্চিমবঙ্গের ধারেকাছে নেই গোয়া। সেই হিসেবে রাজ্যগুলির মধ্যে তো বটেই বাকি তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার তা বলার অপেক্ষা রাখে না। প্রথম পাঁচ দিন শেষ হওয়ার আগেই নির্বাচনমুখী ১২ রাজ্যের মধ্যে অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে শনিবার দুপুর পর্যন্ত (কমিশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে) প্রায় ৪৬% ফর্ম বিতরণের কাজ শেষ হয়েছে। যেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তামিলনাড়ু অসম, কেরালা, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মত বড় রাজ্যগুলি। কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ছত্তিশগড়ে ফর্ম বিতলি হয়েছে মাত্র ১০%, গুজরাটে ৩৯ শতাংশের কিছুটা বেশি, কেরালায় প্রায় ১৪ শতাংশ, গোয়ায় ৮৯%, মধ্যপ্রদেশে মাত্র ৭%, রাজস্থানে ২২ শতাংশ, তামিলনাড়ুতে ৩৯ শতাংশ, উত্তরপ্রদেশে মাত্র ৬ শতাংশ। অর্থাৎ ছোট্ট রাজ্য গোয়া ছাড়া বাকি সব বড় রাজ্যগুলোই পশ্চিমবঙ্গের পিছনে। লক্ষণীয় যে পশ্চিমবঙ্গ থেকেই প্রথম এসআইআর বিরোধিতায় আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কাজে সরকারি কর্মীদের গাফিলতি-শাস্তি কার্যকর করা নিয়ে দীর্ঘসূত্রিতার জেরে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে তলব করা হয়। রাজ্যের এসআইআর বিরোধিতা নিয়ে কেন্দ্রের শাসক বিজেপি নিত্যদিন রাজ্যের সরকার ও শাসকদল তৃতীয়মুখে তুলোধনা করছে। রাজ্যজুড়ে এসআইআর নিয়ে রাজনৈতিক সংঘাত চরমে। এসআইআর বিরোধিতায় রাজ্য-কমিশন সংঘাতও তুঙ্গে। চলতি পরিস্থিতিতে গোয়ার মতো অপেক্ষাকৃত ছোট রাজ্য ছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর-এর কাজ তথা এনুমারেশন ফর্ম বিতরণে গতি অনেকটাই কম। তথ্য অনুযায়ী নির্বাচমুখী অঙ্গরাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গই কাজের গতিতে সবচেয়ে এগিয়ে। আর একথা প্রকাশ্যে জানিয়ে রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তথ্যের খাতিরে যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী বছরে নির্বাচন রয়েছে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, ও লাক্ষাদ্বীপে এসআইআর সংশ্লিষ্ট কাজ ও এনুমারেশন ফর্ম বিতরণের গড় শতাংশ সর্বাধিক।
0
comment0
Report
BBBimal Basu
Nov 10, 2025 07:04:48
Basirhat, West Bengal:বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নার্সদের ঘেরাও করে বিক্ষোভ হয়; পরিস্থিতি সামাল দিতে পুলিস nami। গতকাল বিকেলে সন্দেশখালির কালিনগর বেদেমারি গ্রামে ববিতা সরদার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী জ্বর-হাতপা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে সারারাত তার চিকিৎসা হয়নি; বারবার নার্সের কাছে যাওয়ার কথা বলা হলেও ডাকে ডাক্তার অনুপস্থিত বলে জানায় তারা। অনুপযুক্ত চিকিৎসা না পাওয়ায় আজ সকালে তার মৃত্যু হয়। এর ফলে রোগীর আত্মীয়স্বজনরা ক্ষোভে বিক্ষোভ করেন।
0
comment0
Report
BBBimal Basu
Nov 10, 2025 07:04:33
Basirhat, West Bengal:বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিৎসায় ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। নার্সদের ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিস। গত কাল বিকেলে সন্দেশখালির এক নম্বর ব্লকের কালিনগর বেদেমারি গ্রামে ববিতা সরদার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী সামান্য জ্বর হাতপা ব্যাথা নিয়ে হ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ ভর্তী হওয়ার পর থেকে সারারাত তার কোন চিকিৎসা হয়নি বার বার নার্সের কাছে ছুটে গেলেও অভিযোগ ডাক্তার নেই বলে জানায় তারা শুধু তাই নয় নার্সরা রোগীর আত্মীয়দের সঙ্গে দুরব্যবহার করে অভিযোগ কোন রকম চিকিৎসা না পেয়ে আজ সকালে তার মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়ে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়স্বজনরা 1) বাইট - B পিয়াঙ্কা সরদার ( মাসি ) 2) B1 অজয় দাস ( মৃত বালিকার আত্মীয় ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Nov 10, 2025 07:04:12
Basirhat, West Bengal:বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিৎসায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। নার্সদের ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিস。 গত কাল বিকেলে সন্দেশখালির এক নম্বর ব্লকের কালিনগর বেদেমারি গ্রামে ববিতা সরদার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী সামান্য জ্বর হাতপা ব্যাথা নিয়ে হ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ ভর্তির হওয়ার পর থেকে সারারাত তার কোন চিকিৎসা হয়নি বার বার নার্সের কাছে ছুটে গেলেও অভিযোগ ডাক্তার নেই বলে জানায় তারা শুধু তাই না নার্সরা রোগীর আত্মীয়দের সঙ্গে দুরব্যবহার করে অভিযোগ কোন রকম চিকিৎসা না পেয়ে আজ সকালে তার মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়ে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়স্বজনরা 1) বাইট - B পিয়াঙ্কা সরদার ( মাসি ) 2) B1 অজয় দাস ( মৃত বালিকার আত্মীয় ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
ABArup Basak
Nov 10, 2025 06:38:22
Mal Bazar, West Bengal:জাতীয় সড়কে হাতির দল আটকে পড়ল, বন দপ্তরের তৎপরতায় নির্বিঘ্নে জঙ্গলে ফেরা... আবারও হাতির দল আটকে পড়ল ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে। সোমবার সকালে ডায়না জঙ্গল সংলগ্ন এলাকায় দুটি হাতির দল ঝোপের মধ্যে আটকে পড়ে। গাড়ি চলাচলের কারণে জঙ্গলে ফিরতে পারছিল না প্রায় ৩৫ থেকে ৪০টি হাতি। শেষ পর্যন্ত বন দপ্তরের তৎপরতায় নিরাপদে জঙ্গলে ফিরে যায় তারা। বন দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ডায়না জঙ্গল থেকে একটি বড় হাতির দল জাতীয় সড়ক পার হয়ে ধরনীপুর চা-বাগান হয়ে ভুটান সীমান্তের দিকে যায়। সেখানেই সারারাত খাদ্য সংগ্রহের পর সকালে ফেরার পথে তারা সড়কে আটকে পড়ে। একদল নাগরাকাটার পাণিঘাটায়, অপর দলটি ডায়না জঙ্গললের ধারে আটকে যায়। ঘটনার খবর পেয়ে খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর রাস্তার দুই প্রান্তে গাড়ি চলাচল বন্ধ করে সতর্কতার সঙ্গে হাতির দলগুলোকে ডায়না সেন্ট্রাল ফরেস্টের দিকে চালিত করা হয়। প্রায় ২০ মিনিট বন্ধ থাকে জাতীয় সড়কে যান চলাচল। বন দপ্তরের এক কর্মকর্তা জানান, “এই হাতির দলটি মাঝেমধ্যেই এই রুট দিয়ে আসা–যাওয়া করে। তাই আমাদের কর্মীরা সবসময় এই এলাকায় মোতায়েন থাকেন, যাতে কোনো দুর্ঘটনা বা সংঘাত না ঘটে.” স্থানীয় বাসিন্দারা বলেন, নিয়মিত এই দৃশ্য দেখা গেলেও বন দপ্তরের সক্রিয়তার কারণে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি。
1
comment0
Report
MDMritunjay Das
Nov 10, 2025 06:18:51
Bankura, West Bengal:রাতের বেলায় টাঙি চালাচালি করলে বাতা চালাচালি করতে আমিও জানি, এবার গণ বাতা চালাচালিটা আমি চেলে দেবো - প্রকাশ্যে বিজেপি কে হুমকি তৃনমূলের জেলা সভাপতি, ২০২৬ এর নির্বাচনে পরাজয়ের ভয়ে এমন মন্তব্য কটাক্ষ বিজেপি বিধায়কের নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাঁকুড়ার পাত্রসায়ের। শাসক বিরোধী হুমকি পাল্টা হুমকি চড়ছে উত্তেজনার পারদ। এবার প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি কর্মীদের উদ্যেশ্যে হুমকি দিতে দেখা গেলো তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তকে। বক্তব্যে তিনি এলাকার বিজেপি কর্মীদের উদ্যেশে হুঁশিয়ারির সুরে বলেন, "রাতের বেলায় টাঙি চালাচালি করলে বাতা চালাচালি করতে আমিও জানি। এবার গণ বাতা চালাচালিটা আমি চেয়ে দেবো"। তৃনমূল জেলা সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির কটাক্ষ, সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে নিশ্চিত হার বুঝতে পেরে আতঙ্কে তৃনমূল নেতারা এমন মন্তব্য করছেন। দিন কয়েক আগেই তৃনমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে। সেই সংঘর্ষে এক বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন স্থানীয় ৩ তৃন Optical নেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গতকাল সন্ধ্যায় পাত্রসায়ের ব্লকের হাট কৃষ্ণনগর থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত এস আই আর এর প্রতিবাদে মিছিল ও পরে সভা করে তৃনমূল নেতৃত্ব। সেই সভায় বক্তব্য রাখতে উঠেই তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, "এরলার কয়েকজন করে খাচ্ছো খাও। কিন্তু রাতে টাঙি চালাচালি করলে বাতা চালাচালি করতে আমিও জানি। এবার আমি গণ বাতা চালাচালি করে দেবো"। নিজের বক্তব্যের সমর্থনে পরে সুব্রত দত্ত বলেন, এস আই আর এর পর বিজেপি এলাকায় জন সমর্থন হারিয়েছে। তাই এখন ঘুরপথে সন্ত্রাস দিয়ে বিজেপি ভোট লুঠের চেষ্টা করছে। আমরা তা কোনোভাবেই হতে দেবো না। তৃনমূলের এই হুঁশিয়ারির পাল্টা বিজেপির কটাক্ষ তৃনমূলের সন্ত্রাস মানুষ দেখেছে। তাই তারা সমর্থন হারিয়েছে। ২০২৬ এর ভোটে হারের আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে। তাই তারা এমন মন্তব্য করছে। স্টেজ স্পিচ - সুব্রত দত্ত ( তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি) বাইট :- সুব্রত দত্ত ( তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি) বাইট :- দিবাকর ঘরামী ( বিজেপি বিধায়ক, সোনামুখী)
6
comment0
Report
KMKIRAN MANNA
Nov 10, 2025 06:18:34
Dihierench, West Bengal:নন্দীগ্রামে ১০ ই নভেম্বর "রক্তাঁক সূর্যোদয়"এর ১৮ তম বর্ষপূর্তিতে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আজকে কালো পতাকা হাতে নন্দীগ্রামে র‍্যালি করেন, তারপর গোকুলনগর কর পল্লীতে শহীদ স্ট্যাচুতে মাল্যদান করেন শ্রদ্ধার্ঘ্য জানান শুভেন্দু অধিকারী। এরপর মঞ্চে বক্তব্য রাখেন। ১) নন্দীগ্রাম আন্দোলনের সময় বামফ্রন্টকে হারিয়ে আসল পরিবর্তন 2011 তে হয়নি। বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়নি। উত্তর কোরিয়ার প্রশাসকের মত শাসন চলছে। ২) এরপর বিকেলে পরিযাই নেতারা আসবেন। টেরি পাকানো হাতে আইফোন দশটি আঙ্গুলে সোনার আংটি, নন্দীগ্রাম আন্দোলনে এদের কোন ভূমিকা ছিল না। ২০২৩-এ এসেছিল ২৪ শে আসেনি কারণ ২৪ এ কোন ভোট ছিল না এবার আসবে কারণ 26 শে ভোট রয়েছে। সাতাশে আবার আসবে না তারপরে আবার আসবে কারন পঞ্চায়েত ভোট রয়েছে। ৩) আপনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। ভাইপোর পিসি হয়েছে সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। মৌলবাদীদের মুখ্যমন্ত্রী হয়েছে। ৪) সিঙ্গুরে কেউ যায়নি। টাটা গোষ্ঠী ভারতের গর্ব। টাটা কোম্পানি যুবকদের চাকরি দিতে এসেছিল তাদের তাড়ানো হলো। আর নন্দীগ্রাম হয়েছিল বলে আপনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। ৫) নন্দীগ্রাম নিয়ে আপনি দুটি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। ১১৭ জনের নামে নটা জামিন অযোগ্য মামলা। তাতে এখন সকলেই আছেন তৃণমূলের ও আছে আমাদের সহযোদ্ধার ও আছে। ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহারের কারণে হাইকোর্ট সেই মামলা খারিজ করেছে। তারা এখন জেলে যাবেন না ঘরে ঘুমাবেন সেই চিন্তায় তাদের ঘুম ধরছে না। আর দ্বিতীয়--২০০৭ সালের এই দশই নভেম্বর আদিত্য বেড়া থেকে শুরু করে ৭ জন নিখোঁজ তাদের পরিবার কে ডেথ সার্টিফিকেট আপনি দিতে পারেননি। নিয়ম অনুযায়ী সাত বছর হয়ে গেলে তারা মৃত বলে ডেথ সার্টিফিকেট পাবেন আপনি তাদের দেননি। আমি শুভেন্দু অধিকারী শেষমেশ হাইকোর্ট করে এদের সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। হট কাটব আমরা কৈ খাবেন আপনি। এর ক্ষমা যারা শহীদ হয়েছেন নন্দীগ্রামে, তিনশো জন তারা কেউ করবেন না। আমি আপনার জায়গায় যাইনি। আপনি নন্দীগ্রামে লড়তে চলে এলেন নির্বাচনী লড়তে। আপনি হারলেন। আপনি তার আগে বলেছিলেন নন্দীগ্রামে একটি শহীদ বেদী বানাবো-- হয়নি। ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল বানাবেন-- করেননি। সোনাচূড়ায় আইটিআই কলেজ করেননি। বাড়ি বাড়ি পানীয় চলের জন্য বরাদ্দকৃত পাইপ পড়ে পড়ে জং ধরছে। মাথাপিছু, সত্তর লিটার করে নন্দীগ্রামের মানুষ জল পাওয়ার কথা। হয়নি। আমি এমপি হওয়ার সুবাদে মোদীজি কে ধরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা এনে দিয়েছিলাম ওটা আপনার টাকা নয়।। আপনি শুধু হিংসा প্রতিহিংসার বসত জল দেন নি। ৭) নন্দীগ্রাম আন্দোলনে মমতা ব্যানার্জির নামে কেস নেই আমার নামে এবং আমাদের সহযোদ্ধাদের নামে অগাধ কেস রয়েছে। ৮) বি এল ও দের ধমক নিয়ে বলেছেন এটা বিজেপি করেনি যদি করে পুলিশ কেস দেবে, এমনিতে পুলিশ মিথ্যে মামলা দেয় এ বিষয়েও তারা কেস দেবে ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেস চাপ দিয়ে এসব ধমক চমক দিয়ে করছে。
5
comment0
Report
BMBiswajit Mitra
Nov 10, 2025 05:34:42
Ranaghat, West Bengal:স্যারের আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটে নদীয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম পরিবারের কারোর নাম নেই সেই নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন বর্তমানে এলাকায় সবজির ব্যবসা করতেন এসআইআর আবহে যেখানে সারা রাজ্য জুড়ে তোলপাড় সেখানেই আতঙ্কে ছিলেন তিনি। ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন বর্তমানে তার দুই সন্তান রয়েছে। বিএলও তার বাড়িতে এস আই আর এর ফরম দেওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকেন তার কি হবে এর পরই আজ সকালে মারা যান তিনি। এস আই আর এর কারণেই মারা যান বলে পরিবার সূত্রে দাবি। এলাকায় শোকের ছায়া
7
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 05:33:39
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সম্প্রতি পড়ে গিয়ে কোমড়ে চোট পেয়ে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ। এখনও কোমরে বেল্ট পরা থাকলেও হাসপাতাল থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন সাংসদ। আজ ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দিতে এসে সাংসদ বলেন, জলপাইগুড়ি মেডিকেলে অনেক ভালো ভালো চিকিৎসক এসেছেন। আগে জলপাইগুড়ি সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ উঠত। এখন সেই অভিযোগ অনেক কমে গিয়েছে। রেফারও কমেছে। তবে মেডিকেলের পূর্ণাঙ্গ পরিষেবা পেতে যে পরিকাঠামো দরকার, তার এখনও কিছুটা খামতি রয়েছে। সম্পূর্ণ পরিকাঠামো গড়ে তুলতে আরও কিছুটা সময় লাগবে।
7
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 10, 2025 05:16:41
8
comment0
Report
ASAyan Sharma
Nov 10, 2025 04:49:01
12
comment0
Report
Advertisement
Back to top