Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

खड़गपुर अस्पताल में गर्भ में भ्रूण की मौत, परिजनों में भारी आक्रोश

EGE GOPI
Dec 25, 2025 09:30:21
Kharagpur, West Bengal
গর্ভের মধ্যে মৃত্যু হল সন্তানের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে রোগীর পরিজনদের মধ্যে। ঘটনাটি ঘটেছে খড়গপুর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার ভোরবেলায়। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে খতিয়ে দেখা হবে বলে জানালেন খড়গপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌбе। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব বেদনা ওঠায় মামনি মুখোপাধ্যায় জানা নামে এক গর্ভবতী মাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই গৃহবধুর শ্বশুর বাড়ি দাসপুর থানার নাড়াজল এলাকার সিঙ্ঘাঘাই গ্রামে। আর বাপের বাড়ি খড়গপুর শহরের তালবাগিচা এলাকায়। এই গৃহবধূকে বাপের বাড়ির লোকজন সেবযত্ন করার জন্য নিয়ে আসেন। গত ১৮ ডিসেম্বর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মামনিকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেই সময় সন্তান প্রসবের সম্ভাবনা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বুধবার,২৪ ডিসেম্বর প্রসব বেদনা উঠায় সকালে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ব্যাপারে গৃহবধুর মা সুষমা মুখোপাধ্যায়ের অভিযোগ বৃহস্পতিবার ভোরবেলায় পরিস্থিতি গুরুতর হওয়ার পর ওটিতে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ তখন কর্তব্যরত নার্সকে বললেও তাঁরা গুরুত্ব দেন নি। বরং ঘুমের ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলে তাঁদের আপত্তিকর কথাবার্তা বলেছেন। গৃহবধুর মা সুষমা মুখোপাধ্যায় বলেন " নার্স ও চিকিৎসকের.gafাইলিতে আমার নাতির গর্ভস্থ অবস্থায় মৃত্যু হয়েছে। আমি এঁদের শাস্তি চাই।"
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Dec 25, 2025 11:01:59
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 11:01:45
Chinsurah, West Bengal:জমিয়ে ঠান্ডায় বড়দিনের উৎসব ব্যান্ডেল চার্চে। গতকাল রাতে বিশেষ প্রার্থনার পর খুলে দেওয়া হয় ক্রিপ।যেখানে প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। জেরুজালেমের গোশালায় ২৫ সিডেম্বর জন্ম হয়েছিল যীশুর মনে করেন খ্রীষ্টধর্মের মানুষ।সেই মত বড়দিন খুশির দিন হিসাবে পালন করা হয়。 আর এই বড়দিনের সকালে ব্যান্ডেল চার্চে পর্যাটকদের উপচে পড়া ভিড় থাকে।হুগলি জেলা ও ভিন জেলা থেকে এসে বড়দিনে ব্যান্ডেল চার্চে ভিড় জমান পর্যাটকরা।সকাল থেকেই চার্চের ভিতরে হয় বিশেষ প্রার্থনা। পর্যটকরা যদিও এদিন চার্চের মূল ফটকের ভিতরে ঢুকতে পারেন না।২৫শে ডিসেম্বর ও পয়লা জানুয়ারী এই দুই দিন বন্ধ থাকে চার্চের গেট।অতিরিক্ত ভিড় বিগত দিনে এক দুর্ঘটনার কারণে প্রশাসনের নির্দেশে চার্চ কর্তৃপক্ষ দুইদিন চার্চের ভিতর প্রবেশ বন্ধ রেখেছে。 অন্যান্য দিন সকাল আটটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চার্ট খোলা থাকে。
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 25, 2025 11:01:11
Kolkata, West Bengal:উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা ফতুল্লাপুরে ৭২ নম্বর বুথে বি এল ও কে ঘিরে এলাকার ভোটারদের বিক্ষোভ । উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ৭২ নম্বর বুথের ৯৬৭ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোটারের নাম তালিকাভূক্ত হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন করে এস আই আর ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেও এলাকার ভোটাররা জানতে পারে যে তাদের ৭২ নম্বর বুথের ৯৬৭ জন ভোটারের মধ্যে নতুন করে আবার ৫৫৮ জন ভোটারের আন ম্যাপিং এর জন্য তাদের হেয়ারিং এ যেতে হবে এই বিষয়ে জানাজানির পরে এলাকার ভোটাররা ক্ষিপ্ত হয়ে ওঠে গতকাল রাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবং আজকে সকাল বেলায় যখন বি এল ও আসে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 25, 2025 11:00:54
Kolkata, West Bengal:আসাম ও ওড়িশায় ক্রিসমাস পালন করার জন্য সাধারণ মানুষের ওপর আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ ফিরহাদ হাকিমের। এদিন তিনি বলেন অসভ্যতা , বর্বরতা মানুষের মধ্যে বিদ্বেষ । একমানুষের প্রতি আর এক মানুশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা মানবিকতা নয় বলে অভিযোগ করলেন মেয়র ফিরহাদ হাকিম। আমরা সব ধর্ম কে সম্মান করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শिखিয়েছেন উৎসব যার যার ধর্ম সবার। তাই বাংলায় আমরা সবাই সবার উৎসব পালন করি, এটাই বাংলার বৈশিষ্ট যে আমরা দুর্গা পুজোয় আনন্দ করি, কালীপুজো, ঈদ ক্রিসমাস এবং নতুন বছরের উপলক্ষ্য আনন্দ করি বলে জানালেন মেয়র। কারণ বাংলা হচ্ছে আনন্দ আশ্রম বলে দাবি জানান পরিবর্তনহীনভাবে ফিরহাদ হাকিম। আমাদের বাংলা আনন্দের মঠ হয়েগেছে। বাংলায় বিদ্বেষ নয় ঘৃণা নেই সব সময় আমরা আনন্দে থাকি বলে জানালেন ফিরহাদ হাকিম। নাম না করে বিজেপি কে আমন্ত্রণ জানিয়ে তিনি। বলেন এসে দেখুন ভাতৃত্ব কাকে বলে ঐক্য কাকে বলে। ভারতবর্ষ কে যদি এক থাকতে হয় তাহলে ভ্রাতৃত্ব ও ঐক্য পথে হেঁটেই এগোতে হবে বলে জানান তিনি। তার দাবি যারা এইসব করছেন তারা দেশের ক্ষতি চাইছেন আমাদের ভারতবর্ষের ঐকতা কে ভাঙতে চাইছে চাইছে বলে জানালেন বলে অভিযোগ তার। বজরং দল বা বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন যারা ধর্মান্ধতা এগিয়ে গিয়ে মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের টেবলিউ বাদ দেওয়া নিয়ে ফিরহাদ হাকিম জানান ওরা তাবলিউ বাদ দিতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের অগ্রগতি পশ্চিমবঙ্গের মনীষী দের দেশপ্রেম কে বাদ দিতে পারে না বলে দাবি করলেন ফিরহাদ হাকিম
0
comment0
Report
NRNarayan Roy
Dec 25, 2025 11:00:35
Siliguri, West Bengal:বছর শেষে ছুটির মরশুমে বড়দিনে ভিড় বাড়ছে সাফারি পার্কে , ফের আয়ের রেকর্ড গড়ার লক্ষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক বড়দিনের জমে উঠেছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্য সহ ভিন রাজ্যের পর্যটকে ঠাসা শিলিগুড়ির সংলগ্ন মহানন্দ হোয়াই লাইফ সেঞ্চুরিতে গড়ে ওঠা বেঙ্গল সাফারি পার্ক। বড়দিনের বাড়তি পাওনা হিসেবে যেমন পেখম তুলে রয়েছে ময়ূর, অন্যদিকে পর্যটকরা সাফারির করবার সময় বাসের পথ আটকে বসে রয়েছে বাঘ। এছাড়াও বেঙ্গল সাফারি’র জুহুতে লুপ্ত প্রায় বেশ কয়েক রকমের পাখি দেখে আপ্লুত পর্যটকরা। প্রতি বছরই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিপুল পরিমান পর্যটকেরা ভিড় জমান শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে৷ মূলত বছরের শেষের ছুটির মরশুমে দেশ বিদেশের পর্যটকেরা পাহাড় বা ডুয়ার্সে ঘুরতে এলে অন্তত একবার ঢু মেরে যান বেঙ্গল সাফারি পার্কে। এবারেও তার যেন ব্যাতিক্রম হল না। ২৫ ডিসেম্বরের সকাল থেকেই সাফারি পার্কে ভিড় বাড়তে শুরু করে। সাফারির টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়৷ গত বছর ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আয় হয়েছিল প্রায় ১১ লক্ষ টাকা যা অন্যান্য বছরের আয়ের রেকর্ড ভেঙে দেয়৷ এবারেও এই আশাতেই বুক বাঁধছে সাফারি কর্তৃপক্ষ। এবছরের ২৫ ডিসেম্বরের ভিড় ফের নিজের রেকর্ডই ব্রেক করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
0
comment0
Report
ABArup Basak
Dec 25, 2025 10:59:57
Mal Bazar, West Bengal:প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লুপ পুলে বড়দিনে পর্যটকদের ভিড় পাহাড়, সবুজ বনানী আর আঁকাবাঁকা রাস্তার অপূর্ব সমন্বয়ে ঘেরা লুপ পুল এখন ধীরে ধীরে এক নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠছে। বড়দিনের ছুটিৎ সেই সৌন্দর্য উপভোগ করতে ২৫ ডিসেম্বর সকাল থেকেই লুপ পুল এলাকায় পর্যটকদের ঢল নামে। মাল ব্লকের বাগরাকোট থেকে সিকিমগামী রাস্তা ধরে জাতীয় সড়ক ৭১৭ নম্বর বরাবর বিস্তৃত এই অঞ্চল পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়ায় প্রকৃতিপ্রেমী পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। কুয়াশা মোড়া পাহাড়, সবুজ ঢাল আর নিচে বয়ে চলা প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। ছুটির দিন এবং বড়দিন উপলক্ষে দূরদূরান্ত থেকে বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কেউ রাস্তার ধারে বসে প্রাকৃতিক পরিবেশের মাঝে শুকনো খাবার উপভোগ করছেন, আবার কেউ পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে নিজের মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। পর্যটকদের আনাগোনায় এলাকার অস্থায়ী দোকানদারদের মুখেও হাসি ফুটেছে। তাঁদের কথায়, পর্যটকদের ভিড় বাড়ায় প্রতিদিনের তুলনায় ব্যবসাও ভালো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে লুপ পুল আগামী দিনে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরা।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 25, 2025 10:59:29
Dinajpur, Rangpur Division:ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের ২৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, প্রায় 30 কিলোমিটারের তার মধ্যে অন্যতম শিবরামপুর বর্ডার। সীমানা লাগয়া গ্রামে ঈমানের বেড়া বলতে বাঁশের গায়ে জড়ানো কাঁটাতার। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে চিন্তিত ছিলেন গ্রামবাসীরা কিন্তু বিগত কয়েকদিনে বিএসএফের নজরদারি বাড়তেই শান্তিতে রয়েছেন গ্রামবাসীরা। কিছুদিন আগে যে পরিমাণ বিএসএফ সীমান্ত এলাকায় টহল দিতেন এখন তার থেকে অনেক বেশি সংখ্যায় বিএসএফ টহল দিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ গন্ডগোলের কারণে কিছুটা হলেও মানসিক চাপে ছিলেন সীমান্ত লাগাera এলাকার বাসিন্দারা কিন্তু বিগত কয়েক দিনে বিএসএফের টহলদারি বেড়ে যাওয়ায় তারা এখন খুশি। সীমান্তে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত সেভাবে কাঁটাতারের বড় বেড়া দেওয়া সম্ভব হয়নি ভৌগোলিক কারণে। সামান্য বাঁশ ও তারকাটা জড়িয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে এবং সেই ভাবেই এতদিন চলেছে। কয়েক মাস আগে এই শিবরামপুর বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়া কে কেন্দ্র করে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড এর মধ্যে গন্ডগোল হয়েছিল। পরে অবশ্য সমস্যা মিটেছে। এখন আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে তবে এলাকায় টহলদারি বেড়ে যাওয়ায় খুশিতেই রয়েছেন গ্রামবাসীরা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 25, 2025 10:59:03
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 09:39:44
Kolkata, West Bengal:গতকালকের ঠাকুরবাড়ির মমতা বালা এবং শান্তনুর অনুগামীদের মধ্যে যে সংঘর্ষ হয় তার ফলে আহত হয় উভয় পক্ষই। ঘটনায় মমতা বালার এক অনুগামী হাসপাতালে চিকিৎসাধীন এবং গতকাল রাতেই মমতা বালা ঠাকুর মোট ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই তেরো জনের মধ্যে পুরাতন হেলেঞ্চার বাসিন্দা বরুন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন জানান যে সংঘর্ষের ঘটনা গতকাল ঘটেছে তা একেবারেই প্রত্যাশিত ছিল না। ঘটনাচক্রে বিষয়টি ঘটে গিয়েছে , তিনি আরো জানান যারা আন্দোলন করতে এসেছিল তাদের আপোষে মীমাংসার কোনো পরিকল্পনাই ছিল না। পূর্ব পরিকল্পিতভাবেই তারা এই সংঘর্ষের সূচনা করেছে । তিনি আরো জানান যে ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই সুখেন্দ্রনাথ গাইনের নামও। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সে বিষয়ে তিনি একেবারেই আতঙ্কিত নন। তিনি জানিয়েছেন আইন অনুযায়ী যা সাজা হবে তা তিনি মেনে নেবেন।
0
comment0
Report
ALArup Laha
Dec 25, 2025 09:31:42
Belna, West Bengal:সকাল থেকে পিকনিক, সন্ধ্যায় চার্চের মেলা ফেস্টিভ মুডে বাঙালি। শীতের শিরশিরানি, আকাশজুড়ে হালকা কুয়াশা কখনও আবার নরম রোদের ঝিলিক—চারদিকে ছুটির আমেজ। রকমারি কেক-পেস্ট্রির মিষ্টি গন্ধে ম-ম করছে পরিবেশ। সোয়েটার-টুপি গায়ে চাপিয়ে ছোট থেকে বড় সকলেই আনন্দে শামিল। কারণ আজ বড়দিন। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের শহর শহরতলি কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক άνθρωস—সব বয়সের মানুষ—সবারই উপচে পড়া ভিড়। জিঙ্গল বেলসের সুরে কেউ কেউ গলা মিলিয়ে গান গাইছেন, ক্রিসমাসের আনন্দে সকলেই যেন মাতোয়ারা। পূর্ব বর্ধমানের ওড়গ্রামের ফরেস্ট এলাকায় সকাল থেকেই পিকনিকের আনন্দে মেতে উঠেছেন ৮ থেকে ৮০—সব বয়সের মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দল বেঁধে বনাঞ্চলে ভিড় জমিয়েছেন পিকনিকপ্রেমীরা। সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে এলাকাজুড়ে। উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ওড়গ্রাম ফরেস্ট ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশেই বড়দিন উদযাপন করছে বাঙালি।
0
comment0
Report
PCPartha Chowdhury
Dec 25, 2025 09:31:21
Bardhaman, West Bengal:বিলের জলে নৌকা বাঁধা। সুর ধরেছেন লোকশিল্পী। ' সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি।' সে সুরের নস্টালজিয়ায় আচ্ছন্ন হতে চাইলে চলে আসুন বাঁশদহ বিলের মন কেমন করা মেলায়। আজ ২৫ শে ডিসেম্বর। গোটা ভারতে নানা সেলিব্রেশন। পৃথিবী এখন ভুবনগ্রাম। নানা ধরণের উৎসবের ভিড়ে অন্যরকম কিছু উৎসব আছে। এর মধ্যে পূর্বস্থলীর বাঁশদহ বিলে বসেছে খাল বিল চুনোমাছ পিঠेपুলির উৎসব। আজ থেকে ২৫ বছর আগে স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়ে这个 মেলার এখন বাংলার বড়দিনের অন্যতম আলোচনার কেন্দ্রে। এই মেলায় এলে আপনি হারিয়ে যাবেন, পথ হারাবেন অতীতের বাঁকে। বাংলার হারিয়ে যেতে বসা প্রাণসম্পদকে খুঁজে পেতে আজ থেকে তিনদিন পূর্ব বর্ধমানের প্রত্যন্ত পূর্বস্থলীর বাঁশদহ বিলে চলবে খাল,চাঁদের বিলে এই উৎসব। বিলের মায়াবী জলরাশিকে সাক্ষী রেখে বিলের মাঝে আর পাড়ে মঞ্চ বেঁধে একেবারে গ্রামবাংলার কায়দায় বর্ষশেষের উদযাপন। বাংলার হারিয়ে যাওয়া চুনোমাছ, পিঠে-পুলির স্বাদ নতুন করে তুলে ধরতে ২৫ বছর আগে এই অভিনব উৎসবের সূচনা করেন এখনকার মন্ত্রী স্বপন দেবনাথ। তিনদিন ধরে চলবে নৌকাবিহার৷ বাউল থেকে লোকসংগীত৷ লোকজীবনের সাথে যুক্ত নানা জিনিসের প্রদর্শন। সঙ্গে গ্রাম্য মেলার মজা। রেফারেন্স : ২০০০ সালে নতুন ভাবনা নিয়ে উৎসবের শুরু হয়। এখানে এলে প্রকৃতি আর লোকজীবনের ছোঁয়ায় মন ভরে যাবেই। বড়দিনে খাল-বিল উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে পূর্বস্থলী। বড়দিনেই শুরু হল পূর্বস্থলী ১ ব্লকের খাল বিল চুনো মাছ, পিঠেপুলি এবং প্রাণী পালন উৎসব। মেলায় আছে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি স্টল। সেইসঙ্গে থাকছে বাউল সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরই রাজ্যের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এবং খাল-বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয়। মূলত জলাশয়গুলিকে রক্ষা করা এবং তারই সঙ্গে বাংলার হারিয়ে যাওয়া পুঁটি, খলসে, মৌরলা প্রভৃতি চুনোমাছকে বাঁচিয়ে তোলা লক্ষ্য নিয়েই এই উৎসবের আয়োজন করে থাকেন স্বপনবাবু। বিল সংস্কার, পাশ দিয়ে রাস্তা তৈরি, আলোর ব্যবস্থা, পর্যটকদের থাকার ব্যবস্থা হয়েছে গত এক দশকে। বিলের দু’পাশ এবং জলাশয়ের মাঝে তৈরি করা হয় মঞ্চ। নৌকা দিয়ে তৈরি মঞ্চে ভোর থেকেই বিলে ভেসে ভেসে পল্লিগীতি, লোকগীতি, ভাটিয়ালি, বাউলগান শোনাতে শুরু করেন শিল্পীরা। দেশি প্রজাতির নানা চুনো মাছ বাঁচাতে খাল-বিল রক্ষার ডাক দিয়ে এই উৎসব শুরু করেছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তখন তিনি বিরোধী নেতা।এই অভিনব উদ্যোগ সাড়া ফেলে এলাকায়। ২৫ বছরে পা দেওয়া সেই উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার । চুনো মাছ ছাড়াও, শীতের মরসুমে হারানো পিঠে-পুলির স্বাদ ফেরানোর চেষ্টা করেছেন উদ্যোক্তারা। হাল ফিরেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাঁশদহ বিলেরও। অন্যরকম উদ্বোধন হল উৎসবের। অতিথিদের দেওয়া হল বিলের ফোঁটা লাল শালুক। উপস্থিত ছিলেন মন্ত্রী, জেলাশাসک, পুলিশ সুপার থেকে শুরু করে ভি আই পি।অজস্র সাধারণ মানুষও এদিন নিমন্ত্রিত। অতিথিদের জন্য থাকে মধ্যহ্নভোজের ব্যবস্থা। প্রতিবারের মত মেনুতে আছে, ভাত, ডাল, ধনেপাতা বাটা, বেগুনপোড়া, মৌরলা, খয়রা, শোল, কই,ল্যাটা, পুঁটি বেলে-সহ ১২ রকমের চুনো মাছের পদ ও বিল থেকে ধরা কাতলা মাছের কালিয়া, চাটনি এবং নলেন গুড়ের পায়েস। এবারেও নানা জায়গা থেকে অতিথিরা এসেছেন। তিনদিন ধরে মেলা কমিটির ব্যস্ততা এখন তুঙ্গে। নাগরিক ক্লান্তি থেকে দূরে বাঁশদহ - চাঁদের বিলে বিলে এলে দিনটা মাত হয়ে যাবে। বিলের জলে নৌকা বাঁধা।সুর ধরেছেন লোকশিল্পী।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 25, 2025 09:30:56
Durgapur, West Bengal:"মীরজাফর তিওয়ারি গো ব্যাক" লেখা পোস্টার পড়ল এলাকায়। নিচে লেখা "সৌজন্যে সরপী গ্রামবাসীবৃন্দ" । শ্লোগানও দেওয়া হল। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির পরিবর্তন যাত্রা কর্মসূচির দিনেই এই পোস্টার ঘিরে আর এই স্লোগান ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। এলাকার মানুষের অভিযোগ,"বিধায়ক থাকাকালীন কোনো উন্নয়নমূলক কাজ করেননি। এলাকায় একটি ভবনের কাজ আটকে রয়েছে। সেই কাজ শুরু করার ব্যবস্থা করেছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই জন্যই প্রতিবাদে সামিল হয়েছি।" পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এর জবাব আমাকে দেওয়ার দরকার নেই। এর জবাব এলাকায় মানুষ দিয়েছেন। মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন পেয়েছি পদযাত্রায়। এটা দেখেই ভয় পাচ্ছে। সেই জন্যই এইসব করছে।"
0
comment0
Report
AMAshok Manna
Dec 25, 2025 09:30:42
Kolkata, West Bengal:রঘুদেবপুরের কলেজ ছাত্রী মৃত্যু ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা ও প্রেমিকের বাড়ি ভাঙচুর অভিযোগ এলাকার এক যুবক বিশাল নস্কর দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিতেন , ছাত্রী সেই প্রস্তাবে রাজি ছিলেন না । যার কারণে তাকে বিষাক্ত কিছু খাইয়ে দেয়ার অভিযোগ ওঠে। পরবর্তী সময় তাকে এমার বাংলোরে ভর্তি করে ‌ কলেজ ছাত্রী, নভেম্বরের 25 তারিখ দীর্ঘ একমাস ধরে বাচার লড়াই শেষে মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর ।বিশাল নস্করের আত্মীয়দের বাড়িতে ভাংচুর করেছে এছাড়াও বিশাল নস্করের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের করে উত্তেজিত জনতা । এই ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top