Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028
कोलकाता में क्रिसमस उत्सव की धूम, ईको पार्क समेत शहर में भीड़
SBSoumen Bhattachrya
Dec 25, 2025 10:59:13
Kolkata, West Bengal
বড়দিনের উৎসবে মেতেছে শহর, ময়দান থেকে ইকো পার্ক। বড়দিন মানেই উৎসব মুখর কলকাতাবাসী। প্রতিবারের মতো এবছরও তিলোত্তমার বিভিন্ন দর্শনীয় স্থানে ছিল উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গায় ছিল না ইকো পার্কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। কচিকাঁচা থেকে বড়, সকলেই শীতের আমেজে হালকা রোদ্দুর গায়ে মেখে সেলিব্রেশনে মেতেছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 25, 2025 12:34:20
Basirhat, West Bengal:সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বসিরহাট সীমান্তগুলিতে সেইভাবে কোনো প্রভাব না পড়লেও আগের মতোই বর্ডরে কড়া নজরদারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী তবে বসিরহাট ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত খুবই কম এই সীমান্ত দিয়ে। ভারত–বাংলাদেশের মধ্যে আমদানী রপ্তানি বানিজ্য এখনো সচল তবে আগের থেকে কিছুটা কম বলে জানালেন-expert ইমপোর্ট ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারনে আতঙ্কিত সীমান্ত লাগোয়া বাসিন্দারা। 1) বাইট - B কৃষ্ণকান্ত ঘোষ ( স্থানীয় বাসিন্দা ) 2) B1 কান্তি লাল দত্ত ( এক্সপার্ট ইমপোর্ট ব্যাবসায়ী ) 3) B2 মহম্মদ আজিজুল ( বাংলাদেশের খুনলার বাসিন্দা ) 4) B3 বাংলাদেশী 5) W - 4 বিমল বসু বসিরহাট
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 12:33:31
Kolkata, West Bengal:গতকাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, মমতা পন্থী ও সান্তনু পন্থী দুই গোষ্ঠীর মধ্যে রীতিমত খন্ড যুদ্ধের সূত্রপাত হয় ঘটনায় আহত হয় দুই পক্ষই তবে মমতা পন্থী একজন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন আজ এই আহত চিকিৎসাধীন মতুয়া কে, বনগাঁ মহকুমা হাসপাতালে দেখতে এলেন সিপিআইএমের প্রাক্তন সংসদ অলকেশ দাস সহ সিপিএমের প্রতিনিধি দল। এদিন তারা আহত মতুয়াদের সাথে দেখা করেন এবং তাদের পরিবারের লোকের সাথেও কথা বলেন। অলকেশ দাস জানান ঠাকুরবাড়ি ঘিরে যে রাজনীতি চলছে তা বন্ধ করা দরকার। মতুয়ারা নাগরিকত্বের দাবি নিয়ে গিয়েছিলেন কিন্তু তাদের নাগরিকত্ব তো দেওয়া হলই না বরং শারীরিকভাবে আক্রমণ করা হলো। যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য ঘটনা。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 25, 2025 12:04:06
Kolkata, West Bengal:দেশজুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন ব্যবহারে কড়া গাইডলাইন। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস এর নির্দেশ। দেশজুড়ে বাড়ছে বয়স্ক রোগীদের সংখ্যা। প্রয়োজন বাড়ছে আইসি ইউ ভেন্টিলেশন সাপোর্ট। ফলে শুধুমাত্র বিল বাড়াতে কোনো দুর্নীতি না করে স্বচ্ছ ভাবে ভেন্টিলেশন যুক্ত আইসি ইউ এবং সি সি ইউ সাপোর্ট দেওয়া হবে। গাইডলাইন এ কি কি নির্দেশ... কেন রোগীকে ভেন্টিলেশনে নেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত কারণ মেডিক্যাল রেকর্ডে উল্লেখ থাকতে হবে। শারীরিক অবস্থা না পর্যালোচনা করেই, অপ্রয়োজনে শুধু চিকিৎসার বিল বাড়াতে ভেন্টিলেশনযুক্ত আইসি ও সি সি ইউ সাপোর্ট এ রোগীকে রাখা যাবে না। রোগীর পরিবারকে না জানিয়ে,ভেন্টিলেশনে দেওয়া যাবে না রোগীকে।রোগী যদি একাকী থাকেন বা কোনো পরিচর্যাকারী না থাকেন, সে ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। ভেন্টিলেটর সাপোর্ট এবং সংশ্লিষ্ট ICU চিকিৎসার দৈনিক খরচ সম্মতির সময়ই পরিচর্যাকারীদের স্পষ্টভাবে জানাতে হবে, যাতে আর্থিক বিষয়ে পূর্ণ স্বচ্ছতা থাকে। আই সি ইউ বেড ও ভেন্টিলেশন এর খরচ আলাদা ভাবে জানাতে হবে,কোন লুকানো খরচ যেন না থাকে ,যেটা পরিবারের উপরে বোঝা হিসাবে চেপে যেতে পারে। প্রত্যেক হাসপাতালে ইউনিফায়েড ভেন্টিলেশনের খরচ রাখা হবে।বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন এর খরচ আলাদা আলাদা কেন হবে। একটি স্ট্যান্ডার্ড রেট চালু করতে হবে।এতে রোগী ও পরিবারের আর্থিক চাপ কমবে ।যাতে কোনো ধরনের বৈষম্য বা অতিরিক্ত আদায়ের সুযোগ না থাকে। নতুন প্রস্তাবে, ভেন্টিলেটর চার্জ কেবলমাত্র তখনই নেওয়া যাবে, যখন যন্ত্রটি সক্রিয়ভাবে রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। দেখা যাবে ১৪ দিনের বেশি সময় ধরে ভেন্টিলেটরে থাকা প্রতিটি রোগীর ক্ষেত্রে হাসপাতালকে মাসিক অভ্যন্তরীণ অডিট করতে হবে। এই অডিটে দীর্ঘমেয়াদি ভেন্টিলেশন চালিয়ে যাওয়ার ক্লিনিক্যাল যৌক্তিকতা রয়েছে কিনা পর্যালোচনা করতে হবে; প্রতিটি হাসপাতালে একটি বহুবিভাগীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে, পরিবারের কাছে আতঙ্ক তৈরি করা যাবে না, চিকিৎসককে আলোচনা করে বুঝিয়ে দিতে হবে গোটা বিষয়টা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকাগুলি কার্যকরভাবে প্রয়োগ করলে রোগী ও তাঁদের পরিবার의 আর্থিক সুরक्षा বাড়বে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় হবে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 25, 2025 12:03:48
Kolkata, West Bengal:ঠাকুবাড়িতে মারামারির ঘটনায় শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্য পুলিশের ডিজি, বনগাঁ পুলিশ সুপার এবং গাইঘাটা থানায় মমতা ঠাকুর পন্থি বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুর পंथী মোট ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে শান্তনু ঠাকুর পন্থী বরুন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। আজ তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে মমতা ঠাকুর বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে আগে কোন দিন ঠাকুরবাড়িতে এই ধরনের ঘটনা ঘটেনি। মতুয়া ভক্তদের বিজেপির লোক দিয়ে মার খাইয়েছে শান্তনু। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। আমরা চাইবো বাকিদের গ্রেফতার করা হোক। শান্তনু ঠাকুরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ঠাকুর দুষ্কৃতীদের পাঠিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন মমতা ঠাকুর।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 25, 2025 11:33:33
Howrah, West Bengal:সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের অভিনব প্রতিবাদ।খালি গায়ে থালা হাতে নবান্নের কাছে মন্দিরতলায় অবস্থান-বিক্ষোভ। আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। ওয়েস্টবেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পড়লো। নবান্নর কাছে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ২২শে ডিসেম্বর। মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি।এছাড়াও পেনশন ও ই এস আই চালু করার দাবী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরেই এই মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা।শুভঙ্কর সরকার বলেন এদের দাবী বিবেচনা করে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠানো হবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 25, 2025 11:33:04
Dihierench, West Bengal:সবুজ কার্পেট নয়, मरणफাঁদ! दीघार स্নानघाटে শ্যাওলার দাপটে আহত পর্যটক, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি এক ঝলক দেখলে মনে হবে যেন दीঘার সমুদ্রতটে স্নানঘাট জুড়ে সবুজ কার্পেট পাতা রয়েছে। কিন্তু বাস্তবে সেই সবুজ আস্তরণ কার্পেট নয়, বিপজ্জনক শ্যাওলা। না জেনে বহু পর্যটক সেই শ্যাওলার ওপর দিয়ে হাঁটছেন, সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হচ্ছেন। এই শ্যাওলার ভেতরে লুকিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট ঝিনুক, যেগুলি ব্লেডের মতো ধারালো। ফলে পড়ে গিয়ে মাথা, কোমর, হাত ও পায়ে গুরুতর আঘাত পাচ্ছেন পর্যটকদের। এর আগে একাধিক ক্ষেত্রে আহতদের অবস্থা আশঙ্কাজনক হয়েছে বলে জানা গেছে। আজ বড়দিন উপলক্ষে দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্যেই এক নম্বর ঘাট, ব্লু ভিউ ঘাট সহ একাধিক স্নানঘাটে শ্যাওলার ওপর হাঁটতে গিয়ে ও সেলফি তুলতে গিয়ে অন্তত দু’জন পর্যটক আহত হয়েছেন। সমুদ্রের ধারে জমে থাকা এই সবুজ শ্যাওলা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কড়া নজরদারি ও অবিলম্বে স্নানঘাটগুলি পরিষ্কার করার জোরালো দাবি উঠেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা ও পর্যটকেরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন বিষয়টি পুলিশের না হলেও সংশ্লিষ্ট দপ্তরকে জানাচ্ছি। স্পর্শকাতর খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। Wt. একটি। বাইট পর্যটক গণ।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 25, 2025 11:32:04
Siliguri, West Bengal: বড়ো দিনে জমজমাট পাহাড়ের কোল দিয়ে বয়ে চলা বালাসন নদী! ভিড় পিকনিক পার্টির ! গত ৪ঠা অক্টোবর বালাসনের ভয়াল থাবায় বিধস্ত হয়েছিল বাগডোগরার এম‌এম তরাই পিকনিক স্পট! সেই পিকনিক স্পটকে নতুন করে সাজিয়ে তুলেছে বনদফতর! এম‌এম তরাই পিকনিক স্পট সাজিয়ে তুলতেই বড়োদিনে ভিড় পিকনিক পার্টির! সকাল থেকেই পিকনিকের আমেজে মেতেছে বিভিন্ন পিকনিকের দল। কেউ চোপড়া, কেউ শিলিগুড়ি আবার কেউ খড়িবাড়িতে এসেছে পিকনিক। একদিকে পাহাড়ের সৌন্দর্য ও পাশ দিয়ে বয়ে গিয়েছে বালাসন নদী ঠান্ডা জল তার পাশেই বাগডোগরার এই এম‌এম তরায় পিকনিক স্পট। কোথাও চলছে রান্নাবান্না, কোথাও চলছে খাওয়া দাওয়া আর সেলফি ফটো তোলা তো আছেই। ক্রিসমাসের দিনে পিকনিকে ভিন্ন আনন্দে খুদেরাও । পিকনিক স্পটে নজরদারিতে রয়েছে বাগডোগরা পুলিশ ও বনদফতরের কর্মীরা। খাওয়া দাওয়া ও সেলফি নিয়ে সারাদিন মজাই মজা হবে বলে মত পিকনিক দলগুলোর।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 25, 2025 11:01:59
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 11:01:45
Chinsurah, West Bengal:জমিয়ে ঠান্ডায় বড়দিনের উৎসব ব্যান্ডেল চার্চে। গতকাল রাতে বিশেষ প্রার্থনার পর খুলে দেওয়া হয় ক্রিপ।যেখানে প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। জেরুজালেমের গোশালায় ২৫ সিডেম্বর জন্ম হয়েছিল যীশুর মনে করেন খ্রীষ্টধর্মের মানুষ।সেই মত বড়দিন খুশির দিন হিসাবে পালন করা হয়。 আর এই বড়দিনের সকালে ব্যান্ডেল চার্চে পর্যাটকদের উপচে পড়া ভিড় থাকে।হুগলি জেলা ও ভিন জেলা থেকে এসে বড়দিনে ব্যান্ডেল চার্চে ভিড় জমান পর্যাটকরা।সকাল থেকেই চার্চের ভিতরে হয় বিশেষ প্রার্থনা। পর্যটকরা যদিও এদিন চার্চের মূল ফটকের ভিতরে ঢুকতে পারেন না।২৫শে ডিসেম্বর ও পয়লা জানুয়ারী এই দুই দিন বন্ধ থাকে চার্চের গেট।অতিরিক্ত ভিড় বিগত দিনে এক দুর্ঘটনার কারণে প্রশাসনের নির্দেশে চার্চ কর্তৃপক্ষ দুইদিন চার্চের ভিতর প্রবেশ বন্ধ রেখেছে。 অন্যান্য দিন সকাল আটটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চার্ট খোলা থাকে。
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 25, 2025 11:01:11
Kolkata, West Bengal:উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা ফতুল্লাপুরে ৭২ নম্বর বুথে বি এল ও কে ঘিরে এলাকার ভোটারদের বিক্ষোভ । উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ৭২ নম্বর বুথের ৯৬৭ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোটারের নাম তালিকাভূক্ত হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন করে এস আই আর ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরেও এলাকার ভোটাররা জানতে পারে যে তাদের ৭২ নম্বর বুথের ৯৬৭ জন ভোটারের মধ্যে নতুন করে আবার ৫৫৮ জন ভোটারের আন ম্যাপিং এর জন্য তাদের হেয়ারিং এ যেতে হবে এই বিষয়ে জানাজানির পরে এলাকার ভোটাররা ক্ষিপ্ত হয়ে ওঠে গতকাল রাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবং আজকে সকাল বেলায় যখন বি এল ও আসে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 25, 2025 11:00:54
Kolkata, West Bengal:আসাম ও ওড়িশায় ক্রিসমাস পালন করার জন্য সাধারণ মানুষের ওপর আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ ফিরহাদ হাকিমের। এদিন তিনি বলেন অসভ্যতা , বর্বরতা মানুষের মধ্যে বিদ্বেষ । একমানুষের প্রতি আর এক মানুশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা মানবিকতা নয় বলে অভিযোগ করলেন মেয়র ফিরহাদ হাকিম। আমরা সব ধর্ম কে সম্মান করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শिखিয়েছেন উৎসব যার যার ধর্ম সবার। তাই বাংলায় আমরা সবাই সবার উৎসব পালন করি, এটাই বাংলার বৈশিষ্ট যে আমরা দুর্গা পুজোয় আনন্দ করি, কালীপুজো, ঈদ ক্রিসমাস এবং নতুন বছরের উপলক্ষ্য আনন্দ করি বলে জানালেন মেয়র। কারণ বাংলা হচ্ছে আনন্দ আশ্রম বলে দাবি জানান পরিবর্তনহীনভাবে ফিরহাদ হাকিম। আমাদের বাংলা আনন্দের মঠ হয়েগেছে। বাংলায় বিদ্বেষ নয় ঘৃণা নেই সব সময় আমরা আনন্দে থাকি বলে জানালেন ফিরহাদ হাকিম। নাম না করে বিজেপি কে আমন্ত্রণ জানিয়ে তিনি। বলেন এসে দেখুন ভাতৃত্ব কাকে বলে ঐক্য কাকে বলে। ভারতবর্ষ কে যদি এক থাকতে হয় তাহলে ভ্রাতৃত্ব ও ঐক্য পথে হেঁটেই এগোতে হবে বলে জানান তিনি। তার দাবি যারা এইসব করছেন তারা দেশের ক্ষতি চাইছেন আমাদের ভারতবর্ষের ঐকতা কে ভাঙতে চাইছে চাইছে বলে জানালেন বলে অভিযোগ তার। বজরং দল বা বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন যারা ধর্মান্ধতা এগিয়ে গিয়ে মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের টেবলিউ বাদ দেওয়া নিয়ে ফিরহাদ হাকিম জানান ওরা তাবলিউ বাদ দিতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের অগ্রগতি পশ্চিমবঙ্গের মনীষী দের দেশপ্রেম কে বাদ দিতে পারে না বলে দাবি করলেন ফিরহাদ হাকিম
0
comment0
Report
NRNarayan Roy
Dec 25, 2025 11:00:35
Siliguri, West Bengal:বছর শেষে ছুটির মরশুমে বড়দিনে ভিড় বাড়ছে সাফারি পার্কে , ফের আয়ের রেকর্ড গড়ার লক্ষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক বড়দিনের জমে উঠেছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্য সহ ভিন রাজ্যের পর্যটকে ঠাসা শিলিগুড়ির সংলগ্ন মহানন্দ হোয়াই লাইফ সেঞ্চুরিতে গড়ে ওঠা বেঙ্গল সাফারি পার্ক। বড়দিনের বাড়তি পাওনা হিসেবে যেমন পেখম তুলে রয়েছে ময়ূর, অন্যদিকে পর্যটকরা সাফারির করবার সময় বাসের পথ আটকে বসে রয়েছে বাঘ। এছাড়াও বেঙ্গল সাফারি’র জুহুতে লুপ্ত প্রায় বেশ কয়েক রকমের পাখি দেখে আপ্লুত পর্যটকরা। প্রতি বছরই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিপুল পরিমান পর্যটকেরা ভিড় জমান শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে৷ মূলত বছরের শেষের ছুটির মরশুমে দেশ বিদেশের পর্যটকেরা পাহাড় বা ডুয়ার্সে ঘুরতে এলে অন্তত একবার ঢু মেরে যান বেঙ্গল সাফারি পার্কে। এবারেও তার যেন ব্যাতিক্রম হল না। ২৫ ডিসেম্বরের সকাল থেকেই সাফারি পার্কে ভিড় বাড়তে শুরু করে। সাফারির টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়৷ গত বছর ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আয় হয়েছিল প্রায় ১১ লক্ষ টাকা যা অন্যান্য বছরের আয়ের রেকর্ড ভেঙে দেয়৷ এবারেও এই আশাতেই বুক বাঁধছে সাফারি কর্তৃপক্ষ। এবছরের ২৫ ডিসেম্বরের ভিড় ফের নিজের রেকর্ডই ব্রেক করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
0
comment0
Report
ABArup Basak
Dec 25, 2025 10:59:57
Mal Bazar, West Bengal:প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লুপ পুলে বড়দিনে পর্যটকদের ভিড় পাহাড়, সবুজ বনানী আর আঁকাবাঁকা রাস্তার অপূর্ব সমন্বয়ে ঘেরা লুপ পুল এখন ধীরে ধীরে এক নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠছে। বড়দিনের ছুটিৎ সেই সৌন্দর্য উপভোগ করতে ২৫ ডিসেম্বর সকাল থেকেই লুপ পুল এলাকায় পর্যটকদের ঢল নামে। মাল ব্লকের বাগরাকোট থেকে সিকিমগামী রাস্তা ধরে জাতীয় সড়ক ৭১৭ নম্বর বরাবর বিস্তৃত এই অঞ্চল পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়ায় প্রকৃতিপ্রেমী পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। কুয়াশা মোড়া পাহাড়, সবুজ ঢাল আর নিচে বয়ে চলা প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। ছুটির দিন এবং বড়দিন উপলক্ষে দূরদূরান্ত থেকে বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কেউ রাস্তার ধারে বসে প্রাকৃতিক পরিবেশের মাঝে শুকনো খাবার উপভোগ করছেন, আবার কেউ পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে নিজের মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। পর্যটকদের আনাগোনায় এলাকার অস্থায়ী দোকানদারদের মুখেও হাসি ফুটেছে। তাঁদের কথায়, পর্যটকদের ভিড় বাড়ায় প্রতিদিনের তুলনায় ব্যবসাও ভালো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে লুপ পুল আগামী দিনে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরা।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 25, 2025 10:59:29
Dinajpur, Rangpur Division:ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের ২৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, প্রায় 30 কিলোমিটারের তার মধ্যে অন্যতম শিবরামপুর বর্ডার। সীমানা লাগয়া গ্রামে ঈমানের বেড়া বলতে বাঁশের গায়ে জড়ানো কাঁটাতার। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে চিন্তিত ছিলেন গ্রামবাসীরা কিন্তু বিগত কয়েকদিনে বিএসএফের নজরদারি বাড়তেই শান্তিতে রয়েছেন গ্রামবাসীরা। কিছুদিন আগে যে পরিমাণ বিএসএফ সীমান্ত এলাকায় টহল দিতেন এখন তার থেকে অনেক বেশি সংখ্যায় বিএসএফ টহল দিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ গন্ডগোলের কারণে কিছুটা হলেও মানসিক চাপে ছিলেন সীমান্ত লাগাera এলাকার বাসিন্দারা কিন্তু বিগত কয়েক দিনে বিএসএফের টহলদারি বেড়ে যাওয়ায় তারা এখন খুশি। সীমান্তে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত সেভাবে কাঁটাতারের বড় বেড়া দেওয়া সম্ভব হয়নি ভৌগোলিক কারণে। সামান্য বাঁশ ও তারকাটা জড়িয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে এবং সেই ভাবেই এতদিন চলেছে। কয়েক মাস আগে এই শিবরামপুর বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়া কে কেন্দ্র করে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড এর মধ্যে গন্ডগোল হয়েছিল। পরে অবশ্য সমস্যা মিটেছে। এখন আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে তবে এলাকায় টহলদারি বেড়ে যাওয়ায় খুশিতেই রয়েছেন গ্রামবাসীরা।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top