Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

पश्चिम बर्द्धमान में 172 किमी सड़क के लिए Pathshri-Rastashri परियोजना का शिलान्यास

CDChittaranjan Das
Dec 11, 2025 12:34:19
Durgapur, West Bengal
Pathshri Rastashri prokolper 172 kilometer rastar uphar Pel West Burdwan. Kushi elalbashee. West Burdwan-er 172 kilometer rastar kajer shurua. Virtualy shilanyas korlen Rajyer mukhyamantri Mamata Banerjee. Bihorwo West Burdwan jeler Kakshar Gopalpur-e jela prashashoner uddoge ei virtualy onusthaner udveodhon hoy. Krishnagar theke Rajyer mukhyamantri Mamata Banerjee Pathshri-Rastashri prokolper madhome sara rajyer 20-thousand kilometer rastar kajer shurua kore. 35 hajar gram 128 ti pouro elar manush upokrito hobe. Tar modhye West Burdwan jelar 172 kilometer rastar nirman hobe. Virtualy onusthane uposthit chilen Rajyer Panchayet Gramonnayon o Samabay Minister Pradip Majumdar, Jelasashok Pannambalam S, jela Porishader Sabhadhipti Bishwanath Bauri, Mahakuma Shasak Suman Bissash, BDO Saurav Gupta soho prashasnik adhikari. Ministar Pradip Majumdar bolen, 'Kendriyo sorkar rajyke bincha koreche. Eksho Din er kaje pori chalka rastar nirmaner kaj atke diyeche. Rajyer bokeyo pawna mitiye dichhe na. Kintu rajyo sarkar manobic. Rajyer mukhyamantrir netratthe sara Banglay unnayan hocche. Sara rajyo-jurte Pathshri-Rastashri prokolper madhome kira 20,000 kilometer rastar kajer shurua koren mukhyamantri. Paschim Bardhaman jelateo 172 kilometer rastar kajer shilanash korlen. Dhape dhape aro rasta hobe bole amra ashabadi.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Dec 11, 2025 14:16:37
Kolkata, West Bengal:শহর কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যে এবার হাইরাইজ আবাসনে হতে চলেছে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের বুথ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দুইবার অকৃতকার্য হওয়ার পর নির্বাচন কমিশন বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে এই বিষয়ে সবিস্তারে জানতে চায় কেন হল না কোন বুথ শহরের হাইরাইজ আবাসন গুলোয়। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যের সব ডিইওদের থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে গোটা রাজ্যে কোথায় কত হাইরাইজ আবাসন রয়েছে। অর্থাৎ রাজ্যে থাকা সব হাইরাইজ আবাসনের তালিকা তৈরি করে এবার পাঠানো হতে চলেছে নির্বাচন কমিশনে আর তারপরেই নির্বাচন কমিশন নিজের ক্ষমতা বলে সেই সব আবাসন গুলোই আসন্ন বিধানসভা নির্বাচনের বুথ তৈরীর নির্দেশিকা প্রকাশ করবে।
0
comment0
Report
RCRAJIB CHAKRABORTY
Dec 11, 2025 14:05:53
Delhi, Delhi:ই-সিগারেট বিতর্কের পর মুখোমুখি তৃণমূলের প্রবীণ সংসদ সৌগত রায় এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং শেখাওয়াত। রসিকতার ছলে সৌগত রায় এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ গিরিরাজ সিংয়ের। আজ সকালেই লোকসভায় অনুরাগ ঠাকুর অভিযোগ করেছিলেন তৃণমূলের কোন এক সাংসদ ই সিগারেট খাচ্ছেন। পরে বিকেলে সংসদের মকরদ্বারের সামনে আসল সিগারেট খাচ্ছילেন সৌগত রায়। তখন সেখানে আসেন কেন্দ্রীয় মন্ত্রীগিরিরাজ সিং। গিরিরাজ সিং বলেন - সৌগত রায় ই সিগারেট খান না। আসল সিগারেট খান। সৌগত রায় চুরি করলেও প্রকাশ্যে করেন। পাল্টা সৌগত রায় বলেন, সংসদ চত্বরে সিগারেট খাওয়া নিয়ম বিরুদ্ধ নয়। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, জনবহুল এলাকাতেও প্রকাশ্যে সিগারেট খাওয়া বেআইনি। (পুরোটা ক্যামেরাবন্দি করা আছে)
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 11, 2025 14:05:37
Kalna, West Bengal:বেপরোয়া গতিতে বাইক নিয়ে যাওয়ার পথে কালনা কাটোয়া STKK সড়কে পারুলডাঙ্গার কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, ঘটনার মৃত ১ আহত ২। এদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিধান বিশ্বাস তার বাড়ি মানিকনগর এলাকায়। বাকি আহতরা হলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল তাদের বাড়ি খরিনান এলাকায়। পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে মোটরবাইকে থাকা দুজনের গাড়িতে অতিরিক্ত গতি ছিল অপরদিক থেকে স্কুটি নিয়ে আসছিলেন বিধান বিশ্বাস আর তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন গুরুতর জখম হয়। নাদনঘাট থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটাল এ নিয়ে এলে চিকিৎসকরা বিধান বিশ্বাস কে মৃত বলে ঘোষণা করে বাকি দুজনার অবস্থাও আশঙ্কাজনক তাদেরকে কালনা থেকে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ স্থানান্তর করা হয় , বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 11, 2025 13:52:57
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 11, 2025 13:49:12
Chinsurah, West Bengal:শীতে মুকালু অভিযানে এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।ভরসা ক্রাউড ফান্ডিং। বিশ্বে প্রথম নারী পর্বতারোহী হিসাবে মাকালু চড়তে রওনা দেবেন ১৫ ই ডিসেম্বর。 ২০২৩ সালের ১৭ ই মে গ্রীষ্মকালে মাকালু আরোহন করেছিলেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী বসাক।এবার শীতকালে মাকালু অভিযানে যাচ্ছেন পিয়ালী。 শীতকালে মাকালু খুবই বিপদ সংকুল।মাইনাস সত্তর ডিগ্রী তাপমাত্রা থাকে।১৩০ কিমি বেগে শীতল হাওয়া বইতে থাকে।বিপজ্জনক সেসमয় পর্বতারোহণ।তাই এখনো পর্যন্ত দুই জন মাত্র শীতে মাকালু অভিযান করে সফল হয়েছেন。 পিয়ালী এর আগে,এভারেস্ট,লোৎসে, মাকালু মানাসুলু, অন্নপূর্ণা ধৌলাগিরি আরোহণ করেছেন。 প্রতিবারই ক্রাউড ফান্ডিং করেই তার অভিযান সফল করেছেন।এবারেও সেই ক্রাউস ফান্ডিংই ভরসা。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 11, 2025 13:48:22
Kolkata, West Bengal:অধীর চৌধুরী ওয়াকফ নিয়ে লোকভবনের এসেছিলাম। আমাদের দাবি সম্মিলিত স্বারকলিপি দিলাম। পশ্চিমবঙ্গ সরকার মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে। আমি বলেছি আপনি কেন্দ্রের কাছে সময়সীমা বাড়ানোর কথা বলুন。 খতিয়ান ১এ রেজিস্ট্রেশন মানে তা সরকারের সম্পত্তি। মুখ্যমন্ত্রী এখন মুসলিম সমাজের মুসিবতকে রূপান্তিত হয়েছে মাসিহা হওয়ার বদলে। ত্রিনমূলের প্রমোটাররা ওয়াকফ সম্পত্তি লুড করছে। প্রসঙ্গ ভোলা ঘোষ পুলিস জানে,রাজ্যের মানুষ জানে একটা সাক্ষীকে মেরে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ডিটেনশন ক্যাম্প হতে দেবো না: মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ হল ২১ সালে এনআরসি ভুত দেখিয়ে ভোট দখল করলো। এইবছর এসআইআর খাচ্ছে না,এবার ডিটেনশন ক্যাম্পে জুজু। যদি হয় তৃণমূলের চোরদের রাখতে হবে। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না。 সিইও দফতরে মিটিং ভোট তো করতে হবে। মেয়াদ 26 অবধি। ডিএম,এসপিকে ধমকানো হচ্ছে: মুখ্যমন্ত্রী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললে সরে যাওয়া উচিত। এখানে ভোট লুট হয়। কারচুপিতে সরকারের মদত ছাড়া হয় না।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 11, 2025 13:05:28
Durgapur, West Bengal:পাচারের আগে উদ্ধার বহু বাজপাখি সহ গ্রেফতার এক, উদ্ধার করল বন দপ্তর. চার চাকা করে পাচার হচ্ছিল বাজপাখি. গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল বনদপ্তর. গ্রেফতার এক ব্যাক্তি, উদ্ধার ৬টি বাজপাখি. পূর্ব বর্ধমান বনাঞ্চলের দুর্গাপুর বিভাগের রেঞ্জার সুদীপ ব্যানার্জির বক্তব্য, বুধবার রাতে বিহার থেকে একটি চারচাকা গাড়িতে করে বাজপাখি নিয়ে যাওয়া হচ্ছিল বর্ধমানের উদ্দেশ্যে. উদ্দেশ্য ছিল পাচারের. গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি দল ওঁত পেতে ছিল বাঁশকোপা টোল প্লাজার সামনে. গাড়িটি টোল প্লাজায় এসে দাঁড়াতেই ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা. গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় ছয় ছটি বাজপাখি. সেখ ওয়াজেদ নামে ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় তাকে. ধৃত গাড়ির চালকের নাম শেখ ওয়াজেড পূর্ব বর্ধমানের দুবরাজদীঘির বাসিন্দা. দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, গোপন সূত্রে খবর ছিল. তারপরেই আমরা বাঁশকোপা টোল প্লাজার কাছে ওই গাড়িটি ধরে ফেলি. গাড়িটিতে যেই চালক ছিল সেই পাচারকারী ছিল. এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে.
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 11, 2025 12:34:59
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর মহকুমায় এসআইআর নিয়ে বিএলও-দের বিক্ষোভ, নতুন অ্যাপস সংযোজনেই ক্ষোভ উসকে উঠল গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর, বংশীহারী সহ একাধিক ব্লকে এসআইআর (Special Summary Revision) কাজকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিএলওরা। নভেম্বর থেকে ডিসেম্বর—এই পুরো সময় জুড়ে রাজ্যজুড়ে চলছিল এসআইআর-এর কাজ। প্রথমদফায় এক মাস সময় দেওয়া হয় এই কাজের জন্য, পরে নির্বাচন কমিশনের নির্দেশে আরও ৭ দিন বাড়ানো হয় সময়সীমা। অভিযোগ, এই অতিরিক্ত সময়েও কাজের চাপ কমেনি বরং বেড়েছে। কারণ, এসআইআর কাজ চলাকালীন প্রায় প্রতিদিনই নতুন করে একটি করে অ্যাপ বিএলওদের মোবাইলে ইনস্টল করা হয়েছে। এতে কর্মীদের কাজের গতি যেমন ব্যাহত হচ্ছে, তেমনই বাড়ছে প্রযুক্তিগত সমস্যাও। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ছিল নির্বাচন কমিশনে এসআইআর-এর সমস্ত নথিপত্র জমা দেওয়ার শেষ দিন। সেইদিনই বিএলওরা লক্ষ্য করেন, কমিশনের পক্ষ থেকে তাদের মোবাইলে আরও একটি নতুন অ্যাপ সংযোজন করা হয়েছে। ফলে শেষ মুহূর্তে নতুন অ্যাপ ব্যবহার করে কীভাবে নির্ধারিত কাজ সম্পন্ন করা সম্ভব, তা নিয়ে বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বুনিয়াদপুর পুরসভা এলাকা সহ বংশীহারী ব্লকের সমস্ত বিএলও বিডিও অফিসে বিক্ষোভ দেখান। পরে ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করেও সুরাহা মেলেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ীই নতুন অ্যাপ ব্যবহার করে কাজ চালিয়ে যেতে হবে। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন এসআইআর কাজে নিযুক্ত বিএলওরা। তাদের অভিযোগ, “হঠাৎ হঠাৎ অ্যাপ বদলে দিলে বা নতুন অ্যাপ দিলে কাজ করার গতি কমে যায়। এই অবস্থায় শেষ দিনে জমা দেওয়ার মতো কাজ করা দুষ্কর হয়ে উঠছে।” প্রযুক্তিগত জটিলতা ও বাড়তি চাপ—দুইয়ের মাঝে আটকে পড়া বিএলওরা এখন দ্রুত সমস্যার সমাধানে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছেন।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 11, 2025 12:34:38
Jhargram, West Bengal:রাজ্যজুড়ে আজ পথশ্রী রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলায় ১৫৫ টি রাস্তা যার দৈর্ঘ্য ২৬২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই রাস্তা তৈরিতে খরচ হবে প্রায় একশ আঠাশ কোটি টাকা। এই পথশ্রী প্রকল্পের শুভ সূচনা হল ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের টুলিবর এলাকায়।দীর্ঘদিন ধরে এতদ অঞ্চলে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে তা আবারো প্রাণ ফিরে পাবে। জামমনী ব্লকের টুলিবর থেকে দঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাষ্ট্রমন্ত্রী পূর্ত বিভাগের চন্দ্রিমা ভট্টাচার্য । অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক, বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো , বিধায়ক দেবনাথ হাসদা সহ একাধিক ব্যক্তিত্বরা। এলাকার মানুষজন এই রাস্তাটি তৈরি হওয়ায় খুবই আশা ব্যক্ত করেছেন। এতদিন পর্যন্ত রাস্তা না থাকায় এলাকার মানুষজনকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়েছে। এই প্রকল্পে ঝাড়গ্রাম বিধান সভায় ২৯ টি রাস্তা, বিনপুর বিধানসভায় ৩৩টি রাস্তা, গোপীবল্লভপুর বিধানসভায় ৮০ টি রাস্তা, এবং নয়াগ্রাম ১৩ রাস্তা তৈরী হবে। যা ভোটের আগে থেষ্ট তাৎপর্য পূর্ণ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 11, 2025 12:15:20
Howrah, West Bengal:আন্দুলে শুরু হল ৫১তম ইস্টার্ন পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ স্কোয়াট–ডেডলিফ্ট–বেঞ্চপ্রেসে পূর্ব ভারতের সেরাদের লড়াই হাওড়ার আন্দুলে পুইল্যা কিশোর ব্যায়াম সমিতির মাঠে গতকাল ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৫১তম সিনিয়র ইস্টার্ন পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ (ক্লাসিক ও ইকুইপড)। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। স্কোয়াট, ডেডলিফ্ট এবং বেঞ্চপ্রেস এই তিন ইভেন্টে পূর্ব ভারতের ৮টি রাজ্য থেকে মোট ১৬৫ জন প্রতিযোগী অংশ নিয়েছে। আসাম, ঝাড়খণ্ড, বিহার, মনিপুর, সিকিম, ত্রিপুরা, ওড়িশা এবং আয়োজক রাজ্য পশ্চিমবঙ্গ।সব রাজ্য থেকেই এসেছে প্রতিযোগীরা। যাঁদের দিকে সবচেয়ে বেশি নজর তারা হলেন বাংলার স্নেহা ঘরামী, অর্পণ মজুমদার, অমৃতা ঘোষ ও মৌমিতা ঘোষ। সাড়া ফেলছেন বিহারের সুধা কুমারী, ঝাড়খণ্ডের নেহা রানী এবং সিকিমের গুয়া মায়া প্রধান ও বিশাল রাই। এছাড়াও একই মাঠে শুরু হয়েছে ৫২তম সিনিয়র রাজ্য (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গের ১৮টি জেলা থেকে প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। ফলে মোট অংশগ্রহণকারীর সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৬০০-এর কাছাকাছি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কানাইলাল দে, সভাপতি পবিত্র ঘোষ এবং আন্তর্জাতিক ভারোত্তোলক রেখা মাল।আন্তর্জাতিক খেলোয়াড় ও রেফারি জয়ন্ত ভট্টাচার্য জানান, পাওয়ার লিফটিংয়ের জনপ্রিয়তা দেশে-বিদেশে দ্রুত বাড়ছে। রেল, পুলিশ,সেনাবাহিনী সহ নানা সরকারি দপ্তরে এই খেলার ভিত্তিতে চাকরির সুযোগও আছে।নতুন প্রজন্মের ঝোঁক দেখে ভালো লাগছে। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রতিযোগীতা।১৩ ডিসেম্বর ফাইনাল। যারা জিতবে তারা জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করবে। বাইট..১..জয়ন্ত ভট্টাচার্য ( আন্তর্জাতিক খেলোয়াড় ও রেফারি) ২..শর্মিলা দে(খেলোয়াড় ) ৩..অশোক মাঝি (টুর্নামেন্টের সেক্রেটারি ) 1112zg_hwh_tournament_r
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 11, 2025 11:18:09
Dinajpur, Rangpur Division:আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে সাধারণ মানুষের দাবি অনুযায়ী উঠে আসা বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু করেছে বালুরঘাট পৌর সভা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট পৌরসভার 14 নম্বর ও 15 নম্বর ওয়ার্ডের একাধিক কাজের সূচনা করলেন চেয়ারম্যান অশোক মিত্র। এই দুটি ওয়ার্ড নতুন সংযুক্ত হয়েছে পৌরসভার সঙ্গে। এর আগে এই 14 নম্বর ওয়ার্ড চক ভৃগু গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণে ছিল। পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার পর area's পরিকাঠামোগত উন্নয়নের জোর দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিশেষত নিকাশি ব্যবস্থা ও যাতায়াতের রাস্তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। স্বাভাবিকভাবেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই দুটি ওয়ার্ড থেকে রাস্তা ও ড্রেনের দাবি উঠেছে প্রচুর। বৃহস্পতিবার দুপুরে ১৯ লক্ষ ৭০ হাজার মূল্যের কাজের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এর মধ্যে রয়েছে ড্রেন নির্মাণ ও রাস্তা নির্মাণের কাজ। এই প্রকল্পের ফলে ১৪ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।এমনকি কঙ্কালীতলা থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সরাসরি রাস্তা ও নির্মাণ করছে পৌরসভা এই রাস্তা হয়ে গেলে এলাকার বাসিন্দাদের জানিয়েছেন চেয়ারম্যান অশোক মিত্র।
0
comment0
Report
Advertisement
Back to top