Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

फोरेंसिक टीम ने हत्या की साजिश का खुलासा; 8 के खिलाफ शिकायत दर्ज

BBBimal Basu
Dec 11, 2025 13:52:57
Basirhat, West Bengal
গতকালের ঘটনার পর আজ রাজবাড়ী আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ। সেদিন বসিরহাট কোর্টের আইনজীবী কালীচরণ মন্ডল কে সঙ্গে নিয়ে এদিন তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। শেখ শাহাজাহান, গাড়িচালক আলিম মন্ডল সহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা সম্পূর্ণভাবে তাকে খুনের চক্রান্ত করা হয়েছে। শেখ শাহজাহানের বিষয় নিয়ে বেশ কয়েকবার নোটিশ দিয়ে সিবিআই ও ইডি ভোলা ঘোষ কে ডেকেছিল। শেখ শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। এমনটাই জানান ভোলা ঘোষ এদিকে দুর্ঘটনায় গাড়ি দুটো পরীক্ষা নিরীক্ষা করে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Dec 13, 2025 06:16:35
Siliguri, West Bengal:সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা , খাঁদে পড়ে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে রিয়াংয়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায় একটি যাত্রীবাহী টাটাসুমো গাড়ি। জানাযায় শুক্রবার রাতে সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে গাড়িটি সিকিম বাংলা সীমান্তে রিয়াংয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চালকসহ মোট ১০ জন ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রিয়াং থানার পুলিশ ও এনএইচআইডিসিএল কর্মীরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আটজনকে । এদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে বেশ কয়েকজন৷ আহতদের রম্ভি হাসপাতাল সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।তবে গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা পর্যটক না স্থানীয় বাসিন্দা তা খতিয়ে দেখা হচ্ছে৷ অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ময়গাগুড়ি বাসিন্দা তুষার বর্মন ও বর্ধমানের বাসিন্দা সুমিত মালির। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে , রংপোর বাসিন্দা রাম বাহাদূর ছেত্রী , জলপাইগুড়ির বাসিন্দা গৌতম রায় , শিলিগুড়ির বাসিন্দা নির্মা শেরপা , সাগর শর্মা । গ্যাংটকের বাসিন্দা অনুজ কুমার প্রসাদ , বীরভূমের বাসিন্দা সবুজ কুমার ঘোষ । এখনও দুজনের পরিচয় পাওয়া যায়নি। কালিম্পং পুলিশ সুপার শ্রীহরি পান্ডে বলেন , "কিভাবে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি ২০০ ফুট খাদে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও দুজনের পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।"
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 13, 2025 05:50:27
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম কৃষান বাজারে ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গেলেই পতি কুইন্তাল প্রতি ৬ কিলো করে বাটাতে ধান বাদ দেয়া হচ্ছে এমনই অভিযোগ কৃষকদের। অথচ এরকম কোন নিয়ম নেই একথাও শিকার করছেন সেখানে দাইত্বে থাকা আধিকারিক শিকান্ত ভুই।আর এই কালো বাজারি চালাচ্ছে মিল মালিকরা। জেলার অধিকাংশ জায়গায় এই ভাবেই ওয়েদার মোয়র্চার ধান বাদ দেওয়া হয় যানিয়ে বিভিন্ন জায়গায় থেকেই। যেখানে সরকার নেয্য মুল্যের ধান ক্রয় করার জন্য কৃষান মান্ডি গুলিতে ধান ক্রয় কেন্দ্র খুলেছেন সেখানেই ধান বিক্রি করতে এলে তাদের ঠাকাছেন মিল মালিকরা যা নিয়ে নিশচুপ সেখানে থাকা আধিকারিক।চাষীদের বক্তব্য যেখানে সরকার কিনছে সেখানেই সরকারকে এই বদনাম করা হচ্ছে।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 13, 2025 05:49:39
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 13, 2025 05:47:17
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটি চেয়ারম্যানের নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ, হোয়াটসঅ্যাপে পানিহাটি চেয়ারম্যানের ছবি ব্যবহার করে বিভিন্ন কাউন্সিলের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ, খড়দহ থানাে অভিযোগ দায়ের করলো। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে? অভিযোগে বলা হয়, পানিহাটি কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি ও যুলি সরকার পাত্রের কাছ থেকে তার নাম করে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয় এবং দেওয়া হয় ব্যাংক ডিটেলস। তারপর এই বিষয়টি কাউন্সিলরদের সন্দেহের তালিকায় আসে, সঙ্গে সঙ্গে তারা ফোন করে জানতে চান পৌর প্রধানের কাছে, আর তারপরেই বড় প্রধান বলেন যে তিনি কোন রকম টাকা চাননি, তাহলে কি ওই নাম্বারটি ব্যবহার করে বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে বারংবার টাকা চাইছেন মেসেজের মারফত? উঠছে প্রশ্ন। এর আগে এই ধরনের সাইবার প্রতারণা তার নাম করে করার চেষ্টা করেছিল দুষ্কৃতিরা। তা দমন করতে পেরেছিল খড়দা থানার পুলিশ, কিন্তু বারংবার কেন তার নাম করে টাকা চাওয়া হচ্ছে, উঠ ছে প্রশ্ন? তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 13, 2025 05:07:48
Darjeeling, West Bengal:Darjeeling School's Final (Promotion) Exam Going On In Cold Weather, Student Wear Warm Cloth. After Exam Winter Vacation Start For 2 Months. If Necessary Schools Provide Heater. Darjeeling Schools system is different from the Plains schools. Out here the Final (Promotion) Exam is done in December every year for Classes 5 up to 9 and for 10th Class the Selection Exam for Board Exam is done. In Darjeeling December is cold and winter season starts. Students face problems during writing the Exam in classroom due to cold. They wear warm clothes and the school administration allows it. There is much cold inside the class; they also use a heater for the students. This year the weather is sunny; not much cold, but inside the classroom it is cold and the students wear Topi, Gloves and Muffler to keep warm and it is easy to write the Exam. The School Exam will continue till the last 3rd weeks of December and then the Winter Vacation starts for 2 months and again the school restarts from First Week Of February. In Darjeeling the long vacation is from 3rd week of December, known as Winter Vacation, but students preparing for Board Exam coaching continues till 2nd week of January. Darjeeling School system is different from plains; promotion exam is done in December after which the Winter Vacation starts and continues till 2nd Week of February. Students are allowed to wear jackets or warm clothes during school hours and even during the exam; inside the class it is cold, and if necessary then we provide the heater for them. Observations: It is sunny outside but inside the class it is cold, so we wear warm clothes and it is allowed by the school. Total File-6 Visual -1 Teacher BT-3 Student BT-2
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 13, 2025 05:04:04
Dinajpur, Rangpur Division:*মন্ত্রীর গড়ে তৃণমূলের ভাঙ্গন, তৃণমূল এবং সিপিএম ছেড়ে বহু নেতা কর্মী মিমে যোগদান বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম。 ২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি 。 হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে। আজ বিকেল ৩ টা নাগাদ দ:দিনাজপুর জেলার ৪২ নং হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চল এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা হয়। যেখানে জেলার সাধারণ জনসাধারণের একাধিক দাবি নিয়ে খুব শীঘ্রই অধিকার যাত্রা শুরু হবে বলে দাবি দলের নেতৃত্বের。 যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উম্মেদ আলী খান, জেলা সহ সভাপতি হায়দার আলী, হরিরামপুর ব্লক নেতা মেহেদী হাসান , মাবুদ হাসান সহ একাধিক নেতৃত্বগন। এদিন প্রায় ৩০ জন তৃণমূল ও সিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করলেন জেলা সভাপতি উম্মেদ আলী খান
0
comment0
Report
PDPradyut Das
Dec 13, 2025 05:00:53
Jalpaiguri, West Bengal:এসআইআর প্রকৃয়ায় কোন‌ও যোগ্য ভোটারের নাম বাদ গেলে সংবিধান হাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমার নাম কৃষ্ণ। সুদর্শন চক্র আমার কাছেও রয়েছে। বিজেপি কখনও ধমকানোর চেষ্টা করলে আমাকে শুধু একটা ফোন করবেন। ওই সুদর্শন চক্র দিয়েই ওদের বধ করে আসব। কৃষ্ণ দাসের এমন বক্তব্যে রীতিমতো হ‌ইচ‌ই পড়ে যায় রাজগঞ্জের আমবাড়ি এলাকায়।কটাক্ষ বিজেপি। বিজেপি তৃণমূলকে এক হাত নেয়। এরই পাশাপাশি, SIR এর বিরোধিতায় প্রতিবাদ মিছিল তৃণমূল এসসি, ওবিসি সেলের। "যোগ্য ভোটারের নাম বাদ গেলে মানুষ সংবিধান হাতে আন্দোলনে নামবেন" হুশিয়ারি তৃণমূল নেতার। নেপালের জেন-জি আন্দোলনের প্রসঙ্গে প্রকারান্তরে কেন্দ্রীয় সরকারকে এদিন হুমকি দেন জলপাইগুড়ির তৃণমূল নেতা কৃষ্ণ দাস। আগামী ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এসআইআর এর বিরোধীতা করে জলপাইগুড়ি জেলার, রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে বিশাল মিছিল হয়। এসসি,ওবিসি সেলের রাজগঞ্জ ব্লক কমিটির ডাকে এই মিছিলে পা মেলান প্রায় দুই হাজার মানুষ। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস এবং অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব । মিছিলের পর আমবাড়ির তারঘেরা ময়দানে জনসভা হয়। এসসি, ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসের অভিযোগ, এসআইআর এর আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। খসড়া তালিকায় মতুয়া, রাজবংশীসহ হিন্দুদের নামই বেশি করে বাদ পড়বে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষেরা এদেশেও অত্যাচারিত হচ্ছেন এসআইএর মাধ্যমে, অভিযোগ তার। এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছেন কৃষ্ণ দাস। খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন কৃষ্ণ দাস। মানুষ সংবিধান হাতে আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে নেপালে জেন-জি আন্দোলনের প্রসঙ্গও টেনেও হুশিয়ারি দিয়েছেন তিনি। মানুষের আন্দোলনের জেরে নেপালের নেতা-মন্ত্রীরা প্লেনে ঝুলে পালিয়েছেন মন্তব্য করে প্রকান্তরে কেন্দ্রীয় সরকারকেও হুশিয়ারি দেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 13, 2025 04:52:41
Ranaghat, West Bengal:1. বিজেপি সাংসদের টাকায় রাস্তা, উদ্বোধন মুখ্যমন্ত্রীর—শান্তিপুরে প্রকল্প ঘিরে শুরু তরজা একই রাস্তা, দুই প্রকল্প! এমপি তহবিল বনাম পথ-রাস্তাশ্রী নিয়ে শান্তিপুরে বিতর্ক রাজ্যসভার বিজেপি সাংসদের টাকায় অনুমোদন-p alma রাস্তা পথ-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় এনে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়াল উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের এমপি কোটার টাকায় অনুমোদন পেয়ে ইতিমধ্যেই রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ের ৮৬৫ মিটার পর্যন্ত রাস্তা। অভিযোগ, সেই একই রাস্তার শুরু এবং শেষের নাম পরিবর্তন করে এবং বাড়তি আরো প্রায় ৮০০ মিটারের অনুমোদন করে রাজ্যের শাসক দল। এবং সেই রাস্তাটি অন্যান্য আর পাঁচটা পথ-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় এনে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ থেকে তাঁর হাত দিয়ে ভার্চুয়াল উদ্বোধন করা হয়। আর এই নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও নবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের উজ্জল প্রমাণিকের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল। জেলাশাসকের কাছে রাস্তা মেরামতির বিষয়ে জানিয়েছি। ৫৩ লক্ষ টাকার অনুমোদনও পেয়েছে। অথচ তার আগে বিজেপির পক্ষ থেকে সাংসদ শমিক ভট্টাচার্যের এমপি তহবিল থেকে মাত্র ১৫ লক্ষ টাকা অনুমোদন করিয়ে, নিম্নমানের ঝামা ও ইট দিয়ে কাজ করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যদিও শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, এটা নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। একটি রাস্তা ৫৩ লক্ষ টাকা ব্যয়ে হবে , আর একটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে হবে। দুটোকে একসঙ্গে জুড়েও করা যেতে পারে, তাতে সাধারণ মানুষের আরও উপকার হবে। তারই ব্যাবস্থা করা হবে বলে তিনি জানান। বাইট ১. চঞ্চল চক্রবর্তী (শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, বিজেপি) ২. উজ্জল প্রমাণিক (নবলা গ্রাম পঞ্চায়েত, উপপ্রধান, তৃণমূল কংগ্রেস) ৩. সন্দীপ ঘোষ (বিডিও, শান্তিপুর)
0
comment0
Report
TDTapan Deb
Dec 13, 2025 04:52:19
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার– বিজেপি করার অপরাধে দলের এক বুথ সভাপতির এক বিঘা জমিতে চাষ করা বেগুন গাছে বিষাক্ত স্প্রে করে দিল দুষ্কৃতিকারীরা। বিজেপির অভিযোগের তীর স্হানীয় তৃনমুল কংগ্রেসের হারমাদদের বিরুদ্ধে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভার টটপাড়া এলাকায় বিজেপির বুথ সভাপতি দীপক বিশ্বাস তার এক বিঘা জমিতে বেগুন চাষ করেছিলেন। গতকাল দেখেন সব বেগুন গাছের মরক ধরেছে। ঘাস মারার স্প্রে ছিটিয়ে দেওয়া হয়েছে গোটা খেতে। খবর পেয়ে বিজেপি নেতার বেগুন চাষ দেখতে যান কুমারগ্রামর বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তিনি বলেন একাজ তৃনমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিবারা করেছে। বিজেপির মন্ডল সভাপতি হুশিয়ার দিয়ে বলেন এর বদলা হবে। তৃনমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন এই কাজের সঙ্গে তৃনমুল কংগ্রেসের কেউ জড়িত নয় , বিজেপি নিজেদের চাষের জমিতে বিষাক্ত স্প্রে করে তৃনমুলের বদনাম করছে। তারা থানায় লিখিত অভিযোগ জানаков। তদন্তে সব বেরিয়ে আসবে। ২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে গোটা রাজ্যের সাথে আলিপুরদুয়ারেও গ্রামীন এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ততা হয়ে উঠছে।
0
comment0
Report
EGE GOPI
Dec 13, 2025 04:31:02
Kharagpur, West Bengal:প্রজেনি ম্যাপিং-এ চাঞ্চল্যকর তথ্য। ২০০২-এর তালিকায় ৮৫ لاکھ ভোটারের বাবার নামে গলদ। নথি অনুযায়ী ১২ লাখ ভোটার বাবা হয়েছেন মাত্র ১৫ বছর বয়সে। বাবা-ছেলের বয়সের পার্থক্য ১৫ বছরের কম। একই ভাবে ৪০ বছরের কম বয়সে ঠাকুর্দা হনেছেন ৩ লাখ ভোটার। ৬ ছেলে মেয়ে রয়েছে এমন ভোটারের সংখ্যা প্রায় ২৪ লাখ। ১৩ লাখ ভোটারের বাবা-মায়ের নাম এক। তাহলে কি প্রজেনি ম্যাপিংয়ের আড়ালেই ব্যাপক ভুয়ো ভোটার লুকিয়ে রয়েছে? আমরা যেটা বলেছিলাম ১ থেকে দেড় কোটি ভুয়ো ভোটার বাদ যাবে, সেদিকেই এগিয়ে যাচ্ছে। প্রতিদিন ১ লাখ করে ভুয়ো ভোটার বাদ যাবে। এর সাথে সাথে বিহারে যে BLO Ra শোকজ খেয়েছে এই সংখ্যাটা বিহারের থেকে ডবল হবে। যে BLO Ra ইচ্ছা করেই হোক আর জোর করে হোক এ বাংলায় এদের ফাঁদে পা দিয়েছেন তাদের জেলের ঘানি টানতে হবে। শুধু ভবানীপুরেই বাদ পরতে পারেন ভোটার ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম। তাহলে কি এবার ভবানীপুরে তৃণমূলের পরাজয় খুবটাই নিশ্চিত? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জিততেন তা SIR-এ প্রকাশ পেয়ে গেছে। প্রমাণ হয়েছে কিভাবে তিনি জিততেন। যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে তিনি চলে এসেছিলেন আসল জনপ্রিয়তা তা প্রকাশ পেয়ে গেছে। তাকে আমরা হারিয়েছি। এভাবেই তার বড় বড় নেতারা যেখানে দাঁড়ান সেখানে এভাবেই হারবেন। মিনিমাম ৩০ থেকে ৪০ হাজার পুরো ভোটার এক একটা বিধানসভায় আছে। SIR-এ হেয়ারিং-এর জন্য আরও প্রয়োজন ২৯৪০ জন ER0। প্রত্যেক ER0-ও প্রতিদিন ৫০ জনের হেয়ারিং করবে। তাহলে এবারে কি দ্রুত ফাইনাল লিস্টের দিকে এগোচ্ছে কমিশন? শেষ পর্যন্ত নাম বাতিলের তালিকা কি বিজেপির টার্গেট ছুঁয়ে ফেলবে? ফাইনালিস্ট হবে আরো দু'মাস সময় রয়েছে। আরো স্ক্রুটিনি করতে হবে কথা বলতে হবে দরকার হলে BLO dেরে ডাকতে হবে। আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিষয়টা বুঝতে পেরেছেন তাই সিরিয়াস নিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ পুরো বিষয়টা স্মার্টলি হ্যান্ডেল করেছেন। তাই ১৫ দিনের মধ্যে সবাই ফর্ম জমা দিয়ে দিয়েছেন। তাই অন্যান্য রাজ্যে সময় বাড়ালেও পশ্চিমবাংলার ক্ষেত্রে সে সময় বাড়ায়নি নির্বাচন কমিশন। কারণ এখানকার মানুষের দায়িত্বশীলতা। আন্দোলন পশ্চিমবাংলার ভাগ্যে লেখা রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবাংলায় কি মেধা শেষ হয়ে গেছে। একসময় বাংলার শিক্ষার দিকে তাকিয়ে থাকত ওটা দেশ। কেন্দ্রীয় সরকারেরও হস্তক্ষেপ প্রয়োজন দেখা উচিত। যোগ্যতার মাপকাঠি কি করেছেন? যোগ্যতায় মাপকাঠি কি ওনাদের কাছে যারা টাকা দিয়ে পরীক্ষায় বসে চাকরি পেয়েছেন? যারা পরীক্ষায় পাস করেছিলেন তাদের লিস্ট বের করুন। পুরুলিয়া থেকে গ্রেফতার গীতা হেমব্রম মুর্মু: এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত এটা কোন না কোন সংগঠনের হয়ে কাজ করছেন তারা। টিএমসির বড় বড় নেতারা SIR-র বিরোধিতা করে নিজেরা আগে ফরম পূরণ করেছেন। কমিশন কড়া, একজন মৃত মানুষের নামও তালিকায় থেকে গেলে BLO-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এখনো ভুয়ো ভোটার তালিকায় রয়ে গেছে। বিরদের ঠিক করুন না, নতুবা বিহারের মতো জেল খাটতে হবে। তালিকায় নাম থেকে গেলে দায় কোন নেতা নেবে না। আপনাদেরকে নিতে হবে। নির্বাচন কমিশন কড়া-কর হবে। সাত সকালে খড়গপুর শহরে চাচক্রে যোগ দিয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ。
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 13, 2025 04:15:40
Barrackpore, Kolkata, West Bengal:নৈহাটীতে দেখাগেলো কলকাতার রবিনসন ষ্ট্রীট কান্ডের ছায়া। একই বিছানায় কয়েক দিন ধরে স্ত্রীর দেহ আঁকড়ে দিন কাটাচ্ছে স্বামী ও ছেলে।asemই নজীরবিহীন ঘটনা ঘটলো নৈহাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোড অঞ্চলে। বছর ৫৫-র তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। মৃতার স্বামীও গুরুতরভাবে অসুস্থ গৌর নন্দী ও প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই বেশ কয়েকদিন ধরে মৃত তৃপ্তি নন্দীকে নিয়ে দিন কাটাচ্ছিল। প্রতিবেশিরা ঘুনাক্ষরেও টের পায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর ঘরে ঢুকে দেখেন তার দিদির মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে, আর দুপাশে রয়েছে তৃপ্তি নন্দীর স্বামী ও পুত্র। এরপরই প্রতিবেশিদের জানালে তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। পুলিশ এসে তৃপ্তি নন্দীর দেহ উদ্ধারের পাশাপাশি তার অসুস্থ স্বামী गৌর নন্দীকেও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় নৈহাটি থানার পুলিশ। দীर्घদিন ধরে অসুস্থ ছিলেন তৃপ্তি নন্দী হয়তো সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান প্রতিবেশীদের।
0
comment0
Report
Advertisement
Back to top