Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

रानीगंज के निजी अस्पताल में महिला मरीज की मौत पर चिकित्सक पर लापरवाही के आरोप

BCBasudeb Chatterjee
Nov 17, 2025 07:56:00
Asansol, West Bengal
আসানসোলের রানীগঞ্জের বাঁশড়ার বেসরকারি হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। অভিযোগ রবিবার বিকেল ছ-টা নাগাদ স্থানীয় জামুরিয়ার বেনালী গ্রামের খাজা নগরের বাসিন্দা শেখ মহিদের মেয়ে বছর কুড়ির সanaoयারা খাতুন বমি, পায়খানা ও শরীরে টান উপসর্গ নিয়ে রানীগঞ্জের এই হাসপাতলের ডাক্তার অভিজিৎ ঘোষের আন্ডারে ভর্তি হন। অভিযোগ রোগীর ভর্তির সময় থেকে শুরু করে রোগীর মৃত্যারের পর সকাল প্রায় এগারোটা বেজে গেলেও চিকিৎসকের নাকি কোন দেখা মেলেনি? যা চিকিৎসকের গাফিলতির একমাত্র উদাহরণ বলে দাবি করেন রোগীর পরিজনের। সোমবার সকালে এই দাবিতেই মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কয়ারে অবস্থিত হাসপাতালে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ চিকিৎসকের গाफিলতির কারণে ও সঠিকভাবে চিকিৎসা না করার কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। পরিজিনের দাবি তারা এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন, অভিযোগ দায়ের করা হবে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে। এ মুহূর্তে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
113
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 17, 2025 09:24:49
Kaji Chak, West Bengal:মেদিনীপুরে দিলীপ ঘোষ। অনशन করেছিলেন কেন, সব ব্যাপারে ড্রামা করতে হবে এদিকে মাতুয়া সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন, যাতে এস আই আরে এপ্লাই করতে পারে। এদিকে অনশন করছেন আবার নেতা গিয়ে বললেন উঠে যেতে, তিনি উঠে গেলেন। এভাবে মানুষকে বিভ্রান্ত করছেন ওদের জন্য সিএএ হয়নি। পূর্ববঙ্গের মানুষেরা নাগারকত্ব পায়নি তাদের জন্য কিছু করেননি খালি রাজনীতি করেছেন। এবারও মানুষকে বিভ্রান্ত করছেন। যে সিএএ আবেদন করবে না সে নাগরিক হবে না যে এস আই আর फॉर्म फিলাপ करेगा না সে ভোটার হতে পারবে না ক্ষতিটা কার হবে পশ্চিমবঙ্গের মানুষ সব জানে। তাই সবাই ফর্ম নিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন মমতা বালাও ফর্ম নিয়েছেন। সবাই ফর্ম জমা দেবে। সাধারণ মানুষ যদি ফর্ম জমা না দেয় সে ভোটার হতে পারবেনা ভোটও দিতে পারবে না। দুইজন রাজনৈতিক নেতা—শেখ হাসিনার রায়দান প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে চলমান পরিস্থিতি আমরা চাই শান্তি হোক এবং শেখ হাসিনা দেশের অগ্রগতিতে কাজ করেছে তবে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কল্যাণ ব্যানার্জি প্রসঙ্গে বলেন তার মত একজন সিনিয়র আইনজীবী সংসদ এই ধরনের কথাবার্তা Shobhā Pāyā না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এদিন দুপুরে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরে বর্ণাঢ্য পদযাত্রা হয়। পদযাত্রায় অংশ নিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ পদযাত্রায় শামিল হয়েছিলেন। পদযাত্রা মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে মেদিনীপুর শহরের রিংরোড প্রদক্ষিণ করে। পদযাত্রার আগে একটি ছোট সভাও হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 17, 2025 08:53:17
35
comment0
Report
KMKIRAN MANNA
Nov 17, 2025 08:52:53
Dihierench, West Bengal:রঘুনাথপুরে ২০০-র বেশি ভোটারের একই EPIC নম্বর! আতঙ্কে গ্রামবাসী, SIR ক্যাম্পে উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০০ জনের বেশি ভোটারের EPIC নম্বর WB/30/202/180—একই। এই অস্বাভাবিক পুনরাবৃত্তি নিয়ে এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক ও উত্তেজনা。 সমস্যা জানাতে যুব তৃণমূল কংগ্রেসের SIR সহায়তা ক্যাম্পে ভিড় জমাচ্ছেন ভোটাররা। ক্যাম্পে উপস্থিত তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি উচ্চ নেতৃত্ব ও নির্বাচন কমিশনকে জানানো হবে। রাত গভীর পর্যন্ত চলছে SIR ফর্ম ফিল-আপ পরিষেবা। ভোটারদের জল, চা ও বিস্কুট দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান নেতারা。 তবে BLO বা কমিশনের কেউই এ বিষয়ে কথা বলতে চাননি。 বাইট: ১. সুমিত সামন্ত — যুব তৃণমূল নেতা (১:১৮ সেকেন্ড) ২. জগন্নাথ পাল — ভোটার (১:০২ সেকেন্ড) ৩. রিনা পাল — ভোটার (১:৩৯ সেকেন্ড)
52
comment0
Report
MDMritunjay Das
Nov 17, 2025 08:40:48
Bankura, West Bengal:সরকার নির্ধারিত মজুরী মেলেনা, তাও বকেয়া রয়েছে ৪ থেকে ৬ মাস, অগত্যা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে জেলা শাসকের দ্বারস্থ জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকা শ্রমিকেরা সরকার নির্ধারিত দৈনিক মজুরী মেলেনা। তাও আবার বকেয়া রয়েছে ৪ থেকে ৬ মাস। নিয়মিত মিলছে না বোনাস, এরিয়ারও। এই পরিস্থিতিতে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে আন্দোলনে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প ও ভালভ অপারেটাররা। নিজেদের দাবি নিয়ে আজ বাঁকুড়ার জেলা Shasher দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। বাঁকুড়া জেলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল সরবরাহের কাজে কমবেশি ১২০০ কর্মী নিযুক্ত রয়েছেন। ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের দায়িত্ব সময়মতো পাম্প চালানো, ভালভ খোলা বন্ধ করা এবং পাইপ লাইনে ছোটখাটো মেরামতি করা। ঠিকাদারের মাধ্যমেই এই কর্মীদের দৈনিক হিসাবে মজুরী দেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। কিন্তু এই কর্মীরাই এখন পড়েছেন মহা সঙ্কটে। পাম্প ও ভালভ অপারেটারদের সরকার নির্ধারিত দৈনিক মজুরী দেওয়া হয়না বলে অভিযোগ। সেই মজুরীও কারো ক্ষেত্রে বকেয়া রয়েছে ৪ মাস, কারো আবার ৬ মাস। মিলছে নিয়মিত বোনাস ও এরিয়ারের টাকাও। বারেবারে বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে নিতান্ত বাধ্য হয়ে আজ বাঁকুড়া জেলায় কর্মরত পাম্প ও ভালভ অপারেটাররা জনায়েত করেন জেলা শাসকের দফতরে। সেখানে ৫ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অবিলম্বে তাঁদের এই দাবি পূরণ না হলে আগামীদিনে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
124
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 17, 2025 08:40:01
Jhargram, West Bengal:অনির্দিষ্ট কালের জন্য ঝাড়ঘарам জেলা জুড়ে টোটো ধর্মঘট শুরু হল আজ থেকে। শহরে মিছিল করে আজ তাদের প্রতিবাদ জানায় টোটো চালক রা। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয় টোটো সংগঠন এর তরফে। সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর এর তরফে জানানো হয়েছে রাস্তায় টোটো চলাতে হলে টোটোর রেজিষ্ট্রেশন এবং টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক। তার জন্য নির্ষ্ট টাকাও বেধে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ঝাড়গ্রাম জেলায় টোটো চলাক দের অভিযোগ সেই নিয়মের কোনো তোয়াক্কা না করে ঝাড়গ্রাম জেলা আরটিও র তরফে একাধিক নিয়ম দেখিয়ে অনেক বেশী টাকা ধার্য করা হয়েছে। যা টোটো চালক দের এককালিন দেওয়া অসম্ভব। পাশাপাশি পুরানো টোটোর রেজিষ্ট্রেশন ও সম্ভব নয় কারন বর্তমানে সরকারি অনুমোদন করা টোটো না হওয়া এবং সেই সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় প্রয়জনীয় কাগজ পেতেও বহুটাকা খরচ করতে হচ্ছে। তারপরও কোনো নিশ্চিয়তা নেই বলে অভিযোগ। রোজ ই একটা করে নিয়ম পরিবর্তন করছে আরটিও বলে অভিযোগ। এই বেনিয়ম এবং অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে আজ থেকে টোটো চলানো বন্ধ রেখেছে টোটো মালিক রা। টোটো বন্ধ হওয়ায় সমস্যায় সাধারন মানুষ। ট্রেন, বাস অথবা বাজার থেকে ভাড়ি ব্যাগ নিয়ে বাড়ি ফেরার একমাত্র উপায় ছিলো এই টোটো এবার তা বন্ধ হওয়য় চরম সমস্যায় তারা। বিশেষ করে বয়ষ্ক মানুষ জন। ফলে সাধারন মানুষ থেকে টোটো চালক সবার ই আর্জি অবিলম্বে চালু হোক টোটো।
69
comment0
Report
ABArup Basak
Nov 17, 2025 08:39:44
Mal Bazar, West Bengal:ดुअার্স–তরাইয়ে নতুন সংগঠন ‘গোর্খা সন্মেলন’ গঠন, দাবি আদায়ে আলোচনা পথেই এগোতে চায় নেতৃত্ব... আন্দোলনের বদলে সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করে দাবি আদায়ের লক্ষ্যে ডুয়ার্স–তরাইয়ের গোর্খা সম্প্রদায় নতুন সংগঠন গড়ে তুলল। নাগরাকাটার একটি বেসরকারি হোটেলে আয়োজিত সভায় ‘ডুয়ার্স তরাই গোর্খা সন্মেলন’ নামে নবগঠিত এই সংগঠন আত্মপ্রকাশ করে。 সভায় জানানো হয়, মোট ১৫ দফা দাবি নিয়ে সংগঠনটি এগোবে। অস্থায়ী কমিটির সভাপতি রাজেশ ছেত্রী বলেন, “এখানকার গোর্খা সমাজের মনের কথা এতদিন কেউ সঠিকভাবে সরকারের কাছে পৌঁছে দিতে পারেনি। আমরা সেই কাজটিই করতে চাই। কোনও রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে এই প্ল্যাটফর্মের যোগ থাকবে না।” নতুন সংগঠনের মূল দাবিিগুলির মধ্যে রয়েছে পাহাড়ের মতো ডুয়ার্স–তরাই অঞ্চলেও নেপালি ভাষার দ্বিতীয় রাজ্যভাষা স্বীকৃতির সুফল পৌঁছে দেওয়া।নেপালি মাধ্যমের স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ।নেপালি ভাষার জন্য স্বতন্ত্র ভাষাগত সংখ্যালঘু বোর্ড গঠন।গোর্খা সংস্কৃতি ও ইতিহাসের সংরক্ষণের জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন।গ্রামীণ এলাকায় নেপালি ভাষার গ্রন্থাগার তৈরি।গোর্খা সাহিত্যিক, শিল্পী ও খেলোয়াড়দের সরকারি স্তরে উৎসাহ ও স্বীকৃতি প্রদান。 এদিন গঠিত হয় ২৫ সদস্যের অস্থায়ী কমিটি। সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহিত্যিক অজয় খাড়কা। কো-অর্ডিনেটর পদে মনোনীত হন পূর্ব ডুয়ার্সের লালসিং ভুজেল, মধ্য ডুয়ার্সের নারায়ণ ছেত্রী ও কুমার ছেত্রী এবং পশ্চিম ডুয়ার্সের প্রমেশ ছেত্রী ও খগেন্দ্র শর্মা। কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন বিকাশ বিশ্বকর্মা ও সরোজ সুব্বা。 আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর নাগরাকাটা বা বানারহাটে আয়োজিত পূর্ণাঙ্গ সভায় সংগঠনের স্থায়ী কমিটি গঠন করা হবে। সভায় তরাইয়ের নকশালবাড়ি থেকে ডুয়ার্সের শেষ সীমানা সংকোশ পর্যন্ত বিভিন্ন এলাকার গোর্খা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাইট ১) কমিটির সভাপতি রাজেশ ছেত্রী।
50
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 07:56:33
Basirhat, West Bengal:শেখ হাসিনার আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের আজ রায়দান, তার উপর সম্প্রতি দিল্লীতে বিস্ফোরণের ঘটনার পর যাতে বাংলাদেশ থেকে কোনো অবাঞ্চিত মানুষ এদেশে ঢুকেতে না পারে তার জন্যে সীমান্তবর্তী বসিরহাট সেতুর উপর চলছে প্রত্যেকটি গাড়ি থামিয়ে নাকা চেকিং। প্রশাসসূত্র জানাযায় শেখ হাসিনার আওয়ামী লীগ নিয়ে আজ সোমবার ঐতিহাসিক রায়দান করতে চলেছে বাংলাদেশের উচ্চ আদালত। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে সেই দলের নেতা ও কর্মীরা যাতে বিপুল পরিমাণে ভারতে প্রবেশ করতে পারেন। সেই আশঙ্কায় তৎপর প্রশাসন, তাই আগাম সতর্কতা হাসাবে আজ সীমান্তবর্তী বসিরহাট সেতুর উপর চলছে নাকা চেকিং。
69
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 07:01:59
Belna, West Bengal:মেজাজ হারালেন অসিত! আউশগ্রামে ফুটবল ফাইনালে যোগ দিতে গিয়ে উত্তেজনা, উন্নয়ন নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সাংসদ অসিত মাল।পূর্ব বর্ধমানের আউশগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের কঠিন প্রশ্নের মুখে পড়লেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত মাল। উন্নয়ন নিয়ে তর্কাতর্কিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে আলেফনগর গ্রামে। বিকেল সাড়ে তিনটা নাগাদ গুসকরা–ইলামবাজার সড়ক দিয়ে সাংসদের গাড়ি আলেফনগরের কাছে পৌঁছোতেই তৃণমূলের পতাকা হাতে কয়েকজন কর্মী তাঁকে রাস্তায় থামান। সাংসদ গাড়ি থেকে নামতেই গ্রামবাসীরা ঘিরে ধরে এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ জানাতে শুরু করেন。 আউশগ্রামের ১০৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি শেখ হাসিরুদ্দিন সরাসরি প্রশ্ন করেন, “স্যার, আপনি আমাদের এলাকার জন্য কী কাজ করেছেন?” এরপর আরও অনেকে একে একে অভিযোগ জানাতে থাকেন “পানীয় জল ঠিক নেই, রাস্তা-ঘাটের অবস্থা খারাপ।” এই কথোপকথনের মাঝেই সাংসদ অসিত মাল দৃশ্যতই মেজাজ হারান। গ্রামবাসীদের অভিযোগের সময়ে কেউ মোবাইলে ভিডিও করছিলেন। সাংসদ সেই ব্যক্তির দিকে রেগে এগিয়ে যান। কিছুক্ষণ পরই ভিডিও বন্ধ হয়ে যায়, তবে কথোপকথনের একটি অংশ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনা সম্পর্কে শেখ হাসিরুদ্দিন বলেন,আমরা শুধু জানতে চেয়েছিলাম, আমাদের এলাকায় উন্নয়ন কবে হবে। বহু সমস্যা রয়ে গেছে। সেই কারণেই আমরা নালিশ করেছি।" তিনি আরও জানান, “সাংসদ আশ্বাস দিয়েছেন যে বিষয়গুলো তিনি দেখবেন। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক।” তবে এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম সাংসদের পক্ষেই ব্যাট ধরেছেন। তিনি বলেন,খেলার মাঠে লোকজন হাজির করে উন্নয়ন নিয়ে কথা বলার কি আছে।অন্য জায়গাতেও তো বলা যেত।আসলে এটা যে সাংসদকে হেয় করার জন্যই আটকানো হয়েছে তা পরিস্কার।সাংসদ এলাকায় নিয়মিত আসেন।বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতও থাকেন। তবে এই ঘটনায় বিজেপি কটাক্ষ করতে ছাড়ে নি।বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, আসলে নেতাদের উন্নয়ন হয়েছে কাটমানি নিয়ে।বাংলার মানুষের কোন উন্নয়ন হয় নি।এটাই তার আসল ছবি।
163
comment0
Report
Advertisement
Back to top