Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

बांकुरा जल आपूर्ति कर्मचाऱियों ने वेतन-भत्ते की मांग पर जिला कलेक्टर के दरवाजे प्रदर्शन

MDMritunjay Das
Nov 17, 2025 08:40:48
Bankura, West Bengal
সরকার নির্ধারিত মজুরী মেলেনা, তাও বকেয়া রয়েছে ৪ থেকে ৬ মাস, অগত্যা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে জেলা শাসকের দ্বারস্থ জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকা শ্রমিকেরা সরকার নির্ধারিত দৈনিক মজুরী মেলেনা। তাও আবার বকেয়া রয়েছে ৪ থেকে ৬ মাস। নিয়মিত মিলছে না বোনাস, এরিয়ারও। এই পরিস্থিতিতে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে আন্দোলনে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প ও ভালভ অপারেটাররা। নিজেদের দাবি নিয়ে আজ বাঁকুড়ার জেলা Shasher দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। বাঁকুড়া জেলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জল সরবরাহের কাজে কমবেশি ১২০০ কর্মী নিযুক্ত রয়েছেন। ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের দায়িত্ব সময়মতো পাম্প চালানো, ভালভ খোলা বন্ধ করা এবং পাইপ লাইনে ছোটখাটো মেরামতি করা। ঠিকাদারের মাধ্যমেই এই কর্মীদের দৈনিক হিসাবে মজুরী দেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। কিন্তু এই কর্মীরাই এখন পড়েছেন মহা সঙ্কটে। পাম্প ও ভালভ অপারেটারদের সরকার নির্ধারিত দৈনিক মজুরী দেওয়া হয়না বলে অভিযোগ। সেই মজুরীও কারো ক্ষেত্রে বকেয়া রয়েছে ৪ মাস, কারো আবার ৬ মাস। মিলছে নিয়মিত বোনাস ও এরিয়ারের টাকাও। বারেবারে বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে নিতান্ত বাধ্য হয়ে আজ বাঁকুড়া জেলায় কর্মরত পাম্প ও ভালভ অপারেটাররা জনায়েত করেন জেলা শাসকের দফতরে। সেখানে ৫ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অবিলম্বে তাঁদের এই দাবি পূরণ না হলে আগামীদিনে জেলা জুড়ে জল সরবরাহের কাজ বন্ধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
148
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 10:11:15
Arambag, West Bengal:আরামবাগঃ১৭ নভেম্বর -------------------------------------------- ক্ষমা নয়, মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দোর সিং এর পদত্যাগ চাই। রাজা রামমোহন রায় নিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে এমনই প্রতিক্রিয়া রামমোহনের জন্মস্থান খানাকুলের রাধানগরের বাসিন্দাদের। এনিয়ে ক্ষোভে ফুঁসছে রামমোহনের জন্মস্থান। হুগলির খানাকুলের ছোট্ট গ্রাম রাধানগরে জন্মগ্রহন করেছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। পাশেই রঘুনাথপুরে রয়েছে রামমোহনের আমবাগান। সেখানে ছিল তাঁর বসতভিটে। তিন বছর আগে ওই স্থানকে হেরিটেজ ঘোষণা করা হয়। বসতভিটের পাশে গড়ে তোলা হয়েছে রামমোহনের সংগ্রহশালা। সারাবছর ঐতিহ্যবাহী এই স্থানে বহু বাইরের পর্যটক আসেন। রামমোহনের ইতিহাস ছুঁয়ে দেখার আগ্রহ রয়েছে সকলের। তিনি ছিলেন আধুনিক ভারতের রূপকার ও অন্যতম সমাজ সংস্কারক। খানাকুলবাসীর গর্ব। তাঁকে নিয়ে বিজেপি নেতার বিরূপ মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ রামমোহনের জন্মস্থানের বাসিন্দারা। তাঁদের দাবি, এই অপরাধের কোনও ক্ষমা নেই। উনি পদে থাকার যোগ্য নন। তাই ওঁর পদত্যাগ করা উচিত। এই দাবি তুলেছেন খানাকুলের বাসিন্দা থেকে তাঁর বংশধর ও রামমোহন অনুরাগীরা।তাদের দাবি,রামমোহন কে গোটা বিশ্ববাসী চেনে।তাঁর সম্পর্কে আগে পড়াশোনা করা দরকার।তাঁর সম্পর্কে আগে স্টাডি করা দরকার, তার পর মন্তব্য করবেন।সঠিক জানুন।উনি যে মন্তব্য করেছেন রাম মোहन কে নিয়ে তা ক্ষমারও অযোগ্য। এমনই মন্তব্য খানাকুলের বুদ্ধিজীবী মহলের।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 17, 2025 10:10:40
Dinajpur, Rangpur Division:উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকায় বেহাল রাস্তার দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা। তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে। দেড় বছর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জনতা রিঙ্কুয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলেন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার.local জনপ্রতিনিধি, ঠিকাদার এমনকি বিডিও-কে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। প্রতিদিন এই রাস্তায় হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল পড়ুয়া শিশুদেরও নিত্যদিন এই বিপজ্জনক পথ পেরোতে হয়। রাস্তার উপর বড় বড় গর্ত, তার সঙ্গে প্রবল ধুলাবালির কারণে পথচারী ও দোকানদারদের নাজেহাল অবস্থা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা。 অবরোধ চলাকালীনই রাস্তাটির বেহাল চিত্র ফের সামনে আসে। একটি টোটো ওই রাস্তা দিয়ে আসার সময় গভীর খাদে পড়ে যায়। টোটোটি ভেঙে যায় এবং চালক আহত হন। ঘটনাটি বিক্ষোভকারী গ্রামবাসীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে。 এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁদের অভিযোগ, সমস্যার কথা দলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে ঠিকাদার—সবাইকে বারবার জানানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি。 গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। বাইটঃ ১) আশিষ কুমার পাল (গ্রাম পঞ্চায়েত সদস্য) ২) রতন সিংহ (নাগরিক) ৩) শাহ আখতার হোসেন (নাগরিক) 1711ZG_NDIN_ROAD_AGI_R
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:47:58
Howrah, West Bengal:বেহাল পুর পরিষেবার অভিযোগ বালি পুরসভার বহু এলাকায়।রাস্তা খারাপ।ভাঙ্গা রাস্তায় জমে রয়েছে জল।আবর্জনার স্তূপ জমে রয়েছে।দুর্ভোগে বাসিন্দারা।বর্ষা চলে গেছে অনেক আগেই।কিন্তু বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার বেশকিছু এলাকায় গেলে মনে হবে এখন বর্ষাকাল।বেহাল দশা রাস্তার।সেই রাস্তায় জমে রয়েছে জল।নর্দমার কালো নোংরা জল মিশে দুর্বিষহ অবস্থা।সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।এর পাশাপাশি আবর্জনার স্তূপ জমে রয়েছে।সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়।ছড়াচ্ছে দুর্গন্ধ।এই অবস্থায় এলাকায় বসবাস করতে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের।বারবার বালি পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান ভট্টনগর,মিরপাড়া,দেবী মন্দির পাড়ার বাসিন্দারা।সকলেরই একটাই প্রশ্ন কবে এই নরক যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন।হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার যুক্ত করা হয়েছিলো।২০১৮ সালে দুটি পুরসভার মেয়াদ শেষ হয়।দীর্ঘ প্রায় সাত বছর ভোট হয়নি দুটি পুরসভায়।প্রশাসক বসিয়ে চালানো হচ্ছিলো পুরসভা।বর্তমানে বোর্ড অব এডমিনিষ্ট্রেটরস গঠন করে চালানো হচ্ছে বালি পুরসভা।সেই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে।কিন্তু তাকে নিয়ে বিস্তর ক্ষোভAreasবাসীর।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চ্যাটার্জী ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন।কিছু জায়গায় সমস্যা আছে।এখানে একটি মহানালা আছে যেটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশীর সমস্যা আছে।তবে কে এম ডি এ সেই মহানালা সংস্কারের কাজ শুরু করেছে।খুব দ্রুত নিকাশীর সমস্যা মিটবে।অন্যদিকে ম্যানপাওয়ার বাড়িয়ে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে।
17
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:47:37
Howrah, West Bengal:बেহाल पुर পরিষেবার অভিযোগ বালি পুরসভার বহু এলাকায়।রাস্তা খারাপ।ভাঙ্গা রাস্তায় জমে রয়েছে জল।আবর্জনার স্তূপ জমে রয়েছে।দুর্ভোগে বাসিন্দারা。 বর্ষা চলে গেছে অনেক আগেই।কিন্তু বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার বেশকিছু এলাকায় গেলে মনে হবে এখন বর্ষাকাল।বেহাল দশা রাস্তার।সেই রাস্তায় জমে রয়েছে জল।নর্দমার কালো নোংরা জল মিশে দুর্বিষহ অবস্থা।সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।একের পাশাপাশি আবর্জনার স্তূপ জমে রয়েছে।সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়।ছড়াচ্ছে দুর্গন্ধ।এই অবস্থায় এলাকায় বসবাস করতে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের।বারবার বালি পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান ভট্টনগর,মিরপাড়া,দেবী মন্দির পাড়ার বাসিন্দারা।সকলেরই একটাই প্রশ্ন কবে এই নরক যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন。 হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার যুক্ত করা হয়েছিলো।২০১৮ সালে দুটি পুরসভার মেয়াদ শেষ হয়।দীর্ঘ প্রায় সাত বছর ভোট হয়নি দুটি পুরসভায়।প্রশাসক বসিয়ে চালানো হচ্ছিলো পুরসভা।বর্তমানে বোর্ড অব এডমিনিস্ট্রেটরস গঠন করে চালানো হচ্ছে বালি পুরসভা।সেই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে।কিন্তু তাকে নিয়ে বিস্তর ক্ষোভ এলাকাবাসীর।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চ্যাটার্জী ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন।কিছু জায়গায় সমস্যা আছে।এখানে একটি মহানালা আছে যেটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশীর সমস্যা আছে।তবে কে এম ডি এ সেই মহানালা সংস্কারের কাজ শুরু করেছে।খুব দ্রুত নিকাশীর সমস্যা মিটবে।অন্যদিকে ম্যানপাওয়ার বাড়িয়ে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে।
70
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:47:15
Howrah, West Bengal:বালি পুরসভা (बालि नगरपालिका) क्षेत्र पानी में डूबे, नालों की सफाई और कचरे से लोग परेशान. बरसात के समय से भी स्थिति सुधरने की उम्मीद कम है; निवासियों का कहना है कि नाली-गड्ढों में पानी जमा रहने से दुर्घटनाओं का खतरा बना रहता है. साथ ही कचरे के ढेर और दुर्गंध से जीवन यापन मुश्किल हो रहा है. स्थानीय लोग बार-बार बाली पुरسভার से समस्या के समाधान की मांग कर रहे हैं. ২০১৮ में हावड़ा और बाली पुरसवाओं का विलय हुआ था; पिछले सात साल से चुनाव नहीं हुए, प्रशासनिक बोर्ड से चल रही व्यवस्था जारी है, जिसे स्थानीय विधायक रन चटर्जी के नेतृत्व में प्रशासनिक कमेटी का नियंत्रण है. कुछ जगहों पर नालियों और सीवेज की समस्या अभी भी बनी है, लेकिन कार्य शुरू किया गया है ताकि जल निकासी की समुचित व्यवस्था हो सके. साथ ही कचरा उठाने के काम में manpower बढ़ाने की योजनाएं चल रही हैं.
90
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 09:46:56
Howrah, West Bengal:বেহাল পুর পরিষেবার অভিযোগ বালি পুরসভার বহু এলাকায়।রাস্তা খারাপ।ভাঙ্গা রাস্তায় জমে রয়েছে জল।আবর্জনার স্তূপ জমে রয়েছে।দুর্ভোগে বাসিন্দারা।বর্ষা চলে গেছে অনেক আগেই।কিন্তু বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার বেশকিছু এলাকায় গেলে মনে হবে এখন বর্ষাকাল।বেহাল দশা রাস্তার।সেই রাস্তায় জমে রয়েছে জল।নর্দমার কালো নোংরা জল মিশে দুর্বিষহ অবস্থা।সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।এর পাশাপাশি আবর্জনার স্তূপ জমে রয়েছে।সেই আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়।ছড়াচ্ছে দুর্গন্ধ।এই অবস্থায় এলাকায় বসবাস করতে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের।বারবার বালি পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান ভট্টনগর,মিরপাড়া,দেবী মন্দির পাড়ার বাসিন্দারা।সকলেরই একটাই প্রশ্ন কবে এই নরক যন্ত্রনা থেকে তারা মুক্তি পাবেন।হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার যুক্ত করা হয়েছিলো।২০১৮ সালে দুটি পুরসভার মেয়াদ শেষ হয়।দীর্ঘ প্রায় সাত বছর ভোট হয়নি দুটি পুরসভায়।প্রশাসক বসিয়ে চালানো হচ্ছিলো পুরসভা।বর্তমানে বোর্ড অব এডমিনিষ্ট্রেটরস গঠন করে চালানো হচ্ছে বালি পুরসভা।সেই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে।কিন্তু তাকে নিয়ে বিস্তর ক্ষোভ এলাকাবাসীর।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চ্যাটার্জী ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন।কিছু জায়গায় সমস্যা আছে।এখানে একটি মহানলা আছে যেটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশীর সমস্যা আছে।তবে কে এম ডি এ সেই মহানলা সংস্কারের কাজ শুরু করেছে।খুব দ্রুত নিকাশীর সমস্যা মিটবে।অন্যদিকে ম্যানপাওয়ার বাড়িয়ে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে।
23
comment0
Report
CDChampak Dutta
Nov 17, 2025 09:24:49
Kaji Chak, West Bengal:মেদিনীপুরে দিলীপ ঘোষ। অনशन করেছিলেন কেন, সব ব্যাপারে ড্রামা করতে হবে এদিকে মাতুয়া সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন, যাতে এস আই আরে এপ্লাই করতে পারে। এদিকে অনশন করছেন আবার নেতা গিয়ে বললেন উঠে যেতে, তিনি উঠে গেলেন। এভাবে মানুষকে বিভ্রান্ত করছেন ওদের জন্য সিএএ হয়নি। পূর্ববঙ্গের মানুষেরা নাগারকত্ব পায়নি তাদের জন্য কিছু করেননি খালি রাজনীতি করেছেন। এবারও মানুষকে বিভ্রান্ত করছেন। যে সিএএ আবেদন করবে না সে নাগরিক হবে না যে এস আই আর फॉर्म फিলাপ करेगा না সে ভোটার হতে পারবে না ক্ষতিটা কার হবে পশ্চিমবঙ্গের মানুষ সব জানে। তাই সবাই ফর্ম নিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন মমতা বালাও ফর্ম নিয়েছেন। সবাই ফর্ম জমা দেবে। সাধারণ মানুষ যদি ফর্ম জমা না দেয় সে ভোটার হতে পারবেনা ভোটও দিতে পারবে না। দুইজন রাজনৈতিক নেতা—শেখ হাসিনার রায়দান প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে চলমান পরিস্থিতি আমরা চাই শান্তি হোক এবং শেখ হাসিনা দেশের অগ্রগতিতে কাজ করেছে তবে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কল্যাণ ব্যানার্জি প্রসঙ্গে বলেন তার মত একজন সিনিয়র আইনজীবী সংসদ এই ধরনের কথাবার্তা Shobhā Pāyā না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এদিন দুপুরে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরে বর্ণাঢ্য পদযাত্রা হয়। পদযাত্রায় অংশ নিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ পদযাত্রায় শামিল হয়েছিলেন। পদযাত্রা মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে মেদিনীপুর শহরের রিংরোড প্রদক্ষিণ করে। পদযাত্রার আগে একটি ছোট সভাও হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ।
113
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 17, 2025 08:53:17
107
comment0
Report
KMKIRAN MANNA
Nov 17, 2025 08:52:53
Dihierench, West Bengal:রঘুনাথপুরে ২০০-র বেশি ভোটারের একই EPIC নম্বর! আতঙ্কে গ্রামবাসী, SIR ক্যাম্পে উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০০ জনের বেশি ভোটারের EPIC নম্বর WB/30/202/180—একই। এই অস্বাভাবিক পুনরাবৃত্তি নিয়ে এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক ও উত্তেজনা。 সমস্যা জানাতে যুব তৃণমূল কংগ্রেসের SIR সহায়তা ক্যাম্পে ভিড় জমাচ্ছেন ভোটাররা। ক্যাম্পে উপস্থিত তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি উচ্চ নেতৃত্ব ও নির্বাচন কমিশনকে জানানো হবে। রাত গভীর পর্যন্ত চলছে SIR ফর্ম ফিল-আপ পরিষেবা। ভোটারদের জল, চা ও বিস্কুট দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান নেতারা。 তবে BLO বা কমিশনের কেউই এ বিষয়ে কথা বলতে চাননি。 বাইট: ১. সুমিত সামন্ত — যুব তৃণমূল নেতা (১:১৮ সেকেন্ড) ২. জগন্নাথ পাল — ভোটার (১:০২ সেকেন্ড) ৩. রিনা পাল — ভোটার (১:৩৯ সেকেন্ড)
82
comment0
Report
Advertisement
Back to top