Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

चठ उत्सव के बहाने मछली-मीट दुकानों के बंदी पर बंगाल में बीजेपी-विरोध

CDChittaranjan Das
Oct 27, 2025 09:08:57
Durgapur, West Bengal
বিজেপির আমিষ দোকান বন্ধের ফতোয়ার বিরুদ্ধে বাংলা পক্ষের প্রতিবাদ । ছট উৎসবের সময় বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান, রবিবার বিজেপির এরকম ফতোয়া ঘিরে তৈরি হয় বিতর্ক । বিভিন্ন মহল থেকে ওঠে প্রতিবাদের ঝড় । ঘটনা ঘিরে উত্তাপ ছড়ায় অণ্ডাল উত্তর বাজার সহ সংশ্লিষ্ট এলাকায় । সোমবার ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল, সিপিএমের যুব সংগঠন সহ বাংলা পক্ষ । রবিবার সকালে অন্ডাল উত্তর বাজারে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এসে ছট উৎসবের সময় দুদিন মাছ মাংসের দোকান বন্ধ রাখার কথা বলে সংশ্লিষ্ট দোকানदারদের । দোকানदাররা দোকান বন্ধ করতে অস্বীকার করায় তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । বিজেপির এই ফতোয়ার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় রাজনৈতিক উত্তাপ । প্রতিবাদের সরব হয় area's বিশিষ্টজনেরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । দোকান বন্ধ অথবা খোলা রাখা দোকানদারদের নিজস্ব ব্যাপার কেউ জোর করে দোকান বন্ধের চেষ্টা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বে জানিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে । তৃণমূল সিপিএমের পাশাপাশি আসরে নামে বাংলা পক্ষও । রবিবারের পর সোমবার সকালেও ঘটনাটি ঘিরে এলাকায় ছিল টানটান উত্তেজনা । এদিন সকালে ঘটনাস্থলে আসে বাম, তৃণমূলের যুব সংগঠনের পাশাপাশি বাংলা পক্ষের সদস্যরাও । তারা এলাকার মাছ-মাংসের দোকান খোলার ব্যবস্থা করে । সেই সাথে সংশ্লিষ্ট দোকানদারদের পাশে থাকার বার্তাও দেন তারা । সিপিআইএম তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল । পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয় দুদিকে । তৃণমূল যুবনেতা শুভজিৎ কুন্ডু বলেন বাংলা সম্প্রীতি জায়গা । বিজেপি সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বাংলায় এইসব বরদাস্ত করার হবে না । সিপিএম নেতা তুফান মন্ডল বলেন সম্প্রতি নষ্ট করার মূলে রয়েছে বিজেপি ও তৃণমূল তারাই যোগসাজশে এরকম ঘটনা ঘটাচ্ছে । বাংলা পক্ষ সংগঠনের পক্ষে অক্ষয় ব্যানার্জি বলেন উত্তর প্রদেশ বিহারের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এখানেও । যেখানেই বাংলা সংস্কৃতির বিরুদ্ধে অপচেষ্টা হবে আমরা সেখানেই রুখে দাঁড়াবো । এদিন ঘটনাস্থলে দেখা যায়নি বিজেপি কর্মী সমর্থকদের । বিজেপির মন্ডল সভাপতি রাখালচন্দ্র দাস বলেন, আমরা কাউকে দোকান বন্ধের জন্য জোর করিনি, অনুরোধ করেছিলাম মাত্র । তৃণমূল সিপিএম সেটা নিয়ে হয়তো রাজনীতি করছে । ঘটনাস্থলে পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।
12
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Oct 29, 2025 13:35:13
Kolkata, West Bengal:sir niye উৎসাহ আর আতঙ্ক দুটোই হচ্ছে। পশ্চিম বাংলাদেশ হবেনা সেই বিশ্বাস মানুষের মনে। তৃণমূল মানুষকে আতঙ্ক দেখানোর চেষ্টা করছে BƐL o দের বিরুদ্ধে, প্রাণঘাতি হামলা হতে পারে এমন প্রচেষ্টা করচে তৃণমূল ডায়মন্ড মডেল ২০০২ এ ১০লক্ষ ৫৪ হাজার, আজকের দিনে সেটা ৮% এর বেশি।। সাতলঙ্ক ছিল এগার লক্ষ হিন্দু ভোটার। মুসলিম তিন লক্ষ চল্লিশ হাজার সেটা এখন আট লক্ষ ছাড়িয়েছছ ডায়মন্ডহারবার, জয়নগর কে পরিকল্পিত ভাবে মুসলিম অধ্যুসিত করা হয়েছে। নিরব ডেমოგ্রাফিক পরিবর্তন করা হ্থে মুস̧লিম মেজরিটি করা হচ্ছে আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট অ্যান্ড ডিলিট ভারতীয় মুসলমানদে্য সঙ্গে বিজেপির কোন বিরোধ নেই। মানুষ সিএএ, এস আই আর চাইছেন কংগ্রেস যা চায় করতে পারেনা।। বিজেপি পারে。 মুখ্যমন্ত্রী তো একসময় সংসদে তালিকা দিয়েছছিলেন সেই তালিকা কোথায় গেল আমরাও তো ১০০ দিনের কাজ হোক চাই।। কেন টাকা আসছেনা তার কারন কি হিসাব না দেওয়া।। কেন্দ্র যেকোন ধরনের শর্ত আরোপ করতে পারে বলছে আদালত।।। তদন্ত চলবে। টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ যে শর্ত আরোপ করবে সেটা ডিএমরা মানতে বাধ্য।। হিসাব দাও টাকা নাও যার নাম ২০০২ এর ভোটার তালিকায় আছে, বর্তমানে আছে। চারটে আঙুল নেই যার। আমরা সমবেদনা জানাচ্ছি।। কিন্তু নাটকের তো একটা সীমা থাকে।। এত দুর্বল চিত্রনাট্য কেন? একটা মানুষ কে এটা করলেন? সিএএ হবে। এসআইআর হবেই।। আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী? এটা কিঅঘোষিত জরুরী অবস্থা??? আতঙ্ক তৈরি করার ডিজাইন হচ্ছে বিমান বাবু এই বয়সে নেমে পড়েছেন? একবারো বাংলাদেশ এর হিন্দু কমিউনিস্ট নেতার জন্য পথে নেমেছেন? এখন নো ভোট টু বিজেপি করবেন? তাপসী মালিকের হত্যা নিয়ে বিতর্ক ছিল। কিন্তু এখন যে ঘটনা হল কি কারনে ভদ্রলোক মারা গেছে সেটা তদন্ত। রাজ্য পুলিশের তদন্ত হলে অবশ্য কিছুই মিলবেনা।। ফের আবেদন বাম, অতিবাম, কে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন
6
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 29, 2025 13:19:18
Arambag, West Bengal:আরামবাগ: ২৯ অক্টোবর ------------------------------------------------------------------------ অভিষেক বিজন স্ট্রীটে নাটক করতে গিয়েছিলেন,চন্দন দাস ও গোবিন্দ দাসের মৃত্যুর সময় তাঁর বাড়িতে কেন যাননি! বুধবার খানাকুলে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে কলকাতার বিজন স্ট্রীটে আত্মহত্যার ঘটনায় অভিষেকের যাওয়া নিয়ে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমুদার প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদে চন্দন দাস ও গোবিন্দ দাসের হত্যার সময় কেন যাননি অভিষেক? অভিষেক এখানে নাটক করতে গেছেন বলেও কটাক্ষ করেন তিনি। এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। নিরাপত্তা তারা দেবেন। এটা বিজেপির বিষয় নয়। যা কিছু সামলাবেন নির্বাচন কমিশন। এদিন খানাকুলের বেশকয়েকটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্টানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ সহ বিজেপির নেতা কর্মীরা।
4
comment0
Report
PMProsenjit Malakar
Oct 29, 2025 13:19:02
Nijuri, West Bengal:দুবরাজপুরে মিলল ‘নরেন্দ্র মোদি’ ও তাঁর দিদি ‘মমতা’ — কাকতালীয় নামেই শহরজুড়ে হাসির রোল দুবরাজপুরে খোঁজ মিলেছে এমন এক ভাই-বোনের, যাদের নাম শুনে অবাক হচ্ছেন সবাই। ভাইয়ের নাম নরেন্দ্র মোদি, আর দিদির নাম মমতা আগরওয়াল মোদি। ফলে এলাকায় এখন মজা করে সকলে বলছেন—“যা রাজনৈতিকভাবে সম্ভব নয়, তা দুবরাজপুরে সত্যি হয়েছে!” দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৫০ বছর বয়সি নরেন্দ্র মোদি পেশায় মুদিখানার ব্যবসায়ী। তিন বোনের মধ্যে এক দিদির নাম মমতা। তাঁদের নাম প্রকাশ্যে আসতেই শহরজুড়ে চাঞ্চল্য ও হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে。 স্থানীয়দের মতে, চায়ের দোকান বা বাজারে গেলেই নরেন্দ্র মোদিকে মজা করে ‘প্রধানমন্ত্রী’ বলে ডাকে। দোকানেও লোকজন তাঁকে বসতে দেয়, বলেন—“নরেন্দ্র মোদি এসেছেন, জায়গা দিন।” নরেন্দ্র মোদির মতে, নামটি তাঁর জেঠু রেখেছিলেন বহু বছর আগে, যখন দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউই আলোচনায় আসেননি। সম্পূর্ণ কাকতালীয় এই নামের মিল এখন তাঁকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে。 দিদি-ভাইয়ের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। মাঝে মাঝে ঝগড়া হলেও উৎসব-অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় আর উপহার দেওয়া-নেওয়া লেগেই থাকে。 দোকানের কর্মচারীদের কাছেও নরেন্দ্র মোদি খুব প্রিয়। তাঁরা বলেন, এই ‘নরেন্দ্র মোদি’ যেমন সৎ ও হাসিখুশি মানুষ, তেমনই সবার আপন। তাই এলাকার মানুষ রসিকতার ছলে বলেন—“দুবরাজপুরেই দেখা মিলল আসল মমতা আর মোদির।”
2
comment0
Report
PMProsenjit Malakar
Oct 29, 2025 13:18:06
Nijuri, West Bengal:রামপুরহাটের ত্রিণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ দায়েরের পরও দলের বৈঠকে উপস্থিত অভিযুক্ত বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই কাউন্সিলর। ধর্ষণের ফলে তরুণী গর্ভবতী হয়ে এক সন্তানের জন্ম দেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিংকু। তিনি রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দু’বারের কাউন্সিলর এবং দলের টাউন কমিটির সহ-সভাপতি। নির্যাতিতা তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, সেখানে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ আছে। তরুণীর দাবি, ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে তার পরিচয় হয়। ভোটার কার্ডের কাজে সাহায্য করার আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নিজের বাড়িতে ডেকে নেন এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরिक সম্পর্ক স্থাপন করেন। তরুণী গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়নাথ সাউ। তিনি দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ দায়ের হওয়ার পরও অভিযুক্ত কাউন্সিলরকে দেখা যায় রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের বৈঠকে উপস্থিত থাকতে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ও। এদিকে, রামপুরহাট থানা সূত্রে জানা গেছে— তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট ও আশপাশের এলাকায়।
6
comment0
Report
NRNarayan Roy
Oct 29, 2025 13:06:54
Siliguri, West Bengal:*আজ থেকে দুধিয়া দিয়ে শুরু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চলাচল.* দুধিয়া সেতু ভেঙে যাওয়ার কারণে প্রায় ২৪ দিন বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হলো শিলিগুড়ি-মিরিক রুট। আজ সিলিগুড়ির রাষ্ট্রীয় পরিবহন দফতরে সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই খবর জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং মাত্র ১৬ দিনের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে। পার্থ বাবু জানান, “কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও বলেন, “৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৭২ মিটার হিউম পাইপ কজওয়ে, যার প্রস্থ ৮ মিটার। ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে।” উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে ছোট গাড়ি চলাচল শুরু হলেও আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসও সেই সেতুর উপর দিয়ে যাতায়াত শুরু করেছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিদিন তিনটি বাসে মোট ছয়টি ট্রিপের পরিষেবা দেওয়া হবে। ১৯৬৫ সালে নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই ৫৪ কোটি টাকার ব্যয়ে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে। এই উদ্যোগে মিরিক গামী যাত্রীদের মধ্যে ফের আনন্দের স্রোত বইছে।
3
comment0
Report
BSBidhan Sarkar
Oct 29, 2025 13:06:39
Chinsurah, West Bengal:অঝোরে বৃষ্টিতে ভিজছে শবদেহ।তার মধ্যেই চলছে সৎকারের ব্যবস্থা।ছাতা দিয়ে কোনো ভাবে বৃষ্টি আটকানোর ব্যার্থ চেষ্টা। বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমনই ছবি ভাইরাল! বিজেপির অভিযোগ,হাতিশালাঘাট সংস্কারের জন্য কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে।অথচ কোন সেট বানানো হয়নি।মৃতদেহ সৎকার করতে এসে চরম সমস্যায় পড়ছেন মানুষজন।মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই শাসক তৃণমূলের জন্য।কাঠ মানি আর টাকা খাওয়ার সরকার এই সরকার,অভিযোগ বিজেপি সাধারন সম্পাদক হরি মিশ্রের। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,কে এম ডি এর প্রকল্পে দু কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালা ঘাটের সংস্কারের কাজ চলছে।শব দেহ রাখার জন্য একটি ছোট জায়গা রয়েছে।মাঠে দাহ করার জন্য টু কাট এক জায়গায় জড়ো করা রয়েছে। সেই ছড়াতে বলা হয়েছে। হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় এরকম বিপত্তি দেখা দিয়েছে। বিজেপির সবকিছুতেই রাজনীতি করা স্বভাব।তাই তারা ছবি তুলে এগুলো ছড়াচ্ছে。
3
comment0
Report
MMManoranjan Mishra
Oct 29, 2025 13:05:48
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া সদর ক্যাম্পাসে চিকিৎসা পরিষেবা চালু রাখা সহ পুরুলিয়ার মানবাজার এবং ঝালদা মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলো IMA (ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন)-এর পুরুলিয়া জেলা শাখা । এদিন সংগঠনের সদস্যরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিত হয়ে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক স্মারকলিপি প্রদান করেন । পুরুলিয়া শহরে অবস্থিত দেবেন মাহাতো পুরুলিয়া সদর হাসপাতাল ২০১৮ সালে পুরুলিয়া গভ ল্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রূপান্তরিত হয় । পুরুলিয়া শহর থেকে প্রায় ৬ কিমি দূরে হাতোয়াড়া গ্রামে তৈরি হয় মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ক্যাম্পাস । সেখানে শুরু হয় ডাক্তারি পঠনপাঠন । তারপর পুরুলিয়া সদর ক্যাম্পাস থেকে ধীরে ধীরে বিভিন্ন বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর হয় । পুরুলিয়া সদর ক্যাম্পাসে শুধুমাত্র প্রসূতি এবং শিশু বিভাগটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে । বিষয়টি নিয়ে IMA পুরুলিয়া জেলা শাখার সম্পাদক এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বলেন, হাতোয়াড়াতে অবস্থিত পুরুলিয়া পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়ন হোক কিন্তু পুরুলিয়া শহরের ক্যাম্পাসে যেন সমস্ত সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় । এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হলো । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস ।
4
comment0
Report
ALArup Laha
Oct 29, 2025 13:05:24
Belna, West Bengal:बर्धমান उत्तर के तृणमूल বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির, শোরগোল राजनीतिक মহলে। বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের বিতর্কিত মন্তব্যকে ঘিরে ফের উত্তাল জেলা রাজনীতি। এবার সরাসরি ওই বিধায়কের নামে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা。 অভিজিৎ তা জানিয়েছেন, সম্প্রতি বর্ধমান শহরের ঘোড়দৌড় চটি এলাকায় তৃণমূলের এক সভায় নিশীথ মালিক প্রকাশ্যে বলেন,প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায়, তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত বিজেপি কর্মী–সমর্থকদের প্রতি হুমকি দিয়েছেন বলে অভিযোগ বিজেপির。 বিজেপির জেলা সভাপতির পাশাপাশি, বর্ধমান উত্তরের নাড়ী অঞ্চলের মণ্ডল সভাপতি সঞ্জয় দাসও জেলা পুলিশ সুপার সায়ক দাসের কাছে একই বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন。 অভিজিৎ তা জানিয়েছেন, আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করার আবেদন জানিয়েছি। মঙ্গলবার থানায় অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনও কোনো মামলা রুজু করেনি। তবে আমরা চাই, অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।” অন্যদিকে, এই অভিযোগকে তৃণমূলের পক্ষ থেকে তেমন গুরুত্ব দিতে নারাজ জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, “অভিযোগ যে কেউ করতেই পারে। প্রশাসন তদন্ত করবে। ওই দিন মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিলে অংশ নিতে এসে বিধায়ক অসাবধানতাবশত একটি মন্তব্য করেছিলেন, যা তিনি দলের নির্দেশে পরে শুধরে নিয়েছেন। এটাই গণতন্ত্রের স্বাস্থ্যকর দিক।” তিনি আরও বলেন, “বিজেপি ক্রমাগত এনআরসি ও এসআইআর নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এমনকি বলছে,বাংলার দেড় কোটি ভোটার বাদ যাবে। বিজেপির এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। নিশীথবাবুর বক্তব্যও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।” বিজেপির লিখিত অভিযোগ ঘিরে বর্ধমানের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে。
3
comment0
Report
PDPradyut Das
Oct 29, 2025 13:04:49
Jalpaiguri, West Bengal:গন্ডারের খড়গ পাচারের চেষ্টা। জলপাইগুড়ি সিজেএম আদালতে আজ মামলার রায় ঘোষণা। দুজন অভিযুক্ত ছিল। বিচার চলাকালীন একজনের মৃত্যু হয়। অন্য অভিযুক্ত রিকচ নার্জিনারীর সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা। ওই জরিমানার অর্ধেক বন দপ্তরের যে টিম অভিযান চালিয়েছিল, তাদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, মামলাটি রুজু হয় ২০২৪ সালের ১ এপ্রিল। জলদাপাড়া বন বিভাগের লঙ্কাপাড়া রেঞ্জের এক অফিসার মামলা রুজু করেন। বন দপ্তরের হেফাজতে থাকা দুই অভিযুক্তকে নিয়ে অভিযান চালিয়ে বানারহাট এলাকা থেকে গন্ডারের একটি খড়গ উদ্ধার করেন বনকর্মীরা। পরে অভিযুক্তরা স্বীকার করে, গন্ডারের ওই খড়গটি পাচারের জন্য সেখানে লুকিয়ে রেখেছিল তারা। এরপরই ওই দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই থেকে অভিযুক্তরা জেল হেফাজতে রয়েছে। মামলায় ছয় সাক্ষ্য দেন আদালতে। আজ জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম মামলায় একজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেন। অন্যজন বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যায়।
3
comment0
Report
PMProsenjit Malakar
Oct 29, 2025 13:04:32
Nijuri, West Bengal:সিউড়ি সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভ বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, সিউড়ির বাঁশঝোড় গ্রামের এক মহিলা চার দিন আগে ওই হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ থাকলেও চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। তাদের দাবি, একাধিকবার চিকিৎসকদের জানানো sত্ত্বেও বারবার বলা হয় শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু আজ হঠাৎই মৃত্যু হয় নবজাতকের। এরপরই পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন কিছু চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা। এমনকি, গালিগালাজেরও অভিযোগ ওঠে চিকিৎসকদের বিরুদ্ধে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা। ঘটনা প্রসঙ্গে হাসপাতালে সুপার জানিয়েছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যু দুঃখজনক, তবে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হবে।” উল্লেখ্য, গত কয়েক মাসে সিউড়ি সদর হাসপাতালে একের পর এক চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে। পরপর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। ফলে সিউড়ি ও আশপাশের এলাকায় বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও উদ্বেগ।
7
comment0
Report
PMProsenjit Malakar
Oct 29, 2025 13:04:11
4
comment0
Report
PDPradyut Das
Oct 29, 2025 13:03:46
Jalpaiguri, West Bengal:মান্থার প্রভাব পড়তে পারে। আজ সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকে পুলিশ ও জেলা প্রশাসনের তরফে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে। উপকূলের ঘূর্ণিঝড় মন্থা-র প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সেই কারণে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। বুধবার বানারহাট ব্লকের দূরামারী, চানাটিপা সহ বিভিন্ন গ্রামে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করছে বানারহাট থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে রাতে নদী পুকুর ও ফাঁকা মাঠের আশাপাশে না যাওয়ার জন্য। এরই পাশাপাশি,মান্থা নিয়ে সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। উত্তরের এই জেলায় যদি প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। একইসঙ্গে জলপাইগুড়ি জেলার পাশাপাশি ডুয়ার্সে পাহাড়ি নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং করা হল। কিছুদিন আগেই জলপাইগুড়ি সহ উত্তরের পাহাড় সমতলের চারটি জেলায় প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছিল। এর জেরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। মন্থার প্রভাব নতুন করে যাতে আর ক্ষতি না হয় সেজন্য বিশেষভাবে সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন।
5
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 29, 2025 11:49:04
Howrah, West Bengal:হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর পদত্যাগ পত্র গ্রহণ করলো রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর। এর ফলে পরিচালন বোর্ড আপাতত কার্যকর থাকছে না।হাওড়া পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে পুর কমিশনার বন্দনা পাখরিয়ালকে।সরকারি তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে পুর পরিষেবা ব্যাহত হতে পারে এমনই মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকরা। চাইছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুক রাজ্য সরকার। গত সাত বছর হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় প্রশাসক বসানো হয়। গত চার বছরের বেশি সময় ধরে পুরসভার পরিচালনার দায়িত্বে ছিল প্রশাসক মন্ডলী। গত ২৫ শে অক্টোবর এই প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে পুর এবং নগর উন্নয়ন দপ্তরের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। এরপর প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যরাও আজ একে একে পুর কমিশনার বন্দনা পোখরিয়ালের কাছে নিজেদের দপ্তরের অফিস ছেড়ে দিচ্ছেন বলে লিখিতভাবে জানান।একইসঙ্গে তারা অনুরোধ করেন পুরসভার তাদের ঘর থেকে নেম প্লেট সরিয়ে দিতে। তারা ঘরের চাবিও ফেরত দিয়ে দেন।এদিকে হঠাৎ করে মনোনীত বোর্ড সরে যাওয়ায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল। সূত্রের খবর, এবার থেকে হাওড়া পুরসভা পরিচালনার দায়িত্ব একার হাতে সামলাবেন কমিশনার বন্দনা পোখরিয়াল। এ ব্যাপারে পুর এবং নগর উন্নয়ন দপ্তর তাকে সরকারিভাবে দায়িত্বভার দিয়েছে।এদিকে এই অচলাবস্থার জন্য বিজেপি সরাসরি দায়ী করেছে রাজ্য সরকারকে। তাদের অভিযোগ দীর্ঘ সাত বছর হাওড়া পুরসভায় কোন নির্বাচন না হওয়ায় পরিষেবা লাটে উঠেছে। শহরের জঞ্জাল এবং নর্দমা ঠিকমতো পরিষ্কার হয় না। অবৈধ নির্মাণ বাড়ছে। নাগরিকদের স্বার্থে অবিলম্বে পুর ভোটের দাবী করেছে বিজেপি। পুর পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ বাসিন্দারাও। তাদের অভিযোগ শহরের জঞ্জাল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে। দেখার কোন লোক নেই। তাই অবিলম্বে নির্বাচন হোক। বিদায়ী বোর্ডের প্রাক্তন সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন হাওড়ার মত বড় শহরে ঠিকমতো পরিষেবা দিতে গেলে নির্বাচিত বোর্ড দরকার। কারোর পক্ষে একা সব দায়িত্ব সামলানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দ্রুত ভোটের জন্য চিন্তাভাবনা করছেন。
6
comment0
Report
Advertisement
Back to top