Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Birbhum731129

Rampurhat’s TMC councillor accused of rape; uproar as the accused attends party meeting

PMProsenjit Malakar
Oct 29, 2025 13:18:06
Nijuri, West Bengal
রামপুরহাটের ত্রিণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ দায়েরের পরও দলের বৈঠকে উপস্থিত অভিযুক্ত বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই কাউন্সিলর। ধর্ষণের ফলে তরুণী গর্ভবতী হয়ে এক সন্তানের জন্ম দেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিংকু। তিনি রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দু’বারের কাউন্সিলর এবং দলের টাউন কমিটির সহ-সভাপতি। নির্যাতিতা তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, সেখানে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ আছে। তরুণীর দাবি, ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে তার পরিচয় হয়। ভোটার কার্ডের কাজে সাহায্য করার আশ্বাস দিয়ে তিনি তরুণীকে নিজের বাড়িতে ডেকে নেন এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরिक সম্পর্ক স্থাপন করেন। তরুণী গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়নাথ সাউ। তিনি দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ দায়ের হওয়ার পরও অভিযুক্ত কাউন্সিলরকে দেখা যায় রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের বৈঠকে উপস্থিত থাকতে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ও। এদিকে, রামপুরহাট থানা সূত্রে জানা গেছে— তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট ও আশপাশের এলাকায়।
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Oct 31, 2025 10:31:02
Dinajpur, Rangpur Division:বংশীহারি, ৩১ অক্টোবর: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার দুপুরে ফলাফল ঘোষণার সাথে সাথেই দেখা যায় রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর হাই স্কুলের নিরীক্ষার্থী দীপান্বিতা পাল, যিনি পেয়েছেন ៩৮.৪ শতাংশ নম্বর। পরিবার দৌলতপুর উত্তরপাড়া এলাকায় বাস করে। দীপান্বিতা বলেছেন তিনি ভবিষ্যতে গবেষণা নিয়ে পড়াশোনা করতে চান এবং মানুষের কল্যাণে কাজ করতে চান। দীপান্বিতার বাবা- মা দুজনেই শিক্ষক। বাবা জগৎপতি পাল হরিরামপুর ব্লকের বেতনা রামকৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং মা তন্দ্রা ঘোষ দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। দুজনেই শিক্ষকের কারণে দীপান্বিতা ছোট থেকেই পড়াশোনায় মেধাবী হয়ে উঠেছে। স্কুলে,她 প্রতিবার ভালো ফল করেছে এবং নিজেকে স্কুলের ভালো ছাত্রী হিসেবে পরিচিত করেছে। পরিবার মনে করেছে মাধ্যমিকে ভালো নম্বর পাবে, এবং প্রথম দশে স্থান পাওয়ায় দীপান্বিতা অনেক খুশি। পড়াশোনার পাশাপাশি তিনি গান ও আর্টেও ভালোবাসেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 31, 2025 10:04:42
Purulia, West Bengal:পুরুলিয়া : উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র । ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু'জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। প্রীতম বল্লবের বাড়ি আরামবাগে এবং আদিত্য নারায়ণ জানার বাড়ি পূর্ব মেদিনীপুরে । এছাড়াও এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ২৪ জন প্রথম থেকে দশ পর্যন্ত মেধা তালিকায় নাম রয়েছে । এবছর এই বিদ্যালয় থেকে ৬৪ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন । গর্বিত স্থান অধিকারী ছাত্র থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ সকলেই । বাইট : ১) প্রীতম বল্লভ (প্রথম যুগ্ম স্থান অধিকারী) ২) আদিত্য নারায়ণ জানা (প্রথম যুগ্ম স্থান অধিকারী) ৩) স্বামী জ্ঞানরূপানন্দ (প্রধান শিক্ষক)
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 31, 2025 09:49:34
Dinajpur, Rangpur Division:পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে এক বাংলাদেশী যুবক গ্রেফতার , ঘটনার রীতিমতো চাঞ্চল্য ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা যায় এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয় তার কাছে বাংলাদেশী পাসপোর্ট থেকে শুরু করে ভারতের আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে। এবং জানা গেছে ওই যুবকের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকায়। তার বাংলাদেশের নাম পঞ্চানন পাল এবং ভারতের নাম রূপায়ণ পাল। দিল্লির গুরগাঁও একটি কোম্পানিতে কাজ করতো সে। তাকে আজ গ্রেফতার করা হয়েছে পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের রাজাভিটা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে। পুলিশ সূত্রে আরো খবর জানা গিয়েছে তার কাছে বাংলাদেশী পাসপোর্ট থেকে শুরু করে ইন্ডিয়ান পাসপোর্ট ও রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএএফ এর আবধিকাররা। ইতিমধ্যেই তাকে ইসলামপুর আদালতে পেশ করেছে পুলিশ। পাশাপাশি তাকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশের তরফে এর থেকে বেশী তথ্য জানানো হয়নি。
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 09:33:30
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 09:33:11
Jalpaiguri, West Bengal:বেলা যতো বাড়ছে অন্ধকার নেমে আসছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকেরা। উত্তরের সিঁদুরে মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি। সাথে ঝড়ো হওয়া এবং শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কালি ঝরা ব্যারেজ থেকে আজ সকাল ন'টায় জল ছাড়ার পরিমাণ ৯৮৭ কিউমেক, পাশাপাশি জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিমাণ ৭৫৬ কিউমেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। লাগাতার ভারী বৃষ্টির কারণে চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় জেলার বিস্তরণ এলাকার কৃষকেরা। বর্তমানে ধানের পাশাপাশি আলুর মরসুম, সে কারণেই চিন্তায় চাষীরাও।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 09:32:52
Jalpaiguri, West Bengal:বেলা যতো বাড়ছে অন্ধকার নেমে আসছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকদের। উত্তরের সিঁদুরে মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি। সাথে ঝড়ো হওয়া এবং শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে。 জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন。 দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে。 পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কালি ঝরা ব্যারেজ থেকে আজ সকাল ন'টায় জল ছাড়ার পরিমাণ ৯৮৭ কিউমেক, পাশাপাশি জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ৭৫৬ কিউমেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর । লাগাতার ভারী বৃষ্টির কারণে চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় জেলার বিস্তরণ এলাকার কৃষকেরা। বর্তমানে ধানের পাশাপাশি আলুর মরসুম, সে কারণে চিন্তায় চাষীরাও。 Live 9.30 am / 11 am live রিপোর্ট :- প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি ।
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 31, 2025 09:31:47
Ranaghat, West Bengal:বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, মৃতদেহ আনা হলো কল্যাণী JNM হাসপাতালে নিজের বাড়িতে ঘরের ভেতরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতদেহ আনা হলো কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। মৃত ব্যক্তি আনুমানিক বছর ৪৭ এর শম্ভু নায়েব, উত্তর ২৪ পরগনার হালিশহর শিবদাসপুর এর বাসিন্দা। গতকাল রাতে নিজের বাড়িতে ঘরের বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজের ঘরেই তার মৃত্যু হয় রাতভর পড়েছিল বলে জানিয়েছেন। আজ সকালে তার কোন সারা শব্দ না পেয়ে তার ঘরের ভেতর গিয়ে দেখা যায় সে মৃত অবস্থায় পড়ে আছে এরপর তাকে নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানিয়েছেন তার পুত্র বিকাশ নায়েব।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 08:50:17
Jalpaiguri, West Bengal:বেলা জোরে অন্ধকার নেমে আসছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকেরা। উত্তরের সিঁদুরে মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ्तভাবে দফায় দফায় বৃষ্টি। সাথে ঝড়ো হওয়া এবং শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন。 দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে。 পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কালি ঝরা ব্যারেজ থেকে আজ সকাল ন'টায় জল ছাড়ার পরিমাণ ৯৮৭ কিউমেক, পাশাপাশি জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ৭৫৬ কিউমেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর । লাগাতার ভারী বৃষ্টির কারণে চিন্তায় নদী সংলগ্ন এলাকাবাসীর। চিন্তায় জেলার বিস্তরণ এলাকার কৃষকেরা। বর্তমানে ধানের পাশাপাশি আলুর মরসুম, সে কারণেই চিন্তায় চাষীরাও。
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 31, 2025 08:49:57
Kolkata, West Bengal:ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইনে যাত্রীদের ঢোকা-বারোনার পথে সমস‌্যা হচ্ছিল। তাড়হুড়োয় অনেক ক্ষেত্রেই খুলতে চায় না গেট। তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট (এএফসি, পিসি) বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। (টেন্ডার স্টিল দিলাম) মেট্রো সূত্রে খবর মোট ১৩৩টি নতুন গেট বসানো হবে ব্লু লাইনের ২৫টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরোহার পথে সমস‌্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো ধাপে ধাপে বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রোর তরফ থেকে একটি মোবাইল বার্তায় অফিসিয়ালি জানানো হয়েছে , ২০১১ সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় ১৫ বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশও পাওয়া যায় না। যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে এই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস‌্যা হয়। সব সময় গেট খুলতে চায় না। ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই তার কিউআর কোড আর ‘রিড’ করতে পারে না এই গেট। ফলে তা খোলে না। অনেক সময় স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না বলে অভিযোগ। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন তারা। তবে কাগজের টিকিটের সমস‌্যা এড়াতে আধুনিক ‘চিপ’ লাগানো হয়েছে গেটে। আবশ্য তাতেও পুরোপুরি সমস‌্যা মেটেনি। তাই পুরোপুরি বদলানো হয় সিদ্ধান্ত। বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন যে স্টেশন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আবশ্য এই নয়া গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। আর একসঙ্গে দুই ট্রেন ঢুকলে তো ভোগান্তি চরমে উঠছে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 31, 2025 08:49:41
Katwa, West Bengal:কাটोয়ার ২৫৮ নং বুথের বি এল ও -র দায়িত্ব পেয়েছেন তৃণমূলের বুথ সভাপতি*। কাটোয়ার যে বুথে ৫৯ জন মৃত ভোটার আছে বলে দাবি করেছে বিজেপি, সেই বুথের বি এল ও 'র দায়িত্বে তৃণমূলের বুথ সভাপতি। কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি পুরান চন্দ্র ঘোষ। ওই বুথেরই এবার বি এল ও হয়েছে পুরান চন্দ্র ঘোষ। আর ওই ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটার আছে বলে ইতিমধ্যে নির্বাচন কমিশন কে চিঠি দিয়েছে বিজেপি।বি এল ও-র নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি।তৃণমূলের বক্তব্য নির্বাচন কমিশন বি এল ও নিয়োগ করে এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।কেয়ারাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পুরানচন্দ্র ঘোষ। তিনি কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। এ বছর তিনি ২৫৮ নম্বর বুথের বি এল ও হয়েছেন। বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে যে একজন তৃণমূলের বুথ সভাপতি কে কিভাবে বি এল ও করা হয় বিজেপির বার বার অভিযোগ তুলছে তৃণমূলের নেতাদের বেছে বেছে বি এল ও বি এল ও করা হচ্ছে, তারই জলজ্যান্ত প্রমাণ কুয়ারা গ্রামের ২৫৮ নম্বরেল বুথের বি এল ও পুরান চন্দ্র ঘোষ। তাদের দাবি তৃণমূলের বুথ সভাপতি যদি একই বুথের বি এল ও হয় তাহলে সেখানে কোন স্বচ্ছতা থাকবে না, বিজেপির বি এল এ দের ঠিকমতো কাজই করতে দেবে না। তৃণমূলের বুথ সভাপতি ও বি এল ও পুরান চন্দ্র ঘোষ বলেন , আমি পার্টি করি কিনা সেটা জিজ্ঞেস করেনি ,আমাকে নিয়োগপত্র ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আমি স্বচ্ছতার সাথে কাজ করব। বাইট:১) সূর্যদেব ঘোষ, বিজেপি মণ্ডল সভাপতি,কাটোয়া। ২) পুরান চন্দ্র ঘোষ, ২৫৮ নম্বর বুথের বিএল ও তথা তৃণণমূল বুথ সভাপতি,
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 08:41:25
0
comment0
Report
Advertisement
Back to top