Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

पश्चिम बर्धमान के अंडाल में होटल पर हमला, मैनेजर व स्टाफ घायल; पुलिस जांच

CDChittaranjan Das
Dec 23, 2025 07:47:59
Durgapur, West Bengal
থানা থেকে একটু দূরেই হোটেল ভাঙচুরের অভিযোগ গতকাল রাতে দুস্কৃতিদের, অভিযোগ পাশাপাশি হোটেল মালিকের উপর। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয় নি বলে পুলিশ সূত্রের খবর。 পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার কাজোড়া মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে এক বেসরকারি হোটেল ভাঙচুর এবং মারধরের অভিযোগ হোটেলে থাকা ম্যানেজার, কর্মীদের। তাদের বক্তব্য, "তারা হোটেলে কাজ করছিল, সেই সময় হঠাৎ করে ৭-৮ জনের এক দুস্কৃতিদের দল আসে, তাদের মালিক কৃষ্ণা যাদব কোথায় জানতে চায়, মালিক নেই বললে, তারা গালাগালি দিতে দিতে সব জিনিস পত্র ফেলে দেয়, কিছু বলতে গেলে রাঁধুনীর গায়ে কড়াইএ থাকা হালকা গরম তেলে ছুঁড়ে দেয়। তেল বেশি গরম না থাকায় বড় বিপদের থেকে বেঁচে যায় রাঁধুনি তারাপদ পাইন। তারপর দুস্কৃতিদের দল টাকা লুঠ করে ভাঙচুর করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ যায় খবর পেয়ে তদন্তের স্বার্থে তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয় নি, তাই এখনও কেউ গ্রেফতার হয় নি পুলিশ সূত্রে খবর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Dec 23, 2025 09:31:38
Bardhaman, West Bengal:লগ্নজিতার পরে এবারে পল্লব কীর্তনিয়ার গানের অনুষ্ঠান বাতিল। বর্ধমানের ভাতারে অনুষ্ঠান বাতিল নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দু-পক্ষই একে অপরকে নিশানা করেছে。 পূর্ব বর্ধমানের ভাতারে একটি বইমেলা হচ্ছে। এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন শিল্পীরা।এই বইমেলা এবং উৎসবে বিশিষ্ট সংগীতশিল্পী পল্লব কীর্তনিয়ার একটি গানের অনুষ্ঠান ছিল আগামী ২৫ শে ডিসেম্বর। গতকাল এক ফেসবুক পোস্টে শিল্পী জানিয়েছিলেন, শাসকের প্রবল চাপে শেষ মুহূর্তে his অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা。 এই নিয়ে সরব রাজনৈতিক নেতারা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, 'এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আবার জয় হলে বাংলাদেশে যা হচ্ছে তা এখানে হবে। শিল্প সমাজের দর্পন। কিন্তু এ রাজ্যে শিল্পীরা সমাজের অনাচার তুলে ধরতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের কালবার এটাই।' অন্যদিকে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তিনি জানান, ' তৃণমূল কংগ্রেসের শিল্পীর স্বাধীনাতায় বিশ্বাস করে। এই বাংলায় নিজের মত প্রকাশের অধিকার রয়েছে。 কী কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়েছে তা আয়োজকের জানেন। তবে তৃণমূল কংগ্রেসের সাথে এর কোনোও যোগ নেই।' ভাতার বইমেলা ও উৎসবের আয়োজক মধুসূদন কোঙার বলেন ' ' আমরা যে পরিমাণ বিজ্ঞাপন পাবো ভেবেছিলাম তা পাইনি। ওনার সম্মান দক্ষিণা ঠিকমতো দিতে পারব না বলেই আমরা বারণ করেছি। শাসকদলের তরফে আমাদের কোনো চাপ দেওয়া হয় নি। শিল্পী পল্লব কীর্তনিয়া ট্রেনে থাকায় কথা বলা যায় নি। তিনি পরে কথা বলবেন বলে জানান。 বাইট : ১) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) ২) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের নেতা) ৩) মধুসূদন কোঙার ( আয়োজক)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 23, 2025 09:22:01
Howrah, West Bengal:ডোমজুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ।গাড়িতে আগুন উত্তেজিত জনতার।গ্রেফতার মূল অভিযুক্ত。 ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনাজগত রাতে উত্তেজনা ছড়ায়।অভিযোগ এলাকায় রাস্তা তৈরীর কাজ হচ্ছিলো।ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ।উত্তেজিত গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।পরিস্থিতি সামাল দিতে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ ঘটনাস্থলে আসে।অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে সরব হয় এলাকাবাসীরা।ঘটনার পর থেকে অভিযুক্ত হেমন্ত ঘোরাই ঠিকাদার সংস্থার গাড়ি চালায়।ঘটনার পর থেকে পলাতক।পুলিশ তার সন্ধানে তল্লাশী শুরু করে।আজ তাকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ।এ সি পি (সাউথ)নন্দলাল ঘোষ জানান অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে。
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 23, 2025 08:48:11
Durgapur, West Bengal:পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা অবৈধ জায়গায় একটি হোটেলের ভেতরে থাকা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসে পোস্টারটি ছিঁড়ে ফেলেছে এবং ছবিতে কালিমালিপ্ত করেছে। হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের চেয়ার ও ভাঙা হয়। ঘটনার খবর ছড়াতেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। তাঁরা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনার পর বিধান নগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দের ঘটনা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 23, 2025 08:47:52
Asansol, West Bengal:মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ফের উত্তাল বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আসানসোল: একের পর এক বিতর্কে জড়িয়ে ফের শিরোনামে উঠে এলো আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার অভিযোগ খোদ পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল চুরি করার। অভিযোগের তীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরীর দিকেই। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই বিদ্যালয় ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিদ্যালয় চত্বরে নেশা দ্রব্য সেবন থেকে শুরু করে পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর মতো চাঞ্চল্যকর অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই স্কুল। প্রতিবারই সেই অভিযোগের কেন্দ্রে ছিলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার সকালে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন প্রধান শিক্ষক। খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয় চত্বরে জড়ো হন অভিভাবক ও স্থানীয়রা। শুরু হয় তীব্র বিক্ষোভ। অভিভাবকদের রোষ এবং প্রশাসনিক চাপে পড়ে নিজের ভুল স্বীকার করেন প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরী বলে জানা গেছে। তবে তাঁর স্বীকারোক্তি সত্ত্বেও অভিভাবকদের আস্থা ফেরাতে ব্যর্থ হন তিনি। বিক্ষোভ ক্রমশ তীব্র হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে না পেরে আগেভাগেই বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ ও স্কুল ইন্সপেক্টর দপ্তরের আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। বারবার একই বিদ্যালয় ঘিরে এমন অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে প্রশাসনিক নজরদারি ও বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয় অভিভাবকদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
0
comment0
Report
EGE GOPI
Dec 23, 2025 07:50:17
Kharagpur, West Bengal:অপারেশনাল সমস্যায় ধাক্কা, দক্ষিণ পূর্ব রেলে বাতিল ১৮টি MEMU ট্রেন রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর–বেলদা, বেলদা–খড়্গপুর, খড়্গপুর–ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম–খড়্গপুর, ঝাড়গ্রাম–পুরুলিয়া, পুরুলিয়া–ঝাড়গ্রাম, বিষ্ণুপুর–ধানবাদ, ধানবাদ–বাঁকুড়া, বাঁকুড়া–ময়নাপুর, ময়নাপুর–বাঁকুড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের MEMU ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি চক্রধরপুর–রাউরকেলা, রাউরকেলা–ঝারসুগুদা, ঝারসুগুদা–সম্বলপুর ও সম্বলপুর–ঝারসুগুদা রুটের ট্রেনও এই সিদ্ধান্তের আওতায় পড়েছে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল: খড়্গপুর–বেলদা, ঝাড়গ্রাম–পুরুলিয়া-সহ বেশ কয়েকটি MEMU ৩ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল: ঝারসুগুদা–সম্বলপুর, সম্বলপুর–ঝারসুগুদা, ঝারসুগুদা–রাউরকেলা ও রাউরকেলা–চক্রধরপুর MEMU এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। অফিসযাত্রী, পড়ুয়া ও ব্যবসায়ীদের বড় অংশ প্রতিদিন MEMU ট্রেনের উপর নির্ভরশীল। হঠাৎ করে এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় বিকল্প পরিবহণ নিয়ে চিন্তায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। তবে কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 23, 2025 07:49:55
Dihierench, West Bengal:মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই—এই বার্তাই উঠে এল পূর্ব মেদিনীপুরের কাঁথির কন্টাই পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে। বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশে শিশুদের মাঠমুখী করার আহবান জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ দাস।তিনি বলেন,খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, ছাত্রছাত্রীদের پठन-পাঠন ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু বর্তমান সময়ে নানা কারণে পড়ুয়ারা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে মাঠ দখল ও পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বহু খেলার মাঠ। সেই প্রেক্ষিতেই কাঁঠি পাবলিক স্কুল কাঁঠি মহকুমার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাঁঠি পাবলিক স্কুলের- স্কুল মাঠে এসে খেলাধুলার আহ্বান জানাচ্ছে। এর জন্য লাগবে না কোন টাকা। এই বিদ্যালয়ের উদ্যোগে বড় মাপের আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হয়েছে। ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানা খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই মাঠ। পাশাপাশি সব ধরনের খেলাধুলার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে।প্রধান শিক্ষক আরও জানান, শনিবার পতাকা উত্তোলন ও মেয়েদের মশাল দৌড়ের মাধ্যমে চারদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। আক্তার শেষ দিন। এবছর বিশ্বকাপ জয়ের কृतিত্ব মেয়েদের উৎসর্গ করতেই মেয়েদের হাতেই মশাল তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসখা পাত্র জানান, শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এই দুদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৫০ মিটার, ১০০ মিটার দৌড় সহ নানা ইভেন্টে অংশ নিয়ে প্রায় চারশোরও বেশি ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের বাবা-মা, অভিভাবক এবং বহু ক্রীড়াপ্রেমী মানুষ।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 23, 2025 07:18:39
Salt Lake City, Utah:Bikash Bhavan Abhiyan seeking intervention of Chief Minister and Education Minister to return jobs from eligible Group C and Group D Adhikar Manch. Demonstration at Bikash Bhawan by marching from Karunamayi. Clashes with police. Several protesters were arrested. আন্দোলন কারীদের দাবী...... *যোগ্য গ্রুপ C গ্রুপ D শিক্ষা কর্মীদের চাকরি ফেরাতে অবিলম্বে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই * নয় মাস ধরে বেতনহীন অবস্থায় থাকা যোগ্য গ্রুপ C ग्रुप D শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু করতে হবে। *যোগ্য শিক্ষাকর্মীদেরও জীবন আছে। তাদেরও বাড়িতে অসুস্থ বাবা মা আছে। তাদের আর কতদিন এভাবে না খেয়ে কাটাতে হবে তার জবাব চাই。 * আজ দাবি, কাল অধিকার-যোগ্য গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের ন্যায্য সম্মান ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না。 ৩৩৯৪ জন।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 23, 2025 07:18:24
Dinajpur, Rangpur Division:পূর্ব ঘোষণার মতই মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কামারপাড়া রেলস্টেশন পরিদর্শনে যান সাংসদ সুকান্ত মজুমদার। কুরমাইল মৌজায় এই রেলস্টেশন তৈরি হচ্ছে। বালুরঘাট থেকে হhilি প্রায় ২৩ কিলোমিটার রেলপথের জমি অধিগ্রহণের পর রেললাইন পাতার কাজ শুরু করেছে। কিছু জায়গায় আন্ডার পাস তৈরির কাজ চলছে। সমগ্র এই লাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার সকালে সুকান্ত মজুমদার এই রেলপথ পরিদর্শন করতে এসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। কাজের অগ্রগতি নিয়ে তিনি খুশি। জমি হস্তান্তরের প্রাথমিক জটিলতা কাটিয়ে দ্রুত রেল পথ নির্মাণের কাজ চলছে এবং খুব দ্রুত এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে রেল দপ্তর বলে জানিয়েছেন তিনি। বালুরঘাট হিলি রেলপথ চালু হলে জেলায় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় তার সরাসরি প্রভাব পড়বে এবং এলাকার মানুষ এই রেলপথকে পেয়ে অত্যন্ত খুশি。
0
comment0
Report
CDChampak Dutta
Dec 23, 2025 07:08:07
Kaji Chak, West Bengal:*মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার! সরকারি জায়গা দখল করে, নিকাশী নালার ওপরেই তৈরি করা হলো শাসকদলের পার্টি অফিস!পার্টি অফিস বানানোর অভিযোগ স্থানীয় জনকয়েক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে। অস্বস্তির মুখে পড়ে খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। অভিযোগে সরব বিজেপি। মেদিনীপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় সরকারি জমি জবরদখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ খোদ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বসবাসকারী এক দম্পতির বাড়ির জানালা দরজা কে কমন ওয়াল বানিয়ে একাংশ ব্লক করে দিয়ে জোর করে তৈরি করা হয়েছে পার্টি অফিস। সেই পার্টি অফিসের নিচেই চাপা পড়ে গিয়েছে সরকারি ড্রেন। এলাকাবাসীদের দাবি, প্রথমে ওখানে করা হয়েছিল ত্রিপল খাটিয়ে sir সহায়তা কেন্দ্র। পরে রাতারাতি শুরু হয়ে যায় পাকাপোক্ত পার্টি অফিস।এলাকাবাসীরা বাধা দিয়েছিল পার্টি অফিস তৈরি করার ক্ষেত্রে। কিন্তু কারুর কথারই তোয়াক্কা করেননি স্থানীয় জনা কয়েক তৃণমূল নেতৃত্ব。 এলাকাবাসীদের আরো দাবি তারা চেয়েছিলেন ওখানে সাব মার্সিবেল পাম্প হোক কারণ এলাকায় জলের প্রচুর সমস্যা রয়েছে।কিন্তু তার জায়গায় করা হল পার্টি অফিস। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর প্রতিনিধি ওয়ার্ড সভাপতি বরুণ বিকাশ দে চাঞ্চল্যকর দাবি করেছেন - এলাকার কাউন্সিলর থেকে ওয়ার্ড সভাপতি প্রত্যেককে অন্ধকারে রেখে এই পার্টি অফিস তৈরি করা হয়েছে। সরকারি জমি দখল করে অন্যের বাড়ি ব্লক করে এই পার্টি অফিস তৈরি করার ক্ষেত্রে তার মত না থাকলেও তৈরি করা হয়েছে পার্টি অফিস। এমনকি পার্টি অফিস কে ঘিরে এলাকায় গোষ্ঠী কোন্দলের সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জানিয়েছেন - সরকারি জমি দখল করে নিকাশি নালার ওপরে পার্টি অফিস তৈরি করা উচিত নয়। কি ঘটনা ঘটেছে তা খতিয়ে রাখা হবে দলের তরফে। অন্যদিকে গোটা ঘটনায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি। বিজেপি নেতা শংকর গুছাইতে দাবি -- মেদিনিপুর শহরে দীর্ঘদিন ধরে এভাবে সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে পার্টি অফিস। মানুষ অসুবিধায় পড়ছে। অবিলম্বে পৌরসভার উচিত ব্যবস্থা নেওয়া। Shাসক দল মানুষের উপর অত্যাচার করছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করেছেন সরকারের জায়গা, নিকাশী নালা জবরদখল করা যাবে না। কিন্তু সেই নির্দেশ যে খাতায়-কলমেই তার প্রমাণ মিলছে ফের আরেকবার। মানুষের অসুবিধা নিয়ে আর কবে ঘুম ভাঙবে শাসকদলের সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 23, 2025 07:07:29
Kaji Chak, West Bengal:আর নয় ঝুঁকির যাতায়াত, লক্ষাধিক টাকা ব্যয়ে এলাকায় শুরু হয়েছে নতুন কংক্রিটের সেতু. যাতায়াতের ভোগান্তি কাটবে ১০-১২ টি গ্রামের মানুষের. কৃষি প্রধান এলাকা হওয়ায় দুর্ভোগ কমবে এলাকার কৃষকদেরও. বাম আমলে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শী এলাকায় কানা নদীর উপর তৈরি করা হয়েছিল তিনটি পিলার দ্বারা কংক্রিটের সেতু. বছর পাঁচেক আগে সেতুর উপর দিয়ে একটি মালবাহী ট্রাক পেরোতে গিয়ে ভেঙে গিয়েছিল সেতুটি. তারপর থেকে জল কমলে সেতুর পাশে নদীর উপর অস্থায়ী মোরাম রাস্তা তৈরি করে যাতায়াত চলতো. আবার বর্ষার মরসুমে সেই অস্থায়ী রাস্তা ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতো খুড়শী,কল্লা,ঘোষকিরা,ধর্মপোতা সহ আশপাশের গ্রামের যোগাযোগ. আবার কখনও গ্রামের মানুষই ভাঙা সেতুর উপর কাঠের পাটাতন বিছিয়ে তারউপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতো.এই নদী পেরিয়েই স্কুল,কলেজ,জরুরি পরিষেবার জন্য অন্যত্র যাতায়াত করতে হয় area's পড়ুয়া থেকে বাসিন্দাদের. এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল নতুন সেতু নির্মানের. অবশেষে ৭৩ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যায়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির অধিন তৈরি হচ্ছে নতুন কংক্রিট সেতুটি. তার কাজও শুরু হয়ে গিয়েছে. ইতিমধ্যে ওই সেতুর নির্মান কাজ পরিদর্শন করে এসেছেন ব্লকের বিডিও উৎপল পাইক,পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ. কল্যা ও খুড়শী গ্রামের বাসিন্দা সন্তোষ জানা, dillbar আলী খান জানান, "দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে. আমরা খুবই খুশি. আমাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো. বড় গাড়ি গ্রামে ঢুকতো না, সেতু হলে সেসব সমস্যাও মিটে যাবে." চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ জানান,' সেতু নির্মানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে. সেতুটি তৈরি হয়ে গেলে area's ১০ থেকে ১২ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে. রাস্তা থাকলেও ভাঙা সেতুর ফলে যানবাহন যাতায়াত করতে পারতো না. সেতু তৈরি হওয়ায় area's মানোন্নয়ন ঘটবে পাশাপাশি কৃষি নির্ভর এলাকা কৃষিজ পণ্য বাজারযাত হবে।
0
comment0
Report
Advertisement
Back to top