Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

जगद्दल में BLए की पहचान को लेकर तृणमूल बनाम भाजपा: राजनीतिक घमासान

BSBarun Sengupta
Nov 08, 2025 09:21:04
Barrackpore, Kolkata, West Bengal
তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা! বিএলএ নিয়োগে বিভ্রাট জগদ্দলে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন। বিএলও দের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ রা ও। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএলএ দের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল লোকসভার জগদ্দল বিধানসভায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ! জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় ১২৪ নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নাম ই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে। জানিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। আঁতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস। তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে। এই বিষয়ে নিখিল দাস জানান, আমি আগে বিজেপি করতাম। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। কিন্তু কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানিনা। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালো বলেন, এটাই হচ্ছে বিজেপির কাজ। ওদের কোন লোকজন নেই। তাই তৃণমূল কর্মীকেই বিজেপি হিসেবে চিহ্নিত করে নাম পাঠিয়ে দিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওরা ভয় দেখিয়ে চমকিয়ে ওকে তৃণমূল দেখাতে চাইছে। নিখিল দাস ছবি ও সই দিয়ে নিজের নাম বিএলএ হিসাবে নথিভুক্ত করেছে। তাঁর প্রমাণও রয়েছে কমিশনের খাতায়।
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Nov 08, 2025 12:06:36
Dinajpur, Rangpur Division:আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হন। সেই আখতার আলিকেই সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার তিনি। শুক্রবার সেখানে গিয়েই নিজের দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু কেন সাসপেন্ড আখ্তার? স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই যে আরজি কর্ন দুর্নীতির তদন্ত করছে, তাতে আখতারের নামও উঠে এসেছে। ডেপুটি সুপার থাকাকালীন কর্তব্যে অবহেলার অভিযোগ, বিভিন্ন জিনিস কেনায় দুর্নীতির অভিযোগ, বেআইনিভাবে বিমানে করে ঘুরতে যাওয়ার অভিযোগ, একটি সংস্থা থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অন্য একটি সংস্থার থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন আখতার। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন আখতার। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্যভবন। বিজেপিতে যোগ দেওয়ায় তিনি চক্রান্তের শিকার বলে দাবি আখতারের। বাইটঃ ১) আখতার আলি (ডেপুটি সুপার, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল)
2
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 08, 2025 11:55:39
Howrah, West Bengal:रेलवे के विद्युत केबल चोरी गिरोह की जांच चल रही है। आरपीएफ के जाल में अपराधी फँस गए हैं। सातरागाछी स्टेशन के आसपास से रेलवे के मूल्यवान विद्युत केबल चोरी हो गई, जिसकी कीमत लगभग दो लाख से बीस लाख रुपये के बीच बताई जा रही है। पिछले महीने 22 और 26 तारीख को दिन के उजाले में केबल चोरी कर दुर्दमनों के फरार होने की घटना सामने आई थी। आरपीएफ के अनुसार यह केबल सातरागाछी इलेक्ट्रिक सब स्टेशনের सामने रखी गई थी ताकि काम के लिए उपयोग की जा सके। अपराधी हेलीकॉप्टर नहीं, बल्कि हाइड्रोलिक क्रेन के सहारे केबल उठाकर चम्पट हो गए। शिकायत मिलने पर सातरागाछी आरपीएफ ने मामले की जांच शुरू की। अब तक सात लोगों को गिरफ्तार किया गया है; इनमें सईफाज खान को चोरी के माल खरीदने के आरोप में गिरफ्तार किया गया है। चोरी गया केबल डोमजুর गोदाम से बरामद किया गया। घटना में इस्तेमाल दो हाइड्रोलिक क्रेन और तीन मैटा डोर भी आरपीएफ ने जब्त कर लिए हैं। शिवपुर क्षेत्र में विद्युत विभाग केबल चोरी की एक अन्य घटना कुछ दिन पहले भी दर्ज हुई थी; पुलिस का अनुमान है कि यह गिरोह उसी अपराध से जुड़ा है। अभियुक्त आज छह दिन की पुलिस हिरासत में हैं।
4
comment0
Report
RDRaktima das
Nov 08, 2025 11:25:44
Kolkata, West Bengal:SIR प्रक्रिया चलाकालीन बाधा से नागरिक सेवाओं में अवरोध की आशंका बढ़ी। कलकत्ता नगर निगम में यह संकेत मिला है। राज्‍य भर में SIR प्रक्रिया चल रही है। BLO के कार्य में प्रशासनिक कर्मचारी लगाए गए हैं। सिर्फ कलकत्ता नगर निगम से २५० कर्मचारी BLO या बूथ लेवल अधिकारी के रूप में नियुक्त किए गए हैं। दूसरी ओर पद खाली रहने के कारण दबाव है। इस स्थिति में सेवाओं में बाधा की आशंका है। मेयर ने अधिकारियों को नागरिकों की तकलीफ रोकने के लिए और अधिक सतर्क रहने के निर्देश दिए हैं। खासकर दो-तीन कर्मचारियों के काम एक के ऊपर आ रहे हैं, एक ही व्यक्ति पर जिम्मेदारी आ रही है। इस स्थिति में सेवा के प्रवाह बनाए रखने के लिए यह चुनौती बन गया है।
3
comment0
Report
ASAyan Sharma
Nov 08, 2025 11:25:29
Kolkata, West Bengal:দীর্ঘ ১ বছরের লড়াইয়ে, অবশেষে জয়ের খেতাব Desun হাসপাতাল এর ঝুলিতে. জিতে নিলো Joint Commission International Award এর খেতাব. পূর্ব ভারতে দুটি হাসপাতাল এর ঝুলিতে রয়েছে JCI এর অ্যাওয়ার্ড. প্রায় ১২০০ ধরনের কোয়ালিটি চেক করাহয়. সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই খেতাব মেলে. দেশে মোট ৫৪টি হসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত. সারা ভারতের 54 হাসপাতালের ঝুলিতে এই খেতাব রয়েছে; এছাড়াও সারা বিশ্বে ৬০০টি হাসপাতাল এই সম্মান ভূষিত. তবে শুধু এই অ্যাওয়ার্ড পাওয়াটা নয়, টিকে থাকতে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবার মান ঠিক রাখতে হয়. যার জন্য ছয় মাস অন্তর অ্যাসেসমেন্ট করে JCI অ্যাওয়ার্ড কমিটি. আর এই অ্যাসেসমেন্ট এর ওপর নির্ভর করে রিনিউয়াল হয় এই খেতাব.
3
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 11:25:13
Kolkata, West Bengal:বিধান ভবন। এস ইআর, নির্বাচনী আচরণবিধি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর প্রেস কনফারেন্স শুভঙ্কর সরকার, WBPCC সহ একাধিক নেতৃত্ব SIR এর বিরুদ্ধে কংগ্রেস এর যে সই সংগ্রহ অভিযান বা গণ সাক্ষর অভিযান চলছিল তাঁর সমস্তরকম কাজ শেষ হয়েছে। আজ কংগ্রেস এর প্রদেশে সদর দপ্তর থেকে সেই সই করা কাগজ ও নথিপত্র আনুষ্ঠানিক ভাবে দিল্লি রওনা হবে। উক্ত কর্মসূচি তে উপস্থিত আছেন প্রদেশে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সমস্ত প্রদেশ ও জেলা নেতৃত্ব।তারা জানাচ্ছেন যে তারা SIR বিরোধী নয় তবে পদ্ধতিগত ত্রুটি গুলির দিক নির্দেশ করাই তাঁদের মূল উদ্দেশ্য।সেই সাথে আজ নোট বাতিলের নবম বর্ষপূর্তি এবং আজ ও কংগ্রেস মনে করেন যে এই সিদ্ধান্ত মনুমেন্টাল ডিজাস্টার সেই হিসেবে আজ তারা দিনটিকে কালো দিন হিসেবে মনে করেন।তাই আজ তাঁদের একটি প্রেস বার্তা এবং মিছিল কর্মসূচি প্রদেশে কংগ্রেস অফিস থেকে শিয়ালদাহ পর্যন্ত।
3
comment0
Report
BBBimal Basu
Nov 08, 2025 11:24:48
Basirhat, West Bengal:এসআইআর আবাহের বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনের ২ নম্বর প্ল‍্যাটফর্মে দেখা যায় একাধিক পোস্টার সাঁটা রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, 'অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো'। নিচে প্রচারে লেখা রয়েছে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা। এইটা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতর। তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন সনাতনী না শয়তানী SIR নিয়ে তৃণমূল অনেকটা বেকফুটে চলে গেছে। ওপার থেকে আসা হহু মানুষ নমসুদ্র মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা আশঙ্কায় দিন কাটাছে। ভারতীয় জনতাপাটি যখন বুঝতে পেরেছে SIR বুমেরাং হবে তখন বিজেপি একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করছে। আগামী বিধান সভায় তারা পর্যদোস্তু হবে তাই তারা এই প্রপাগণ্ডা তৈরি করার চেষ্টা করছে। 1) B কৌশিক দত্ত ( তৃণমূল নেতা ) 2) B1 সুকল্যান বৈদ্য ( বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি।)
3
comment0
Report
ABArup Basak
Nov 08, 2025 11:24:24
Mal Bazar, West Bengal:পারিবারিক বিবাদ গড়ালো হাতাহাতিতে। ঝোরলো রক্ত। শনিবার মালবাজার ব্লকের ডामডিমের তাজিয়া মোড়ে এক পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হোলো এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ ৩৫ বছর বয়সী সরতাজ আনসারি ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়。 প্রথমে সে তার মায় ৫৭ বছর বয়সী সালমা বেগম-এর উপর আক্রমণ করে, এরপর বোন জারিনা খাতুন ও দাদা ইসলাম আনসারি-কেও আহত করে। তাদের বাঁচাতে আসা প্রতিবেশী ৫০ বছর বয়সী গুলাব আনসারিও গুরুতর জখম হন। ধস্তাধস্তির সময় সরতাজ নিজেও আহত হয়। ঘটনার পর স্থানীয়রা সরতাজকে আটক করে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে ও আহতদের মালবাজার সুফার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর সালমা বেগম ও গুলাব আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় গোটা তাজিয়া মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা সরতাজের এমন নৃশংস ঘটনার জন্য বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। স্থানিয় সুত্রে জানা গেছে অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছিলো। বাইট ১) সুশীল কুমার প্রসাদ, সহ সভাপতি, মাল পঞ্চায়েত সমিতি।
4
comment0
Report
MMManoj Mondal
Nov 08, 2025 11:24:09
Kolkata, West Bengal:চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় তৃণমূল কংগ্রেসের বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে এবার দলীয় নির্দেশ অমান্যের অভিযোগ উঠছে শাসক দলের তরফে। এদিন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চিঠি দিলেন উত্তর ২৪ পরগনা বনগাঁ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিত দাস। দলীয় সূত্রে খবর, সম্প্রতি বারাসাত পৌরসভার পৌরপ্রধান পদ থেকে অশনি মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন দলীয় নির্দেশে। তাঁর জায়গায় নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনীল মুখার্জি। কিন্তু বনগাঁ পৌরসভার ক্ষেত্রে গোপাল শেঠ এখনও পর্যন্ত চেয়ারম্যানের পদে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বের তরফে তাঁকে ৭ দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তবে ওই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে বনগাঁর রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা- গোষ্ঠী দ্বন্দ্ব নাকি দলবিরোধী পথেই হাঁটছেন গোপাল শেঠ! যদিও এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। দলের অন্তরেই এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
4
comment0
Report
BBBimal Basu
Nov 08, 2025 11:22:41
Basirhat, West Bengal:এসআইআর আবাহের বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনের ২ নম্বর প্ল‍্যাটফর্মে দেখা যায় একাধিক পোস্টার সাঁটা রয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, 'অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো'। নিচে প্রচারে লেখা রয়েছে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা। এই পোস্টার সকলের চোখে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা রেলস্টেশন জুড়ে। এই টা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে চাপানউতর শুরু হয়েছে। তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেছেন সনাতনী না শয়তানী SIR নিয়ে তৃণমূল অনেকটা বেকফুটে চলে গেছে। ওপার থেকে আসা হহু মানুষ নমসুদ্র মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা আশঙ্কায় দিন কাটাচ্ছে। ভারতীয় জনতা পাটি যখন বুঝতে পারলো SIR বুমেরাং হবে তখন বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আগামী বিধান সভায় তারা পর্যদস্ত হবে তাই তারা এই প্রপাগাণ্ডা তৈরি করার চেষ্টা করছে। 1) B কৌশিক দত্ত (তৃণমূল নেতা) 2) B1 সুকল্যান বৈদ্য (বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি) বিমল বসু বসিরহাট
2
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 08, 2025 09:50:16
Baruipur, West Bengal:সinemaর কায়দা ধাওয়া করে গোরু সহ দুই চোর কে পাকড়াও কোলো ক্যানিং থানার পুলিশ।বাকি চোরদের খোঁজে তল্লাশি। ক্যানিং - তিন গোরু চোর পালিয়ে গেলেও একেবারে হিন্দি সিনেমার কায়দায় গোরু সহ অপর দুই চোর কে পাকড়াও করলো ক্যানিং থানার পুলিশ।ধৃত দুই গোরু চোরের নাম অনুপ হালদার ও মোজাম গাজী। ধৃতদের বাড়ি জয়নগর ও বারুইপুর থানা এলাকায়। অন্যদিকে পালিয়ে যাওয়া অপর তিন চোর কে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত গাড়ি ও চারটি জীবন্ত গোরু বাজেয়াপ্ত করেছে পুলিশ। চারটি গোরুর মধ্যে গুরুতর জখম হয়েছে একটি গরু ,পশু চিকিৎসক দিয়ে জখম গোরুর চিকিৎসা শুরু করেছে ক্যানিং থানার পুলিশ。 স্থানীয় সুত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার ভেবিয়া চৌমাথা এলাকার বাসিন্দা কামানুজ্জামান মোল্লা। রাত প্রায় দুটো নাগাদ বুঝতে পারেন গোয়াল ঘর থেকে তিনটি গোরু চুরি হয়েছে। ততক্ষণে গোরু চোরের দল গোরু গুলো গাড়িতে তুলে পালিয়ে যাওয়ার জন্য তৈরী।গৃহকর্তা কামানুজ্জামান আর এক মুহূর্ত দেরী না করে প্রতিবেশী কয়েকজন কে ডেকে নেন। দুটি গাড়িতে চেপে ধাওয়া শুরু করে চোরদের। ধাওয়া করা কালীন হাসনাবাদ ,মিনাখাঁ,বাসন্তী এবং ক্যানিং থানার পুলিশে সাথে যোগাযোগ করে ঘটনার কথা জানায়। মিনাখাঁ,বাসন্তী,ক্যানিং থানার পুলিশ চোর ধরতে মাঠে নেমে পড়ে। এদিকে চোরেরা বাসন্তী হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিনাখাঁ থানা ও বাসন্তী থানার পুলিশের চোখে ধুলো দিয়ে মাতলা ব্রীজ টপকে ক্যানিং থানা এলাকায় ঢুকে পড়ে। অন্যদিকে আগাম খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাতলা ব্রীজ এলাকায় ওৎ পেতে বসেছিলেন ক্যানিং থানার এসআই ইজাজ আহমেদ।চোরের দল দুই থানার পুলিশের চোখে ফাঁকি দিলেও ধরা পড়ে যায় ক্যানিং থানার পুলিশের কাছে।মাতলা বীজ্রে চোরেদের গাড়ি চিনতে পেরেই গাড়ির পিছনে ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে পুলিশ গাড়ি ধাওয়া করছে বুঝতে পেরে খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে চোরের দল। আচমকা ক্যানিং মহকুমা শাসকের অফিস সংলগ্ন রোডে একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় চোর্দের গাড়ি।ঘটনাস্থলে জখম হয় চোর্চোর গাড়ি চালক মোজম গাজী। পুলিশ মোজামকে গাজী ও অনুপ হালদার কে ধরে ফেলে। অন্যদিকে সুযোগ বুঝে বিজু ও কচি সহ তিন চোর পালিয়ে গা ঢাকা দেয়।ক্যানিং থানার পুলিশ আহত মোজাম কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে। অন্যদিকে একটি গোরুর ঘটনাস্থলে মৃত্যু হলেও জখম হয় আরো একটি গোরু। পুলিশ চারটি জীবন্ত গোরু উদ্ধার করে। পশু চিকিৎসক দিয়ে গোরু গুলো চিকিৎসা শুরু করেছে পুলিশ。 ধৃত মোজামের দাবী,সে গাড়ির চালক ছিল। রাতে পাঁচজন মিলে হাসনাবাদ এলাকায় গিয়েছিল গোরু চুরি করতে।অনুপ হালদারের বাড়ি জয়নগর এলাকায়। অপর চারজনের বাড়ি বারুইपुर থানা এলাকায়। অন্যদিকে গৃহকর্তা কামানুজ্জান জানিয়েছেন,‘আমার গোয়াল থেকে তিনটে গোরু চুরি হয়। প্রতিবেশীরা জানতে পেরে আমাকে জানায়। আমরা দুটি গাড়িতে চেপে চোরেদের হাতি গাড়ির পিছনে ধাওয়া করি। পথে মিনাখাঁ,বাসন্তী এবং ক্যানিং থানা কে জানাই। চোরদের গাড়ি ধাওয়া করে ক্যানিং মহকুমা শাসকের কার্য্যালয় সংলগ্ন রোডে দুর্ঘটনার কবলে পড়ে চোরেদের গাড়ি।ক্যানিং থানার পুলিশ দুই চোর কে ধরে ফেলে। উদ্ধার হয় পাঁচটি গোরু। একটি মারা যায় এবং একটি গোরু জখম হয়। ’
6
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 08, 2025 09:49:54
Baruipur, West Bengal:সিনেমার কায়দা ধাওয়া করে গোরু সহ দুই চোর কে পাকড়াও করলো ক্যানিং থানার পুলিশ।বাকি চোরদের খোঁজে তল্লাশি। ক্যানিং - তিন গোরু চোর পালিয়ে গেলেও একেবারে হিন্দি সিনেমার কায়দায় গোরু সহ অপর দুই চোর কে পাকড়াও করলো ক্যানিং থানার পুলিশ।ধৃত দুই গোরু চোরের নাম অনুপ হালদার ও মোজাম গাজী। ধৃতদের বাড়ি জয়নগর ও বারুইপুর থানা এলাকায়। অন্যদিকে পালিয়ে যাওয়া অপর তিন চোর কে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত গাড়ি ও চারটি জীবন্ত গোরু বাজেয়াপ্ত করেছে পুলিশ। চারটি গোরুর মধ্যে গুরুতর জখম হয়েছে একটি গরু ,পশু চিকিৎসক দিয়ে জখম গোরুর চিকিৎসা শুরু করেছে ক্যানিং থানার পুলিশ。 স্থানীয় সুত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার ভেবিয়া চৌমাথা এলাকার বাসিন্দা কামানুজ্জামান মোল্লা। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। রাত প্রায় দুটো নাগাদ বুঝতে পারেন গোয়াল ঘর থেকে তিনটি গোরু চুরি হয়েছে। ততক্ষণে গোড়ু চোরের দল গোরু গুলো গাড়িতে তুলে পালিয়ে যাওয়ার জন্য তৈরী।গৃহকর্তা কামানুজ্জামান আর এক মুহূর্ত দেরী না করে প্রতিবেশী কয়েকজন কে ডেকে নেন। দুিেটি গাড়িতে চেপে ধাওয়া শুরু করে চোরদের। ধাওয়া করা কালীন হাসনাবাদ ,মিনাখাঁ,বাসন্তী এবং ক্যানিং থানার পুলিশের সাথে যোগাযোগ করে ঘটনার কথা জানায়। মিনাখাঁ,বাসন্তী,ক্যানিং থানার পুলিশ চোর ধরতে মাঠে নেমে পড়ে। এদিকে চোরেরা বাসন্তী হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিনাখাঁ থানা ও বাসন্তী থানার পুলিশের চোখে ধুলো দিয়ে মাতলা ব্রীজ টপকে ক্যানিং থানা এলাকায় ঢুকে পড়ে। অন্যদিকে আগাম খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাতলা ব্রীজ এলাকায় ওৎ পেতে বসেছিলেন ক্যানিং থানার এসআই ইজাজ আহমেদ।চোরের দল দুই থানার পুলিশের চোখে ফাঁকি দিলেও ধরা পড়ে যায় ক্যানিং থানার পুলিশের কাছে।মাতলা বীজ্রে চোরেদের গাড়ি চিনতে পেরেই গাড়ির পিছনে ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে পুলিশ গাড়ি ধাওয়া করছে বুঝতে পেরে খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে চোরের দল। আচমকা ক্যানিং মহকুমা শাসকের অফিস সংলগ্ন রোডে একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় চোরেদের গাড়ি।ঘটনাস্থলে জখম হয় চোরেদের গাড়ি চালক মোজম গাজী। পুলিশ মোজামকে গাজী ও অনুপ হালদার কে ধরে ফেলে। অন্যদিকে সুযোগ বুঝে বিজু ও কচি সহ তিন চোর পালিয়ে গা ঢাকা দেয়।ক্যানিং থানার পুলিশ আহত মোজাম কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে। অন্যদিকে একটি গোরুর ঘটনাস্থলে মৃত্যু হলেও জখম হয়েছে আরো একটি গোরু। পুলিশ চারটি জীবন্ত গোরু উদ্ধার করে। পশু চিকিৎসক দিয়ে গোরু গুলো চিকিৎসা শুরু করেছে পুলিশ。 ধৃত মোজামের দাবী,সে গাড়ির চালক ছিল। রাতেই পাঁচজন মিলে হাসনাবাদ এলাকায় গিয়েছিল গোরু চুরি করতে।অনুপ হালদারের বাড়ি জয়নগর এলাকায়। অপর চারজনের বাড়ি বারুইপুর থানা এলাকায়। অন্যদিকে গৃহকর্তা কামানুজ্জান জানিয়েছেন,‘আমার গোয়াল থেকে তিনটে গোরু চুরি হয়। প্রতিবেশীরা জানতে পেরে আমাকে জানায়। আমরা দুটি গাড়িতে চেপে চোরেদের হাতি গাড়ির পিছনে ধাওয়া করি। পথে মিনাখাঁ,বাসন্তী এবং ক্যানিং থানা কে জানাই। চোরদের গাড়ি ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ।ক্যানিং মহকুমা শাসকের কার্য্যালয় সংলগ্ন রোডে দুর্ঘটনার কবলে পড়ে চোরেদের গাড়ি।ক্যানিং থানার পুলিশ দুই চোর কে ধরে ফেলে। উদ্ধার হয় পাঁচটি গোরু। একটি মারা যায় এবং একটি গোরু জখম হয়।’
4
comment0
Report
STSrikanta Thakur
Nov 08, 2025 09:41:39
Dinajpur, Rangpur Division:পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই নাবালকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম অমিত হোসেন (১৩) ও মাফুজ আনসারি (১৬)। घटना বংশীহারী থানার সুরিপুকুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বংশীহারী থানার সুরিপুকুর গ্রামের নাবালক অমিত হোসেন ও মাফুজ আনসারি। অমিত এলাহাবাদ হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। মাফুজ দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় দুইজন মোটরবাইকে চেপে কুশমন্ডি থানার চৌরঙ্গী মোড়ে ফাস্টফুড খেতে গিয়ে ছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লরি তাদের মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় অমিত ও মাফুজ। স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আরোহীই গুরুতর জখম হন। সেখানে চিকিৎসকরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন। মাহফুজ আনসারির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শুক্রবার রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার বেলা sাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য Balurghat সদর হাসপাতালে পাঠায়।
3
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:41:20
Kolkata, West Bengal:সরশুনা সাপুই পাড়াতে গত বৃহস্পতিবার দিনকে পাড়ায় জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল সেই সময় ওই শিশু কন্যা তৃষা নিজের সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই রাস্তার উপর তৈরি হওয়া ফুটন্ত খিচুড়ির করাই এর মধ্যে অন্যমনস্কভাবে সে গিয়ে পড়ে এবং সেই করাইয়ের ফুটন্ত খিচুড়ি তার শরীরের উপর পড়ে তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় প্রথমে বিদ্যাসাগর হসপিটালে সেখান থেকে MR বাঙ্গুর এ স্থানান্তরিত করা হয় কিন্তু গতকালকের তার মৃত্যু হয়েছে তৃষা সাপুই (১১)। ইতিমধ্যেই শোকের ছায়া এলাকায়,তিশার বাবা চার বছর আগে মারা গেছে মায়ের সঙ্গে একটি মাত্র মেয়ে একসঙ্গে থাকতো। স্থানীয় লোকজনের বক্তব্য গত পরশুদিনকে তার অপারেশন হয় তারপরে ডাক্তার তাদেরকে ICU বেড খুঁজতে বলে mr বাঙ্গুর এ আইসিইউ বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হসপিটালে আইসিইউ বেড খুঁজে না পাওয়ার জন্যই তার মৃত্যু হল এমনই বক্তব্য স্থানীয়দের। এছাড়া স্থানীয় লোকেদের আরো অভিযোগ এমার বাঙ্গুর হসপিটালের ICU বেড থাকা সত্ত্বেও এই পেশেন্টকে আইসিইউ বেড দেওয়া হয়নি, পরবর্তীকালে পাড়ার লোকেরা যখন মেয়র ববিহাকিম এর কাছে যায় সাথে সাথে আইসিউবেট পেয়ে যায় mr বাঙ্গুর হাসপাতাল এ, কিন্তু কতক্ষনে অনেকটাই দেরি হয়ে গেছে তাই এম আর বাঙ্গুর হাসপাতাল এ এই মৃত্যু হয় ওই শিশু কন্যাটির । গতকালকে তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ পরিবারকে দেহ হস্তান্তর করা হবে।
7
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 09:41:10
Kolkata, West Bengal:সরশুনা সাপুই পাড়াতে গত বৃহস্পতিবার দিনকে পাড়ায় জগদ্ধাত্রি পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল সেই সময় ওই শিশু কন্যা তৃষা নিজের সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই রাস্তার উপর তৈরি হওয়া ফুটন্ত খিচুড়ির করাই এর মধ্যে অন্যমনস্কভাবে সে গিয়ে পড়ে এবং সেই করাইয়ের ফুটন্ত খিচুড়ি তার শরীরের উপর পড়ে তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় প্রথমে বিদ্যাসাগর হসপিটালে সেখান থেকে MR বাঙ্গুর এ স্থানান্তরিত করা হয় কিন্তু গতকালকের তার মৃত্যু হয়েছে তৃষা সাপুই (১১)। ইতিমধ্যে শোকের ছায়া এলাকায়,তিশার বাবা চার বছর আগে মারা গেছে মায়ের সঙ্গে একটি মাত্র মেয়ে একসঙ্গে থাকতো। স্থানীয় লোকদের বক্তব্য গত পরশুদিনকে তার অপারেশন হয় তারপরে ডাক্তার তাদেরকে ICU বেড খুঁজতে বলে MR বাঙ্গুর এ ICU বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হসপিটালে ICU বেড খুঁজে না পাওয়ার জন্যই তার মৃত্যু হল এমনই বক্তব্য স্থানীয়দের। এছাড়া স্থানীয় লোকেদের আরো অভিযোগ এমার বাঙ্গুর হসপিটালের ICU বেড থাকা সত্ত্বেও এই পেশেন্টকে ICU বেড দেওয়া হয়নি, পরবর্তীকালে পাড়ার লোকেরা যখন মেয়র ববিহাকিম এর কাছে যায় সাথে সাথে ICU বেড পেয়ে যায় MR বাঙ্গুর হাসপাতাল এ, কিন্তু কয়েক অনুর্দিষ্ট সময় পরে much দেরি হয়ে গেছে তাই MR বাঙ্গুর হাসপাতাল এ ওই শিশু কন্যাটির মৃত্যু হয়েছে। গতকালকের মৃত্যুর ঘটনা নিয়ে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আজ পরিবারকে দেহ হস্তান্তর করা হবে।
8
comment0
Report
Advertisement
Back to top