Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसिरहाट स्टेशन पर अवैध रोहिंग्या के भारत छोड़ो पोस्टर पर राजनीति गरम

BBBimal Basu
Nov 08, 2025 11:22:41
Basirhat, West Bengal
এসআইআর আবাহের বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনের ২ নম্বর প্ল‍্যাটফর্মে দেখা যায় একাধিক পোস্টার সাঁটা রয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, 'অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো'। নিচে প্রচারে লেখা রয়েছে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা। এই পোস্টার সকলের চোখে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা রেলস্টেশন জুড়ে। এই টা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে চাপানউতর শুরু হয়েছে। তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেছেন সনাতনী না শয়তানী SIR নিয়ে তৃণমূল অনেকটা বেকফুটে চলে গেছে। ওপার থেকে আসা হহু মানুষ নমসুদ্র মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা আশঙ্কায় দিন কাটাচ্ছে। ভারতীয় জনতা পাটি যখন বুঝতে পারলো SIR বুমেরাং হবে তখন বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আগামী বিধান সভায় তারা পর্যদস্ত হবে তাই তারা এই প্রপাগাণ্ডা তৈরি করার চেষ্টা করছে। 1) B কৌশিক দত্ত (তৃণমূল নেতা) 2) B1 সুকল্যান বৈদ্য (বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি) বিমল বসু বসিরহাট
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Nov 08, 2025 13:20:55
Purulia, West Bengal:পুরুলিয়া : ২০০৩ সাল থেকে খুন, তোলা আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার পরেও পুলিশের নাগালের বাইরে ছিল কুখ্যাত অপরাধী পিন্টু ঘোষ । অবশেষে পুরুলিয়ার আদ্রার তৃণমূল সভাপতি হত্যা মামলায় মূল মাস্টারমাইন্ড পিন্টু ঘোষ সহ গ্রেফতার দুই কুখ্যাতি অপরাধী । অভিযুক্তদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ । তৃণমূল নেতা খুনের ঘটনায় দীর্ঘ প্রায় তিন বছরের অনুসন্ধানের পর পুরুলিয়া জেলা পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান সূত্রধরকে পাকড়াও করতে সক্ষম হয়। ২০২২ সালের ২২ জুন আদ্রা শহরের তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল মূল পান্ডা পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্নু সিং ওরফে ধর্মেন্দ্র সিং। যুগ্গু বন্দুক সাপ্লাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে পিন্টু ঘোষের সহযোগী ছিল। শনিবার ধৃত দুই অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পিন্টু ঘোষ আদ্রা শহরের বাসিন্দা । ২০০৩ সাল থেকে তার বিরুদ্ধে নানান অপরাধমূলক কাজের অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে অক্ষম থাকে । অবশেষে গতকাল পিন্টু ঘোষকে ঝাড়খন্ডের নিমচা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় । বিভিন্ন ঠিকাদারি সংক্রান্ত বিবাদে পিন্টুর নাম বহুবার উঠে আসে। ওই হত্যাকাণ্ড ছাড়াও পুরুলিয়া, আদ্রা সহ ভিন রাজ্যের একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে। দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্যসূত্রের সহায়তায় অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযানে নেমে গ্রেফতার করে দুই অভিযুক্তকে । জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 13:20:26
Chinsurah, West Bengal: পারফরমেন্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের,অনড় দুই হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলছেন,জেলা সভাপতি। বিধায়কদের রেয়াত কেন প্রশ্ন চুঁচুড়ার চেয়ারম্যানের। তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,গত লোকসভা নির্বাচনে জেসব এলাকা ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটি পুরসভার চেয়ারম্যান কেও নোটিশ ধরানো হয় দলের তরফে। হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও বাসবিরা পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কে পদত্যাগ করতে বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন। প্রথম মৌখিকভাবে সেই নির্দেশ দেওয়া হয়।কিন্তু দুই পুরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে তাদের পদত্যাগ জমা দেননি। অমিত রায় বলেন, সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যানের পদের জন্য নিয়োগ করেছেন। যদি কোন নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটিকে লিখিতভাবে জানাতে হবে। দলের রাজ্য সভাপত সুব্রত বক্সি ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ পেলে তবেই পদত্যাগ করব। কিন্তু আমায় কেউ মৌখিক বা লিখিত আকারে জানায়নি। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন বলেছিলেন প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে কিন্তু কোন নির্দেশিকা আমার কাছে আসেনি। দল যদি চায় পরিবর্তন করতে তাহলে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা উচিত। আমার বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ নেই। কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা পৌরসভা এলাকায় দেড় হাজার ভোটে হার রয়েছে লোকসভায়। এছাড়াও বিধানসভা এলাকায়একাধিক পঞ্চায়েতে হার রয়েছে তাহলে তো বিধায়ক কেই সরে যেতে হয়। এর আগেও হুগলি লোকসভায় হার ছিল চুঁচুড়ার তখন তো কাউকে সরানো হয়নি। পরবর্তী আলোচনায় বলেছিলেন যেখানে যাতে চক্রান্ত চলছে সেখানে বলা যাবে না। তাইলে কি আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে? সেই প্রসঙ্গে অমিত রায় জানান, কোথা থেকে কি চক্রান্ত হচ্ছে বলতে পারব না। যদি দল আমাকে নির্দিষ্ট পদ্ধতিতে পদত্যাগের জন্য জানান তাহলে ছেড়ে দিয়ে চলে যাব। এবিষয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার কিছু বলতে চাননি। বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানিয়েছেন বাবা দলের আভ্যন্তরীণ বিষয়ে যা বলার দলকে বলবো। অরিন্দম গুঁইন বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন।সেই মতো চুঁচુড়া ও বাঁশবেরিয়া পুরসভার দুই চেয়ারম্যান কে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ তাদের লিখিত আকারে আমি জানিয়ে দিয়েছি।আশা করি তারা দলের নির্দেশ পালন করবেন। তারা কি বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি দলের নির্দেশ পালন করেছি।যা সবাইকে মানতে হবে। ২০২২ সালে পুরসংভা নির্বাচনের পর গৌরিকান্ত মুখার্জি কে সরিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল অমিত রায় কে।বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকে সরিয়ে অমিতকে চেয়ারম্যান করা মানতে পারেননি বিধায়ক।বিভিন্ন ইস্যুতে পুরসভায় তৃণমূলের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে।কুড়িজন কাউন্সিলর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে দলের নেতৃত্ব কে চিঠি দিয়েছিল।তখন দল তার মান্যতা দেয়নি। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সারে আট হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃনমূল প্রার্থী।সপ্তগ্রাম বিধানসভার মধ্যে থাকা বাঁশবেড়িয়া পুরসভায় ১১ হাজার ভোটে পিছিলে ছিলেন তৃনমূল প্রার্থী। তার জন্য দুই পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 08, 2025 13:19:57
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 08, 2025 13:07:54
Purulia, West Bengal:পুরুলিয়া : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো খুনের ঘটনার গ্রেফতার হওয়া বিচারাধীন বন্দির । মৃত ব্যক্তির নাম বিক্রম আদিত্য (৩৭)। বাড়ি ঝাড়খন্ডের টাটা-সোনারি এলাকায়। গত ২০১৯ সালের একটি খুনের ঘটনায় গ্রেফতারের পর পুরুলিয়া জেল সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে শারীরিক অসুস্থতার কারনে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছায় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। তাকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 08, 2025 13:07:26
Purulia, West Bengal:পুরুলিয়া : এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ মহিলাদের। ঘটনা পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার কড়েং ও উকাদা গ্রামের । শনিবার পুরুলিয়ার বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়কের উপর কড়েং মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঘমুণ্ডি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা । পরে পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ । ঘটনার পর এলাকায় মদের বিক্রির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ । মহিলাদের অভিযোগ, এলাকাজুড়ে রমরমিয়ে চলছে মদ বিক্রির ব্যবসা । যত্রতত্র বসছে মদের ঠেক । যুব সমাজ, প্রাপ্ত বয়স্ক পুরুষ থেকে বৃদ্ধ সকলেই মদের প্রতি আসক্ত হচ্ছে । মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন পুরুষেরা। প্রতি বাড়ীতে পারিবারিক ঝামেলাও হচ্ছে । মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে । এরই প্রতিবাদে মদ বিক্রি বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা । পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলারা । এরপরই গ্রামের মদ বিক্রির ঠেক গুলিতে হানা দেয় পুলিশ। মদ বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানান মহিলারা। সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন মহিলারা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 13:07:01
Chinsurah, West Bengal:এসআইআর মৃত্যু! শেওড়াফুলিতে তৃনমূল প্রতিনিধি দল। শেওড়াফুলি গড়বাগানে যৌন কর্মির আত্মহত্যায় অভিযোগ উঠেছিল এসআইআর এর ভয়ে মৃত্যু হয়েছে।২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিলো না তার。 গতকাল শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস(৪৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে।খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন,বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোরা。 ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌন কর্মির।নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন।তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ ছিলো তৃণমূলের。 আজ তৃণমূল প্রতিনিধি দল সেই যৌন পল্লীতে যায়।দলের ছিলেন জয়া দত্ত,অরিন্দম গুঁইন,প্রিয়াঙ্কা অধিকারী,পিন্টু মাহাতরা。 জয়া দত্ত অরিন্দম গুঁইনরা জানান,নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এসেছেন।পল্লী বাসীর সঙ্গে কথা বলেন।বিজেপি যতই চেষ্টা করুক একটা বৈধ ভোটারেরও নাম বাদ দিতে পারবে না।
0
comment0
Report
PDPradyut Das
Nov 08, 2025 13:06:38
Jalpaiguri, West Bengal:BJP ছড়ানো SIR আতঙ্কে আত্মঘাতী হয়েছেন নরেন্দ্র নাথ রায়। তাই এর দায় BJP কে নিতে হবে। পরিবারের পাশে দাঁড়িয়ে BJP কে তোপ দাগলেন তৃনমূল জেলা সভাপতি মহুয়া গোপ। আর ইস্যুতে তৃনমূলকে শকুনের দল বলে কটাক্ষ বিজেপির। শুরু রাজনৈতিক তরজা。 এসআইআর আতঙ্কে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় আত্মঘাতী নরেন্দ্রনাথ রায়ের বাড়িতে গেলেন তৃনমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভায় সদ্য চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া সৈকত চট্টোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের নেতৃত্ব। মৃতের বাড়িতে দাঁড়িয়ে তৃনমূলের জেলা সভানেত্রী অভিযোগ করেন, এসআইআরের নিয়ে বিজেপি এ রাজ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তারই জেরে নরেন্দ্রনাথ রায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, নরেন্দ্রবাবু তাঁর দুই স্ত্রীর নাম ভোটার তালিকায় না থাকা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। বলতেন, যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, কী করব? বাংলাদেশে পাঠানোর কথা কারা বলছে? বিজেপি বলছে। বিজেপি এ রাজ্যে এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তার জেরেই নরেদ্রনাথবাবুকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। আমরা তাঁর পরিবারের পাশে আছি。 বাইট :- ১) মহুয়া গোপ ( তৃনমূল জেলা সভাপতি) ২) মীনা রায় ( পুত্রবধূ) ৩) শ্যাম প্রসাদ ( বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক) রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Nov 08, 2025 13:06:10
Jalpaiguri, West Bengal:একি কাণ্ড জলপাইগুড়িতে! BLO এর কাণ্ডে হইচই। নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে ফের জলপাইগুড়িতে কমিউনিটি হলে ও পাড়ার মোড়ে বেঞ্চ পেতে বসে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠে। জলপাইগুড়ি ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর কলোনি ভাটাখানা এলাকায় প্রকাশচন্দ্র মজুমদার নামে এক বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় জটলা করে এসআইআরের ফর্ম বিলি করছেন বলে অভিযোগ। শুক্রবার রবীন্দ্রনগর কলোনি এলাকায় একটি কমিউনিটি হলে বসে ফর্ম বিলি করেন তিনি। এনিয়ে বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। তারপরও শনিবার তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে ওই বিএলও পাড়ায় বেঞ্চ পেতে বসে ফর্ম বিলি করতে দেখা যায়। এনিয়ে বিএলওর সাফাই, বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কিন্তু বাড়িতে লোকজন পাওয়া যাচ্ছে না। সেকারণে আশপাশের কয়েকটা বাড়ির সদস্যদের খবর দিয়ে এক জায়গায় বসে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ করা হচ্ছে। এতে সুবিধা হচ্ছে। ওই বিএলওর দাবি, নির্বাচন কমিশনের গাইড লাইনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কথা বলা হয়েছে। কিন্তু ফিল্ডে কাজ করতে গিয়ে সেই গাইড লাইন অক্ষরে অক্ষরে মানা সম্ভব হচ্ছে না। তৃণমূলের বিএলএ রাজদীপ ঘোষাল অবশ্য বিএলওর পক্ষেই কথা বলেছেন। তাঁরও দাবি, ঠিকভাবেই কাজ চলছে। কোনও অসুবিধা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসে এক বিএলওকে ফর্ম বিলি করতে দেখা যায়。
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 08, 2025 13:05:41
Purulia, West Bengal:পুরুলিয়া : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো খুনের ঘটনার গ্রেফতারের পরে বিচারাধীন বন্দির। মৃত ব্যক্তির নাম বিক্রম আদিত্য (৩৭)। বাড়ি ঝাড়খন্ডের টাটা-সোনারি এলাকায়। গত ২০১৯ সালের একটি খুনের ঘটনায় গ্রেফতারের পর পুরুলিয়া জেল সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে শারীরিক অসুস্থতার কারনে তাকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে তাঁর। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। তাকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 08, 2025 13:05:29
Barrackpore, Kolkata, West Bengal:ব্যারাকপুরে SIR এর অভিযোগে আত্মঘাতীর বাড়িতে রাজ্য নারি কল্যান ও শিশু মন্ত্রী শশি পাজা আজ বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কে জি স্কুল রোডে কয়েকদিন আগে এস আই আর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছিল কাকুলি সরকারের আত্মহত্যা নিয়ে। আজ তার বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সাংসদ পার্থ ভৌমিক, বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শশী পাঁজা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দেখা যায় ২০১৮ সালে ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল। তাতে এবারে এস আই আর ফর্মে নাম ও আসে মৃত কাকুলি সরকারের বাড়িতে।শশী পাজার অভিযোগ বিজেপি অযথা আতংক সৃষ্টি করছে।আর সেই আতংকের জেরে কাকুলি সরকারের মতো কেউ কেউ আত্মঘাতী হচ্ছে।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 08, 2025 12:06:36
Dinajpur, Rangpur Division:আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হন। সেই আখতার আলিকেই সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার তিনি। শুক্রবার সেখানে গিয়েই নিজের দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু কেন সাসপেন্ড আখ্তার? স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই যে আরজি কর্ন দুর্নীতির তদন্ত করছে, তাতে আখতারের নামও উঠে এসেছে। ডেপুটি সুপার থাকাকালীন কর্তব্যে অবহেলার অভিযোগ, বিভিন্ন জিনিস কেনায় দুর্নীতির অভিযোগ, বেআইনিভাবে বিমানে করে ঘুরতে যাওয়ার অভিযোগ, একটি সংস্থা থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অন্য একটি সংস্থার থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন আখতার। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন আখতার। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্যভবন। বিজেপিতে যোগ দেওয়ায় তিনি চক্রান্তের শিকার বলে দাবি আখতারের। বাইটঃ ১) আখতার আলি (ডেপুটি সুপার, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল)
2
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 08, 2025 11:55:39
Howrah, West Bengal:रेलवे के विद्युत केबल चोरी गिरोह की जांच चल रही है। आरपीएफ के जाल में अपराधी फँस गए हैं। सातरागाछी स्टेशन के आसपास से रेलवे के मूल्यवान विद्युत केबल चोरी हो गई, जिसकी कीमत लगभग दो लाख से बीस लाख रुपये के बीच बताई जा रही है। पिछले महीने 22 और 26 तारीख को दिन के उजाले में केबल चोरी कर दुर्दमनों के फरार होने की घटना सामने आई थी। आरपीएफ के अनुसार यह केबल सातरागाछी इलेक्ट्रिक सब स्टेशনের सामने रखी गई थी ताकि काम के लिए उपयोग की जा सके। अपराधी हेलीकॉप्टर नहीं, बल्कि हाइड्रोलिक क्रेन के सहारे केबल उठाकर चम्पट हो गए। शिकायत मिलने पर सातरागाछी आरपीएफ ने मामले की जांच शुरू की। अब तक सात लोगों को गिरफ्तार किया गया है; इनमें सईफाज खान को चोरी के माल खरीदने के आरोप में गिरफ्तार किया गया है। चोरी गया केबल डोमजুর गोदाम से बरामद किया गया। घटना में इस्तेमाल दो हाइड्रोलिक क्रेन और तीन मैटा डोर भी आरपीएफ ने जब्त कर लिए हैं। शिवपुर क्षेत्र में विद्युत विभाग केबल चोरी की एक अन्य घटना कुछ दिन पहले भी दर्ज हुई थी; पुलिस का अनुमान है कि यह गिरोह उसी अपराध से जुड़ा है। अभियुक्त आज छह दिन की पुलिस हिरासत में हैं।
4
comment0
Report
RDRaktima das
Nov 08, 2025 11:25:44
Kolkata, West Bengal:SIR प्रक्रिया चलाकालीन बाधा से नागरिक सेवाओं में अवरोध की आशंका बढ़ी। कलकत्ता नगर निगम में यह संकेत मिला है। राज्‍य भर में SIR प्रक्रिया चल रही है। BLO के कार्य में प्रशासनिक कर्मचारी लगाए गए हैं। सिर्फ कलकत्ता नगर निगम से २५० कर्मचारी BLO या बूथ लेवल अधिकारी के रूप में नियुक्त किए गए हैं। दूसरी ओर पद खाली रहने के कारण दबाव है। इस स्थिति में सेवाओं में बाधा की आशंका है। मेयर ने अधिकारियों को नागरिकों की तकलीफ रोकने के लिए और अधिक सतर्क रहने के निर्देश दिए हैं। खासकर दो-तीन कर्मचारियों के काम एक के ऊपर आ रहे हैं, एक ही व्यक्ति पर जिम्मेदारी आ रही है। इस स्थिति में सेवा के प्रवाह बनाए रखने के लिए यह चुनौती बन गया है।
3
comment0
Report
ASAyan Sharma
Nov 08, 2025 11:25:29
Kolkata, West Bengal:দীর্ঘ ১ বছরের লড়াইয়ে, অবশেষে জয়ের খেতাব Desun হাসপাতাল এর ঝুলিতে. জিতে নিলো Joint Commission International Award এর খেতাব. পূর্ব ভারতে দুটি হাসপাতাল এর ঝুলিতে রয়েছে JCI এর অ্যাওয়ার্ড. প্রায় ১২০০ ধরনের কোয়ালিটি চেক করাহয়. সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই খেতাব মেলে. দেশে মোট ৫৪টি হসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত. সারা ভারতের 54 হাসপাতালের ঝুলিতে এই খেতাব রয়েছে; এছাড়াও সারা বিশ্বে ৬০০টি হাসপাতাল এই সম্মান ভূষিত. তবে শুধু এই অ্যাওয়ার্ড পাওয়াটা নয়, টিকে থাকতে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবার মান ঠিক রাখতে হয়. যার জন্য ছয় মাস অন্তর অ্যাসেসমেন্ট করে JCI অ্যাওয়ার্ড কমিটি. আর এই অ্যাসেসমেন্ট এর ওপর নির্ভর করে রিনিউয়াল হয় এই খেতাব.
3
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 08, 2025 11:25:13
Kolkata, West Bengal:বিধান ভবন। এস ইআর, নির্বাচনী আচরণবিধি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর প্রেস কনফারেন্স শুভঙ্কর সরকার, WBPCC সহ একাধিক নেতৃত্ব SIR এর বিরুদ্ধে কংগ্রেস এর যে সই সংগ্রহ অভিযান বা গণ সাক্ষর অভিযান চলছিল তাঁর সমস্তরকম কাজ শেষ হয়েছে। আজ কংগ্রেস এর প্রদেশে সদর দপ্তর থেকে সেই সই করা কাগজ ও নথিপত্র আনুষ্ঠানিক ভাবে দিল্লি রওনা হবে। উক্ত কর্মসূচি তে উপস্থিত আছেন প্রদেশে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সমস্ত প্রদেশ ও জেলা নেতৃত্ব।তারা জানাচ্ছেন যে তারা SIR বিরোধী নয় তবে পদ্ধতিগত ত্রুটি গুলির দিক নির্দেশ করাই তাঁদের মূল উদ্দেশ্য।সেই সাথে আজ নোট বাতিলের নবম বর্ষপূর্তি এবং আজ ও কংগ্রেস মনে করেন যে এই সিদ্ধান্ত মনুমেন্টাল ডিজাস্টার সেই হিসেবে আজ তারা দিনটিকে কালো দিন হিসেবে মনে করেন।তাই আজ তাঁদের একটি প্রেস বার্তা এবং মিছিল কর্মসূচি প্রদেশে কংগ্রেস অফিস থেকে শিয়ালদাহ পর্যন্ত।
3
comment0
Report
Advertisement
Back to top