Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

सोशल मीडिया पर बड़ा माता की तस्वीर वायरल, आयोजक कहते हैं दावा भ्रामक

BSBarun Sengupta
Oct 25, 2025 12:33:28
Barrackpore, Kolkata, West Bengal
सामाजिक माध्यमों पर कुछ लोगों ने एक तस्वीर वायरल की है। बड़ा माँ टूटकर गिर गई बताया गया, लेकिन यह झूठा है। एक और तस्वीर भी सामाजिक माध्यमों में घूम रही है। बड़ा माँ मंदिर के अध्यक्ष तपस चटर्जी का कहना है कि बड़े माता के निर्जन होने के बाद उनके कपड़े हटाए जा रहे हैं, यह भी असत्य है क्योंकि बड़े माता फूल से सजती हैं। वहीं सड़क के ऊपर 113 वर्ष के बुज़ुर्ग को लेकर बात कही जा रही है; आयोजक कह रहे हैं कि पुरोहित रखकर होम यज्ञ किया जाएगा। उसे गंगा में नहीं ले जाया गया था, बल्कि प्रशासन ने दमकल बुलाकर उसे वहीं छोड़ दिया।
7
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Oct 28, 2025 04:32:37
Baruipur, West Bengal:জন্মদাতা মায়ের করুণ আর্তনাদ সম্পত্তি বিক্রিতে বাধা,মা কে বেধড়ক মারধর করার অভিযোগ ছেলে-বৌ এর বিরুদ্ধে ক্যানিং- ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল।তাতে বাধা দিয়েছিলেন নিজের জন্মদাতা মা।সেই মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ছেলে-বৌমা ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে ক্যানিং থানা-র অন্তর্গত নিকারীঘাটা এলাকায়।গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা মা সন্ধ্যা নস্কর। স্থানীয় সুত্রের খবর নিকারীঘাটা গ্রামের বাসিন্দা দম্পতি অসিত নস্কর ও সন্ধ্যা নস্কর।দম্পতির ছেলে প্রসেনজিত নস্কর দম্পতির ২০ শতক সম্পতি রয়েছে।ইদানিন দম্পতির ছেলে সেই সম্পত্তি বিক্রি করার জন্য প্রতিবেশী অরুণ নাইয়া’র সাথে কথা বলে।এমন খবর জানতে পারেন সন্ধ্যা দেবী।তিনি সম্পত্তি বিক্রি করতে নিষেধ করে বাধা দেন। অভিযোগ বাধা দেওয়ার কারণেই সন্ধ্যা দেবীকে বেধড়ক মারধর করে ছেলে প্রসেনজিত নস্কর ও তার স্ত্রী পরমা নস্কর সহ প্রতিবেশী অরুন নাইয়ার ।অভিযোগ লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করার পাশাপাশি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার ও পরিকল্পনা করেছিল বলে দাবী আক্রান্ত বৃদ্ধার।সেই সময় বৃদ্ধা স্বামী বাড়িতে ছিলেন না। বৃদ্ধা কোনো রকমে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে আসে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। আক্রান্ত বৃদ্ধা জানিয়েছেন, ‘২০ শতক সম্পত্তি রয়েছে। সেখানেই প্রতিবেশীদের কাছে বিক্রি করার কথা বলেছিল। সম্পত্তি বিক্রি করলে থাকবো কোথায়?আমি বাধা দিই।আমি তাদের মিলে মারধর করি মেরে ফেলারের চেষ্টাই করেছে। আমাকে গলায় দড়িয়ে ঝুলিয়ে দেওয়ার কথা বলে বেধড়ক মারধর করে। ওদের যেন চরম শাস্তি হয়। থানায় অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 28, 2025 04:32:23
Baruipur, West Bengal:জন্মদাতা মায়ের করুণ আর্তনাদ সম্পত্তি বিক্রিতে বাধা,মা কে বেধড়ক মারধর করার অভিযোগ ছেলে-বৌ এর বিরুদ্ধে ক্যানিং- ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল।তাতে বাধা দিয়েছিলেন নিজের জন্মদাতা মা।সেই মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ছেলে-বৌমা ও প্রতিবেশীদের বিরুদ্ধে। घटना টি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা এলাকায়।গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা মা সন্ধ্যা নস্কর। স্থানীয় সুত্রের খবর নিকারীঘাটা গ্রামের বাসিন্দা দম্পতি অসিত নস্কর ও সন্ধ্যা নস্কর।দম্পতির ছেলে প্রসেনজিত নস্কর দম্পতির ২০ শতক সম্পতি রয়েছে।ইদানিং দম্পতির ছেলে সেই সম্পত্তি বিক্রি করার জন্য প্রতিবেশী অরুণ নাইয়া’র সাথে কথা বলে।এমন খবর জানতে পারেন সন্ধ্যা দেবী।তিনি সম্পত্তি বিক্রি করতে নিষেধ করে বাধা দেন। অভিযোগ বাধা দেওয়ার কারণে সন্ধ্যা দেবীকে বেধড়ক মারধর করে ছেলে প্রসেনজিত নস্কর ও তার স্ত্রী পরমা নস্কর সহ প্রতিবেশী অরুন নাইয়ার ।অভিযোগ লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করার পাশাপাশি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার ও পরিকল্পনা করেছিল বলে দাবী আক্রান্ত বৃদ্ধার।সেই সময় বৃদ্ধার স্বামী বাড়িতে ছিলেন না। বৃদ্ধা কোনরকমে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে আসে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। আক্রান্ত বৃদ্ধা জানিয়েছে, ‘২০ শতক সম্পত্তি রয়েছে। সেছে প্রতিবেশীদের কাছে বিক্রি করার কথা বলেছিল। সম্পত্তি বিক্রি করলে থাকবো কোথায়?আমি বাধা দিই।আমাকে সকলে মিলে মারধর করে মেরে ফেলার চক্রান্ত করে। আমাকে গলায় দড়িয়ে দিয়ে ঝুলিয়ে দেওয়ার কথা বলে বেধড়ক মারধর করে। ওদের যেন চরম শাস্তি হয়। থানায় অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 28, 2025 04:32:04
Kolkata, West Bengal:ED RAID সাত সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হানা শহরের ৪টি জায়গায়।। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।। ব্যবসায়ীর বাড়ি সহ তার আরও ২টি ঠিকানায় চলছে ইডির তল্লাশি।। পুর নিয়োগ দুর্নীতি মামলার বিপুল পরিমাণে অর্থ কোথায় রয়েছে তারই হদিশ পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে একথা স্পষ্ট তো আদালতে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।। একই সঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে মনে করছে ইডির আধিকারিকেরা।। পেশায় রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর বেলেঘাটার দুটি বাড়ি সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 28, 2025 03:30:32
Baruipur, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই স্তম্ভের মধ্যেই দ্বন্দ্ব প্রকাশ্যে। একদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধক্ষ্য জাহাঙ্গীর খাঁন। কে বড় নেতা? কার দায়িত্ব বেশী? তা নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। জাহাঙ্গীর প্রকাশ্যে বক্তব্য রাখেন ডায়মণ্ডহারবার, যাদবপুর, জանձնগর লোকসভা ও মগরাহাট পশ্চিম বিধানসভার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দিয়েছে। শওকাতের পালটা বক্তব্য, কোন পাগল, কোন ছাগল, কোথায় কি বলছে না বলছে ওসব আমরা গুরুত্ব দিইনা। দায়িত্ব এখানে আমাকে দিয়েছে মমতা বন্দ্যোপধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল দাদাকে ম্যাসেজ পাঠিয়েছিলাম। ভাঙ্গড়ে কেউ ইন্টারফেয়ার করবে না বলে জানিয়েছেন। আচমকায় জাহাঙ্গীরের বক্তব্যে অস্বস্তিতে পরে একদিনে মোট তিনটি সভা করেন শওকাত। ভাঙড় বিধানসভার প্রানগঞ্জ, ভোগালি ২ এবং জাগুলগাছি অঞ্চলে সভা করেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শওকাত মোলার প্রশংসা করেন উপস্থিত নেতারা। একযোগে শওকাত মোল্লার প্রশংসা করেন ভাঙড়েত সকল স্তরের নেতৃত্বরা। শওকাত যে ভাঙড়ের দায়িত্বে থাকছে তা তাঁর বক্তব্যে স্পট জানান।
0
comment0
Report
ABArup Basak
Oct 28, 2025 03:00:51
Mal Bazar, West Bengal:শান্তিপূর্ণভাবে শেষ হল মালবাজার মহকুমার ছট পূজা... কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মহাধুমধামে পালিত হল ছট পূজা। মালবাজার মহকুমাজুড়ে বিভিন্ন নদীর ঘাটে অনুষ্ঠিত হয়这个 пव पবित्र উৎসব। চেল, মাল, নেওড়া ও জলঢাকা নদীর ঘাটে ছিল সবচেয়ে বেশি ভিড়。 সোমবার বিকেল থেকেই ভক্তদের পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় বিভিন্ন ঘাটে। ঘাটগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশবাহিনী। পাহাড়ি জলের প্রবল স্রোত মাথায় রেখে প্রতিটি নদীতে উপস্থিত ছিলেন সিভিল ডেফেন্স ও এনডিআরএফ-এর কর্মীরা। পাশাপাশি, হাতির আনাগোনা রুখতে বন দপ্তরের কর্মীরাও টহলদারি চালান。 সোমবার বিকেলে ভক্তরা অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন, আর মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত হয় উদীয়মান সূরদেবতার পুজো। মঙ্গলবার ভোর রাত থেকেই ভক্ত এবং দর্শনার্থীদের ভির বারতে থাকে বিভিন্ন নদী ঘাটে。 ঘাটে ছিলো আলোকসজ্জা, মাইকের মাধ্যমে ঘোষণার ব্যবস্থা এবং ভক্তদের জন্য পর্যাপ্ত পানীয় জলের আয়োজন। ভিড় সামলাতে ছট পূজা কমিটিগুলির পক্ষ থেকেও নেওয়া হয় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। উৎসবের উচ্ছ্বাসে ভরপুর মালবাজারের ঘাটগুলি মঙ্গলবার সকাল পর্যন্ত মুখরিত ছিল ভক্তদের ভজন ও আরতির সুরে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 28, 2025 02:45:13
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 28, 2025 02:30:30
Kolkata, West Bengal:১) প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন হিসেবে আজ সন্ধ্যে নাগাদ ল্যান্ড ফল করবে মন্থা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাডা থেকে ৩১৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটার দূরে এটির অবস্থান। গত ৬ ঘণ্টায় তার গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে ১৫ קিলোমিটার। অর্থাৎ সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উপকূলের দিকে এগোচ্ছে। ২) ভারতীয় সময় আজ ভোর সাড়ে ৫ টায় সাধারণ ঘূর্ণিঝড় থেকে প্রবল বা সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আগে মধ্যরাতের পরে ল্যান্ড ফলের পূর্বাভাস দেওয়া হলেও সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী এটি আজ সন্ধ্যার পর যেকোনো সময় ভূমিভागে প্রবেশ বা ল্যান্ড ফল করতে পারে বলে অনুমান। ৩) অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী কোনো একটি স্থানে এটির ল্যান্ড ফল করার প্রবল সম্ভবনা। এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং হাওয়ার অভিমুখ দেখে আবহাওয়াবিদরা মনে করছেন এটির আর রিকার্ভ বা বাঁক খেয়ে অভিমুখ পরিবর্তনের খুব বেশি সম্ভবনা নেই। *পশ্চিমবঙ্গে প্রভাব* ১) উত্তাল হবে বঙ্গোপসাগর। অনিশ্চিত আচরণ করবে সমুদ্র। তাই পশ্চিমবঙ্গ, অন্ধ্র এবং ওড়িশার মতস্যজীবীদের ৩০ অক্টোবর বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ২) দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষতভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ৩) উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ শে অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঐদিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। তার আগে ৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ৪) কলকাতাতেও আজ বিকেল থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। ৫) শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাতাসে তখনও বেশ কিছুটা জলীয় বাষ্প থেকে যাবে। যা কমতে শুরু করবে নভেম্বর মাসের ২ তারিখ থেকে। নভেম্বরের ৩ তারিখ থেকে ফের বঙ্গে শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে হিমের পরশ এবং শিরশিরানি ভাব।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 28, 2025 02:18:07
1
comment0
Report
MMManoj Mondal
Oct 28, 2025 02:07:24
Kolkata, West Bengal:সিক্স বাই ওয়ান টেংরা রোড এ রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘনবসতিপূর্ণ একটি এলাকার ভিতরে দুটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জাantisনাচ্ছেন রাত্রি সাড়ে দশটা নাগাদ হঠাৎ তারা একটি বাজির শব্দ শুনতে পান এবং মুহুর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগে তারা দেখেন আগুন দাউদাউ করে জ্বলে উঠেছে ওই কারখানায়। দীর্ঘদিন ধরে এই কারখানা চলছে বলে তারা জানাচ্ছেন। আবার একদল তারা জানাচ্ছেন এখানে কারখানা ছিল বা কেউ নিজের বাড়িতে পার্সোনাল প্লাস্টিকের কাজ করছে সেটা তাদের জানা নেই। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। চারটি ইঞ্জিন কার্যকর ছিল এবং চারটি রিজার্ভ করা ছিল। তবে এলাকাবासীদের মধ্যে এক দলের অভিযোগ যে এরকম ঘন বসতিপূর্ণ এলাকায় কেন কারখানা চলছিল তা বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোন ব্যবস্থা করা হয়নি। প্রথমে সামনের দিকের কারখানায় আগুন লাগে এবং তারপরে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের গা লাগোয়া একটি কারখানাতে। দুটি কারখানার ভিতরে থাকা মজুদ সব প্লাস্টিক পুড়ে গিয়েছে ভিতর থেকে একটি সিলিন্ডার ও উদ্ধার হয়েছে। তবে দমকল আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ৩০ মিনিটেই সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রিত আনা সম্ভব হয়েছে। তবে ওই কারখানার ভেতর থেকে কোনরকম ফায়ার এর কোন ব্যবস্থা বা ফায়ারের কোন জিনিস দেখতে পাওয়া যায়নি। তবে এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে হাজার হাজার মানুষের বাস তার ভিতর একটি কারখানা কি করে চলছিল এবং বারংবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরেও কেন কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি সেটা নিয়ে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।
2
comment0
Report
BSBarun Sengupta
Oct 28, 2025 01:48:05
Barrackpore, Kolkata, West Bengal:যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আস্তে দেখব অধ্যেক তৃণমূল শেষ হয়ে গেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে। এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় কেও গ্রেপ্তার হতে হবে। যারা বলছে আগুন জ্বালাব,লন্ডভন্ড করে দেবো তাদের বলছি আগুন টা জ্বালিয়ে দেখুক, লাঠি উচু করলে মাঠ ফাঁকা হয়ে যায়। আবার এরা আগুন জ্বালাবে। পুলিশ বাদদিয়ে দিলে এদের দেখা যাবে না।এমনটাই মন্তব্য বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। ছট পুজোর উপলক্ষ্যে জল পথে বিভিন্ন ঘাট ঘুরে জন সংযোগ সাররেন তিনি। লক্ষলক্ষ মানুষ আজ বিভিন্ন ঘাটে ছট পুজা সারেন। করেন সূর্যের আরাধনা।
4
comment0
Report
CDChampak Dutta
Oct 28, 2025 01:02:23
1
comment0
Report
CDChampak Dutta
Oct 28, 2025 01:02:00
Kaji Chak, West Bengal:২৬ এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। এবার সরাসরি একে অপরকে আক্রমণ করতে দেখা গেল কেশপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা ও পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের দলনেতা কেশপুরের মহম্মদ রফিক কে। সমাজ মাধ্যমে পোস্ট করে শিউলি সাহা কে বাইরের লোক বা বহিরাগত আখ্যা দিয়ে পোস্ট রফিকের। পাল্টা জবাব শিউলির। কয়েকদিন আগে কেশপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মিলনীতে মঞ্চের মধ্যেই কেশপুর তৃণমূলের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা কে উদ্দেশ্য করে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল শিউলি সাহাকে। পাল্টা আক্রমণ করেছিলেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজাও। এরপর দলের শাখা সংগঠনের ডাকা বিজয়া সম্মিলানিতে মন্ত্রী উপস্থিত থাকলেও ছিলেন না ব্লক সভাপতি। সেখানেও মন্ত্রী ব্লক সভাপতিকে উদ্দেশ্যে কটুত্কি করেছিলেন। এরপরই সমাজ মাধ্যমে একটি বক্তব্য শেয়ার করেন কেশপুরের নেতা তথা জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক। সেখানে তিনি ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার পাশে দাঁড়িয়ে বলেন, ব্লক সভাপতি নিজে বিজয়া সম্মেলন ডাকেননি দলের নির্দেশ মত তিনি ডেকেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখপত্র ঋজু দত্তকে পাঠিয়েছিলেন। সেটাই ছিল শেষ বিজয়া সম্মেলন। কিন্তু তারপরে একটি বিজয়া সম্মেলন হয়েছিল আমাকেও ডাকা হয়েছিল কিন্তু আমি যাইনি। তার কারণ দলে একটা নিয়ম-শৃঙ্খলা রয়েছে। কেশপুরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ঘর ছাড়া হবে কেশপুরের মানুষ, যদি আমাদের বিপদ ঘটে নিজেদের খাওয়া খাইতে ঘর ছাড়া হলে বাইরের কোন মানুষের যায় আসে না। অতএব এই ঘটনা থেকে বিরত থাকুন। দলের নির্দেশের বাইরে কেউ কোনো রকম কাজ করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার টিমের সমস্ত ঘটনা জানা রয়েছে যে দল বিরোধী কার্যকলাপ করবে তার যোগ্য জবাব সে আগামী দিনে পাবে। এই মাটিতে জন্ম আমাদের মৃত্যু হলে এই মাটিতেই মৃত্যু হবে ঘরছাড়া হলে আমরা হব। বাইরের লোক এসে যদি এইসব গন্ডগোল করে তাহলে সঠিক নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। কেউ বড় নয় কর্মী বড়। আমার পিছনে যদি জনতা থাকে তবেই আমি নেতা। দল যদি কালকে আমাকে টিকিট না দেয় তাহলে আমি জনতা হয়ে যাব। এটা মাথায় রাখতে হবে সবাইকে। রফিকের বক্তব্যে তাকে বহিরাগত বা বাইরের লোক বলতেই ক্ষেপে ওঠেন মন্ত্রী শিউলি সাহা।তার বক্তব্য, উনি যে দলের অনুগত সৈনিক নন তা তার বক্তব্য থেকেই পরিষ্কার। যখন কেশপুর লাইন ধরে সিপিএমের হার্মাদ রা যুদ্ধ করছে লড়াই হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ছুটে এসেছেন কেশপুরের মাটিতে সেই সময় অবশ্যই সবাই কংগ্রেস এ ছিলেন তখন রফিক बाबু এই লড়াইয়ে নিশ্চিত ভাবে সাথী ছিলেন। আমাদের নেত্রী তাকে যে জায়গা দিয়েছিল তার নিজের কর্মের জন্য সেই জায়গা তিনি হারিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে ছিলেন না। যেদিন আপনি লড়াইটা করেন সেদিন আপনি মেদিনীপুরের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন কেশপুরের মানুষ হিসেবে। এই ফেসবুক থেকে ভোটার লিস্ট কেটে নিয়ে আপনি মেদিনীপুর শহরে কত বছর ধরে আছেন।শিউলি আসার পর ২০১৬ সালে আপনি তখনও আমার দলে নেই। সুব্রত বক্সির পরামর্শে আমি আপনাকে ডেকে বলেছিলাম দাদা আপনি আসুন সঙ্গে নিয়ে চলুন। আমি আপনাকে আমাদের লড়াইতে শামিল করেছিলাম। মেদিনীপুরে কাউন্সিলরে টিকিট যখন পাননি তখন জেলা পরিষদে টিকিট পাওয়ার জন্য আপনি ফের কেশপুরে এসে নাম তুলেছেন ভোটার লিস্টে। আমরা সেই সময় সহমত পোষণ করেছিলাম। আপনাকে মর্যাদা দেওয়ার সম্মান দিয়েছিলাম। কিন্তু আমি জানি না আপনার ব্লক সভাপতি হওয়া হয়নি বলে বা মনের দুঃখে বা কি কারণে আমাকে বারংবার বলেছিলেন অন্তত একটা বছরের জন্য আমাকে ব্লক সভাপতি করে দেন। আপনি অনেকবার বলেছিলেন আবেদন করেছিলেন কিন্তু আমি হয়তো আপনাকে সেটা করে দিতে পারিনি সেই কারণেই কি আক্রমণ। আমার নেত্রী আমাকে ছোট্ট একটা কেবিনেট মন্ত্রিত দিয়েছেন কিন্তু যেভাবে আপনি কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাকে আক্রমণ করছেন তাতে এমন কিছু অপ্রিয় কথা আমার মুখ দিয়ে বলাবেন না যেটা নিয়ে কিন্তু আপনি অপ্রস্তুতে পড়বেন। উপকার করলে শালা শুনতে হয়, এটা বিদ্যাসাগরের কথা। সেটাই এখন দেখছি। আমি কখনো আপনাকে আক্রমণ করি না। আমি আপনাকে রবিনহুড বলি কিন্তু আমি অন্যদের মতন বলতে পারছি না যে রাতে বলে এক, দিনে বলে আরেক। রাতে আপনাকে খুঁজে পাওয়া যায় কি যায় না এলাকার মানুষ জানে। আমি গত ১০ বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছি অনেক ত ্যাগ করে। কেশপুরকে আমি কতটা ভালোবাসি সেটা কেশপুরের মানুষ জানে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি সহ দু একজন একদিকে আছেন আর গোটা কেশপুর জুড়ে যারা নেতৃত্ব দেয় যারা ভোট করায় যারা যোগ্য প্রতিনিধি যারা ন্যায়ের সাথে সততার সাথে কাজ করছে তারা আমরা সবাই একসাথে সহমত পোষণ করছি। রফিক বাবু আপনি ৯৮ সালে ৯৭ সালের লড়াই বলেন তারপরে আপনি দীর্ঘদিন দলের বাইরে ছিলেন, আপনিই প্রেসমিট করে বলেছিলেন ব্লক সভাপতি হলে নাকি গাড়ি বাড়ি হয়ে যায়। প্রশ্ন আপনি তুলেছিলেন আমি নই। এর পাল্টা জবাব দেন মহম্মদ রফিক। রফিকের বক্তব্য, কেশপুরের মাটিতে আমার ৪৮ বছর রাজনীতি হয়ে গেছে,যুব কংগ্রেস থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। ২০০০ সালে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম, দুবার জেলে গিয়েছি। বহু রাত মাঠে ঘুমিয়েছি পুলিশের জ্বালায়। বহু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি বহু অর্থ ব্যয় করে। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুরের তৃণমূলের প্রথম পতাকাটা তৈরি হয়েছিল আমার পয়সায়। ২০১৬ সালে কেশপুরের ভোটে প্রথম দাঁড়ানোর সময় শিউলি সাহা বলেছিল তৎকালীন ব্লক সভাপতি সঞ্জয় পান হারিয়ে দেবে। সঞ্জয় পান শুভেন্দু অধিকারীর লোক। মুকুল রায় সেই সময়ে আমাকে বলেছিল শিউলির হয়ে নামার জন্য। এক লক্ষ এক হাজারের বেশি ভোটে সেবার জিতেছিল শিউলি সাহা। কাউন্টিং এর পর জড়িয়ে এসে ধরেছিল আমাকে। মুকুল রায় সুব্রত বক্সির নির্দেশে সেই সময় আমি মাঠে নেমেছিলাম। শুভেন্দু অধিকারী শিশির অধিকারী সহ মেদিনীপুরের আরেকজন যিনি মারা গেছেন তারা দিদির কানে কানে আমার বিরুদ্ধে বলেছিল। সেই সময় সিপিএম আমাকে খুন করার জন্য তরোয়াল বন্দুক নিয়ে ঘুরছিল। কিন্তু আমি আন্দোলন বন্ধ করিনি বারবার গতিবেগ বাড়িয়েছি। তখন দলের পয়সা নেই, নিজের ইনকামের পয়সা দুটো বাস বিক্রি করে দিতে হয়েছিল। এইসব কথা ম্যাডাম ভুলে গিয়েছে। ম্যাডামকে এমএলএ করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে মন্ত্রিত্ব দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো অনেক লড়েছেন বাদ দেওয়ার জন্য। ২০১৬ সালে এসেই ব্লক সভাপত সঞ্জয় পান, পরের ব্লক সভাপত উত্তরমানন্দ ত্রিপাঠী,বর্তমান ব্লক সভাপত প্রদ্যুৎ পাঁজা। সবার সাথেই তার গন্ডগোল। কোন ব্লক সভাপত তার পছন্দের নয়। কে ভাল কে খারাপ এবার আপনারাই বুঝে নেন। দল যাকে যে সম্মান দেবে তাকেই আমরা সম্মান দিই। শিউলি ম্যাডাম ভুলে যাচ্ছেন তেইশের জেলা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনে উনি আমার নাম বলেননি। উনি অন্যের নাম বলেছিলেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সি মেদিনীপুর সংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা কে বলেছিলেন মহম্মদ রফিককে জেলা পরিষদের টিকিট যেকোনো জায়গা থেকে দিতে হবে। সেই মতন সুজয় হাজরা সহ কয়েকজন আমার হয়ে লড়েছিল উনি আমার হয়ে লড়েন নি। উনি মিথ্যা কথা বলছেন। ২০১৬ সালে উনি এক লাখের বেশি ভোটে জিতলেন তারপর ২০২১ সালে নিজের কৃতিত্ব ফলাতে গিয়ে ২১ হাজার ভোটে ব্যবধান নেমে গিয়েছিল। তারপর আবার ২৪ এর লোকসভা নির্বাচনে দীপক অধিকারী ওই কেন্দ্র থেকেই এক লক্ষ তিন হাজারের বেশি ভোট পেয়েছিল। আজকে যদি শিউলি সাহা টিকিট না পায় তাহলে আজকে উনি মন্ত্রী কালকে উনি জনতা হয়ে যাবেন। একই রকম ভাবে দল আমাকে টিকিট দিয়েছে বলে আজকে আমি দলনেতা, দল টিকিট না দিলে আমিও কালকে হয়ে যাব জনতা। সবাইকে বুঝতে হবে দলের উর্ধ্বে কেউ নয়। কেন গ্রুপ বাজি, কিসের জন্য গ্রুপ বাজি, কেন ব্লক সভাপতি কে মানবো না। তুমিই তো করেছ, তার বিরুদ্ধে আবার কেন বার বার কাউন্টার করে যাচ্ছ। পশ্চিমবঙ্গে ২৯৪ টা সিটের মধ্যে সবদিকে বেশি মানুষ খুন হয়েছে, সব থেকে বেশি ঘর ছাড়া হয়েছে কেশপুর এ। ২০১৬ সালের আগে আপনার জন্ম লগ্ন থেকে কেশপুরের মাটিতে আপনি একদিনও পা দেননি। অতএব কেশপুরের দিকে আঙ্গুল তুলবেন না কেশপুরের মানুষ, কেশপুরে দলীয় কর্মীরা যাতে শান্তিতে থাকে সেই চেষ্টা করুন।
2
comment0
Report
CDChampak Dutta
Oct 28, 2025 01:00:48
Kaji Chak, West Bengal:ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আরও এক ধাপে এগিয়ে গেছে। ঘাটাল পৌর এলাকায় দুটি পাম্প হাউস নির্মাণ করা হবে; পাম্প হাউসের জায়গা দেখে দ্রুত কাজ শুরু হবে বলে সেচ দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন। নদী ও খাল খননের কাজ চলছে। ইতিমধ্যে শিলাবতী নদী ও শোলাটপা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে ধাপে ধাপে বেশ কয়েকটি নদী ও খাল সংস্কারের কাজ খুব দ্রুতই শুরু হবে। ৫০০ কোটি টাকা রাজ্য বাজেটে বরাদ্দের পর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ জোর কদমে শুরু হয়েছে। রাজ্য সরকার একটি büt্তে খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেইমতো ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু হয়েছে; ২০২৮ সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে প্রশাসনের দাবি। সোমবার বিকেলে ঘাটাল পৌরসভা–র তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় পম্প হাউস তৈরীর জায়গা দেখতে যান জেলাশাসক, মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সহ ঘাটালের অন্যান্যরা। বর্ষায় ১২টি ওয়ার্ড এর মধ্যে ১২টি ওয়ার্ড বর্ষায় প্লবিত হয়ে থাকে; তাই ঘাটাল পৌরসভার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডকে বাঁচাতে দুটি পাম্প হাউস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এবং নং ৯ ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় দুটি পাম্প হাউস নির্মাণ করে বন্যার হাত থেকে রক্ষা করা হবে। প্রায় ২৫ কোটি টাকা খরচা করে নির্মাণ হবে পাম্প হাউস। মাস্টার প্ল্যানের কাজ বন্যার কারণে থমকে গিয়েছিল; পুজো শেষ হতেই জোর কদমে শুরু হয়েছে। এক দিকে “নো কস্ট মডেলে” খাল ও নদী সংস্কার, ঠিক সেই ভাবেই পাম্প হাউসও তৈরি হবে। ইতিমধ্যেই শিলাবতী নদীর ২৩ কিমি খনন দাসপুর ১ নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে; অন্যদিকে দাসপুর ২ ব্লকের শোলাটপা খাল ১৪.৭ কিমি খনন কাজ শুরু হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে ঘাটাল মহকুমায় মোট ৩৬টি খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
1
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top